কর্মসূত্রে বিশ বছর U A E তে কাটিয়েছি,স্বপরিবারে বসবাস ছিল Abu Dhabi,বহু বার Dubai ভ্রমণ করেছি,আপনার vedio দেখতে দেখতে স্মৃতি চারন করছিলাম বিশেষ করে Dubai mall: acquirrim,dancing fountain,food court তবেে Burruge khalifa তে ওঠা হয়নি,ইচ্ছে রয়েছে ভবিষ্যতে সুযোগ পেলে উঠবো, আপনাদের বাংলাদেশ ভ্রমণের vedio খুব আগ্রহ নিয়ে দেখেছি বিশেষ করে সুন্দরবন ভ্রমণ, অনেক অনেক ধন্যবাদ
VDO দেখেই স্তম্ভিত , এতটা আধুনিক একটা শহর এবং যারা নাকি শেষ পনের বছরে এই সাংঘাতিক উন্নতি করেছে , শুধু তাই নয় যেখানে যতটা সম্ভব গাছ লাগিয়েছে হয়তো এরজন্য লোকাল টেম্পারেচার অনেক টা আয়ত্ত্বের মধ্যে। আগের দিন ঐ এ্যকুরিয়াম আজ অত্যাধুনিক লিফট্, বুর্জখালিফা এসব দেখার পর শুধু হতবাক হয়ে উপভোগ করে গেলাম, ধন্যবাদ এত সুন্দর করে জায়গাগুলো তুলে ধরার জন্য 🙏
ওহো সুন্দর একটা ভিডিও! আমি পুরোটা দেখেছি এবং মনে হচ্ছে আমি নিজেও ক্লাইম্বিং করতে চাই। বুর্জ খলিফা হল একটি অসাধারণ স্থাপত্য কাজ এবং একটি স্বপ্নের মতো জায়গা। শিভাজি ভাই ধন্যবাদ আপনি একজন সাহসী অন্ধকার এক্সপ্লোরার এবং আমরা আপনার নির্ভীক প্রতিভার জন্য আপনাকে সম্মান জানাই।
দুবাই গিয়ে বাংলাদেশের বরিশাল ভ্রমণের স্মৃতি মনে রেখেছেন বলে অনেক ধন্যবাদ। অন্যসব ব্লগারদের থেকে আপনি মানবিক হৃদয়ের আলাদা এক্যজন। ভালো থাকবেন। আপনার প্রতি রইলো বাংলাদেশের ভালবাসা। ❤
দাদা,জানিনা জীবনে কোনোদিন নিজের চোখে দেখতে পাবো কিনা।কিন্তু চোখ সার্থক হয়ে গেলো।তোমার মতো ভ্রমন ফেরিওয়ালা র ঝাঁপি বলেই সম্ভব হলো।ভালো থেকো শিবাজী দা।❤❤
ভালো মানুষের কাছে সব কিছুই সুন্দর, তাই যা দেখেন তাই সুন্দর দেখেন, আপনাদের দেখলে মনটা ভালো হয়ে যায়। আপনারা যেখানেই যাচ্ছেন সেখনটা মনে হয় আরও সুন্দর হয়ে উঠে, এই ম্যাজিক হয় আসলে আপনাদের দেখানোর কৌশলের জন্য, মনে হয় যেন আমরাই সেখানে সশরীরে আছি, বাংলাদেশ ভ্রমণের ভিডিও তার প্রমান, আমি বাংলাদেশী হয়েও আপনাদের কল্যানে আরো ভালো করে যেন দেখেছি, অনেক অনেক শুভ কামনা আপনাদের জন্য। আবার বাংলাদেশে আসবেন।
সত্যি দাদা মনে হচ্ছিল স্বর্গে ঘুমিয়ে আছি আর সেখান থেকে আর এক মহান স্বর্গের দৃশ্য দেখছি। অপূর্ব দাদারা, আপনাদের জীবন স্বার্থক তার সাথে আমরাও যারা এই ব্লগ দেখলাম।❤
বাড়ির সবাইকে নিয়ে একসাথে উপভোগ করছি তোমাদের দুজনের এই সুন্দর যাত্রা, এইভাবেই সবসময় আমাদের মনোরঞ্জন করে যেও শিবাজী দা আর পৃথ্বিজিৎ দা। অনেক অনেক ভালোবাসা তোমাদের জন্যে আর হ্যাঁ একটা সত্যিই কথা চ্যানেলটা আগেই সাবস্ক্রাইব করা ছিল কিন্তু ভিডিও দেখা হয়নি কিন্তু এবার থেকে আর মিস হবে না কথা দিচ্ছি।❤❤❤❤
বুর্জ খালিফাতে ১২৪ তলায় কফির জন্য 300 INR খরচ করাটা সত্যিই অনেক অনেক কম লাগলো। আজকাল কলকাতায় মানুষ কফির পেছনেও ৫০০ INR খরচা করে সেখানে এটা তো স্বর্গ ❤ Waiting for next video 😂
ঘুরে আসলাম আপনার সাথে । এ খন পর্যন্ত দেখিনি এমন ব্লগ ।। ঘুরতে ভালোবাসেন বলে প্রতিবেদন ভালো হয় । বয়স কম থাকলে আপনার সঙ্গী হতাম । এ খন ট্রাভেল এজেন্সি এর সাথে ঘুরতে হচ্ছে । thanks 👍👍👍
আবারো একটা ফাটাফাটি ভিডিও উপহার পেলাম। বরিশালে পেয়ারা বাগানে পেয়ারা খাওয়া বা সান্দাকাফুতে সানরাইজ সঙ্গে কাঞ্চনজঙ্ঘা বা বুর্জ খলিফাতে কফি উইথ মাফন অনবদ্য। ১২৪ তলা থেকে নিচের শহরের দৃশ্য এক কথায় অসাধারণ। আর দিনের শেষে মেরিন ড্রাইভ ফাটাফাটি। ভালো থাকবেন দাদারা ❤️🙏
সাঁইত্রিশ মিনিটের এই চলচ্চিত্রের প্রতিটি সেকেন্ড উপভোগ করলাম। আপনাদের ভিডিও ও অডিও উপস্থাপনা অনবদ্য। শিবাজীবাবুর কন্ঠস্বর বাড়তি পাওনা। অনেক শুভেচ্ছা জানাই।
Joto dekhchi toto fan hoe jachi ❤ osombhob valo apnar ebong priththijit babur presentation akdom onnorakom! Sadharon kothar madhyome ki bhabe ato valo vlog kora sombhob seta apnader theke sekha uchit 🎉
অসাধারণ ❤, দাদা তোমাদের দুই জনের চোখে চোখ রেখে দুবাই ভ্রমণ এক কথায় অসাধারণ।বারাকপুরে ঘরে বসে এই ভাবে ঐ শহর কে দেখা ভাষায় প্রকাশ করা যাবে না। তোমাদের দুই জনের জন্য অনেক অনেক ধন্যবাদ জানাই। আগামী দিনে আরো অনেক কিছু জানতে চাই এগিয়ে চল দাদা
নিজেদের ২৬ বছর থাকার পরেও আপনার ভিডিও দেখে আমি উৎফুল্ল। খুব খুব enjoy করলাম। এই দেশে এত সুন্দর ও systematic রাখার জন্য দায়ী রাজতন্ত্র। কোনো রকম party politics নেই। এরা দেশকে খুব ভালবাসে।
কোনোদিনও সচক্ষে বুর্জ খলিফা দেখতে পাবো কিনা জানিনা, কিন্তু আপনাদের জন্য আমাদের অনেক অজানা জিনিস দেখার বা জানার সৌভাগ্য হচ্ছে। ভালো থাকুন শিবাজীদা ও পৃথ্বীজিৎ দা।
বুর্জখালিফার ওপরের দৃশ্য থেকেও মনে হলো টিকিট কেটে শুধুমাত্র লিফটটাও দেখাই যায় 🙌🏼💙 পৃথিবীর সবথেকে উচু বহুতল থেকে আশেপাশের শহরটা কেমন লাগে দেখতে তাও আবার সামনাসামনি, ভাবতেই অদ্ভুত একটা শিহরণ হচ্ছে🤩।
রাস্তা গুলো শুধু সুন্দর ই না, যারা ওখানে drive করেন তারা horn না দিয়েও রাস্তা গুলো ও তার আশপাশ টা সুন্দর রাখার চেষ্টাও করেন. দারুন একটা episode উপভোগ করলাম, পরের গুলোর অপেক্ষায় রইলাম... ধন্যবাদ...
This vlog is incomparable..how lucidly you took us through the high tech Burj khalifa in a homely way that is dear to us as Bengalis.. You and Prithijit are the real representatives of Bengal..good to have you among us..take care of your health and enjoy!!
Shibaji Da and Prithijeet Da .... cannot be Dadu...they are always Rockstars ....jara middle class bengali ke ghurte inspire korche ! ....arekta kotha bole di je .....uni amader ei sob experience dite parchen ...tar pechone onek onek dedication ar poroshorm ache.💯👌👍
অসাধারণ স্থাপনা ও নির্মাণশৈলী!! দুবাই❤❤ দুর্দান্ত অনুভূতি❤❤ শিবাজী দা কে অসংখ্য ধন্যবাদ। আমার মনে হচ্ছে বুর্জ খলিফার ভিতরে সারা বিশ্বের সব জাতিগোষ্ঠীকে শিবাজী দ্যার ক্যামেরা মাধ্যমে দেখতে পাচ্ছি❤ বাংলাদেশ থেকে দেখেছি 🇧🇩🇧🇩
@@explorershibaji not just labour but bonded. Their work conditions are deplorable and unimaginable. There are many videos available by various whistle blowers which show the reality.
হ্যাঁ, সব কৃতিত্বই আমাদের ভেবে আমরা আত্নতৃপ্তি পাওয়ার চেষ্টা করতে পারি বটে, কিন্তু বাস্তবতা হচ্ছে টাকা ছড়ালে কর্মীর অভাব হয় না। আসল কৃতিত্ব _ভিশনারি এন্টারপ্রিনিয়ারশীপের!!!_ এই জিনিস টাকা ছড়ালেই পাওয়া যায় না। আরও অনেক দেশেরই প্রাকৃতিক সম্পদ আছে কিন্তু তারা এলেবেলে ছিল এলেবেলেই রয়ে গেছে। নাইজেরিয়ারও কম তেল নাই, কিন্তু তার অবস্থা কি? অনেক আফ্রিকান দেশই কম সম্পদশালী না, কিন্তু তারা যে তিমিরে ছিল সেই তিমিরেই আছে। উপমহাদেশের দেশগুলিও তাদের যা পোটেনশিয়াল তার কতটুকু আসলে অর্জন করতে পেরেছে? ভ্যানিটি প্রোজেক্ট বাদ দিন, সাধারণ মানুষের জীবন মানের আসলেই কতটুকু প্রাপ্য বা যুক্তিসঙ্গত উন্নতি হয়েছে? তাদের তো শ্রমিকের অভাব নাই!!! যে শ্রমিক বা কর্মী দুবাই বা অন্যান্য গালফ দেশে গিয়ে শ্রম বেচে, সব ক্রেডিট যদি তাদেরই হয় তাহলে ঐ একই শ্রম দিয়ে তারা যার-যার নিজেদের দেশগুলিকে কেন একেকটা স্বর্গ বানিয়ে দেয় না??? এতই যদি তাদের ক্ষমতা তাহলে নিজের দেশের উন্নতি না করে অন্য দেশের উন্নতি করাকে কি একরকম দেশদ্রোহিতা বলা যায় না? আসলে শুধু লেবার দিয়ে যে কিছু হয় না সেটা সবাই বুঝে। প্রয়োজনে সব দেশের মানুষই খাটতে পারে। আসলে মাথার উপর সঠিক নেতৃত্ব না থাকলে কিছুই হয় না। সঠিক নেতৃত্বই সমস্ত পার্থক্য গড়ে দেয়। এশিয়ার আরও অনেক দেশে এটা দেখেছি আমরা - এই _র্যাগস টু রিচেস স্টোরি_ । এই দুবাই মনে হয় কয়েক দশক আগেও একটা জেলেপল্লী ছিল। এখন তাদের এই অবস্থা। এটা সম্ভব হয়েছে তাদের শাসকদের _সুদুরিপ্রসারী সৃষ্টিশীল ভিশন, মেধাবী কর্মপরিকল্পণা আর এন্টারপ্রিনিয়ারশীপের_ কারনে। তা না থাকলে তারাও নাইজেরিয়া হয়ে যেত। সমস্ত টাকা-পয়সা লুটপাট করে সুইস ব্যাংকে রেখে নিজের দেশকে একটা বস্তি বানিয়ে রেখে দিত আর তারা হত বস্তি-সর্দার। শুধু নাইজেরিয়া বা কঙ্গো না (দুটো দেশেরই প্রচুর প্রাকৃতিক সম্পদ আছে যা ব্যবহার করে তারা দেশ-বিদেশের শ্রমিক আর এক্সপার্টিজ এনে দেশের চেহারা বদলে দিতে পারত), আমি এমন আরও দেশের নাম করতে পারব যারা এটা পারত তাদের সেই ক্যারেকটার থাকলে। কিন্তু তা নাই। এটাই আসল পার্থক্য। তাই আমার মত হচ্ছে, ইংরেজিতে যাকে বলে - *_Give credit where credit is due_* - ওরা পেরেছে ওদের নেতৃত্বের কারনেই। আর এই নেতৃত্বও উড়ে এসে জুড়ে বসেনি অন্য কোথাও থেকে - এটা ওদের সমাজেই জন্ম নিয়েছে। তবে এদেরও অনেক ত্রুটি-বিচ্যুতি আছে নিঃসন্দেহে এবং সেগুলি নিয়ে যথাপ্রসঙ্গে কথা বলাও উচিত, কিন্তু যেটা বা যেখানে তাদের সাফল্য পরশ্রীকাতরতা-পীড়িত হয়ে সেটা অস্বীকার করলে বা খাটো করার চেষ্টা করলে -- ওদের নয়, আসলে নিজেদের মানসিক দৈন্য আর ক্ষুদ্রতাই কেবল প্রকাশ পায় তাতে। যাইহোক, এগুলি নিতান্তই আমার ব্যক্তিগত মতামত, সবার একমত হতে হবে এমন কোনো কথা নেই।
No word to express how i have enjoyed this virtual tour....minute detailing with elite content....Shibaji and Prithvijit.....both you are awesome....Best wishes to " Explorer Shibaji"
Woooooooo , Amazing Experience for not only Shibaji da and Pithwijit da , but for all the viewers of Explorer Shibaji ❤❤❤❤❤❤ , Majestic Burj khalifa ❤❤❤❤
তোমার সাথে আরও কতশত অভিজ্ঞতা যে হবে ভাই.... ভেবেই আনন্দ লাগছে। কোনদিন তো এসব দেখতে পাবো না। কিন্তু তা বলে কোনও আফশোষ নেই, যতক্ষণ তোমরা আমার দুই ভাই আছো। অনেক অনেক ভালোবাসা জানাই ।👍👍👍👍👍
Wahhh!!!!....Mission Impossible..Ethan Hunt...SandStorm...schob chokher schamne beshe gailo abar...chomotkar ekta experiance amader dile Shibaji and Prithi...thanks..ebar ei bochor eta amar bucket list e roilo ar Georgio Armani Hotel e thaktei hobe...
এতো সুন্দর সুন্দর সব জায়গার ভিডিও তুলে ধরার জন্য অসংখ্য ধন্যবাদ দাদা আমাদের এখন নেশা হয়ে গেছে আপনার ভ্রমণের সব ভিডিও দেখা আমি ও সোদপুরের বাসিনদার,subscribe 👍complete
Daarun.... Shibaji Da. International vlogs gulo asadharon. Apnake aar Prithijit da ke onek suveccha. Future e ekta Japan trip dekhar jonno opekkhay thaklam. Bhalo thakun.
This lift speed for all high rising buildings across the globe is more or less the same. Because it is not stopping in between, that's why it can maintain max speed limit..
শিবাজি স্যার আপনার এই পর্বের ভিডিওটা সত্যি মনমোহন হয়ে গেল। আর আপনি ওয়ার্ল্ডর টেস্ট বিল্ডিং নীচ থেকে ওপর পায়ে হেটে পৌঁছাতে পারবেন। কারন-আপনি এর আগে শ্রীলঙ্কার lion's paw ও ভুটানের Tiger nest এ হেটেই আমাদের দেখিয়ে ছিলেন।
Another feather to your cap ….. Marvellous for touching the milestone we have imagined about …. watching the series whole heatedly with my family …. Keep running Shivaji da & off course Prithwijit da ( a gem and new definition of friendship)….👍👍👍Just want to know how you planned the trip … means any agency or self exploration… anyway thank u for the wonderful series🙏🏻🙏🏻🙏🏻
I have been to Dubai a number of times. But the opulence of Dubai makes me sick when I see how the workers from the sub-continent are brutally exploited. I hope Shibaji Da has notced this.
Not a chance.He is the in the business of weaving rainbow to the hungry and disposed.His comments in general are inane and poorly lacking in a scintilla of descriptive ability. This tweelydeee twiddledum is plain infantile and sickening.
আপনার যতো ভিডিও সিরিজ দেখিছি তার মধ্যে এই দুবাই সিরিজ ই সেরা। সত্যিই দুর্দান্ত। এক কথায় অসাধারণ সুন্দর লাগছে। অনেক ধন্যবাদ প্রিয় দাদা। আপনার জন্য এতো সুন্দর ভাবে দুবাই শহর দেখতে পেলাম। অনেক ভালো থাকবেন।
আপনার একটা কথা মন ছুঁয়ে গেল,আমরা একদম উপরে তো যাচ্ছিনা কারণ তার অনেক কোস্ট। কথাটার মাঝে অনেক কিছু লুকিয়ে আছে ❤️❤️ ভালোবাসা রইল , আপনি অনেক সুন্দর মনের মানুষ 😊😊 ভালো থাকবেন
আগে আমি দুই দাদা কে অনেক অনেক ধন্যবাদ জানাই। আপনাদের জন্যে ই আমি এতো সুন্দর ভাবে দুবাই উপভোগ করতে পারলাম।🙏🙏🙏 আপনাদের আরো ভিডিও দেখতে পেলে খুব ভালো লাগবে।
দুর্দান্ত, অনবদ্য সত্যিই অসাধারণ!!দারুন লাগলো শিবাজীদা। কিছু বলার নেই শুধু দেখছি, ঘরে বসে। খুব খুব ভালো থাকুন, সুস্থ থাকুন (দু জনেই আপনি আর আপনার বন্ধু)🙏
কর্মসূত্রে বিশ বছর U A E তে কাটিয়েছি,স্বপরিবারে বসবাস ছিল Abu Dhabi,বহু বার Dubai ভ্রমণ করেছি,আপনার vedio দেখতে দেখতে স্মৃতি চারন
করছিলাম বিশেষ করে Dubai mall: acquirrim,dancing fountain,food court
তবেে Burruge khalifa তে ওঠা হয়নি,ইচ্ছে রয়েছে ভবিষ্যতে সুযোগ পেলে উঠবো,
আপনাদের বাংলাদেশ ভ্রমণের vedio খুব আগ্রহ নিয়ে দেখেছি বিশেষ করে সুন্দরবন ভ্রমণ, অনেক অনেক ধন্যবাদ
VDO দেখেই স্তম্ভিত , এতটা আধুনিক একটা শহর এবং যারা নাকি শেষ পনের বছরে এই সাংঘাতিক উন্নতি করেছে , শুধু তাই নয় যেখানে যতটা সম্ভব গাছ লাগিয়েছে হয়তো এরজন্য লোকাল টেম্পারেচার অনেক টা আয়ত্ত্বের মধ্যে। আগের দিন ঐ এ্যকুরিয়াম আজ অত্যাধুনিক লিফট্, বুর্জখালিফা এসব দেখার পর শুধু হতবাক হয়ে উপভোগ করে গেলাম, ধন্যবাদ এত সুন্দর করে জায়গাগুলো তুলে ধরার জন্য 🙏
ওহো সুন্দর একটা ভিডিও! আমি পুরোটা দেখেছি এবং মনে হচ্ছে আমি নিজেও ক্লাইম্বিং করতে চাই। বুর্জ খলিফা হল একটি অসাধারণ স্থাপত্য কাজ এবং একটি স্বপ্নের মতো জায়গা। শিভাজি ভাই ধন্যবাদ আপনি একজন সাহসী অন্ধকার এক্সপ্লোরার এবং আমরা আপনার নির্ভীক প্রতিভার জন্য আপনাকে সম্মান জানাই।
Prithwijit ke aaj besh onno rokom handsome lagche.. 😊 Durdanto blog.. Mon bhore gelo...
দুবাই গিয়ে বাংলাদেশের বরিশাল ভ্রমণের স্মৃতি মনে রেখেছেন বলে অনেক ধন্যবাদ। অন্যসব ব্লগারদের থেকে আপনি মানবিক হৃদয়ের আলাদা এক্যজন। ভালো থাকবেন। আপনার প্রতি রইলো বাংলাদেশের ভালবাসা। ❤
দাদা,জানিনা জীবনে কোনোদিন নিজের চোখে দেখতে পাবো কিনা।কিন্তু চোখ সার্থক হয়ে গেলো।তোমার মতো ভ্রমন ফেরিওয়ালা র ঝাঁপি বলেই সম্ভব হলো।ভালো থেকো শিবাজী দা।❤❤
ভালো মানুষের কাছে সব কিছুই সুন্দর, তাই যা দেখেন তাই সুন্দর দেখেন, আপনাদের দেখলে মনটা ভালো হয়ে যায়। আপনারা যেখানেই যাচ্ছেন সেখনটা মনে হয় আরও সুন্দর হয়ে উঠে, এই ম্যাজিক হয় আসলে আপনাদের দেখানোর কৌশলের জন্য, মনে হয় যেন আমরাই সেখানে সশরীরে আছি, বাংলাদেশ ভ্রমণের ভিডিও তার প্রমান, আমি বাংলাদেশী হয়েও আপনাদের কল্যানে আরো ভালো করে যেন দেখেছি, অনেক অনেক শুভ কামনা আপনাদের জন্য। আবার বাংলাদেশে আসবেন।
একজন মিউজিসিয়ান হয়ে বলছি, এই সিরিজের প্রতিটি পর্বেই আবহ সঙ্গীত এতো ভালো এবং যথোপযুক্ত যা আগে কোনও ট্রাভেল ব্লগ এ আমি পাইনি।
Please Support kare please 🙏
পপিন আমাদের একটা বান্ধবীর বর। ওকে আপনার ভিডিও তে দেখে জাস্ট চমকে গেছি। খুব ভালো থাকবেন দাদা। আর পৃথিজিৎ দা আপনি ও খুব ভালো থাকবেন।
সত্যি দাদা মনে হচ্ছিল স্বর্গে ঘুমিয়ে আছি আর সেখান থেকে আর এক মহান স্বর্গের দৃশ্য দেখছি। অপূর্ব দাদারা, আপনাদের জীবন স্বার্থক তার সাথে আমরাও যারা এই ব্লগ দেখলাম।❤
বাড়ির সবাইকে নিয়ে একসাথে উপভোগ করছি তোমাদের দুজনের এই সুন্দর যাত্রা, এইভাবেই সবসময় আমাদের মনোরঞ্জন করে যেও শিবাজী দা আর পৃথ্বিজিৎ দা। অনেক অনেক ভালোবাসা তোমাদের জন্যে আর হ্যাঁ একটা সত্যিই কথা চ্যানেলটা আগেই সাবস্ক্রাইব করা ছিল কিন্তু ভিডিও দেখা হয়নি কিন্তু এবার থেকে আর মিস হবে না কথা দিচ্ছি।❤❤❤❤
বুর্জ খালিফাতে ১২৪ তলায় কফির জন্য 300 INR খরচ করাটা সত্যিই অনেক অনেক কম লাগলো। আজকাল কলকাতায় মানুষ কফির পেছনেও ৫০০ INR খরচা করে সেখানে এটা তো স্বর্গ ❤
Waiting for next video 😂
দুবাই তে খাবার খরচ তেমন বেশী না ; 100-120 AED তে দুজনের LUNCH/DINNER হয়ে যায়
Please Support kare please 🙏
দুবাই এর সাথে ভিকারি দেশ ভারতের তুলনা করা বোকামি ছাড়া কিছু না 😂😂😂😂😂😂😂😂
দুর্দান্ত লাগল দুবাই। বুর্জ খালিফার শিখরে যে রকম ভাবে আপনি উঠেছেন, সে রকম ভাবেই একদিন ইউটিউবের শিখরেও উঠবেন একদিন খুব শীঘ্রই। 😊
অপূর্ব অনবদ্য লাগছে। এর আগে বোধহয় এত সুন্দর করে কেউ দুবাই ভ্রমণ করায়নি❤
এইতো দুবাই বেরিয়ে নিলাম । দারুন লাগলো episode টা।পরের টার জন্য তৈরি আছি। অপূর্ব বর্ণনা কিছু বাদ যায় না। 👍👍
ঘুরে আসলাম আপনার সাথে ।
এ খন পর্যন্ত দেখিনি এমন ব্লগ ।।
ঘুরতে ভালোবাসেন বলে প্রতিবেদন
ভালো হয় । বয়স কম থাকলে আপনার সঙ্গী হতাম । এ খন
ট্রাভেল এজেন্সি এর সাথে ঘুরতে হচ্ছে । thanks 👍👍👍
অসাধারণ সময়টা capture করলেন Burj Khalifa তে, তার সাথের ☕ আর 🧁। অপেক্ষায় ছিলাম, দারুণ লাগলো, আর ব্লগটা 37mins করায় অনেক ধন্যবাদ।
অকল্পনীয়, অভাবনীয়, অবর্ণনীয়।
শিবাজী দা ও পৃথ্বীজিত দা দুজনের জন্যই অনেক শুভকামনা রইলো।
দারুন দারুন।
আবারো একটা ফাটাফাটি ভিডিও উপহার পেলাম। বরিশালে পেয়ারা বাগানে পেয়ারা খাওয়া বা সান্দাকাফুতে সানরাইজ সঙ্গে কাঞ্চনজঙ্ঘা বা বুর্জ খলিফাতে কফি উইথ মাফন অনবদ্য। ১২৪ তলা থেকে নিচের শহরের দৃশ্য এক কথায় অসাধারণ। আর দিনের শেষে মেরিন ড্রাইভ ফাটাফাটি। ভালো থাকবেন দাদারা ❤️🙏
সাঁইত্রিশ মিনিটের এই চলচ্চিত্রের প্রতিটি সেকেন্ড উপভোগ করলাম। আপনাদের ভিডিও ও অডিও উপস্থাপনা অনবদ্য। শিবাজীবাবুর কন্ঠস্বর বাড়তি পাওনা। অনেক শুভেচ্ছা জানাই।
অপুর্ব স্থাপত্যের নিদর্শন আপনাদের উপস্থাপনা খুব ই সুন্দর খুব ভালো লাগছে.
অসাধারন এক অভিজ্ঞতা। দারুণ ভালো লাগলো। পরের ভিডিওর অপেক্ষায় থাকলাম।
স্বপ্নের শহর দুবাই এতদিন লোকের মুখে শুনেছি আজ আপনাদের মাধ্যমে দেখলাম সত্যি অসাধারণ দেশ ধন্যবাদ দাদা এরকম ভিডিও করার জন্য।
Swapno mone holo.Darun.Apner Janney barite bose dekhlam. Asadharan video. Stay safe. God bless you. 🙏
অসাধারণ লাগলো, বুর্জ খালিফার ইতিহাস সম্বন্ধে কিছু জানতে পারলে আরো ভালো লাগতো।
অসাধারণ অপূর্ব অনবদ্য অভুতপূর্ব, অনেক অনেক ধন্যবাদ শিবাজীদা এবং পৃত্থিজীৎদা। আপনাদের সব ব্লক দেখি কিন্তু সবসময় কমেন্ট করা হয় না।♥️♥️♥️💕👍🏻
দারুন লাগছে কল্প না করা যাচ্ছে না দাদা আপনাদের অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা 🙏🏻🙏🏻❤️❤️❤️
Aponara thik jeon gupi gayen bagha bayen, prithibir jekhane khusi chole jan...ebong amader keo songe nie jan. Darun lagche aponader songe thakte.Happy journey. Thank you so much.
জীবনে কোনো দিন যেতে পারবো না দেখেই শান্তি 😎🥴
আমি ও😢😢😢
Chesta korle ki sombap na
যেতে পারবেন না কেনো
keno parben na..ichcha thakle sopno puron hote somoi lage na.
Parben na keno
Joto dekhchi toto fan hoe jachi ❤ osombhob valo apnar ebong priththijit babur presentation akdom onnorakom! Sadharon kothar madhyome ki bhabe ato valo vlog kora sombhob seta apnader theke sekha uchit 🎉
ওহ্ ! কি দেখালেন জীবন সার্থক ।অপেক্ষায় রইলাম পরের পর্বের ।
124 floor burj khalifa,chicken khawa,sea beach khub sundar dekhiyachen.
অসাধারণ ❤, দাদা তোমাদের দুই জনের চোখে চোখ রেখে দুবাই ভ্রমণ এক কথায় অসাধারণ।বারাকপুরে ঘরে বসে এই ভাবে ঐ শহর কে দেখা ভাষায় প্রকাশ করা যাবে না। তোমাদের দুই জনের জন্য অনেক অনেক ধন্যবাদ জানাই। আগামী দিনে আরো অনেক কিছু জানতে চাই এগিয়ে চল দাদা
Please Support kare please 🙏
অসাধারণ অনবদ্য শিল্পীর দ্বারা সৃষ্ট বুজখলিফা দেখে সত্যি চোখ সরানো মুশকিল ।আপনারা সত্যি ভাগ্যবান তাই আপনাদের বোঝা ভগবান বোইছেন।আকাশ যেন হাতের কাছে ধরা দিয়েছে।উপরি পাওনা আপনার হাসি মুখে আনন্দ উপভোগ করা।আমিও উপভোগ করলাম।সুস্থ থাকবেন ভালো থাকবেন থাকবেন অনেক ধন্যবাদ ।
অসাধারণ, জীবনে যাওয়া হবে কিনা জানিনা। তবে আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ।
নিজেদের ২৬ বছর থাকার পরেও আপনার ভিডিও দেখে আমি উৎফুল্ল। খুব খুব enjoy করলাম।
এই দেশে এত সুন্দর ও systematic রাখার জন্য দায়ী রাজতন্ত্র। কোনো রকম party politics নেই। এরা দেশকে খুব ভালবাসে।
একজন বাঙালীর চোখ দিয়ে দুবাই দেখলাম।❤
কোনোদিনও সচক্ষে বুর্জ খলিফা দেখতে পাবো কিনা জানিনা, কিন্তু আপনাদের জন্য আমাদের অনেক অজানা জিনিস দেখার বা জানার সৌভাগ্য হচ্ছে। ভালো থাকুন শিবাজীদা ও পৃথ্বীজিৎ দা।
বুর্জখালিফার ওপরের দৃশ্য থেকেও মনে হলো টিকিট কেটে শুধুমাত্র লিফটটাও দেখাই যায় 🙌🏼💙
পৃথিবীর সবথেকে উচু বহুতল থেকে আশেপাশের শহরটা কেমন লাগে দেখতে তাও আবার সামনাসামনি, ভাবতেই অদ্ভুত একটা শিহরণ হচ্ছে🤩।
😅😅😅😅😅😅
সত্যি পৃথ্বী কতকিছু করে শিবাজীর জন্যে, শিবাজী খালি ভুলে যায় বলতে 😁 অসাধারণ ঘোরা হলো আজ, বুর্জ খলিফার কোনো তুলনাই চলে না! পপিনের গাড়িতে চড়েও খুব আনন্দ পেলাম 👌🏽 অসম্ভব সুন্দর ঝাঁ চকচকে শহরে মন খুশ 🙋🏻♀️
রাস্তা গুলো শুধু সুন্দর ই না, যারা ওখানে drive করেন তারা horn না দিয়েও রাস্তা গুলো ও তার আশপাশ টা সুন্দর রাখার চেষ্টাও করেন. দারুন একটা episode উপভোগ করলাম, পরের গুলোর অপেক্ষায় রইলাম...
ধন্যবাদ...
Please Support kare please 🙏
@@kanchanmitra2460Please Support kare please 🙏
Ekhane Horn dile sobai ghure takai..Nischoi kono bipod hoyeche mone kore..
Osadharon sundor apnader jonyo onek valo valo jaiga dekhchi valo thakben
This vlog is incomparable..how lucidly you took us through the high tech Burj khalifa in a homely way that is dear to us as Bengalis..
You and Prithijit are the real representatives of Bengal..good to have you among us..take care of your health and enjoy!!
Prithwijeet sir er kotha gulo khub bhalo Lage he has lot of positive waves 🌊 and energy 🧚
Shibaji Da and Prithijeet Da .... cannot be Dadu...they are always Rockstars ....jara middle class bengali ke ghurte inspire korche ! ....arekta kotha bole di je .....uni amader ei sob experience dite parchen ...tar pechone onek onek dedication ar poroshorm ache.💯👌👍
দারুন লাগলো ,বুর্জখলিফা দেখে মুগ্ধ,
মনে হচ্ছিলো নিজেই লিফটে করে uthchi, ভীষণ ভালো লাগলো ❤
পুরোটাই ,এন্ড্রয়েড টি ভি তে দেখলাম
অসাধারণ স্থাপনা ও নির্মাণশৈলী!! দুবাই❤❤ দুর্দান্ত অনুভূতি❤❤ শিবাজী দা কে অসংখ্য ধন্যবাদ। আমার মনে হচ্ছে বুর্জ খলিফার ভিতরে সারা বিশ্বের সব জাতিগোষ্ঠীকে শিবাজী দ্যার ক্যামেরা মাধ্যমে দেখতে পাচ্ছি❤ বাংলাদেশ থেকে দেখেছি 🇧🇩🇧🇩
অসাধারণ,অনবদ্য,দুর্দান্ত এতো ভালো লাগলো বলে বোঝানো যাবেনা,আপনারা ভগবান 🙏🙏🙏❤️❤️❤️
অসাধারণ মুহুর্তের মধুর বর্ণনা সত্যি ই অতুলনীয় বিমোহিত।
জাস্ট ফাটাফাটি।
পৃথিদার চুলের স্টাইল টা ভালো লাগছে।
All Credit Goes To Bangladeshi Indian Pakistani Nepali @ Srilankan Labour.
Hats Off To Them They Are The Real Hero What Dubai Is Now.
Agreed
@@explorershibaji not just labour but bonded. Their work conditions are deplorable and unimaginable. There are many videos available by various whistle blowers which show the reality.
absolutely Right.
@@explorershibaji Please Support kare please 🙏
হ্যাঁ, সব কৃতিত্বই আমাদের ভেবে আমরা আত্নতৃপ্তি পাওয়ার চেষ্টা করতে পারি বটে, কিন্তু বাস্তবতা হচ্ছে টাকা ছড়ালে কর্মীর অভাব হয় না। আসল কৃতিত্ব _ভিশনারি এন্টারপ্রিনিয়ারশীপের!!!_ এই জিনিস টাকা ছড়ালেই পাওয়া যায় না। আরও অনেক দেশেরই প্রাকৃতিক সম্পদ আছে কিন্তু তারা এলেবেলে ছিল এলেবেলেই রয়ে গেছে। নাইজেরিয়ারও কম তেল নাই, কিন্তু তার অবস্থা কি? অনেক আফ্রিকান দেশই কম সম্পদশালী না, কিন্তু তারা যে তিমিরে ছিল সেই তিমিরেই আছে। উপমহাদেশের দেশগুলিও তাদের যা পোটেনশিয়াল তার কতটুকু আসলে অর্জন করতে পেরেছে? ভ্যানিটি প্রোজেক্ট বাদ দিন, সাধারণ মানুষের জীবন মানের আসলেই কতটুকু প্রাপ্য বা যুক্তিসঙ্গত উন্নতি হয়েছে? তাদের তো শ্রমিকের অভাব নাই!!! যে শ্রমিক বা কর্মী দুবাই বা অন্যান্য গালফ দেশে গিয়ে শ্রম বেচে, সব ক্রেডিট যদি তাদেরই হয় তাহলে ঐ একই শ্রম দিয়ে তারা যার-যার নিজেদের দেশগুলিকে কেন একেকটা স্বর্গ বানিয়ে দেয় না??? এতই যদি তাদের ক্ষমতা তাহলে নিজের দেশের উন্নতি না করে অন্য দেশের উন্নতি করাকে কি একরকম দেশদ্রোহিতা বলা যায় না? আসলে শুধু লেবার দিয়ে যে কিছু হয় না সেটা সবাই বুঝে। প্রয়োজনে সব দেশের মানুষই খাটতে পারে। আসলে মাথার উপর সঠিক নেতৃত্ব না থাকলে কিছুই হয় না। সঠিক নেতৃত্বই সমস্ত পার্থক্য গড়ে দেয়। এশিয়ার আরও অনেক দেশে এটা দেখেছি আমরা - এই _র্যাগস টু রিচেস স্টোরি_ । এই দুবাই মনে হয় কয়েক দশক আগেও একটা জেলেপল্লী ছিল। এখন তাদের এই অবস্থা। এটা সম্ভব হয়েছে তাদের শাসকদের _সুদুরিপ্রসারী সৃষ্টিশীল ভিশন, মেধাবী কর্মপরিকল্পণা আর এন্টারপ্রিনিয়ারশীপের_ কারনে। তা না থাকলে তারাও নাইজেরিয়া হয়ে যেত। সমস্ত টাকা-পয়সা লুটপাট করে সুইস ব্যাংকে রেখে নিজের দেশকে একটা বস্তি বানিয়ে রেখে দিত আর তারা হত বস্তি-সর্দার। শুধু নাইজেরিয়া বা কঙ্গো না (দুটো দেশেরই প্রচুর প্রাকৃতিক সম্পদ আছে যা ব্যবহার করে তারা দেশ-বিদেশের শ্রমিক আর এক্সপার্টিজ এনে দেশের চেহারা বদলে দিতে পারত), আমি এমন আরও দেশের নাম করতে পারব যারা এটা পারত তাদের সেই ক্যারেকটার থাকলে। কিন্তু তা নাই। এটাই আসল পার্থক্য। তাই আমার মত হচ্ছে, ইংরেজিতে যাকে বলে - *_Give credit where credit is due_* - ওরা পেরেছে ওদের নেতৃত্বের কারনেই। আর এই নেতৃত্বও উড়ে এসে জুড়ে বসেনি অন্য কোথাও থেকে - এটা ওদের সমাজেই জন্ম নিয়েছে। তবে এদেরও অনেক ত্রুটি-বিচ্যুতি আছে নিঃসন্দেহে এবং সেগুলি নিয়ে যথাপ্রসঙ্গে কথা বলাও উচিত, কিন্তু যেটা বা যেখানে তাদের সাফল্য পরশ্রীকাতরতা-পীড়িত হয়ে সেটা অস্বীকার করলে বা খাটো করার চেষ্টা করলে -- ওদের নয়, আসলে নিজেদের মানসিক দৈন্য আর ক্ষুদ্রতাই কেবল প্রকাশ পায় তাতে। যাইহোক, এগুলি নিতান্তই আমার ব্যক্তিগত মতামত, সবার একমত হতে হবে এমন কোনো কথা নেই।
আপনাদের ব্লগ নিয়ে নতুন কি বলবো।বুর্জ খলিফা আর দুবাই নিয়ে এই রকম শান্ত সুন্দর পরিবেশনা এক মাত্র আপনারাই পারেন। মিশর রহস্যের অপেক্ষায় রইলাম।👍👍👍
কিছু বলার মোতো ভাষা নেই,,
অসাধারণ ❤❤❤❤
Ki j boli bujhe pachi na, actually speechless... Kono dino jete parbo kina jani na but ei video diye sei asa kichu ta mitiye nichi.. ❤❤
কফিতে চুমুক দিয়ে একটু ঈশ্বরের কাছে প্রার্থনা করতে পারতেন, আমাদের দেশটাও যেন একদিন এমন হয়। অত উঁচুতে ভগবান নিশ্চয়ই শুনতে পেতেন।
😂😂😂
দারুণ সুন্দর ভিডিও টা খুব মজাদার ও সুন্দর লাগল।
No word to express how i have enjoyed this virtual tour....minute detailing with elite content....Shibaji and Prithvijit.....both you are awesome....Best wishes to " Explorer Shibaji"
আমি দুবাই থেকে এসেছি আবার জুন মাসে যাবো, আমি কিন্তু natural lover, বুর্জ খলিফা উঠে একটা অসাধারণ অভিজ্ঞতা হয়েছিল মানুষ কি বানিয়েছে। ভালো থেকো।
I am more amazed by Prithwijit's ever-changing hair-do than Burj Khalifa.
Offf darun laglo bhaba jai na ghure alum 124 th floor Burj Khalifa te.Apnake je ki bole dhonnobad debo jani.Awasome experience apnara share korlen amader songe.Akhon o imagine korte parchi na.Khub bhalo thakben Shibajida.
Lifetime experience 👌
This kind of pricing is called "dynamic pricing" which is dependent on volume/traffic.
Khub bhalo laglo Shivaji and prithwijit da.tomar video dakha manay so kichu jantay para jai.tomra duijon Dubai tay bhalo kore thakbay.
Outstanding experience .Thanks to you explorer Shibaji and Prithwijit babu for sharing this experience with us.
খুব ভালো লাগছে। দুবাই যাওয়ার ইচ্ছা টা বেড়ে গেল। দাদা একবার কোচবিহার আসুন। ভালো লাগবে আশাকরি।
রীতিমত হিংসা হচ্ছে দাদা 😍
দুবাইতে কেউ নেই যে এত সুন্দর করে ঘোরাবে 😭
Enjoy your trip 👍🏻
Please Support kare please 🙏
@@debangshuuk7 abe lodu hai kya bc??? Pendu
অসাধারণ অসামান্য ভিডিও, কোনদিন যেতে পারবো না আপনাদের চোখ থেকে সার্থক হলো দেখা....বিদেশে ভালো থাকবেন....
Excellent view of dubai.carry on.
Satye asadharan. Apnader dujoner melbandhan jeno Sara jiban arakam e thake. Bhalo thakun aro bhalo bhalo place dekhar asae railam. God bless u both
Woooooooo , Amazing Experience for not only Shibaji da and Pithwijit da , but for all the viewers of Explorer Shibaji ❤❤❤❤❤❤ , Majestic Burj khalifa ❤❤❤❤
তোমার সাথে আরও কতশত অভিজ্ঞতা যে হবে ভাই.... ভেবেই আনন্দ লাগছে। কোনদিন তো এসব দেখতে পাবো না। কিন্তু তা বলে কোনও আফশোষ নেই, যতক্ষণ তোমরা আমার দুই ভাই আছো। অনেক অনেক ভালোবাসা জানাই ।👍👍👍👍👍
Amer ekhon berono hocche na
Eita dekhe anek anando pai
Khub khub bhalo lage😅
Ami.ki.lucky70bochor.boyeshe.tomader.shathe.Dubai.ghurlam ja.kokhono.shopneo.bhabini.ashirbad.korchi.anek.egiye.jao
যা তা একটা ফিলিং,,😄😆😀😗
16.08 দারুন ভিউ
Simply amazing experience. Both of you and your energy levels are just incredible. Stay fit and go ahead ❤
Prithijit sir er hairstyle ta kintu darun😅,,, r sibaji sir er erom vlog sotti osadharon,just kichu bolar nei
অস্থির ঘোরা ❤❤❤ DUBAI
😜🥳💙💛
ধন্যবাদ 😍
Darun anondo pelam❤apnader jonno ,,,,,,darunnnnnn onubhuti ,khub khub bhalo laglo,apnara to tour arrenge korte paren,so amrao part hote pari
Omg আর একটু গেলেই মনে হচ্ছে আকাশ নাগালে চলে আসবে শিবাজী দা আসাধারন
Darwin
Darun
Awesome view
উপস্থাপনা নিয়ে কোনো কথা হবে না সবটা তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করলাম ভালো থেকো দাদার া
Sibaji babu apni jotoi ja korun na kano prithijit babu chara apnar program jomei na. Prithijit is best
Right
Pagal shibajit ke add Kora etai to shibajiter kamal😅
I would rather say that both compliment each other.
Prithwijit da holen icecream er opor sei cherry ta❤️
খুব কষ্ট বলুন আপনার এরকম একটা বন্ধু নেই বলে।শিবাজি দা কে হেউ না করে দুজনের জুটটা মনভরে দেখুন।
Wahhh!!!!....Mission Impossible..Ethan Hunt...SandStorm...schob chokher schamne beshe gailo abar...chomotkar ekta experiance amader dile Shibaji and Prithi...thanks..ebar ei bochor eta amar bucket list e roilo ar Georgio Armani Hotel e thaktei hobe...
Awesome to watch this Dubai series. My family is also enjoying it.
এতো সুন্দর সুন্দর সব জায়গার ভিডিও তুলে ধরার জন্য অসংখ্য ধন্যবাদ দাদা আমাদের এখন নেশা হয়ে গেছে আপনার ভ্রমণের সব ভিডিও দেখা আমি ও সোদপুরের বাসিনদার,subscribe 👍complete
চা-কফির দাম পেট্রোল থেকে বেশি 😅❤️
Daarun.... Shibaji Da. International vlogs gulo asadharon. Apnake aar Prithijit da ke onek suveccha. Future e ekta Japan trip dekhar jonno opekkhay thaklam. Bhalo thakun.
সত্যি আজকে মনুষ্য হিসাবে নিজেকে গর্বিত মনে হচ্ছে, আমরা এই সব বানিয়েছি, ধন্যবাদ শিবাজী এবং পৃথ্যিজিত।
Awesome . এছাড়া কোন কথা এলো না। তোমাদের সাথে বেড়াচ্ছি।thank u very much.ভালো থেকো। সুস্থ থেকো।আর আমাদের নিয়ে বেড়াতে যাও।
Outstanding experience.
Aha! Ki ananda akashe batashe.Feeling very excited watching video.Really fabulous. Thanks to both of you.
This lift speed for all high rising buildings across the globe is more or less the same. Because it is not stopping in between, that's why it can maintain max speed limit..
আপনার মত গুণীর মুখে “momento” মানাচ্ছে না।
আসলে “memento”
বাকি সবটাই অসাধারণ!🙏
Amazing experience❤
শিবাজি স্যার আপনার এই পর্বের ভিডিওটা সত্যি মনমোহন হয়ে গেল। আর আপনি ওয়ার্ল্ডর টেস্ট বিল্ডিং নীচ থেকে ওপর পায়ে হেটে পৌঁছাতে পারবেন। কারন-আপনি এর আগে শ্রীলঙ্কার lion's paw ও ভুটানের Tiger nest এ হেটেই আমাদের দেখিয়ে ছিলেন।
Another feather to your cap ….. Marvellous for touching the milestone we have imagined about …. watching the series whole heatedly with my family …. Keep running Shivaji da & off course Prithwijit da ( a gem and new definition of friendship)….👍👍👍Just want to know how you planned the trip … means any agency or self exploration… anyway thank u for the wonderful series🙏🏻🙏🏻🙏🏻
Asadharon laglo video ta....just mesmerizing....😊😊
I have been to Dubai a number of times. But the opulence of Dubai makes me sick when I see how the workers from the sub-continent are brutally exploited. I hope Shibaji Da has notced this.
Not a chance.He is the in the business of weaving rainbow to the hungry and disposed.His comments in general are inane and poorly lacking in a scintilla of descriptive ability. This tweelydeee twiddledum is plain infantile and sickening.
আপনার যতো ভিডিও সিরিজ দেখিছি তার মধ্যে এই দুবাই সিরিজ ই সেরা। সত্যিই দুর্দান্ত।
এক কথায় অসাধারণ সুন্দর লাগছে।
অনেক ধন্যবাদ প্রিয় দাদা।
আপনার জন্য এতো সুন্দর ভাবে দুবাই শহর দেখতে পেলাম।
অনেক ভালো থাকবেন।
খুবই সুন্দর ভিডিও, তবে নিজের দেশের অনেক সুন্দর সুন্দর দেখবার মতো জায়গা আছে সেগুলো আগে দেখা, আর দেখানোর দরকার।
আপনার একটা কথা মন ছুঁয়ে গেল,আমরা একদম উপরে তো যাচ্ছিনা কারণ তার অনেক কোস্ট। কথাটার মাঝে অনেক কিছু লুকিয়ে আছে ❤️❤️ ভালোবাসা রইল , আপনি অনেক সুন্দর মনের মানুষ 😊😊 ভালো থাকবেন
Darun .Burj Khalifa experience simply awesome.
আগে আমি দুই দাদা কে অনেক অনেক ধন্যবাদ জানাই। আপনাদের জন্যে ই আমি এতো সুন্দর ভাবে দুবাই উপভোগ করতে পারলাম।🙏🙏🙏 আপনাদের আরো ভিডিও দেখতে পেলে খুব ভালো লাগবে।
Khub sundar laglo ,aro ektu bhalo lagto apnader dujonke jodi Sekh der posake dekte petam
এই ভিডিও টা সেরাগুলোর মধ্যে একটা। কাজিয়া বাদক গায়ক সবাই মিলে জমে ক্ষীর। অনেক অনেক দিন মনে থাকবে। আমরাও ওদের মত হাসিখুশি থাকলে ভালো হতো। ভালো থাকবেন।
দুর্দান্ত, অনবদ্য সত্যিই অসাধারণ!!দারুন লাগলো শিবাজীদা। কিছু বলার নেই শুধু দেখছি, ঘরে বসে। খুব খুব ভালো থাকুন, সুস্থ থাকুন (দু জনেই আপনি আর আপনার বন্ধু)🙏
Apnar Vlog Amar Valo lage Ami Dekhi ❤Dubai Er Vlog Ta Valo Hoyeche 😊