প্রবাসীর বউ নাটক টি প্রথম দেখাতে মনে হইছিল নাটকে প্রবাসীদের অপমান করা হয়েছে। আমি খুব রেগে গিয়েছিলাম। কিন্তু শেষে দেখে খুব আবেগী হয়ে গেছি। যে খানে প্রবাসীদের খুব সম্মান করা হইছে। ভাল নাটকের গল্প এমনি হওয়া উচিৎ।
Vai kothai dea pobasi sonman dekanu hoyce camcami koren aita te sudu pobasidar opomani kora hoyce ai poricalok er birodde mamla daya dorkar salar beta kuttar bacca re to picon di sirdo dim daya dorkar
আমার হাসবেন্ড ও প্রবাসী,,কিন্তু আমি আমার কলিজাটাকে অনেক ভালোবাসি,, সে দূরে আছে তা নিয়ে আমার কোনো অভিযোগ নাই।কারন সে তো আর নিজের জন্য দূরে যায় নাই, আমাদের একটু ভালো রাখার জন্য গেছে,,,,আপনারা দোয়া করবেন আমার পাখিটার জন্য।
অনেক ভালো লাগলো নাটকটা। আমি একজন প্রবাসীর বউ। যদিও আমাদের বিয়ের দেড় বছর পর তিনি প্রবাসে গেছে কিন্তু প্রথম তাকে অনেক মিস করতাম। অনেক ছেলে আমার স্বামী প্রবাসে যাওয়ার পরে প্রেমের প্রস্তাব দেয়। আমি সব আমার স্বামীকে বলে দিতাম। অনেক সময় রাগ করে ভাবতাম অন্য ছেলের সাথে কথা বলি কিন্তু সাথে সাথেই মনে পড়ে যায় তিনি তো আমাকে সুখে রাখার জন্যই প্রবাসে গেছে। আমার উপর তার অনেক বিশ্বাস যা নষ্ট করতে পারবো না। তাকে ছাড়া যেমন আমি কষ্টে আছি তেমনি তিনিও তো আমাকে ছাড়া কষ্টে আছে। আমাদের সকল প্রবাসীর বউদের উচিৎ স্বামীকে বোঝার চেষ্টা করা।তারা এতো কষ্ট শুধু তাদের পরিবারের জন্যই করে। সকল প্রবাসীদের প্রতি অনেক শ্রদ্ধা জানাই। আর সকলে আমার এবং আমার স্বামীর জন্য দোয়া করবেন যেন আমরা সারাজীবন একসাথে থাকতে পারি।
আমি ও একজন প্রবাসী। প্রবাসীর বিয়ের নাটকের গল্পটা অনেক ভালো লাগেছে।কোন বিবাহিত নারীর প্রতি যদি , কোন ছেলের ভালোবাসা অনুভূতি হয়। নিঃসন্দেহে সে ছেলে কোন ভাল ছেলে হতে পারে না। তার মধ্যে কোন নীতি নৈতিকতা নেই।
নাটক টি খুবই অসাধারণ। আমি মনে করছি ফার্স্ট টাইম, প্রবাসীদেরকে ছোট করা হচ্ছে। কিন্তু না,শেষ মুহূর্তে দেখি প্রবাসীদের অনেক সম্মান করা হয়েছে। অসংখ্য ধন্যবাদ ভাইয়া এরকম একটি নাটক উপহার দেওয়ার জন্য প্রবাসীদের 🤗💝💝
প্রবাস জীবন যাপন করা উচিত নয়।।জীবনটা নাটক নয়।।যথাসাধ্য দেশে থেকে কাজ করার চেষ্টা করা উচিত।।। আর প্রবাসে গেলে নিজের পরিবারকে সেখানে রাখা উচিত।।জীবনে সব কিছু অর্থ নয়।।চাইলে সামান্য কিছু উপার্জন পরিবারে শান্তি আনতে পারে।।যদি প্রিয় মানুষটা কাছে থাকে।।
আলহামদুলিল্লাহ্ আমি ও একপ্রবাসির বউ কিন্তু আমাদের বিয়ের পর আমার স্বামী আমার কাছে একবছর ছিলো আবার ওনার অপেক্ষায় আছি আপনেরা দোয়া করবেন আমাদের জন্য এবং সকল প্রবাসীদের জন্য
আমার সামিও প্রবাসে আমি সারাখন আমার সামির জন্য আলল্লাহর কাছে তার দোয়া করি জাতে সে জেন ভালো থাকে কারন আমি খুব আমার সামিকে খুব খুব ভালো বাসি আমাদের জন্য দোয়া করবেন কেমন আমিও আপনাদের সবার জন্য দোয়া করি সবাই সামি সঙ্গসার নিয়ে ইনশাআলল্লাহ ভালো থাকেন?
আমার স্বামীও প্রবাসী।আমাদের বিয়ে হয়েছে মোবাইলে ১ বছর হয়ে গেছে এখনও আসেনি।।তারপরও তার উপর আমার কোনো অভিযোগ নেই।নভেম্বর মাসে আসবে,সবাই দোয়া করবেন আমাদের জন্য
সবার তো আর এমন ভাবে বিবেক নারা দেয় না নাটক বলে কথা। আসলে প্রবাসে যে থাকে তার অনুভুতি যদি প্রবাসীর বউ একটি বার অনুভব করতো। তাহলে সমাজে এত পরকীয়া হতো না। কি করার শরীরিক চাহিদার কাছে মনে হয় বিবেকও হার মানে। যাদের মানে না তারাই প্রকৃত সুখী। আর যে ব্যাক্তি প্রবাসে থাকে তার কাদে থাকে সবার দ্বায়িত্ব। সে চিন্তা করে প্রবাসে থেকে দ্বায়িত্ব পূরণ করতে হবে। দ্বায়িত্ববোধের কাছে শারীরিক আর বিবেকও হার মানে। না হলে কী আর মা-বাবা আত্নীয় সজন মরে গেলেও শুধু টাকার জন্যে বিদেশে পরে থাকে। নিজের বউ কে নিয়ে হাজারও স্বপ্ন মাটি চাপা দিয়ে বিদেশে থাকতো না। আর এটাই বাস্তবতা। দিন শেষে বাস্তবতার কাছে সবাই হার মানতে বাধ্য
প্রথমে নাটকটা দেখে শরীরের মধ্যে অনেক রাগ এসে গেল শেষ পর্যন্ত দেখলাম মনটা পড়ে গেল ৷যেকোনো জিনিস প্রথম দেখে অনুভব করা যায় না শেষপর্যন্ত দেখতে হয় তাই আমি অপেক্ষা করেছি দেখি চেষ্টা কি হয়
১। হাজার মাইল ২। স্বার্থপর ৩। শেখ ফরিদ তিনটি অপশন কেন লিখলাম হুমম বলছি অনুভূতি 💔 ১। ভালোবাসা জিনিস টা যেমন ২ জন মানুষের মাঝে যখন আসে তখন দূরত্ব কোন বিষয় নয়। ঠিক তেমনি আপনি যখন কোন বিয়ের জন্য পছন্দ করা ছেলে বা মেয়ে কে বিয়ের সব ঠিক হয়ে যাওয়ার পর যেখানে দূরত্ব হাজার মাইল থেকে ২ দিনেই স্বপ্নে এসেছে সেটা কে ভেঙে কেন আবার হাজার মাইল দূরত্ব বাড়াবে। এমন মূহুর্তে দুরত্ব না বাড়িয়ে আগে থেকে ভাবুুন🤔 ২। স্বার্থপর আসলে মানুষের মনে কুপ্রবণতাটি শয়তান সব সময় নিয়ে আসে তবে নিজ স্বার্থের জন্য অপন জন সেজে অপরের স্বার্থে আঘাত হানি করবেন না 🙏🙏 ৩।শেখ ফরিদ ঃ সমাজ তথা আশে পাশে এমন অনেক শেখ ফরিদের আগমন বিয়ের আগে পরে জীবনে আসার অনেক চেষ্টা করবে তবে মনকে কঠিন ভালোবাসায় একজনে আসক্ত হন দেখবেন সেখানে সুখ স্বর্গের সমতুল্য হবে 🥀❤️💚💛🧡❤️❤️🩹💝💞💕💓💗🤎🥀 ২টি মনের রঙে ভালোবাসা খুজো ৩ য় পক্ষের আশা ভুলেও করো না শান্তি খুঁজে কখনো পাবে না 🥲💔 হোক না দুরত্ব ভালোবেসে মনকে করো পবিত্র হাত বাড়ালেই পাবে সেই অমূল্য রত্ন। র্ক্ব রাত ১ঃ৩০=৩০/১১/২২
নাটকে দেখা গেছে শেষে প্রবাসির কষ্ট বুঝতে পেরে মেয়েটি পালায়নি কিন্তু বাস্তবতা ভিন্নরে ভাই। এরকম কাউকে না দেখে বিয়ে করা প্রবাসি ভাইদের উচিত নয় তাহলে ঠকার সম্ভাবনা বেশি।
নাটক টা দেখে খুব ভালো লাগলো আমার সামিও একজন পবাসি তাকে না দেখে তার সাথে আমার বিয়ে হয়েছে পাঁচ বছর অপেক্ষার পর তিনি দেশে আসলো আমাকে অনেক ভালোবাসে আমিও তাকে অনেক ভালোবাসি আমাদের একটা মেয়ে আছে আমার সামি এখনো পবাসে আছে আমি তার জন্য সারা জীবন অপেক্ষা করবো ইনশাল্লাহ নয় বছর হলো আমার বিয়ে হয়েছে আমার জন্য সবাই দোয়া করবেন জেনো আমার সামি আমায় অনেক ভালোবাসে
প্রথমে নাটক টা প্রতি অনেক রাগ হয়ছিলো আমার,আমাদের ছোট করা হচ্ছে, পরে নাটকের শেষের অংশ দেখে নাটকের প্রতি ভুল টা বেঙ্গে গেলো, প্রবাসিদের ছোট করা হয়নি, বরং সম্মান করা হয়েছে।
আমি একজন প্রবাসী কিন্তু এই ধরনের বিয়ে আমি সমর্থন করি না, এটা কোনো বিয়ে হতে পারে না, আবার কোনো মেয়ের ভেগে যাওয়াকেও সমর্থন করি, দেশে এসে বিয়ে করাটাই উত্তম
প্রবাসী যদি না থাকতো তাহলে আমাদের বাংলাদেশের মানুষ বিক্কা করেও ভাত পাইলাম না কারণ অন্য অন্য দেশে তেলের খনি আছে আমাদের তেলের খনি নাই কিন্তু রেমিট্যান্স যুদ্ধা আছে তাই প্রবাসী দের জন্য দোয়া ও শুভকামনা রইল ❤❤
পরিচালক সোলায়মান জুয়েল ভাই প্রবাসীর বিয়ে গল্পের সুপার অভিনয় ফারহান আহমেদ জোভান ভাই এবং অর্ষা আপু দ্বারা নির্মিত করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই 💜🇧🇩🖤
একজন প্রবাসির জিবন সেস হয়ে জায় কিন্তু পেমেলির চাওয়া সেস হয় না। আচ্ছা একবার বাবুন তো জেই প্রবাসিটা জিবন দিয়ে তার পুরা পেমেলিটাকে সুখে রেখেচে। সে কতটা সুখে আছে? প্রবাসির জিবন এমন কেন? কারো চাওয়া পুরন করতে না পারলে আর কেউ কথাও বলে না। ওরা সুদু দিতে জানে নিতে জানে না মাজে মাজে চোখের পানি দরে রাখতে পারিনা আসলে জিবনে কি পেলাম । একটা কুকুরের জিবন ও আমাদের জিবনের চাইতে অনেক ভালো
প্রথমে দেইখা পরিচালকরে অনেক গালিদিছি।কিন্তু লাস্ট মোমেন্টদেখে খুবই ভালোলাগছে।কারন নাটকের বেশিরভাগ অংশে প্রবাসীদের পচানোহলেও একেবারে শেষের কথাগুলো প্রবাসীদেরকে অনেক সম্মানিত করেছে।
নাটকটি দেখে সেসের দিকে মনে ওনেক কষ্ট আসচিল পরে দেখলাম না প্রবাসিদের দুঃখ ও একসাথে প্রকাস করা হয়েছে। হে বুনেরা এটাই বাস্তবতা এটা সবাই মেনে নিতে হবে। কারন প্রবাসি ছেলেদের মতো ছেলে সবার বাগ্গে পরে না ওরা সত্যি ওনেক মহত হয়।
একজন প্রবাসীর বৌ যদি এনাটকের মত ভাবত। একজন প্রবাসীর পরিবার ও মেয়ের পরিবার যদি এভাবে চিন্তা করত।তাহলে কতই না ভালো হত।আমি প্রবাসী হিসেবে একটা কথাই বলব পূর্ব সম্পর্ক ছাড়া এক প্রবাসী ছেলেক টেলিফোনে কোন মেয়েকে বিয়ে করা মানে নিজে তো কষ্টে থাকা তার পর মেয়েটাকে কষ্টে রাখা একদম ঠিক না।
ব্যাক গ্ৰাউন্ড মিউজিক সাউন্ড অত্যন্ত উঁচু শোনা যাচ্ছে। ভয়েস সাউন্ড অনেক কম, মাঝে মাঝে বোঝা যায় না। বিশেষ করে রিদিমের সাউন্ড অনেক উঁচু এবং ভয়েস সাউন্ড নষ্ট করে দিয়েছে। সম্ভবত মিউজিক ডিরেক্টর একজন রিদিমিষ্ট হয়ে থাকবে । ধন্যবাদ
নাটকটি দেখে আমার মাথা গরম হয়ে গেছিলো। কিন্তু শেষে দিকে দেখে একটু ঠান্ডা হয়েছে। আসলে শেখ ফরিদের মত লোকদের কারনে অনেক প্রবাসীর জীবন নষ্ট হয়েছে। আর কিছু লিখতে পারলাম না।........পরিচালককে অনেক ধন্যবাদ এমন একটা নাটক উপহার দেওয়ার জন্য।
যদি আপনি হালাল পথের রোজগার করে এমন একজন মানুষ খুজেন। তাহলে প্রভাসীরা ১ নাম্বার হালাল পথে ইনকাম করতেছে। তারা নিজেদের সুখ ভূলে গিয়ে পরে পরিবারকে সুখ দিতেছে। তারা একটা ফ্রিজের মত। ফ্রিজের পিছনের দিকে গরম থাকে আর সামনের দিকটাকে ঠান্ডা রাখে। প্রভাসিরা নিজের জলে পুড়ে যায় চাই হয়েও পরিবারকে সুখ দেয়।
প্রবাসীর বউ নাটক টি প্রথম দেখাতে মনে হইছিল নাটকে প্রবাসীদের অপমান করা হয়েছে। আমি খুব রেগে গিয়েছিলাম। কিন্তু শেষে দেখে খুব আবেগী হয়ে গেছি। যে খানে প্রবাসীদের খুব সম্মান করা হইছে। ভাল নাটকের গল্প এমনি হওয়া উচিৎ।
V.V.Good 45:05 tar por r kichu bolar ny.
Vai kothai dea pobasi sonman dekanu hoyce camcami koren aita te sudu pobasidar opomani kora hoyce ai poricalok er birodde mamla daya dorkar salar beta kuttar bacca re to picon di sirdo dim daya dorkar
রাইট আপনার কথাতে সহমত দিলাম
O
Klll
আমার হাসবেন্ড ও প্রবাসী,,কিন্তু আমি আমার কলিজাটাকে অনেক ভালোবাসি,, সে দূরে আছে তা নিয়ে আমার কোনো অভিযোগ নাই।কারন সে তো আর নিজের জন্য দূরে যায় নাই, আমাদের একটু ভালো রাখার জন্য গেছে,,,,আপনারা দোয়া করবেন আমার পাখিটার জন্য।
😮😮😮
সবাই যদি আপনার মত বুজতো
Hi
@@mdismailhossain9389 k
❤
অনেক ভালো লাগলো নাটকটা। আমি একজন প্রবাসীর বউ। যদিও আমাদের বিয়ের দেড় বছর পর তিনি প্রবাসে গেছে কিন্তু প্রথম তাকে অনেক মিস করতাম। অনেক ছেলে আমার স্বামী প্রবাসে যাওয়ার পরে প্রেমের প্রস্তাব দেয়। আমি সব আমার স্বামীকে বলে দিতাম। অনেক সময় রাগ করে ভাবতাম অন্য ছেলের সাথে কথা বলি কিন্তু সাথে সাথেই মনে পড়ে যায় তিনি তো আমাকে সুখে রাখার জন্যই প্রবাসে গেছে। আমার উপর তার অনেক বিশ্বাস যা নষ্ট করতে পারবো না। তাকে ছাড়া যেমন আমি কষ্টে আছি তেমনি তিনিও তো আমাকে ছাড়া কষ্টে আছে। আমাদের সকল প্রবাসীর বউদের উচিৎ স্বামীকে বোঝার চেষ্টা করা।তারা এতো কষ্ট শুধু তাদের পরিবারের জন্যই করে। সকল প্রবাসীদের প্রতি অনেক শ্রদ্ধা জানাই। আর সকলে আমার এবং আমার স্বামীর জন্য দোয়া করবেন যেন আমরা সারাজীবন একসাথে থাকতে পারি।
আমিন❤❤
Fantastic
.
❤
আপনার দেহের ভাগ চাই!! কিন্তু আপনার নয়😭😭
প্রবাসি দের নিয়ে এমন সুন্দর নাটক উপহার দেওয়ার জন্য ..অভিনয় শিল্পীদের অনেক ধন্যবাদ এবং জারা নাটকটি দেকছেন তাদের কেও ধন্যবাদ...
❤
Dydhgs
ঘুমাতে গেলে দেখি রাত শেষ!!
_ ঘুম থেকে উঠে দেখি দিন শেষ!!
_ এই ভাবে চলতাছে আমার স্বপ্নের বিদেশ!! 💔😅
আমার ও ভাই।।
একই।।
😭😭 আল্লাহ আমাদের কবুল করুক।। আমিন
আমারো এই ভাবে বিয়ে হয়েছে আমি আমার স্বামীকে এখনো দেখিনি বিয়ের ১ বছর হয়ে গেছে তার জন্য আরো ৮ মাস অপেক্ষা করতে হবে সবাই আমাদের দুই জনের জন্যই দোয়া করবেন
Thanks for nice comments
@arman arif হুম
@arman arif হুম ভাইয়া জানি
@arman arif ইনশাআল্লাহ পাবেন
@arman arif আপনি যেমনটা ভাবতেছে আসলে আমি তেমনটা ভালো না
আমার হাজবেন্ড প্রবাশে আমি আমার কলিজাটা অনেক ভালোবাসি
Tai naki vabi r paser bahsar 6ele ta ke valo baso na vuhji 😅😅😅😅😅
আমার হাজবেন্ড ও একজন প্রবাসী। আমি তাকে খুব ভালোবাসি এবং সেও আমাকে খুব ভালোবাসে খুব কেয়ার করে। আমাদের জন্য সবাই দোয়া করবেন 🥰
অবশ্যই তুমি পাবে,
যা চলে গেছে তার চেয়ে উত্তম কিছু।
- [ সূরা আনফাল ] 🌹🌹🌹🌹
জানিনা ভালো কিছু পাবো কিনা তা
বিস্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর।
বাস্তবতার সাথে মেনে চলাই বুদ্ধিমান / বুদ্ধিমতির কাজ।
রাইট
মাফ করে দিবেন পরিচালক ভাই,, প্রথমে অনেক কষ্ট পেয়ে ভুল বুঝে ছিলাম আপনাকে,, পরে দেখলাম আমার জীবনের দেখা সবচেয়ে সেরা নাটক,, অনেক ভালোবাসা রইলো ভাই,,
ধন্যবাদ ভাই। পাশে থাকবেন
আমি ও একজন প্রবাসী। প্রবাসীর বিয়ের নাটকের গল্পটা অনেক ভালো লাগেছে।কোন বিবাহিত নারীর প্রতি যদি , কোন ছেলের ভালোবাসা অনুভূতি হয়। নিঃসন্দেহে সে ছেলে কোন ভাল ছেলে হতে পারে না। তার মধ্যে কোন নীতি নৈতিকতা নেই।
আপনি বিবাহিত
জোভান মানে রোমান্টিক ও ইমোশনাল নাটক,, জোভান খুব সুন্দর অভিনয় করে,, পুরো টিম কে ধন্যবাদ
Thanks
👍👍👍
পরিচালককে অসংখ্য ধন্যবাদ।প্রবাসীদেরকে নিয়ে এতো সুন্দর নাটক উপহার দেওয়ার জন্য।
আমি এই ভাবে বিয়ে করিছি। ২০২০ সালে আমাদের দেখা হইছে ২০২২ এ। করনার জন্য আটকায় গেছিলাম। যাক মাশাল্লাহ আমার বউ অনেক সুন্দর ❤️❤️
পরিচালক ভাইদেরকে অনুরোধ করে বলছি আপনারা কথার মাঝখানে বাজনা দিয়েন না কথার মাঝে বাজনা দিলে কথাটা ক্লিয়ার শোনা যায় না বাজনাটার আওয়াজ বেশি হয়
আসলেই সবাই মিলে প্রবাসীর বিয়ে গল্পের চরিত্র অভিনয়টা জটিল ভাবে অসাধারণ অভিনয় করেছেন ধন্যবাদ 💜🇧🇩🖤
thanks brother
নাটক টি খুবই অসাধারণ। আমি মনে করছি ফার্স্ট টাইম, প্রবাসীদেরকে ছোট করা হচ্ছে। কিন্তু না,শেষ মুহূর্তে দেখি প্রবাসীদের অনেক সম্মান করা হয়েছে। অসংখ্য ধন্যবাদ ভাইয়া এরকম একটি নাটক উপহার দেওয়ার জন্য প্রবাসীদের 🤗💝💝
Thanks vaia
,এই যুগে স্বামী কে দেখেননি।really very sad
প্রবাসী বৌদের জন্য সুন্দর একটা মেসেজ,ধন্যবাদ পরিচালক কে;
এ ধরনের নাটক আরো চাই।
প্রবাস জীবন যাপন করা উচিত নয়।।জীবনটা নাটক নয়।।যথাসাধ্য দেশে থেকে কাজ করার চেষ্টা করা উচিত।।। আর প্রবাসে গেলে নিজের পরিবারকে সেখানে রাখা উচিত।।জীবনে সব কিছু অর্থ নয়।।চাইলে সামান্য কিছু উপার্জন পরিবারে শান্তি আনতে পারে।।যদি প্রিয় মানুষটা কাছে থাকে।।
Thanks
ভাইয়া আপনি কি করেন
ভালো একটি শিক্ষা পাওয়া গেল নাটকটির মধ্য থেকে,কাহিনীটা বেশ ভালো ছিল ধন্যবাদ সকলকে।
❤❤❤❤❤
Asolei probas jibon onek koster allha tumi sokol probasider valo rekho
নাটকটি খুব সুন্দর! শিক্ষনীয়ও বটে, দর্শক ও শ্রুতাগণ দেখুক, বুঝুক ও উপলব্ধি করুক। তাই কামনা করছি। ধন্যবাদ দিচ্ছি, নাটকটির সকল আয়োজকদের।
Thanks
জোভানের অভিনয় দেখে খ্যাতিমান অভিনেতা মাহফুজের বসের কথা মনে পড়ল।
থ্যাংকস
আলহামদুলিল্লাহ্ আমি ও একপ্রবাসির বউ কিন্তু আমাদের বিয়ের পর আমার স্বামী আমার কাছে একবছর ছিলো আবার ওনার অপেক্ষায় আছি আপনেরা দোয়া করবেন আমাদের জন্য এবং সকল প্রবাসীদের জন্য
থ্যাংকস এত সুন্দর কমেন্টস করার জন্য
আপনার সামি কোন দেশে থাকে আমিও প্রবাসী
ইনশাআল্লাহ
তাই
@@alaminshaikh3527 সিঙ্গাপুর থাকে
আমার সামিও প্রবাসে আমি সারাখন আমার সামির জন্য আলল্লাহর কাছে তার দোয়া করি জাতে সে জেন ভালো থাকে কারন আমি খুব আমার সামিকে খুব খুব ভালো বাসি আমাদের জন্য দোয়া করবেন কেমন আমিও আপনাদের সবার জন্য দোয়া করি সবাই সামি সঙ্গসার নিয়ে ইনশাআলল্লাহ ভালো থাকেন?
ধন্যবাদ। নাটক দেখে কমেন্টস করার জন্য। অবশ্যই ম্যাডফ্লিক্স পরিবারের পক্ষ থেকে আপনার জন্য দোয়া রইল।
ফারহান আহমেদ জোভান ভাই এবং অর্ষা আপু
দুই জনে জুটি বেঁধে প্রবাসীর বিয়ে অভিনয়টা জটিল ভাবে চমৎকার অস্থির অভিনয় করেছেন ধন্যবাদ 💜🇧🇩🖤
Thanks
Thanks
প্রবাসী ভাইদের জন্য অনেক অনেক শুভকামনা ও দোয়া রইলো ❤️❤️
ধন্যবাদ ভাইয়া। নাটক টা ভাল লাগলে শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিলে খুব ভাল লাগতো ভাইয়া
আমার স্বামীও প্রবাসী।আমাদের বিয়ে হয়েছে মোবাইলে ১ বছর হয়ে গেছে এখনও আসেনি।।তারপরও তার উপর আমার কোনো অভিযোগ নেই।নভেম্বর মাসে আসবে,সবাই দোয়া করবেন আমাদের জন্য
পাগল যে হইছেন, বাংলাদেশের সবাই কি জানে
@@PMidle02 পাগল হবো কেন
আলহামদুলিল্লাহ ❤🎉
তুমি পাগলা চোদা তাই
তা হলে আমাদের কে দাওয়াত দিন😅😅
বাংলা নাটকে দুইজন অভিনেতা আমার খুব প্রিয় ১)আরফান নিশো ভাই ২)জোবান ভাই
অনেক সুন্দর হইছে
প্রবাসী জীবন তো এমনেতেই কষ্ট
বাস্তব জীবনে কিছু কিছু ক্ষেত্রে ব্যতিক্রম ও ঘটে প্রবাসীদের সাথে। যাইহোক, এই নাটকে প্রবাসীদের ক্ষেত্রে সম্মান দেখানো হয়েছে।
থ্যাংকস
সবার তো আর এমন ভাবে বিবেক নারা দেয় না নাটক বলে কথা। আসলে প্রবাসে যে থাকে তার অনুভুতি যদি প্রবাসীর বউ একটি বার অনুভব করতো। তাহলে সমাজে এত পরকীয়া হতো না। কি করার শরীরিক চাহিদার কাছে মনে হয় বিবেকও হার মানে। যাদের মানে না তারাই প্রকৃত সুখী। আর যে ব্যাক্তি প্রবাসে থাকে তার কাদে থাকে সবার দ্বায়িত্ব। সে চিন্তা করে প্রবাসে থেকে দ্বায়িত্ব পূরণ করতে হবে। দ্বায়িত্ববোধের কাছে শারীরিক আর বিবেকও হার মানে। না হলে কী আর মা-বাবা আত্নীয় সজন মরে গেলেও শুধু টাকার জন্যে বিদেশে পরে থাকে। নিজের বউ কে নিয়ে হাজারও স্বপ্ন মাটি চাপা দিয়ে বিদেশে থাকতো না। আর এটাই বাস্তবতা। দিন শেষে বাস্তবতার কাছে সবাই হার মানতে বাধ্য
ধন্যবাদ এত সুন্দর কমেন্টস করার জন্য
সঞ্জীব আহমেদ ভাইয়ের চামচামী সেই লাগে,,
প্রথমে নাটকটা দেখে শরীরের মধ্যে অনেক রাগ এসে গেল শেষ পর্যন্ত দেখলাম মনটা পড়ে গেল ৷যেকোনো জিনিস প্রথম দেখে অনুভব করা যায় না শেষপর্যন্ত দেখতে হয় তাই আমি অপেক্ষা করেছি দেখি চেষ্টা কি হয়
dekhun valo lagbe insha allah
আর আমার প্রবাসী পাগল"টা"কে আমি অনেক ভালোবাসি আমাদের দুজনের বিয়ের কথা চলছে সে ওমান প্রবাসী সবাই আমাদের জন্য দোয়া করবেন
Mohammad Rubel
১। হাজার মাইল ২। স্বার্থপর ৩। শেখ ফরিদ
তিনটি অপশন কেন লিখলাম হুমম বলছি
অনুভূতি 💔
১। ভালোবাসা জিনিস টা যেমন ২ জন মানুষের মাঝে যখন আসে তখন দূরত্ব কোন বিষয় নয়।
ঠিক তেমনি আপনি যখন কোন বিয়ের জন্য পছন্দ করা ছেলে বা মেয়ে কে বিয়ের সব ঠিক হয়ে যাওয়ার পর যেখানে দূরত্ব হাজার মাইল থেকে ২ দিনেই স্বপ্নে এসেছে সেটা কে ভেঙে কেন আবার হাজার মাইল দূরত্ব বাড়াবে।
এমন মূহুর্তে দুরত্ব না বাড়িয়ে আগে থেকে ভাবুুন🤔
২। স্বার্থপর আসলে মানুষের মনে কুপ্রবণতাটি শয়তান সব সময় নিয়ে আসে তবে নিজ স্বার্থের
জন্য অপন জন সেজে অপরের স্বার্থে আঘাত হানি করবেন না 🙏🙏
৩।শেখ ফরিদ ঃ সমাজ তথা আশে পাশে এমন অনেক শেখ ফরিদের আগমন বিয়ের আগে পরে জীবনে আসার অনেক চেষ্টা করবে তবে
মনকে কঠিন ভালোবাসায় একজনে আসক্ত হন দেখবেন সেখানে সুখ স্বর্গের সমতুল্য হবে 🥀❤️💚💛🧡❤️❤️🩹💝💞💕💓💗🤎🥀
২টি মনের রঙে ভালোবাসা খুজো ৩ য় পক্ষের
আশা ভুলেও করো না শান্তি খুঁজে কখনো পাবে না 🥲💔
হোক না দুরত্ব ভালোবেসে মনকে করো পবিত্র
হাত বাড়ালেই পাবে সেই অমূল্য রত্ন।
র্ক্ব রাত ১ঃ৩০=৩০/১১/২২
প্রবাসী ভাইদের জন্য শুভকামনা ❤️
অনেক আগের নাটুক আগে একবার দেখছিলা,,,,জোভান ভাই বলে আবার দেখতাছি।❤️❤️❤️❤️
ভালোবাসা অবিরাম প্রিয় ভাই এমন একটা নাটক উপস্থাপন করার জন্য ❤️🫡
ধন্যবাদ আপনাকে ।
Jovan vayer natok ti khub sundr hoyeche
ধন্যবাদ
২৯০৩.বাংলাদেশী নাটকের ভক্ত।
অনেকেই বোকার মতো কমেন্ট করতেছে, এখানে প্রবাসীদেরকে অপমান করা হয়েছে।
mahsha Allah best of luck Bangladesh provashi yesss
ধন্যবাদ ভাইয়া। নাটক টা ভাল লাগলে শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিলে খুব ভাল লাগতো ভাইয়া
লাস্ট ফিনিশিং সুন্দর
❤❤❤❤
প্রবাসীরা ছাড়া প্রবাসীদের কস্ট কেউ বুজবেনা
aaaa
প্রথম ভাবছি প্রবাসীদেরকে অপমান করা হচ্ছে..!!
পুরোটা দেখার পর বুঝলাম এখানে প্রবাসীদের কে সম্মান করা হয়েছে ভালো লাগলো 💐♥️♥️
থ্যাংকস
mahsha Allah best of luck Bangladesh provashi
ধন্যবাদ ভাইয়া। নাটক টা ভাল লাগলে শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিলে খুব ভাল লাগতো ভাইয়া
সবই ঠিক আছে,কিন্তু মামাতো ভাই আর খালাতো ভাই কিভাবে হয়?মামাতো ভাই এর তো ফুফাতো ভাই হবে
অষা আফু তোমার অভিনয় নিখুঁত বাবে হয়👍👍👍👍👌👌💔💕
আমারও ভাল্লাগে
আমার তুমি টা যে কোথায় আছে আল্লাহ ভালো জানেন
এক কথায় অসাধারন নাটকটি
নাটকে দেখা গেছে শেষে প্রবাসির কষ্ট বুঝতে পেরে মেয়েটি পালায়নি কিন্তু বাস্তবতা ভিন্নরে ভাই। এরকম কাউকে না দেখে বিয়ে করা প্রবাসি ভাইদের উচিত নয় তাহলে ঠকার সম্ভাবনা বেশি।
Right vai
শেষ কথাগুলো খুবই ভালো খুবই ভালো লাগলো কথাগুলোর যুক্তি আছে
ধন্যবাদ ভাইয়া। নাটক টা ভাল লাগলে শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিলে খুব ভাল লাগতো ভাইয়া
ধন্যবাদ এ-ই রকম একটি নাটক দেওয়ার জন্য
ধন্যবাদ ভাইয়া। নাটক টা ভাল লাগলে শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিলে খুব ভাল লাগতো ভাইয়া
এখানে আল্লাহ,,প্রিয় নবি ও ধর্ম নিয়ে কথা বলবেননা,আমার মনে হয় আল্লাহ নবি ও ধর্মকে ছোট করা হয়।
Right
আলহামদুলিল্লাহ আমার প্রবাসী স্বামী আমার বেঁচে থাকার একমাত্র কারণ... ❤
ONEK SUNDOR NATOK .....POBASHI
Thanks
এই নাটক টা আনেক সুন্দর এমনকি বাস্তব জীবনে কাহিনি😢😢
অসাধারণ নাটক ধন্যবাদ।
thanks
নাটক টা দেখে খুব ভালো লাগলো আমার সামিও একজন পবাসি তাকে না দেখে তার সাথে আমার বিয়ে হয়েছে পাঁচ বছর অপেক্ষার পর তিনি দেশে আসলো আমাকে অনেক ভালোবাসে আমিও তাকে অনেক ভালোবাসি আমাদের একটা মেয়ে আছে আমার সামি এখনো পবাসে আছে আমি তার জন্য সারা জীবন অপেক্ষা করবো ইনশাল্লাহ নয় বছর হলো আমার বিয়ে হয়েছে আমার জন্য সবাই দোয়া করবেন জেনো আমার সামি আমায় অনেক ভালোবাসে
thanks for comments
Probashir bou manei ektadirgo dorjer poth pari deya 😢😢😢
Thanks
Thanks for respect Probashi.
Thanks
আমরো এই ভাবে বিয়ে হয়েছে আজকে ৩ বছর আরো ২ মাস অপেক্ষা করতে হবে ইনশাআল্লাহ আমি আমার হাসবেন্ড এর জন্য অপেক্ষা করবো
প্রথমে নাটক টা প্রতি অনেক রাগ হয়ছিলো আমার,আমাদের ছোট করা হচ্ছে, পরে নাটকের শেষের অংশ দেখে নাটকের প্রতি ভুল টা বেঙ্গে গেলো, প্রবাসিদের ছোট করা হয়নি, বরং সম্মান করা হয়েছে।
আমারো
thanks
পুরো নাটক দেখে রাগ কন্ট্রোল করতে পারলাম না শেষের টা দেখে রাগ কন্ট্রোল হলো। কারণ আমিও একজন প্রবাসী
হা হা হা। আমরা সফল তা হলে
background এর রিংটোন বেশি হাই খুব ভাজে!
মনে কোরছি ভালো হবে না কিন্তু অসাধারণ নাটক ছিলো,, হাজার হাজার কোপাল পোড়া প্রবাসীর দুঃখের বিষয় নিয়ে নাটক বানালো 👌👌👌👍 অসাধারণ নাটক
থ্যাংকস
আমি একজন প্রবাসী কিন্তু এই ধরনের বিয়ে আমি সমর্থন করি না, এটা কোনো বিয়ে হতে পারে না, আবার কোনো মেয়ের ভেগে যাওয়াকেও সমর্থন করি, দেশে এসে বিয়ে করাটাই উত্তম
৫ বছর আগের নাটক ২০২২ মারাইছে.....
R8
আমার নাম ও ফরিদ আমি একজন সৌদি প্রবাসী,, আমরাই জানি আমাদের কতো কষ্ট বউ বাচ্চা বাপ মা সবাই কে ফেলে এই প্রবাসে থাকতে
হুম। নাটক টা ভাল লাগলে শেয়ার করুন ভাইয়া
প্রবাসী যদি না থাকতো তাহলে আমাদের বাংলাদেশের মানুষ বিক্কা করেও ভাত পাইলাম না কারণ অন্য অন্য দেশে তেলের খনি আছে আমাদের তেলের খনি নাই কিন্তু রেমিট্যান্স যুদ্ধা আছে তাই প্রবাসী দের জন্য দোয়া ও শুভকামনা রইল ❤❤
ঠিক বলেছেন ভাই। নাটক দেখে কমেন্টস করার জন্য- ধন্যবাদ। ম্যাডফ্লিক্স পরিবারের পক্ষ থেকে আপনার জন্য দোয়া রইল।
সেম 2 আমারো একি ভাবে হয়েছে, আমার বিয়ে হয়েছে 1 বছর চার মাস ইনসাল্লাহ সামনের মাসে আসবে আমার স্বামি | আমাদের জন্য দোয়া করবেন সবাই!
থ্যাংকস
পরিচালক সোলায়মান জুয়েল ভাই প্রবাসীর বিয়ে গল্পের সুপার অভিনয় ফারহান আহমেদ জোভান ভাই এবং অর্ষা আপু দ্বারা নির্মিত করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই 💜🇧🇩🖤
Thanks
একজন প্রবাসির জিবন সেস হয়ে জায় কিন্তু পেমেলির চাওয়া সেস হয় না।
আচ্ছা একবার বাবুন তো জেই প্রবাসিটা জিবন দিয়ে তার পুরা পেমেলিটাকে সুখে রেখেচে।
সে কতটা সুখে আছে?
প্রবাসির জিবন এমন কেন?
কারো চাওয়া পুরন করতে না পারলে আর কেউ কথাও বলে না। ওরা সুদু দিতে জানে নিতে জানে না মাজে মাজে চোখের পানি দরে রাখতে পারিনা আসলে জিবনে কি পেলাম ।
একটা কুকুরের জিবন ও আমাদের জিবনের চাইতে অনেক ভালো
Setai vai
Ty
প্রথমে দেইখা পরিচালকরে অনেক গালিদিছি।কিন্তু লাস্ট মোমেন্টদেখে খুবই ভালোলাগছে।কারন নাটকের বেশিরভাগ অংশে প্রবাসীদের পচানোহলেও একেবারে শেষের কথাগুলো প্রবাসীদেরকে অনেক সম্মানিত করেছে।
এই জন্য শেষ পর্যন্ত দেখা জরুরী
রাইট
আমার কলিজাটাওপোবাসি আমাকে অনেক ভালো বাসে আমাদের জন্য দোয়া করবেন
Ok vsi
Sundor natok
এমন শেষের জন্য অপেক্ষা করতেছিলাম
পুরোটা জুরে ভাবতাসিলাম কি করসে এটা সমাজে এমনই হয় শেষে গিয়ে দেখলাম কি ছিলো 🤍🥀
অত্যন্ত দুঃখের বিষয় হলেও সত্য নাটকের অভিনয়ের আমার প্রবাস জীবনের গল্প মিলে গেল বিয়ে করে সাত দিন ছিলাম এখনো যাইতে পারেনি ভিসা বিভিন্ন জটিলতার কারণে
হুম। ভাল লাগলে শেয়ার কইরেন ভাই
the film was shot on our house at washpur
Hmmmm
নাটকটি দেখে সেসের দিকে মনে ওনেক কষ্ট আসচিল পরে দেখলাম না প্রবাসিদের
দুঃখ ও একসাথে প্রকাস করা হয়েছে। হে বুনেরা এটাই বাস্তবতা এটা সবাই মেনে নিতে হবে। কারন প্রবাসি ছেলেদের মতো ছেলে সবার বাগ্গে পরে না ওরা সত্যি ওনেক মহত হয়।
আমি পরিচালক এর কাছে একটা বিষয় জানতে চাই কোন জেলার প্রবাসী ছেলের মামাতো ভাই খালাত ভাই যোভান এর মত হয়
অসাধারণ একটি নাটক ।নাটক টা অনেক ভালো লাগলো👌♥️🥰🥰🥰
একজন প্রবাসীর বৌ যদি এনাটকের মত ভাবত। একজন প্রবাসীর পরিবার ও মেয়ের পরিবার যদি এভাবে চিন্তা করত।তাহলে কতই না ভালো হত।আমি প্রবাসী হিসেবে একটা কথাই বলব পূর্ব সম্পর্ক ছাড়া এক প্রবাসী ছেলেক টেলিফোনে কোন মেয়েকে বিয়ে করা মানে নিজে তো কষ্টে থাকা তার পর মেয়েটাকে কষ্টে রাখা একদম ঠিক না।
ধন্যবাদ এত সুন্দর কমেন্টস করার জন্য
ব্যাক গ্ৰাউন্ড মিউজিক সাউন্ড অত্যন্ত উঁচু শোনা যাচ্ছে। ভয়েস সাউন্ড অনেক কম, মাঝে মাঝে বোঝা যায় না। বিশেষ করে রিদিমের সাউন্ড অনেক উঁচু এবং ভয়েস সাউন্ড নষ্ট করে দিয়েছে। সম্ভবত মিউজিক ডিরেক্টর একজন রিদিমিষ্ট হয়ে থাকবে । ধন্যবাদ
থ্যাংকস ভাই জানানোর জন্য। আশা করি পরের কাজ গুলো আর এমন হবে না। ধন্যবাদ। পাশে থাকবেন। ভাল থাকবেন।
নাটকটি দেখে আমার মাথা গরম হয়ে গেছিলো। কিন্তু শেষে দিকে দেখে একটু ঠান্ডা হয়েছে। আসলে শেখ ফরিদের মত লোকদের কারনে অনেক প্রবাসীর জীবন নষ্ট হয়েছে। আর কিছু লিখতে পারলাম না।........পরিচালককে অনেক ধন্যবাদ এমন একটা নাটক উপহার দেওয়ার জন্য।
আপনি কোথায় থাকেন
আমার মোবাইলে বিয়ে হইছে.. আমার সামী প্রবাসী...বিয়ের পর এখনো দেখিনি আমার কলিজার সামীকে..দোয়া করি আল্লাহ যেনো তাকে সুস্থ রাখে ভালো রাখে
Tai
মোবাইল এ বিয়ে হয়েছে ভালো কথা তাহলে অনলাইনে সন্তান অর্ডার দিয়ে দাও 😅
আমি প্রবাসী আমি মোবাইলে বিয়ে করতে চাই কিন্তু আমার মা বাবা কিছুতেই রাজি হচ্ছে না। এখন আমি কি করবো একটু পরামর্শ দিবেন
সুপার
যদি আপনি হালাল পথের রোজগার করে এমন একজন মানুষ খুজেন। তাহলে প্রভাসীরা ১ নাম্বার হালাল পথে ইনকাম করতেছে। তারা নিজেদের সুখ ভূলে গিয়ে পরে পরিবারকে সুখ দিতেছে।
তারা একটা ফ্রিজের মত। ফ্রিজের পিছনের দিকে গরম থাকে আর সামনের দিকটাকে ঠান্ডা রাখে। প্রভাসিরা নিজের জলে পুড়ে যায় চাই হয়েও পরিবারকে সুখ দেয়।
কান জালাপালা হয়ে গেল মিউজিক এর শব্দে
অবশেষে ভালো লাঘলো
thanks
আমি প্রবাসি ছিংগাপুর থাকি খুব ইচ্ছে েকদির বিয়ে করবো
নাটকটি খুব ভালো লাগছে
থ্যাংকস
শেষ টা দেখে শিহরিত আমি 🙂
আমি আনেক রেগে ছিলাম পড়ে রাগ কমে গেছে
নাটক দেখে কমেন্টস করার জন্য- ধন্যবাদ। ম্যাডফ্লিক্স পরিবারের পক্ষ থেকে আপনার জন্য দোয়া রইল।
আগেই দেখেছি, খুব ভালো লেগেছে
কি বলবো,,, এখনো এই আজব মানুষ আমাদের দেশে আছে,,,এমন করে পাগল ছারা আর কেউ হতে পারে না,,,,আমি মনে করি,,,
অনেক ভালো লাগা নাটকের মধ্যে অন্যতম,
থ্যাংকস
Onek shundodr lags