ওহ মৌ, তুমি জানো না যে মাঝরাতে একঘেঁয়ে এই বিছানাতে আজও কথা বলি কার সাথে। জানি না কার কী যায় বা আসে তাতে তাই গান গাই রাস্তাতে, আর ভুলে যাই পস্তাতে। জীবন চলছে না আর সোজাপথে দেখো আজও হাসি কোনমতে, বেঁচে গেছি বলি হতে হতে। হয়তো মরে গেলে হতো বেশি ভাল কেন এত সুখ ফেলে গেলো, জীবনের সেরা স্মৃতিগুলো। স্মৃতি এসে রোজ দরজাতে কড়া নাড়ে, আর হাত পাতে, আর ভেঙে পড়ে কান্নাতে। উৎপাতে হয়ে দিশেহারা তার ভয়ে হই ঘরছাড়া, দিই পলায়নে আশকারা, আমায়। এই প্রাণ, এইভাবে পলাতক হোলো তবু যাবে কাঁহাতক বলো? শেষ হয়ে গেলো পেট্রল-ও
ওহ মৌ তুমি জানো না যে মাঝরাতে একঘেয়ে এই বিছানাতে আজও কথা বলি কার সাথে জানি না কার কী যায় বা আসে তাতে তাই গান গাই রাস্তাতে আর ভুলে যাই পস্তাতে জীবন চলছে না আর সোজাপথে দ্যাখো আজও হাসি কোনওমতে বেঁচে গেছি বলি হ'তে হ'তে হয়তো মরে গেলে হ'ত বেশি ভাল কেন এত সুখ ফেলে গেল জীবনের সেরা স্মৃতিগুলো স্মৃতি এসে রোজ দরজাতে কড়া নাড়ে আর হাত পাতে আর ভেঙে পড়ে কান্নাতে উৎপাতে হয়ে দিশেহারা তার ভয়ে হই ঘরছাড়া দিই পলায়নে আশকারা আমায় এই প্রাণ এইভাবে পলাতক হ'ল তবু যাবে কাঁহাতক বলো শেষ হয়ে গেলো পেট্রোলও থামি সুনসান ফাঁকা বাইপাসে আর হৃদয়ের সার্কাসে স্মৃতি দেয় দুয়ো আর হাসে বলো ঘৃণা করবে কি প্রিয়তমা যদি চেয়ে নিতে বলি ক্ষমা বলি শো-কজটা দিতে জমা এ হৃদয় দপ্তর পাল্টাচ্ছে না অবসর নেওয়া যাচ্ছে না আরে! ফুটেছে হাসনুহানা তাকাও জীবন চলছে না আর সোজাপথে দ্যাখো আজও হাসি কোনওমতে বেঁচে গেছি বলি হ'তে হ'তে হয়তো মরে গেলে হ'ত বেশি ভাল কেন এত সুখ ফেলে গেল জীবনের সেরা স্মৃতিগুলো এই প্রাণ এইভাবে পলাতক হ'ল তবু যাবে কাঁহাতক বলো শেষ হয়ে গেলো পেট্রোলও থামি সুনসান ফাঁকা বাইপাসে আর হৃদয়ের সার্কাসে স্মৃতি দেয় দুয়ো আর হাসে
ওহ মৌ,
তুমি জানো না যে মাঝরাতে
একঘেঁয়ে এই বিছানাতে
আজও কথা বলি কার সাথে।
জানি না কার কী যায় বা আসে তাতে
তাই গান গাই রাস্তাতে,
আর ভুলে যাই পস্তাতে।
জীবন চলছে না আর সোজাপথে
দেখো আজও হাসি কোনমতে,
বেঁচে গেছি বলি হতে হতে।
হয়তো মরে গেলে হতো বেশি ভাল
কেন এত সুখ ফেলে গেলো,
জীবনের সেরা স্মৃতিগুলো।
স্মৃতি এসে রোজ দরজাতে
কড়া নাড়ে, আর হাত পাতে,
আর ভেঙে পড়ে কান্নাতে।
উৎপাতে হয়ে দিশেহারা
তার ভয়ে হই ঘরছাড়া,
দিই পলায়নে আশকারা, আমায়।
এই প্রাণ, এইভাবে পলাতক হোলো
তবু যাবে কাঁহাতক বলো?
শেষ হয়ে গেলো পেট্রল-ও
খুব ভালো লাগলো আমার শরীর কেঁপে উঠল
Thank you 😊
thanks 🙏
ধন্যবাদ মদ খেয়ে ফসিলসের ক্যারাওকে গাইতে পেরেছি। অশেষ ধন্যবাদ
আপনাকেও ধন্যবাদ মদ খেয়ে টাইপিং করার জন্য
@@RKHomes.studio192 আচ্ছা!! রাতে এসব করছিলাম 😅
Alada feeling
Dada please nemesis gan ta upload korun
Amar audio track ta chai kivabe pabo?koto price lagbe eta pete gele
Contact this number - 8537992884
আমার কিছু গানের কারাওকে দরকার।
Contact koro
Fb এর লিংক দাও
facebook.com/nobil.man.98
ওহ মৌ
তুমি জানো না যে মাঝরাতে
একঘেয়ে এই বিছানাতে
আজও কথা বলি কার সাথে
জানি না
কার কী যায় বা আসে তাতে
তাই গান গাই রাস্তাতে
আর ভুলে যাই পস্তাতে
জীবন
চলছে না আর সোজাপথে
দ্যাখো আজও হাসি কোনওমতে
বেঁচে গেছি বলি হ'তে হ'তে
হয়তো
মরে গেলে হ'ত বেশি ভাল
কেন এত সুখ ফেলে গেল
জীবনের সেরা স্মৃতিগুলো
স্মৃতি এসে রোজ দরজাতে
কড়া নাড়ে আর হাত পাতে
আর ভেঙে পড়ে কান্নাতে
উৎপাতে হয়ে দিশেহারা
তার ভয়ে হই ঘরছাড়া
দিই পলায়নে আশকারা
আমায়
এই প্রাণ
এইভাবে পলাতক হ'ল
তবু যাবে কাঁহাতক বলো
শেষ হয়ে গেলো পেট্রোলও
থামি
সুনসান ফাঁকা বাইপাসে
আর হৃদয়ের সার্কাসে
স্মৃতি দেয় দুয়ো আর হাসে
বলো
ঘৃণা করবে কি প্রিয়তমা
যদি চেয়ে নিতে বলি ক্ষমা
বলি শো-কজটা দিতে জমা
এ হৃদয়
দপ্তর পাল্টাচ্ছে না
অবসর নেওয়া যাচ্ছে না
আরে! ফুটেছে হাসনুহানা
তাকাও
জীবন
চলছে না আর সোজাপথে
দ্যাখো আজও হাসি কোনওমতে
বেঁচে গেছি বলি হ'তে হ'তে
হয়তো
মরে গেলে হ'ত বেশি ভাল
কেন এত সুখ ফেলে গেল
জীবনের সেরা স্মৃতিগুলো
এই প্রাণ
এইভাবে পলাতক হ'ল
তবু যাবে কাঁহাতক বলো
শেষ হয়ে গেলো পেট্রোলও
থামি
সুনসান ফাঁকা বাইপাসে
আর হৃদয়ের সার্কাসে
স্মৃতি দেয় দুয়ো আর হাসে
Hii sir can can you give me your contacts
Yes