পালাবদলেও নজির! সাইকেলে বাড়ি ফিরলেন প্রাক্তন প্রধানমন্ত্রী। কোন দেশ? দেখুন

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ต.ค. 2024

ความคิดเห็น • 958

  • @AparnaBiswas-h4u
    @AparnaBiswas-h4u 3 หลายเดือนก่อน +405

    শিক্ষনীয়। সুইডেনের প্রধানমন্ত্রী সাইকেল চড়ে বাজারে যান। সঠিক শিক্ষা, সঠিক প্রশাসন থাকলে সে দেশ এরকম হবে।

    • @dhirenmurmu-ki9rc
      @dhirenmurmu-ki9rc 3 หลายเดือนก่อน +15

      এই জন্যেই ত এত উনতি

    • @jharnakAR-v8q
      @jharnakAR-v8q 3 หลายเดือนก่อน

      Okhane to hum boda nei. Publicer taka niye noy choy kore na ba nijer badi te uthane gede rakhe na. Ekmatra amader deshe specifically paschim bonga chada kothayo durniti nei chor nei.

    • @manofgoodhope6169
      @manofgoodhope6169 3 หลายเดือนก่อน

      ঐ দেশে পাবলিক সিকিউরিটি নেক্সট লেভেল এর।
      বই পোড়ানো ইভেন্ট সারা পৃথিবীর গুটি কয়েক দেশেই সম্ভব ছিলো,
      আসল সেক্যুলার ওরা,
      বাকি সব ভন্ড বাবা অন্ডে চুলকায়

    • @arpandey5044
      @arpandey5044 3 หลายเดือนก่อน +8

      ওখানে কি আমাদের রাজ্যের মতো পদে পদে এত্ত দুর্নীতি হয়!

    • @aungshumanroy5001
      @aungshumanroy5001 3 หลายเดือนก่อน +4

      right,👍❤❤❤

  • @Parody-King
    @Parody-King 3 หลายเดือนก่อน +480

    আমাদের মুখ্যমন্ত্রী র তো একটা সাইকেল ও নেই। বেচারিকে কপ্টার এ চড়ে ঘুরতে হয়।

    • @sandipdalui3645
      @sandipdalui3645 3 หลายเดือนก่อน +9

      😂

    • @pravatiadhikary7719
      @pravatiadhikary7719 3 หลายเดือนก่อน +26

      সত্যি আমাদের মাননীয়া মুখ্যমন্ত্রী কত গরীব ভাবুন। 😢😢

    • @bijankumar2922
      @bijankumar2922 3 หลายเดือนก่อน

      ​@@pravatiadhikary7719:: আমাদের পশ্চিমবঙ্গের প্রধানমন্ত্রী মমতা ব‍্যানার্জীর তূলনা----------কোথায় রাণী রাসমনি আর কোথায় চু ... মারানি !

    • @shankarkumarsana5909
      @shankarkumarsana5909 3 หลายเดือนก่อน +22

      কেন হুইল চেয়ার ছিল তো।

    • @rumabanerjee5810
      @rumabanerjee5810 3 หลายเดือนก่อน

      ​@@shankarkumarsana5909😂😂😂😂😂😂😂

  • @prabirmodak8103
    @prabirmodak8103 3 หลายเดือนก่อน +299

    😂এখানে পঞ্চায়েতের মেম্বার পারলে হেলিকাপ্টার নিয়ে বেরিয়ে পরে

    • @taraksaha9
      @taraksaha9 3 หลายเดือนก่อน +7

      Kothai Dutch (Makka) ar kothai Bangali (paikhana)

    • @subhamdaslovesraptor99
      @subhamdaslovesraptor99 3 หลายเดือนก่อน +2

      @@taraksaha9 Right. right.

    • @lovestorysons
      @lovestorysons 3 หลายเดือนก่อน +1

      🤣🤣🤣🤣🤣 কুচ ভি

    • @atinde78
      @atinde78 3 หลายเดือนก่อน +6

      নিদেন পক্ষে আট/দশ কোটির গাড়ি অনেক পঞ্চায়েত সদস্যেরও আছে।
      এর নাম উন্নয়ন।

    • @sujitroy8934
      @sujitroy8934 3 หลายเดือนก่อน

      TMC এক একটা লিডার helicaptar কেনার মতো টাকা চুরি করেছে।

  • @lighthouse1256
    @lighthouse1256 3 หลายเดือนก่อน +197

    বাংলায় বিরোধীদের ভোট দিয়ে বাড়ি ফেরাই কঠিন । তার ওপর যদি কোনও পদ পরিবর্তন হয় , তাহলে একমাত্র ভগবান ভরষা ।

  • @asokepriyasengupta22
    @asokepriyasengupta22 3 หลายเดือนก่อน +204

    শিক্ষা নেওয়ার মতোই প্রতিবেদনীয় আদৌ কি নেবে কেউ

    • @ajoychandra4416
      @ajoychandra4416 3 หลายเดือนก่อน +10

      ভারতের কেউ কখনো এ শিক্ষা নেয়নি নেবেও না। সততা থাকলে তবে তো নেবে।

    • @rumabanerjee5810
      @rumabanerjee5810 3 หลายเดือนก่อน +1

      💯💯💯💯💯💯

    • @sauron2000000
      @sauron2000000 3 หลายเดือนก่อน

      Naaa. Soficool nije bmw te ghore

  • @sumandebnath9979
    @sumandebnath9979 3 หลายเดือนก่อน +57

    সত্যিই মনে রাখার মতো বিষয়।
    একজন সাধারন মানুষের মতো সাইকেল চালিয়ে চলেগেলেন।

  • @akjonmanush9965
    @akjonmanush9965 3 หลายเดือนก่อน +197

    কেউ যেন না বলে এটা পিসির দেওয়া সাইকেল।

    • @bidhan.biswas
      @bidhan.biswas 3 หลายเดือนก่อน +6

      😂😅😊

    • @playwithvenom8415
      @playwithvenom8415 3 หลายเดือนก่อน

      ভাগ্যিস এটা এই সরকারের সবুজ সাথীর সাইকেল না তাহলে ক্রেডিট টা একজনই নিতেন

    • @tapatibiswas8297
      @tapatibiswas8297 3 หลายเดือนก่อน +6

      Sabuj sathi

    • @bilaspandit4902
      @bilaspandit4902 3 หลายเดือนก่อน +5

      😂😂😂😂

    • @tirjokbiswas3353
      @tirjokbiswas3353 3 หลายเดือนก่อน +9

      পিসি জানতে পারলে অবশ্য দাবি করবেন সাইকেল টা উনিই দিয়েছেন 😂😂😂😂

  • @ratanpaul4295
    @ratanpaul4295 3 หลายเดือนก่อน +125

    আমাদের দেশে কবে সেই নেতা হবে হেলিকপ্টারে না চড়ে সাইকেলে চড়বে।❤❤❤

    • @rupachakraborty5911
      @rupachakraborty5911 3 หลายเดือนก่อน

      ভারতবর্ষের নেতাদের জীব গুলো খুব বড়ো,,,,

    • @subhankarmitra597
      @subhankarmitra597 3 หลายเดือนก่อน +1

      😂😂😂

    • @shekharmazumdar9141
      @shekharmazumdar9141 3 หลายเดือนก่อน

      যেদিন মুখ্য মন্ত্রীর হাতে হারিকেন উঠবে।

    • @r.m.3175
      @r.m.3175 3 หลายเดือนก่อน

      আগে আমাদের যোগ্য নাগরিক হতে হবে !!! সততা, প্রকৃত শিক্ষা , ভদ্রতা ইত্যাদি গুণের অধিকারী হওয়া প্রয়োজন !! কোন দেশের সকল বা কমপক্ষে 90 শতাংশ মানুষ ভদ্র, শিক্ষিত, সততার অধিকারী ও রুচিশীল হলে ,জনপ্রতিনিধিও ভালো পাওয়া সম্ভব !!!

    • @shekharmazumdar9141
      @shekharmazumdar9141 3 หลายเดือนก่อน

      @@r.m.3175 একদম সঠিক বলেছেন। যে দেশে 500/- 1000/- টাকায় নিজের মান ইজ্জত ইমান বিকোয় সেই দেশের মানুষের কপালে এই রকমই প্রশাসক জুটবে।

  • @satyabratakumar7819
    @satyabratakumar7819 3 หลายเดือนก่อน +43

    ববি হাকিমের এই উক্তি চরম নান্দনিয় । আপনাকে ধন্যবাদ।

  • @arindamroy1423
    @arindamroy1423 3 หลายเดือนก่อน +107

    এ সমস্ত শুধু সেখানেই সম্ভব, যেখানে সবাই সত্যিকারের শিক্ষিত

    • @BidhansikdarSwpansikdar-rx7ns
      @BidhansikdarSwpansikdar-rx7ns 3 หลายเดือนก่อน +8

      শুধু শিক্ষিত হলেই হবে না
      তার জন্য মনুষ্যত্বের শিক্ষা টা
      সবার আগে প্রয়োজন
      মনুষ্যত্বের শিক্ষা না হলে
      শুধু পুঁথি গত শিক্ষা মনুষ্যত্বের
      কোনো কাজেই লাগবে না

    • @arindamroy1423
      @arindamroy1423 3 หลายเดือนก่อน +2

      @@BidhansikdarSwpansikdar-rx7ns ১০০ বার ঠিক

    • @sanjoyghosh4538
      @sanjoyghosh4538 3 หลายเดือนก่อน +1

      Ota fast world bhai ami r tumi thard world e bosobas kori

    • @arindamroy1423
      @arindamroy1423 3 หลายเดือนก่อน

      @@sanjoyghosh4538 ফার্স্ট, সেকেন্ড অথবা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি কিসের ভিত্তিতে নির্ধারিত হয়....!!! টাকার ভিত্তিতে তাই তো......??? কিন্তু টাকা না থাক মানসিকতা তো আছে.......!!! না কি এটাও বিসর্জন দিয়ে বসে আছি আমরা........ ভালো ব্যবহার করবার জন্য টাকা লাগেনা, শুধু বৈচারিক ভাবে উন্নত হলেই চলবে....... মনে রাখবেন এক সময় এই বাংলায় পুরো পুরি বকলম মানুষেরাও নিজেদের উচ্চ বৈচারিকতার পরিচয় দিয়ে গেছে..... বড়োই আফসোস হয় যে আজ সেই বাংলার কি দুরবস্থা

  • @ruplalgupta7172
    @ruplalgupta7172 3 หลายเดือนก่อน +93

    এখানকার নেতা প্রাক্তন হলেও চাই সিকিউরিটি!কেন এত ভয়,নিশ্চয় আছে কিছু ঘাটতি!

  • @manabendrabandyopadhyay2842
    @manabendrabandyopadhyay2842 3 หลายเดือนก่อน +34

    এরাই প্রকৃত ভদ্র লোক। আর পাশাপাশি দেখুন কালীঘাটের যুবরাজ ও তার মায়েদের ঠাট বাট!

    • @chitralipi5891
      @chitralipi5891 3 หลายเดือนก่อน

      শুধু কালীঘাট? মোদী, শাহ এদের কেও বলুন

  • @haripadamaity831
    @haripadamaity831 3 หลายเดือนก่อน +62

    ভাইপো ৫০ টা গাড়ি নিয়ে ঘুরে একটা আঙ্চলীক দলের নেতা

  • @rabindranathchakrabarty5151
    @rabindranathchakrabarty5151 3 หลายเดือนก่อน +60

    মমতা এবং ভাইপো , এক জেলা থেকে অন্য জেলায় যায় হেলিকপ্টার করে !!!!

  • @chak886
    @chak886 3 หลายเดือนก่อน +34

    লাল বাহাদুর শাস্ত্রীর কথা মনে পড়ে।

  • @42somchhandaray75
    @42somchhandaray75 3 หลายเดือนก่อน +55

    আমার age 43, আমি মনে করি না আমি বেঁচে থাকতে এ রাজ্যে পালা বদল ঘটবে। সে আশা ও এ রাজ্যে করা যায় না। এ রাজ্যের মানুষ এতো ভালবাসেন এই রাজ্য সরকারকে, যে এই দুর্নীতির পরও দু হাত ভরে vote দিচ্ছেন।

    • @rajusardar8790
      @rajusardar8790 3 หลายเดือนก่อน +5

      সাম্প্রদায়িক মনোভাব থেকে সরে আসতে হবে, তবেই যদি কিছু হয়।

    • @manitabarman1994
      @manitabarman1994 3 หลายเดือนก่อน

      এখানে ভোট দিতে হয়না জোরকরে নিতে হয় ।

    • @bijankumar2922
      @bijankumar2922 3 หลายเดือนก่อน

      ​@@rajusardar8790:: মানুষ রাজনৈতিকভাবে সচেতন নাহলে দেশের পালা বদল সম্ভব নয় ।

    • @mousammahanty1083
      @mousammahanty1083 3 หลายเดือนก่อน +2

      সত্যি কথা

    • @tapasbanerjee8619
      @tapasbanerjee8619 3 หลายเดือนก่อน +1

      Dada 2 no kore jitechen. Thik moto vote hole ei result hoto na.

  • @asokepriyasengupta22
    @asokepriyasengupta22 3 หลายเดือนก่อน +67

    সুন্দর একটা প্রতিবেদন করলেন বিদেশ বলেই সম্ভব

    • @Shovon44444
      @Shovon44444 3 หลายเดือนก่อน

      ইউরোপ এর দেশ এ এমনটাই হয়।

  • @tapandas9230
    @tapandas9230 3 หลายเดือนก่อน +86

    আপনি ঠিক বলেছেন। ক্ষমতার পরিবর্তন হবেই।

    • @swapnasanyal1743
      @swapnasanyal1743 3 หลายเดือนก่อน +1

      নিশ্চিত থাকুন কিছু ই হবে না।

    • @spseries7985
      @spseries7985 3 หลายเดือนก่อน +1

      চিরস্থায়ী কেউ নন

    • @r.m.3175
      @r.m.3175 3 หลายเดือนก่อน

      পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী থেকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন !!! ভারতের নাই বা হতে পারলেন ,মন্দ কী !!!???
      আর আমরা বাংলাদেশের নাগরিক হবো !!! কারও আপত্তি আছে নাকি ???!!!

  • @benedictrodrick8628
    @benedictrodrick8628 3 หลายเดือนก่อน +24

    আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য কে দেখুন কিভাবে আছে l

    • @manofgoodhope6169
      @manofgoodhope6169 3 หลายเดือนก่อน

      একজনে কি করে দল চলে, গ্রামে তো সেই ধরে ধরে থাঙ্গাতো

  • @kiran_ch_nath
    @kiran_ch_nath 3 หลายเดือนก่อน +19

    শিক্ষনীয় বিবৃতি দেওয়ার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ জানাই

  • @rabindranathchakrabarty5151
    @rabindranathchakrabarty5151 3 หลายเดือนก่อน +69

    যদিও খবরটা পুরোনো , তবুও সমস্ত রাষ্ট্র প্রধানেরই এই উদাহরণ অনুসরণ করা উচিত !! অন্ততঃ সেদেশের সাধারণ মানুষের উপকার হবে !!

  • @himangsudas10
    @himangsudas10 3 หลายเดือนก่อน +23

    দাদা তুমি কাকে দেখাচ্ছ ও কাকে শিখাচ্ছ এসব,এটা এমন অবাক করা অসাধারণ প্রতিভাবান নয় শুধু , অসাধারণ জ্ঞানী মানুষ উনি, তাইতো এমন প্রধানমন্ত্রী সাইকেলে যাচ্ছেন,,, আমার শ্রদ্ধা জানাই উনাকে

  • @haralalchakraborty2501
    @haralalchakraborty2501 3 หลายเดือนก่อน +10

    নেদারল্যান্ডস অত্যন্ত ধনী রাষ্ট্র এবং দুর্নীতি মুক্ত রাষ্ট্র। আইনশৃঙ্খলার পরিস্থিতি অত্যন্ত ভাল। অত্যন্ত উন্নত দেশ।

  • @akashbiswash8574
    @akashbiswash8574 3 หลายเดือนก่อน +31

    সভ্য দেশের মানুষের সভ্য আচরণ - আমাদের মতো কোন লোভ লালসা, চিটিং গীরি করে না।

  • @biswarupbhaduri4900
    @biswarupbhaduri4900 3 หลายเดือนก่อน +14

    অবাক করা সংবাদের জন্য ধন্যবাদ , সফিকুল বাবু । কিছুই বলার নেই । ছবিই সব বলে দিচ্ছে ।
    শুধু বলার , যেখানে " তুই তো মারপিট করিস আর বোম বাধিস "
    যাকে বলা হয়েছিল , সেই ব্যক্তিকেই " z " ক্যাটাগরি নিরাপত্তা দেওয়া হয় । সেটাও অবাক করা সংবাদ বটে ।

  • @mukuldas4783
    @mukuldas4783 3 หลายเดือนก่อน +28

    আমাদের বিচার ব্যবস্থা দায়ী
    আমাদের বিচার দাগী আসামী দের
    সাথেই থাকে

  • @ashokrouth4830
    @ashokrouth4830 3 หลายเดือนก่อน +47

    ফিদেল কাস্ত্রো দীর্ঘদিন সাইকেলেই যাতায়াত করে দেশের প্রধানের দায়িত্ব সামলেছেন।

    • @SajalAmed-b9j
      @SajalAmed-b9j 3 หลายเดือนก่อน +1

      ঠিক বলেছেন।

    • @radharanisen2406
      @radharanisen2406 3 หลายเดือนก่อน

      একদম

    • @radharanisen2406
      @radharanisen2406 3 หลายเดือนก่อน +4

      আমাদের দেশে কাউন্সিলার থেকে সাংসদ সকলের পেনশেন,সমস্ত সুযোগ সুবিধা বন্ধ করে দেওয়া উচিত!

  • @gautamkumarghosh4700
    @gautamkumarghosh4700 3 หลายเดือนก่อน +5

    শফিকুল বাবু নমস্কার এরকম একটা অসাধারণ প্রতিবেদনের জন্য।

  • @swapnasanyal1743
    @swapnasanyal1743 3 หลายเดือนก่อน +23

    এই জন্যে ই তো ওদের জিডিপি প্রথম সারিতে।

  • @asimmisra4892
    @asimmisra4892 3 หลายเดือนก่อน +9

    মন ভরে উঠল, ঈশ্বর আছেন শুধুমাত্র এই সব দেশে, উনাকে প্রনাম এর সাথ সাথ ওই দেশকে হাজারো বার মন থেকে প্রনাম প্রনাম প্রনাম জানাই, সত্যিই ওই দেশে দেবতাদের বসবাস আছে এ কথা স্বীকার করতে হয়,আবারও ওই দেশের প্রধান মন্ত্রীকে সংবর্ধনা ও প্রনাম জানালাম,

  • @jagabandhugoswami927
    @jagabandhugoswami927 3 หลายเดือนก่อน +5

    এই ধরনের খবর পরিবেশন
    করার জন্য ধন্যবাদ ।
    বিরাট শিক্ষনীয় ।

  • @aviksrimany6907
    @aviksrimany6907 3 หลายเดือนก่อน +14

    ঐ দেশে রাজনীতি হচ্ছে সেবা আর আমাদের দেশে রাজনীতি হচ্ছে ধান্দা।

  • @Kkkore1234
    @Kkkore1234 3 หลายเดือนก่อน +5

    সফিকুল দা এসব ওরা কোনদিন ই শিখবে না। এরা তো সব ভোগীর দল । শুধু ভোগ কর , ত্যাগ করোনা।

  • @premangshuroy9301
    @premangshuroy9301 3 หลายเดือนก่อน +2

    সফিকুল ভাই এখানে কোনো দিন পরিবর্তন হবে না!

  • @healtmatters
    @healtmatters 3 หลายเดือนก่อน +8

    এখানে 14 বছর ক্ষমতা য় থাকলে কি কি তার সম্পত্তি হতে পারে?

  • @samitswarnakar1759
    @samitswarnakar1759 3 หลายเดือนก่อน +1

    দাদা আপনার প্রতিবেদনগুলো বিভিন্ন রকমের খুব ভালো

  • @indrajithalder987
    @indrajithalder987 3 หลายเดือนก่อน +13

    এতো ভারতবাসী এই শিক্ষা বা মন্ত্রীদের কাছে থেকে আশাকরবে দাদা যা দেখালেন বাংলার সাধারণ মানুষের কাছে খুবই ছোট চপ মুড়ি আর চা বানলে তাদের সন্মান অনেক বেশি। সাইকেল নিয়ে যাচ্ছে এর গভীরতা টা ভারতবাসীর বুঝতে অনেক বছর বাকি।

  • @PROXYxERROR
    @PROXYxERROR 3 หลายเดือนก่อน +2

    যে ভালোবাসা পশ্চিমবঙ্গের মানুষ এবং বিরোধীদের দিচ্ছেন সেটাই ফেরত পাবে I

  • @devdasghosh5215
    @devdasghosh5215 3 หลายเดือนก่อน +3

    ভাবা যায় না। ধন্যবাদ সফিকুল ভাই, এই সব তথ্য খুঁজে আমাদের দেখানোর জন্য। আপনি প্রকৃত মানবতাবাদী।

  • @seemitamondal8468
    @seemitamondal8468 3 หลายเดือนก่อน +4

    একদম খুব উপযুক্ত প্রতিবেদন দাদা।

  • @dilipsardar8561
    @dilipsardar8561 3 หลายเดือนก่อน +8

    অবাক করা বিষয়, বাংলায় একজন পঞ্চায়েত প্রধান হলে চার চাকা নিয়ে ফিরতো😊

  • @sankarbanerjee7093
    @sankarbanerjee7093 3 หลายเดือนก่อน +2

    দারুন একটি পোস্ট এটা ভারতে সম্ভব নয় খুব ভালো লাগলো ধন্যবাদ আপনাকে

  • @AtoZCART
    @AtoZCART 3 หลายเดือนก่อน +16

    দাদা ইউরোপের রাজনীতিতে এখন মিউজিক্যাল চেয়ার চলছে....

  • @tarakantmishra1259
    @tarakantmishra1259 3 หลายเดือนก่อน +1

    রজনীতি সমাজ ভিত্তিক। সমাজ তৈরি হয় মানুষ থেকে। রাজনীতি সেই সমাজের মানুষের প্রতিচ্ছবি।

  • @dipankargupta550
    @dipankargupta550 3 หลายเดือนก่อน +3

    এই রকম আদর্শ তুলে ধরার খবর ভারতের জনগনের কাছে পৌছে দেওয়ার জন্য ধন্যবাদ জানাই।

  • @sadhanchowdhury7256
    @sadhanchowdhury7256 3 หลายเดือนก่อน +12

    ঝুটা ঘমন্ডের দেশ আমাদের। কোনো কালে শিখবে না।

  • @tusharkantimondal1034
    @tusharkantimondal1034 3 หลายเดือนก่อน +9

    কেনো হয় না বুদ্ধদেব বাবুর বাড়িটা দেখেন নি।

  • @kalyandey8259
    @kalyandey8259 3 หลายเดือนก่อน +2

    এইখানে তো রাজনীতি একটা ব্যবসা, আপনার ওই মানুষের সেবার নিকুচি করেছে।

  • @tuhinbiswas380
    @tuhinbiswas380 3 หลายเดือนก่อน +5

    দারুন অসধারণ দৃশ এই হচ্ছে জননেতা ❤

  • @antarikservicestation1578
    @antarikservicestation1578 3 หลายเดือนก่อน +16

    দারুণ এই তো ঠিক, আমাদের গুলো একটু দেখুন,

  • @sutaparay9737
    @sutaparay9737 3 หลายเดือนก่อน +8

    এই নজির আরো আছে হল্যান্ডের প্রধান মন্ত্রী । সম্ভবত অল্ডো মোরো নামে একজন প্রধানমন্ত্রী এইভাবে সাইকেলে যেতে গিয়ে ছুরিকাঘাতে নিহত হয়েছিলেন ।

  • @purnimasadhukhan5726
    @purnimasadhukhan5726 3 หลายเดือนก่อน +2

    খুব মজা পেলাম। ভীষণ ভীষণ ভালো লাগলো।

  • @sanatanbiswas9437
    @sanatanbiswas9437 3 หลายเดือนก่อน +3

    অবশ্যই অনুসরণযোগ্য একটা বিষয়।তবে এই ধরনের উদাহরণ এদেশে কয়েকটি পাওয়া যাবে।প্রফুল্ল সেন, বুদ্ধদেব ভট্টাচার্য প্রমুখ।

  • @parthadey7068
    @parthadey7068 3 หลายเดือนก่อน +2

    সফিকুল বাবু, আমরা অনেক পিছিয়ে। এসব কালচার আমাদের কোনোদিনও হবে না! ওই জন্যই ওরা প্রথম বিশ্ব, আর আমরা তৃতীয়!!

  • @prabirmalakar1443
    @prabirmalakar1443 3 หลายเดือนก่อน +3

    আমাদের দেশের তথা বাংলায় একজন প্রধান সাইকেলে পঞ্চায়েত অফিসে যাতায়াত করবেন এটাও তোমার চোখে পড়ে না।

  • @saktimukherjee451
    @saktimukherjee451 3 หลายเดือนก่อน +2

    শফিকুল ভাই, খুবই ভালো দৃশ্য। এমনটাই হওয়া বাঞ্ছনীয় । বিশেষ করে ছোট দেশগুলিতে, যেখানে মানুষের ভীড় কম। কিন্তু ভারতে মন্ত্রীদের আড়ম্বরগুলি বড্ডো বেড়ে চলেছে। বিশেষ করে পশ্চিমবঙ্গে। ডঃ বিধানচন্দ্র রায় মহাশয়কে দেখতাম অফিস থেকে বাড়ি যেতেন একটি স্টুডিবেকার গাড়িতে ,চালকের পাশের আসনে খোলা জানালায় বসে। পিছনের সীটে হয়তো শুধু একজন, বোধ হয় দেহরক্ষী। গাড়ির সামনে শুধু একটি মোটরবাইকে একজন পোশাক পড়া পুলিশ সার্জেন্ট। কখনো বিশেষ উপলক্ষে যাবার সময়ে একটা সাইরেন বাজানো পাইলট গাড়ি। তার প্রয়ানের পরের মন্ত্রীসভাতে অর্থমন্ত্রীর পদে বসলেন উপমন্ত্রী শ্রীতরুণকান্তি ঘোষ। প্রথমেই সেই পরম বৈষ্ণব মহাশয়ের আবদার হলো, "মন্ত্রী হয়েছি, তাহলে একটু জৌলুশ থাকবেনা ?" খুব বড় একটা নতুন ইম্পালা গাড়ী, সামনে পিছনে কয়েকটা গাড়ি নিয়ে তার পথযাত্রা শুরু হলো। সংবাদপত্রে অনেক টিপ্পনি কাটা হলো। পরে জ্যোতি বসুর মুখ্যমন্ত্রীত্বের সময়ে তার নিজের এবং অন্য ক্যাবিনেট মন্ত্রীর জন্য বরাদ্দ হলো একটা লম্বা গাড়ির কনভয়। যতটা সুরক্ষার প্রয়োজনে তার চেয়ে অনেক বেশী জৌলুসের জন্য। এখন কথা হচ্ছে, মন্ত্রীরা নিশ্চয় সাধারণ মানুষদের কাছে আকর্ষণীয় ব্যক্তি , কৌতূহলের তো বটেই। কিন্তু এতো বাড়াবাড়ির কোন যুক্তি নাই। তার জন্য গাড়ি , জ্বালানি, আর পুলিশ কর্মীদের শ্রমের জন্য যে কত লক্ষ টাকা সরকারি ভান্ডার থেকে খরচ হয় তার হিসেবে কেউ জানেনা। ডঃ রায়ের সময়ে আমি নিজে দু-একজন ক্যাবিনেট মন্ত্রীর সঙ্গে একগাড়িতে সহযাত্রী হয়েছি , অত্যন্ত সাধারণ মরিস গাড়ি, কোনো ট্রাফিক বন্ধ করা আড়ম্বর ছিলোনা।
    তবু একথা বলতেই হবে, যেমন মন্ত্রীদের আড়ম্বর বেড়েছে ,তার সঙ্গে নাগরিক জীবনে বিরাট গুন্ডারাজও বহুগুন বেড়েছে।
    খুব স্পষ্ট ভাবে সেই শয়তান আর খুনিদের প্রশ্রয় দিয়ে বাড়িয়ে তুলেছেন ওই মন্ত্রীরাই। দেখি ইউরোপের ছোট দেশগুলির দিকে। নেদারল্যান্ডের মতন অন্য দেশগুলোতেও শাসক আর সাধারণ সভ্য মানুষদের আন্তরিক যোগাযোগ বেশ ঘনিষ্ঠ।
    তাদের প্রত্যহ জৌলুশ প্রদর্শনের কোনো দায় নেই। তবু বর্তমানে আশংকার পরিস্থিতি তৈরি হয়েছে, কারণ মধ্যপ্রাচ্যের কিছু জঙ্গী ধর্মান্ধ ঘাতক সহজে সেইসব দেশে ঘাঁটি গেড়েছে। আশির দশকে ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী অফিস থেকে পদব্রজে বাড়ি ফিরতেন ; একদিন পথে খুন হয়ে গেলেন। পশ্চিমবঙ্গের অবস্থা দেখে এটা বোঝা যায়, আসলে সমাজকে যে নেতারা যেমন ভাবে পথ দেখান, তাদের শুভ বা লোভী চরিত্রের ফসল সেই সমাজটাই হয়ে ওঠে।

  • @provashkumardutta8237
    @provashkumardutta8237 3 หลายเดือนก่อน +7

    এখানে আঞ্চলিক দলের সভা পতি নিরাপত্তা নিয়ে চলে আর ওখানে প্রাক্তন প্রধানমন্ত্রী নির্ভীক নিরাপত্তা ছাড়া চলে I

  • @subratadas5686
    @subratadas5686 3 หลายเดือนก่อน +2

    সেইজন্য ওই দেশের মানুষ এত সুখী, আর পশ্চিমবঙ্গের ভালো মানুষের মুখ খোলা বারণ!!

  • @niladrighosh7326
    @niladrighosh7326 3 หลายเดือนก่อน +4

    আর আমাদের নমো দাদু ! বছর বছর গাড়ি আর এরোপ্লেন না বদলালে চলেনা। নিরাপত্তা তো ছেড়েই দিলাম। আর পিসি ভাইপো এরা তো অন্য লেভেলে বাস করেন।

    • @Livegoodv390
      @Livegoodv390 3 หลายเดือนก่อน

      ঠিক বিদেশে সাইকেল করে যাওয়া উচিত

  • @vidyamandirforcommerce5753
    @vidyamandirforcommerce5753 3 หลายเดือนก่อน +2

    এরাই প্রকৃত দেশপ্রেমিক।
    এরা অনাড়ম্বর জীবন যাপন করতে ভালোবাসেন।
    এরা সরকারি পয়সাকে সম্মান করেন, কারণ সরকার সকলের।❤

  • @sumitabhaduri1309
    @sumitabhaduri1309 3 หลายเดือนก่อน +3

    সবাই দেশের নাগরিক। সবাই সমান। সভ্য দেশ।
    আমরা সব ভগবান বানাই দেশের নেতাদের।দৃষ্টিভঙ্গির পরিবর্তন চাই।

  • @bimalendusarkar9890
    @bimalendusarkar9890 3 หลายเดือนก่อน +2

    আমাদের দেশে রাজনীতির চাকর বাকর,বড়ো বড়ো গাড়ি নিয়ে ঘুরে বেড়ায়।

  • @swapan5885
    @swapan5885 3 หลายเดือนก่อน +4

    ১৪ বছর প্রধান মন্ত্রী থাকার পরও হেলিকপ্টার ভাড়া করার পয়সা নেই ? এই সভ‍্য গনতান্ত্রীক সমাজকে 🙏 🙏

  • @pankajmallick8866
    @pankajmallick8866 3 หลายเดือนก่อน +2

    আসল কথা যেখানে যত দুর্নীতি সেখানে ততো সিকিউরিটি

  • @niladrichakraborty9915
    @niladrichakraborty9915 3 หลายเดือนก่อน +11

    This scene is impossible to see in many countries..
    Salute him (this PM)..🙏🙏

  • @salildas7333
    @salildas7333 3 หลายเดือนก่อน +2

    আমাদের বহরমপুরে একজন পৌরসভার পৌরপিতাকে দেখেছি সাইকেলে যেতে আসতে।বামফ্রন্ট আমলে সেটা ছিল নির্দলীয় পুরবোর্ড।তারও আগে দেখেছি পৌরপিতাকে রিক্সায় যাতায়াত করতে,তখন আমরা স্কুলের ছাত্র ছিলাম
    আর এখন একজন কমিশনার চারচাকা নিয়ে পৌরসভায় প্রবেশ করে।পৌরপিতার তো কথাই নেই।

  • @Dustu-o2s
    @Dustu-o2s 3 หลายเดือนก่อน +11

    এদের থেকে আমাদের অনেক কিছু শিখতে হবে।

  • @somnathmukherjee4463
    @somnathmukherjee4463 3 หลายเดือนก่อน +1

    Sabash Arambag TV.Joyho Safikulda Joyho. JOY SHREE RAM.

  • @pragatimaiti2437
    @pragatimaiti2437 3 หลายเดือนก่อน +6

    আমাদের এখানে সামান্য পঞ্চায়েতের সদস্যরাই AC স্করফিউ ছাড়া চলে না 😂

  • @subhosarkar9525
    @subhosarkar9525 3 หลายเดือนก่อน +2

    সঠিক রাজনীতি করা মানুষ সন্মান পায় আর বেঠিক রাজনীতি করা মানুষ ভয় পায়,

  • @BiswanathGoswami-gn2hl
    @BiswanathGoswami-gn2hl 3 หลายเดือนก่อน +9

    হায় সফিকুল,
    কিসে আর কিসে!
    ধানে আর তুষে!!

  • @santanupatra8580
    @santanupatra8580 3 หลายเดือนก่อน +2

    এটাই হচ্ছে বদলা নয় বদল। 👍👍

  • @subhamdaslovesraptor99
    @subhamdaslovesraptor99 3 หลายเดือนก่อน +4

    অসামান্য। বিদেশী জাতির সংস্কৃতি, বিশেষ করে ইউরোপে, তরুণদের শিক্ষিত করার উপর বেশি জোর দেওয়া এবং জীবনযাত্রার দিকে কম মনোযোগ দেওয়া। ইউরোপীয় সংস্কৃতি নৈতিকতা এবং মূল্যবোধ কেন্দ্রিক।

  • @kamalroy7693
    @kamalroy7693 3 หลายเดือนก่อน +3

    পাশের রাজ্যের মুখমন্ত্রীও তো দৃষ্টান্ত রেখেছেন।

  • @Soumitra..
    @Soumitra.. 3 หลายเดือนก่อน +4

    সাইকেল কনসেপ্ট কি আমাদের পিসি দিয়েছে 😂 সব কিছুর মধ্যেই যা ঘটে সব হাত আছে!!

  • @amitavakundu5658
    @amitavakundu5658 3 หลายเดือนก่อน +3

    উনি যখন প্রধানমন্ত্রী হয়েছিলেন তখনও সাইকেলেই এসেছিলেন

  • @topicsandopinions5818
    @topicsandopinions5818 3 หลายเดือนก่อน +3

    সাইকেল !! আমাদের দেশের পিয়নও সাইকেলে চড়ে না!

  • @eather2023
    @eather2023 3 หลายเดือนก่อน +2

    এই মহত ব্যক্তি পূর্বের প্রধান মন্ত্রী আজ আব্দুল কালামের সারিতে এসে গেলেন। তাঁকে স্যালুট।

  • @kironsarkar9667
    @kironsarkar9667 3 หลายเดือนก่อน +15

    Mamta begum hole helicopter lagto 😂😂😂

  • @sanjoychattopadhyay6240
    @sanjoychattopadhyay6240 3 หลายเดือนก่อน +5

    হবে না কেন ! ওটা নেদারল্যান্ড, আমাদেরটা কামান ল্যান্ড । মানুষরা কামিয়েনিস্ট ।

  • @udaymondal5591
    @udaymondal5591 3 หลายเดือนก่อน +3

    আমাদের নবান্ন কী কোন দিন পালা বদল হবে মনে তো হয় না ।সেই দিন কী কোনো দীন ফিরবে ।ধন্যবাদ সফিকুল বাবু ।

  • @magnacarta620
    @magnacarta620 3 หลายเดือนก่อน +3

    এই রাজ্যের মুখ্যমন্ত্রীকে কেউ এভাবে অবসর নেয়ার উপদেশ দিকে সে জ্যান্ত থাকবে কিনা সন্দেহ

  • @arundas5705
    @arundas5705 3 หลายเดือนก่อน +3

    আর আমাদের রাস্তা নির্জন পুরো এ সি গাড়ির কনভয় চারিদিকে থরহরি কমপো বিরাট বিশাল ব্যাপার ভয় ভয় করে

  • @ARUNNAYEK-777
    @ARUNNAYEK-777 3 หลายเดือนก่อน +1

    আপনি রাজ্যের ব্যপারে , পঞ্চায়েত এ যাচ্ছেন !! আমাদের বিদ্যালয়ে শুধুমাত্র ম্যানেজিং কমিটির সদস্যরা একসময় এসেছিলেন এমন সমর্থক পরিবৃত হয়ে, দেখলেই ভয় লাগবে। এই কালচার আজকের নয় বাম আমলের থেকে এসেছে। এখন বিশাল ফুলে ফেঁপে উঠেছে।

  • @uttambiswas-qi4it
    @uttambiswas-qi4it 3 หลายเดือนก่อน +3

    আমার বড়ো গর্ব হলো এই দৃশ্যটা দেখে

  • @ajitgupta5632
    @ajitgupta5632 3 หลายเดือนก่อน +2

    সফিকুল,এইসব উদাহরণ তোমরা দেখাতেই থাকবে,আর আমরা চোখ মুখে বিস্ময় নিয়ে দেখেই যাবো।আখেরে আমাদের কী পাওনা !!

  • @স্বপ্ননপাত্র
    @স্বপ্ননপাত্র 3 หลายเดือนก่อน +4

    ঐদেশে স্যালুট জানাই

  • @sriharibarman2643
    @sriharibarman2643 3 หลายเดือนก่อน +1

    প্রকৃত জননেতা...এঁদের বলে!!!

  • @krishnendupanigrahi3307
    @krishnendupanigrahi3307 3 หลายเดือนก่อน +6

    এসব ভিডিও দেখিয়ে লজ্জা দেবেন না।

  • @ParimalKhan-wj3vi
    @ParimalKhan-wj3vi 3 หลายเดือนก่อน +1

    আমাদের এখানে ভোট দেওয়ার পরে বাড়ীতে ফিরে আসতে ভয় লাগে। আর যদি বিরোধী দলের হয় তাহলে আরও বেশি ভয়।

  • @saibalgupta4690
    @saibalgupta4690 3 หลายเดือนก่อน +4

    Extra security tara e nan jara honest.jara dishonest tara security niye cholen.amader state a dekhun na minister thekeo fear of being shot .

  • @BidhansikdarSwpansikdar-rx7ns
    @BidhansikdarSwpansikdar-rx7ns 3 หลายเดือนก่อน +2

    এই রকম পরিস্থিতি ও পরিবেশ
    অদোঔ কোনো দিন
    ভারত বর্ষে আসবে কিনা সন্দেহ আছে একজন ভারতীয় হয়েও
    বোলতে বাধ্য হচ্ছি

  • @subhaschandradas5818
    @subhaschandradas5818 3 หลายเดือนก่อน +2

    এই শিক্ষার মূল্য সংবিধান কে সম্মান দেয়।

  • @prabirsarkar5859
    @prabirsarkar5859 3 หลายเดือนก่อน +1

    ভারতের প্রধানমন্ত্রীর এটাদেখে শেখা উচিত।মুখ্যমন্ত্রী তো অনেক দুর।আগে প্রধানমন্ত্রী পরে রাজ্যের মুখ্যমন্ত্রী।

  • @ujjwalpramanik4232
    @ujjwalpramanik4232 3 หลายเดือนก่อน +1

    এরকম যদি এগিয়ে বাংলা হোত, তবে কেমন হোত? এটা বাস্তবে হবে না, হয়ত স্বপনেহবে।

  • @ajitkumarhaldar1070
    @ajitkumarhaldar1070 3 หลายเดือนก่อน +1

    সফিকুল, প্রতিবেদন ভাল লাগল। কিন্তু এখানে রিকশায় বা সাইকেলে করে এভাবে যাওয়া সম্ভব নয় ইচ্ছে থাকলেও কারন এত লোকজন এত Traffic, নিরাপত্তার অভাব। এসব ভাবতে হবে। তুমি এসব দেখে আমাদের দেশকে তুলনা করবে না।

  • @BholanathSarkar-s9q
    @BholanathSarkar-s9q 3 หลายเดือนก่อน +1

    এটাই হলো সঠিক মানব সভ্যতার মুলুক।

  • @NikhilChandraBiswas-g9l
    @NikhilChandraBiswas-g9l 3 หลายเดือนก่อน +1

    এটাইতো হওয়া উচিৎ। আমাদের দেশের মন্ত্রীদের রাজনৈতিক বাহূল্যতা অনেক বেশি।সকল রাজনৈতিক প্রতিপক্ষকে খেলার মাঠের প্রতিপক্ষদের মতো সাবলীল হওয়া প্রয়োজন।

  • @sisirpatra700
    @sisirpatra700 3 หลายเดือนก่อน

    সফিকুল ভাই এই প্রতিবেদনে যা দেখালেন একেবারে মনোমুগ্ধকর প্রতিবেদন | এজন্য আপনাকে ধন্যবাদ নেদারল্যান্ডের প্রধানমন্ত্রী অসাধারণ উচ্চমনের মানুষ সেজন্যই ওই দেশের মানুষের ভালোবাসা পেয়েছেন | যে জেবার করে ক্ষমতা দখল করে তার কি ওই রকম সাহস থাকবে ? তারপ্রতি থাকে শুধু ক্ষোভ আর ঘৃণা তার সাথে প্রাণের ভয় | যার মধ্যে সততা থাকবে সাহসা থাকবে বিশ্বাস থাকবে উদারতা থাকবে তার সিকিউরিটি দরকার হয় না |

  • @SANTANUBISWAS-l5u
    @SANTANUBISWAS-l5u 3 หลายเดือนก่อน +2

    মানুষের পার্থক্য, শিক্ষা, রুচি, culture সবকিছুই নির্ভর করে।