বিভূতিভূষন অমর সাহিত্যের অন্যতম একজন ই আজ আমাদের প্রানের মধ্যেই আছেন বাসা বেঁধে চিরকাল থাকবেন। শ্রদ্ধেয় দাদা আপনার কন্ঠস্বর ও এই অল্প সময়ের মধ্যেই জায়গা করে নিয়েছে আমাদের ঋদয় মাঝে।
অসংখ্য ধন্যবাদ পরিমল বাবু। আপনাদের শুভেচ্ছা ও শুভকামনা আমায় আরো ভালো কাজ করবার শক্তি ও উৎসাহ দেয়। আশা করবো এই ভাবেই পাশে থাকবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, এই প্রার্থনা করি। নমস্কার জানবেন। 🙏🙏🙏
চমৎকার নির্বাচন এবং ততোধিক চমৎকার আপনার বাচনভঙ্গির পরিবর্তন । তিন তিনটে গল্প শুনে ফেললাম ঝগড়া, বিড়ম্বনা আর মাত্রা বদল ।বিষয়-বৈচিত্র্যে অতুলনীয় ।আপনি খুব ভালো থাকুন , সুস্থ থাকুন ।
কী অপূর্ব মর্মবিদারী গল্প। মানুষের পরিণতির কথা কেউ বলতে পারে না। আর সমাজে কিছু কিছু লোক আছে মানুষের চরম বিপদকালেও নিজেদের স্বার্থটুকুই বড় করে দেখে। অসাধারন বাচনভঙ্গিতে আপনি মহান কথাসাহিত্যিকের মর্মভেদী এই কাহিনীটিকে ফুটিয়ে তুলেছেন। অশেষ ধন্যবাদ আপনাকে। 🙏🙏🙏 --সুব্রত দত্ত-- ডিমাপুর, নাগাল্যান্ড
বড় মর্মান্তিক ঘটনা,গল্পটি শুনতে শুনতে খুব অসহায় লাগছিল।বাড়ির বাইরে বাহির হইবার সময়ও ওই গ্রাম্য মহিলা কি জানতেন আজই ওনার অন্তিম দিন এই ধরাধামে?আমার আমার করি অথচ কত অসহায়,কত সীমাবদ্ধতা নিয়ে আমাদের বেঁচে থাকা।প্রকৃতির নিয়মের বাইরে যাবার ক্ষমতাও আমাদের নেই।অলৌকিক ক্ষমতার অধিকারী ছিলেন বলেই প্রাণের লেখকের দ্বারাই এইরকম লেখা সম্ভব।নতুন করে কিছুই আর বলার নেই, বিভুতিবাবুর গল্প আর গল্পকথক ঠাকুরের পঠন পরস্পরের পরিপূরক।অসাধারণ গল্প চয়ন ও পরিবেশনা।
আপনাকে অশেষ ধন্যবাদ। তবে বিনীতভাবে বলি, প্রশংসা আমার প্রাপ্য নয়। এই মহান দার্শনিক কথাসাহিত্যিক যেমন লিখে গিয়েছেন তা' কেবল একটু অন্তর দিয়ে পড়লেই বা শুনলেই এক অন্যতর ভাবের জগৎ যেন চোখের সামনে খুলে যায়। তিনি আমাদের সেই উপলব্ধির ঘটক। তাই তাঁর শ্রীচরণেই সমস্ত প্রশংসাটুকু নিবেদিত হোক। ভালো থাকুন, নমস্কার জানবেন। 🙏🙏❤️❤️🌹🌹
অনেক ধন্যবাদ স্বপন বাবু। আপনাদের শুভেচ্ছা আমার এগিয়ে চলার শক্তি ও প্রেরণা। আশাকরি আপনাদের সম্মিলিত উৎসাহে বাংলা সাহিত্যের অগনিত মণিমাণিক্য বারবার আমার শ্রোতা বন্ধুদের সামনে তুলে আনতে পারবো। ভালো থাকবেন। নমস্কার জানবেন। 🙏🙏🙏🌹🌹
সত্যি ই, মর্ম স্পর্শ করে যায়। এই ধরনের সৃষ্টি। জীবনের সার সত্য ঘটনা । লেখক এর লেখায়, আর, আপনার কন্ঠ স্বরের যাদু তে হারিয়ে গিয়েছিলাম। আপনিও ভালো থাকুন, সুস্থ থাকুন। আরও পথ এগিয়ে যান। ধন্যবাদ রইলো। শুভ কামনা রইলো।🙏👍👌💚🧡💛💙❤️🪔
গল্প টি শুনে মন টা উদাস হয়ে গেল । সত্যি আমরা ভবিষ্যতে র কতো পরিকল্পনা করি কিন্তু কখন যে কি হবে কেউ জানে না । আমি আপনার একজন গুণমুগ্ধ শ্রোতা , খুব ভালো লাগে আপনার পাঠ। কয়েকটি গল্পের নাম করছি , অনুরোধ রইল সেগুলি শোনানোর জন্য। সিঁদুর চরণ , ডাক গাড়ি , মূলো - radish - হর্স - radish, অন্নপ্রাশন , কুয়াশা র রঙ, মৌরীফুল।
ভারি সুন্দর আপনার পাঠ । বাচনভঙ্গির পরিবর্তন করে চরিত্রগুলোকে জীবন্ত করে তুলেছেন । খুব উপভোগ করছি । গল্পের নির্বাচন ও অসাধারণ । ভালো থাকুন । বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় আমার প্রিয় লেখক , কিন্তু এই গল্পগুলো আগে কখনোই
হয়না!!!! ছোট একটি জীবনে মানুষের ছোট একটি স্বপ্নও পূরণ হয়না!পায়ে আলতা পরে বের হয়েছিল নতুন জীবন সাজাতে।হলো না,বিধাতা ডেকে নিলো!!!যে যাবার সে তো গেলো।বাকি যারা থাকলো,তারা রয়ে গেল সারাজীবন,আফসোস করার জন্য!!!!
ঠিকই, আমারও পাঠ করবার সময় মনে হয়েছে, কিন্তু প্রকাশিত ছাপা রচনায় পরিবর্তন করা আমার পক্ষে তো সম্ভব নয়, আমি পাঠক মাত্র। হয়তো এটা ভুলবশতঃ হয়ে থাকবে লেখকের কিম্বা ছাপার ভুল। আমি অপারগ এই ব্যাপারে। নমস্কার জানবেন। 🙏🙏🙏
চেষ্টা করবো দিদি আপনার পরামর্শ মনে রাখবার। যদিও সবই যে বিয়োগান্ত গল্প তা' নয়। কিছু অন্য গল্প ও আছে এই চ্যানেলে, সংখ্যায় হয়তো দুঃখের গল্প একটু বেশী। রবীন্দ্রনাথ বলেছেন না, "বিষকে বিষের দাহ দিয়ে দহন করে মারতে হবে"। ভালো থাকবেন আপনি। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার জানবেন। 🙏🙏🙏
অনেক ধন্যবাদ। ভিডিওর সাউন্ড একটু কম রাখছিলাম। পরবর্তীতে অবশ্যই চেষ্টা কোরবো আর একটু বাড়াবার। ভালো থাকুন, সুস্থ থাকুন, এই প্রার্থনা করি। নমস্কার জানবেন। 🙏🙏🙏
Khub Kosto pelam golpo ta sune, r aponar konthe ai golpo asadharon. 👍👍👍👍👍👍
Ami first time apnader Channel e golpo sunlam amar khub bhalo lageche ,asa korchi je apnader subscriber jano barte thake. Thank You
অনেক অনেক ধন্যবাদ রোহিত বাবু আপনাকে। আপনাদের শুভেচ্ছা আমার এগিয়ে চলার পাথেয়। ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন এই প্রার্থনা করি। নমস্কার জানবেন। 🙏🙏🙏
Sundor O mormosporshi pratibedan...
অসংখ্য ধন্যবাদ।🙏🙏🙏
Valo laglo kub..e .
অনেক ধন্যবাদ। 🙏🙏🙏
Amra aro aro ei rokom golpo aro shuntey chai
অনেক ধন্যবাদ। নিশ্চয়ই শোনাবো। ভালো থাকবেন। নমস্কার। 🙏🙏🙏
Eto sundar golpo khoob rare sunechi. Apurbo golpo bolar style. Kintu golpo ta sunte sunte besh kosto hochhilo. Apnader anek dhanyabad.
অনেক ধন্যবাদ সুদীপ বাবু। ভালো থাকবেন। নমস্কার। 🙏🙏🙏
এই লেখনী প্রাণের লেখক বিভূতি ভূষণের কলমেই সম্ভব,আপনার উপস্থাপনা খুব ভালো❤❤❤
বিভূতিভূষন অমর সাহিত্যের অন্যতম একজন ই আজ আমাদের প্রানের মধ্যেই আছেন বাসা বেঁধে চিরকাল থাকবেন।
শ্রদ্ধেয় দাদা আপনার কন্ঠস্বর ও এই অল্প সময়ের মধ্যেই জায়গা করে নিয়েছে আমাদের ঋদয় মাঝে।
অসংখ্য ধন্যবাদ পরিমল বাবু। আপনাদের শুভেচ্ছা ও শুভকামনা আমায় আরো ভালো কাজ করবার শক্তি ও উৎসাহ দেয়। আশা করবো এই ভাবেই পাশে থাকবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, এই প্রার্থনা করি। নমস্কার জানবেন। 🙏🙏🙏
ঠিক।
আপনার উপস্থাপনায় জীবন্ত হয়ে উঠেছে চরিত্রগুলো।খুব ভালো লাগল।
অনেক ধন্যবাদ। ভালো থাকবেন। 🙏🙏🙏
সত্যি গল্পটা খুব সুন্দর হৃদয় স্পর্শ করে গেল প্রিয় মানুষকে হারানোর ব্যথাটা সত্যি খুব কষ্টের
Golpo ta khub bhalo laglo apnar bolar dhran tao khub sundor
অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন। নমস্কার। 🙏🙏🙏
অসাধারণ ভালো লাগলো আপনার এই গল্পটি ।
অসংখ্য ধন্যবাদ শান্তনু বাবু। ভালো থাকবেন। আমার সশ্রদ্ধ নমস্কার জানবেন। 🙏🙏🙏
Asdharon bachon bhongi...apnar...dhonnobad
অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন। 🙏🙏🙏
সত্যিই সুন্দর এক টি গল্প
চমৎকার নির্বাচন এবং ততোধিক চমৎকার আপনার বাচনভঙ্গির পরিবর্তন । তিন তিনটে গল্প শুনে ফেললাম ঝগড়া, বিড়ম্বনা আর মাত্রা বদল ।বিষয়-বৈচিত্র্যে অতুলনীয় ।আপনি খুব ভালো থাকুন , সুস্থ থাকুন ।
অসংখ্য ধন্যবাদ সুমিত বাবু। আমার পাঠ আপনার ভালো লাগছে জেনে খুব খুশি হলাম। আপনিও খুব ভালো থাকুন, সুস্থ থাকুন আর আনন্দে থাকুন, এই প্রার্থনা করি। নমস্কার। 🙏🙏🙏
সত্যিই, কি চমৎকার আপনার বাচনভঙ্গি। যেন সাক্ষাৎ গল্পকার নিজে বর্ননা দিচ্ছেন। বিড়ম্বনা গল্পটি শোনা হয়নি। শুনবো। অনেক ধন্যবাদ আপনাকে
অসংখ্য ধন্যবাদ। আপনাদের আন্তরিক উৎসাহ প্রদান আমাকে আরো ভালো ভাবে কাজ ক্যবার প্রেরণা দেয়। আশাকরি এইভাবেই পাশে থাকবেন। ভালো থাকবেন। নমস্কার। 🙏🙏🙏
Khud valo laglo
অনেক ধন্যবাদ সুব্রত বাবু। ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, এই প্রার্থনা করি। আমার সশ্রদ্ধ নমস্কার জানবেন।🙏🙏🙏🌹🌹
খুব ভালো লাগলো
অসংখ্য ধন্যবাদ কিশোর বাবু। ভালো থাকবেন। 🙏🙏🙏
Darun👍👌
অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন। নমস্কার। 🙏🙏🙏
কী অপূর্ব মর্মবিদারী গল্প। মানুষের পরিণতির কথা কেউ বলতে পারে না। আর সমাজে কিছু কিছু লোক আছে মানুষের চরম বিপদকালেও নিজেদের স্বার্থটুকুই বড় করে দেখে। অসাধারন বাচনভঙ্গিতে আপনি মহান কথাসাহিত্যিকের মর্মভেদী এই কাহিনীটিকে ফুটিয়ে তুলেছেন। অশেষ ধন্যবাদ আপনাকে। 🙏🙏🙏
--সুব্রত দত্ত--
ডিমাপুর, নাগাল্যান্ড
অনেক ধন্যবাদ সুব্রত বাবু। 🙏🙏🙏❤️🌹🌹
অসাধারণ,
অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন। নমস্কার। 🙏🙏🙏
ইদানিং আপনার পরিবেশিত গল্পগুলি শুনছি,বেশ ভালই লাগছে,এত চ্যানেলের মাঝে নিজের জায়গাটা মনেহয় শীগ্রই জনপ্রিয় করে ফেলবেন।খুব ভালো থাকবেন।
অনেক ধন্যবাদ আপনাকে অনুপ বাবু। আশাকরি এইভাবেই পাশে থাকবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, এই প্রার্থনা করি। আমার সশ্রদ্ধ নমস্কার জানবেন।🙏🙏🙏🙏🌹🌹🌹
অপূর্ব মর্মস্পর্শী লেখা আর আপনার পাঠ । খুব ভালো থাকবেন।
অনেক অনেক ধন্যবাদ। আপনিও খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, এই প্রার্থনা করি। নমস্কার জানবেন। 🙏🙏🙏
কি অসাধারণ গল্প,
শুনে মন খারাপ হয়ে গেল,
অসংখ্য ধন্যবাদ। 🙏🙏🙏
বড় মর্মান্তিক ঘটনা,গল্পটি শুনতে শুনতে খুব অসহায় লাগছিল।বাড়ির বাইরে বাহির হইবার সময়ও ওই গ্রাম্য মহিলা কি জানতেন আজই ওনার অন্তিম দিন এই ধরাধামে?আমার আমার করি অথচ কত অসহায়,কত সীমাবদ্ধতা নিয়ে আমাদের বেঁচে থাকা।প্রকৃতির নিয়মের বাইরে যাবার ক্ষমতাও আমাদের নেই।অলৌকিক ক্ষমতার অধিকারী ছিলেন বলেই প্রাণের লেখকের দ্বারাই এইরকম লেখা সম্ভব।নতুন করে কিছুই আর বলার নেই, বিভুতিবাবুর গল্প আর গল্পকথক ঠাকুরের পঠন পরস্পরের পরিপূরক।অসাধারণ গল্প চয়ন ও পরিবেশনা।
আপনাকে অশেষ ধন্যবাদ। তবে বিনীতভাবে বলি, প্রশংসা আমার প্রাপ্য নয়। এই মহান দার্শনিক কথাসাহিত্যিক যেমন লিখে গিয়েছেন তা' কেবল একটু অন্তর দিয়ে পড়লেই বা শুনলেই এক অন্যতর ভাবের জগৎ যেন চোখের সামনে খুলে যায়। তিনি আমাদের সেই উপলব্ধির ঘটক। তাই তাঁর শ্রীচরণেই সমস্ত প্রশংসাটুকু নিবেদিত হোক। ভালো থাকুন, নমস্কার জানবেন। 🙏🙏❤️❤️🌹🌹
নমস্কার। খুব সুন্দর। এইভাবেই চলুক।
অনেক ধন্যবাদ স্বপন বাবু। আপনাদের শুভেচ্ছা আমার এগিয়ে চলার শক্তি ও প্রেরণা। আশাকরি আপনাদের সম্মিলিত উৎসাহে বাংলা সাহিত্যের অগনিত মণিমাণিক্য বারবার আমার শ্রোতা বন্ধুদের সামনে তুলে আনতে পারবো। ভালো থাকবেন। নমস্কার জানবেন। 🙏🙏🙏🌹🌹
জীবনের কঠিন বাস্তব সত্য লেখকের লেখায়। অনবদ্য পাঠ
অনেক ধন্যবাদ। 🙏🙏🙏
দারুন
অনেক ধন্যবাদ দীপঙ্কর বাবু। ভালো থাকবেন। 🙏🙏🙏
Excellent your story vai
Thank you Dada. 🙏🙏🙏
অপূর্ব
অনেক ধন্যবাদ । 🙏🙏🙏
অসাধারণ পাঠ
অসংখ্য ধন্যবাদ ইন্দ্রনীল বাবু। ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, এই প্রার্থনা করি। নমস্কার। 🙏🙏🙏
কথক ঠাকুরের কণ্ঠস্বরের মধ্যদিয়ে আরেকবার উদ্ভাসিত হলেন বিভূতিভুষণ, এরকম অকপট সরল অথচ স্পষ্ট কণ্ঠই বিভূতি ম্যাজিকের জন্য আদর্শ। অনন্য সুন্দর অভিজ্ঞতা।
অসংখ্য ধন্যবাদ অমিতাভ বাবু। আমার পাঠ আপনার ভালো লেগেছে জেনে খুব আনন্দ পেলাম। আশাকরবো এইভাবেই পাশে থেকে উৎসাহিত করবেন। আপনাদের আন্তরিক শুভেচ্ছায় আমার পথ চলা সুগম হয়ে উঠুক এই আশীর্বাদ করুন। ভালো থাকবেন। নমস্কার জানবেন। 🙏🙏🙏
সত্যি ই, মর্ম স্পর্শ করে যায়। এই ধরনের সৃষ্টি। জীবনের সার সত্য ঘটনা । লেখক এর লেখায়, আর, আপনার কন্ঠ স্বরের যাদু তে হারিয়ে গিয়েছিলাম। আপনিও ভালো থাকুন, সুস্থ থাকুন। আরও পথ এগিয়ে যান। ধন্যবাদ রইলো। শুভ কামনা রইলো।🙏👍👌💚🧡💛💙❤️🪔
অনেক ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন, এই প্রার্থনা করি। 🙏🙏🙏
Thanx
যে কোন গল্প ই
বিভূতিভূষণ ের লেখা
ভালো লাগবে। আপনার বলাটা ও ভালো।
অনেক ধন্যবাদ। 🙏🙏🙏
গল্প টি শুনে মন টা উদাস হয়ে গেল । সত্যি আমরা ভবিষ্যতে র কতো পরিকল্পনা করি কিন্তু কখন যে কি হবে কেউ জানে না । আমি আপনার একজন গুণমুগ্ধ শ্রোতা , খুব ভালো লাগে আপনার পাঠ। কয়েকটি গল্পের নাম করছি , অনুরোধ রইল সেগুলি শোনানোর জন্য। সিঁদুর চরণ , ডাক গাড়ি , মূলো - radish - হর্স - radish, অন্নপ্রাশন , কুয়াশা র রঙ, মৌরীফুল।
আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আপনার অনুরোধ রাখবার চেষ্টা করবো। ভালো থাকবেন। নমস্কার। 🙏🙏🙏
অসাধারণ
অসংখ্য ধন্যবাদ আবু ভাই। ভালো থাকবেন। নমস্কার। 🙏🙏🙏
লেখকের অপূর্ব সুন্দর প্রাকৃতিক বর্ণ না মনকে মোহীত করে দেয় নমস্কার ঠাকুর মশাই এভাবেই এগিয়ে চলুন পাশে আছি থাকবো 🙏🙏
অনেক অনেক ধন্যবাদ জানাই আপনাকে। খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, এই প্রার্থনা করি। নমস্কার। 🙏🙏🙏
খুব সুন্দর।
অসংখ্য ধন্যবাদ শম্ভূবাবু। ভালো থাকবেন। 🙏🙏🙏
Jodio kaster galpo khub e
Valo
অসংখ্য ধন্যবাদ আপনাকে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, এই প্রার্থনা করি। আমার সশ্রদ্ধ নমস্কার জানবেন।🙏🙏🙏🌹🌹
Glopo bolar bachon vongti kub sundor,
অনেক ধন্যবাদ। ভালো থাকবেন। 🙏🙏🙏
Apurbo path 👍
অশেষ ধন্যবাদ। আপনাদের শুভেচ্ছা ও উৎসাহ আমায় এগিয়ে যাবার প্রেরণা দেয়। ভালো থাকুন, সুস্থ থাকুন, এই প্রার্থনা করি। নমস্কার জানবেন। 🙏🙏🙏
খুব মর্মস্পশী
I have never heard such a unique story in my life. TAPAN Negel head master.
অনেক অনেক ধন্যবাদ তপন বাবু। ভালো থাকবেন। আমার সশ্রদ্ধ নমস্কার জানবেন। 🙏🙏🙏
Sotti sundor laglo
অনেক ধন্যবাদ আপনাকে নাইমুল ভাই। নমস্কার জানবেন।
Daadaa, ekhaane kalpanaatit o mormaantik ghatana dekhe bissway o dukkhe stabdha hoye gelaam. Uposthaaponaati vaalo. Sustha thaakun. Dhanyavaad.
অশেষ ধন্যবাদ সুব্রতবাবু। ভালো থাকুন, সুস্থ থাকুন এই প্রার্থনা করি। নমস্কার জানবেন। 🙏🙏🙏🌹🌹
Asadharon gilpo path . Apnar golay ghonada sonar icche roilo mosai
ধন্যবাদ। আপনার অনুরোধ রাখতে চেষ্টা করবো। ভালো থাকবেন, নমস্কার। 🙏🙏🌹🌹
আমি অসুস্থ্য করোনা আক্রান্ত বাড়িতে বন্দী,কাল শুনেছি ঝগড়া ,আজ শুনলাম ,যত্রাবদল সোনা তো নয় চোখের সামনে ঘটে যাওয়া কিছু ঘটনা,অসাধারণ আপনার বাচন ভঙ্গি,তার উপরে , শ্রদ্ধেয় বিভূতি ভূষণ বন্দোপাধ্যায়,🙏🏻
মনটা ভালো হয়ে গেলো,
আপনি চালিয়ে যান, ঈশ্বর আপনার মঙ্গল করুন ভালো থাকবেন সবসময় 🙏🏻🙏🏻🙏🏻
আপনার দ্রুত আরোগ্য কামনা করি শঙ্কর বাবু। সাবধানে থাকবেন। আমার পাঠ আপনার ভালো লেগেছে জেনে খুব খুশী হলাম। অনেক অনেক ধন্যবাদ। নমস্কার জানবেন। 🙏🙏🙏
ভারি সুন্দর আপনার পাঠ । বাচনভঙ্গির পরিবর্তন করে চরিত্রগুলোকে জীবন্ত করে তুলেছেন । খুব উপভোগ করছি । গল্পের নির্বাচন ও অসাধারণ । ভালো থাকুন । বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় আমার প্রিয় লেখক , কিন্তু এই গল্পগুলো আগে কখনোই
গল্পটা শুনতে ভাল লাগল। ধন্যবাদ।
অনেক ধন্যবাদ।🙏🙏🙏
অপূর্ব কন্ঠ আপনার
অশেষ ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন এই প্রার্থনা করি। নমস্কার জানবেন।
কি অদ্ভুত গল্প, পড়েছি আগেই, মানবিকতা র দুই পিঠ, আলো আর অন্ধকার, অকল্পনীয়। পঠন অনবদ্য।
অশেষ ধন্যবাদ। 🙏🙏🙏
wonderful story and wonderful presentation. Thanks for this great presentation. 👍
Thank you Pallab babu. 🙏🙏🙏
Bhalo laglo
অনেক ধন্যবাদ।
Upnar. Pathankhub sundar. Desher itihas ta aman sab satyi galpo najanle satyatgnan haena Kintu Bivutibhusan na hole. Ke. Janaten. Hay. Manusher. KathinpranTer. Thekeo. Barosatya. Nirday Vagabaner nichitarkarmokanda. Papjay na Papsab. Sesh. Korechhe. Tahaleajjker. Aei naraker. Janye. Ke. Dayi. Karhathe. Jiyankathi?
আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। ভালো থাকবেন। 🙏🙏🙏
আহা! অপূর্ব !!
অনেক অনেক ধন্যবাদ জানাই আপনাকে তুষার দা। অনেকদিন পর আপনার মন্তব্য পেলাম। আশাকরি সপরিবারে সকলে ভালো আছেন, সুস্থ আছেন। নমস্কার জানবেন।
পাঠের গুনে গল্পটি প্রাণবন্ত হয়ে উঠেছে |
অনেক ধন্যবাদ। ভালো থাকবেন। 🙏🙏🙏
অসাধারণ গল্প। অপূর্ব পাঠ।ধন্যবাদ
অনেক ধন্যবাদ আপনাকেও। ভালো থাকবেন। নমস্কার জানবেন। 🙏🙏🙏❤️🌹🌹
শুভ শারদীয়ার ভালবাসা নেবেন ভালো গল্প নমস্কার
আপনিও সপরিবারে আমার শুভ শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা জানবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা করি। নমস্কার জানবেন।🙏🙏🙏❤️❤️🌹🌹
নমস্কার দাদা আপনার কথা দারুন ভালো
অনেক ধন্যবাদ। 🙏🙏🌹🌹
❤❤❤❤❤
অনেক ধন্যবাদ। 🙏🙏🙏
কোনো তুলনা নেই
অশেষ ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন আর সঙ্গে থাকুন, এই প্রার্থনা করি। নমস্কার জানবেন। 🙏🙏🙏🌹🌹
3rd January 2023.
শুনলাম!
কি দারুণ মর্মস্পর্ষী!
বিভূতিভূষণের লেখা আপনার কন্ঠে দারুণ লাগলো।
💔💔💔💔🤍🤍🤍🖤🖤🖤
মনটা বড়ই ভারী হয়ে গেল।😭🙏
🙏🙏🙏🌹🌹
Kee osadharon voice apnar suna mon jurea galo jodi apnar samna bosa suntam khub valo hoto apnar bari kothai please bolban
অনেক ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন, এই প্রার্থনা করি। আমি কোলকাতায় থাকি। নমস্কার জানবেন। 🙏🙏🌹🌹
আমার বারবার মনে হয় কেন উনি মারা গেলেন। তাহলে এইরকম দুঃখের কাহিনী আমাদের শুনতে হতো না। একটা বয়সের পর পত্নী বিয়োগ খুবই দুঃখের। যার হয় সেই বোঝে।
অনেক অনেক ধন্যবাদ মনোরঞ্জন বাবু। ভালো থাকবেন। 🙏🙏🙏
হয়না!!!! ছোট একটি জীবনে মানুষের ছোট একটি স্বপ্নও পূরণ হয়না!পায়ে আলতা পরে বের হয়েছিল নতুন জীবন সাজাতে।হলো না,বিধাতা ডেকে নিলো!!!যে যাবার সে তো গেলো।বাকি যারা থাকলো,তারা রয়ে গেল সারাজীবন,আফসোস করার জন্য!!!!
আহা, বড়ো ভালো বললেন। বড়ো সত্যি বললেন। খুব ভালো লাগলো। ভালো থাকুন, সুস্থ থাকুন, এই প্রার্থনা করি। 🙏🙏🙏❤️❤️🌹🌹🌹
বেশ ভালো গল্প
খুব ভালো লাগলো।
অসাধারণ গল্পটা পাঠ চমৎকার মনে হলো আমি সেখানেই উপস্থিত
তুলনাহীন
অনেক অনেক ধন্যবাদ গোরাচাঁদ বাবু। ভালো থাকবেন। 🙏🙏🙏
Jo
🙏🙏🙏
মৃল গল্প গুলো পড়ুন
naihati theke sealdah down train, up noi
ঠিকই, আমারও পাঠ করবার সময় মনে হয়েছে, কিন্তু প্রকাশিত ছাপা রচনায় পরিবর্তন করা আমার পক্ষে তো সম্ভব নয়, আমি পাঠক মাত্র। হয়তো এটা ভুলবশতঃ হয়ে থাকবে লেখকের কিম্বা ছাপার ভুল। আমি অপারগ এই ব্যাপারে। নমস্কার জানবেন। 🙏🙏🙏
@@GolpoBolarKathokThakur
Eta kno boro baper noi, sonar somoy odd laglo tai. I'm a big fan of yours
অশেষ ধন্যবাদ রুদ্রনাথ বাবু। খুব ভালো থাকুন, আনন্দে থাকুন, এই প্রার্থনা করি। 🙏🙏🙏🌹🌹🌹❤️
Pls read the short story "kalapahar" written by Tarashankar Bandopadhaypa.(today I have subscribed you).
সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনার অনুরোধ মনে রাখবো। ভালো থাকবেন। নমস্কার। 🙏🙏🙏
গল্পগুলো তো খুবই সুন্দর। কিন্তু সব বিয়োগান্ত গল্প ভালো লাগে না ।আনন্দের গল্প মিশিয়ে পাঠিয়ে করুন।তবে চ্যানেল আরও আকর্ষণীয় হবে।
চেষ্টা করবো দিদি আপনার পরামর্শ মনে রাখবার। যদিও সবই যে বিয়োগান্ত গল্প তা' নয়। কিছু অন্য গল্প ও আছে এই চ্যানেলে, সংখ্যায় হয়তো দুঃখের গল্প একটু বেশী। রবীন্দ্রনাথ বলেছেন না, "বিষকে বিষের দাহ দিয়ে দহন করে মারতে হবে"। ভালো থাকবেন আপনি। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার জানবেন। 🙏🙏🙏
@@GolpoBolarKathokThakur ধন্যবাদ
🙏🙏🙏
Bibhuti babu otyonto sensitive lekhok tai tar lekhay ghotonatir bisodrisho roop ti emon bhabe dhora porechhe. Kintu bostuto onek bar attiyo bondhu songe shmashan jatrar songi hote giye dekhechhi mritodeho chulli te tule diyei tader nikotjon rao shok taap bhule khawa ebong hasi moskoray mogno.... jekhane ami tulonay onek durer keu hoyeo chokher jwal samlate parchhi na.....!! Odbhoot manuser jibon.... odbhoot somporko....!! Bhable obak laage..... hoyto jiboner nirmom sotyi ta oder moto korei newa uchit.....!! Khoob e mormantik golpo bishes kore chhoto shishutir kotha bhulte parchhi na.....!! Apnar golpo choyon sundor..... uposthapona o jothajotho kintu sound ta ektu loud hole bhalo hoto.... headphone laagiye shunte hochchhe.....!! Bhalo thakben.... onek shubhechchha......
অনেক ধন্যবাদ। ভিডিওর সাউন্ড একটু কম রাখছিলাম। পরবর্তীতে অবশ্যই চেষ্টা কোরবো আর একটু বাড়াবার। ভালো থাকুন, সুস্থ থাকুন, এই প্রার্থনা করি। নমস্কার জানবেন। 🙏🙏🙏
Upnar. Adarsha. Hindu. Hotel. Pratham. Parber. Par. Er. Dekhahae ni. Chotogalpo. Beshi. Net. Khay. Na.dhanyabad.
ভালো থাকবেন। 🙏🙏🙏
Aapner golpo pora to noi Jeno chokher samne dekhchhi,anabodyo
অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন। 🙏🙏🙏