দামিনী গোয়েন্দা । নিশিকান্তপুরে কোন ভৌতিক রহস্য লুকিয়ে আছে ? শান্তনু দাশের দিব্যদৃষ্টি

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 8 ก.ย. 2024
  • আজ আপনার জন্য আমাদের বহু প্রতীক্ষিত গল্প
    ডিটেকটিভ দামিনী এর " দিব্যদৃষ্টি "
    ____________________________________
    লেখক : শান্তনু দাশ
    লেখক পরিচিতি :
    তিন পুরুষ ধরে উত্তর ২৪ পরগনার নৈহাটিতে বাস । উদ্ভিদবিদ্যায় স্নাতকোত্তর হয়ে এক বেসরকারি স্কুলে কর্মরত । সাহিত্যের প্রতি আশৈশব অনুরাগ । লেখা আরম্ভ bonkim চন্দ্রের কপালকুণ্ডলা উপন্যাসের নাট্যরূপের হাত ধরে । প্রথম প্রকাশিত গল্প - দেবীপক্ষ , অতিক্রমণ পত্রিকায় । তারপর দত্তবাড়ির রহস্য , দরজার ওপারে , দোষারোপ , দ্রৌপদী সংহার , দেহান্তর , দ্য গ্যাম্বলর প্রভৃতি রহস্য ও ভৌতিক গল্প রচনা করেছে। লেখকের একটি নয় তিনটি গোয়েন্দা চরিত্র ।গোয়েন্দা চরিত্র দামিনীর পাশাপাশি অপর গোয়েন্দা চরিত্র দেহি ও দ্রোনিকা পাঠকদের মধ্যে যথেষ্ট আলোড়ন সৃষ্টি করে।
    গল্পের অংশ কিছু : "
    রাতের অন্ধকার পুরো নিশিকান্তপুরকে পুরো গিলে নিয়েছে । রাত ১২ টা । শুধু ঝিঁঝিঁদের ডাক ও মাঝে মাঝে শিয়ালের কান্না হঠাৎ ঘোষ বাড়ি থেকে ছুটে আসে চিৎকার । একটা নয় পর পর পাঁচটা । পুরো নিশিকান্তপুর ত্রাসে । হঠাৎ ঘোষবাড়িতে জুতোর শব্দ । আবার সেই কান ঝাঁঝরা করা চিৎকার । জুতোর শব্দ ছাদের দিকে এগিয়ে যাচ্ছে । আজ যেন চিৎকার থামার নাম নিচ্ছে না । কারণ চিৎকার আসছে ছাদ থেকে । জুতোর শব্দ ছাদে এসে থামলো । একজন কালো জোহরা পড়া মানুষ তার সামনে ছায়ালীন এক অশরীরী দাঁড়িয়ে ।
    " কি ম নে ক রো তু মি ? আমাকে বি পদে ফেলবে ? " জোহরা পড়া মানুষটি বলে ওঠে ।
    সন্ধ্যার অশরীরী এগিয়ে এসে বলে , " বি পদ তুমি আমার করেছো । এতো সহজে আমি ছাড়বো ? "
    -" সন্ধ্যা আ গুন নিয়ে খেলতে এসো না । পুঁ ড়ে ছারখার হয়ে যাবে । "
    "
    🔻Starting : Leo
    🔻Voices : Tanisha , Souvik , Shouvik, Indranil , Ramakanta, Sayan , Nabanita , Arup, debolina , Chandrayee, Baidanti , Rajdip, disha
    🔹Poster & Publicity : Rounak
    🔹Arranging : Rajdip & Arup
    🔸Sound Design : Echo
    🔸Direction and Presentation : Team STP
    𝐴𝑙𝑙 𝑅𝑖𝑔ℎ𝑡𝑠 𝑅𝑒𝑠𝑒𝑟𝑣𝑒𝑑 𝑏𝑦 "Suspense Thriller Station"
    -----------
    Contact Us -
    Email - submits.sts@gmail.com
    আমাদের কে গল্প পাঠাতে চাইলে উপরিউক্ত মেইল এ পাঠাতে পারেন।

ความคิดเห็น • 78