Requirements e kih must be IELTS or N2 lagbe? Amr MOI ase and ami japanese n5 dibo 2 month por...Master’s er jonne apply krbo..amr Bsc result 3.59 ase...
MOI দিয়ে আপনি করতে পারবেন। ল্যাংগুয়েজ প্রফেসিয়েন্সি ডিপেন্ডে করে আপনি কোন ইউনিভার্সিটিতে আবেদন করবেন। জাপানের অনেক ইউনিভার্সিটিতেই ল্যাংগুয়েজ প্রফেসিয়েন্সি লাগে না আবার টপ র্যাংকিংগুলাতে লাগে।
ভাইয়া আমি ssc তে সাইন্স থেকে ৫.০০ (math,eng,phy-A+ and chem-A) এবং hsc তে সাইন্স থেকে ৪.৫(math-A+,eng,phy-A-,chem-A পেয়েছি আমি কি সাইন্সের কোনো সাবজেক্টের জন্য ব্যাচেলর করতে পারবো? সাইন্সের কোনো সাবজেক্টে না করতে পারলে আমি কি অন্য গ্রুপের জন্য ব্যাচেলরে এপ্লাই করতে পারবো? জাপানিজ ভাষার ক্ষেত্রে কি পুরো n2 পর্যন্ত কমপ্লিট করা লাগবে নাকি n5/n4 থাকলেও চলবে?আমি বর্তমানে n5 করতেসি।
আপনি যেকোনো ডিপার্টমেন্ট আবেদন করতে পারেন। কোন সমস্যা নেই। আর ল্যাংগুয়েজ এর ক্ষেত্রে ভাষা জানাটা ভালো। যেহেতু আপনারা ব্যাচেলর করতে আসতে চাচ্ছেন। কারণ অধিকাংশ প্রোগ্রাম থাকে ব্যাচেলরে জাপানিজ ভাষায়। তাই ভাষা জানলে আপনার সুযোগ বেড়ে যাবে অনেক।
@@ataharali-e4p ৩ দিয়েও হয়। যদি আপনার সবকিছু ভালো থাকে বা প্রফেসর যদি আপনাকে নিতে চায়। আমার এমন পরিচিত আছে যে ২.৯ নিয়েও স্কলারশিপ পেয়েছে MeXT এ। সো চেষ্টা চালিয়ে যান। ইনশাআল্লাহ সফলতা আসবেই।
MEXT (Monbukagakusho) স্কলারশিপের আওতায় জাপানে কিছু ইউনিভার্সিটিতে আন্ডারগ্র্যাজুয়েট লেভেলে ইংরেজি মাধ্যমে পড়াশোনার সুযোগ আছে। যদিও বেশিরভাগ আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রাম জাপানিজ ভাষায় পরিচালিত হয়, কিছু বিশ্ববিদ্যালয় আছে যেখানে ইংরেজি মাধ্যমে আন্তর্জাতিক প্রোগ্রাম অফার করা হয়। যেমন: The University of Tokyo (UTokyo) - PEAK (Programs in English at Komaba) PEAK প্রোগ্রামের আওতায় দুইটি প্রধান কোর্স আছে: “International Program on Japan in East Asia” এবং “International Program on Environmental Sciences”। Kyoto University কিছু নির্দিষ্ট বিষয়, যেমন বায়োসায়েন্স এবং ইঞ্জিনিয়ারিং, ইংরেজি মাধ্যমে পড়ার সুযোগ দেয়। Tohoku University Advanced Molecular Chemistry, Applied Marine Biology, এবং Mechanical & Aerospace Engineering এর মত প্রোগ্রামগুলোতে ইংরেজি মাধ্যমে শিক্ষা দেওয়া হয়। Nagoya University Global 30 (G30) প্রোগ্রামের মাধ্যমে Nagoya University বেশ কিছু বিষয়ে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রাম ইংরেজিতে অফার করে, যেমন Automotive Engineering, Social Sciences, এবং Biological Sciences। Kyushu University Engineering, Bioresource and Bioenvironmental Sciences প্রোগ্রামে ইংরেজি মাধ্যমে পড়ানো হয়। Osaka University কিছু প্রোগ্রাম, যেমন Human Sciences এবং Global Engineering, ইংরেজি মাধ্যমে অফার করা হয়।
আসসালামু আলাইকুম ভাইয়া, আমার বিএসসি সিজিপিএ ২.৯৪/৪.০. আমি এমএস করি নাই। আমার ৪ বছরের জব এক্সপেরিয়েন্স আছে। সেই সাথে Q-1 জার্নালে ৬টি, Q-2 জার্নালে ১টি ও Q-3 জার্নালে ১টি, সর্বমোট ৮টি গবেষণাপত্র প্রকাশিত হয়েছে, যার মধ্যে ৩ টিতে Corresponding and first author হিসেবে আছি। আমার একটা প্রশ্ন যার উত্তর কোথাও পাচ্ছি না, আপনি যদি আমাকে সঠিক তথ্য দিয়ে সাহায্য করেন আমি অনেক অনেক কৃতজ্ঞ হব। আমার প্রশ্ন ২.৯৪/৪.০ সিজিপিএ দিয়ে কি MEXT Scholarship পাওয়া যাবে? যদি প্রফেসর ম্যানেজ করতে পারি? MEXT Scholarship এর জন্য ২.৩/৩.০ সিজিপিএ চায় ম্যাক্সিমাম বিশ্ববিদ্যালয়। আমার কাছে মনে হয় জাপানিজ স্কেলে আমার সিজিপিএ অনেক কম হবে। সিজিপিএ requirement fulfil না হলে কি সিলেকশনে বাদ দিয়ে দিবে?
Ami undergraduate er jonno apply korte cai,,, ssc te english & mathematics e A+ ache kintu hsc te english. A- & mathematics e A+ ache... Ami ki mext scholarship er jonno apply korte parbo kindly bolben vaiya🙏
@@JahanTifa অধিকাংশ ব্যাচেলর প্রোগ্রাম জাপানে জাপানিজ ভাষায় হয়ে থাকে। তো আপনি যদি জাপানি ভাষা শিখে আবেদন করেন তাহলে স্কলারশিপ পাওয়ার সুযোগ বেশি থাকবে। বাংলাদেশ এডুকেশন বোর্ড বা জাপান এম্বাসি বাংলাদেশ এর ওয়েবসাইটে লক্ষ্য রাখুন কখন তারা সার্কুলার দেয়। আশা করি পেয়ে যাবেন।
Brother I am 18+ now and finished my HSC and got my HSC result. I am planning to apply for the iup program by Mext scholarship. Can you help me by giving me some information about eligibility and seats at Kyoto University?
Congrats on completing your HSC! Kyoto University’s IUP is highly competitive. In 2025, 30 students will be admitted in October. So, the competition is tough, and it's important to focus on presenting strong academic credentials and a clear statement of purpose. You can get more information from the attached link. It's very easy, and they simply describe everything. Please check. Best of luck with your application! 😊 www.iup.kyoto-u.ac.jp/apply/ www.iup.kyoto-u.ac.jp/about/overview.html
ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য! ম্যাথ এবং ইংরেজির প্রস্তুতির জন্য কিছু পরামর্শ দিচ্ছি: ম্যাথের জন্য: বেসিক কনসেপ্ট পরিষ্কার করুন: গণিতের বেসিক ধারণাগুলি ভালোভাবে বোঝা গুরুত্বপূর্ণ, বিশেষ করে অ্যালজেব্রা, জ্যামিতি, ট্রিগনোমেট্রি, এবং ক্যালকুলাস। অধিক প্র্যাকটিস: প্রতিদিন নির্দিষ্ট সময় ধরে ম্যাথ প্র্যাকটিস করুন। পুরনো প্রশ্নপত্র বা অনলাইন রিসোর্স থেকে সমস্যার সমাধান করার চেষ্টা করুন। মক টেস্ট দিন: সময় ধরে মক টেস্ট দিলে আপনার সময় ব্যবস্থাপনা এবং সমস্যা সমাধানের গতি বাড়বে। ইংরেজির জন্য: ভোকাবুলারি বাড়ান: প্রতিদিন নতুন শব্দ শিখুন এবং সেগুলোর ব্যবহার অনুশীলন করুন। গ্রামার ঠিক করুন: ইংরেজি গ্রামারের নিয়মগুলো ভালোভাবে বুঝুন। ভালো গ্রামারের বই বা অনলাইন রিসোর্স ব্যবহার করতে পারেন। রিডিং এবং রাইটিং প্র্যাকটিস করুন: ইংরেজি পত্রিকা বা ব্লগ পড়ুন এবং নিজের মতামত লেখার অনুশীলন করুন। আশা করি এই টিপসগুলো আপনার জন্য উপকারী হবে!
vaiya ami Dhaka University theke BBA korteci final year CGPA 3.60. Ami Japan a MBA korte chacchi amer jonno Mext er pasha pashi ar kon Scholarship a apply kora uchit hobe? ar shekhetre bank statement dekhate hobe kina?
ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আপনার সিজিপিএ ভালো আছে আবেদন এর জন্য। তাই আপনি মেক্সটে আবেদন করে ফেলেন। তবে প্রফেসর ম্যানেজ করে আবেদন করুন। আর যেকোন বৃত্তিতে আবেদন করতে গেলে কোনরুপ ব্যাংক স্টেটমেন্ট দেখানোর দরকার নেই। শুভকামনা রইলো আপনার জন্য।
@@mou.samiul ধন্যবাদ ভাইয়া। ভাইয়া মেক্সট স্কলারশিপ এর পাশাপাশি অন্য কোনো স্কলারশিপ কি আমার জন্য উপযুক্ত হবে? যদি আপনার মূল্যবান পরার্মশ দিয়ে সাহায্য করবেন ভাইয়া। আপনার ভিডিও এর জন্য অপেক্ষায় রইলাম
@@mohammadshawon5360 অনেক ভালো রেজাল্ট আপনার। আপনি এম্বাসি ট্র্যাক আবেদন করতে পারেন। বাংলাদেশের মিনিস্ট্রি অব এডুকেশন ওয়েবসাইট বা জাপান এম্বাসি অব বাংলাদেশে গিয়ে তথ্য চেক করতে পারেন। আশা করি পেয়ে যাবেন। আর আপনি আমার ন্যাশনাল ইউনিভার্সিটি অব সিংগাপুর এর ভিডিওটি দেখুন। ওখানে ব্যাচেলর স্টাডির জন্য অনেক স্কলারশিপ আছে। আমি গুগলে কিভাবে সার্চ করবেন তাও দেখিয়েছি। আর বাকি সব তথ্যও দিয়েছি। আশা করি ভালো করবেন।
Bhaia research proposal nea Jodi video diten ki bhabe korbo format ta kemon hobe. Ar akta bepar holo Research proposal ki First Email e kora lagbe naki Professor acceptance letter dilei dite hobe.
@@ikssiam2178 ধন্যবাদ আপনার মতামতের জন্য। আমি চেষ্টা করবো দেওয়ার খুব শীঘ্রই। আর প্রথম ইমেইলে রিসার্চ প্রোপোজাল লাগবে না। আপনার যখন প্রফেসর ম্যানেজ হয়ে যাবে তখন উনি আপনাকে গাইডলাইন দিবেন। ধন্যবাদ।
ইউনিভার্সিটির ডিপার্টমেন্ট ও ফ্যাকাল্টি পেইজে যান: ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনার বিষয়ের ডিপার্টমেন্টের পেইজে প্রবেশ করুন। সেখানে "Faculty" বা "Research Staff" সেকশনে প্রফেসরদের নাম ও তাদের গবেষণার বিষয় দেখতে পাবেন। Google Scholar ও ResearchGate অনুসন্ধান: Google Scholar বা ResearchGate ব্যবহার করে আপনার বিষয়ে গবেষণা করা প্রফেসরদের সাম্প্রতিক পেপারগুলো দেখুন। এতে প্রফেসরের গবেষণার আপডেট পেতে সহায়ক হবে।
@@DreamMoon-bx1ro হেলো ভাইয়া। জাপানীজ ভাষায় মাস্টার্স করতে চাইলে আপনাকে অবশ্যই বাংলাদেশ থেকে জাপানি ভাষা শিখে তার সার্টিফিকেট আবেদনের সাথে জমা দিতে হবে। ধন্যবাদ।
@@NosratJannatAmena বাংলাদেশ থেকে HSC পরীক্ষা দিয়ে জাপানে সরকারি স্কলারশিপ নিয়ে ব্যাচেলর ডিগ্রি করা সম্ভব। জাপানের সরকার MEXT (Monbukagakusho) Scholarship এর মাধ্যমে ব্যাচেলর পর্যায়ে আন্তর্জাতিক শিক্ষার্থীদের স্কলারশিপ প্রদান করে। যেতে হলে নিচের ধাপগুলো অনুসরণ করতে হবে: ১. যোগ্যতা: বয়স: HSC শেষ করার পর ১৮-২৫ বছরের মধ্যে থাকতে হবে। শিক্ষাগত যোগ্যতা: HSC বা সমমানের পরীক্ষায় ভালো ফলাফল থাকতে হবে (সাধারণত GPA 4.5+ বা তার বেশি হলে ভালো সুযোগ থাকে)। ভাষা: ইংরেজি অথবা জাপানি ভাষায় দক্ষতা প্রয়োজন হতে পারে। জাপানি ভাষা না জানলেও অনেক সময় ইংরেজি মাধ্যমেও ব্যাচেলর ডিগ্রি পাওয়া যায়। ২. আবেদন প্রক্রিয়া: জাপানের দূতাবাসের মাধ্যমে আবেদন: বাংলাদেশে অবস্থিত জাপানি দূতাবাসে প্রতি বছর MEXT স্কলারশিপের জন্য আবেদনপত্র প্রকাশ করা হয়। আবেদনপত্র পূরণ: প্রয়োজনীয় ডকুমেন্টস জমা দিয়ে নির্দিষ্ট সময়ে আবেদন করতে হবে। লিখিত পরীক্ষা ও সাক্ষাৎকার: আবেদনপত্র বাছাইয়ের পর ইংরেজি ও গণিত বিষয়ের লিখিত পরীক্ষা এবং সাক্ষাৎকার নেওয়া হয়। ৩. নির্বাচন প্রক্রিয়া: পরীক্ষার ভিত্তিতে প্রাথমিক নির্বাচন করা হয়। এরপর জাপানি বিশ্ববিদ্যালয়ের সাথে মিলে চূড়ান্ত নির্বাচন করা হয়। ৪. বিশ্ববিদ্যালয় ও কোর্স নির্বাচন: নির্বাচিত হলে আপনাকে বিভিন্ন জাপানি বিশ্ববিদ্যালয়ের মধ্যে কোর্স ও বিশ্ববিদ্যালয় নির্বাচন করতে হবে। জাপানে আপনি বিজ্ঞান, প্রকৌশল, সামাজিক বিজ্ঞানসহ নানা বিষয়ের উপর ব্যাচেলর ডিগ্রি করতে পারেন। ৫. ভাষা শিখা: আপনি যদি জাপানিজ ভাষায় পড়াশোনা করতে চান তবে প্রথমে ১ বছরের জন্য জাপানি ভাষার প্রশিক্ষণ দেওয়া হয়। তবে আমি বলবো আপনি জাপানি ভাষা শিখুন। তাহলে চান্স পাওয়া মোটামুটি কনফার্ম থাকে। ইংরেজি মাধ্যমে প্রোগ্রামে ভর্তি হলে সরাসরি মূল ডিগ্রি প্রোগ্রাম শুরু করতে পারেন। প্রতিযোগিতা খুব বেশি হলেও সঠিক প্রস্তুতি এবং পরিকল্পনা করলে সফলতার সুযোগ অনেক বেশি। MEXT স্কলারশিপের আবেদন সময় এবং অন্যান্য তথ্য নিয়মিত জাপানের দূতাবাসের ওয়েবসাইটে পাওয়া যাবে।
@@mou.samiul Actually I am aiming for undergraduating program. I am little confused which university I should aim for higher possibility and how should reach to professors. I just completed my hsc this year. Moreover, I have a decent profile.
khubeee informative akta video . many many thanks
অনেক ধন্যবাদ।
Informative ❤
Thank you
ভাইয়া, আমার এসএসসিতে ইংরেজিতে A+ গণিতে A, এবং এইচএসসিতে ইংরেজিতে A আমি কি আবেদন করতে পারব? আমি মানবিক বিভাগ থেকে পড়াশোনা করেছি।
obossoi parben. Apni email kora start koren..Professor manage hoye gele insha Allah hoye jabe.
vaiya ami diploma holder undergraduate er jonno ki university recomendation mext er jonno apply korte parbo
@@tanvirhossain4244 হ্যা পারবেন। প্রফেসর ম্যানেজ করতে পারলে হয়ে যাবে ইনশাআল্লাহ।
Requirements e kih must be IELTS or N2 lagbe? Amr MOI ase and ami japanese n5 dibo 2 month por...Master’s er jonne apply krbo..amr Bsc result 3.59 ase...
MOI দিয়ে আপনি করতে পারবেন। ল্যাংগুয়েজ প্রফেসিয়েন্সি ডিপেন্ডে করে আপনি কোন ইউনিভার্সিটিতে আবেদন করবেন। জাপানের অনেক ইউনিভার্সিটিতেই ল্যাংগুয়েজ প্রফেসিয়েন্সি লাগে না আবার টপ র্যাংকিংগুলাতে লাগে।
ভাইয়া আমি ssc তে সাইন্স থেকে ৫.০০ (math,eng,phy-A+ and chem-A) এবং hsc তে সাইন্স থেকে ৪.৫(math-A+,eng,phy-A-,chem-A পেয়েছি আমি কি সাইন্সের কোনো সাবজেক্টের জন্য ব্যাচেলর করতে পারবো? সাইন্সের কোনো সাবজেক্টে না করতে পারলে আমি কি অন্য গ্রুপের জন্য ব্যাচেলরে এপ্লাই করতে পারবো? জাপানিজ ভাষার ক্ষেত্রে কি পুরো n2 পর্যন্ত কমপ্লিট করা লাগবে নাকি n5/n4 থাকলেও চলবে?আমি বর্তমানে n5 করতেসি।
আপনি যেকোনো ডিপার্টমেন্ট আবেদন করতে পারেন। কোন সমস্যা নেই। আর ল্যাংগুয়েজ এর ক্ষেত্রে ভাষা জানাটা ভালো। যেহেতু আপনারা ব্যাচেলর করতে আসতে চাচ্ছেন। কারণ অধিকাংশ প্রোগ্রাম থাকে ব্যাচেলরে জাপানিজ ভাষায়। তাই ভাষা জানলে আপনার সুযোগ বেড়ে যাবে অনেক।
Onek video te dekhlam Cgpa 3.50 out of 4 required.
@@ataharali-e4p ৩ দিয়েও হয়। যদি আপনার সবকিছু ভালো থাকে বা প্রফেসর যদি আপনাকে নিতে চায়। আমার এমন পরিচিত আছে যে ২.৯ নিয়েও স্কলারশিপ পেয়েছে MeXT এ। সো চেষ্টা চালিয়ে যান। ইনশাআল্লাহ সফলতা আসবেই।
@@mou.samiulIelts lage vaiya
@ বেশিরভাগ বিশ্ববিদ্যালয়গুলোতে লাগে। তবে কিছু কিছুতে লাগেনা।
Presidential scholarship niye ekta video asha korsi Vai
Secret fellowship opportunities at Hokkaido University, Japan II Master's & PhD II In Bangla
th-cam.com/video/RpWzE8CEang/w-d-xo.html
Japan theke Master's Program a Admission nite hole ki ki requirements proyojon hoy.
video te jegulo dekhieci seguloi lage...er bahire kisui lagena..
Mext scholarship undergraduate লেভেলের পড়াশোনা কি ইংরেজি মাধ্যমে পড়া সম্ভব? সম্ভব হলে কোন কোন ইউনিভার্সিটিতে ইংরেজি মাধ্যমে পড়ানো হয়?
MEXT (Monbukagakusho) স্কলারশিপের আওতায় জাপানে কিছু ইউনিভার্সিটিতে আন্ডারগ্র্যাজুয়েট লেভেলে ইংরেজি মাধ্যমে পড়াশোনার সুযোগ আছে। যদিও বেশিরভাগ আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রাম জাপানিজ ভাষায় পরিচালিত হয়, কিছু বিশ্ববিদ্যালয় আছে যেখানে ইংরেজি মাধ্যমে আন্তর্জাতিক প্রোগ্রাম অফার করা হয়। যেমন:
The University of Tokyo (UTokyo) - PEAK (Programs in English at Komaba)
PEAK প্রোগ্রামের আওতায় দুইটি প্রধান কোর্স আছে: “International Program on Japan in East Asia” এবং “International Program on Environmental Sciences”।
Kyoto University কিছু নির্দিষ্ট বিষয়, যেমন বায়োসায়েন্স এবং ইঞ্জিনিয়ারিং, ইংরেজি মাধ্যমে পড়ার সুযোগ দেয়।
Tohoku University
Advanced Molecular Chemistry, Applied Marine Biology, এবং Mechanical & Aerospace Engineering এর মত প্রোগ্রামগুলোতে ইংরেজি মাধ্যমে শিক্ষা দেওয়া হয়।
Nagoya University
Global 30 (G30) প্রোগ্রামের মাধ্যমে Nagoya University বেশ কিছু বিষয়ে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রাম ইংরেজিতে অফার করে, যেমন Automotive Engineering, Social Sciences, এবং Biological Sciences।
Kyushu University
Engineering, Bioresource and Bioenvironmental Sciences প্রোগ্রামে ইংরেজি মাধ্যমে পড়ানো হয়।
Osaka University
কিছু প্রোগ্রাম, যেমন Human Sciences এবং Global Engineering, ইংরেজি মাধ্যমে অফার করা হয়।
ভিডিও এর শেষে বলা বাকি scholarship গুলো সম্পর্কেও জানতে চাই।
@@AbidHasan007 ওগুলো সম্পর্কে অন্যদিন বলবো। তবে শীঘ্রই হোক্কাইডো বিশ্ববিদ্যালয়ের কিছু অন্যান্য স্কলারশিপ নিয়ে জানাবো ইনশাআল্লাহ।
আসসালামু আলাইকুম ভাইয়া,
আমার বিএসসি সিজিপিএ ২.৯৪/৪.০. আমি এমএস করি নাই। আমার ৪ বছরের জব এক্সপেরিয়েন্স আছে। সেই সাথে Q-1 জার্নালে ৬টি, Q-2 জার্নালে ১টি ও Q-3 জার্নালে ১টি, সর্বমোট ৮টি গবেষণাপত্র প্রকাশিত হয়েছে, যার মধ্যে ৩ টিতে Corresponding and first author হিসেবে আছি।
আমার একটা প্রশ্ন যার উত্তর কোথাও পাচ্ছি না, আপনি যদি আমাকে সঠিক তথ্য দিয়ে সাহায্য করেন আমি অনেক অনেক কৃতজ্ঞ হব।
আমার প্রশ্ন ২.৯৪/৪.০ সিজিপিএ দিয়ে কি MEXT Scholarship পাওয়া যাবে? যদি প্রফেসর ম্যানেজ করতে পারি?
MEXT Scholarship এর জন্য ২.৩/৩.০ সিজিপিএ চায় ম্যাক্সিমাম বিশ্ববিদ্যালয়। আমার কাছে মনে হয় জাপানিজ স্কেলে আমার সিজিপিএ অনেক কম হবে। সিজিপিএ requirement fulfil না হলে কি সিলেকশনে বাদ দিয়ে দিবে?
@@MasumHowladerDeptধন্যবাদ আপনাকে ভিডিওটি দেখার জন্য। সিজিপিএ কম নিয়েও আশা যায়। আমার বিশ্বাবিদ্যালয়ে একজন ২.৯০ নিয়ে মাস্টার্স করলেন। আপনি প্রফেসর ম্যানেজ করেন। ইনশাআল্লাহ হয়ে যাবে আল্লাহ চাইলে।
Amra masters shes Kore Japan e job Kore akebare thakte chaile ki thakte parbo?
@ হ্যা পারবেন, যদি আপনি জব ম্যানেজ করতে পারেন। তবে জাপানে আপনি PR পাবেন। যদি পাসপোর্ট নিতে চান তাহলে বাংলাদেশের নাগরিকত্ব ছেড়ে দিতে হবে।
Ami undergraduate er jonno apply korte cai,,, ssc te english & mathematics e A+ ache kintu hsc te english. A- & mathematics e A+ ache... Ami ki mext scholarship er jonno apply korte parbo kindly bolben vaiya🙏
@@JahanTifa অধিকাংশ ব্যাচেলর প্রোগ্রাম জাপানে জাপানিজ ভাষায় হয়ে থাকে। তো আপনি যদি জাপানি ভাষা শিখে আবেদন করেন তাহলে স্কলারশিপ পাওয়ার সুযোগ বেশি থাকবে।
বাংলাদেশ এডুকেশন বোর্ড বা জাপান এম্বাসি বাংলাদেশ এর ওয়েবসাইটে লক্ষ্য রাখুন কখন তারা সার্কুলার দেয়। আশা করি পেয়ে যাবেন।
Brother I am 18+ now and finished my HSC and got my HSC result. I am planning to apply for the iup program by Mext scholarship. Can you help me by giving me some information about eligibility and seats at Kyoto University?
Congrats on completing your HSC!
Kyoto University’s IUP is highly competitive. In 2025, 30 students will be admitted in October. So, the competition is tough, and it's important to focus on presenting strong academic credentials and a clear statement of purpose.
You can get more information from the attached link. It's very easy, and they simply describe everything. Please check.
Best of luck with your application! 😊
www.iup.kyoto-u.ac.jp/apply/
www.iup.kyoto-u.ac.jp/about/overview.html
ভাইয়া ম্যাথ আর ইংরেজির প্রস্তুতি কিভাবে নিব একটু জানান।
ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য! ম্যাথ এবং ইংরেজির প্রস্তুতির জন্য কিছু পরামর্শ দিচ্ছি:
ম্যাথের জন্য:
বেসিক কনসেপ্ট পরিষ্কার করুন: গণিতের বেসিক ধারণাগুলি ভালোভাবে বোঝা গুরুত্বপূর্ণ, বিশেষ করে অ্যালজেব্রা, জ্যামিতি, ট্রিগনোমেট্রি, এবং ক্যালকুলাস।
অধিক প্র্যাকটিস: প্রতিদিন নির্দিষ্ট সময় ধরে ম্যাথ প্র্যাকটিস করুন। পুরনো প্রশ্নপত্র বা অনলাইন রিসোর্স থেকে সমস্যার সমাধান করার চেষ্টা করুন।
মক টেস্ট দিন: সময় ধরে মক টেস্ট দিলে আপনার সময় ব্যবস্থাপনা এবং সমস্যা সমাধানের গতি বাড়বে।
ইংরেজির জন্য:
ভোকাবুলারি বাড়ান: প্রতিদিন নতুন শব্দ শিখুন এবং সেগুলোর ব্যবহার অনুশীলন করুন।
গ্রামার ঠিক করুন: ইংরেজি গ্রামারের নিয়মগুলো ভালোভাবে বুঝুন। ভালো গ্রামারের বই বা অনলাইন রিসোর্স ব্যবহার করতে পারেন।
রিডিং এবং রাইটিং প্র্যাকটিস করুন: ইংরেজি পত্রিকা বা ব্লগ পড়ুন এবং নিজের মতামত লেখার অনুশীলন করুন।
আশা করি এই টিপসগুলো আপনার জন্য উপকারী হবে!
undergraduate এ এপ্লাই করলে কি জাপানিজ ল্যাঙ্গুয়েজ শিখে যেতে হবে? নাকি পরবর্তী তে স্ক্লারশিপ আ সুযোগ পেলে জাপানে গিয়ে ল্যাঙ্গুয়েজ শিখানো হবে?
@@maisusa23 শিখে আসতে পারলে ভালো। কারণ জাপানিজ ল্যাংগুয়েজ এই বেশি প্রোগ্রাম হয়ে থাকে আন্ডারগ্রাজুয়েটে
@@mou.samiul SIr I didn't . There's a section of Japanese exam in entrance
exam, May I have to take part in Japanese exam?
@ যদি আপনি জাপানিজ না জানেন তাহলে কিভাবে পরীক্ষায় বসবেন? তাই আপনি জাপানিজ ভাষা শিখে তারপর বসেন। তখন ভালো হবে।
vaiya ami Dhaka University theke BBA korteci final year CGPA 3.60. Ami Japan a MBA korte chacchi amer jonno Mext er pasha pashi ar kon Scholarship a apply kora uchit hobe? ar shekhetre bank statement dekhate hobe kina?
ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আপনার সিজিপিএ ভালো আছে আবেদন এর জন্য। তাই আপনি মেক্সটে আবেদন করে ফেলেন। তবে প্রফেসর ম্যানেজ করে আবেদন করুন। আর যেকোন বৃত্তিতে আবেদন করতে গেলে কোনরুপ ব্যাংক স্টেটমেন্ট দেখানোর দরকার নেই।
শুভকামনা রইলো আপনার জন্য।
@@mou.samiul ধন্যবাদ ভাইয়া। ভাইয়া মেক্সট স্কলারশিপ এর পাশাপাশি অন্য কোনো স্কলারশিপ কি আমার জন্য উপযুক্ত হবে? যদি আপনার মূল্যবান পরার্মশ দিয়ে সাহায্য করবেন ভাইয়া। আপনার ভিডিও এর জন্য অপেক্ষায় রইলাম
@@md.golamrabbi249 স্বাগতম। চায়নাতে সহজ হবে। আইইএলটিএস লাগে না। এছাড়াও ইরাসমাস মুন্ডুস, অস্ট্রেলিয়া বা আমেরিকাতেও অনেক সুযোগ আছে।
ভাইয়া,
আমার এসএসসি ২০১৯ জিপিএ ৫.০০। এইচএসসি ২০২১ জিপিএ ৫.০০। সায়েন্স।
আমি ব্যাচেলর প্রোগ্রামে আবেদন করতে চাচ্ছি। আমাকে গাইডলাইন দিবেন?
@@mohammadshawon5360 অনেক ভালো রেজাল্ট আপনার। আপনি এম্বাসি ট্র্যাক আবেদন করতে পারেন। বাংলাদেশের মিনিস্ট্রি অব এডুকেশন ওয়েবসাইট বা জাপান এম্বাসি অব বাংলাদেশে গিয়ে তথ্য চেক করতে পারেন। আশা করি পেয়ে যাবেন। আর আপনি আমার ন্যাশনাল ইউনিভার্সিটি অব সিংগাপুর এর ভিডিওটি দেখুন। ওখানে ব্যাচেলর স্টাডির জন্য অনেক স্কলারশিপ আছে। আমি গুগলে কিভাবে সার্চ করবেন তাও দেখিয়েছি। আর বাকি সব তথ্যও দিয়েছি।
আশা করি ভালো করবেন।
Ami ssc tah 4.67 and hsc 4.00 ami ki pabo mext scholarship😢
আবেদন করেন। সবকিছু ঠিকঠাক থাকলে হবে ইনশাআল্লাহ।
Bhaia research proposal nea Jodi video diten ki bhabe korbo format ta kemon hobe.
Ar akta bepar holo Research proposal ki First Email e kora lagbe naki Professor acceptance letter dilei dite hobe.
@@ikssiam2178 ধন্যবাদ আপনার মতামতের জন্য।
আমি চেষ্টা করবো দেওয়ার খুব শীঘ্রই। আর প্রথম ইমেইলে রিসার্চ প্রোপোজাল লাগবে না। আপনার যখন প্রফেসর ম্যানেজ হয়ে যাবে তখন উনি আপনাকে গাইডলাইন দিবেন।
ধন্যবাদ।
Check our website
SAT score diye ki apply possible top rank University te?
Japan er khttre IELTS ba JLT hole valo..SAT accept er bepre apni je uni te apply korben sekhnkar admission office a kotha bole nite hobe.
ভাইয়া ইউনিভার্সিটি লিস্ট বা প্রফেসর কিভাবে খুজে বের করতে হবে?
ইউনিভার্সিটির ডিপার্টমেন্ট ও ফ্যাকাল্টি পেইজে যান: ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনার বিষয়ের ডিপার্টমেন্টের পেইজে প্রবেশ করুন। সেখানে "Faculty" বা "Research Staff" সেকশনে প্রফেসরদের নাম ও তাদের গবেষণার বিষয় দেখতে পাবেন।
Google Scholar ও ResearchGate অনুসন্ধান: Google Scholar বা ResearchGate ব্যবহার করে আপনার বিষয়ে গবেষণা করা প্রফেসরদের সাম্প্রতিক পেপারগুলো দেখুন। এতে প্রফেসরের গবেষণার আপডেট পেতে সহায়ক হবে।
ভাইয়া??
যদি মাস্টার্স জাপানি ভাষায় পড়ি, তাহলে কি আইইএলটিএস ছাড়া আবেদন করা যাবে না??
কারণ আমি তো জাপানি ভাষায় পড়বো, ইংরেজিতে না।।
@@DreamMoon-bx1ro হেলো ভাইয়া।
জাপানীজ ভাষায় মাস্টার্স করতে চাইলে আপনাকে অবশ্যই বাংলাদেশ থেকে জাপানি ভাষা শিখে তার সার্টিফিকেট আবেদনের সাথে জমা দিতে হবে।
ধন্যবাদ।
bhai amr honours cg 3.13 ami ki apply korte parbo?
অবশ্যই পারবেন।
আপনার সাথে যোগাযোগ করা যাবে,,আমি মাস্টার্স করতে জাপানে যেতে চাই
@@eyasminaktermim4632 আবেদন করতে থাকেন। হয়ে যাবে। সমস্যা হলে ইমেইল করতে পারেন।
samiul.geb@gmail.com
Vaiya undergraduate e thaka obosthay part time job kora jabe?
Ha jabe..no problem. 28 hr per week
Spouse neya jbe?
@@aditisharma8696 হ্যা। আনতে পারবেন। তবে আগে একজন কে আসতে হবে। তারপর ২-৩ মাস এর মধ্যে আরেকজন কে নিয়ে যেতে পারবেন।
Undergraduate er jonno o ki Professor manage kora joruri?
No. direct application.
vaiya living cost o ki MEXT scholarship er moddhe included .
জি। আপনি প্রতি মাসে যে স্কলারশিপের টাকা পাবেন, সেখান থেকেই খরচ করতে হবে।
@@mou.samiul vaiya kivabe apply korle valo hoy . embassy er maddhome naki nije nije ? r konta valo hoy nije kora or embassy er help niye kora ?
@@MdZakirulHasanJibon নিজে প্রফেসর ম্যানেজ করে আবেদন করাই ভালো মনে করি। আপনি চাইলে এম্বাসি এর মাধ্যমেও করতে পারেন।
Vai r sate jogajog korbo kamne?? Number pawa jabe
@@NBNuhuLabib আপনার কোন কিছু জানার থাকলে এখানে কমেন্ট করতে পারেন বা নিচের ইমেইলে যোগাযোগ করতে পারেন।
samiul.geb@gmail.com
Mext scholarship a bank statement koto tk dekhate hoy?
@@ataharali-e4p কোন স্ট্যাটমেন্ট এর দরকার নেই। কারণ এটি ফুল ফান্ডেড। সো আপনাকে কোন টাকা ব্যয় করতে হবে না। সব জাপানি সরকার দিবে।
ভাইয়া আমি কি HSC পরীক্ষার একবছর পরে যেতে পারব। দয়া করে বলেন। না পারলে এইবছর আবেদন করতাম
@@NosratJannatAmena বাংলাদেশ থেকে HSC পরীক্ষা দিয়ে জাপানে সরকারি স্কলারশিপ নিয়ে ব্যাচেলর ডিগ্রি করা সম্ভব। জাপানের সরকার MEXT (Monbukagakusho) Scholarship এর মাধ্যমে ব্যাচেলর পর্যায়ে আন্তর্জাতিক শিক্ষার্থীদের স্কলারশিপ প্রদান করে।
যেতে হলে নিচের ধাপগুলো অনুসরণ করতে হবে:
১. যোগ্যতা:
বয়স: HSC শেষ করার পর ১৮-২৫ বছরের মধ্যে থাকতে হবে।
শিক্ষাগত যোগ্যতা: HSC বা সমমানের পরীক্ষায় ভালো ফলাফল থাকতে হবে (সাধারণত GPA 4.5+ বা তার বেশি হলে ভালো সুযোগ থাকে)।
ভাষা: ইংরেজি অথবা জাপানি ভাষায় দক্ষতা প্রয়োজন হতে পারে। জাপানি ভাষা না জানলেও অনেক সময় ইংরেজি মাধ্যমেও ব্যাচেলর ডিগ্রি পাওয়া যায়।
২. আবেদন প্রক্রিয়া:
জাপানের দূতাবাসের মাধ্যমে আবেদন: বাংলাদেশে অবস্থিত জাপানি দূতাবাসে প্রতি বছর MEXT স্কলারশিপের জন্য আবেদনপত্র প্রকাশ করা হয়।
আবেদনপত্র পূরণ: প্রয়োজনীয় ডকুমেন্টস জমা দিয়ে নির্দিষ্ট সময়ে আবেদন করতে হবে।
লিখিত পরীক্ষা ও সাক্ষাৎকার: আবেদনপত্র বাছাইয়ের পর ইংরেজি ও গণিত বিষয়ের লিখিত পরীক্ষা এবং সাক্ষাৎকার নেওয়া হয়।
৩. নির্বাচন প্রক্রিয়া:
পরীক্ষার ভিত্তিতে প্রাথমিক নির্বাচন করা হয়। এরপর জাপানি বিশ্ববিদ্যালয়ের সাথে মিলে চূড়ান্ত নির্বাচন করা হয়।
৪. বিশ্ববিদ্যালয় ও কোর্স নির্বাচন:
নির্বাচিত হলে আপনাকে বিভিন্ন জাপানি বিশ্ববিদ্যালয়ের মধ্যে কোর্স ও বিশ্ববিদ্যালয় নির্বাচন করতে হবে। জাপানে আপনি বিজ্ঞান, প্রকৌশল, সামাজিক বিজ্ঞানসহ নানা বিষয়ের উপর ব্যাচেলর ডিগ্রি করতে পারেন।
৫. ভাষা শিখা:
আপনি যদি জাপানিজ ভাষায় পড়াশোনা করতে চান তবে প্রথমে ১ বছরের জন্য জাপানি ভাষার প্রশিক্ষণ দেওয়া হয়। তবে আমি বলবো আপনি জাপানি ভাষা শিখুন। তাহলে চান্স পাওয়া মোটামুটি কনফার্ম থাকে।
ইংরেজি মাধ্যমে প্রোগ্রামে ভর্তি হলে সরাসরি মূল ডিগ্রি প্রোগ্রাম শুরু করতে পারেন।
প্রতিযোগিতা খুব বেশি হলেও সঠিক প্রস্তুতি এবং পরিকল্পনা করলে সফলতার সুযোগ অনেক বেশি। MEXT স্কলারশিপের আবেদন সময় এবং অন্যান্য তথ্য নিয়মিত জাপানের দূতাবাসের ওয়েবসাইটে পাওয়া যাবে।
ভাইয়া ডিসেম্বরে ১৮বছর হব।তাই এখনো আইডিকাড বানাতে পারিনি। তাই একবছর পর যেতে চাই
@@NosratJannatAmena শুভকামনা রইলো
vaiya bank statement ki dekhate hobe kina?
আপনার আগের কমেন্ট এ রিপ্লাই দিয়ে দিয়েছি।
Completed SSC in science and HSC in commerce, can i apply for mext?
Yes, you can apply. no problem.
English please
I will do near future. Right now, I am focusing on students in Bangladesh who are aspiring for higher studies.
Bhaiya can I get your assistance ragarding MEXT scholarship? Then how can I contact you? It will be really helpful for me
please manage a professor first. therefafter i will guide you how to prepare the documents and others.
@@mou.samiul Actually I am aiming for undergraduating program. I am little confused which university I should aim for higher possibility and how should reach to professors. I just completed my hsc this year. Moreover, I have a decent profile.
great video... Can i have your WhatsApp contract dear i want to admit in 2025 enrolment. Need some information if needed.
@@MahediHasan-bb5ot Thank you for your comment. I leave my email address:
samiul.geb@gmail.com
Good luck!!