এরা এখন ঢাকায় বিভিন্ন যায়গায় ওত পেতে থাকা, বাংলাদেশের কারও সাথে খুব বেশী কথা বলে না। ডিবিকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি, এবং এদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানাচ্ছি।
আমার কাছেও এমন মেইল এসেছিল কয়েক দিন যাবত, মেইলের ধরনছিল হুবহু এমনই। আমার সাথে কথা হয় মেইলে, তবে আমি কোন রকম পেমেন্ট করতে রাজি না হওয়ায় কয়েকদিন পর আর কোন মেইল আসেনি যোগাযোগ অফ করে দেয়, গল্পটা ছিল এমন যে, সে এক মার্কিন সেনাবাহিনী নারী সে কোন এক যুদ্ধে অবস্থান কালে কোন এক ভাবে শত্রুদের ডেরায় হোক বা যেভাবেই হোক প্রায় অর্ধ শতকোটি ডলার পায়, এবং সে ঐ টাকাটা কোন এক বিশ্বস্ত মানুষের কাছে হস্তান্তরিত করতে চায় এবং তার উদ্দেশ্য সে যে ঐ টাকাটা যেন কোন ভালো কাজে ব্যায় করে, এবং সে নাকি আমাকেই চুচ করেছে এটা দেওয়ার জন্য 🙄🙄🙄, এবং সে আমার সাথে বন্ধুত্ব করতে চায়, এবং সে বাংলাদেশেও আসবে বলেছিল, এমনকি সে এসে আমাকে তার জীবন সংঙ্গীও বানাতে চায়, সে আমাকে ঐ লাগেচ ভর্তি টাকার ছবিও পাঠায়, সাথে তার কিছু ছবিও, অবশেষে নিকটতম এয়ারপোর্টের ঠিকানা যহ যাবতীয় ইনফরমেশন নেয়, আরো বলে এই পার্সেল নিতে কিছু টাকা পেমেন্ট করতে হবে এয়ারপোর্টে, আমি এতে অসম্মতি যানাই, যখন সে কোন ভাবেই আমাকে তার ফাঁদে ফেলতে পারল না তখন সে মেইল করা বন্ধ করে দেয়, আসলে আমি আগে থেকেই এসব ভুয়া চক্র সম্পর্কে যানতাম , যার ফলে সে আমাকে তার ফাঁদে ফেলতে পারেনি, আলহামদুলিল্লাহ। আপনারাও সতর্ক থাকুন।
রাষ্ট্রের ইমিগ্রেসেন বা সংশ্লিষ্ট কতৃপক্ষকে এই ক্ষমতা কে দিয়েছে ভিনদেশি (🇮🇳 ইন্ডিয়ান, আফ্রিকান, 🇸🇴 সোমালিয়ান, 🇺🇬 উগান্ডা) ভিসাবিহীন অবৈধদের সহানুভূতি বা ছাড় দেওয়ার❓ যাদের পাঠানো রেমিট্যান্সে রাষ্ট্রের রিজার্ভ ফুলে ফেপে উঠে সেইসকল রেমিট্যান্স যোদ্ধারা কিভাবে রেমিট্যান্স অর্জন করে তা কি মাননীয় অর্থ মন্ত্রী মহোদয় জানেন❓যাদের টাকায় জনভৃত্যের (সরকারি চাকুরীজীবি) বেতন-ভাতা হয় রাষ্ট্র কি তাহলে সেই করসেবকদের সাথে বেঈমানী করছে না❓ বাংলাদেশের নাগরিকগণ ভিসা ছাড়া মধ্যপ্রাচ্য (🇸🇦🇦🇪🇶🇦🇧🇭🇴🇲🇧🇳🇱🇧🇯🇴🇮🇶), 🇸🇬 সিঙ্গাপুর এবং 🇲🇾 মালয়েশিয়ায় চরম অমানবিক জীবন যাপন করছেন। যারা ধরা পড়েছেন তাদেরকে মোকাবিলা করতে হচ্ছে কঠিন শাস্তির❗কোন কোন ক্ষেত্রে পাছার (পোঁদ/ass) কাপড় সরিয়ে মারা হয় রতান❗রতান হচ্ছে সিঙ্গাপুর এবং মালয়েশিয়ায় প্রচলিত এক ধরনের কঠিন শাস্তিমূলক দন্ডাদেশ। যিনি এই শাস্তি মোকাবিলা করেছেন ২য় বার রেমিট্যান্স যোদ্ধা হবেন না বেঁচে থাকা অবস্থায়❗ আফ্রিকানদের সাথে মানবিক আচরণ নয়, এরা বর্তমান পৃথিবীর সবচেয়ে দুধর্ষ যাযাবর ট্যুরিস্ট বা অবৈধ অভিবাসি❗ ২০২০/২১ সালে মালয়েশিয়ার সিলাংগরের আমানপুরি থেকে হেলিকপ্টার অভিযান করে তাদের গ্রেফতার করা হয়। জনশ্রুতি আছে স্থানীয় প্রশাসনকে আফ্রিকানরা অভিযানের সময় আক্রমণ করেছিল❗এর মধ্যে ২জন আফ্রিকান অভিযানে নিহত হয়েছিল। বিঃদ্রঃ ২৬ লাখ ইন্ডিয়ান বাংলাদেশে চাকুরি করে। এদের মধ্যে কতজনের ওয়ার্ক পারমিট আছে তা কি আমার দেশ 🇧🇩 জানে❓ইন্ডিয়ানরা চাকুরির সুবাধে ৩৫ হাজার কোটি টাকা প্রতি বছর নিয়ে যাচ্ছে। সূত্র: fb.watch/cxvzMEpCCM/
বাংলাদেশের প্রবাসিরা ভিবিন্ন দেশে কত কষ্ট করে থাকে তাদের পাসপোর্ট লাগে তারাতো এত সাদিন ভাবে থাকতে পারেনা তাহলে ওরা এত খারাপ কাজ করে বাংলাদেশে থাকে কি ভাবে
বিদেশি এই প্রতারকদের আনের আওতায় নিয়ে শাস্তি দেয়ার জন্য আনুরোধ করছি।সব দেশেই এমন লোকদের সাস্তির বিধান আছে।পৃথীবির কোন রাষ্ট্রই বাংলাদেশিদের ছাড় দেয় না। এদের কঠিন সাস্তি দিলে বাকি যারা গোপনে আছে তারা আর এধরনের আপরাধ করার সাহস পাবে না।
অবৈধভাবে তারা কিভাবে এদেশে থাকে তা আমার বুঝে আসে না, এরা যাতে জেল থেকে ছাড়া না পায় সেই ব্যবস্থাই করা উচিৎ। যেহেতু নিজেরা আপরাধের কথা স্বকার করেছে সেহেতু তাদের পক্ষে কোন আইনজীবী না দাড়ানোর জন্য অনুরোধ করছি। নিশ্চিত সাজা হলে অন্যরা সাহস পাবে না।
"আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়াবারকাতুহু" আমরা একদিন এই পৃথিবীতে ছিলাম না, আবার একদিন থাকব ও না। আসুন আমরা সবাই মিলে সালাত কায়েম করি। অতএব, নিজে সালাত আদায় করুন এবং অন্যকে সালাত আদায় করার জন্য দাওয়াত দিন।
আমিও এদের ফাঁদে পাঁ দিতে জাচ্ছিলাম কিন্তু আল্লাহর রহমতে আমি বেঁচে গেছি ❤❤ আমার কেন জানি একটু একটু সন্দেহ হচ্ছিল তাই নেটে সার্চ দিলাম তারপর আপনাদের এই ভিডিও দেখলাম আপনাদের অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটি আমাদের সামনে উপস্থাপন করার জন্য ❤❤ কারণ এই ভিডিওর মধ্যে এমন একটা ভিডিও আছে যেটা আমাকে ওরা দিয়ে লোভ দেখিয়েছিলো আমি সত্যি অনেক খুশি যে আমি এখন সতর্ক হয়ে গেছি ❤তারা আমার থেকে এক লক্ষ টাকা চাচ্ছিলো ডেলিভারি ফি হিসেবে 😢
Assalamu walaikum vai Ami dating apps akjon bideshi Meyer shathe emni text kortam meyeti may be porn girl kicu din por bole tumr panishment hobe kothokhon por Bangladeshi nbr theke CID porichoy amak phn dicilo Ami Kotha boli nai ete ki kuno problem Hobe pls bolben
আমরা বাংলাদেশের লোকজন কোথাও ভিসা ছাড়া থাকতে পারি না কোন ভিন্ন দেশে ভিন্ন দেশের মানুষ কি ভাবে আমাদের বাংলাদেশে থাকে এ-ই অভয়িদ লোকজন কে আইনের আওতায় এনে শাস্তি প্রদান করে তাদের নিজ খরচে তাদেরকে নিজ নিজ দেশে পাঠানো হোক আমি এই ঘটনার তিব্র নিন্দা জানাই।
আমার কাছেও এরকম একটি ইমেইল এসেছিল এবং আমি অনেকদিন কথাও বলেছিলাম পরে কিন্তু আমি টাকা দেইনি চক্রান্ত করে মানুষকে ঠকাচ্ছে। যারা একটু বেশি লোক করে তারাই কিন্তু তাদের চক্রান্তে ফাঁদে পা দেয়। তাই যা করবেন ভেবে বুঝে শুনে অন্যজনকে শেয়ার করে করবেন।
আমার সাথেও এরকম হয়েছিল, লাগেজটি নেওয়ার জন্য ৭০,০০০ টাকা চেয়েছিল। আমি এ ব্যাপারে বিমানবন্দরে খোজ খবর নিয়ে জানতে পারি এগুলো সম্পূর্ণ জালিয়াতি। আমার অবশ্য প্রথম থেকেই সন্দেহ ছিল।
আমারে ও এই ভাবে ইমেইল করছে,,,একদিন,,,, তারা আমেরিকান সুলজার,,, তারা সিরিয়াই যুদ্ধে গেছে,এখানে ২ লাখ ডলারের টাংক পাইছে,তারা এখন বাংলাদেশ টাকাটা রাখতে চায় আমার মাধ্যমে। বিশ্বাস হওয়ার মত সব ডুকুমেন্ট সাবমিট করছে। কিন্তু আমার সাথে পারে নাই।
মানুষকে গোনাহের দিকে আহবান কোরছেন? আপনার চ্যানেলে বেপর্দা নারীদের ভিডিও আপলোড করে থাকেন সেটাকি বৈধ? এর দ্বারা নিজে যেমন ঝিনার গোনাহে / কবিরা গোনাহে লিপ্ত হচ্ছেন অপরকেও লিপ্ত করছেন, আর পর্দার সহীত যদি ভিডিও বানিয়েও থাকেন তবে নারীদের কন্ঠেরও যে পর্দা রয়েছে এটা আপনার যানা নাই? নারীদের কন্ঠে গজন কুরআন তিলাওয়াত অন্য পর পুরুষে শুনলে ঝিনার গোনাহ/ কবিরাহ গোনাহ হয় তা যানেন না? সামান্য কিছু টাকা বা লাইক ফলো পাওয়ার জন্য গোনাহের পথ বেঁছে নিতে হলো? পরকালের কথা চিন্তা করে এসব থেকে দূরে থাকুন। কথাগুলি সঠিল বল্লাম নাকি ভুল ইসলামে এই ব্যাপারে কি বলে একটু চিন্তা করে দেখবেন, আগেই রেগে যাবেন না। ভুল যে ধরিয়ে দেয় সে আপনার বন্ধু শত্রু নয়।
A lot of times happened the same cases... Why the government of Bangladesh not close the visa of Nigerian people... In the middle east some countries already banned them...
আরে ভাই এইগুলাতো আমার সাথেও হইছে। কিন্তু আমি বলছি আপনি পাঠাইয়া দেন পরে যত চার্জ হয়। অইখান থেকে দিয়ে দিবো। আহারে বেচারি কতো কাহিনি না করলো কিন্তু আমাকে আর রাজি করাইতে পারলো না😁😁😁😁
সম্প্রতি আমার সাথে এরকম ঘটনা ঘঠতেছে, একটা বিদেশী নারী সেনা সদস্য সদস্য সে যে আমার সাথে কথা বলে এবং কিছুদিন কথা বলার পর আমার সাথে ফ্রেন্ডশিপ করে , একপর্যায়ে আমাকে বলে আমার কাছে ৪ লাখ ৫০ হাজার ডলার দিবে এবং আমার বাড়ির ঠিকানা ও ফোন নাম্বর নেয়।পরে পার্সেল টি বাংলাদেশ এসে পৌঁছায় এরং আমাকে কাষ্টম থেকে ফোন এবং ইমেইল করা হয় আমার নামে একটা পার্সেল আসছে।এটা আমার গ্ৰহন করতে হলে আমাকে ৫২,৫০০ টাকা পে করতে হবে
ঠিক এমন একটা কেইস, আমার বড় ভাইয়ের সাথে হইছে...অনেক ডলার পাঠাইছে, এয়ারপোর্টে থেকে নিয়ে আসতে হবে..., আমার বড় ভাইয়ের নাম, মোবায়াইল নাম্বার সব, সহ..পরে আর আমরা জাই নাই।।
এরা এখন ঢাকায় বিভিন্ন যায়গায় ওত পেতে থাকা, বাংলাদেশের কারও সাথে খুব বেশী কথা বলে না। ডিবিকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি, এবং এদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানাচ্ছি।
এদেরকে কঠিন শাস্তি দেওয়া হউক তাহলে কিছুটা শান্তি আসবে দরে ছেরে দিলে আবার দরবে তাতে কিছুই হবেনা প্লিজ কঠিন শাস্তি চাই
পুরাতন দেখা ঘটনা
< হালাল পথে সম্পদ উপার্জনের ১০ টি কোরআন ভিত্তিক উপায় ভিডিও,,
আলহামদুলিল্লাহ,আমি এমনি একজন ভুক্তভোগী আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাকে এখান থেকে রক্ষা করছে আল্লাহর কাছে হাজার শুকরিয়া।
koto taka gese apnor
আমার কাছেও এমন মেইল এসেছিল কয়েক দিন যাবত, মেইলের ধরনছিল হুবহু এমনই।
আমার সাথে কথা হয় মেইলে, তবে আমি কোন রকম পেমেন্ট করতে রাজি না হওয়ায় কয়েকদিন পর আর কোন মেইল আসেনি যোগাযোগ অফ করে দেয়, গল্পটা ছিল এমন যে, সে এক মার্কিন সেনাবাহিনী নারী সে কোন এক যুদ্ধে অবস্থান কালে কোন এক ভাবে শত্রুদের ডেরায় হোক বা যেভাবেই হোক প্রায় অর্ধ শতকোটি ডলার পায়, এবং সে ঐ টাকাটা কোন এক বিশ্বস্ত মানুষের কাছে হস্তান্তরিত করতে চায় এবং তার উদ্দেশ্য সে যে ঐ টাকাটা যেন কোন ভালো কাজে ব্যায় করে, এবং সে নাকি আমাকেই চুচ করেছে এটা দেওয়ার জন্য 🙄🙄🙄, এবং সে আমার সাথে বন্ধুত্ব করতে চায়, এবং সে বাংলাদেশেও আসবে বলেছিল, এমনকি সে এসে আমাকে তার জীবন সংঙ্গীও বানাতে চায়, সে আমাকে ঐ লাগেচ ভর্তি টাকার ছবিও পাঠায়, সাথে তার কিছু ছবিও, অবশেষে নিকটতম এয়ারপোর্টের ঠিকানা যহ যাবতীয় ইনফরমেশন নেয়, আরো বলে এই পার্সেল নিতে কিছু টাকা পেমেন্ট করতে হবে এয়ারপোর্টে, আমি এতে অসম্মতি যানাই, যখন সে কোন ভাবেই আমাকে তার ফাঁদে ফেলতে পারল না তখন সে মেইল করা বন্ধ করে দেয়, আসলে আমি আগে থেকেই এসব ভুয়া চক্র সম্পর্কে যানতাম , যার ফলে সে আমাকে তার ফাঁদে ফেলতে পারেনি, আলহামদুলিল্লাহ।
আপনারাও সতর্ক থাকুন।
ভাই আমিও আমার কাছ থেকে বেশি টাকা নিতে পারেনি,আমি বুজতে পেরে ওদের সব কিছু ব্লক করে দিয়েছি,,,
এসব থেকে আল্লাহ হেদায়েত দান করুন সবাইকে
ভাই ওরা কি প্রথমে নাম,ঠিকানা,মোবাইল নাম্বার এগুলো চাইছিল????
এদের কে যত দ্রুত সম্ভব তাদের নিজ নিজ দেশে পাঠানো উচিত
আগেও এরকম রিপোর্ট হয়েছিলো-এখনো হচ্ছে, আগামীতেও হবে। এসব বন্ধ হয়না কোনো এক অজানা কারনে।
রাষ্ট্রের ইমিগ্রেসেন বা সংশ্লিষ্ট কতৃপক্ষকে এই ক্ষমতা কে দিয়েছে ভিনদেশি (🇮🇳 ইন্ডিয়ান, আফ্রিকান, 🇸🇴 সোমালিয়ান, 🇺🇬 উগান্ডা) ভিসাবিহীন অবৈধদের সহানুভূতি বা ছাড় দেওয়ার❓ যাদের পাঠানো রেমিট্যান্সে রাষ্ট্রের রিজার্ভ ফুলে ফেপে উঠে সেইসকল রেমিট্যান্স যোদ্ধারা কিভাবে রেমিট্যান্স অর্জন করে তা কি মাননীয় অর্থ মন্ত্রী মহোদয় জানেন❓যাদের টাকায় জনভৃত্যের (সরকারি চাকুরীজীবি) বেতন-ভাতা হয় রাষ্ট্র কি তাহলে সেই করসেবকদের সাথে বেঈমানী করছে না❓ বাংলাদেশের নাগরিকগণ ভিসা ছাড়া মধ্যপ্রাচ্য (🇸🇦🇦🇪🇶🇦🇧🇭🇴🇲🇧🇳🇱🇧🇯🇴🇮🇶),
🇸🇬 সিঙ্গাপুর এবং 🇲🇾 মালয়েশিয়ায় চরম অমানবিক জীবন যাপন করছেন। যারা ধরা পড়েছেন তাদেরকে মোকাবিলা করতে হচ্ছে কঠিন শাস্তির❗কোন কোন ক্ষেত্রে পাছার (পোঁদ/ass) কাপড় সরিয়ে মারা হয় রতান❗রতান হচ্ছে সিঙ্গাপুর এবং মালয়েশিয়ায় প্রচলিত এক ধরনের কঠিন শাস্তিমূলক দন্ডাদেশ। যিনি এই শাস্তি মোকাবিলা করেছেন ২য় বার রেমিট্যান্স যোদ্ধা হবেন না বেঁচে থাকা অবস্থায়❗
আফ্রিকানদের সাথে মানবিক আচরণ নয়, এরা বর্তমান পৃথিবীর সবচেয়ে দুধর্ষ যাযাবর ট্যুরিস্ট বা অবৈধ অভিবাসি❗
২০২০/২১ সালে মালয়েশিয়ার সিলাংগরের আমানপুরি থেকে হেলিকপ্টার অভিযান করে তাদের গ্রেফতার করা হয়। জনশ্রুতি আছে স্থানীয় প্রশাসনকে আফ্রিকানরা অভিযানের সময় আক্রমণ করেছিল❗এর মধ্যে ২জন আফ্রিকান অভিযানে নিহত হয়েছিল।
বিঃদ্রঃ ২৬ লাখ ইন্ডিয়ান বাংলাদেশে চাকুরি করে। এদের মধ্যে কতজনের ওয়ার্ক পারমিট আছে তা কি আমার দেশ 🇧🇩 জানে❓ইন্ডিয়ানরা চাকুরির সুবাধে ৩৫ হাজার কোটি টাকা প্রতি বছর নিয়ে যাচ্ছে। সূত্র:
fb.watch/cxvzMEpCCM/
লক্ষ কোটি মানুষের প্রিয় আর ভালবাসার মানুষ হযরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম
Muhammad ektaa sisukami chiloo
Hi
আমাকেও পাঠিয়ে ছিল আমি লোভ করি নি তাই আল্লাহর রহমতে কোন বিপদে পড়ি নি।
প্রেম হবার পর পাঠানো হয় তা তো হয়েছে ভাইয়া
আসলে বাংলাদেশের প্রশাসনের উচিত চিরনি অবিজান চালানো।
যারা প্রতারিত হয়েছেন তাদের বিচার আগে হওয়া উচিত।
Ei na hole bangali 😃😃
🤣🤣🤣🤣🤣
অভিযান চালিয়ে সকল অবৈধ্য লোকদের কে নিজ নিজ দেশে পাঠিয়ে দেওয়া হোক।
Right
এটায় ঠিক হবে
সামান্য কিছু টাকার জন্য মানুষ কতো কিছুই না করতে পারে..
আরোও জায়গা দেও আফ্রিকান গো বাংলাকে বিশ্বের কাছে পরিচয় করিয়ে দেয়ার জন্য।
এই যদি হয় বাংলাদেশের আইনের অবস্থা তাহলে বুজেন দেশ কতটুকু উন্নয়ন হয়েছে। এই হল আমাদের ডিজিটাল বাংলাদেশ।
বাংলাদেশের প্রবাসিরা ভিবিন্ন দেশে কত কষ্ট করে থাকে তাদের পাসপোর্ট লাগে তারাতো এত সাদিন ভাবে থাকতে পারেনা তাহলে ওরা এত খারাপ কাজ করে বাংলাদেশে থাকে কি ভাবে
❤❤❤❤ওয়াও বিউটিফুল সংবাদটা তুলে ধরার জন্য
আমার চাচাতো ভাইয়ের সঙ্গে ও এমনটা হয়েছিল 😔
পড়ে ওনার কি হয়েছে
amake 2.5 billion dollar er lob dekhaise . Ami gali galaz kore disi . Email e
আনোয়ার হোসেন
মা শিক্ষিত হোক বা না হোক।
মা-ই হলো পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক। ❤️
এ অভিযান নিয়মিত চালানো উচিৎ আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর৷ এরা আমাদের জন্য গলার কাটা হয়ে দারিয়েছে৷
ধন্যবাদ আমাদের আইন শৃঙ্খলা বাহিনীকে
যিনি এখনো আমাদের জন্য কান্না করেন তিনি হলেন শেষ নবী হযরত মোহাম্মদ সাঃ লাইক হবে,,,❤❤❤
এইসব নিউজ আজ 2 বছর থেকে দেখতাছি। তারপরও কিছু বাংলাদেশি নির্লজ্জ লোভী মানুষ আছে। অতিরিক্ত লোভের কারনে এই প্রতারণার ফাঁদে পা দিচ্ছে।
ভুক্তভোগীর সংখ্যা দিন দিন বাড়ছে ,তাই প্রশাসনের উচিত দ্রুত পদক্ষেপ গ্রহণ করা ।
যারা এদের টোপে পড়েছে তাদেরকে কঠিন শাস্তি দেন তাইলে সব ঠিক হয়ে যাবে
সহমত
Moner kotha koisen
বিদেশি এই প্রতারকদের আনের আওতায় নিয়ে শাস্তি দেয়ার জন্য আনুরোধ করছি।সব দেশেই এমন লোকদের সাস্তির বিধান আছে।পৃথীবির কোন রাষ্ট্রই বাংলাদেশিদের ছাড় দেয় না। এদের কঠিন সাস্তি দিলে বাকি যারা গোপনে আছে তারা আর এধরনের আপরাধ করার সাহস পাবে না।
এদের কঠিন শাস্তি দেয়া হোক এবং এদের যারা এদেশে আনছে তাদের আইনের আলতায় আনা হক।
আবাল মানুষ এটা বুজে না বিদেশ থেকে টাকা দেয়ার বা পাঠানোর ইচ্ছা থাকলে ব্যাঙ্ক এ দিলেই তো পারে
জি। আমার কাছেও এই অফার এসেছিল। বলেছিলাম- আমি গরিব। আগে কিছু টাকা একাউন্টে পাঠাও। আমি সেটা দিয়েই তোমার টাকা উঠাব। তারপরেই ইতিহাস 😆😆😆
কঠিন সাজা দেওয়া উচিৎ
খুব সুন্দর একটি নিউজ। ধন্যবাদ সাংবাদিক ভাই কে।
সত্যি কথা সঠিক উত্তর ধন্যবাদ আপনাকে ভাই
এদেরকে স্পটে মেরে ফেলা হোক অথবা পুলিশে চাকুরি দিয়ে কোনো মাদক অভিযানে পাঠানো হোক ও তার উপর দৃষ্টি রাখা হোক।
আফ্রিকার নাগরিকদের বাংলাদেশ ব্রমন নিষিদ্ধ করা হোক
হুদাহুদি কাইল্লাদের দেখতে পারে না আমেরিকানরা এইগুলাই কারণ 😃 কাইল্লা গুলা অনেক এগ্রেসিভ আর ক্রিমিনাল হয় বেশি
@@greenkingdom285 r8 vai
যারা যারা প্রতারকদের জড়িত আছে তাদের আমরা কঠিন শাস্তি দাবি করি
এদেরকে ধরে আবার নিজের দেশের ফেরত পাঠানো আর শাস্তি না দিয়ে ছেড়ে দেওয়া তো একই কথা,,, আমি চাই এদেরকে দৃষ্টান্ত মুলক শাস্তি দেওয়া হোক 😠😠😠
অবৈধভাবে তারা কিভাবে এদেশে থাকে তা আমার বুঝে আসে না, এরা যাতে জেল থেকে ছাড়া না পায় সেই ব্যবস্থাই করা উচিৎ। যেহেতু নিজেরা আপরাধের কথা স্বকার করেছে সেহেতু তাদের পক্ষে কোন আইনজীবী না দাড়ানোর জন্য অনুরোধ করছি। নিশ্চিত সাজা হলে অন্যরা সাহস পাবে না।
আমার সাথেও একবার সেইম এরকম হইছিলো, আমাকে নক করছিলো জিমেইল এ, তবে আমি ওদের চালাকি কিছুটা টের পেয়ে পিছু হয়ে যায়
"আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়াবারকাতুহু"
আমরা একদিন এই পৃথিবীতে ছিলাম না, আবার একদিন থাকব ও না। আসুন আমরা সবাই মিলে সালাত কায়েম করি। অতএব, নিজে সালাত আদায় করুন এবং অন্যকে সালাত আদায় করার জন্য দাওয়াত দিন।
আল্লাহ্ আপনাকে কবুল করুক।আমিন।
Amin Amin Amin Amin
Thank you so much brother
আমার ভাই ও এই প্রতারণার ফাঁদে পড়তে পড়তে বেচে গেছে। প্রথম থেকে আমার সাথে শেয়ার করায়।
আমার সাথে ও এ রকম হয়েছিল । অল্পের জন্য বেঁচে গিয়েছি । আমার বড় ভাইয়ের পরমর্শে জানতে পারি এগুলো প্রতারনা
ভাইয়া কেমনে কি বলেছিলো সব বলবেন একটূ
এদেরকে কঠোর শাস্তির আওতায় আনতে হবে। আর সাধারণ মানুষকে সচেতন করতে হবে। বিদেশিদের নিজ নিজ দেশে ফেরত পাঠাতে হবে।
আমিও এদের ফাঁদে পাঁ দিতে জাচ্ছিলাম কিন্তু আল্লাহর রহমতে আমি বেঁচে গেছি ❤❤ আমার কেন জানি একটু একটু সন্দেহ হচ্ছিল তাই নেটে সার্চ দিলাম তারপর আপনাদের এই ভিডিও দেখলাম আপনাদের অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটি আমাদের সামনে উপস্থাপন করার জন্য ❤❤ কারণ এই ভিডিওর মধ্যে এমন একটা ভিডিও আছে যেটা আমাকে ওরা দিয়ে লোভ দেখিয়েছিলো আমি সত্যি অনেক খুশি যে আমি এখন সতর্ক হয়ে গেছি ❤তারা আমার থেকে এক লক্ষ টাকা চাচ্ছিলো ডেলিভারি ফি হিসেবে 😢
Assalamu walaikum vai
Ami dating apps akjon bideshi Meyer shathe emni text kortam meyeti may be porn girl kicu din por bole tumr panishment hobe kothokhon por Bangladeshi nbr theke CID porichoy amak phn dicilo Ami Kotha boli nai ete ki kuno problem Hobe pls bolben
বাংলাদেশের পুলিশ এবং ডিবি পুলিশ দেরকে ধন্যবাদ। যে জনগণের পাশে দারাচ্ছে। জনগণ পুলিশের পক্ষে বিশ্বাস রাখতে পারবে।
আমরা বাংলাদেশের লোকজন কোথাও ভিসা ছাড়া থাকতে পারি না কোন ভিন্ন দেশে ভিন্ন দেশের মানুষ কি ভাবে আমাদের বাংলাদেশে থাকে এ-ই অভয়িদ লোকজন কে আইনের আওতায় এনে শাস্তি প্রদান করে তাদের নিজ খরচে তাদেরকে নিজ নিজ দেশে পাঠানো হোক আমি এই ঘটনার তিব্র নিন্দা জানাই।
এই নিউজগুলো দেখতে খুব ভালো লাগে,,মানুষ কত লোভি,,ডলারের কত লোভ 😆😆😆
আমার কাছেও এরকম একটি ইমেইল এসেছিল এবং আমি অনেকদিন কথাও বলেছিলাম পরে কিন্তু আমি টাকা দেইনি চক্রান্ত করে মানুষকে ঠকাচ্ছে। যারা একটু বেশি লোক করে তারাই কিন্তু তাদের চক্রান্তে ফাঁদে পা দেয়। তাই যা করবেন ভেবে বুঝে শুনে অন্যজনকে শেয়ার করে করবেন।
এদের কে বিচারের আওতায় এনে উপযুক্ত শাস্তি দাবি করছি
ডিম থেরাপি দেন, এতো কাহিনি করার কি আছে
আমার সাথেও এরকম হয়েছিল, লাগেজটি নেওয়ার জন্য ৭০,০০০ টাকা চেয়েছিল। আমি এ ব্যাপারে বিমানবন্দরে খোজ খবর নিয়ে জানতে পারি এগুলো সম্পূর্ণ জালিয়াতি। আমার অবশ্য প্রথম থেকেই সন্দেহ ছিল।
আমারে ও এই ভাবে ইমেইল করছে,,,একদিন,,,, তারা আমেরিকান সুলজার,,, তারা সিরিয়াই যুদ্ধে গেছে,এখানে ২ লাখ ডলারের টাংক পাইছে,তারা এখন বাংলাদেশ টাকাটা রাখতে চায় আমার মাধ্যমে। বিশ্বাস হওয়ার মত সব ডুকুমেন্ট সাবমিট করছে। কিন্তু আমার সাথে পারে নাই।
দ্রুত ফাঁসি দাবি করছি
কিছুদিন আগে যুক্তরাষ্ট্রের মিলিটারী অফিসার পরিচয়ে আমার সাথেও একটা প্রতারক চক্রের কথা হয়। 😂
Right disision
ওদের বাংলাদেশে আসা বন্ধ করুন। আর যারা বাংলাদেশে আছে তাদের যার যার দেশে পাঠানো হোক
ফাঁসি দেওয়া হোক
ভবিষ্যতে সবকিছু
অনিশ্চিত হলেও,
নিজের মৃত্যু
সুনিশ্চিত ।
খুব সুন্দর খবর
এ চক্রের কাছে আমিও পরেছিলাম তাদের কপাল খারাপ আমি লোভি না 🤣🤣
good job 👍
দেশে যারা অবৈধ আছে ! তাদের চিরোনি অভিযোগ দিয়ে নিজ নিজ দেশে পাঠিয়ে দেওয়া হক
আমারও একটা গিপ্ট এসেছিলো।
৮৭ হাজার টাকা বিল চেয়েছিলেন আমি যাই নাই।
সমাধান একটাই এদেরকে যার যার দেশে পাঠিয়ে দেওয়াই উত্তম আমাদের দেশের নাগরিকদের নিরাপত্তার খাতিরে
ভাই এই ছোট্ট বোন টার পাশে একটু ধারান কোরআন গজল এবং আরও অনেক ভিডিও বানাই 💜💜💜
মানুষকে গোনাহের দিকে আহবান কোরছেন?
আপনার চ্যানেলে বেপর্দা নারীদের ভিডিও আপলোড করে থাকেন সেটাকি বৈধ? এর দ্বারা নিজে যেমন ঝিনার গোনাহে / কবিরা গোনাহে লিপ্ত হচ্ছেন অপরকেও লিপ্ত করছেন, আর পর্দার সহীত যদি ভিডিও বানিয়েও থাকেন তবে নারীদের কন্ঠেরও যে পর্দা রয়েছে এটা আপনার যানা নাই?
নারীদের কন্ঠে গজন কুরআন তিলাওয়াত অন্য পর পুরুষে শুনলে ঝিনার গোনাহ/ কবিরাহ গোনাহ হয় তা যানেন না?
সামান্য কিছু টাকা বা লাইক ফলো পাওয়ার জন্য গোনাহের পথ বেঁছে নিতে হলো?
পরকালের কথা চিন্তা করে এসব থেকে দূরে থাকুন। কথাগুলি সঠিল বল্লাম নাকি ভুল ইসলামে এই ব্যাপারে কি বলে একটু চিন্তা করে দেখবেন, আগেই রেগে যাবেন না।
ভুল যে ধরিয়ে দেয় সে আপনার বন্ধু শত্রু নয়।
A lot of times happened the same cases... Why the government of Bangladesh not close the visa of Nigerian people... In the middle east some countries already banned them...
আরে ভাই এইগুলাতো আমার সাথেও হইছে। কিন্তু আমি বলছি আপনি পাঠাইয়া দেন পরে যত চার্জ হয়। অইখান থেকে দিয়ে দিবো। আহারে বেচারি কতো কাহিনি না করলো কিন্তু আমাকে আর রাজি করাইতে পারলো না😁😁😁😁
আমি তো নাম ঠিকানা সব দিছি। আমার কি সমস্যা হতে পারে।
লোভে পাপ পাপে মৃত্যু,,বারবার সংবাদে সতর্ক করার পরও মানুষ এমন বোকা কেন?
লোভে পাপ পাপে মৃত্যু
কাস্টম সেই ছিল 😊😊😊😊😊
Good ....
সম্প্রতি আমার সাথে এরকম ঘটনা ঘঠতেছে, একটা বিদেশী নারী সেনা সদস্য সদস্য সে যে আমার সাথে কথা বলে এবং কিছুদিন কথা বলার পর আমার সাথে ফ্রেন্ডশিপ করে , একপর্যায়ে আমাকে বলে আমার কাছে ৪ লাখ ৫০ হাজার ডলার দিবে এবং আমার বাড়ির ঠিকানা ও ফোন নাম্বর নেয়।পরে পার্সেল টি বাংলাদেশ এসে পৌঁছায় এরং আমাকে কাষ্টম থেকে ফোন এবং ইমেইল করা হয় আমার নামে একটা পার্সেল আসছে।এটা আমার গ্ৰহন করতে হলে আমাকে ৫২,৫০০ টাকা পে করতে হবে
ভাই কিছুদিন আগে আমার সাথে এরকমটা ঘটছে। সকল প্রমাণ আমার কাছে আছে। সে বলছে সে আমেরিকার সৈনিক
ভাই রে ভাই, আমার সাথে হয়ে গেছে এই রকম 😔😔😔
আমাকেও এমন বলছে প্রায় ১মাসের বেশি অনেক লূভ দেখাইছে, আমিও অনেক অভিনয় করেছি এখন আর ফোন দেয়না,,,,
বিদেশি নাগরিকদের জামিন বাতিল করুন এবং নিজ দেশে ফেরত পাঠানোর আইন চালু করুন।
আমার সাথে এই রকম হয়ে ছে আমি ভিডিও দেখে টাকা পাঠাইনি ধন্যবাদ
এদের জেলে তীব্র শাস্তি দেয়া হোক যাতে ভয়ে এরকম কাজ না করতে পারে।
পাসপোর্ট ও নাই!?? বাংলাদেশে কিভাবে আসছে তাহলে????
তারা তারি বিদেশিদের ব্যবস্থা নেওয়া দরকার।
ঠিক করেছে বাংলাদেশ পুলিশ ভাইদের কে অসংখ্য ধন্যবাদ। মালয়েশিয়া প্রবাসী।
সরাসরি নিজ দেশে পাঠিয়ে দেয়া উচিত,,,,কি যে দেশ!""""
আমার এমন বিদেশি বন্ধু আর হলো না এমন হলে দেখতাম শেষে কি হয়।
বাস😂
এরকম আরও অনেক অবৈধ আছেন তাদের আইনের আওতায় অতি দ্রুত আনা হোক নাহয় পরবর্তীতে অনেক সমস্যায় পড়বে আমার প্রিয় বাংলাদেশ 🇧🇩
এদের অতি দ্রুত দেশে ফেরত পাঠিয়ে দেয়া উচিত বহু আগে থেকেই এই সব করে আসছে এরা এখন নিউজ দেখছি অনেক এই বিষয় নিয়ে।
Thanks
এগুলুকে নাইজেরিয়া পাটানো হক
এটাই সঠিক বিচার নিজ নিজ দেশে পাঠায়
ঠিক এমন একটা কেইস, আমার বড় ভাইয়ের সাথে হইছে...অনেক ডলার পাঠাইছে, এয়ারপোর্টে থেকে নিয়ে আসতে হবে..., আমার বড় ভাইয়ের নাম, মোবায়াইল নাম্বার সব, সহ..পরে আর আমরা জাই নাই।।
আলহামদুলিল্লাহ আল্লাহ অনেক বড় বিপদ থেকে বাছিয়েছে,
আমার সাথে এমনটা হয়েছিল।ভাগ্যিস আমি আগে থেকেই সতর্ক ছিলাম।
এই আফ্রিকানদের জন্য ভিসা কঠিন করা উচিত। এদের মাধ্যমে অনেক কঠিন রোগ আমাদের দেশে ছরিয়ে যেতে পারে।
তাদের ফাঁসি চাই
আজ আমার সাথে এমনটা হয়েছে, আল্লাহ তায়ালা বাঁচানোর মালিক বাঁচিয়েছে
আমাকেও এমন লোভ দেখানো হয়েছিল। কিন্তু আমি তাতে সাড়া দেয়নি। আমি বুঝে ফেলেছিলাম এটা যে একটা প্রতারণা তাদের।
এরকম চক্র আমার সাথে করতে চাইছিলো আলহামদুলিল্লাহ আগে থেকেই সতর্ক ছিলাম
আজকে আমার সাথে এমন টা হয়েছে ভাই , বাট টাকা চাই ছিলো আমি দেই নাই 😂, কত বড় বাটপার
আমার সাথে এমন হয়েছে, বিদেশি মিলিটারি সেজে আমার কাছ থেকে টাকা হাতিয়ে নিতে চেয়েছিল, আল্লাহ বাঁচাইছে
আমাকেও এরকম একটা আইডি দিয়ে অনেকদিন ফ্রেন্ড রিকোয়েস্ট দিয়েছিল।
তাই অপরিচিত লোকের সাথে বন্ধু হওয়ার আগে, একটু ভেবে চিন্তে বন্ধু হবেন সকলে।
আমাকেও পাঠিয়ে ছিল কিন্তু ভাগ্য ভালো আমার যে আমি বুঝতে পারছি
অবিলম্বে সুষ্ঠু তদন্ত করে আসামিদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি ইনশাল্লাহ
এ চক্র আমাকে বহু চেষ্টা করেছিলো আলহামদুলিল্লাহ কিন্তু আমাকে কোন লোভে ভিড়াইতে পারেনি
এ ধরনের প্রলোভন দেখিয়ে একাধিক ইমেইল এসেছিলো।আমি শুরু থেকেই বুঝতে পেরেছিলাম এটা কোন প্রতারক চক্রের কাজ হতে পারে?