বাসু বাবু, বর্গী বলা হতো মারাঠা স্থায়ী ঘোড়সওয়ার বাহিনীকে, মারাঠাদের আরো এক ধরনের ঘোড়সওয়ার বাহিনী ছিল তারা ছিল ভাড়াটে সেনা, তাদের বলা হতো শিলাদার ৷ প্রথম বাজিরাও এর আমলে মারাঠারা হিন্দু-পাদ-পাদশাহী আদর্শে উজ্জীবিত হয়েছিল এবং ভারতবর্ষের সমস্ত মুসলমান শাসকদের বিরুদ্ধে সশস্ত্র প্রতিরোধ ও সংগ্রামে অবতীর্ণ হয়েছিল এবং সিদ্ধান্ত নিয়েছিল যে মুসলমান রাজ্যগুলো থেকে চৌথ এবং সরদেশমুখী আদায় করা হবে ৷ 👉এবং আমাদের পরম সৌভাগ্য যে বাংলা সুবা ত্রয়োদশ শতাব্দীর প্রথমভাগ থেকে আজ অব্দি মুসলমানদের দ্বারা শাসিত ও নিয়ন্ত্রিত .... তাই স্বাভাবিকভাবেই আমরা সেই আক্রমণের লক্ষ্যবস্তু হয়েছিলাম 😅😅😅 👉আর একটা কথা জেনে রাখ আলীবর্দী খাঁ নাগপুরের শাসক রঘুজী ভোঁসলের কাছে উড়িষ্যা আংশটা পাকাপাকিভাবে ছেড়ে দেন যাতে আর ভবিষ্যতে মারাঠা আক্রমণ বাংলায় না হয় ....
@@sabyasachipal637 তার মানে এই নয় যে মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে বছরের পর বছর ধরে হিন্দু অমারাঠিদের নির্মম গণহত্যা ও লুঠতরাজ এবং শিশু ও মহিলাদের উপর অকথ্য অত্যাচার করবে। তারা কি ভারত থেকে মুসলিমদের তাড়াতে পেরেছিল? বাংলা বিহারের গ্রামে কি মুসলমান রাজারা লুকিয়ে থাকতো? মারাঠীদের পদবীও হয় ঠেঙাড়ে এবং এই ধরনের। মারাঠিরা কেবলমাত্র নিজের জাতীর আধিপত্য ছাড়া কিছুই বোঝে না। অন্য জাতীর লোকদের ওরা নীচু নজ়রে দেখে তারা হিন্দু মুসলিম যাই হোক। এজন্যই ওদের ইতিহাস বদলানোর বড় দায়।
আপনার দেওয়া প্রতিটা তথ্য সঠিক এবং প্রমানিত । কিন্তু আমি এর মধ্যে আরো একটি ঐতিহাসিক তথ্য যুক্ত করতে চাই আশা করি আপনাদের সকলের কাছে এই তথ্য গ্রহনযোগ্য হবে । " আমিও সেই সময়ের কথা বলছি তখন বর্ধমান ও হুগলি জেলার মতো বাঁকুড়া জেলাও আক্রান্ত মারাঠা তথা বর্গী হানাদার বাহিনীর হাতে । তখন বাঁকুড়া জেলা শাসন করছেন মল্ল রাজবংশের রাজারা । হঠাৎ রাজা শুনতে পান বর্গীরা হানা দিয়েছে তাঁর রাজ্যে । ইতিমধ্যেই রাজার কানে এসেছে বর্গীদের নৃশংসতা হত্যা লুঠ খুন ও ধর্ষনের কথা তিনি সঙ্গে সঙ্গে সিদ্ধান্ত নিলেন তাঁর তুলনামূলক ছোট সৈন্য দল ও দেশবাসীদের নিয়ে যথাসাধ্য প্রতিরোধ গড়ে তুলবেন মারাঠা হানাদারদের বিরুদ্ধে । যেমন ভাবা তেমন কাজ । এক মুহুর্ত সময় নষ্ট না করে তিনি যুদ্ধের প্রস্তুতি নিতে শুরু করলেন । অবিলম্বে সেই দিন উপস্থিত হল যখন মারাঠাদের বিশাল সেনা তাঁর সামনে উপস্থিত হল । অচিরেই রক্তক্ষয়ী এক যুদ্ধ শুরু হল বর্গী ও মল্লরাজের মধ্যে । যুদ্ধে মল্লরাজের সেনা পিছু হটতে শুরু করল । নিজের সেনাকে হারতে দেখে মল্লরাজ তখন ভগবানের স্মরনাপন্ন হলেন । তিনি বিষ্ণুপুরে অবস্থিত মদনমোহন ভগবানের মন্দিরে গিয়ে অঝোরে কাঁদতে লাগলেন আর ভগবানকে তাঁর রাজ্যের উপর আসা এই ভিশন সঙ্কটের কথা ও রাজ্যের মানুষের দুর্দশার কথা বলতে লাগলেন । হঠাৎ রাতের আঁধারে শোনা গেল এক বিকট বিস্ফোরণের শব্দ, রাজা শুনলেন প্রজারা শুনল সৈনরাও শুনতে পেল একবার, দুইবার, তিনবার, বার বার সেই শব্দটা কানে এলো । এ শব্দ রাজ্যের সকল মানুষের পরিচিত হ্যাঁ এ তো দলমাদল কামানের গর্জন । এবং তার সঙ্গে আরও একটা শব্দ কানে এলো সেটা হলো মারাঠা সেনাদের আর্তনাদ। কিন্তু কে এই দুর্ধর্ষ বাহিনীর সঙ্গে এমন বীর বিক্রমে যুদ্ধ করছে ? এ তো সয়ং ভগবান মদনমোহন ছাড়া আর কেউ হতেই পারে না । মুহুর্তের মধ্যে রটেগেল সয়ং ভগবান মল্লরাজের হয়ে কামান দেগে যুদ্ধ করছেন । ভগবান যার সঙ্গে আছেন তার আর কে ক্ষতি করতে পারে । ব্যস ওই উৎসাহে মল্ল রাজা ও তাঁর সেনা এমন বীর বিক্রমে যুদ্ধ করতে লাগলেন যে এবার মারাঠারা পিছু হটতে বাধ্য হল এবং এই যুদ্ধে মল্লরাজ জিতে গেলেন । " বিষ্ণুপুরে গেলে লোকের মুখে মুখে এই গল্প শুনতে পাবেন । হয়তো আজকের দিনে মারাঠাদের অনেক বাঙালির ভগবান মনে হতে পারে কিন্তু তাদের নৃশংসতা এতটাই ভয়াবহ ছিল যে সয়ং ভগবান মদনমোহনকেও তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে হয়েছিল । আশা করি সকলের এই তথ্যটি ভালো লাগবে । ধন্যবাদ 🙏🏻
শুনে খুশি হলাম দাদা, যে আপনি এই ইতিহাস জানেন। আমরা বাংলাদেশের মানুষরা এই ইতিহাসকে শতাব্দীকাল ধরে জানি। এই মারাঠারা আমাদের পূর্ব বঙ্গেও হামলা করতে চেয়েছিল কিন্ত নদী পার হতে পারেনি। কিন্ত বাংলাদেশে এমন অনেক পরিবার আছে, যাদের আদি পুরুষ ওপারে ছিল এবং এই ইতিহাসের সাথেও তাদের সম্পর্ক রয়েছে। টিপু সুলতানের মহিশুরকেও তারা ছাড় দেয়নি।
একটা ভিডিওতে অত কিছু বলাটা একটু কঠিন। তবে পুরোনো কলকাতা নিয়ে নানান গল্প আপনি এই প্লেলিস্টে পাবেন: th-cam.com/play/PLUab59wM1tFLAhz3m6VgBaQu0kvx-dQXd.html
প্রিয় শৌণক, আমার একটা প্রশ্ন আছে? তোমার প্রতিবেদন অনুযায়ী ম্যাপে দেখানো গোবিন্দ রাম মিত্র এবং উমিচাদের জোড়া বাগান বাড়ি, এবং বর্তমান জোড়াবাগান অঞ্চলের যে ছবি তুমি তুলে ধরেছ তার মধ্যে প্রায় ২ কিলোমিটারের ব্যবধান কেন? অর্থাৎ জোড়া বাগান বাড়ির যেখানে অবস্থান ছিল, সেখান থেকে প্রায় দুই কিলোমিটার দূরের কোন অঞ্চলের নাম জোড়া বাগান কি করে হয়? গোবিন্দরা মিত্র এবং উমিচাদের জোরা বাগান বাড়ি, মানিকতলা অঞ্চলের গোয়া বাগানের ঠিক উল্টোপারে অবস্থিত, তুমি একদম ঠিক, সেখানেই বর্তমান সাহিত্য পরিষদ অবস্থিত। তোমার দেওয়া ওই ম্যাপটির একটা কপি, আমি পর্যবেক্ষণ করেছিলাম কলকাতার Metcalfe হলে। আবার বর্তমান জোড়া বাগান বলে যে বাড়িটির ছবি তুমি দেখিয়েছো, সেটা ১৮৩০ সালে প্রতিস্থাপিত কলকাতার প্রথম স্কটিশ চার্চ কলেজ building। পরবর্তীকালে যা ওই মানিকতলা গোয়াবাগান অঞ্চলের প্রতিস্থাপিত হলে, এই বাড়িটি হয়ে যায় জোড়া বাগান থানা। নিমতলা ঘাট স্ট্রিট এবং বিকেপাল এভিনিউ ক্রসিং থেকে পাথুড়িয়া ঘাটার দিকে গেলে, ডান হাতে পাশাপাশি দুটি মাঠ বা বাগান পরে। পাশেই আহিরীটোলা অঞ্চলে আমার চার পুরুষের বাস। ভুলও হতে পারি, কিন্তু যথাসম্ভব আমি জানি, এই জোড়া বাগান থেকেই অঞ্চলের নাম হয়। একই মাঠের দুই প্রান্তে দুটি আলাদা আলাদা সার্বজনীন কালীপুজো এখনো লক্ষ্য করা যায়। তোমার প্রতিবেদনের খুদ ধরার কোন লক্ষ্য আমার নেই? টুরিস্ট গাইড হিসেবে কাজ করার সুবাদে, কলকাতার ইতিহাস নিয়ে আমিও একটু চর্চা করতে আগ্রহী। আমি শুধু সঠিক তথ্য জানতে চাই। তোমার প্রতিবেদন আমার খুবই ভালো লাগে। বাঙালিকে কলকাতার ইতিহাস সম্বন্ধে সচেতন করার যে কর্মকান্ডে তুমি নিজেকে নিয়োজিত করেছ, তার জন্য তোমাকে অনেক অনেক শুভেচ্ছা। অভিনন্দন একান্ত, ইতি সৌভিক চন্দ্র 📱9830919750 ( whatsapp ) Email: souvik2212@gnail.com
খুব ভালো প্রশ্ন করেছেন। উত্তর স্বরূপ রাধারমণ মিত্রের কলিকাতা দর্পণ বইটির একটি অংশ তুলে দিচ্ছি এখানে - "নিমতলা ঘাট স্ট্রিটের দক্ষিণে যে জোড়াবাগান স্কোয়ার আজকাল দেখা যায় (প্রবাদ, এখানে বৈষ্ণবচরণ শেঠের পাশাপাশি দু'টি বাগান ছিল),আগে সেখানে জোড়া কেন একটাও বাগান ছিল না। গঙ্গার ধার থেকে একটা রাস্তা সোজা পুবমুখে গিয়ে সার্কুলার রোডের কাছে এসে দু'মুখো হয়ে, একটা মুখ গোবিন্দরাম মিত্রের বাগানে, আর একটা মুখ উমিচাঁদের বাগানে গিয়ে শেষ হতো। তাই থেকে এই পথকে বলা হতো Road to Jorabagan| পথটা যেখানে গিয়ে শেষ হতো সেখানে ছিল জোড়াবাগান। কালক্রমে লোকে সেকথা ভুলে গিয়ে পথটা যেখান থেকে আরম্ভ হয়েছে, সেই জায়গাটাকে বলতে আরম্ভ করল জোড়াবাগান"
Excellent, দারুণ উপস্থাপনা, bdw, আপনার তথ্য সংগ্রহের একটি উৎস কি সাবর্ণ রায়চৌধুরির কলকাতার উপর লেখা বইটি?? জানার ইচ্ছা রইল... Wish you all the very best for the future endeavour...
অসংখ্য ধন্যবাদ। আমি এই বইগুলি থেকে তথ্য সংগ্রহ করেছি: কলকাতা বিচিত্রা - রাধারমণ রায় Calcutta, Old and New - HEA Cotton মেদিনীপুরের ইতিহাস - যোগেশচন্দ্র বসু কলকাতা - শ্রীপান্থ কলিকাতা সেকালের ও একালের - হরিসাধন মুখোপাধ্যায়
@@karara-jawabHis last words were,"I leave, it's my time to go. Free Saptasindhu from Yavan, rescue Kashi Vishwanath and other Jyothirlingas and bring them in Hindavi Swarajya". If by his area you mean bharatam then it's true...
শোনো সুমন ভাই, বর্গী বলা হতো মারাঠা স্থায়ী ঘোড়সওয়ার বাহিনীকে, মারাঠাদের আরো এক ধরনের ঘোড়সওয়ার বাহিনী ছিল তারা ছিল ভাড়াটে সেনা, তাদের বলা হতো শিলাদার ৷ প্রথম বাজিরাও এর আমলে মারাঠারা হিন্দু-পাদ-পাদশাহী আদর্শে উজ্জীবিত হয়েছিল এবং ভারতবর্ষের সমস্ত মুসলমান শাসকদের বিরুদ্ধে সশস্ত্র প্রতিরোধ ও সংগ্রামে অবতীর্ণ হয়েছিল এবং সিদ্ধান্ত নিয়েছিল যে মুসলমান রাজ্যগুলো থেকে চৌথ এবং সরদেশমুখী আদায় করা হবে ৷ 👉এবং আমাদের পরম সৌভাগ্য যে বাংলা সুবা ত্রয়োদশ শতাব্দীর প্রথমভাগ থেকে আজ অব্দি মুসলমানদের দ্বারা শাসিত ও নিয়ন্ত্রিত .... তাই স্বাভাবিকভাবেই আমরা সেই আক্রমণের লক্ষ্যবস্তু হয়েছিলাম 😅😅😅 👉আর একটা কথা জেনে রাখ আলীবর্দী খাঁ নাগপুরের শাসক রঘুজী ভোঁসলের কাছে উড়িষ্যা আংশটা পাকাপাকিভাবে ছেড়ে দেন যাতে আর ভবিষ্যতে মারাঠা আক্রমণ বাংলায় না হয় ....
@@patrickdevin1344 তোমার ছত্রপতির বাবা তো মারাঠা সম্রাজ্যের রাজা আদিল শাহের কর্মচারী ছিল! গরিব, দু'বেলা পেট পুড়ে খেতে পারতো না! আদিল শাহ ওদের দয়া করে রাস্তা থেকে তুলে এনে রাজদরবারে ঠাই দয়েছিল, অন্য দিয়েছিল! তো পরবর্তীতে এমন কি ঘটলো যে আদিল শাহের পর আদিল শাহের ওয়ারিশরা সিংহাসন না পেয়ে ছত্রপতি মারাঠার রাজা হলো!?
@@surajitmondal8626 tet scam, coal scam, recruitment scam, mid day meal scam, cow smuggling, women trafficking....egulou bangla r khoti korche r egulou sob tmc r dan
Maratha der bhabtam . Tara bir.. uccho manushikota er... 😢 But ey aj bujhlm sob chokchey jinis Sona hoyna! Amr respect roilo nah r maratha der upor.. chor maratha jaat ta
অবশ্যই আছে। এই ভিডিওর সমস্ত তথ্য প্রখ্যাত ইতিহাসবিদদের বই থেকেই নেওয়া হয়েছে। সেই সকল বইয়ের নাম ভিডিও ডেস্ক্রিপশনে পেয়ে যাবেন। বর্গী অত্যাচারের ইতিহাস বিভীষিকার মতো রয়ে গেছে বাংলার নানান ছড়ায়-গানে। তাই, এটা একেবারেই মানা যায় না যে তারা অত্যাচার করতো না। ইতিহাসে যখনই রাজায় রাজায় যুদ্ধ হয়েছে, সেই রাজা যেই ধর্মের বা বর্ণের হোক উলুখাগড়ার মতন প্রাণ গেছে সাধারণ মানুষেরই।
Marathee ra onno tomo Oshobho Borbor Jaat nijeder kalo Itihas lukoy , Shi Baaji ekjon sadharon Raja chilen Jake marathee ra osadharon banay itihas palte
As a Bengali,I respect Chattrapati Shivaji Maharaj and Chattrapati Shambhaji Maharaj very much❤️🕉️🧡🚩.. But i never support Maratha invasion of Bengal...I never support Raghoji or Bhaskar Pandit... জয় শিবাজী মহারাজ ❤
অত্যন্ত দুঃখের এবং গুরুত্বপূর্ন ভিডিও।
মারাঠীদের আসল দেশপ্রেম এর সচিত্র প্রতিবেদন। সব বাঙ্গালীর জানা উচিত।
দেখো তোমরা হিন্দুরা কত বড় সন্ত্রাসী ছিলে! এখনো বদলাতে পারো নি নিজেদের!
বাসু বাবু,
বর্গী বলা হতো মারাঠা স্থায়ী ঘোড়সওয়ার বাহিনীকে,
মারাঠাদের আরো এক ধরনের ঘোড়সওয়ার বাহিনী ছিল তারা ছিল ভাড়াটে সেনা, তাদের বলা হতো শিলাদার ৷
প্রথম বাজিরাও এর আমলে মারাঠারা হিন্দু-পাদ-পাদশাহী আদর্শে উজ্জীবিত হয়েছিল এবং ভারতবর্ষের সমস্ত মুসলমান শাসকদের বিরুদ্ধে সশস্ত্র প্রতিরোধ ও সংগ্রামে অবতীর্ণ হয়েছিল এবং সিদ্ধান্ত নিয়েছিল যে মুসলমান রাজ্যগুলো থেকে চৌথ এবং সরদেশমুখী আদায় করা হবে ৷
👉এবং আমাদের পরম সৌভাগ্য যে বাংলা সুবা ত্রয়োদশ শতাব্দীর প্রথমভাগ থেকে আজ অব্দি মুসলমানদের দ্বারা শাসিত ও নিয়ন্ত্রিত ....
তাই স্বাভাবিকভাবেই আমরা সেই আক্রমণের লক্ষ্যবস্তু হয়েছিলাম
😅😅😅
👉আর একটা কথা জেনে রাখ আলীবর্দী খাঁ নাগপুরের শাসক রঘুজী ভোঁসলের কাছে উড়িষ্যা আংশটা পাকাপাকিভাবে ছেড়ে দেন যাতে আর ভবিষ্যতে মারাঠা আক্রমণ বাংলায় না হয় ....
@@sabyasachipal637 তার মানে এই নয় যে মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে বছরের পর বছর ধরে হিন্দু অমারাঠিদের নির্মম গণহত্যা ও লুঠতরাজ এবং শিশু ও মহিলাদের উপর অকথ্য অত্যাচার করবে। তারা কি ভারত থেকে মুসলিমদের তাড়াতে পেরেছিল? বাংলা বিহারের গ্রামে কি মুসলমান রাজারা লুকিয়ে থাকতো?
মারাঠীদের পদবীও হয় ঠেঙাড়ে এবং এই ধরনের। মারাঠিরা কেবলমাত্র নিজের জাতীর আধিপত্য ছাড়া কিছুই বোঝে না। অন্য জাতীর লোকদের ওরা নীচু নজ়রে দেখে তারা হিন্দু মুসলিম যাই হোক। এজন্যই ওদের ইতিহাস বদলানোর বড় দায়।
জেনে কি ছিঁড়বে? হিজড়ে বাঙালী জাত জীবনে কিছুই মারাতে পাড়েনি।
Na etake fake mana hoy onek oitihasikder mote
বর্গী এল দেশে-ছোটবেলার এই ঘুমপাড়ানি গানের পেছনের এই ইতিহাস শুনে ভালো লাগলো।
You are restoring forgotten history, thanks.
ইতিহাস কথা বলে। দারুন 👍
আপনার দেওয়া প্রতিটা তথ্য সঠিক এবং প্রমানিত । কিন্তু আমি এর মধ্যে আরো একটি ঐতিহাসিক তথ্য যুক্ত করতে চাই আশা করি আপনাদের সকলের কাছে এই তথ্য গ্রহনযোগ্য হবে ।
" আমিও সেই সময়ের কথা বলছি তখন বর্ধমান ও হুগলি জেলার মতো বাঁকুড়া জেলাও আক্রান্ত মারাঠা তথা বর্গী হানাদার বাহিনীর হাতে । তখন বাঁকুড়া জেলা শাসন করছেন মল্ল রাজবংশের রাজারা । হঠাৎ রাজা শুনতে পান বর্গীরা হানা দিয়েছে তাঁর রাজ্যে । ইতিমধ্যেই রাজার কানে এসেছে বর্গীদের নৃশংসতা হত্যা লুঠ খুন ও ধর্ষনের কথা তিনি সঙ্গে সঙ্গে সিদ্ধান্ত নিলেন তাঁর তুলনামূলক ছোট সৈন্য দল ও দেশবাসীদের নিয়ে যথাসাধ্য প্রতিরোধ গড়ে তুলবেন মারাঠা হানাদারদের বিরুদ্ধে । যেমন ভাবা তেমন কাজ । এক মুহুর্ত সময় নষ্ট না করে তিনি যুদ্ধের প্রস্তুতি নিতে শুরু করলেন ।
অবিলম্বে সেই দিন উপস্থিত হল যখন মারাঠাদের বিশাল সেনা তাঁর সামনে উপস্থিত হল । অচিরেই রক্তক্ষয়ী এক যুদ্ধ শুরু হল বর্গী ও মল্লরাজের মধ্যে । যুদ্ধে মল্লরাজের সেনা পিছু হটতে শুরু করল । নিজের সেনাকে হারতে দেখে মল্লরাজ তখন ভগবানের স্মরনাপন্ন হলেন । তিনি বিষ্ণুপুরে অবস্থিত মদনমোহন ভগবানের মন্দিরে গিয়ে অঝোরে কাঁদতে লাগলেন আর ভগবানকে তাঁর রাজ্যের উপর আসা এই ভিশন সঙ্কটের কথা ও রাজ্যের মানুষের দুর্দশার কথা বলতে লাগলেন । হঠাৎ রাতের আঁধারে শোনা গেল এক বিকট বিস্ফোরণের শব্দ, রাজা শুনলেন প্রজারা শুনল সৈনরাও শুনতে পেল একবার, দুইবার, তিনবার, বার বার সেই শব্দটা কানে এলো ।
এ শব্দ রাজ্যের সকল মানুষের পরিচিত হ্যাঁ এ তো দলমাদল কামানের গর্জন ।
এবং তার সঙ্গে আরও একটা শব্দ কানে এলো সেটা হলো মারাঠা সেনাদের আর্তনাদ।
কিন্তু কে এই দুর্ধর্ষ বাহিনীর সঙ্গে এমন বীর বিক্রমে যুদ্ধ করছে ? এ তো সয়ং ভগবান মদনমোহন ছাড়া আর কেউ হতেই পারে না ।
মুহুর্তের মধ্যে রটেগেল সয়ং ভগবান মল্লরাজের হয়ে কামান দেগে যুদ্ধ করছেন ।
ভগবান যার সঙ্গে আছেন তার আর কে ক্ষতি করতে পারে । ব্যস ওই উৎসাহে মল্ল রাজা ও তাঁর সেনা এমন বীর বিক্রমে যুদ্ধ করতে লাগলেন যে এবার মারাঠারা পিছু হটতে বাধ্য হল এবং এই যুদ্ধে মল্লরাজ জিতে গেলেন । "
বিষ্ণুপুরে গেলে লোকের মুখে মুখে এই গল্প শুনতে পাবেন । হয়তো আজকের দিনে মারাঠাদের অনেক বাঙালির ভগবান মনে হতে পারে কিন্তু তাদের নৃশংসতা এতটাই ভয়াবহ ছিল যে সয়ং ভগবান মদনমোহনকেও তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে হয়েছিল ।
আশা করি সকলের এই তথ্যটি ভালো লাগবে । ধন্যবাদ 🙏🏻
অনেক ধন্যবাদ। আমিও কোনো এক জায়গায় এই ঘটনাটি পড়েছিলাম। মনে করিয়ে দেওয়ার জন্য অজস্র ধন্যবাদ। 🙏🏻
শুনে খুশি হলাম দাদা, যে আপনি এই ইতিহাস জানেন। আমরা বাংলাদেশের মানুষরা এই ইতিহাসকে শতাব্দীকাল ধরে জানি। এই মারাঠারা আমাদের পূর্ব বঙ্গেও হামলা করতে চেয়েছিল কিন্ত নদী পার হতে পারেনি। কিন্ত বাংলাদেশে এমন অনেক পরিবার আছে, যাদের আদি পুরুষ ওপারে ছিল এবং এই ইতিহাসের সাথেও তাদের সম্পর্ক রয়েছে।
টিপু সুলতানের মহিশুরকেও তারা ছাড় দেয়নি।
আপনার এই গল্পটা আপনি তো আরেকটি চ্যানেল বলেছিলেন সেখানেও আমি করেছিলাম জয় শ্রী কৃষ্ণ রাখে হরি মারে কে 🚩👍🇮🇳🚩🇮🇳🇮🇳👍
A very serious topic has been presented in a very brief manner with flair and simplicity. Thanks a lot.
আপনার সুন্দর উপস্থাপনা এর জন্য ইতিহাস গুলো যেনো আরো জীবন্ত হয়ে ওঠে । পরবর্তী সত্য ঘটনা শোনার জন্য অপেক্ষায় রইলাম।🙏
অসংখ্য ধন্যবাদ
Darun chilo KINTU story TA kolkatay kotoi na ERAM unknown place ACHE kintu ei story TA amar Darun legeche
দেখো তোমরা হিন্দুরা কত বড় সন্ত্রাসী ছিলে! এখনো বদলাতে পারো নি নিজেদের!
uff daroon laglo!
purono kolkatar itihash er opor ekta video korun please...kolkata kirokom chhilo 300 bochhor agge, aste aste kivabe bodlalo , expand korlo, etc
একটা ভিডিওতে অত কিছু বলাটা একটু কঠিন। তবে পুরোনো কলকাতা নিয়ে নানান গল্প আপনি এই প্লেলিস্টে পাবেন: th-cam.com/play/PLUab59wM1tFLAhz3m6VgBaQu0kvx-dQXd.html
খুব সুন্দর একটি উপস্থাপনা ... মুগ্ধ হলাম🙏
দেখো তোমরা হিন্দুরা কত বড় সন্ত্রাসী ছিলে! এখনো বদলাতে পারো নি নিজেদের!
অপূর্ব। এতো তথ্য সমৃদ্ধ যে মুগ্ধ হয়ে গেলাম!
বলার মত ভাষা নেই, ভাগ করে নিলাম আপনার বলা গল্প অনেকের সাথ এ। আরো গল্প শুনব বলে অপেক্ষায় রইলাম।
অসংখ্য ধন্যবাদ আপনাকে 🙏🏻
দেখো তোমরা হিন্দুরা কত বড় সন্ত্রাসী ছিলে! এখনো বদলাতে পারো নি নিজেদের!
@@md.asadurrahman8548 এখনো, বাংলাদেশের দিকে তাকিয়ে দেখতে পারেন, পাকিস্তান এর দিকেও , তারপর যদি কিছু বলার থাকে , ভেবে বলবেন। আমরা ছিলাম, আপনারা এখনও।
@@neelkamal43 বিবিসি রিপোর্ট দেখেন আগে! কাশ্মীরের দিকে তাকান! এখনো ইদে গরু জবাই দিতে পারি না, যদি নিজেই জবাই হয়ে যাই!
অসাধারণ লাগল এই প্রতিবেদন. অসংখ্য ধন্যবাদ জানাই আপনাকে।
🙏🙏🙏
অনির্বাণ দাস নামের চ্যানেলে আমি শুনেছিলাম এই গল্পটা ওইখানেও খুব সুন্দর করে বুঝিয়েছিলেন এখানেও খুব ভালো করে বোঝানো হয়েছে 🚩👍👍👍👍🚩🇮🇳👍👍🚩👍👍
Osadharon osadharon ❤️ amder History lover der jonno apni osadharon. ...
অনেক ধন্যবাদ 🙏🏻
দেখো তোমরা হিন্দুরা কত বড় সন্ত্রাসী ছিলে! এখনো বদলাতে পারো নি নিজেদের!
খুব ভালো সত্য ঘটনা জানতে পারলাম।
Khub Bhalo laglo
অনেক ধন্যবাদ 🙏🏻
খুবই ভাল লাগল, নমস্কার ।
অসাধারণ
দেখো তোমরা হিন্দুরা কত বড় সন্ত্রাসী ছিলে! এখনো বদলাতে পারো নি নিজেদের!
অসাধারণ উপস্থাপনা।।
অসংখ্য ধন্যবাদ
দারুন। আরো বেশি ভালো লাগল কারন এটা real ঘটনা বলে।
গল্প হলেও সত্যির প্রত্যেকটি গল্পই কিন্তু সত্যি ঘটনা
প্রিয় শৌণক,
আমার একটা প্রশ্ন আছে?
তোমার প্রতিবেদন অনুযায়ী ম্যাপে দেখানো গোবিন্দ রাম মিত্র এবং উমিচাদের জোড়া বাগান বাড়ি, এবং বর্তমান জোড়াবাগান অঞ্চলের যে ছবি তুমি তুলে ধরেছ তার মধ্যে প্রায় ২ কিলোমিটারের ব্যবধান কেন?
অর্থাৎ জোড়া বাগান বাড়ির যেখানে অবস্থান ছিল, সেখান থেকে প্রায় দুই কিলোমিটার দূরের কোন অঞ্চলের নাম জোড়া বাগান কি করে হয়?
গোবিন্দরা মিত্র এবং উমিচাদের জোরা বাগান বাড়ি, মানিকতলা অঞ্চলের গোয়া বাগানের ঠিক উল্টোপারে অবস্থিত, তুমি একদম ঠিক, সেখানেই বর্তমান সাহিত্য পরিষদ অবস্থিত। তোমার দেওয়া ওই ম্যাপটির একটা কপি, আমি পর্যবেক্ষণ করেছিলাম কলকাতার Metcalfe হলে। আবার বর্তমান জোড়া বাগান বলে যে বাড়িটির ছবি তুমি দেখিয়েছো, সেটা ১৮৩০ সালে প্রতিস্থাপিত কলকাতার প্রথম স্কটিশ চার্চ কলেজ building। পরবর্তীকালে যা ওই মানিকতলা গোয়াবাগান অঞ্চলের প্রতিস্থাপিত হলে, এই বাড়িটি হয়ে যায় জোড়া বাগান থানা।
নিমতলা ঘাট স্ট্রিট এবং বিকেপাল এভিনিউ ক্রসিং থেকে পাথুড়িয়া ঘাটার দিকে গেলে, ডান হাতে পাশাপাশি দুটি মাঠ বা বাগান পরে। পাশেই আহিরীটোলা অঞ্চলে আমার চার পুরুষের বাস। ভুলও হতে পারি, কিন্তু যথাসম্ভব আমি জানি, এই জোড়া বাগান থেকেই অঞ্চলের নাম হয়। একই মাঠের দুই প্রান্তে দুটি আলাদা আলাদা সার্বজনীন কালীপুজো এখনো লক্ষ্য করা যায়।
তোমার প্রতিবেদনের খুদ ধরার কোন লক্ষ্য আমার নেই? টুরিস্ট গাইড হিসেবে কাজ করার সুবাদে, কলকাতার ইতিহাস নিয়ে আমিও একটু চর্চা করতে আগ্রহী।
আমি শুধু সঠিক তথ্য জানতে চাই।
তোমার প্রতিবেদন আমার খুবই ভালো লাগে। বাঙালিকে কলকাতার ইতিহাস সম্বন্ধে সচেতন করার যে কর্মকান্ডে তুমি নিজেকে নিয়োজিত করেছ, তার জন্য তোমাকে অনেক অনেক শুভেচ্ছা।
অভিনন্দন একান্ত,
ইতি সৌভিক চন্দ্র
📱9830919750 ( whatsapp )
Email: souvik2212@gnail.com
খুব ভালো প্রশ্ন করেছেন। উত্তর স্বরূপ রাধারমণ মিত্রের কলিকাতা দর্পণ বইটির একটি অংশ তুলে দিচ্ছি এখানে - "নিমতলা ঘাট স্ট্রিটের দক্ষিণে যে জোড়াবাগান স্কোয়ার আজকাল দেখা যায় (প্রবাদ, এখানে বৈষ্ণবচরণ শেঠের পাশাপাশি দু'টি বাগান ছিল),আগে সেখানে জোড়া কেন একটাও বাগান ছিল না। গঙ্গার ধার থেকে একটা রাস্তা সোজা পুবমুখে গিয়ে সার্কুলার রোডের কাছে এসে দু'মুখো হয়ে, একটা মুখ গোবিন্দরাম মিত্রের বাগানে, আর একটা মুখ উমিচাঁদের বাগানে গিয়ে শেষ হতো। তাই থেকে এই পথকে বলা হতো Road to Jorabagan| পথটা যেখানে গিয়ে শেষ হতো সেখানে ছিল জোড়াবাগান। কালক্রমে লোকে সেকথা ভুলে গিয়ে পথটা যেখান থেকে আরম্ভ হয়েছে, সেই জায়গাটাকে বলতে আরম্ভ করল জোড়াবাগান"
অসাধারণ লাগলো
ইতিহাসের অজানা তথ্য জানতে কার না ভালো লাগে!
ধন্যবাদ।
সত্যি এই গান ছোট থেকে কত শুনেছি কিন্তু এর পিছনে যে এত ঘটনা আছে সেটা আজ জানলাম
খুব খুব ভালো লাগলো 👌👌👌🙏🙏👌👌👌
খুব একটা ভিডিও দারুণ এনজয় করলাম খুব ভালো লাগলো মন ছুয়ে গেলো
অসংখ্য ধন্যবাদ
Khub bhalo laglo
Excellent 👌👌👍👍❤❤
Satti osadharon uposthapona
অসংখ্য ধন্যবাদ
দেখো তোমরা হিন্দুরা কত বড় সন্ত্রাসী ছিলে! এখনো বদলাতে পারো নি নিজেদের!
sera video gulo
Darun Bhalo
Subir
Osadharon laglo dada
Excellent, দারুণ উপস্থাপনা, bdw, আপনার তথ্য সংগ্রহের একটি উৎস কি সাবর্ণ রায়চৌধুরির কলকাতার উপর লেখা বইটি?? জানার ইচ্ছা রইল...
Wish you all the very best for the future endeavour...
অসংখ্য ধন্যবাদ। আমি এই বইগুলি থেকে তথ্য সংগ্রহ করেছি:
কলকাতা বিচিত্রা - রাধারমণ রায়
Calcutta, Old and New - HEA Cotton
মেদিনীপুরের ইতিহাস - যোগেশচন্দ্র বসু
কলকাতা - শ্রীপান্থ
কলিকাতা সেকালের ও একালের - হরিসাধন মুখোপাধ্যায়
@@GolpoHoleoSotyi অসংখ্য ধন্যবাদ, অসংখ্য শুভেচ্ছা রইল ❤️❤️
খুব সুন্দর তবে এত কিছু jana ছিল না ধন্যবাদ দাদা
দেখো তোমরা হিন্দুরা কত বড় সন্ত্রাসী ছিলে! এখনো বদলাতে পারো নি নিজেদের!
খুব ভালো লাগলো, অনেক ধন্যবাদ।
Ajker video ta darun
দেখো তোমরা হিন্দুরা কত বড় সন্ত্রাসী ছিলে! এখনো বদলাতে পারো নি নিজেদের!
এরকম আরো উপস্থাপনা চাই ধন্যবাদ I
Darun dada .
Thanks
ধন্যবাদ দাদা। আমি গতবছর এই বিষয়ে (ভাস্কর পন্ডিত) একটা ভিডিও বানানোর জন্য অনুরোধ করেছিলাম। ধন্যবাদ দাদা। আমার অনুরোধটা রাখার জন্য ❤️ 🙏
হ্যাঁ, মনে আছে। নানান কারণে সেই সময় বানানো সম্ভব হয়নি। এতদিন ধৈর্য্য ধরার জন্য ধন্যবাদ 🙂🙏🏻
Oboshyoi khub bhalo laglo 💐
দেখো তোমরা হিন্দুরা কত বড় সন্ত্রাসী ছিলে! এখনো বদলাতে পারো নি নিজেদের!
অসাধারণ👏✊👍
Ak kothai osadharon
অনেক ধন্যবাদ
দেখো তোমরা হিন্দুরা কত বড় সন্ত্রাসী ছিলে! এখনো বদলাতে পারো নি নিজেদের!
@@md.asadurrahman8548 Tora to world er 1 no terrorist sala muslim kutta
Awesome loved it 👍 ❤️
Thank you 🙂🙏🏻
খুব সুন্দর উপস্থাপনা ❤️
অনেক ধন্যবাদ 🙏🏻
সুন্দর উপস্থাপনা
অনেক ধন্যবাদ 🙏🏻
Just spellbound !
ছোটবেলায় ঘুমানোর সময় আম্মুর ছড়াটি বলতো😊। বড় হওয়ার সাথে সাথে বুঝলাম ছড়াটির মানে কি 😮
Doing great work.. Keep it up.
Thank you so much 🙏🏻
@@GolpoHoleoSotyi Na na, Thank YOU so much.
Amar khub valo laglo 🤗
অসংখ্য ধন্যবাদ 🙏🏻
দেখো তোমরা হিন্দুরা কত বড় সন্ত্রাসী ছিলে! এখনো বদলাতে পারো নি নিজেদের!
Darun ❤️
Bhisan bhalo.
দেখো তোমরা হিন্দুরা কত বড় সন্ত্রাসী ছিলে! এখনো বদলাতে পারো নি নিজেদের!
Fantastic
খুব ভালো লাগলো
দারুন
Darun..
অসংখ্য ধন্যবাদ 🙏🏻
Ai bhabe e puro bangal er oithijjo apner chanel e dekhtay pai
Jate amader moto ithas heater rao
Itihhas er preme portay pare
দেখো তোমরা হিন্দুরা কত বড় সন্ত্রাসী ছিলে! এখনো বদলাতে পারো নি নিজেদের!
অনবদ্য, 👍✌
দেখো তোমরা হিন্দুরা কত বড় সন্ত্রাসী ছিলে! এখনো বদলাতে পারো নি নিজেদের!
Darun
দেখো তোমরা হিন্দুরা কত বড় সন্ত্রাসী ছিলে! এখনো বদলাতে পারো নি নিজেদের!
Nice
করটা ছিল চৌথ অর্থাৎ উৎপাদনের এক চতুর্থাংশ (চথ নয়)।
হুঁ ঠিক বলেছেন...মারাঠাদের নিজেদের ক্ষেত্রে নিত 'সরদেশমুখি' tax (১/১০) আর অধিকৃত অঞ্চলে নিত চৌথ tax (১/৪)
@@anjan4639 ওহ
Choto belay Maa aie chora ta shekhato🙏🏼
❤ অনেক কিছু জানতে পারলাম যেটা বইয়ের পাতায় কখনো পড়ি নি
Very well done.
প্রমাণ সহ ধর্ষণ এর ব্যাপার টা আলোচনা করুন।
Purulia asben history jene jaben
লিখিত প্রমাণ আছে সমসাময়িক কাব্যে ।
মহারাজ শিবাজী র জন্য আজ আমরা জীবিত আছি এটা অস্বীকার করলেও এটা সত্য।
কে বলল আপনাকে।
শিবাজী তার নিজস্ব এলাকায় কাজ করছিল।
@@karara-jawabHis last words were,"I leave, it's my time to go. Free Saptasindhu from Yavan, rescue Kashi Vishwanath and other Jyothirlingas and bring them in Hindavi Swarajya". If by his area you mean bharatam then it's true...
সেই তো বর্গীদের চালাতো আর আপনি তার প্রশংসা করছেন? অদ্ভুত মাইরি।
@@titanenigma7639 se to siraj doula o onek opokormo korechen bangali der sathe
যতদূর মনে হলো ওরা নিজেরটা ছাড়া কিছু বুঝত না । আজকাল হিন্দুত্ব ও ভারতীয়করণের হাওয়ায় অনেক বঙ্গসন্তান শিবাজী ও মারাঠাভক্ত ।
Aatto ghaati Bangaali.
ভাবতেই অবাক লাগে চিন্তাধারা কতটা বিষাক্ত। ঔরঙ্গজেব এখনও বেঁচে আছে, কিছু মানুষের চিন্তাধারার মাঝে।
তো কার ভক্ত হবে বহিরাগত মুঘলদের নাকি ?
@@rentertainment3208 হ্যাঁ তাই করবেন,কারণ মুঘলদের অবদান ভুলে যাবেন না
Darkest part of Maratha history. Irony of fate, Ali Vardi thokiye Bhaskar ke merrechilo. Tar nati Siraj-ud-daula ke thokiye Ingrej ra marlo.
Saborno Raychaoudhuri somporke ekta video korun, request
সাবর্ণ রায়চৌধুরী পরিবার নিয়ে অনেক দিন ধরেই ভিডিও বানানোর পরিকল্পনা আছে। হয়ে উঠেছে না। আশা করি খুব তাড়াতাড়ি বানাতে পারবো।
Amar o janar khub e ecche. Amar barir Khub kache Sabarno raja r bari. Kintu tar itihaas temon kichui janina
@@Rdbiswas44 Jotodur jaani ora Humayun er theke ijara niyechilo. Onader mone hoy Hooghly jelar Uttarpara namok jaygateo ekta baari aache. Onara khuub sombhranto poribaar, onader familyr ekjon IPS officer bortomaane. Erpor Golpo Holeo Sotyi Sir aaro bhalo bolte paarben
I THINK THE SURNAME 'KAR' IN BENGAL CAME FROM SOME MARATHA CONNECTION
একটি অনুরোধ রইলো,নবাব সিরজউদ্দৌলা কে নিয়ে একটা সিরিজ বানানোর জন্যে। অনেক ভালোবাসা থাকলো।
এই ভিডিওটি দেখতে পারেন: th-cam.com/video/aiPR1X7baGc/w-d-xo.html
ভিডিও তে নবাব সিরাজউদ্দৌলার উল্লেখ পাবেন।
Maratheyra ছিল borge vabtay অবাক হয়ে গেলাম হায়রে কপাল
Siraj er theke to MARATHA ra valo chilo ❤ HAR HAR MAHADEV
❤❤
Ami bhabtam borgi afgan dakat der bola hoto. Maratha ra ato joghonno hote pare ami bhabini😢
তার মানে এটা দাঁড়ালো manosk beshas করা বড় দায় তবে এটা ঠিক betiesra voy paya ছিল তবে মনে হলো বাবার কাছে sona ছিলাম এখন মনে হচ্ছে
amader ekhane ekta para r name Borgidanga (Khanyan theke jete hoi) ......r Itachuna te Zamindar bari ta Maratha Kundan Der ....akhn onara Kundu
আজ তারাই নাকি বড় দেশ ভক্ত
শোনো সুমন ভাই,
বর্গী বলা হতো মারাঠা স্থায়ী ঘোড়সওয়ার বাহিনীকে,
মারাঠাদের আরো এক ধরনের ঘোড়সওয়ার বাহিনী ছিল তারা ছিল ভাড়াটে সেনা, তাদের বলা হতো শিলাদার ৷
প্রথম বাজিরাও এর আমলে মারাঠারা হিন্দু-পাদ-পাদশাহী আদর্শে উজ্জীবিত হয়েছিল এবং ভারতবর্ষের সমস্ত মুসলমান শাসকদের বিরুদ্ধে সশস্ত্র প্রতিরোধ ও সংগ্রামে অবতীর্ণ হয়েছিল এবং সিদ্ধান্ত নিয়েছিল যে মুসলমান রাজ্যগুলো থেকে চৌথ এবং সরদেশমুখী আদায় করা হবে ৷
👉এবং আমাদের পরম সৌভাগ্য যে বাংলা সুবা ত্রয়োদশ শতাব্দীর প্রথমভাগ থেকে আজ অব্দি মুসলমানদের দ্বারা শাসিত ও নিয়ন্ত্রিত ....
তাই স্বাভাবিকভাবেই আমরা সেই আক্রমণের লক্ষ্যবস্তু হয়েছিলাম
😅😅😅
👉আর একটা কথা জেনে রাখ আলীবর্দী খাঁ নাগপুরের শাসক রঘুজী ভোঁসলের কাছে উড়িষ্যা আংশটা পাকাপাকিভাবে ছেড়ে দেন যাতে আর ভবিষ্যতে মারাঠা আক্রমণ বাংলায় না হয় ....
Borgi invasion chaatrapati shivajir mara jaoyar por hoyechhilo...
@@patrickdevin1344 তোমার ছত্রপতির বাবা তো মারাঠা সম্রাজ্যের রাজা আদিল শাহের কর্মচারী ছিল! গরিব, দু'বেলা পেট পুড়ে খেতে পারতো না! আদিল শাহ ওদের দয়া করে রাস্তা থেকে তুলে এনে রাজদরবারে ঠাই দয়েছিল, অন্য দিয়েছিল! তো পরবর্তীতে এমন কি ঘটলো যে আদিল শাহের পর আদিল শাহের ওয়ারিশরা সিংহাসন না পেয়ে ছত্রপতি মারাঠার রাজা হলো!?
@@md.asadurrahman8548 marathar raja na Adil Shahi kingdom marathar gulam...🤣🤣💪💪
@@patrickdevin1344 ভাই, তুমি সত্য স্বীকার করো না কেন? নাকি তুমি অশিক্ষিত?
Banglar opor jerokom bohiragoto der atyachar hoyeche serokom r kothao hoyeche bole mone hoi na
আমরা বাঙালিরা বহু অতীত থেকেই শোষিত শাসিত হয়েছি
Borgi, mog , harmad , nilkor
Bangali haat paa gutie bose thakle Banglar opor acromon to hobe eta to shavabik .
Bangalider aajo kono dhaal aar torwaal nai... nirostro kore rakha hoi ,jehetu loot cholche...Aajo borgi ra aashe. Banglaar koila, khonij, maati, naari loot kore choleche. Ontorghaat kore choleche...aar dhaal hin, nipirito, bangali ke mogoj dholaai kora hoi taar aajer porinitir kaaron doshoker por doshoker shoshon, nipidon noy, borong taar jaatir okkhomotaar boishisto.
Bangali jedin mogoj dholaai howa bondo korbe, dhaal aar torwaal tulbe sedin teke se shoshon aar nipidito hobe na. Taar aagaami projonmer mookhe aar oshru jhorbe na.
JOY BANGLA.
TMC IT cell nki..?
@@abhinandanbiswas1958tmc o to loot kore dada । ইনি সত্যিকারের ভালো চান বাঙালিদের।।
@@abhinandanbiswas1958বাংলার ভালো চাইলে আর বাংলা কথা বললে বুঝি tmc hoye যায়।😢
@@surajitmondal8626দাদা বাঙালির মেরুদন্ড বিলুপ্ত হয়েছে, এখন চাটুকারিতা ছাড়া আর উপায় নেই,
@@surajitmondal8626 tet scam, coal scam, recruitment scam, mid day meal scam, cow smuggling, women trafficking....egulou bangla r khoti korche r egulou sob tmc r dan
Atar ki kono historical evidence ache? Asale anek source theke dekhlam, sadharon manus ar sathe kono rokom ottachar krene tara 5:07
গিরিয়ার যুদ্ধ?
গিরিয়ার যুদ্ধ হয়েছিল তৎকালীন বাংলার নবাব সরফরাজ খান এবং আলীবর্দী খাঁর মধ্যে।
@@GolpoHoleoSotyi ওহ। জায়গাটা বর্তমানে কোথায়?
মুর্শিদাবাদের জঙ্গিপুর সাবডিভিশনের অন্তর্গত।
@@GolpoHoleoSotyi আচ্ছা
বুলবুলিতে ধান খেয়েছে র মানে টা কি ?এখানে বুলবুলি কে ? নিছক পাখি na কোন রূপক ?😊
দুর্ভিক্ষ
British
Marathi glorification er ekta anti climax
Maratha ra mard jaat ar Bengali ra hijda jaat.
মারাঠা মানেই যে ভালো হবে এই ধারণা ভুল 😂
এইটা comunist বাদী দের ইতিহাস লেখা,, তারা অত্যাচারিত মুসলিম দের মেরে ছিলেন, একটু ভ্যালু ভাবে বই পড় লে বোঝতে পারবেন
Maratha der bhabtam . Tara bir.. uccho manushikota er... 😢 But ey aj bujhlm sob chokchey jinis Sona hoyna! Amr respect roilo nah r maratha der upor.. chor maratha jaat ta
Maratha jat taa borabor i nemokharam tumi seta jnte na tmr vul
Atar ki kono historical evidence ache?
অবশ্যই আছে। এই ভিডিওর সমস্ত তথ্য প্রখ্যাত ইতিহাসবিদদের বই থেকেই নেওয়া হয়েছে। সেই সকল বইয়ের নাম ভিডিও ডেস্ক্রিপশনে পেয়ে যাবেন। বর্গী অত্যাচারের ইতিহাস বিভীষিকার মতো রয়ে গেছে বাংলার নানান ছড়ায়-গানে। তাই, এটা একেবারেই মানা যায় না যে তারা অত্যাচার করতো না। ইতিহাসে যখনই রাজায় রাজায় যুদ্ধ হয়েছে, সেই রাজা যেই ধর্মের বা বর্ণের হোক উলুখাগড়ার মতন প্রাণ গেছে সাধারণ মানুষেরই।
bodla nite hbbe! Marathi der o same kora uchit!
What a propaganda
Aami aamar thakur mar kach theke sona
They don't attack women and children
Ok. Proof?
@@sauron2000000 jibon Mukherjee 's bharater itihas namak book e
@@bikashsamanta6275 And what is authenticity of that book? Anyway thanks
@@sauron2000000 khud ki baap ko kabhi pucha hai...mai aap hi ka beta hoon na...j.mukherjee is famous history professor and write...
@@bikashsamanta6275 Ki holo dada? Eto offended.
Asovyo marathi der dol
দেখো তোমরা হিন্দুরা কত বড় সন্ত্রাসী ছিলে! এখনো বদলাতে পারো নি নিজেদের!
Chhatrapaji shivaji tokhon chhilen naa...
@@patrickdevin1344 তখনকারই ঘটনা
@@md.asadurrahman8548 The Marathas invaded Bengal five times from August 1741 to May 1751...and shivaji maharaj died on April 1680 at raigarh fort
@@patrickdevin1344 Shivaji taught them the path
Amr maa korto
ভক্ত দের ঠিক ভালো লাগছে না ভিডিও টা 😂😂😂.....
Marathee ra onno tomo Oshobho Borbor Jaat nijeder kalo Itihas lukoy , Shi Baaji ekjon sadharon Raja chilen Jake marathee ra osadharon banay itihas palte
Ekonkar Borgi holo Tolabaji TMC netas and workers. Bengal Dhangsher rekha paar hoye geychey. Doobey gayche Bengal. Goherey ghorey borgi janmachhey, TMCr soujannay...
Chaadi pora rss 😂😂😂
@@anikdas3894 ei bara lojja kore na ....coal scam ,tet scam, cow smuggling, women trafficking mid day meal scam, ration scam egulo tr bara tmc r dan
MARATHA SMRAJYA JANATAM, KINTU KOKHONO "BANGALI SAMRAJYA" NAME KICHU SUNA JAY NA !! KAPURUSH HINDU BANGALI !!
দেখো তোমরা হিন্দুরা কত বড় সন্ত্রাসী ছিলে! এখনো বদলাতে পারো নি নিজেদের!
Debpal er naam sunechen ki,
@@biswajitdas-tg1ot Yes, but it was before the birth of MR. HAZARAT CRIMINAL MOHHOMMAD!!
@@md.asadurrahman8548 HARAMI MUSLIM , SON OF HARAMI HAZARAT MOHHOMMD!!
@@prasenjitbhattacharya2357 aapnar logic ta bujlam na, anyway aapni Raja Ganesh and Raja Gobinda(3rd) er naam sunechen ki?
ক্যমিউনিস্ট ইতিহাসবিদদের লেখা ইতিহাসের কথা কতটা সত্য , সন্দেহ আছে
মহারাষ্ট্র পুরাণ লেখা হয়েছিল পলাশীর যুদ্ধের আগে। অর্থাৎ কার্ল মার্ক্স বা এঙ্গেলস জন্মানোর প্রায় সত্তর বছর আগে।
😂😂😂😂😂😂😂😂😂
As a Bengali,I respect Chattrapati Shivaji Maharaj and Chattrapati Shambhaji Maharaj very much❤️🕉️🧡🚩..
But i never support Maratha invasion of Bengal...I never support Raghoji or Bhaskar Pandit...
জয় শিবাজী মহারাজ ❤
অসাধারণ