দর্পচূর্ণ | শরৎচন্দ্র চট্টোপাধ্যায় | Sarat Chandra Chattopadhyay | Bengali Classics by Arnab

แชร์
ฝัง

ความคิดเห็น • 285

  • @priyas2537
    @priyas2537 ปีที่แล้ว +18

    আমার স্বামী রোজ সকালে অফিস এ যায় তাই রোজ ভোর 5 টায় উঠে রান্না করে নি।আর রান্না করতে করতে রোজ আপনার গল্প শুনি ।সময় টা একান্ত আমার।সত্যিই কি যে ভালো লাগে কি বলবো।❤❤❤❤খুব ভালো গল্প গুলো আর বলার ভঙ্গি

  • @paromitaadhikary7919
    @paromitaadhikary7919 2 ปีที่แล้ว +4

    যেসব গল্পগুলো নিজেরা পড়লে হয়তো এত ভালোই লাগতোনা সেই সব গল্পগুলোই মন ছুঁয়ে যায় আপনার পাঠ করার গুনে।কত বড় বড় চ্যানেল নানা রকম সাউন্ড এফেক্ট দিয়ে যা করে আপনি একাই তা করতে পারেন কত সরলভাবে। সত্যিই গল্পটা খুব ভালো লাগলো....

  • @asha8303
    @asha8303 2 ปีที่แล้ว +6

    কি অপূর্ব, অজান্তেই চোখে জল চলে এল .♥️

  • @anneshasscribbleworld
    @anneshasscribbleworld 2 ปีที่แล้ว +24

    বড় ঠিক বললেন, উপেক্ষিত হতে হতে দেবতার প্রতিও বিশ্বাস হারিয়ে যায়.

  • @Gouri-k9v
    @Gouri-k9v 10 หลายเดือนก่อน +1

    ওপূর সংসার শনতে চাই।তোমার গলায়। অসাধারণ উপস্থাপন ৷ খুব ভালো লাগলো।

  • @chaitisimson
    @chaitisimson 2 ปีที่แล้ว +5

    আপনার গল্প পাঠ করা এত অসাধারণ হয় যে প্রশংসা না করে উপায় নেই। বার বার শুনতে ইচ্ছে করে। মনে হয় জেনো আমি গল্পের প্রত্যেকটি চরিত্র চোখের সামনে দেখতে পাই। এক একটা গল্প আমাকে দুইবার করে শুনতে হয়। ধন্যবাদ। আরো নতুন নতুন গল্পের অপেক্ষায় রইলাম।

  • @tulikaMazumder07
    @tulikaMazumder07 2 ปีที่แล้ว +7

    তোমার গল্পের অপেক্ষায় বসে থাকি।গল্পগুলো শুনতে শুনতে কখন যেন হারিয়ে যাই। আর মনে হয় যেন সত্যি সেই দৃশ্যগুলো চোখের সামনে ভাসছে।

    • @BengaliClassicsByArnab
      @BengaliClassicsByArnab  2 ปีที่แล้ว +1

      Onek dhonnobad❤

    • @kumkumdattachowdhury3298
      @kumkumdattachowdhury3298 2 ปีที่แล้ว +1

      কি ভালো লাগলো ভাই তোমার পাঠ
      শুনতে .... সেই কোন কৈশোরে পড়া গল্প
      জীবনের এই প্রান্ত বেলায় এসে আবার
      শুনতে শুনতে ভালো লাগায় বিভোর হয়ে গেলাম ..... খুব সুন্দর পড়েছো ... পরবর্তী র
      আশায় রইলাম ।

  • @TheHungryNation
    @TheHungryNation 2 ปีที่แล้ว +3

    এই একটা চ্যানেল যাদের গল্প বাছাই নিয়ে কোন কথা হবে না ❤️ এভাবে এগিয়ে চলো আমাদের এমন আরো সুন্দর সুন্দর গল্প উপহার দাও।

  • @sohanghosh2083
    @sohanghosh2083 2 ปีที่แล้ว +3

    মানিক বন্দ্যোপাধ্যায়, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এর আরো গল্প শোনার আগ্রহে রইলাম, অপূর্ব আপনার গল্পপাঠ

  • @jhonyroy165
    @jhonyroy165 2 ปีที่แล้ว +3

    এ নিয়ে দুই বার শুনলাম গল্প টা। সেদিন যেমন চোখে জল চলে আসছিল আজ তাই। শুভকামনা রইল অর্নব দাদা।

  • @Aschorjobastob
    @Aschorjobastob 2 ปีที่แล้ว +7

    আমার প্রিয় মানুষটির লেখা গল্প আবার শোনানোর জন্য অসংখ্য ধন্যবাদ। আমি ক্লাস 7 এ এনার প্রেমে পড়েছিলাম, আর আজও সমান ভালোবাসি প্রত্যেকটা লেখাকে।

  • @somenathpanda194
    @somenathpanda194 2 ปีที่แล้ว +1

    এই গল্পটি‌ একটি বিশেষ মূল্যবোধের উপর দাঁড়িয়ে রচিত। কিন্তু আমাদের সাধারণ আটপৌরে জীবনে এসবের খুব একটা স্থান আছে বলে মনে হয় না।যদিওএই মূল্যবোধ খুব দরকারী। শিক্ষানীয় নিঃসন্দেহে। তবু ও মনে হয় আজকের যুগে এই কথা কেউ কি ভেবে দেখবে।কে জানে। টাকার পায়ে পড়ে না এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর।তাই হোক খুব ভালো একটা গল্প । আমাদের ভাবতে শেখায়। গল্প পাঠ ও খুব সুন্দর। ধন্যবাদ।

  • @yashasreesahamohanta3536
    @yashasreesahamohanta3536 ปีที่แล้ว +1

    Vison sundor laglo golpo ta sunte...valo thakben,emon sundor golper jonnoi opekkhay thaki,agami dine r o golpo sonar asa rakhi..onek dhonnobad 🙏🏻

  • @DipikaChatterjee-b35
    @DipikaChatterjee-b35 2 ปีที่แล้ว +1

    সত্যি আপনার পাঠের জবাব নেই ।গল্প শুনছি না চোখের সামনে দেখছি বুঝতে পারি না ।

  • @munmunkoley4438
    @munmunkoley4438 2 ปีที่แล้ว +82

    বই এর পড়া গল্প সম্পূর্ন জানার জন্য প্রথম রাধারাণী উপন্যাস শুনেছিলাম তার পর থেকে আপনার গল্প গুলো আমার রোজ রাতের সঙ্গী❤️

  • @shreyabhakat6985
    @shreyabhakat6985 2 ปีที่แล้ว +16

    শরৎচন্দ্র আলাদা এক ভালোবাসার নাম ❤️❤️❤️❤️❤️❤️

  • @supriyaroy2766
    @supriyaroy2766 ปีที่แล้ว +1

    আমি আপনার নিয়মিত শ্রোতা আমি রোজ রান্না করার সময় আপনার গল্প শুনে থাকি এতে আমার রান্না তো মন বসে আর আপনার গল্প শুনতে আমার খুব ভালো লাগে আপনি এতো সুন্দর করে বলেন যে আমার রান্নাগুলো আরো সুন্দর হয়ে ওঠে। আপনাকে অসংখ্য ধন্যবাদ
    👍👍👍👍👍

  • @barnalibiswas3922
    @barnalibiswas3922 ปีที่แล้ว +1

    Prothom din theke tomar golpo suni . onek mon kharaper dine dada tomai eai golpo gulo onek rater songi mon kharaper rateo majhe majhe tomar golpo sune mukhe hasio futeche ❤️🍫 asarakhbo dada tomar sob golpo kno sunte pari aar evabei egiye jao

  • @poulamidas9501
    @poulamidas9501 2 ปีที่แล้ว +2

    Pregnancy period a amr roj rater songi chhilo apnar golpo path. Aj onek dn bade sun6i. Khuuuuuuuubbbb valo lagche 👌

  • @sutaparoy1092
    @sutaparoy1092 ปีที่แล้ว +2

    অসাধারন শেষটা।
    খুব সুন্দর দাদা।

  • @ratnagoswami7933
    @ratnagoswami7933 ปีที่แล้ว +1

    অর্নব তোমার গল্প বলার মধ্যে একটা মাদকতা রয়েছে যার জন্য খুঁজে খুঁজে গল্প গুলো শুনি।

  • @sumanaroychoudhury-md2dc
    @sumanaroychoudhury-md2dc ปีที่แล้ว

    কি অপূর্ব আপনার কন্ঠ স্বর, কি অসাধারণ আপনার বাচন ভঙ্গি, কি অতুলনীয় আপনার গল্প নির্বাচন,,,, শরৎ চন্দ্র আমার খুব প্রিয় একজন লেখক, ওনার প্রায় সমগ্র রচনাবলী আমার মুখস্ত, আপনার সুমধুর কণ্ঠে গল্প শুনতে শুনতে গল্পের চরিত্র গুলোর মধ্যে কোথায় যেন হারিয়ে যাই আমি,,,, চোখের সামনে সমস্ত টাই জীবন্ত আর প্রাঞ্জল হয়ে ওঠে,,,,, একরাশ অভিনন্দন অসংখ্য ধন্যবাদ জানাই আপনাকে এতো ভালো ভালো গল্প আমাদের কে উপহার দেবার জন্য, ভালো থাকুন সুস্থ থাকুন, ঈশ্বর আপনার সর্বাঙ্গীন মঙ্গল করুন 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ciarahanna2499
    @ciarahanna2499 2 ปีที่แล้ว +9

    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা গল্প গুলো শুধু মন ছুঁয়ে যায়না, যাওয়ার সময় চোখের কোনাটাও ভিজিয়ে দিয়ে যায়। আপনার গল্প বলাটাও বেশ ভালো। দয়াকরে কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা গল্প একটু বেশি করে শোনাবেন। বিভূতিভূষণ বাবুর লেখা গল্পেরও কোনো তুলনা নেই, তবুও তার তুলনায় কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা গল্প আপনার চ্যানেলে অনেকটাই কম শোনানো হয়। দয়াকরে অনুরোধটা রাখবেন।

  • @indraji01
    @indraji01 2 ปีที่แล้ว +1

    Khub valo laglo golpo ti ,, amar ei prothom bar porichoy holo ei golpo tir sathe ,, ojosro dhonyobad tomae arnab ❤❤

  • @prashantasarkar2814
    @prashantasarkar2814 2 ปีที่แล้ว +9

    একখানি বিমলা সদৃশ ভগিনী চাই ❤❤

  • @utube5177
    @utube5177 2 ปีที่แล้ว +3

    শরৎচন্দ্র ছাড়া ভালোবাসা আর সম্পর্কের এত গভীর অথচ সাবলীল রচনা আর কে করতে পারেন 🙏🙏🙏
    তার সাথে অসাধারণ গল্প পাঠ যেনো চোখের সামনে সব টা ফুটিয়ে তুলেছে👍👍👍

  • @hamidremon8772
    @hamidremon8772 ปีที่แล้ว

    দাদা, আমার বাড়ি বাংলাদেশ, এখন আমি দক্ষিণ কোরিয়া থাকি। আমি আপনার সব গল্প উপন্যাস পাঠ নিয়মিত শুনে থাকি। খুব ভালো লাগে যখন আপনার কন্ঠে গল্প গুলো শুনতে থাকি। এতই ভালো লাগে যে পরিণিতা উপন্যাস টি কয়েক বার শুনেছি।
    আপনার কাছে আবদার থাকবে এ রকম আরো সুন্দর সুন্দর উপন্যাস আপনার মায়াময় কন্ঠে মাদের উপহার দিবেন।
    আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

  • @shahinarazaman4210
    @shahinarazaman4210 2 ปีที่แล้ว +6

    তোমার প্রশংসা করতে করতে ক্লান্ত হয়ে গেছি কিন্তু তবুও যে কিছু না বললে যেন শান্তি হয় না ভাই , বাংলাদেশ থেকে অনেক দোয়া রইলো

  • @subhrachakraborty9669
    @subhrachakraborty9669 ปีที่แล้ว

    Ei nie 5 th time sunchi. Akhon sokal 5.00 ta. Cheleder tiffin korchi r sunchi. Jani hoito ei comment tir kono proyojon nei ei channel tir kintu na kore parlam na. Khub valo legeche. Ei golpo ti amar khub moner moto. Purushder nie lakhha khub kom ache feminism er ulto dik ta khub sundor futie tulechen. Thank u ei heera tike amader samne tule dhorar jonno thank you🌹🌹🌹🙏

  • @prankboy653
    @prankboy653 2 ปีที่แล้ว +2

    সত্যি বলতে তোমার গল্পে যাদু আছে যা মনকে ছুঁয়ে যায়

  • @parthachakraborty5437
    @parthachakraborty5437 ปีที่แล้ว

    Ei niye teen baar shunchi, jemon sundar golpo temni modhur golpo path.

  • @asmitabiswas2693
    @asmitabiswas2693 2 ปีที่แล้ว +2

    কি অপূর্ব সুন্দর,,,, চোখে জল চলে এলো 🥰

  • @sukanyasaharoy5369
    @sukanyasaharoy5369 2 ปีที่แล้ว +1

    Atto osadharon ekta golpo bolar jnno apnak ononkho dhonnobad dada...ae holo literature er sokti golper modhhe dia jiboner kottoboroboro path j poriyeday er tulona nei..sottie opurbo 1.29 ghonta katlo..ae sundor somayta upohar deyar jnno onk dhonnobad.. ato vlo kaj korar jnno vogoban apnar vlo koruk..🌼

  • @parnachakraborty2717
    @parnachakraborty2717 2 ปีที่แล้ว +3

    গল্পটা খুব ভালো লাগছে দাদা। আর তোমাকে রাখি বন্ধনের অনেক অনেক শুভেচ্ছা জানাই । হয়তো তোমাকে কোনোদিনও সামনে থেকে রাখি পড়াতে পারবো না । ধরো আমি তোমার বোনের মতোই তাই দূর থেকেই মনে মনে তোমাকে রাখি পড়া লাম তুমি না হয় দূর থেকেই আমার এই শুভেচ্ছা নিও❤️

  • @somdyutirakshit8326
    @somdyutirakshit8326 2 ปีที่แล้ว

    Sottie apnake onk dhonyobad ato sundor vabe galpo gulo amader sonanor jonyo ..apni osomvob rokom valo galpo path koren.. khub valo thakun, sustho thakun..❤️❤️🙏🙏🤗🤗

  • @munmunpal4742
    @munmunpal4742 2 ปีที่แล้ว +1

    গল্পটা অনেক ভালো লাগলো , আপনাকে রাখি পূর্ণিমার শুভেচ্ছা জানাই দাদা

  • @suchandra9887
    @suchandra9887 ปีที่แล้ว

    amar sobcheye priyo golpo ti apnar golay r o onek besi sundor laglo. dhonnobad

  • @subhrachakraborty9669
    @subhrachakraborty9669 2 ปีที่แล้ว

    Khub valo laglo . Lekhak ar tar rachana to sorbojon bidita. Ota ar choto mukhe ki boli kintu tomar golpo bolar dhoron osadharon ar seser je kota line tumi bolecho segulo moner khub ontorer kotha. Khub khub valo laglo

  • @riyadaspaul4589
    @riyadaspaul4589 2 ปีที่แล้ว +1

    এত এত এত সুন্দর পাঠ করার দক্ষতা আমি দেখিনি। তোমার আওয়াজে যেনো সমস্ত ক্লান্তি মুছে নিন ডুবে যায় গল্পে। শেষটায় কেদেই ফেললাম। তোমার প্রশংসা যতই করি কম। এগিয়ে যাও অনেক অনেক এগিয়ে যাও।

  • @avantikasen3226
    @avantikasen3226 10 หลายเดือนก่อน

    বই পড়াই ছিল কিন্তু তোমার পাঠ শোনার অনুভূতিই আলাদা❤️❤️

  • @annapurnatanti8577
    @annapurnatanti8577 6 หลายเดือนก่อน

    দাদা আপনার গল্প না শুনলে আমার আজকাল ঘুম আসে না,,,সবসময় আপনার গল্প যেনো শুনতে পাই। আপনার গল্প আমার যেমন ভালো লাগে আমার দিদার ঘুমের ওষুধ আর লাগে না

  • @subrataghorui9125
    @subrataghorui9125 2 ปีที่แล้ว +2

    আহা মনটা ভরে গেল গল্পটা শুনে ।

  • @aishwaryabera7114
    @aishwaryabera7114 2 ปีที่แล้ว +2

    এতো সুন্দর গল্প পাঠ করেন না আপনি 🥰সত্যিই আমার তো দারুন লাগে ❤️❤️। তবে আরণ্যকটা খুব করে শুনতে চাই 😒।

  • @raiidey
    @raiidey 2 ปีที่แล้ว +2

    গৃহদাহ গল্প টা শোনানোর আর্জি রইলো...

  • @santumal4486
    @santumal4486 2 ปีที่แล้ว +1

    অসাধারণ গল্প ও অসাধারণ গল্পপাঠ চালিয়ে যাও বন্ধু

  • @srihori9799
    @srihori9799 2 ปีที่แล้ว +1

    জীবনের অনেক ঘটনায় অনেক কথাই মনে পড়ে গেল
    জীবনে শুধুমাত্র তো একটু ভালোবাসা চেয়েছিলাম কিন্তুু কই পেলাম যা পেলাম তা তো শুধুমাত্র অবহেলা।

  • @rashmitaday6274
    @rashmitaday6274 2 ปีที่แล้ว +8

    আমার ভালোবাসা শরৎচন্দ্র ❤️❤️❤️

    • @BengaliClassicsByArnab
      @BengaliClassicsByArnab  2 ปีที่แล้ว +1

      Amaro ❤

    • @soumitamondal2427
      @soumitamondal2427 2 ปีที่แล้ว

      Amar srikanto se ♥️

    • @rashmitaday6274
      @rashmitaday6274 2 ปีที่แล้ว

      Apnar golpo prar dhron sotti khub sundor.....valo thakben ....apnar golpo gulo bara bara suni...amoni sundor upohar diya jan ...onak onak .. valobasa o shrodha roilo..

  • @tinkusinha3233
    @tinkusinha3233 2 ปีที่แล้ว +1

    কী ভাষায় বলি, ভালো লাগলো তা কতটা প্রকাশ্যে সম্ভব নয় .....!!!

  • @titaschatterjee7823
    @titaschatterjee7823 2 หลายเดือนก่อน

    Apurba sundor golpo r poribeshona

  • @priyanka-uv2gu
    @priyanka-uv2gu 2 ปีที่แล้ว

    Amon sundor akta golpo path upohar dilen , darun 👌👌

  • @anamikadas1458
    @anamikadas1458 2 ปีที่แล้ว

    Ato sundor vabe golpo gulo bolen je soti sundor khub khub khub khub khub valo lage golpo gulo😊

  • @nilimadey9738
    @nilimadey9738 2 ปีที่แล้ว +2

    Sarot babur lekhar ami khub vakto .,rachonaboli amar sab para .tobu tomar kanthe darpochurno apurbo laglo..bhalo theko r emon anondo dio

  • @pinkigayen4836
    @pinkigayen4836 2 ปีที่แล้ว +1

    সত্যি অসাধারণ কিছু বলার নেই

  • @lipimondal7752
    @lipimondal7752 2 ปีที่แล้ว

    Mon ta bhore galo bhai.... 👌👌👌🙂❤❤❤

  • @paramitasen7119
    @paramitasen7119 3 หลายเดือนก่อน

    কী অপূর্ব গল্প!

  • @mrinalkanti6989
    @mrinalkanti6989 ปีที่แล้ว

    খুব সুন্দর ।বলার কায়দা খুবই সুন্দর ।

  • @pujamaity4399
    @pujamaity4399 2 ปีที่แล้ว +1

    R 11 minutes.
    So happy dada vai
    Onk din holo sunini.
    Jotoi golpo suni tmr konthe mone hoy aro aro suni.
    Ki je ache tmr golpo bolar vongite
    Soyong vogoban tmy amder eto sundor sundor golpo sonanor jonno pathiyeche.

  • @Dream_-_Lover
    @Dream_-_Lover ปีที่แล้ว

    Khub valo lage apnr awaz a glpo sunte . Mone hoy sb jano amr chokher smne ho66e .a

  • @shabaridey3640
    @shabaridey3640 2 ปีที่แล้ว +2

    তোমার গল্পপাঠ করার দক্ষতা প্রশংসা র যোগ্য। বেশ সুন্দর করে লাগছে শুনতে!!

  • @bristimondal4708
    @bristimondal4708 2 ปีที่แล้ว +3

    Khub valo golpo 💫💫💫💫💫💫💫💫

  • @anjanadey3884
    @anjanadey3884 7 หลายเดือนก่อน

    ALL RELATIONS STAND ON RESPECTFULNESS. AMAR KATHASILPI SARAT CHATTERJI ALSO PROVED THIS IN HIS IMMORTAL CREATION OF STORIES. 😊😊❤❤

  • @aninditavlog4753
    @aninditavlog4753 2 ปีที่แล้ว

    Ufff dada.... Tomr voice just অপুর্ব 😘😘

  • @heartperson4987
    @heartperson4987 ปีที่แล้ว +1

    আপনার কন্ঠে প্রথম শোনা আদর্শ হিন্দু হোটেল..
    আহা কি যে ভালো লাগিল সেই থেকে যেন আপনার কন্ঠ না শুনিলেই নয়।

  • @Sonali-t4f
    @Sonali-t4f ปีที่แล้ว

    আমার পড়া তাও আবার শুনলাম খুব সুন্দর ❤❤

  • @gopakarmakar2748
    @gopakarmakar2748 2 ปีที่แล้ว +9

    "যে ভালোবাসার সত্যিই যোগ্য তাকে সর্বস্ব দিয়ে ভলোবাসতে হয় "❤❤❤❤🙂🙂

  • @samarendrabanerjee797
    @samarendrabanerjee797 2 ปีที่แล้ว +3

    After a long time.... Thanks Darun laglo

  • @tiasabhadra7594
    @tiasabhadra7594 2 ปีที่แล้ว +1

    Darun👌👌

  • @tanayasaha6357
    @tanayasaha6357 2 ปีที่แล้ว +2

    মন ছুঁয়ে গেল ❤

  • @sujitsarkar1499
    @sujitsarkar1499 ปีที่แล้ว

    ❤darun darun

  • @amarbangla8537
    @amarbangla8537 2 ปีที่แล้ว +1

    খুব খুব খুব ভালো লাগলো ধন্যবাদ আপনাকে

  • @kahini4801
    @kahini4801 2 ปีที่แล้ว +5

    অভূতপূর্ব! আপনার শ্রুতি মাধুর্য কণ্ঠে আরও সুন্দর লাগল,

  • @sompasamanta4127
    @sompasamanta4127 2 ปีที่แล้ว

    Khub valo laglo galpota sune apnar kanthe.

  • @chaitalinandi1154
    @chaitalinandi1154 2 ปีที่แล้ว +1

    দারুন একটা উপস্থাপনা।

  • @susmitadas4418
    @susmitadas4418 2 ปีที่แล้ว +1

    Khub sundor ❤

  • @shreyaroy4532
    @shreyaroy4532 2 ปีที่แล้ว +5

    দাদা দারুন দারুন পাঠ করেছো 😊
    কিছু মনে করো না তোমায় তুমি বললাম 🤭
    কারণ তোমার গলা শুনতে শুনতে তুমি বেশ আপন হয়ে উঠেছে 😄 আরও আরও গল্প শুনতে চাই খুব খুশি হলাম সপ্তাহ এ দুটো গল্প শুনতে পাব বলে
    অনেক ধন্যবাদ 😊🥰

  • @dipanwita2910
    @dipanwita2910 ปีที่แล้ว

    Amar apnar channel ta vishon valo.lage .... Pure authentic golpo shunte pari ... Jara golper boi porte parina kintu authentic golpo shunte chai tader kache apnar channel hochhe tirthodham

  • @sompasamanta4127
    @sompasamanta4127 2 ปีที่แล้ว

    Apnar kanthe galpo gulo sottikarer pran pay

  • @suryabhawan7723
    @suryabhawan7723 ปีที่แล้ว

    Dada Sarat ,Bankim Samagra ke niye abdar roilo...
    Dhanyabad
    Mahasweta Mukherji...

  • @sharminshapna1013
    @sharminshapna1013 2 ปีที่แล้ว +2

    বাংলাদেশ থেকে বলছি
    সত্যিই আপনার গলায় প্রথম পরিনিতা শুনে তারপর আর একটা উপন্যাস ও মিস করিনি🥰🥰
    আর শরৎচন্দ্র আমার ভিষন পছন্দের, তার সমগ্র আমার কাছে আছে,তবুও আপনার গলায় শুনলে যেন নিজেকে উপন্যাসের নায়িকা মনে হতে থাকে,আর গল্পের মধ্য দিয়ে ডুবে যাই

  • @adianddivi2610
    @adianddivi2610 2 ปีที่แล้ว +1

    Khub priyo golpo.Thank you dada

  • @dipikapal3237
    @dipikapal3237 2 ปีที่แล้ว

    আমি মন্ত্র মুগ্ধ হয়ে গেলাম

  • @parthodey8879
    @parthodey8879 2 ปีที่แล้ว

    Apni sotti genious arnab da.

  • @smitabiswas9780
    @smitabiswas9780 2 ปีที่แล้ว +1

    উফফ সত্যিই অসাধারণ ধন্যবাদ অর্নব দা

  • @pratimanaiya897
    @pratimanaiya897 7 หลายเดือนก่อน

    Asadharon

  • @statusqueen8522
    @statusqueen8522 ปีที่แล้ว

    খুব ভালো লাগলো। 🥹🥹🥹🥹

  • @samironsanki3604
    @samironsanki3604 2 ปีที่แล้ว +1

    দাদা তোমার গল্প অনেক দিন ধরে শুনছি। খুব ভালো লাগে তোমার গল্প শুনতে তোমার গল্পের জন্য অপেক্ষা করি 🥰🥰

  • @binamandal9098
    @binamandal9098 2 ปีที่แล้ว +1

    আপনার গল্প বলা টা এতো সুন্দর লাগে মনে হয় সুনেই যাই

  • @eshadas5020
    @eshadas5020 2 ปีที่แล้ว

    Bha sotti khub valo laglo tomar konthe galpoti jeno pran pelo eto sundor vabe galpoti sonanor jonno dhonnobad god bless you

  • @abhijitghosal537
    @abhijitghosal537 2 ปีที่แล้ว +1

    বেশ ভালো লাগলো।

  • @bhagyashreechatterjee
    @bhagyashreechatterjee 2 ปีที่แล้ว

    Literally every week wait kori tomar golpo r jonno

  • @animeshmondal1018
    @animeshmondal1018 2 ปีที่แล้ว +1

    দারুন লাগলো দাদা❤️

  • @kshariharan53
    @kshariharan53 ปีที่แล้ว +1

    Mr you motivate the listener beautifully

  • @adrija100
    @adrija100 2 ปีที่แล้ว

    Khub bhalo laglo.

  • @moureenshabnam169
    @moureenshabnam169 2 ปีที่แล้ว +3

    দারুন 😊😊

  • @srutiscraftanddiy
    @srutiscraftanddiy ปีที่แล้ว

    Background er piano music ta khub darun manay ❤️

  • @souravghosh1042
    @souravghosh1042 2 ปีที่แล้ว +1

    অসাধারণ 💝💝

  • @gopinathsaha9353
    @gopinathsaha9353 2 ปีที่แล้ว +1

    Khub sundor ❤️❤️❤️❤️🌹🌹🌹🌹

    • @BengaliClassicsByArnab
      @BengaliClassicsByArnab  2 ปีที่แล้ว

      Onek dhonnobad❤

    • @gopinathsaha9353
      @gopinathsaha9353 2 ปีที่แล้ว

      আপনার উপস্হাপনা খুব সুন্দর।
      গল্পটা বোঝার মতো, গল্প শোনানোর জন্য ধন্যবাদ 🙏🙏🙏🙏

  • @SudhangshuKumarBiswas-f3v
    @SudhangshuKumarBiswas-f3v 4 หลายเดือนก่อน

    অপুর্ব গল্প

  • @riyastutorial7287
    @riyastutorial7287 2 ปีที่แล้ว +1

    Awesome 👌

  • @debabratabiswas9654
    @debabratabiswas9654 ปีที่แล้ว

    অপূর্ব 🙏