কিভাবে সম্ভব এতো Avg Mileage 99.9KM/L!!?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ส.ค. 2024
  • আসসালামু আলাইকুম, মূলত ঠান্ডা মস্তিষ্কে হাই এক্সিলারেশন না করে যত কম ব্রেক করে গাড়ি চালানো যায় ততই বেশি মাইলেজ পাওয়া সম্ভব। যদিও বাংলাদেশের ট্রাফিক কন্ডিশন অনুযায়ী গাড়ি ঘন ঘন ব্রেক করতে হয় যার ফলে গাড়ির মাইলেজ ড্রপ করে।‌ গাড়ির মাইনের বেশি পেতে যে জিনিসগুলোর প্রতি লক্ষ্য রাখবেন:
    ১. ভালো মানের তেলের ব্যবহার।
    ২. গাড়ির রিকমেন্ডেড অথবা প্রতিটি চাকার প্রেসার সমানভাবে ৩৩ অথবা ৩৪ পি এস আই করে রাখা।
    ৩. ভালো মানের এয়ার ফিল্টার ও এসি ফিল্টার ব্যবহার করা।
    ৪. জেনুইন স্পার্ক প্লাগ ব্যবহার করা।
    ৫. গাড়ির ব্যাটারির হেলথ ভালো থাকলে সব সময় ECO মুডে চালানো।
    ৬. গাড়ির RPM 1500-2000 এর মধ্যে রাখা।
    ৭. যত কম ব্রেক করে গাড়ির গতি নিয়ন্ত্রণ করে চালানোর চেষ্টা করা।
    ৮. গাড়ির এক্সিলারেশন কিছুক্ষণ একটানা ধরে রাখার পর কিছুক্ষণ একটানা ছেড়ে গাড়ি চালানো অর্থাৎ ঈগল পাখির মত কিছুক্ষণ ডানা জেড়ে এবং কিছুক্ষণ ডানা মেলে রেখে সামনে অগ্রসর হওয়ার মতো।
    ৯. অযথাই হঠাৎ করে গাড়ির গতি উঠিয়ে আবার হঠাৎ করে ব্রেক করে গাড়ির গতি নিয়ন্ত্রণ না করা।
    উপরোক্ত নিয়মগুলো মেনে চললে আপনার গাড়িতে অবশ্যই ভালো মাইলেজ পাবেন।
    আমার দীর্ঘদিন গাড়ি ব্যবহারের ও কাজের অভিজ্ঞতা থেকেই এই ভিডিওটি তৈরি করেছি। ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করেছি কিভাবে হাইব্রিড ব্যাটারির দুর্বল ও ভালো মডিউল খুঁজে বের করতে হয়। কোন ভুল ত্রুটি হলে দয়া করে ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন। এবং অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও ভিডিও গুলোতে লাইক ও শেয়ার করে আমাকে সাপোর্ট দিবেন এই প্রত্যাশা আপনাদের সকলের প্রতি, ধন্যবাদ।
    যে কোন প্রয়োজন মোবাইল: ০১৯৮৫-৪৪১০৩৮, ০১৮২৬-৪৩৫৯৯৮।
    অনুগ্রপূর্বক আমার চ্যানেলটি subscribe করবেন এবং ভিডিওটিতে Like & Share এবং নতুন নতুন ভিডিও এর নোটিফিকেশন পেতে 🔔 বাটনে ক্লিক করতে ভুবেননা।
    ** Join us on Facebook:
    ** Hybrid Solutions: / hybridsolutionsbd

ความคิดเห็น • 6

  • @IqbalHossain-mw4rj
    @IqbalHossain-mw4rj 6 หลายเดือนก่อน +1

    Onekei Li-ion Battery install korteche, User experience sobar ekoi mot Great Performance.

  • @syduzzaman
    @syduzzaman 8 หลายเดือนก่อน +2

    Your channel deserves more views. 🎉. Keep it up.

    • @fixwithmhasan
      @fixwithmhasan  8 หลายเดือนก่อน

      Thank you Brother

  • @sherfsherif4020
    @sherfsherif4020 6 หลายเดือนก่อน

    এই কারণেই বলে মিথ্যা কথা বললে কম বলে লাভ ব্যবসা হালাল জিনিস ওখানে এত মিথ্যা কথা বলার কোন প্রয়োজন নেই ঢাকার ভিতরে 12 সর্বোচ্চ 15 ঢাকার বাইরে 22 পাবেন আপনারা কেন বলেন 30 গাড়ি কি বাতাস খেয়ে চলে

    • @muhammadmahmudulhasan5653
      @muhammadmahmudulhasan5653 6 หลายเดือนก่อน +2

      আসসালামুয়ালাইকুম, 30 কিলোমিটার লিটারে সব সময় পাওয়া সম্ভব নয় আবার সম্ভব। তবে যদি ব্যাটারি ভালো হয়, গাড়িতে লোড কম থাকে এবং গাড়ির গতি 50/60 রেখে ইকো মুডে চালানো যায় তাহলে 30 এর আশেপাশেই মাইলেজ থাকে। যেহেতু আমার নিজের হাইব্রিড ফিল্ডার গাড়ি আছে। 6 বছর যাবত হাইব্রিড গাড়ি ব্যাবহার করতেছি। কিন্তু সব সময় এই ভাবে গাড়ি চালানো যায় না। আলহামদুলিল্লাহ আমি সাভার থেকে ঢাকায় আসা যাওয়াতে গড় মাইলেজ 22-25 পাই অফিস টাইমে এ। ঢাকার বাহিরের 25-30।কিন্তু ঢাকা সিটির ভিতর 5-10কি মি চালিয়ে তেলের accurate avg হিসাব করতে পারি না। ঢাকার বাহিরে যখন যায় তখন মাঝে মাঝে মনে হয় গাড়ি হাওয়াই চলে, 3000/- তেল দিয়ে 600+ কি মি চালানোর পরেও তেল বেঁচে যাচ্ছে আলহামদুলিল্লাহ্ , ধন্যবাদ।

    • @fixwithmhasan
      @fixwithmhasan  6 หลายเดือนก่อน +2

      ভাই এখানে মিথ্যার কি দেখলেন? ভিডিও পুরো ভালো করে দেখে বুঝে মন্তব্য করবেন। হাইব্রিড গাড়ি যারা ভালোমতো চালাতে পারে তারা সত্যি বলতেই অনেক ভালো মাইলেজ পায়। তবে এর জন্য অবশ্যই ব্যাটারির হেলথ ভালো থাকতে হবে। তাছাড়া ভিডিও ডিসক্রিপশনে বিস্তারিত বিবরণ দেওয়া আছে কিভাবে ভাল মাইলেজ পাওয়ার সম্ভব। দয়া করে একটু দেখে নিবেন।