শিক্ষকদের বলছি আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৯৮৯-৯০ শিক্ষা বর্ষের ছাত্রী। সে সময়েই দেখেছি শিক্ষকরা কী জঘন্য রাজনীতি করতেন। আপনারা চোখের পানি ফেলছেন?আর আপনাদের ভুল রাজনীতির জন্য কত শিক্ষার্থীর ছাত্রজীবন নষ্ট হয়েছে এমনকি মৃত্যু হয়েছে তার হিসাব রেখেছেন?
শিক্ষকরা তাদের কর্ম ফল ভোগ করছে এদের নিয়ে বিবিসির বিচলিত হওয়ার কিছু নেই। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাদিকা হালিম যেভাবে ফ্যাসিবাদী র পা চেটেছে তাতে তার বিচার তো হওয়াই স্বাভাবিক
তা আপনারা আদালতে মামলা করেন না কেন? আর আপনাদের আসিফ নজরুল তো এখন সরকারে। তাকেও জানাতে পারেন কিন্তু তা না করে এরকম লজ্জাজনক কাজ করছে। আর এদের দেখাদেখি এখন বিদ্যালয়ের শিক্ষকদেরও অপমানিত করছে। যদি এসবই চলতে থাকে তাহলে আর আইনের শাসন থাকলো কোথায়!?
ছাত্রলীগ দিয়ে ছাত্রদের পিটিয়ে নিয়ে এখন মামলা খুজতেছেন কেন? মামলা তো অবশ্যই হবে,, এবং হচ্ছে। আর 'আপনাদের আসিফ নজরুল' বলতে কি বুঝাতে চাচ্ছেন? আমি তো বুঝতেছি আপনি স্বৈরাচারের দালালি করছেন। বিদ্যালয়,কলেজ, ইউনিভার্সিটি নাই,,, অসৎ শিক্ষকরা নিয়তির ফল ভোগ করতেছে। চোখ মেলে খুঁজে দেখুন,, এই পরিস্থিতিতেও হাজার হাজার শিক্ষক ছাত্রদের চোখের মনি হয়ে গেছে।কেন তারা চোখের মনি হয়েছে? আর কেনই বা কিছু শিক্ষককে লাঞ্ছিত করা হচ্ছে? নিশ্চয়ই এখানে ন্যায় ও অন্যায়ের ব্যবধান আছে।আইনের শাসন ছিল কবে? ১৫ বছর কি আইন তার নিজস্ব গতিতে শাসন করেছে? নাকি আইন ছিল পোষা বিড়াল? ১৬ বছর ধরে ধ্বংস করে গেছে দেশ,,, 16 দিন আপনি কিভাবে সেগুলো সমাধান চাচ্ছেন? ১৬ বছর আপনি কোথায় ছিলেন?আপনাদের চোখে যেগুলো অসভ্যর মত দেখাচ্ছে, হয়তো ছাত্ররা সেগুলোকে দেখছে স্বৈরাচারের আগাছা হিসেবে তবে হ্যাঁ,,,শিক্ষকদের এ বিষয়টি নিয়ে সবাইকে খারাপ লাগতেছে। তবে এসব বন্ধ করতে হয় চাইলে যত দ্রুত সম্ভব সরকারি পদক্ষেপ নিতে হবে। উদাহরণঃ২০১৮ সালের পর থেকে যত শিক্ষক নিয়োগ দেয়া হয়েছে তাদের চাকরি পুনঃ বিবেচনা করা।
ভাই দয়া করে উস্কানি ছড়াবেন না। আইন হাতে তুলে নেওয়া কোন সঠিক কাজ নয়। মানছি সে ভুল করেছে, মানুষের ভুল হবে এটাই স্বাভাবিক, কিন্তু শোধরানোর একটা সুযোগ্ও কি তাদের প্রাপ্য নয়। তাদের চাকরির ওপর তাদের পরিবার নির্ভরশীল।আর একটা চাকরি পেতে কতটা কষ্ট এ বিষয়ে নিশ্চয় আপনি জানেন। দরকার হলে তার নামে মামলা দিতেন। তাই বলে কোন সুযোগ না দিয়ে সরাসরি পদত্যাগ করানো উচিৎ হয়নি। অন্তত একবার সুযোগ দিতে পারত
Ei Teacher ra Amma Lig er nominated Teacher, dolyio nomination - Shobai Tel mere teacher hoyesen, not on merit basis. These so called Cadre Teacher must go to hell... Era desher Shotru.....
@@hasan9.11 পৃথিবীতে যুগে যুগে হাজারো আন্দোলন বিপ্লব হয়েছে বিভিন্ন দেশে , আর সব জায়গাতেই বিপ্লব বা আন্দোলনে সক্রিয়ভাবে সমাজের সবাই যোগ দেবে এটাও হয় না , আমাদের দেশের জনসংখ্যা প্রায় ১৮ কোটি এর মধ্যে বিভিন্ন আন্দোলের সময়ে কয় কোটি মানুষ স্বেচ্ছায় সক্রিয়ভাবে যে কোনো আন্দোলনে যোগ দিয়েছে ? বেশির ভাগ সাধারণ মানুষই রাজনীতি, আন্দোলন বিষয়গুলো এড়িয়ে চলতে চায়, হোক সে ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিক্ষক, ভ্যানগাড়ি আলা, সিএনজি আলা, কৃষক অথবা শ্রমিক . একটা কর্মসংস্থান, পরিবারের মুখে দুই বেলা দু মুঠো ভাত আর একটু নিরাপদে বাস করা এত টুকুই চাওয়া সাধারণ মানুষের , এর মানেই কী সেই কোটি কোটি মানুষ যারা আন্দোলনে সক্রিয় ভাবে অংশ নেয়নি তারা সবাই অপরাধী / দোষী ?
যখন আমরা বলছিলাম হিন্দু শিক্ষকরা টার্গেট তখন বিবিসি বাংলা আমাদের কথা কর্ণপাত করেনি এখন যখন ঢালাও ভাবে হিন্দু মুসলিম নির্বিশেষে পদত্যাগে বাধ্য করা হচ্ছে তখন ঘুম ভেঙেছে! তারপরও এই প্রতিবেদনের জন্য ধন্যবাদ
হিন্দু চিন্তা করে শিক্ষকদের কখনোই টার্গেট করা হয়নি। বরং হিন্দু হোক আর মুসলিম হোক,এই ধরনের শিক্ষকদের এই পরিনতির জন্য ওনাদের তেলবাজি,দলবাজি,অসদাচারন,ইসলাম বিদ্বেষী আচরণ ও দূর্নীতি দায়ী।
কারন হিন্দুরা টার্গেট নয় তাই। এখানে খারাপ শিক্ষকরাই টার্গেট হচ্ছে তখন হিন্দু বলে আলাদাভাবে ঝামেলা তৈরি করতে চাইবেন আর বিবিসি তাই করবে কেন?? হিন্দুরা সব মহৎ আত্মা নাকি যে অন্যায় তারা করে নাই কারো সাথে?? অন্যায়কারীদের টার্গেট করলে আপনাদের আবার হিন্দু বলে আলাদাভাবে সমবেদনা কেন হবে শুনি??
শিক্ষাগুরুর মর্যাদা - কাজী কাদের নেওয়াজ বাদশাহ আলমগীর- কুমারে তাঁহার পড়াইত এক মৌলভী দিল্লীর। একদা প্রভাতে গিয়া দেখেন বাদশাহ- শাহজাদা এক পাত্র হস্তে নিয়া ঢালিতেছে বারি গুরুর চরণে পুলকিত হৃদে আনত-নয়নে, শিক্ষক শুধু নিজ হাত দিয়া নিজেরি পায়ের ধুলি ধুয়ে মুছে সব করিছেন সাফ্ সঞ্চারি অঙ্গুলি। শিক্ষক মৌলভী ভাবিলেন আজি নিস্তার নাহি, যায় বুঝি তার সবি। দিল্লীপতির পুত্রের করে লইয়াছে পানি চরণের পরে, স্পর্ধার কাজ হেন অপরাধ কে করেছে কোন্ কালে! ভাবিতে ভাবিতে চিন্তার রেখা দেখা দিল তার ভালে। হঠাৎ কি ভাবি উঠি কহিলেন, আমি ভয় করি না’ক, যায় যাবে শির টুটি, শিক্ষক আমি শ্রেষ্ঠ সবার দিল্লীর পতি সে তো কোন্ ছার, ভয় করি না’ক, ধারি না’ক ধার, মনে আছে মোর বল, বাদশাহ্ শুধালে শাস্ত্রের কথা শুনাব অনর্গল। যায় যাবে প্রাণ তাহে, প্রাণের চেয়েও মান বড়, আমি বোঝাব শাহানশাহে। তার পরদিন প্রাতে বাদশাহর দূত শিক্ষকে ডেকে নিয়ে গেল কেল্লাতে। খাস কামরাতে যবে শিক্ষকে ডাকি বাদশা কহেন, ”শুনুন জনাব তবে, পুত্র আমার আপনার কাছে সৌজন্য কি কিছু শিখিয়াছে? বরং শিখেছে বেয়াদবি আর গুরুজনে অবহেলা, নহিলে সেদিন দেখিলাম যাহা স্বয়ং সকাল বেলা” শিক্ষক কন-”জাহপানা, আমি বুঝিতে পারিনি হায়, কি কথা বলিতে আজিকে আমায় ডেকেছেন নিরালায়?” বাদশাহ্ কহেন, ”সেদিন প্রভাতে দেখিলাম আমি দাঁড়ায়ে তফাতে নিজ হাতে যবে চরণ আপনি করেন প্রক্ষালন, পুত্র আমার জল ঢালি শুধু ভিজাইছে ও চরণ। নিজ হাতখানি আপনার পায়ে বুলাইয়া সযতনে ধুয়ে দিল না’ক কেন সে চরণ, স্মরি ব্যথা পাই মনে।” উচ্ছ্বাস ভরে শিক্ষকে আজি দাঁড়ায়ে সগৌরবে কুর্ণিশ করি বাদশাহে তবে কহেন উচ্চরবে- ”আজ হতে চির-উন্নত হল শিক্ষাগুরুর শির, সত্যই তুমি মহান উদার বাদশাহ্ আলমগীর।”
Your teachers are morally corrupt what do you expect students to do? This is how it should be. Similar to UK where uni professors are scared of the students, as we all used to give feedback about the teachers, if they are doing a good job at it. Teachers should do their jobs instead of seeking worship from them. Teachers must remember that you are just an employee like others, do your job well, do not become mentally molested individual and do not become a sock puppet of any regime. Plus, Bangladeshi students must stop calling teachers by sir/madam. They should call them by their name with prefix such as Mr/Professor/Dr etc. This is not a slave master relationship that a student should be forced to call them by Sir/Madam. This a clear discrimination right at your face. I have not seen any other countries beside these desi countries to do such. Probably, still they are intellectually challenged by the post colonial slave mentality. Such a shame indeed.
@@nashzaman1062bera par kore asar choritro molla der Sona .... Aar Bangladesh Pakistan hote jachhe aar dui din por jagay jagay bom fatbe opekkha koro 😂😂😂😂
নিশ্চয়ই আপনি কোন মতলবাজ, তা না হলে যখন ছাত্ররা পদে পদে লাঞ্ছিত হচ্ছিলএইসব শিক্ষক নামের কুলাঙ্গার দ্বারা তখন আপনি কোথায় ছিলেন? তখন আপনার এই মায়া কান্না কোথায় ছিল?
এই শিক্ষকরা প্রিন্সিপাল থাকা কালীন আন্দোলন করতে দেয়নি,,আন্দোলন করলে তাকে স্কুলে যেতে বাধা দেওয়া হয়েছে,,আমাদের স্কুলের প্রিন্সিপাল এই একই কাজ করেছে,,ওকেও পদত্যাগ করানো দরকার😒
বর্তমানে যাদেরকে চেয়ারম্যান পদ দেয়া হচ্ছে তারা সবাই বিএনপির লোক জামাতের লোক। আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে না তার মানে কি রাজনীতি করতে পারবে শুধু বিএনপি জামাত?
শিক্ষা মন্ত্রনালয় এক্ষেত্রে দায়ী। সাধারণ শিক্ষার্থীরা যখন শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে আসবে তখনকার পরিস্থিতি কি হতে পারে তা বুঝবার মতো বুদ্ধিমত্তা কি শিক্ষা মন্ত্রনালয়ের কারোর ছিল না? গত ১৫ বছরের আমলনামা যাচাই-বাছাই করা জরুরি। দলীয় রাজনীতিতে নিবেদিতপ্রাণ শিক্ষকরা এই দায় এড়িয়ে যেতে পারে না।
শিক্ষক তোমার সাথে রাস্তায় পুলিশের সাথে ইট আর লাঠি নিয়ে মারামারি করবে? ছাগল। তোদের কপালে দুঃখ আছে। বেশি বাড়লে তার পরিণাম কী হয় তা তো তোমার জানার কথা।
শিক্ষক কে তা চিহ্নিত করার সময় এসেছে। ছাত্ররা জানে শিক্ষক কে। যদি কোন শিক্ষক যোগ্য হন, তবে তাকে সমর্থন করার জন্য উদ্যোগ নিতে হবে এবং অবিলম্বে তার পদে যোগদান করতে হবে।
@@e.arunmajumder3480 স্বৈরাচারকে বিতাড়িত করতে আইনের প্রয়োজন ছিল? না ছাত্র জনতার বিস্ফোরণ ছিল। এইসব শিক্ষকরাও স্বৈরাচারের পা চাটা ছিল। ওনারা শিক্ষক নন দোসর।
@@shahnajbegum6086আইন ছিল, আছে এবং থাকবে। বাংলাদেশের আইন বেশিরভাগ সময় বিরোধীদের উপর প্রয়োগ হয় এবং এটাই এ দেশের বাস্তবতা। এখন যারা বেআইনি কাজ করছে তাদেরও একই পরিণতি হবে তারা যখন বিরোধীপক্ষ হবে আর এটাই এদেশের বাস্তবতা..
কোন শিক্ষক যদি অপরাধ করেন, প্রচলিত আইনে তার বিচার হবে। কিন্তু ছাত্র হয়ে শিক্ষককে অপমান-অপদস্ত করা বন্ধ করুন।বিচার করার অধিকার কাউকে দেওয়া হয়নি।সকলের ন্যায় বিচার পাওয়ার অধিকার আছে। বিশ্বের দরবারে জাতি হিসেবে নিজেদের আর ছোট করবেন না।
শিক্ষক যতই দালাল হোক, খারাপ হোক, লম্পট হোক না কেন সে তো শিক্ষকই, তাঁকে অবশ্যই সম্মান প্রদর্শন করতে হবে। এটাই তো নৈতিকতার শিক্ষা। সকল অশোভন আচরণের তীব্র নিন্দা জানাই।
খারাপ হোক, দুর্নীতিতে জড়িত বা লম্পট হোক না কেন সে তো শিক্ষকই, তাঁকে অবশ্যই সম্মান প্রদর্শন করা উচিৎ। এটাই তো নৈতিকতার শিক্ষা। বিচার করবে রাষ্ট্র ও সমাজ, ছাত্ররা নয়। সকল অশোভন আচরণের তীব্র নিন্দা জানাই।
জোর জবরদস্তি করে অপমানের সাথে শিক্ষকদের এভাবে পদত্যাগ করিয়ে এই ছাত্রগুলো জীবনে উন্নতি করতে পারবে না। একটা কথা মনে রাইখেন যে অন্যায় ভাবে যত দ্রুত উপরে ওঠে ঠিক ততো দ্রুতই নিচে নামে।
একজন শিক্ষক কখনো সব শিক্ষার্থীদের প্রিয় হতে পারে না!! আমি একজন শিক্ষক হয়ে এখন ভয় লাগছে যে শিক্ষার্থীদের কখনো শাসন করা যাবে না, তাহলে হয়তো পদত্যাগ করতে আন্দোলন করবে!!!
No students should fail in the exam. All question papers should be written after consultation with the students. AUTOPASS should be introduced in all exams.
সমন্বয়ক বলছে আমরা কিছুই করিনি আসলেই কি তাই, হাসি পাচ্ছে তাহলে সমস্ত গুটিবাজি কে করছে ?🤷♂️🤷♂️🤷♂️ এভাবে কতদিন তারা দোষ এড়িয়ে থাকতে পারবে , সব এক দিন বেরিয়ে আসবে 😎😎😎
শিক্ষক মানুষ গড়ার কারিগর, কিন্তু তারাই যখন দলবাজি করেন ( যা তাদের কাজ নয়) তখন তারা সম্মান হারান। শিক্ষকরা যদি রাজনৈতিক দলের ক্ষমতা শিক্ষর্থীদের উপর প্রয়োগ করে, তাহলে সেই শিক্ষক কিভাবে সম্মান পাবে????
আমি চন্দ্রনাথ পোদ্দার স্যারের সরাসরি ছাত্র ছিলাম। শিক্ষক হিসেবে তিনি খুবই ভালো। কিন্তু আন্দোলনের সময় তিনি শিক্ষকের মতো আচরণ করেননি। আপনার ছাত্রদের পক্ষে দাঁড়ানো উচিত ছিল, স্যার। আপনার ছাত্ররা ছাত্রলীগ এবং পুলিশ দ্বারা আক্রান্ত হয়েছিল। শিক্ষক হিসাবে আপনার দায়িত্ব কোথায় ছিল যখন তারা ক্যাম্পাসে আপনার ছাত্রদের রক্তপাত করেছিল? আপনি কিছু করেননি, কারণ আপনি অত্যাচারী ফ্যাসিস্টের ভক্ত ছিলেন। চাটুকারিতা করেছেন স্বৈরাচারী সরকারের !
একজনকে স্বৈরাচারী বলে বিদায় করা হলো কিন্তু এখন ভিন্ন মতের শিক্ষকদের পদত্যাগ করতে বাধ্য করা হচ্ছে। এটা কি স্বেচ্ছাচারিতা নয়?
চন্দ্রনাথ পোদ্দার স্যার আমার শিক্ষক ছিলেন। অসাধারণ একজন মানুষ
Pashe daran ni keno
@@Rkrkmkj99আপনি দাঁড়িয়েছিলেন কি প্রমাণ দেন তো??😂😂
@@Rkrkmkj99 asol kotha bol aar nijer asol I'd diye aye .... Sikhhok hindu bole toder eto jala
Uni malun chilen valo haite pare na.
এ আন্দলন বেয়াদব ছাত্র তৈরী করেছে।সমাজে এর সুদূর প্রসারী প্রভাব পরবে।
এমন ছাত্ররা কোনদিন মানুষ হতে পারবে না। মিলিয়ে নিয়েন ভবিষ্যতে
শিক্ষকরা যদি রাজনৈতিক দলের ক্ষমতা শিক্ষর্থীদের উপর প্রয়োগ করে, তাহলে সেই শিক্ষক কিভাবে সম্মান পাবে????
Madrassa chap tora teacher der jobordosti resign koracchis tahole hinduder ki obostha koris tora....chi chi
একজন সত্যিকারের শিক্ষক কখনো রাজনীতির মধ্যে প্রবেশ করবে না,রাজনীতি শিক্ষাও দিতে পারে না।লোভী শিক্ষক পদন্নোতি পাওয়ার লোভে রাজনীতি করে।
তাহলে ছাত্ররা কেন রাজনীতি
এখন ছাত্র থেকে যে উপদেষ্টা হলো ওটা কী রাজনীতি?
তাহলে আসিফ নজরুল স্যার সে তো একজন শিক্ষক তাই না 🙏
@@igatidlhfup3273 কে রাজনীতি করছে?
@@mr.shikder2571 সে তো শিক্ষক না ভাই।
শিক্ষকদের বলছি আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৯৮৯-৯০ শিক্ষা বর্ষের ছাত্রী। সে সময়েই দেখেছি শিক্ষকরা কী জঘন্য রাজনীতি করতেন। আপনারা চোখের পানি ফেলছেন?আর আপনাদের ভুল রাজনীতির জন্য কত শিক্ষার্থীর ছাত্রজীবন নষ্ট হয়েছে এমনকি মৃত্যু হয়েছে তার হিসাব রেখেছেন?
শিক্ষকরা তাদের কর্ম ফল ভোগ করছে এদের নিয়ে বিবিসির বিচলিত হওয়ার কিছু নেই। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাদিকা হালিম যেভাবে ফ্যাসিবাদী র পা চেটেছে তাতে তার বিচার তো হওয়াই স্বাভাবিক
তা আপনারা আদালতে মামলা করেন না কেন? আর আপনাদের আসিফ নজরুল তো এখন সরকারে। তাকেও জানাতে পারেন কিন্তু তা না করে এরকম লজ্জাজনক কাজ করছে। আর এদের দেখাদেখি এখন বিদ্যালয়ের শিক্ষকদেরও অপমানিত করছে। যদি এসবই চলতে থাকে তাহলে আর আইনের শাসন থাকলো কোথায়!?
ছাত্রলীগ দিয়ে ছাত্রদের পিটিয়ে নিয়ে এখন মামলা খুজতেছেন কেন? মামলা তো অবশ্যই হবে,, এবং হচ্ছে। আর 'আপনাদের আসিফ নজরুল' বলতে কি বুঝাতে চাচ্ছেন? আমি তো বুঝতেছি আপনি স্বৈরাচারের দালালি করছেন। বিদ্যালয়,কলেজ, ইউনিভার্সিটি নাই,,, অসৎ শিক্ষকরা নিয়তির ফল ভোগ করতেছে। চোখ মেলে খুঁজে দেখুন,, এই পরিস্থিতিতেও হাজার হাজার শিক্ষক ছাত্রদের চোখের মনি হয়ে গেছে।কেন তারা চোখের মনি হয়েছে? আর কেনই বা কিছু শিক্ষককে লাঞ্ছিত করা হচ্ছে? নিশ্চয়ই এখানে ন্যায় ও অন্যায়ের ব্যবধান আছে।আইনের শাসন ছিল কবে? ১৫ বছর কি আইন তার নিজস্ব গতিতে শাসন করেছে? নাকি আইন ছিল পোষা বিড়াল? ১৬ বছর ধরে ধ্বংস করে গেছে দেশ,,, 16 দিন আপনি কিভাবে সেগুলো সমাধান চাচ্ছেন? ১৬ বছর আপনি কোথায় ছিলেন?আপনাদের চোখে যেগুলো অসভ্যর মত দেখাচ্ছে, হয়তো ছাত্ররা সেগুলোকে দেখছে স্বৈরাচারের আগাছা হিসেবে
তবে হ্যাঁ,,,শিক্ষকদের এ বিষয়টি নিয়ে সবাইকে খারাপ লাগতেছে। তবে এসব বন্ধ করতে হয় চাইলে যত দ্রুত সম্ভব সরকারি পদক্ষেপ নিতে হবে। উদাহরণঃ২০১৮ সালের পর থেকে যত শিক্ষক নিয়োগ দেয়া হয়েছে তাদের চাকরি পুনঃ বিবেচনা করা।
আপনি সত্যি কথা বলেছেন। ধন্যবাদ।
তাদের পক্ষে কথা না বললেই পদত্যাগে বাধ্য করবে? এটা কেমন স্বাধীনতা?
এই শিক্ষক গত রমজানে যখন কোরআন তেলাওয়াত বন্ধ করেছি তখন কোথায় ছিলেন আপনারা উচিত যবাব দিছে
ভাই দয়া করে উস্কানি ছড়াবেন না। আইন হাতে তুলে নেওয়া কোন সঠিক কাজ নয়। মানছি সে ভুল করেছে, মানুষের ভুল হবে এটাই স্বাভাবিক, কিন্তু শোধরানোর একটা সুযোগ্ও কি তাদের প্রাপ্য নয়। তাদের চাকরির ওপর তাদের পরিবার নির্ভরশীল।আর একটা চাকরি পেতে কতটা কষ্ট এ বিষয়ে নিশ্চয় আপনি জানেন। দরকার হলে তার নামে মামলা দিতেন। তাই বলে কোন সুযোগ না দিয়ে সরাসরি পদত্যাগ করানো উচিৎ হয়নি। অন্তত একবার সুযোগ দিতে পারত
কোরআন পড়া আর কোরআন বুঝা এক বিষয় নয়৷ প্রথমটি অজ্ঞতা আর পরেরটা জ্ঞান অর্জন৷
কোন শিক্ষা প্রতিষ্ঠানে এমন ঘটনা ঘটেছে বলবেন?ভালো মত জেনে বলবেন।মনে হয় না এমন কোন ঘটনা ঘটেছে।এটা অসম্ভব।
@@samueldark9758ঢাকা বিশ্ববিদ্যালয় এ খোঁজ নাও
@@samueldark9758ঢাকা বিশ্ববিদ্যালয়ে হয়েছে, রমজান মাসে শিক্ষার্থীদের কোরআন পড়তে বাধা দেওয়া হয়েছে
এসবের জন্য শিক্ষা উপদেষ্টা সহ ডক্টর ইউনুস দায়ী।
শিক্ষকদের এমন অপমান পুর্বে কখনো দেখি নাই। এই মেধাবী নামক কুলাংগারদের নেতাদের আইনের আওতায় আনার দাবী জানাচ্ছি।
২০০৯ সালে এসে যে আগের শিক্ষকদের ছাঁটাই করা হয়েছিল তখন কই ছিলেন বড় ভাই? চাপা মারেন?
This is Islamic vandalism, wherever Muslims are running the change they will transform it into madrassas. Long live the new Bangladesh.
শিক্ষক নামক চামচাদের ছাড় দেয়া হবে না
@@49modasserislamemon62 madassa te giye pondh mara, mullar jaat. Toder ke sara duniyar loke chud be
খুবই দুঃখজনক😢😢😢
রাজনৈতিক চামচামির সীমা অতিক্রম করার করণে আজকে শিক্ষকদের এ অবস্থা
হাঁ, শিক্ষা ব্যবস্থার ধ্বং*সের পিছনে তাঁদেরও হাত ছিলো!
@PAAUTHORITY আসল তথ্য হইলো, নিরপেক্ষ ও হিন্দু শিক্ষকদের সরিয়ে দিয়ে জামাতের অনুসারী শিক্ষকদের দায়িত্ব দেয়া!
যেমন কর্ম তেমন ফল‼️
ঠিক
ঠিক।
এই শিক্ষকরাই পুলিশ এনে সাধারণ আন্দোলনরত ছাত্রদের ধরিয়ে দিতো
১০০% রাইট এরা শিক্ষক নামের দালাল
এই সরকারতু বিএনপির হয়েই সব করছে।
অতএব তার প্রতিশোধ নেওয়া হচ্ছে
কুলাঙ্গার ছাত্র এসব
Right
এই শিক্ষক গত রমজানে যখন কোরআন তেলাওয়াত বন্ধ করেছি তখন কোথায় ছিলেন আপনারা
college ki madrasar jaiga…. jihadhi talibani mindset
Boycott korlam Indian Products
Go to hell
Era Amma Lig er Shontrashi
Era teacher na
Era Raw er Agent
Go to hell
Podmara koran. Lojja korena nastik der TH-cam bebohar kore islam prochar koris nunukatar dol
Ei Teacher ra Amma Lig er nominated Teacher, dolyio nomination - Shobai Tel mere teacher hoyesen, not on merit basis. These so called Cadre Teacher must go to hell...
Era desher Shotru.....
বাস্তবতা হলো , এই অবস্থা এখনো থেমে নাই, এটা একটা ভয়ানক বার্তা
এখন যে শিক্ষকরা নিয়োগ পাচ্ছেন তাও দলীয় শিক্ষক
তারা কি আপনার মায়ের দল করে,,
@@userHarunMondol na apnar mayer dol er chamcha tara.
@@userHarunMondol Nh tor mayer vatarer dol kore
যদি অপরাধী হয় তাহলে পদত্যাগ করতে হবে। সেটা হবে আইনি মাধ্যমে
Vai apnar ai comment e to like paisen onekngula, apnar kase and apnar comment jara like dise tader kase amar prosno, onar ki oporad hoitay pare ?
অতিরিক্ত কোনো কিছু ভালো নয়। এখন যা হচ্ছে তা ফিরত পাওয়ার অপেক্ষা শুধু সময়ের।
ভাইয়েরা আপনারা মনেহয় বাংলাদেশের প্রেসিডেন্ট যা শুরু করেছেন একটু ভাইবেন উপরে একজন আছে..
সবাই কাজের জবাব দিতে হবে....
আমার এলাকার পার্শ্ববর্তী দুই শিক্ষককে জোর পূর্বক পদত্যাগ করাইছে। এই শিক্ষকদের কোন অপরাধ ছিল না। আপনাদের এসব কার্যকলাপ বন্ধ করুন।
এত বেশি আইন নাই আইনের অভাব
কিছু শিক্ষকের চোখের পানি বলে দে
তারা নির্দোষ তাদের কিছুই করার ছিলনা,
সর্বপরি শিক্ষকদের সম্মান অক্ষত থাকুক।
এত চোখের পানি কেন? উনাদের শুধু পদ থেকে সরিয়ে আনা হইছে, চাকরি তো আছেই
Salman f rahman er chokher pani ki bole?
@@hasan9.11যদি দোস না করে কাউকে শাস্তি দেন অথবা সাপোর্ট করেন তবে আল্লাহ আপনার ও আপনার বংশধরদের উপরও নারাজ হবেন
@@sahara179
খবির ভিসি বাদে অন্যান্য সব ভার্সিটির ভিসি নীরব থেকে মৌন সমর্থন করে গেছিল। এটা অবশ্যই দোষী
@@hasan9.11 পৃথিবীতে যুগে যুগে হাজারো আন্দোলন বিপ্লব হয়েছে বিভিন্ন দেশে , আর সব জায়গাতেই বিপ্লব বা আন্দোলনে সক্রিয়ভাবে সমাজের সবাই যোগ দেবে এটাও হয় না , আমাদের দেশের জনসংখ্যা প্রায় ১৮ কোটি এর মধ্যে বিভিন্ন আন্দোলের সময়ে কয় কোটি মানুষ স্বেচ্ছায় সক্রিয়ভাবে যে কোনো আন্দোলনে যোগ দিয়েছে ? বেশির ভাগ সাধারণ মানুষই রাজনীতি, আন্দোলন বিষয়গুলো এড়িয়ে চলতে চায়, হোক সে ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিক্ষক, ভ্যানগাড়ি আলা, সিএনজি আলা, কৃষক অথবা শ্রমিক . একটা কর্মসংস্থান, পরিবারের মুখে দুই বেলা দু মুঠো ভাত আর একটু নিরাপদে বাস করা এত টুকুই চাওয়া সাধারণ মানুষের , এর মানেই কী সেই কোটি কোটি মানুষ যারা আন্দোলনে সক্রিয় ভাবে অংশ নেয়নি তারা সবাই অপরাধী / দোষী ?
যখন আমরা বলছিলাম হিন্দু শিক্ষকরা টার্গেট তখন বিবিসি বাংলা আমাদের কথা কর্ণপাত করেনি এখন যখন ঢালাও ভাবে হিন্দু মুসলিম নির্বিশেষে পদত্যাগে বাধ্য করা হচ্ছে তখন ঘুম ভেঙেছে! তারপরও এই প্রতিবেদনের জন্য ধন্যবাদ
Bangladesh Er Hindura Bangladesh Er Jonno Bipojjonok......Karon ora Etotai Ghirinito Bangladesh Er Biruddhe Skol Opokormo ora Jorito .....
হিন্দু চিন্তা করে শিক্ষকদের কখনোই টার্গেট করা হয়নি। বরং হিন্দু হোক আর মুসলিম হোক,এই ধরনের শিক্ষকদের এই পরিনতির জন্য ওনাদের তেলবাজি,দলবাজি,অসদাচারন,ইসলাম বিদ্বেষী আচরণ ও দূর্নীতি দায়ী।
কারন হিন্দুরা টার্গেট নয় তাই। এখানে খারাপ শিক্ষকরাই টার্গেট হচ্ছে তখন হিন্দু বলে আলাদাভাবে ঝামেলা তৈরি করতে চাইবেন আর বিবিসি তাই করবে কেন?? হিন্দুরা সব মহৎ আত্মা নাকি যে অন্যায় তারা করে নাই কারো সাথে?? অন্যায়কারীদের টার্গেট করলে আপনাদের আবার হিন্দু বলে আলাদাভাবে সমবেদনা কেন হবে শুনি??
শিক্ষক মানুষ গড়ার কারিগর, কিন্তু তারাই যখন দলবাজি করেন ( যা তাদের কাজ নয়) তখন তারা সম্মান হারান।
Tumra Tw HOLLY QURAN Change Koro
ASTAGFIRUALLAH
ALLAH Tumader Moto Borborakarider Borborota Besidin Sojjo Korben Na
5876.......correct
শিক্ষক কেনো রাজনীতি করবে??
স্বৈরাচারের পা চাটতো বলেই তো আজ এই অবস্থা
এখন যারা নিয়োগ পাইতেছে তা ও তো দলীয়
এখন যাদেরকে বসাচ্ছে এরা প্রত্যেকটা জামা-শিবিরের লোক বিএনপির লোক। আমি নিজে এটা সাক্ষী।
তারা স্বৈরাচারী মনোভাব দেখালে তাদের অবস্থা এমন হবে। এখন যেটা হচ্ছে সেটা ভালই হচ্ছে।@@ujjalbaral8249
Right 💯
বাংলাদেশে পাগল আর ছাগল ছাড়া সবাই রাজনীতি করে ৷
বিবিসি কে আহবান করব যে তারা যেন সঠিক তদন্ত করে।যাতে অপরাধিরা সাস্তির পায়।সে শিক্ষক বা মহা শিক্ষক হক না কন।
মেধাবী ছাত্রদের বাংলাদেশটা একার নয়। এই বাংলাদেশটা সমগ্র জনগোষ্ঠীর...
এ বাংলাদেশটা অন্যায়কারী বা তেল বাজের নয়, নিরপরাধ মানুষের।
কিন্তু আমরা সিনিয়র সিটিজেনদের মাঝে অনেকেই যে এই ছাত্রদের সাথে আছি।।
@@mdanisurhira2009 কারা মেধাবী? সয়তান ও তো মেধাবী।
Poddar sir k india te ashe indian university join koruk❤❤
এর শেষ কোথায়? যতদিন পর্যন্ত দেশটা মেধাশূন্য না হচ্ছে ততদিন চলবে 😢😢😢
Shorkarer chamchami korben ar ekhon dhorle victim card khelben ??
Medhabi chatro ra ache to medha shunno hoilo koi
Suyarer baccha awami league er baccha
এই ধরনের শিক্ষকদের এই পরিনতির জন্য ওনাদের তেলবাজি,দলবাজি,অসদাচারন,ইসলাম বিদ্বেষী আচরণ ও দূর্নীতি দায়ী।
মেধা is overflowing in all directions. Universities should be closed.
এখান থেকে শুরু হয় সারাদেশে শিক্ষকদের অপমান করার প্রবনতা।
কিন্তু পথ তো তৈরি করে দেয় এইরূপ জ্ঞানপাপী, শিক্ষরুপী দালালেরা।
শিক্ষার্থী বলতে আপনি রাজনৈতিকভাবে নির্দিষ্ট কোন দলের (শিবির, ছাত্রদল) শিক্ষার্থীর কথা বলেন সাধারণ শিক্ষার্থীদের সাথে শিক্ষকের সম্পর্ক শুধু পড়াশুনার।
এটা হচ্ছে শিক্ষকদের দলবাজের প্রতিফলন
এই ধরনের শিক্ষকদের এই পরিনতির জন্য ওনাদের তেলবাজি,দলবাজি,অসদাচারন,ইসলাম বিদ্বেষী আচরণ ও দূর্নীতি দায়ী।
এটাই হচ্ছে মেধাবীদের মেধাবী জাতি
আফসোস লীগ
শিক্ষাগুরুর মর্যাদা
- কাজী কাদের নেওয়াজ
বাদশাহ আলমগীর-
কুমারে তাঁহার পড়াইত এক মৌলভী দিল্লীর।
একদা প্রভাতে গিয়া
দেখেন বাদশাহ- শাহজাদা এক পাত্র হস্তে নিয়া
ঢালিতেছে বারি গুরুর চরণে
পুলকিত হৃদে আনত-নয়নে,
শিক্ষক শুধু নিজ হাত দিয়া নিজেরি পায়ের ধুলি
ধুয়ে মুছে সব করিছেন সাফ্ সঞ্চারি অঙ্গুলি।
শিক্ষক মৌলভী
ভাবিলেন আজি নিস্তার নাহি, যায় বুঝি তার সবি।
দিল্লীপতির পুত্রের করে
লইয়াছে পানি চরণের পরে,
স্পর্ধার কাজ হেন অপরাধ কে করেছে কোন্ কালে!
ভাবিতে ভাবিতে চিন্তার রেখা দেখা দিল তার ভালে।
হঠাৎ কি ভাবি উঠি
কহিলেন, আমি ভয় করি না’ক, যায় যাবে শির টুটি,
শিক্ষক আমি শ্রেষ্ঠ সবার
দিল্লীর পতি সে তো কোন্ ছার,
ভয় করি না’ক, ধারি না’ক ধার, মনে আছে মোর বল,
বাদশাহ্ শুধালে শাস্ত্রের কথা শুনাব অনর্গল।
যায় যাবে প্রাণ তাহে,
প্রাণের চেয়েও মান বড়, আমি বোঝাব শাহানশাহে।
তার পরদিন প্রাতে
বাদশাহর দূত শিক্ষকে ডেকে নিয়ে গেল কেল্লাতে।
খাস কামরাতে যবে
শিক্ষকে ডাকি বাদশা কহেন, ”শুনুন জনাব তবে,
পুত্র আমার আপনার কাছে সৌজন্য কি কিছু শিখিয়াছে?
বরং শিখেছে বেয়াদবি আর গুরুজনে অবহেলা,
নহিলে সেদিন দেখিলাম যাহা স্বয়ং সকাল বেলা”
শিক্ষক কন-”জাহপানা, আমি বুঝিতে পারিনি হায়,
কি কথা বলিতে আজিকে আমায় ডেকেছেন নিরালায়?”
বাদশাহ্ কহেন, ”সেদিন প্রভাতে দেখিলাম আমি দাঁড়ায়ে তফাতে
নিজ হাতে যবে চরণ আপনি করেন প্রক্ষালন,
পুত্র আমার জল ঢালি শুধু ভিজাইছে ও চরণ।
নিজ হাতখানি আপনার পায়ে বুলাইয়া সযতনে
ধুয়ে দিল না’ক কেন সে চরণ, স্মরি ব্যথা পাই মনে।”
উচ্ছ্বাস ভরে শিক্ষকে আজি দাঁড়ায়ে সগৌরবে
কুর্ণিশ করি বাদশাহে তবে কহেন উচ্চরবে-
”আজ হতে চির-উন্নত হল শিক্ষাগুরুর শির,
সত্যই তুমি মহান উদার বাদশাহ্ আলমগীর।”
পরিমল,পান্নার মত শিক্ষক দের জন্যকি এই কবিতা লিখেছেন কবি,যারা ক্যাম্পাসে ইফতার মাহফিলে,কুরআন তিলাওয়াতের মত কাজে বাধা দেয় তারা শিক্ষক না আওয়ামি দালাল।
কোন শিক্ষক যারা স্বৈরাচারী হাসিনার পা চাটা গোলামি করা শিক্ষক নাকি। ছাত্রীদের সাথে আকাম কুকাম করা শিক্ষক নাকি।
কবিতাটা পড়ানো হয় নি।
বর্তমান শিক্ষা ব্যবস্থায়।
তাই আজ এ অবস্থা।
এর জন্য শিক্ষক মহলই দায়ী,
পরিবর্তন করাকে সৃজনশীল মনে করতেন
Your teachers are morally corrupt what do you expect students to do?
This is how it should be. Similar to UK where uni professors are scared of the students, as we all used to give feedback about the teachers, if they are doing a good job at it. Teachers should do their jobs instead of seeking worship from them. Teachers must remember that you are just an employee like others, do your job well, do not become mentally molested individual and do not become a sock puppet of any regime.
Plus, Bangladeshi students must stop calling teachers by sir/madam. They should call them by their name with prefix such as Mr/Professor/Dr etc. This is not a slave master relationship that a student should be forced to call them by Sir/Madam. This a clear discrimination right at your face.
I have not seen any other countries beside these desi countries to do such. Probably, still they are intellectually challenged by the post colonial slave mentality. Such a shame indeed.
এটা কবি শেখর কালিদাস রায়ের রচনা।
এই ছাত্ররা নিজের পিতামাতা কে সন্মান করে না আর আপনাকে সন্মান করবে কিভাবে
কথা বার্তা বলার আগে চিন্তা ভাবনা করে সঠিকটা বল্লে ভালো হয় ..!
এই পোলাপান গুলা নেশাগ্রস্ত।
এই শিক্ষকরা প্রিন্সিপাল থাকা কালীন আন্দোলন করতে দেয়নি আন্দোলন করলে তাকে স্কুলে যেতে বাধা দেওয়া হয়েছে পদত্যাগ করানো দরকার
@@MadeinBanglaNews আরেহ ভাই কাকে কি বোঝাচ্ছেন?দেখছেন না বেড়ার ওপারের মাল ইন্টারনেটে বেড়া নাই তাই ঢুকে সাধু গীরি দেখাচ্ছে।
@@nashzaman1062bera par kore asar choritro molla der Sona .... Aar Bangladesh Pakistan hote jachhe aar dui din por jagay jagay bom fatbe opekkha koro 😂😂😂😂
একজন সাধারণ নাগরিক এবং একজন খুব ভাল মানুস
ছাত্রদের কাজের বিচার বাংলাদেশের মানুসের দাবি
এই ধরনের নেক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং এই জাতীয় ছাত্রদেরকে আইনের আওতায় আনা উচিত
এভাবে শিক্ষকদের অপমান, জানি না দেশের আগামী দিনগুলোতে আর কি কি দেখার বাকি আছে।
এই ধরনের শিক্ষকদের এই পরিনতির জন্য ওনাদের তেলবাজি,দলবাজি,অসদাচারন,ইসলাম বিদ্বেষী আচরণ ও দূর্নীতি দায়ী।
নিশ্চয়ই আপনি কোন মতলবাজ, তা না হলে যখন ছাত্ররা পদে পদে লাঞ্ছিত হচ্ছিলএইসব শিক্ষক নামের কুলাঙ্গার দ্বারা তখন আপনি কোথায় ছিলেন? তখন আপনার এই মায়া কান্না কোথায় ছিল?
এই শিক্ষকরা প্রিন্সিপাল থাকা কালীন আন্দোলন করতে দেয়নি,,আন্দোলন করলে তাকে স্কুলে যেতে বাধা দেওয়া হয়েছে,,আমাদের স্কুলের প্রিন্সিপাল এই একই কাজ করেছে,,ওকেও পদত্যাগ করানো দরকার😒
রাজনীতি করাই কি দোশ তারা কি কিছুই শিক্ষা দিতে পারেনি. শিক্ষা যদি এমন হয় ছাত্রদের
আপনি কিছু ছাত্র নিয়ে সালাকে লার্থি মেরে বের করে দেন,
@@userHarunMondol হ্যাঁ ভাই কিন্তু আমরা প্রতিশোধ নেওয়ার পক্ষে নই,,তাকে সুযোগ করে দিয়েছি,,এর পরের বার এইরকম করলে বের করে দেওয়া হবে
স্বৈরাচার বিরোধী আন্দোলন করে নিজেদের স্বৈরাচার না বানিয়ে প্রাশাসনের হস্তক্ষেপ চাওয়া ঠিক নয় কি...?
@@ricktaratree1431 আমরা তাকে সুযোগ দিয়েছি,,,এর পর কিছু করলে তাকে আইন দেখিয়ে দেওয়া হবে..আপনি কমেন্ট আগে ভালোভাবে পড়ুন
শিক্ষকরা রাজনৈতিক দল করবে কেন??
ছাত্ররা রাজনৈতিক দল করছে কেন
@@Useruvfy ekmot.
বর্তমানে যাদেরকে চেয়ারম্যান পদ দেয়া হচ্ছে তারা সবাই বিএনপির লোক জামাতের লোক। আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে না তার মানে কি রাজনীতি করতে পারবে শুধু বিএনপি জামাত?
@@Useruvfyrajniti sikhaise awami League
এখন শিক্ষক যারা আছে তারা কি রাজনিতি করেনা এটা বোলতে পারবেন
এটা নভ্য সদ্য স্বাধীন দেশের মুক্তি যোদ্ধাদের শিক্ষককে সম্মান করার নতুন মডারেট পদ্ধতি।
দেশ ধ্বংস হয়ে যাবে শিক্ষার্থীদের জন্য😢😢
আদর্শবান শিক্ষকরা অবহেলিত হইতে পারে কিন্তু অপমানিত হয় না
এই বিবিসি নিউজ যখন দেখে দেশের কোন ভালো হচ্ছে
তাদের গায়ে জ্বালা উঠে যায়
তুই কে পতিতার পোলা
দেশের কি ভালো হচ্ছে, দেশের হোগা মারা শেষ,কিছু কুলাঙ্গার ছাত্র দের জন্য
Right
@@mdosmansheikh9573 সত্য কথা বললেতো গা জ্বলবেই
জায়গায় জায়গায় শিক্ষকদেরকে অপমান করা হচ্ছে এটা নাকি দেশের ভালো করতেছে!!! তোরা আসলে কোন জন্মের?
সময় একদিন আসবে এই ছাত্রছাত্রীদের বিচারের আলতায়ে আনবে
শিক্ষা মন্ত্রনালয় এক্ষেত্রে দায়ী। সাধারণ শিক্ষার্থীরা যখন শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে আসবে তখনকার পরিস্থিতি কি হতে পারে তা বুঝবার মতো বুদ্ধিমত্তা কি শিক্ষা মন্ত্রনালয়ের কারোর ছিল না?
গত ১৫ বছরের আমলনামা যাচাই-বাছাই করা জরুরি। দলীয় রাজনীতিতে নিবেদিতপ্রাণ শিক্ষকরা এই দায় এড়িয়ে যেতে পারে না।
বৈষম্য বিরোধী ছাত্রদের এর জন্য করন পরিনতি ভোগ করতে হবে
ভয়ে কেউ মুখ খুলতে চাইছেন না। কি চলছে বাংলাদেশে? শিক্ষকদের চাপ ও ভয় দেখিয়ে পদত্যাগ করতে বাধ্য করছে। এইভাবে কদিন চলবে?
এ দালাল দের কে পদত্যাগ না করালে জাতির মেধাশূন্য হয়ে যাবে
Ato din amra school teke ber Kore deowar boi a teacher niye mokh khuli nai atar e folafol ata
আবরার হত্যার সময় কোথায় ছিল এই শিক্ষক সমাজ।
শিক্ষক তোমার সাথে রাস্তায় পুলিশের সাথে ইট আর লাঠি নিয়ে মারামারি করবে? ছাগল।
তোদের কপালে দুঃখ আছে। বেশি বাড়লে তার পরিণাম কী হয় তা তো তোমার জানার কথা।
যেমন কর্ম তেমনি ফল।
এমন পরিস্থিতির জন্য ঐ শিক্ষকরাই দায়ী।
শিক্ষক কে তা চিহ্নিত করার সময় এসেছে। ছাত্ররা জানে শিক্ষক কে। যদি কোন শিক্ষক যোগ্য হন, তবে তাকে সমর্থন করার জন্য উদ্যোগ নিতে হবে এবং অবিলম্বে তার পদে যোগদান করতে হবে।
*আহাঃ, দেশের উন্নতি চলছে।। তাই সবাই হাততালি দেন আর দেখে যান।।😂😂😂*
আহ! মানবতা আজ কোথায়? আমরা কি এমন স্বাধীনতা কি আমরা চেয়েছিলাম? আমরা দালালি করার স্বাধীনতা চাই।
- মাদারবোর্ড লীগ
দলকানা আফসুস লীগ না ভাই?
আয় তর মারে আমি চু--দে পাকিদের কাছে পাঠাই@@evanahammed4795
আফসোস লীগ নাকি তুই
@evanahammed4795 brother try to understand real scenarios.
যে সকল শিক্ষক পদত্যাগ এ বাধ্য হয়েছে তারা ছিল দুর্নীতিবাজ,নানা অনিয়মের সকল অপকর্মের দোসর।এটা তাদের জন্য খুব সামান্য শাস্তি।
সাউয়ার পোলা সাউয়া!!! সমন্বয়দের পিটাইতে পিটাইতে .......
বিচার তো আপনি করলেন, আইনের তো প্রয়োজন নেই
@@e.arunmajumder3480 স্বৈরাচারকে বিতাড়িত করতে আইনের প্রয়োজন ছিল? না ছাত্র জনতার বিস্ফোরণ ছিল। এইসব শিক্ষকরাও স্বৈরাচারের পা চাটা ছিল। ওনারা শিক্ষক নন দোসর।
যখন দূর্নীতি করছে তখন কি আইন ছিলো?
@@shahnajbegum6086আইন ছিল, আছে এবং থাকবে। বাংলাদেশের আইন বেশিরভাগ সময় বিরোধীদের উপর প্রয়োগ হয় এবং এটাই এ দেশের বাস্তবতা। এখন যারা বেআইনি কাজ করছে তাদেরও একই পরিণতি হবে তারা যখন বিরোধীপক্ষ হবে আর এটাই এদেশের বাস্তবতা..
আমরা লজ্জিত 😢😢😢
১৫ বছর ধরে আপনারা কতো ছাত্র ছাত্রীর জীবন নষ্ট করেছেন। তখনতো বিবিসি তে এতো মায়া কান্না দেখিনি।
Right
এই ছাত্র-ছাত্রীকে 6:29 কেউ থামান তা না হলে বাংলাদেশের জনগণ ক্ষেপে যাবে
ওনারা ছিল স্বৈরাচারের দোসর।তারা ন্যায়সঙ্গত আন্দোলনে ছাএজনতার পাশে ছিল না।
এই সব নাম দারি ছাত্র ছাত্রী দের অবশ্যই বিচারের আওতায় আনার জন্য দাবি জানাচ্ছি।
বিবিসি-কে বলবো উভয়পক্ষ এবং নিরপেক্ষ শিক্ষকগণের অভিমত ও মতামত গ্রহণ ও প্রচার করতে!!
আমি এদেশে বসবাস করি। কিন্তু আমার মনে হয়,এই দেশটার কোন অস্তিত্ব থাকা উচিত না।
দুই, একজন শিক্ষককের জন্য সব শিক্ষককে শাস্তি দেওয়া এটি কোনো অবস্থায় কাম্য নহে।
এরা শিক্ষক তবে বিবেক আর মানষ্যত্ব হীন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থা যদি এরকম হয় তাহলে সারাদেশে কি চলছে বুঝে নিতে হবে।
তবে বর্তমান সরকারের কেউ এখন পর্যন্ত এর বিরুদ্ধে কোনো কথা বলেন নাই।
ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক যখন কোরআন তেলাওয়াতের উপর নিষেধাজ্ঞা জারি করেছিল তখন আপনি কোথায় ছিলেন। এই কুলাঙ্গারদের পদত্যাগ করা এটা উচিত
সরকার না বলে বৃদ্ধাশ্রম বলুন।
আন্দোলনে অংশ না নিলে তাদের চাকরি থাকবে না এটা দেশের কোন আইনে আছে সেটা দেশের জনগণের কাছে পরিস্কার করা উচিৎ।
এটাই আমাদের সাধিন দেশ
কেউ নৈরাজ্য সৃষ্টি করলে কাউকে ছাড় দেয়া হবে না ইনশাআল্লাহ
😂😂😂
কোটার পদ
সবকিছু inshallaha হইলে তোরা ki bal করলি
এখন যারা পদ পাচ্ছে, তারা ফেরেশতারা না, বৈষম্য শিবির এর মনোনয়ন প্রাপ্ত।
এইরকম শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক দের অপমান আর হেনস্থা করলে দেশের শিক্ষা ব্যবস্থা পুরোপুরিই ভঙ্গুর হয়ে যাবে!
কোন শিক্ষক যদি অপরাধ করেন, প্রচলিত আইনে তার বিচার হবে। কিন্তু ছাত্র হয়ে শিক্ষককে অপমান-অপদস্ত করা বন্ধ করুন।বিচার করার অধিকার কাউকে দেওয়া হয়নি।সকলের ন্যায় বিচার পাওয়ার অধিকার আছে। বিশ্বের দরবারে জাতি হিসেবে নিজেদের আর ছোট করবেন না।
এটা এইসব শিক্ষকদেরকে প্রাপ্য ছিল। যেমন শিক্ষা দিয়েছেন সেটাই স্বাভাবিক।
আহারে, শিক্ষা, শিক্ষক, শ্রদ্ধা কোথায় গেলো
সঠিক শিক্ষা,, সঠিক শিক্ষক, শিক্ষিকা কখনো,, হেও লানছিতো হয় না😊
@@mdtalha7232
নিজেই বয়ান বানাইতেসেন।
অনেক জায়গাতেই ভাল শিক্ষকদের টার্গেট করে অপমান করা হচ্ছে। এগুলা দেখেন না?
শ্রদ্ধা তোমার মতো শিক্ষক নামের মাগীরাই নষ্ট করে দিয়েছে
চমৎকার চলছে!
এটা ঠিক হয়নি। কারন শিক্ষক হলো গুরু।😢😢😢😢😢😢😢
শিক্ষক যতই দালাল হোক, খারাপ হোক, লম্পট হোক না কেন সে তো শিক্ষকই, তাঁকে অবশ্যই সম্মান প্রদর্শন করতে হবে।
এটাই তো নৈতিকতার শিক্ষা।
সকল অশোভন আচরণের তীব্র নিন্দা জানাই।
খারাপ হোক, দুর্নীতিতে জড়িত বা লম্পট হোক না কেন সে তো শিক্ষকই, তাঁকে অবশ্যই সম্মান প্রদর্শন করা উচিৎ।
এটাই তো নৈতিকতার শিক্ষা।
বিচার করবে রাষ্ট্র ও সমাজ, ছাত্ররা নয়।
সকল অশোভন আচরণের তীব্র নিন্দা জানাই।
এইসব গবাদি গুলা কিছু দিন পর তার বাপ মায়ের কাছ থেকে এইভাবে সম্পত্তি লিখে নিবে
জোর জবরদস্তি করে অপমানের সাথে শিক্ষকদের এভাবে পদত্যাগ করিয়ে এই ছাত্রগুলো জীবনে উন্নতি করতে পারবে না। একটা কথা মনে রাইখেন যে অন্যায় ভাবে যত দ্রুত উপরে ওঠে ঠিক ততো দ্রুতই নিচে নামে।
ছাত্ররা ময়লা গুলোকে পরিষ্কার করছে, আমি এটা সমর্থন করি🖐️
And they are putting new ময়লা in the system.
বিবিসি নিউজ আপনাদের কাছে অনুরোধ রইলো বাংলাদেশের ৫ আগষ্টের পরে যতগুলো ঘটনা ঘটেছে তার সঠিক তথ্য সংগ্রহ করে সারাবিশ্বের কাছে তুলে ধরবেন প্লিজ।
শুধু 5 আগস্টের পরে কেন তার আগের গুলা কেন তারা সারা বিশ্বকে ছড়িয়ে দেবে না। এখনো দালালি করতেছেন।
দালাল কারা সেটা বুঝতে বাকি নেই সাধারণ জনগণের।
একজন শিক্ষক কখনো সব শিক্ষার্থীদের প্রিয় হতে পারে না!! আমি একজন শিক্ষক হয়ে এখন ভয় লাগছে যে শিক্ষার্থীদের কখনো শাসন করা যাবে না, তাহলে হয়তো পদত্যাগ করতে আন্দোলন করবে!!!
আওয়ামী লীগ করে পোলাপান মারবা,,, আবার শিক্ষক এর ট্যাগ লাগাবা তা হবে না
No students should fail in the exam. All question papers should be written after consultation with the students. AUTOPASS should be introduced in all exams.
যেমন কর্ম তেমন ফল, কষ্ট হলেও মেনে নিতে হবে।
So call student movement it's like radical terrorism .
বাংলাদেশে এমন পরিস্থিতি আগে কখনো দেখিনি।
যারা শিক্ষকদের শ্রদ্ধা করতে জানে না, তারা মেধাবী হতে পারে না।
এটাই অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানের বর্তমান অবস্থা!!!
এই কাজে প্রমাণিত অপরাধী একজন ছাত্রকেও এখনো পর্যন্ত শাস্তি দেওয়া হয়নি।
হাহা,,,শুয়োরের বাচ্চা সৈরাচার এর দালাল তোদের পরিণতি আরো খারাপ হবে
এই শিক্ষক গত রমজানে যখন কোরআন তেলাওয়াত বন্ধ করেছি তখন কোথায় ছিলেন ?
সমন্বয়ক বলছে আমরা কিছুই করিনি আসলেই কি তাই, হাসি পাচ্ছে তাহলে সমস্ত গুটিবাজি কে করছে ?🤷♂️🤷♂️🤷♂️ এভাবে কতদিন তারা দোষ এড়িয়ে থাকতে পারবে , সব এক দিন বেরিয়ে আসবে 😎😎😎
কোন্ অতলে তলিয়ে যায় 'আমার সোনার বাংলা'
মত প্রকাশের অধিকার সবার আছে কে কোন দল করবে এটা কি ছাত্ররা ঠিক করে দেবে। ছাত্রদের প্রয়োজন পড়াশোনা করা। ছাত্ররা শিক্ষাব্যবস্থা ধ্বংস করে দেবে।
আর যাতে কোনো শিক্ষক অপদস্ত না হয় সে দিকে রাষ্ট্রের গুরুত্ব দেওয়া উচিৎ।
সু শিক্ষকদের সম্মান প্রদর্শন করেন
শিক্ষক, ছাত্র এবং প্রতিষ্টানের উজ্জল দৃষ্টান্ত স্থাপিত হচ্ছে বিশ্বের দরবারে।
পৃথিবী আজ অনেক খুশি নিশ্চয়ই
এ-র নিন্দা ও প্রতিবাদ জানাই
আন্দোলনে যদি ছাত্রদের হার হত, এই শিক্ষকরা পুলিশকে ছাত্রদের লিষ্ট তুলে দিত।
খুব দুঃখজনক,,, সচেতন বাক স্বাধীনতার মানুষ গুলো কোথায় ??
BBC বাংলা এর জন্য দায়ী।
সব শিক্ষকদের প্রতিবাদ করা উচিত
শিক্ষক মানুষ গড়ার কারিগর, কিন্তু তারাই যখন দলবাজি করেন ( যা তাদের কাজ নয়) তখন তারা সম্মান হারান।
শিক্ষকরা যদি রাজনৈতিক দলের ক্ষমতা শিক্ষর্থীদের উপর প্রয়োগ করে, তাহলে সেই শিক্ষক কিভাবে সম্মান পাবে????
আমি চন্দ্রনাথ পোদ্দার স্যারের সরাসরি ছাত্র ছিলাম। শিক্ষক হিসেবে তিনি খুবই ভালো।
কিন্তু আন্দোলনের সময় তিনি শিক্ষকের মতো আচরণ করেননি। আপনার ছাত্রদের পক্ষে দাঁড়ানো উচিত ছিল, স্যার। আপনার ছাত্ররা ছাত্রলীগ এবং পুলিশ দ্বারা আক্রান্ত হয়েছিল। শিক্ষক হিসাবে আপনার দায়িত্ব কোথায় ছিল যখন তারা ক্যাম্পাসে আপনার ছাত্রদের রক্তপাত করেছিল?
আপনি কিছু করেননি, কারণ আপনি অত্যাচারী ফ্যাসিস্টের ভক্ত ছিলেন। চাটুকারিতা করেছেন স্বৈরাচারী সরকারের !
সব ছাত্র বিরুদ্ধে কিস ফাইল করা হোক
বেশির ভাগই শিক্ষক যৌন হয়রানি, দুর্নীতি, সহ বিভিন্ন অপরাধ করেছে। তাদেরকে স্ব সন্মানে পদত্যাগ করাই উত্তম। নচেৎ আইন অনুযায়ী পদক্ষেপ নেওয়ার আহবান করছি
এই আনদোলনের ফলে আমরা একটা দারুন সুফল পেয়েছি যে এখন থেকে হয়ত ছাত্ররাই শিক্ষকদের কে নিয়ন্ত্রণ করবে।
পরিস্থিতি ঠিক না হওয়া পর্যন্ত শিক্ষকদের উচিত পাঠদান কর্মসূচী বন্ধ রাখ।
এগুলোর বিচার হবে একদিন ইনশাআল্লাহ