Oporupa Rup Tomar (অপরূপা রুপ তোমার) Shakil Khan & Popy | Obuj Moner Valobasha | SB Movie Songs

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ธ.ค. 2024

ความคิดเห็น • 628

  • @md.zillurrahman8584
    @md.zillurrahman8584 2 ปีที่แล้ว +52

    ১।গানের কথা অসাধারণ,
    ২। সুর মধুর
    ৩। অভিনয় সুন্দর
    ৪। এতে সামাজিকতা ও বজায় রাখছে
    সব মিলিয়ে গানটা সকল প্রজন্মের মানুষের কাছে অমর হয়ে থাকবে।গান শুনে কমেন্ট না করে পারলাম না।

  • @mdsohag3354
    @mdsohag3354 2 ปีที่แล้ว +88

    তোমরা যে জাই করো পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবা কিয়ামতের দিন প্রথম নামাজের হিসাব নেবে ♥️আল্লাহ♥️

    • @mdsujunkhondoker
      @mdsujunkhondoker ปีที่แล้ว

      নামাজের হিসাব নেবে এটা
      মিথ্যা কথা,
      , আল্লাহ বলেন --হে নবী আমি আপনাকে ও আপনার উম্মদেরকে জিগ্যেসা করবো আমার এ কুরআনে বিধান মানাহইছে কি না

    • @MojammelHocck
      @MojammelHocck 2 หลายเดือนก่อน

      এই জায়গায় এসে সবাই ঈমান হারিয়ে ফেলে এমনকি আমিও স্যার আপনি এখানে নামাজের কথা বলেছেন ঈমানের কথা আল্লাহতালা আপনার জীবনকে পূর্ণতা দান এবং জান্নাতুল ফেরদৌস দান করুন আমীন

  • @Abdul_Momin-Shahzadpur
    @Abdul_Momin-Shahzadpur 3 ปีที่แล้ว +81

    তোমায় স্বপ্নে দেখেছিল হয়তো কোনো কবি ....
    কোনো শিল্পি এঁকেছিল স্বপ্নে
    তোমার ছবি .....
    আহ! কি কথামালা!
    আহ! কি সুর, কি সঙ্গীত আয়োজন, ,,
    কি কণ্ঠশিল্পি!!!
    এগুলো যে রত্ন ছিল, , যা এখন বিলুপ্ত!
    সব সময় মিস করি, ,, খালিদ হাসান মিলুকে, ,, যদি আরো কিছুদিন বেচে থাকতেন।
    সাবিনা ইয়াসমিন সে তো সত্যিই গানের কোকিল।

    • @mdtofazzalhossain6537
      @mdtofazzalhossain6537 3 ปีที่แล้ว +2

      চমৎকার বলছেন ভাই

    • @mdhafizurrahman7853
      @mdhafizurrahman7853 3 ปีที่แล้ว +1

      Khalid hasan milu is the best❣️❣️❣️

    • @shahnazparvin1860
      @shahnazparvin1860 2 ปีที่แล้ว

      গাজী মাজহারুল আনোয়ারের লেখা

    • @anolroy2790
      @anolroy2790 10 หลายเดือนก่อน

      ❤❤❤❤❤

    • @MdKamal-d2t5c
      @MdKamal-d2t5c 2 หลายเดือนก่อน

      ​@@shahnazparvin1860ভুল ভাই, গীতিকার ও সুরকার আহমেদ ইমতিয়াজ বুলবুল

  • @JahidulIslam-ze8tj
    @JahidulIslam-ze8tj 10 หลายเดือนก่อน +49

    ২০২৪ সালে এসেও এসব পুরাতন গান শুনতে ভালো লাগে।

  • @MdSaiful-fl3om
    @MdSaiful-fl3om 3 ปีที่แล้ว +178

    গানটির কন্ঠ এবং অভিনয় দুটোই অসাধারণ। দুঃখের বিষয় হলো সবাই জীবিত থাকলেও আমার প্রিয় কন্ঠশিল্পী খালিদ হাসান মিলু পৃথিবীতে বেঁচে নেই।

    • @mdabusayedsayed3148
      @mdabusayedsayed3148 2 ปีที่แล้ว +5

      খালিদ হাসান মিলু আমার প্রিয় শিল্পী

    • @dipakdebnath225
      @dipakdebnath225 2 ปีที่แล้ว

      ভাই মানুষ মরণ শীল। আজ না হয় তো কাল সবাইকে এই দুনিয়া ছেরে চলে যেতে হবে।

    • @devdeep5850
      @devdeep5850 2 ปีที่แล้ว +2

      আমার ও প্রিয়

    • @ibrahimkhalil8483
      @ibrahimkhalil8483 ปีที่แล้ว

      😭😭😭😭

    • @ibrahimkhalil8483
      @ibrahimkhalil8483 ปีที่แล้ว

      ০৪/০২/২০২৩
      এই গানটি প্রতিদিন শুনি,তাই গানটা মুখস্ত হয়ে গেছে

  • @rtvchannel255
    @rtvchannel255 3 ปีที่แล้ว +25

    গানটি খুবই শ্রুতিমধুর। পপির সৌন্দর্যের সাথে মিল আছে গানের।শাকিল খান পপি পারফেক্ট ম্যাচ ছিল।

  • @kabirparvej9203
    @kabirparvej9203 3 ปีที่แล้ว +126

    এত মধুর সুরে কে গাইবে এমন গান? মিলু সাহেব আসলেই অতুলনীয় ।

    • @monirshikder2597
      @monirshikder2597 2 ปีที่แล้ว +1

      Mayer kontho ta ke diye che janaben place

    • @abuhassan5680
      @abuhassan5680 ปีที่แล้ว

      Beautiful

    • @istiakbinal-imran3702
      @istiakbinal-imran3702 ปีที่แล้ว

      সাবিনা ইয়াসমিন

    • @mdjewelrana1891
      @mdjewelrana1891 7 หลายเดือนก่อน

      সাবিনা ইয়াসমিন​@@monirshikder2597

    • @ziaurrahman5153
      @ziaurrahman5153 5 หลายเดือนก่อน

      Khalid hasan best

  • @sajalbiswas6716
    @sajalbiswas6716 8 หลายเดือนก่อน +11

    সুমধুর কন্ঠ ❤ খালিদ হাসান মিলু আমার সবচেয়ে প্রিয় শিল্পী ❤❤

  • @mdsohel-eh5jt
    @mdsohel-eh5jt 10 วันที่ผ่านมา +2

    এক কথায় খুব অসাধারণ ❤❤❤❤

  • @theindependent7192
    @theindependent7192 3 ปีที่แล้ว +48

    খালিদ হাসান দাদার কন্ঠ এত সুন্দর কেনো?? আমার তো মনে হয় এমন কন্ঠ দুনিয়াতে নেই।

    • @delwarhussain9496
      @delwarhussain9496 3 ปีที่แล้ว +1

      আপনি একদম ঠিক বলছেন

    • @dipakkumardas7105
      @dipakkumardas7105 3 ปีที่แล้ว +1

      প্রাণ জুড়িয়ে যায়।

    • @nn5216
      @nn5216 2 ปีที่แล้ว +1

      Right

  • @skmostafizurrahman9352
    @skmostafizurrahman9352 3 ปีที่แล้ว +14

    আমার জীবনের সবচেয়ে প্রিয় একটা গান। এই গানটা কি অপূর্ব সুন্দর কন্ঠ দিয়েছেন খালিদ হাসান মিলু ছার। আল্লাহ তাআলা আপনাকে জান্নাত নসিব করুন আমিন।

  • @fakrulislam2800
    @fakrulislam2800 3 ปีที่แล้ว +71

    সেই রকম ভাল লাগার গান।হাজার বছর বেচে থাকুক এ গানগুলো। পরপারে ভাল থেকো খালিদ ভাই

  • @sftryhard4782
    @sftryhard4782 3 ปีที่แล้ว +50

    খালিদ স‍্যার সত‍্যি একজন খুব ভালো মিষ্টি শুরের সিঙ্গার, যাহার কোন সিঙ্গারের সঙ্গে তুলনা হয়না।পরকালে সর্গে থাকবে ইনশাআল্লাহ!!

  • @shiponahmedshuvo8384
    @shiponahmedshuvo8384 2 ปีที่แล้ว +37

    দিন দিন আমাদের প্রিয় শিল্পী গুলো হারিয়ে গেলেও তাদের সুমধুর কন্ঠের গান গুলো দিয়ে আমাদের এবং আমাদের পরের প্রজন্মের কাছে চির অমর হয়ে থাকবে। ভালোবাসা অবিরাম প্রিয় শিল্পী ওপারে ভালো থাকবেন। আল্লাহ পাক যেনো আপনাকে জান্নাতুল ফেরদৌস দান করেন। আমীন""

  • @sohrawardybappy6901
    @sohrawardybappy6901 3 ปีที่แล้ว +39

    আমার প্রিয় কণ্ঠ শিল্পী জুটি
    খালিদ হাসান মিলু + সাবিনা ইয়াসমিন
    অপরুপা রূপ
    কত ভালবাসি কি যে
    ইত্যাদি

  • @yessirmithu2489
    @yessirmithu2489 ปีที่แล้ว +12

    প্রথম সুরেই কলিজা শিতল,,
    যেমন গান ছিলো তেমন নায়ক ছিলো। হটাৎ সব হারিয়ে গেলো।

  • @delwarhussain9496
    @delwarhussain9496 3 ปีที่แล้ว +52

    খালিদ হাসান মিলু ভাইয়ের এত মিষ্টি কন্ঠ । মাশা আল্লাহ । ওপারে ভাল থাকুন ।

  • @md.manirozzman420
    @md.manirozzman420 3 ปีที่แล้ว +66

    একটি গান একটি বিশেষ ভাব, বিষয়, অনুভূতি ও চিন্তা চেতনা নিয়ে রচিত হয়। সেখানে উপযুক্ত আবহ, পরিবেশ, উপমা, অলংকার, চিত্রকল্প, দৃশ্য, ও নিমগ্নতার সমাবেশ ঘটাতে চেষ্টা করা হয়। একটি উপযুক্ত পরিবেশ ও ভাব মনোজগতে সৃষ্টি করতে পারলে, সেটা হৃদয়গ্রাহী হয়ে ওঠে। মন, প্রাণ, আত্মা, চিন্তা ও চেতনাকে জাগিয়ে তোলে শিহরিত, রোমাঞ্চিত করে নির্মল বিনোদন দান করে। সেই অখণ্ড ভাবকে অনুপম ভাষা ও ভঙ্গিতে প্রকাশ করে যথাযথ সুর আরোপ করে সঠিক কন্ঠ শিল্পীর মাধ্যমে গাওয়াতে পারলে তা অতুলনীয় গান হয়ে ওঠে। ভাব, ভাষা, প্রকাশ ভঙ্গি, উপযুক্ত পরিবেশ, সুর তাল, বাদ্য ও শিল্পী সব মিলিয়ে চমৎকার একটি গান হয়েছে। সবাইকে আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি।

    • @classic_bangla_tv
      @classic_bangla_tv 2 ปีที่แล้ว +6

      চমৎকার বিশ্লেষণ, দারুণ লাগলো কথাগুলো😍

    • @uzzalhossain3040
      @uzzalhossain3040 ปีที่แล้ว +6

      ভাইয়া আপনার লেখা পড়ে মনে হলো আপনি অনেক বড় কবি

    • @mdjaforahmad9573
      @mdjaforahmad9573 ปีที่แล้ว +5

      গানটা শুনি যতটুক ভালো লাগছে তার চেয়ে আরো ভালো লাগছে আপনার কমেন্টটা পড়ে আমার পক্ষ থেকে আপনাকে সালাম জানাই ও ঈদ মোবারক ২০২৩

    • @apon725
      @apon725 ปีที่แล้ว

      Ager silpi ager nayok naikar moddhe je ridoy jurano vabsilo shegulo r ashbena ekhon new jenakari na na thukku thukku new generationer Queen khuen ra tara hagge gu scitai tese amader deshe

    • @NurMohammad-j1i
      @NurMohammad-j1i 7 หลายเดือนก่อน +2

      এই গানটি বার বার শুনতে ইচ্ছে হয় ♥️♥️♥️🌹

  • @FarukKhan-co1pr
    @FarukKhan-co1pr ปีที่แล้ว +13

    বাংলা চলচ্চিত্রের সুপার হিট জুটি
    ১/ ❤সালমান শাহ ❤শাবনুর 💖
    ২/ ❤শাকিল খান ❤পপি 🥰
    আপনারা আমার কথায় একমত 👍

  • @aneali288
    @aneali288 3 ปีที่แล้ว +42

    খালিদ হাসান মিলু, আহহা! কি কন্ঠ
    ক্রাশ খাই যতবার শুনি, আর সাথে সাবিনা ম্যাম, কি দিয়ে গড়া কন্ঠ,

  • @BIBORNOSRITI
    @BIBORNOSRITI 6 หลายเดือนก่อน +2

    আমি তখন ক্লাস ৬-৭ এ পড়তাম, এ গানটি আমার বে সম্ভব প্রিয় ছিল 😍
    আমি সন্ধায় টিউশনিতে যাওয়া ও আশার সময় এই গানটি সহ আরও দুইটি গান গাইতে গাইতে যেতাম আর আসতাম🥰
    কল্পনায় একজনকে ভাবতাম,জানিনা আজ সে কোথায়!

  • @nasrinaaktherlipi846
    @nasrinaaktherlipi846 2 ปีที่แล้ว +20

    সালমান শাহ্ রিয়াজ শাকিল খান ফেরদৌস মৌসুমী পপি শাবনূর তাদের সাথে বাংলার আর কোনো কারো সাথে তুলনা হয়না.আহা কি মিষ্টি চেহারা.আর হৃদয় জুড়ানো অভিনয়

  • @khanbadol-yu4zj
    @khanbadol-yu4zj ปีที่แล้ว +7

    ভাইরে ভাই প্রথম যৌবনের সেই যে কি ভালোলাগা এই গানের সাথে। কতদিন পরে যে শুনছি বলতে পারবো না। তবে গানের অধিকাংশ লাইন মুখস্থ এখনও।💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗❤️😘😘😘😘😘😘

  • @sayeedulislam7597
    @sayeedulislam7597 3 ปีที่แล้ว +40

    প্রিয় শাকিল ভাই, মিলু ভাই এখনো আছো হৃদয়ে।

  • @ridoykhan7292
    @ridoykhan7292 3 ปีที่แล้ว +33

    💜সাকিল💞 খান 🇧🇩আমার পিও👌 নায়ক ও 🌹পপি 💖আমার 💝পানের🥀 চেওপিও 🌺 ও নাইছ💝 মবি🌷

  • @mdbulbul9811
    @mdbulbul9811 3 ปีที่แล้ว +66

    ২০২১ সালে কে কে শুনছেন লাইক দেন।

  • @md.shihabuddin9103
    @md.shihabuddin9103 11 หลายเดือนก่อน +17

    আমার মতো কে কে শাকিল খানকে পছন্দ করেন,আমি অনেক পছন্দ করি, ১২ /১/২০২৪ নতুন প্রজন্মের জন্য রেখে গেলাম

    • @MdKayes-w3s
      @MdKayes-w3s 3 หลายเดือนก่อน

      Wwrtggffhjfbjfbc❤❤❤❤❤

  • @monishankar5179
    @monishankar5179 2 ปีที่แล้ว +9

    অসাধারণ আগেকার গানগুলি যা শুনলে বারবার শুনতে মন চায়।। শতবার শুনছি তবুও পুরাতন হচ্ছে না।। মিলু স্যার,এন্ড্রু কিশোর স্যার বেঁচে থাকলে এবং কনক চাঁপা ম্যাম, সাবিনা ইয়াসমিন ম্যাম গান গাওয়া ছেড়ে না দিলে গানের এতো আকাল পড়ত না।।

  • @mdsaifullahpanna4078
    @mdsaifullahpanna4078 3 ปีที่แล้ว +43

    ভাই, দীর্ঘ ১৩ বছর পর গান টা শুনতেছি। আহঃ কি যে ভালো লাগতেছে!

    • @sufianislam42
      @sufianislam42 3 ปีที่แล้ว

      Vai ganta 2009-10 shal e radio te suntam,,

    • @Hanjala.12
      @Hanjala.12 ปีที่แล้ว

      আমাদের পিরোজপুরের শিল্পী বলে কথা❤

  • @dipakkumardas7105
    @dipakkumardas7105 3 ปีที่แล้ว +33

    যারা এত সুন্দর গানে ডিসলাইক দেয় তারা কেমন শ্রোতা?

    • @deshauto5574
      @deshauto5574 3 ปีที่แล้ว +1

      হিংসা লাগে যাদের তারা ডিস লাইক দেয় বুঝলা মনু

  • @mdamzadhossain2700
    @mdamzadhossain2700 3 ปีที่แล้ว +24

    সর্বকালের সেরা জুটি শাকিল খান পপি

  • @fmraselr8710
    @fmraselr8710 3 ปีที่แล้ว +128

    ছোট বেলার কেউ এই সব ছায়াছবির গান মুখস্ত করে,রাস্তা হাটছেন আর গাইছেন।আমার মতো

    • @rahimaaktar3739
      @rahimaaktar3739 3 ปีที่แล้ว +4

      Puro gantai mukhosto. akta somoy silo jokhon ai gaan gulo onek suntam.

    • @kawsarhosen2663
      @kawsarhosen2663 3 ปีที่แล้ว +3

      শৈশবের কথা মনে করে দিলেন

    • @Abdul_Momin-Shahzadpur
      @Abdul_Momin-Shahzadpur 3 ปีที่แล้ว +1

      আমি আছি ভাই

    • @sadikurrahmanyousuf1638
      @sadikurrahmanyousuf1638 ปีที่แล้ว +2

      আছি রে ভাই আছি

    • @DelowarHossain-i8g
      @DelowarHossain-i8g ปีที่แล้ว +3

      আমি গাইতাম

  • @raselsheikh8506
    @raselsheikh8506 3 ปีที่แล้ว +6

    সালমান শাহ্ একটা ছায়া পাওয়া যেতো শাকিল খানের মধ্যে। কিন্তু সেটা যেমন পরিচালকরা ধরে রাখতে পারিনি তেমনি শাকিল খান ও পারেনি।আগের দিনের কালজয়ী গান রেডিওতে অনুরোধে আসরে শুনতাম।

    • @SBMovieSongs
      @SBMovieSongs  3 ปีที่แล้ว

      কমেন্ট করার জন্য ধন্যবাদ

  • @suhelahmed6092
    @suhelahmed6092 3 ปีที่แล้ว +17

    বাংলাদেশ ঢালিউডের জনপ্রিয় সুন্দর রুমান্টিক নায়ক সুপার হিট ভালোবাসার একটা মানুষ শাকিল খান

    • @md.kawsar4380
      @md.kawsar4380 2 ปีที่แล้ว

      Salman 11111111111111111

  • @ajharulislamajharulislam5627
    @ajharulislamajharulislam5627 3 ปีที่แล้ว +42

    পুড়ান সুর কত সুন্দর লাগে মন চুয়ে জায়

  • @riazuddin0042
    @riazuddin0042 3 ปีที่แล้ว +10

    এমন ছবি আর বাংলার জমিনে উপহার আমরা আর পাবো না

  • @abulkhayer7294
    @abulkhayer7294 2 ปีที่แล้ว +5

    খালিদ হাসান মিলু ও সাবিনা ইয়াসমিন শিল্পী 💟💟

  • @Hanjala.12
    @Hanjala.12 ปีที่แล้ว +5

    আমাদের পিরোজপুর জেলার গর্ব খালিদ হাসান মিলু❤❤আল্লাহ তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করুক,আমিন🤲🤲

  • @KasemAli-g3k
    @KasemAli-g3k 6 หลายเดือนก่อน +2

    কোথায় হারিয়ে গেছে সেই দিন গুলো আরকি ফিরে পাব ধন্যবাদ ইউটিউব প্রতিষ্ঠাতাকে তা না হলে এ গান গুলো সহজে দেখতে পারতামনা

  • @vaipaul6411
    @vaipaul6411 3 ปีที่แล้ว +9

    আহা কী সুন্দর গান শুনলে প্রাণ জুড়িয়ে যায়।

  • @user-bb8ch9df2l
    @user-bb8ch9df2l หลายเดือนก่อน +3

    যতই শুনি ততই ভালো লাগে

  • @shankarmondal4
    @shankarmondal4 2 ปีที่แล้ว +11

    কোথায় হারিয়ে গেলো সেই সময়, সেই সুর,সেই প্রিয়জনগুলো!!!😢😢😢

    • @SBMovieSongs
      @SBMovieSongs  2 ปีที่แล้ว

      Thanks For YOur Comment 💜

  • @oktusartb2455
    @oktusartb2455 2 ปีที่แล้ว +8

    খুব প্রিয় একটা গান।। তখন খুব জনপ্রিয় ছিল।।সবার মুখে মুখে ছিল গানটা।।।❤️❤️❤️❤️

  • @salimmahmod8664
    @salimmahmod8664 2 ปีที่แล้ว +11

    এমন মিষ্টি গান গুলি এখন কেন হয়না 😢

  • @rahmanmoti
    @rahmanmoti 3 ปีที่แล้ว +53

    প্রিয় গান।
    খালিদ হাসান মিলু-র কণ্ঠে যেন মধু আছে।

    • @mdlalu7644
      @mdlalu7644 3 ปีที่แล้ว +2

      Nice

    • @nuralamliton5126
      @nuralamliton5126 3 ปีที่แล้ว +1

      মিলু❣

    • @Abdul_Momin-Shahzadpur
      @Abdul_Momin-Shahzadpur 3 ปีที่แล้ว +1

      আসলেই ভাই এমন দরদ মাখা কণ্ঠ আর যে দ্বিতীয় টি আসবেনা

    • @বিজস
      @বিজস 2 ปีที่แล้ว

      বাংলা সিনেমার গানের জগতে শাকিল পপি অবিস্মরণীয়।

  • @saifulislamshanto9215
    @saifulislamshanto9215 3 ปีที่แล้ว +31

    ছবির সব কিছু বললেন,
    কিন্তু যারা গান গায়লো,
    তাদের নাম তো দিলেন না,
    আমি বলছি,
    খালিদ হাসান মিলু ও সাবিনা ইয়াসমিন

    • @hossain3644
      @hossain3644 3 ปีที่แล้ว +1

      Tnx's Brooo😍💟💙❣️👍

  • @FarukKhan-co1pr
    @FarukKhan-co1pr 3 ปีที่แล้ว +8

    আমার দেখায় সবচেয়ে সেরা জুটি বাংলা সিনেমার, শাকিল খান পপি

  • @md.nazmulhossainshanto8997
    @md.nazmulhossainshanto8997 ปีที่แล้ว +8

    ছোটবেলার প্রিয় নায়ক শাকিল খান,,
    শাকিল খানের কিছু গান অনেক ভালো লাগে

  • @asdasd-nb6kh
    @asdasd-nb6kh 3 ปีที่แล้ว +29

    শাকিল খান জেমন সুন্দর তেমনি পপি অনেক সুন্দরী

  • @mdashrafulislam.6747
    @mdashrafulislam.6747 2 ปีที่แล้ว +10

    শাকিল খান আর আমিন খান অসাধারণ নায়ক,, কিন্তু আমাদের দেশে ভালো কোন কিছুর মূল্য দেওয়া হয়না,, এইজন্যই ভালো ভালো অনেক কিছুই অল্প দিনেই হারাতে হয়।।।।

  • @badshasikder5235
    @badshasikder5235 ปีที่แล้ว +3

    মিলু সাহেব আমাদের মাঝে নেই কিন্তু উনার গানগুলি সুনলে হারিয়ে যাই♥️

  • @mirzaripon9694
    @mirzaripon9694 ปีที่แล้ว +1

    ❤❤❤❤অবুঝ মনের ভালোবাসা এতো ভালো লাগছে শাকিল খানের অভিনয় নাচ ফাইট তুলনা হয় না পপি সাথে জুটি সেরা রোমান্টিক ছিল ❤❤❤❤

  • @aminakhatun7501
    @aminakhatun7501 11 หลายเดือนก่อน +2

    এই একটা নায়ক যার চোখ অভিনয় করেছে❤

  • @chandmohammad7157
    @chandmohammad7157 3 ปีที่แล้ว +9

    এই গান গুলো শুনলে আমার ছোট বেলার কথা মনে পড়ে ।

  • @ধানশালিকেরদেশে
    @ধানশালিকেরদেশে 3 ปีที่แล้ว +6

    জাস্ট অসাধারণ গান ছিলো এটা!!!

  • @joshimsheik9259
    @joshimsheik9259 3 ปีที่แล้ว +5

    ওনেক দিন পর শুনলাম মনটা বরে গেলো

  • @saniyamalilk9339
    @saniyamalilk9339 2 ปีที่แล้ว +2

    অসাধারণ ফাটাফাটি বিউটিফুল গান টা,পপি ও সাকিল খাঁন দুর্দান্ত অভিনয়, শাবনূর ম্যাম এর মুভির গান অনেক সুন্দর একশো শতাংশ গানের মধ্যে 70, শতাংশ গানেই শাবনূর ম্যাম এর,আর বাকি 15, শতাংশ পপি ও সাকিল,আর বাকি 15 শতাংশ মৌসুমী অমর সানি,,,,

    • @SBMovieSongs
      @SBMovieSongs  2 ปีที่แล้ว

      thank you for your comment

  • @farhadafifi205
    @farhadafifi205 ปีที่แล้ว +2

    2023 সালের শেষের দিকে এসে গানগুলো শুনতে খুব ভালো লাগে❤❤

  • @Azizkhandaker7163
    @Azizkhandaker7163 3 ปีที่แล้ว +7

    গানটা খুব ভালো লাগলো খালিদ হাসান মিলু স্যারের গাওয়া।

  • @sakhaowathossain2993
    @sakhaowathossain2993 หลายเดือนก่อน +1

    এই সিনেমার সবগুলো ভিডিও গান একসাথে দেন।

  • @bdgddnd5025
    @bdgddnd5025 3 ปีที่แล้ว +5

    আমার প্রিয় গায়ক খালিদ হাসান মিলু সাহেব,পপি

  • @mdsaniurrahmanmdsaniurrahm7212
    @mdsaniurrahmanmdsaniurrahm7212 ปีที่แล้ว +1

    ভুলেও যদি জানতাম আমি,একদিন তুই
    এমন করে হয়ে যাবি চির জন্মের পর !!
    তবে কি আর এত মায়ার ঘর বানাইতা
    আমার এই বুকেরও ভেতর ।
    প্রিয় শান্তা ~~~
    তোমাকে ভেবে ভেবে আমি যে পরিমাণ কষ্ট পায়, একমাত্র আমি আর আল্লাহ ছাড়া কেউ বুঝে না,
    শান্তা তুমিও মানুষ আমিও মানুষ, অথচ আমার কত কষ্ট তোমার জন্য,
    আর তুমি সুন্দর করে, তোমার মতো তুমি আছ,
    তুমি সুখে থাক চিরকাল, দোয়া করি,
    হে আল্লাহ তুমি তাঁকে আমার কাছে পাঠিয়ে ছিলে, আবার তুমিই তাঁকে এমন পাষাণ করেছ,
    যে সে আমাকে ভুলেও মনে করে না, সে আমার দিকে তাকালেও আমাকে দেখে না,,
    জীবনে কখনও ভাবিনি তুমি এমন হবে শান্তা 💔
    আমি হলাম এমনি একজন হতভাগা যাকে ছেড়ে গিয়ে শান্তা রামিম কে ভালোবাসে,
    তুমি যদি আমাকে নাই ভালোবাসবে, আমাকে এতদূরে না নিলেই পারতা,
    কেন আমার সাথে এমন করলে,
    আমি ত তোমার কোনো ক্ষতি করি নাই,
    হে সৃষ্টিকর্তা মহান আল্লাহতালা দুনিয়াতে যা হয় সবকিছু তোমার হুকুমে,,
    আমার জীবনের সব কিছু তোমার দিকে তাকিয়ে মেনেছি।
    কষ্টটা বুকের ভিতর চাপা দিয়ে রাখতে পারি না , নিজের অজান্তেই চোখ দিয়ে পানি চলে আসে,
    আজকের পরে আর নতুন কিছু লিখব না,
    হে আল্লাহ আমি আর পারছি না, সব কিছুর উর্ধে তোমার কাছে আমি একটু মানসিক শান্তির কামনা প্রার্থনা করছি
    আমি জানি না আমার এ কমেন্ট তোমার চোখে পড়বে কি না,
    হে আল্লাহ তুমি তাঁর চোখে আমার এই কমেন্ট টা পৌছিয়ে দেও,
    কমেন্ট টা পড়ে শান্তা আমাকে কল দিবে তাঁর অপেক্ষায় আছি,
    তুমি যত দিন পর্যন্ত তুমি আমার কমেন্ট পড়বে না,
    কমেন্ট পড়ে আমাকে কল বা মেসেজ দিবা না ততই দিন পর্যন্ত আমি, কমেন্ট করেই যাব।
    তোমার নামে, ফেইসবুকে, স্টোরিতে, ইমুতে, ইনস্টাগ্রামে,
    তোমার - আমার ছোট- বড় ভাইয়ের জন্য,
    চলে গেছ তাতে কোন কষ্ট নেই, কিন্তু চলে যাওয়ার সময় আমাকে তুমি একটু শান্তনা দিয়ে যাও নি, কি ভাবে তোমাকে ছাড়া থাকব সারাটাজীবন,
    আমরা ছেলে মানুষ তোমরা যখন আমাদের একা করে চলে যাও,
    তখন আমরা কি চাই জানো,
    চায় তোমাদের মুখের একটু শান্তনা,
    তোমরা সেটাও দিতে পার না 😭😭
    ভালো থেকেও তুমি,
    বাই
    শান্তা ~~~ আমার জীবনের থেকেও বেশি তোমাকে ভালোবাসি ❤️
    নাটকের কাহিনিটা আমার জীবনের সাথে সম্পূর্ণ মিল,
    কারণ শান্তা আর আমিও ছিলাম মামাতো ভাই বোন,
    একটা সময় সে আমাকে ছেড়ে চলে যায়,
    হায়রে মেয়ে মানুষ,
    আমি আমার জীবনে অনেক কষ্ট পেয়েছি,
    কিন্তু আমি আমার জীবনে সবচেয়ে বেশি কষ্ট পেয়েছি, যখন তুমি বলেছ আমাকে আর ভালোবাস না, আমাকে ছেড়ে চলে গেছ, আমাকে ভুলে গেছ, আমার সাথে কথা বলা বন্ধ করে দিয়েছ,
    প্রতিনিয়ত চলছেই আমার কষ্ট, মৃত্যুর আগেও আমার এই কষ্ট কমবে না, ভালো থেকেও তুমি,
    😭😭😭😭💔💔💔💔😭😭

  • @filmmedia24bd97
    @filmmedia24bd97 3 ปีที่แล้ว +80

    সুদর্শন নায়ক শাকিল খান।এখনকার যুগে ভালো কোনো নায়ক ই নাই।

    • @mdliton-iv3qp
      @mdliton-iv3qp 2 ปีที่แล้ว

      কেন আচোদা বাপ্পি,,

    • @SalmaSalma-ds7ok
      @SalmaSalma-ds7ok 2 ปีที่แล้ว +5

      আছে তো ভাই, বাবাখোর সিয়াম

    • @mdmirag2126
      @mdmirag2126 2 ปีที่แล้ว

      @@SalmaSalma-ds7ok হা হা ঠিক বলেছেন

    • @habiburrahamun5228
      @habiburrahamun5228 ปีที่แล้ว +1

      Shakil Super hero.❤❤❤

    • @Kamrunnaherpathan15
      @Kamrunnaherpathan15 ปีที่แล้ว

      শাকিল খান যা করে তাই সুন্দর ❤❤❤ অনেক আগের হিরো হয়েও কি স্মার্ট। এখন কার হিরোরা উনার ধারের কাছেও নাই!!

  • @MdAmAN-vg7dw
    @MdAmAN-vg7dw 3 ปีที่แล้ว +4

    আমার পছন্দের একজন গায়ক 💗💗💗🇧🇩🇧🇩🇧🇩মিলু ভাই।লাভ ইউ। 25.11.2021.

  • @jadobbiswas7907
    @jadobbiswas7907 3 ปีที่แล้ว +12

    এই শাকিল খান কে আবার ছিনিমায় দেখতে চাই?

  • @sayrahakhanam4704
    @sayrahakhanam4704 3 ปีที่แล้ว +15

    OMG!!! I was looking for this song for soo long...Thank u so much for uploading 👍

  • @jibonahammed4729
    @jibonahammed4729 2 ปีที่แล้ว +4

    2022 সালে কমেন্ট করে গেলাম 2040 সালের যখন কেউ দেখবে এখনকার গান কতো মনমুগ্ধকর ছিলো❤️❤️❤️❤️

  • @MdRubelHosen-r2h
    @MdRubelHosen-r2h 11 หลายเดือนก่อน +1

    খুব পছন্দের একটা নায়ক যার সব ছবি আমাকে ভালো লাগে

  • @MdAmAN-vg7dw
    @MdAmAN-vg7dw 3 ปีที่แล้ว +3

    এক কথায় অসাধারন।মিলু ভাই💗💗💗💗🇧🇩🇧🇩🇧🇩

  • @bdgddnd5025
    @bdgddnd5025 3 ปีที่แล้ว +11

    (খালিদ হাসান মিলু & সাবিনা ইয়াসমিন)________(সাকিল খাঁন+পপি)

  • @mohammadnur2516
    @mohammadnur2516 3 หลายเดือนก่อน

    🎆🎆কি বলে যে এই গানটির প্রশংসা করবো , গান টা শুনতে শুনতে সব ভাষা হারিয়ে ফেলেছি 🎆🎆

  • @MasumBillha-z2u
    @MasumBillha-z2u 5 หลายเดือนก่อน +2

    নায়ক সালমান শাহ মরে যাওয়ার পরে আমি নায়ক শাকিল খানকে অনেক পছন্দ করি এই নায়কের ক্যারিয়ার আরো অনেক সুন্দর হতো যদি না পপি তার জীবনে নাআসতো পপির সাথে প্রেমের সম্পর্ক জড়িয়ে ওনার ক্যারিয়ারটা বেশি দূর যেতে পারেনি।

  • @mdnazmulislamjames2179
    @mdnazmulislamjames2179 ปีที่แล้ว +1

    অসাধারণ কন্ঠ আমার প্রিয় শিল্পী
    খালিদ হাসান মিলু সাহেব ❤❤❤

  • @azidulislam8565
    @azidulislam8565 2 หลายเดือนก่อน +1

    Shakil khan is my one of favorite heroes 👍😎

  • @ssmedia108
    @ssmedia108 ปีที่แล้ว +2

    এই গানের কলাকুশলী রা হয়তো অনেকেই আজ নেই কিন্তু সুর প্রেমী গান প্রেমীরা ওদের সর্বদা মিস করবে।।।

  • @SheiTuhinMedia
    @SheiTuhinMedia 2 หลายเดือนก่อน +1

    সেই ❤❤❤

  • @askirali9208
    @askirali9208 ปีที่แล้ว +1

    আমার বয়স যখন ৮ বৎসর তকন থেকে আমি বাংলা ছায়া ছবির গান সুনি,েকন আমার বয়স ৩৮ বৎসর আমি তিন সনতানের বাবা একনো ভাললাগে সেই গান,২০১০ সালের পর যত গান বাহির হইছে একটা গানও ভাললাগেনা,আমার,

  • @SamratHossain-w7n
    @SamratHossain-w7n ปีที่แล้ว +2

    ছোট বেলায় এই গানটা দেখলেই টিভির সামনে বসে যাতাম।ছোট বেলার ক্রাশ ছিলো শাকিল খান

  • @syedjahurulislam5833
    @syedjahurulislam5833 ปีที่แล้ว

    স্মৃতি হিসেবে এই কমেন্টস টি রেখে দিলাম।
    যুগ যুগ ধরে মানুষ এই গানটি শুনতে আসবে। তখন যদি কেউ লাইক দেয় সেই নোটিফিকেশন পেয়ে হয়তো বা আমিও গানটি আবার এসে শুনবো আর স্মৃতি হাতড়াতে শুরু করে দিবো।❤️❤️
    নয়তোবা পরবর্তী প্রজন্মকে আমাদের প্রিয় গানগুলি শুনাবো আর বলবো এই দেখো এই যে আমাদের সোনালী অতীত🌹🌹

  • @khankhankhan8813
    @khankhankhan8813 3 หลายเดือนก่อน

    তোমায় স্বপ্নে দেখেছিলো,হয়তো কোনো কবি,কোনো শিল্পী একেছিলো স্বপ্নে তোমার ছবি,আহ্ কি মাধয্য শিল্পীর কন্ঠে,আল্লাহ উনাকে জান্নাত দান করেন।

  • @SohelRana-d9l5w
    @SohelRana-d9l5w 10 หลายเดือนก่อน +2

    এই ছবির গান দেখে যারা গানের কলি খেলছেন তারা সুধু একমত হলে লাইক করে থাকবেন 🫶🫶🫶🫶🫶

  • @mdjalal6341
    @mdjalal6341 3 ปีที่แล้ว +4

    শাকিল খান পপি র গান অসাধারন এমন আরও গান চাই

  • @চলোসবাইমিলেহাসি
    @চলোসবাইমিলেহাসি 3 ปีที่แล้ว +3

    এক কথায় অসাধারণ

  • @JalalAhmed-yi7qf
    @JalalAhmed-yi7qf ปีที่แล้ว +1

    অনেক সুন্দর লাগছে
    পপি'র মিস্টি হাসি টা আরও ফুটিয়ে তুলেছে। ❤❤❤

  • @raselsheikh8139
    @raselsheikh8139 3 ปีที่แล้ว +8

    আগের ছবির গান গুলো যেমন সুন্দর ছিলো তেমনি ছিলো ছবির কাহিনী সংলাপ পাট টু পাট দেখতো দর্শক কি মজা পেতো। কিন্তু এখন যেমন নাই কোনো ভালো নায়ক নাই কোনো ভালো নায়িকা যারা আছে তারা সবাই টাকা পাগল। আগের নায়কদের মাঝে প্রতিযোগিতা ছিলো। যেমন মান্না ভাই,,, রুবেল,,, আমিন খান,,, শাকিল খান,,, সাকিব খান। ও অনেকে।

    • @gajihmabsar9020
      @gajihmabsar9020 3 ปีที่แล้ว

      শাকিলের ছবির গান গুলু বেশী রোমান্টিক অসাধারন গানের কথা।

  • @rakibalhasanrony5453
    @rakibalhasanrony5453 2 ปีที่แล้ว

    What are the lyrics of the song!!! And what is the sweet voice of the song!!! If you start listening, you can't stop without finishing. How lively the performance of the two is!!! Bengali cinema has not crossed the day of glory.I left a comment on 26-04-2024. ❤❤❤❤

  • @kajolchandrashill281
    @kajolchandrashill281 2 ปีที่แล้ว +2

    গান শুনলে কমেন্ট করতে ভুলে যাই। অসাধারণ

  • @Aktherreshma814
    @Aktherreshma814 หลายเดือนก่อน

    তোমায় স্বপ্নে দেখেছিল হয়তো কোনো কবি....
    কোনো শিল্পী একেঁছিল স্বপ্নে তোমার ছবি raro❤️

  • @dalimmia5212
    @dalimmia5212 3 ปีที่แล้ว +4

    আমি পাগলের মতো গান ভালবাসি

    • @SukhiRubel
      @SukhiRubel 10 หลายเดือนก่อน

      Ami sara din kaj kori r gaan suni...khub besi valo lage❤❤sukhi❤❤

  • @ahmedisrail6518
    @ahmedisrail6518 7 หลายเดือนก่อน +1

    খালিদ হাসান মিলুর কন্ঠ বাশির সুরকেও হার মানায়
    খুব মিস করি প্রিয় শিল্পিকে

  • @jrmmahbub630
    @jrmmahbub630 ปีที่แล้ว +1

    আপরূপা রূপ তোমার
    ভ্রমর কালো চোখ
    গোলাপ ফোটা ঠোঁট তোমার
    দেখি অপলক। ❤❤

  • @hakimulislam8330
    @hakimulislam8330 3 ปีที่แล้ว +7

    গান শুনলে প্রাণ জুড়িয়ে যায়

  • @mirzaripon9694
    @mirzaripon9694 8 หลายเดือนก่อน

    ❤❤❤সেই রকম মজার একটা ছবি শাকিল খানের অভিনয় নাচ ফাইট তুলনা হয় না এতো সুন্দর ছবি ১০ বার দেখেছি আবারো বার বার দেখতে ইচ্ছে করছে ❤❤❤❤শাকিল খান এক মাএ কিং খান কোন অশীল ছবি নেই শাকিল খানের❤❤❤❤স্মার্ট ও ভদ্রলোক নায়ক শাকিল ভাই ❤❤❤

  • @mdforid4910
    @mdforid4910 3 ปีที่แล้ว +6

    খুব পছন্দের একটা গান!!

  • @mdenamulhaque7617
    @mdenamulhaque7617 3 ปีที่แล้ว +4

    খুব সুন্দর একটা গান। আমি বার বার শুনি গানটা

  • @dipakkumardas7105
    @dipakkumardas7105 3 ปีที่แล้ว +8

    দাদাই,, দাদাভাই মিলু ভাই ভালো থাকুন পরপারে,,,,

  • @itnamultimedia
    @itnamultimedia 2 ปีที่แล้ว +3

    সত্যি অনেক দিন পর হাড়িয়ে গিয়েছিলাম যৌবনের প্রথম দিন গুলোর দিকে

  • @mamoon825
    @mamoon825 3 หลายเดือนก่อน

    বাংলা সিনেমার গানের ইতিহাসে খালিদ হাসান মিলু এক অবিস্মরণীয় নাম। মধুময় এক কণ্ঠ। অকালে মৃত্যু না হলে আরও অসংখ্য কালজয়ী গান উপহার পেতাম।

  • @asadurrahaman3896
    @asadurrahaman3896 7 หลายเดือนก่อน

    ছবিটি যখন মুক্তি পায় তখন আমি ১০ম শ্রেনীর ছাত্র,,,খুব দেখেছি❤❤❤

  • @shamimahmed8828
    @shamimahmed8828 11 หลายเดือนก่อน +2

    তখন কার সময় ২ টাকা করে শাকিল খান, পপি, রিয়াজ সাবনুর ভিউ কাড কিনেছি.... এই তালিকা তে কে কে আছেন