Asif Akbar | Tumie Shukhi How- (2002) | Full Album Audio Jukebox

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ม.ค. 2025

ความคิดเห็น • 2.1K

  • @mohinuddingsdl1179
    @mohinuddingsdl1179 4 ปีที่แล้ว +61

    আহা কি যে স্মৃতি, আমি যখন ক্লাস সিক্স এ পড়ি,,, তখন এ ক্যাসেট টা বাহির হয়,,,, আমরা ক্লাসের ছেলে/মেয়ে সবাই এই ক্যাসেটের গান গুলো গাইতাম,,, হারিয়ে গেলো সেই দিনগুলি,,, কার কার মনে আছে ???

  • @পুষ্পআহমেদ
    @পুষ্পআহমেদ 5 ปีที่แล้ว +15

    অসাধারণ ভাই সত্যি ভালবেসে কি পেলাম

    • @Rabeah300
      @Rabeah300 3 หลายเดือนก่อน +1

      🇧🇩👉🇸🇦😭😭😭😭💔💔💔💔

  • @d.kproduction9539
    @d.kproduction9539 2 ปีที่แล้ว +15

    মানুষ বড়ই অদ্ভুত! থাকতে মূল্য বুঝেনা,
    অবহেলায় মত্ত্ব থাকে।
    হারিয়ে গেলে মুখ লুকিয়ে "কাঁদে"।
    দেবা বিশ্বাস উওম

  • @mr.gobindadas5950
    @mr.gobindadas5950 3 หลายเดือนก่อน +2

    আমি আসিফ ভাইয়ের গান শুনছি 2001 থেকে
    আসিফ ভাইয়ের এমন কোনো গান নেই যে শুনিনি,
    আমি যখন 2012 সালে বাংলাদেশে বেড়াতে যায় ,ওখানে গিয়ে 50+দোকানে গিয়ে আসিফ ভাইয়ের যত গান আছে খুঁজে খুঁজে নিয়ে এসেছি ❤❤love you asif bhaiya

  • @khasru4687
    @khasru4687 3 ปีที่แล้ว +17

    স্যার আপনি আমার আইডল।আপনার জন্যই আমার মিউজিক লাইনে আসা।সেই ছোট্ট বেলা থেকে আপনাকে ফলো করে আসছি।আপনার এমন কোন গান নেই জেটা আমি সুনিনি।আল্লাহ আপনাকে নেক হায়াত দান করুক।আমিন

    • @NayonMollah-o5z
      @NayonMollah-o5z ปีที่แล้ว +2

      😅😅😅😅😅😅😅😅😅😅😮😅 4:45 😮😅lp0

  • @enjoylife1458
    @enjoylife1458 3 ปีที่แล้ว +14

    💕 আজো ভুলিনি তোমায়💕
    ♥️আজও ভালোবাসি তোমায় হৃদয় উঝার করে♥️ আমি আমাকে ভুলতে পারি তবুও তোমাকে ভুলতে পারিনা💕প্রতিক্ষণে প্রতিমূহুর্তে প্রতিসেকেন্ডে প্রতিমিনিটে সয়নে স্বপ্নে আমার কল্পনাপুরীতে আজও তোমায় খুজে বেড়াই😢 তুমিহীন জীবনটা যেন ধূষুর মরুভূমি♥️

  • @pratikkhamrui4542
    @pratikkhamrui4542 6 ปีที่แล้ว +7

    Excellent... Beautiful...Nice.. Wonderful... sweet... lovely..bolleu kom hobe AI gan gulor jonno.....

  • @mdabir4488
    @mdabir4488 3 ปีที่แล้ว +16

    আপনার কখনোই পুরান হবার নয়
    আমি শুনছি আমার ছেলেও শুনবে আমার নাতি ও শুনবে মূলত কথা হলো প্রেম ভালোবাসা যতদিন থাকবে ততদিন এই গান মানুষের মাঝে থাকবে 🥰😍

  • @sarmenakter463
    @sarmenakter463 ปีที่แล้ว +3

    আসিফ ভাই এক দরনের নেসা। ওনার গান না শুনলে মনে হায় কস্ট গুলা কমে জায় আবার হসতে পারি।

  • @সময়টাচলেযাচ্ছে
    @সময়টাচলেযাচ্ছে 3 ปีที่แล้ว +8

    বাংলাদেশের ইতিহাসে সব থেকে ইতিহাস সৃষ্টি করেছিলেন আসিফ। 2001. 2002 ছিল আসিফ আকবর।

    • @surajitacharya1871
      @surajitacharya1871 3 ปีที่แล้ว +1

      শুধু বাংলাদেশ নয় ভাই, উনি বাঙালির হৃদয়ে থাকবেন। সত্যি কি সুন্দর কথা কি সুর। আমি কোলকাতা থেকে।

  • @mdabdusshaid4380
    @mdabdusshaid4380 2 ปีที่แล้ว +3

    ধন্যবাদ আসিফ ভাই জান ভালো লাগছে অনেক দিন পরে সেই চিনা সুর চিনা গান শুনতে পেলাম ধন্যবাদ আসিফ ভাই

  • @sujonuddin7803
    @sujonuddin7803 2 ปีที่แล้ว +17

    যাকে মন থেকে ভালোবাসা যায় তাকে কখনো ভূলা যায় না,আজ 17 বছর এখনো তাকে না পাওয়ার যন্ত্রণায় পুড়ছি,এই গানগুলো শুনলে বুকের যন্ত্রণাটা আরও অনেক বেড়ে যায়

  • @AbulKashem-kv8zq
    @AbulKashem-kv8zq 7 ปีที่แล้ว +27

    ধন্যবাদ ইউটিউব কর্তৃপক্ষকে, এই এ্যালবামের গান শুনে যেন সেই হারানো শৈশবে ফিরে যাই, সেই গুড়ি গুড়ি বৃষ্টি স্নাত শ্রাবনে।।

  • @pappuhussain1170
    @pappuhussain1170 ปีที่แล้ว +1

    Bro you are the best ❤️❤️❤️ you always ❤

  • @ajijulhaircutting4440
    @ajijulhaircutting4440 5 ปีที่แล้ว +9

    এর মত কোন গানই হয় না, খুব সুন্দর গান এই গান শুনে আমার হৃদয় কেঁপে ওঠে আর আমার কান্না পেয়ে যায়
    অনেকদিন পর একটি ভালো গান খুঁজে পেলাম ধন্যবাদ ধন্যবাদ তোমাকে

  • @lipeakter60
    @lipeakter60 8 ปีที่แล้ว +244

    এমন কোন দিন নেই যে আসিফ ভাইয়ের গানশুনিনা
    আসিফ ভাইয়ের গান না শুনলে রাতে আমার ঘুমি আসেনা । Like you আসিফ ভাই

    • @hasanjanjua5909
      @hasanjanjua5909 8 ปีที่แล้ว +5

      l like you

    • @salimbalushi818
      @salimbalushi818 8 ปีที่แล้ว

      Joy Bangla

    • @medulrai6447
      @medulrai6447 8 ปีที่แล้ว +1

      লিবিয়া ইসলাম লিপি hssx

    • @nuruddin2957
      @nuruddin2957 8 ปีที่แล้ว +1

      same

    • @jamalali6177
      @jamalali6177 8 ปีที่แล้ว +2

      💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋

  • @pappuhussain1170
    @pappuhussain1170 ปีที่แล้ว +1

    Bro all the songs are best ❤ you too much ❤❤❤

  • @HumayunKabir-pu5bf
    @HumayunKabir-pu5bf 3 ปีที่แล้ว +5

    পুরোটা শুনলাম। আপনার গানগুলো শুধু গান নয়, এগুলো অতীত।

  • @maamar6445
    @maamar6445 3 ปีที่แล้ว +38

    গান গুলো শুনলে মনে পরে যায় সেই বিশ বছর আগের দিন গুলোর কথা। হৃদয় শিহরণ দিয়ে ওঠে। All the best 💖💖💖💖💖

    • @imranahmed218
      @imranahmed218 2 ปีที่แล้ว +5

      আমারও ভাই।

    • @sonyaaktar1075
      @sonyaaktar1075 2 ปีที่แล้ว

      @@imranahmed218 ডশআতআআআতচশশশশচব৷৷৷৷

    • @mdrasel-ni6ig
      @mdrasel-ni6ig ปีที่แล้ว +3

    • @MdAkter-kr8tq
      @MdAkter-kr8tq ปีที่แล้ว

      ​@@imranahmed218❤❤❤❤🎉🎉555555576ppijkl5q

    • @NazmaBegum-x5r
      @NazmaBegum-x5r ปีที่แล้ว

      আগের সেই দিন গুলো কি আর ফিরে আসবে,

  • @binoymalo8509
    @binoymalo8509 6 ปีที่แล้ว +12

    আমার প্রিয় একটি এ্যালবাম ।এই গান গুলো যখনই শুনি 2002 সালের কথা গুলো মনে পড়ে যায়। মনে পড়ে যায় স্কুল জীবনের কথা। মনে পড়ে যায় সেই সব বন্ধু আর বান্ধুবীদের কথা : মেরাজ, আশা, উজ্জ্বল, তমা, রফিক, মিঠুন।

    • @muostfask5901
      @muostfask5901 2 ปีที่แล้ว

      Romiotommaj
      Tomijjjbanaina

  • @faysalahmedmunshi9506
    @faysalahmedmunshi9506 6 ปีที่แล้ว +25

    সব পেয়েছির পৃথিবী টা হয়ত সবার জন্য নয়,
    কেও যদিওবা পায়, কেও পেয়েও হারায়,
    যা অামার তা কোনদিন ও অামার ছিলনা,যা পেয়েছি তাও অামার রবেনা,
    শুধু অাজ থেকে চাওয়াগুলো অামার অার পাওয়াগুলো তোমার হোক,
    এর কারন??? 😊
    অামার অস্তিত্ত্ব জুরে শুধু তোমার বসবাস....

  • @bdnirob1272
    @bdnirob1272 3 ปีที่แล้ว +9

    এই অ্যালবাম কত যে বিক্রি করেছি তার কোনো হিসাব . ওপিয়া তুমি কোথায়
    .তুমি সুখী হও.তুমি মনে রাখোনি.পাষাণী তুমি পাষাণী.তুমিও কাঁদবে একদিন.তুমি মনে রাখোনি.

  • @MdShowrub-p8k
    @MdShowrub-p8k ปีที่แล้ว +1

    অসাধারণ সুন্দর সত্যিই আসিফ.. ❤

  • @mahedihassan7350
    @mahedihassan7350 4 ปีที่แล้ว +16

    তোমাকে আর ভালোবাসি না বলে বলেও
    যতটুকু ভালোবাসি,
    তার অর্ধেক ভালোবাসাও আমাকে
    কখনো বাসোনি তুমি"

  • @জয়সিকদার-ব৫ন
    @জয়সিকদার-ব৫ন 7 ปีที่แล้ว +23

    ভালোবাসা তার জন্য যে ভালোবাসতে জানে মন তাকে দেওয়া যায় যে অনুভব করতে জানে বিশ্বাস তাকে কর যে রাখতে জানে আর ভালোবাসা তাকে যে ভালোবাসা দিতে জানে ♥♥♥♥♥

    • @parvisk4861
      @parvisk4861 6 ปีที่แล้ว

      জয় সিকদারdhjdldkghb

  • @faysalahmedmunshi9506
    @faysalahmedmunshi9506 8 ปีที่แล้ว +109

    পৃথিবীতে বাঁচতে হলে অনেক সময় অনেক কিছু মেনে নিতে হয়
    .
    কিছু কিছু মুহূর্ত আসে যখন নিজের অসীম ভালো লাগাকে বিসর্জন দিতে হয়

    • @kingwar4757
      @kingwar4757 8 ปีที่แล้ว +11

      ঠিক বলছো বন্ধু 😍😍

    • @romanroman8203
      @romanroman8203 8 ปีที่แล้ว +8

      মন ভাল রাখার গান

    • @sorifasraf2262
      @sorifasraf2262 8 ปีที่แล้ว +2

      Faysal Ahmed আমি দিয়েছি ভাই

    • @nijamniacahmed3986
      @nijamniacahmed3986 8 ปีที่แล้ว +2

      nice

    • @Client-yj5st
      @Client-yj5st 7 ปีที่แล้ว +3

      ARSEKN

  • @safiamomotaz9147
    @safiamomotaz9147 ปีที่แล้ว +2

    Ami cotto bala Teka Asif . Ar gan shontam❤❤❤❤

  • @entertainmentbd2046
    @entertainmentbd2046 4 ปีที่แล้ว +15

    স্কুল লাইফে টিফিনের টাকা জমিয়ে কেনা ক্যাসেট গুলোর মধ্যে একটি, লুকিয়ে রাখা স্মৃতি আর হারিয়ে ফেলা ভালোবাসা, জানি কিছুই হবে না, তবু মনে হয় মনটা এখনো সেখানেই আটকে আছে।

    • @mmasud2188
      @mmasud2188 3 ปีที่แล้ว

      আমার লেখাটি কপি কেন করেছেন ভাই??

    • @OhidulkwOhidulkw
      @OhidulkwOhidulkw 2 ปีที่แล้ว

      হুম

  • @meftaulmamunnuha475
    @meftaulmamunnuha475 3 ปีที่แล้ว +5

    আমার প্রিয় শিল্পী।ভাইয়া আমি আপনার সব গান মন দিয়ে শুনি আমার ভালো লাগে।ভাইয়া আমার জন্য দোয়া করবেন।

  • @kamrulkhan8972
    @kamrulkhan8972 7 ปีที่แล้ว +10

    এখন আর তোমাকে ভেবে কাদি না,এক সময় তোমায় ভেবে অনেক কেদেছি,কিন্তু এখনও তোমায় অকেক ভালবাসি,

  • @আকাশপ্রবাসী-ছ৭ফ
    @আকাশপ্রবাসী-ছ৭ফ 6 ปีที่แล้ว +62

    কেউ কি আছের আমার মতো রাত জাগয় মতো আরো কেউ কি আছের আমার মতো আসিফ ভক্তার আমি আসিফ কে ভীষণ ভালোবাসি যদি কেউ থাকেন আমার মতো তাহলে আমাকে বলবো আমি আপনাকে অসংখ্য ধন্যবাদ দিবে মন থেকে 🍓 ইতি গুডনাইট তোমার জন্য রইলো শুভ সকাল

    • @আকাশপ্রবাসী-ছ৭ফ
      @আকাশপ্রবাসী-ছ৭ফ 4 ปีที่แล้ว +4

      @@mohammadrahim9346 তাই বুঝি খুব ভালো তো তবুও বলার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ

    • @sajiburrahman5659
      @sajiburrahman5659 2 ปีที่แล้ว

      আমি আছি তোমার সাথে

    • @parvezwajed7260
      @parvezwajed7260 2 ปีที่แล้ว

      @@mohammadrahim9346 〰️〰️〰️〰️〰️🍫🍫🍫🍫🍫🍫🍫🍫🍫🍫🍫🍫🍫🍫🍫🍫🍫🍫🍇🍇🍇🍇🍇🍇🍇🍇🍇🍇🍇🤲🤲🤲🤲〰️😡😡〰️〰️〰️〰️〰️〰️〰️〰️〰️

    • @md.foysalahmd9407
      @md.foysalahmd9407 2 ปีที่แล้ว

      আমি আছি ভাই

    • @mobarakmalitya6456
      @mobarakmalitya6456 2 ปีที่แล้ว +2

      Ll

  • @mij4u2
    @mij4u2 3 หลายเดือนก่อน

    আসিফ অনেক এলবাম করছে।কিন্তু কিন্তু প্রথম তিনটা আমার কাছে সর্বকালের সেরার অন্তর্ভুক্ত মনে হইছে।এর মধ্যে তুমি কথা রাখনি সেরার সেরা

  • @lizasmekovar
    @lizasmekovar 7 หลายเดือนก่อน +34

    এমনো এক সময় গিয়েছে একটা এলবাম পাঁচটা ছয়টা করে কিনেছি এতো ভালো লাগতো আসিফ ভাইয়ে গান

    • @MirajSekh-dx6yr
      @MirajSekh-dx6yr 4 หลายเดือนก่อน +7

      Ki q1Welcome to Gboard clipboard, any text that you copy will be saved here.

    • @TitonKwt
      @TitonKwt 3 หลายเดือนก่อน

      ​@@MirajSekh-dx6yr
      Use Heartijik😮😮l😢😢 Heart Heal😮😅😮😮 8:19 rt matte matte 😮Khan 😢😮j😮😢😢😮😮😮i😮😮😮😮😮😮i😮😮😮😢😮😮😮

    • @JonyHawladar-j5s
      @JonyHawladar-j5s 3 หลายเดือนก่อน +3

      বিথী কষ্ট

    • @MdabulVai-g3c
      @MdabulVai-g3c 3 หลายเดือนก่อน +1

      সত্যি বলছেন আমি ও অনেক কিনেছি

    • @alaminshuvo9278
      @alaminshuvo9278 หลายเดือนก่อน +1

      এখন

  • @zillorrahman5270
    @zillorrahman5270 ปีที่แล้ว +4

    হে আমি সারা রাত. গুমোতে পারিনা সুদু তোমার গান সুনতে সুনতে সকাল হয়ে আমি জিবন দিয়ে বালোবাসি আসিফ কে

  • @zahidjoy7021
    @zahidjoy7021 3 ปีที่แล้ว +7

    ১১ নম্বর গান টার সাথে কিছু স্মৃতি জরিতো।সালটা তখন ২০০৪।

  • @fiifii9988
    @fiifii9988 8 ปีที่แล้ว +7

    অসাধারন বস আপনার গান গুলো
    শুনলে এখনো চোখে জল এসে যায়...

    • @jusefahmed580
      @jusefahmed580 3 ปีที่แล้ว

      ণণঙমণণমণণমমঙমণণণমঙমমমমমমমঙণমঙমঙমঙমঙমমঙমমঙমমঙমঙঙঙঙমঙমঙম

  • @biswajitgangulyofficial9703
    @biswajitgangulyofficial9703 3 ปีที่แล้ว +2

    Darun

  • @OreBabaTV
    @OreBabaTV ปีที่แล้ว +1

    যতবার গানগুরো শুনি, ইমোশনাল হয়ে যাই😍❤️

  • @SharifulIslam-jn2xk
    @SharifulIslam-jn2xk 6 ปีที่แล้ว +13

    বন্ধু তোমাকে জানাই বিদায় একটা অসাধারণ গান।যা মন ছুঁয়ে যায়।আসিফ ভাইকে এইজন্য ধন্যবাদ জানাই।

  • @mdsabidul-wx9xw
    @mdsabidul-wx9xw ปีที่แล้ว +3

    আমি তামিলনাড়ু থেকে শুনছি বস্

  • @KasimMd-y1g
    @KasimMd-y1g ปีที่แล้ว +1

    তুমাকে জদি পেয়ে জেতাম তাহলে এতো সন্দর গান সুনতে পারতাম না
    ১৬ জখন আমার বয়স তখন থিকা আসিফ এর গান সুনি এখন বয়স ৩০আমার

  • @ohipatwery569
    @ohipatwery569 2 ปีที่แล้ว +1

    Koto choto chilam but AI gan Gola Boro apu Vai Der shate onek suntam..ar ami akhono suni osombhom Valo lage ..

  • @mdemonemon8960
    @mdemonemon8960 2 ปีที่แล้ว +8

    কলিজা ফেটে যায় গান গুলো শুনলে।অনেক ভালবাসা অফিস ভাইয়াকে।

  • @likeesuperstarltd3990
    @likeesuperstarltd3990 2 ปีที่แล้ว +10

    তার গান গুলো শুনলে মনটা এরকম হয়ে যায় যে যেমন আমি তার গানের ভিতর হারিয়ে গেছি🥰🥰💔🥀Love you boss❤️🥀

  • @mdjabed2602
    @mdjabed2602 8 ปีที่แล้ว +9

    আসিফ ভাই যদি তোমার গান না হতো হয়ত সেদিন আর বাচতামনা চোখের পানিতে ভাসিয়ে দিয়েচি জিবনের সোখগুলো় ভালোবাসা সেতো একটি অভিশাপ ঃশিমুল

  • @nurmohsmmad
    @nurmohsmmad ปีที่แล้ว

    🙋‍♂❤🥀গানটা অসাধারণ হয়েছে 🥀❤🙋‍♂

  • @MdRasel-lt1iu
    @MdRasel-lt1iu 3 ปีที่แล้ว +4

    তোমার গানগুলো যতদিন শুনবো ততদিন আমার ছোটবেলা মনে পড়বে।। আহা কি একটা জীবন ছিলো যতই বড় হইতেছি পুরানা দিন,পুরানা মানুষ টাকে মিস করছি।

    • @amolsuthadhar1479
      @amolsuthadhar1479 3 ปีที่แล้ว +1

      তুমি কে বন্ধু আমারও তো একই অবস্থা গানগুলো শুনলে আমার শৈশবের কথা মনে পড়ে ভাবি সেই দিন যদি আবার ফিরে পেতাম যেমন আসিফ ভাইয়ের একটি এলবাম সেই দিনগুলি কই গানগুলি আপনি হয়তো শুনেছেন

  • @rakibilislam7985
    @rakibilislam7985 8 ปีที่แล้ว +8

    মানুষ বলে ভালবাসা পাওয়া এত সহজ নয়।তাই আজও ভালবাসি তোমায়® যত দিন বাচব তত দিন তোমাকেই ভালবাসব।

  • @amranahmed7539
    @amranahmed7539 6 ปีที่แล้ว +14

    হায়রে আসিফ কতইনা পাগল ছিলাম তর জন্য , এক একটা গান বার বার শুনতাম যতক্ষণ না মুখস্থ হত, তার পর গাইতাম, আর আসিফের যায়গায় নিজেকে ভাবতাম 😍

    • @smsaifulislam8944
      @smsaifulislam8944 5 ปีที่แล้ว

      খুব সুন্দর লাগলো।

    • @mdmasudmasud8013
      @mdmasudmasud8013 4 ปีที่แล้ว

      Amran Ahmed আমিতুমি

    • @nishatahmed4096
      @nishatahmed4096 4 ปีที่แล้ว

      আহারে,,,,

    • @md.nazmulhossen8011
      @md.nazmulhossen8011 2 ปีที่แล้ว

      @@mdmasudmasud8013 ড়দড়
      দড়দদ







      দদ


      ড়ড়দ

      দদদদড়দড়দড়


      ড়ড়ড়
      ড়দ

  • @rafiquekhan9389
    @rafiquekhan9389 3 ปีที่แล้ว +6

    আমার জীবনটাকে নস্ট গেছে শান্তা নামের এক ছলনাময়ী, আসিফ ভাইয়ের গানের কথা গুলো জীবনের সাথে মিলে যায়, তাই ভাইয়ের আমার অনেক ভালো লাগে, ধন্যবাদ আসিফ ভাই,

    • @banglaboos3781
      @banglaboos3781 3 ปีที่แล้ว

      িি

    • @saydur.rahman8332
      @saydur.rahman8332 2 ปีที่แล้ว +1

      11

    • @ekbalhosen7055
      @ekbalhosen7055 2 ปีที่แล้ว

      কেনো যানি আমার ও অনেক অনেক ভালোলাগে কলিজাই লাগে গান গুলা

  • @MDAlif-sv1sf
    @MDAlif-sv1sf ปีที่แล้ว

    আমার সব চেয়ে ভালো লাগার এল্যাবাম এটা 💙💜❤️

  • @pusporani9437
    @pusporani9437 2 ปีที่แล้ว

    Asif via r ganer sathe amr koto sriti joriye ache ja sudu ami jani 😔😔😔😔😔

  • @rajonkhan4724
    @rajonkhan4724 2 ปีที่แล้ว +6

    ILove you আসিফ ভাইয়া আপনার গাণ আমার খুব ভালো লাগে আপনার আমি খুব বড় ভক্ত

  • @mdforhadkhan4723
    @mdforhadkhan4723 4 ปีที่แล้ว +14

    এ-ই দুনিয়া টা অনেক সুন্দর 🌹আসলে এ-ই দুনিয়াতে একটু সুখ আর ভালো বাসা পেতে বর্তমানে লাগে সুধুই টাকা 🌹টাকা নাই জার কপাল ফাঁকা তার ♥💝🌷🌹

  • @mdbarbhuiya117
    @mdbarbhuiya117 5 ปีที่แล้ว +9

    Singr আসিফ ভাইয়ের গানের এলব্যাম গুলো এই পৃথিবীর শেষ দিন পযর্ন্ত স্থিতি হয়ে থাকবে শুধুমাত্র আমার মত হতভাগা মানুষের জন্য Im Indian

  • @Mr.Rakib_Khan
    @Mr.Rakib_Khan 3 ปีที่แล้ว

    গানগুলো Hridoy chuye jai.. Mone pore jai sei puraton diner kotha jokhon button phone gangulo suntam... Realy love asif song

  • @Md.kalam.hossen
    @Md.kalam.hossen หลายเดือนก่อน +5

    আসিব।তোমার।এই।গান।।আমার।খঙভাল।লাগে।s.k

  • @Atauorrahman-y8r
    @Atauorrahman-y8r 8 ปีที่แล้ว +61

    ও প্রিয়া তুমি কোথায় এ্যালবাম ভালো লেগেছিলো,আর তুমি সুখি হও এ্যালবাম শুনে আমি ভক্ত হয়ে যায়,আমার সব চেয়ে প্রিয় একটা এ্যালবাম।

  • @rashedislam8222
    @rashedislam8222 3 ปีที่แล้ว +3

    কষ্ট জীবনটা ভরে গেল। কেউ আমার পাশে নেই আজ আমি খারাপ আগে ভালো ছিলাম সবার কাছে। এটাই আল্লাহ্র ইচ্ছা!!!!!

  • @ornobrehmanraj9963
    @ornobrehmanraj9963 7 ปีที่แล้ว +11

    আসিফ স্যার এর এই গান গুলি চিরোসবুজ চিরো অমর হয়ে থাকবে।
    যতদিন বাংলা গান থাকবে।
    ততো দিন এই সব গান গুলি থাকবে ।।।
    ওলড ইজ গোলড।।।।

  • @emonhasan1155
    @emonhasan1155 ปีที่แล้ว

    Jakhon class 10 ae portam 2002 sale album ta kinachilam. Almost 21 year par hoye gelo. Kivabe etogulo bachor par hoye gelo. Ei song gulo sunle immonaiton hoye pori. Aai Album gulor sahte onamke memory tukaye ache.

  • @jinnataktar7545
    @jinnataktar7545 6 ปีที่แล้ว +3

    আমার প্রিয় শিল্পী আসিফ আকবর।আসিফ আকবরের গানের সাতে আমার জীবনে ঘনটার সাতে মিলে যায় তাই আমি অনাকে খুব লাভ করি আর অনার গানগুলোকে ও।

  • @razibrazib7497
    @razibrazib7497 6 ปีที่แล้ว +22

    আমাদের কুমিল্লার গব, আমাদের অহংকার,আসিফ ভাই সবার সেরা।

  • @milamila1198
    @milamila1198 8 ปีที่แล้ว +193

    ভালোবেসে কি পেলাম শুধু কষ্টো

    • @shaokatpalas4961
      @shaokatpalas4961 8 ปีที่แล้ว +5

      Mila mila

    • @shaokatpalas4961
      @shaokatpalas4961 8 ปีที่แล้ว +5

      Thanks

    • @milamila1198
      @milamila1198 8 ปีที่แล้ว +11

      ভাবি ভুলে জাভোপারিনা ভুলতে তাঁরে

    • @mdmainuddin3652
      @mdmainuddin3652 8 ปีที่แล้ว +6

      Mila mila ভালবাসা কখনও ভুলা যায় না
      মিলা

    • @nasiruddin2665
      @nasiruddin2665 8 ปีที่แล้ว +2

      keno mila

  • @mdazadshadin463
    @mdazadshadin463 3 ปีที่แล้ว +4

    আমি আসিফ ভাইয়ের সব গুলা অডিও কেছেট কিনেছি খুব মিস করি সেই দিন গুলা..❤

  • @ParthoMarak-rp6zv
    @ParthoMarak-rp6zv ปีที่แล้ว +1

    ভালোবাসার আরেক নাম
    তোমার মতো আমি হবো❤❤

  • @MirKashemsVlogs
    @MirKashemsVlogs ปีที่แล้ว

    বাংলা গানের যুবরাজ আসিফের সর্বকালের সেরা ১৫টি গান যা হৃদয় ছুয়ে যায়। যতবার শুনি ততবারই হৃদয় ও মন ছুয়ে যায়। এই তালিকার কোন কোন গান আপনার প্রিয়?
    ১. মা জননী (অপরাধী)
    ২. ও প্রিয়া তুমি কোথায় (ও প্রিয়া তুমি কোথায়)
    ৩. এখনো মাঝে মাঝে (ও প্রিয়া তুমি কোথায়)
    ৪. বৃষ্টি ভেজা সন্ধ্যায় (তুমিও কাঁদবে একদিন)
    ৫. সঞ্চিতা ফিরে এসো (তুমিও কাঁদবে একদিন)
    ৬. প্রিয়তমা রে (তুমি সুখী হও)
    ৭. তোমার চোখে কান্না (একবার বলো তুমি)
    ৮. ভুলতে পারিনা সাথী (ভুলতে পারিনা সাথী)
    ৯. ভুল করেছি (ভুলতে পারিনা সাথী)
    ১০. কত দুঃখ দিবে (তুমি কথা রাখনি)
    ১১. ভুল করো না (তুমি কথা রাখনি)
    ১২. সারা বছর আশা (সুখে থেকো তুমি বান্ধবী)
    ১৩. ধ্বংসজজ্ঞ (তুমি কথা রাখনি)
    ১৪. প্রিয়তমা তুমি দেখে যাও (সুখে থেকো তুমি বান্ধবী)
    ১৫. অপেক্ষা ও জল (পাষানী তুমি পাষানী)

  • @reyantekecom1744
    @reyantekecom1744 8 ปีที่แล้ว +10

    আসিফ ভাই আসলেই ভাল মনের মানুষ, আমি তাকে খুব কাছে থেকে দেখেছি

  • @mdsomun5613
    @mdsomun5613 4 ปีที่แล้ว +3

    অনেক অনেক ধন্যবাদ আসিফ ভাই কে,,,,,

  • @samirbala3553
    @samirbala3553 6 ปีที่แล้ว +10

    Asif da tomr protek ti gaan khub sundor...I love your song.

  • @amolsuthadhar1479
    @amolsuthadhar1479 3 ปีที่แล้ว

    আসিফ ভাই কেমন আছেন আপনিতো আমার বেস্ট সিঙ্গার আসিফ আকবর সঙ্গীত জীবনটা অনেক ভাল সুন্দর যারা গান শুনে তারাই বুঝতে পারে গান মানে কি আমি আপনার ভক্ত হই 2006 থেকে এখন পর্যন্ত পরের দিনগুলো ঈশ্বর যেন আমাদের এভাবেই রাখেন আমি জানিনা এটা আপনার চ্যানেল কি না তবে আপনার চেনেল হলে ভালো হয় আসিফ ভাই ভালো থাকবেন

    • @amolsuthadhar1479
      @amolsuthadhar1479 3 ปีที่แล้ว

      আসিফ ভাই আপনি মেয়েদের বিরুদ্ধে গান সেটা আমার খুব ভালো লাগে কেন জানিনা সেই শৈশব থেকেই একটার পর একটা আপনার গান শুনতে থাকি সবসময় আপনি মেয়েদের বিরুদ্ধে গান আমার মেয়েদের বিরুদ্ধে জীবন বাজি কাউকে শেষ করে দেওয়ার জন্য একজনই যথেষ্ট আমি আপনার ভক্ত সেই বাঁচবো না অ্যালবাম থেকে বাঁচবো না মরে যাব ওপারে চলে যাব দারুন গিয়েছিলেন আপনি প্রথম শোনাতেই মন কেড়ে নিয়েছিলেন সেকেন্ড বার আপনার গানের প্রেমে পড়ে যাই আমি আপনার গানগুলোকে খুব ভালোবাসি ভালো থাকবেন আসিফ ভাই ধন্যবাদ

  • @শিলামনি-চ২য
    @শিলামনি-চ২য 4 ปีที่แล้ว +17

    কষ্ট ছাড়া জীবনে কিছুই পেলাম না আর পাব ও না

    • @ALAMIN-wf8eb
      @ALAMIN-wf8eb 4 ปีที่แล้ว

      আমি ও

    • @enjoylife1458
      @enjoylife1458 3 ปีที่แล้ว

      😢

    • @robiulbashar3722
      @robiulbashar3722 3 ปีที่แล้ว

      আহাৰে😭😭😭😭

    • @amolsuthadhar1479
      @amolsuthadhar1479 3 ปีที่แล้ว +1

      আপনার নাম শিলা মনি কষ্ট পাবেন না মনি নামের মেয়েরা ভালো না এদের ভিতর মন বলে কিছু থাকেনা ওরা হৃদপিণ্ডহীন খুব কঠিন মানুষ এরা শুধু নাকি কষ্ট দিতেই জানে ভালবাসতে জানে না সরি

    • @MdMonirKhan-d7r
      @MdMonirKhan-d7r 3 หลายเดือนก่อน

      ❤❤😢😅

  • @jahiruislam3669
    @jahiruislam3669 8 ปีที่แล้ว +7

    নাইচ

    • @jewelalom3518
      @jewelalom3518 8 ปีที่แล้ว +1

      jahiruআমার islamআমার v

  • @MdIbrahim-pm6ym
    @MdIbrahim-pm6ym 4 ปีที่แล้ว +12

    হঠাৎ কেনো জানিনা পুরোনো দিনের কথা মনে পড়ে গেল সেই পুকুর পাড় সেই গাছ তলা সেই টমেটোর খেত

    • @abdullahmiah3455
      @abdullahmiah3455 4 ปีที่แล้ว

      এখন জিবনের সেষ পান্তে

  • @MitaAgro
    @MitaAgro 3 ปีที่แล้ว +8

    এভার গ্রিন গান
    কোনো বিরক্তি নেই
    যতো শুনি ততোই ভালো লাগে

  • @jahidulislam693
    @jahidulislam693 5 ปีที่แล้ว

    Asifer gaan gulu sonle age school colleger kotha guli mone pore jai , je somoy neki amon akjon silo jake. Dekhar jonno rastar pase dariya thaktam , aj asifer gaan sone sei sob kotha mone porse , tai tumi je khanei thakona keno valo theko

  • @mdjohurulislam3710
    @mdjohurulislam3710 3 ปีที่แล้ว +1

    Ossam gan vay

  • @arifrehman353
    @arifrehman353 3 ปีที่แล้ว +12

    ইতিহাস হয়ে গেছে আসিফে ও পৃয়ার পরের এলব্যাম গুলো।

    • @MdHelal-xo4ip
      @MdHelal-xo4ip ปีที่แล้ว

      গানগুলোর ভিতরে যেন কি আছে যতবার শুনি না কেন ততবার শুনতে ইচ্ছে করে মনের ভিতর উথাল পাতাল করে দিয়ে যায়

  • @jaformunshi2607
    @jaformunshi2607 6 ปีที่แล้ว +13

    আসিফ ভাইয়ের গান না শুনলে রাতে আমার ঘুমি আসেনা

  • @সমরেশপ্রামানিক
    @সমরেশপ্রামানিক 5 ปีที่แล้ว +6

    ভালোবাসার মানুষটি যখন দুরে থাকে তখন খুব মনে খুব কষ্ট হয়

  • @farukakon-jg2ih
    @farukakon-jg2ih 5 หลายเดือนก่อน

    খুব মনে পড়ে হারানো সেই দিনগুলোর কথা, আহ যদি আবার ফিরে পেতাম

  • @skplease9460
    @skplease9460 5 ปีที่แล้ว

    Darun lagchhe vai apnar song

  • @HMMamon
    @HMMamon 7 ปีที่แล้ว +4

    আসিফ ভাই তুমার গান সত্যি অসাধারন

  • @parvessaroar1448
    @parvessaroar1448 8 ปีที่แล้ว +20

    বাংলা সংগীতের রাজপুত্র।

    • @leenaleena4720
      @leenaleena4720 7 ปีที่แล้ว

      Parves Saroar hi........Hi...parves

  • @nipuaktar7685
    @nipuaktar7685 8 ปีที่แล้ว +65

    I like that this asif song album.....

    • @jamalali6177
      @jamalali6177 8 ปีที่แล้ว +6

      🎂🎂🎂🎂🎂🎂🎂🎂🎂🎂🎂

    • @shantanahuqnila6411
      @shantanahuqnila6411 7 ปีที่แล้ว

      Jamal Ali and a bit more an email address, and a bit of the year of the day and I am sure that you can also 7a the same way as a result I am a beautiful day and night and the other hand is a bit more time

    • @mirssuma6469
      @mirssuma6469 7 ปีที่แล้ว +1

      Nipu Aktar অনেক সুন্দর হয়েছে

    • @mirssuma6469
      @mirssuma6469 7 ปีที่แล้ว +1

      আপনি কোথায় থাকেন

    • @mirssuma6469
      @mirssuma6469 7 ปีที่แล้ว +1

      আসিফ ভাই আপনি বাসা কোথায়

  • @gokulghosh1011
    @gokulghosh1011 2 ปีที่แล้ว +1

    ভালোবাসার ইচ্ছে টাই মরে গেছে .. জীবনে প্রথম তোমাকেই ভালোবেসেছিলাম আজ তুমিয়েই আমাকে ছেড়ে চলে গেলে .. ভালো থেকো ❤️

  • @noornabi157
    @noornabi157 4 ปีที่แล้ว +6

    বহু পুরোনো গান।এখনো মাযে মাযে আমি সুনি । best of song.28years.ago

  • @mdaminul1546
    @mdaminul1546 8 ปีที่แล้ว +76

    আল্লাহ সব মেয়েদের ঈমান দিও যেন ছেলেদের আর দুঃখ না দেয়।

    • @sohelahmed6867
      @sohelahmed6867 8 ปีที่แล้ว +3

      Md Aminul রাইট,,,,ভাই

    • @ABDULMOMINK
      @ABDULMOMINK 8 ปีที่แล้ว +6

      Md Aminul m

    • @mubarokhossen3504
      @mubarokhossen3504 7 ปีที่แล้ว +4

      Md Aminul কেন ভাই ছেকা খাইছেন নাকি??

    • @shantanahuqnila6411
      @shantanahuqnila6411 7 ปีที่แล้ว +1

      Mubarok Hossen the family of the year, the first-class and I am sure you

    • @lynnibrahim3827
      @lynnibrahim3827 7 ปีที่แล้ว

      Md Aminul ভাই শুদু মেয়েদপর ইমান দিবে আপনাদের কি দিবে

  • @S_H_BISAL
    @S_H_BISAL 3 ปีที่แล้ว +13

    প্রিয়তমারে,,
    বুকেতে বিষের জ্বালা দিয়ে
    জমানো ভালোবাসা নিয়ে
    কোথায় হারিয়ে গেছো 😰

  • @supnasahiri3673
    @supnasahiri3673 7 ปีที่แล้ว +34

    একাকী রাত জেগে থাকার সাক্ষী গান গুলো

    • @tarahasan8465
      @tarahasan8465 7 ปีที่แล้ว

      লিলি

    • @SamsungGalaxy-pv3me
      @SamsungGalaxy-pv3me 7 ปีที่แล้ว +1

      supna Sahiri photo

    • @amitsar4534
      @amitsar4534 7 ปีที่แล้ว

      একা জেগে থাকো কেন

    • @amitsar4534
      @amitsar4534 7 ปีที่แล้ว

      তাহলে আমাকে বল0096565895139

    • @amitsar4534
      @amitsar4534 7 ปีที่แล้ว

      , তাহলে আর একা থাকতে হবে না

  • @farhanaakter5603
    @farhanaakter5603 6 หลายเดือนก่อน

    এখনো ভাবিনি তুমি আমাকে এভাবে কাঁদাবে। এমন কষ্ট আর নিতে পারছি না।এর থেকে মৃত্যু ও ভালো।

  • @জয়সিকদার-ব৫ন
    @জয়সিকদার-ব৫ন 7 ปีที่แล้ว

    আমি প্রতিদিন শুধু আসিফ ভাই গান না সুনলে আমার মন ভালো হয়না তাই রাত দিন আমি শুধু একজনকে ভালোবাসি সেই হলো আসিফ আকবার কে আমার তো সব কিছু সেই আরও জান হয়

  • @samadsheikh9883
    @samadsheikh9883 5 ปีที่แล้ว +14

    গানটা শুনে সেই পুরানত কাথা মনে পরে গেলো!

  • @shamsarkar7419
    @shamsarkar7419 8 ปีที่แล้ว +22

    আমি কেন যানি না আসিফ ভাই ছারা আমার জীবনে কিছু আসে না
    বর্তমান আমি মদ খেয়ে আছি!
    মনে কিছু নিও না
    আসিফের প্রত্যেক টি গান আমার জীবনের সাথে জরিত ।
    জাস্ট আমার বন্ধু ও লাভারের জন্য

  • @TufanpaglaTufanpagla
    @TufanpaglaTufanpagla 5 หลายเดือนก่อน +1

    ❤ আমি বুরা বয়সে ও আমি শুনছি

  • @robiulislamnil9676
    @robiulislamnil9676 5 ปีที่แล้ว +2

    অার কত জালা নিবো. যখন কাজে থাকি.তখন নিজেকে অনেক কঠিক করে ফেলি.ভুলেই যাই আমার জিবনে একটা মেয়ে ছিলো, কিন্তুু Boss.আপনার গান শুনলে নিজেকে ইস্থির রাখতে পারি না.....ভাই বিশ্সাস করবেন.আমি সারাদিন কাজে সিগারেট বেশি একটা খাওয়া পরে না. কিন্তুু রাতে রুমে গেলে ভুলেই যাই আমি সেই মানুষটা. অামার একটা A m আছে. কোনদিন ঘুমাতে পারিনা.মনে হয় তখন বুকের বিতরটা কেমন করে ভাই আপনাকে বুজাতে পারবো না...সথ্যি বলছি সেই মেয়েটাকে অনেক ভালোবাসি........... my favourite song.(1)Asif. প্রিয় তমা রে.....বুকেতে বিষের জালা দিলে........

  • @omarmi8697
    @omarmi8697 8 ปีที่แล้ว +25

    বিদায় বন্ধু বিদায় খুব সেরা গান

  • @RofiqulIslam-pk2kw
    @RofiqulIslam-pk2kw 5 ปีที่แล้ว +10

    আসিফ ভাই আমার গুরু তার গান প্রতি দিন না শুনলে আমার ঘুম আসেনা গান শুনতে শুনতে এক সময় ঘুমিরে পরি

  • @luknathbhowmik6214
    @luknathbhowmik6214 7 ปีที่แล้ว +1

    অসাধারন গান,,,,,একবার শুনলে বারবার শুনতে মন চায়

    • @shojunahmed1083
      @shojunahmed1083 4 ปีที่แล้ว

      ও নেকসুন্দর

    • @shojunahmed1083
      @shojunahmed1083 4 ปีที่แล้ว

      আমি এই গান সোনার জন্য আমার কাকার কছথেকে ফোন নিতাম বিনিময়ে জমিতে কাজ করে দিতাম একটা গান সোনার জন্য আসিফ ভাই আমার জিবনের একটি অংশ

    • @shojunahmed1083
      @shojunahmed1083 4 ปีที่แล้ว

      এই গান গুলো সুনলে মনে হয় ওপর থেকে ঠাঠা পরছে আমার ওপর

  • @ParthoMarak-rp6zv
    @ParthoMarak-rp6zv ปีที่แล้ว +2

    খুব সুন্দর গান গুলো ❤❤