আমার পরাণ যাহা চায় রবীন্দ্র সংগীত টিউটোরিয়াল Learn to Sing Rabindra Sangeet Amaro Porano Jaha Chay

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 7 ก.พ. 2025
  • আমার পরান যাহা চায়
    রবীন্দ্র সঙ্গীত টিউটোরিয়াল
    Exclusive One is to One Online Rabindra Sangeet Classes via Skype or Google Duo.
    Key Features
    1. Individual One is to One Interaction.
    2. Voice training
    3. Ear training (Most Important!)
    4. Notation reading and writing
    5. Sing with Digital Tabla
    6. Musical Theories
    Starting from just ₹ 250/- ($ 4/-) per class.
    For more information, please WhatsApp...
    +91 89026 85419
    #LearnRabindraSangeetOnline
    #OnlineRabindraSangeetClasses
    #RabindraSangeetTutorials
    #singinglessonbangla
    Just Search for ‘ROBISCOPE’ in Facebook…
    Look for ‘ROBISCOPE’ in Google Search…
    Just Search ‘ROBISCOPE’ in TH-cam…
    Get in Touch Via WhatsApp…
    Learn to Sing Rabindra Sangeet Amaro Porano Jaha Chay : মায়ার খেলা গীতিনাট্য, প্রেম পর্যায় ত্রিতাল
    learn to sing Amaro Porano Jaha Chay
    Rabindra Sangeet Tutorial
    আমার পরান যাহা চায় : রবীন্দ্র সঙ্গীত টিউটোরিয়াল : মায়ার খেলা গীতিনাট্য, প্রেম পর্যায় ত্রিতাল : আকারমাত্রিক স্বরলিপি পদ্ধতিতে রবীন্দ্র সংগীত টিউটরিয়াল...
    Naai Raso Nai : Rabindrangeet Tutorial in Akarmatrik Notation System.
    this is a tutorial video to teach students how to sing Amaro Porano Jaha Chay, Rabindra Sangeet, a musical composition by Tagore, Ritusangeet from Mayar Khela Gitinatyo in Trital, giving special emphasis on the details of Akarmatrik Notation system.
    Send the recorded MP3
    via WhatsApp to
    +91 8902685419
    (Sorry, WhatsApp only)
    link to our Facebook page
    / onlinerabindrasangeetc...
    Just Search for 'ROBISCOPE' in Facebook or Google...
    Link to find the Akarmatrik Notation for this Song...
    আকারমাত্রিক স্বরলিপি link...
    www.tagoreweb....
    alternative link
    www.geetabitan....
    Lyrics of the song...
    রাগ: পিলু
    তাল: ত্রিতাল
    রচনাকাল (বঙ্গাব্দ): অগ্রহায়ণ, ১২৯৫
    রচনাকাল (খৃষ্টাব্দ): 1888
    রচনাস্থান: কলকাতা, দার্জিলিং
    স্বরলিপিকার: ইন্দিরা দেবী, জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর
    আমার পরান যাহা চায়,
    তুমি তাই, তুমি তাই গো।
    তোমা ছাড়া আর এ জগতে
    মোর, কেহ নাই কিছু নাই গো।
    তুমি সুখ যদি নাহি পাও,
    যাও, সুখের সন্ধানে যাও,
    আমি তোমারে পেয়েছি হৃদয়মাঝে,
    আর কিছু নাহি চাই গো।
    আমি তোমার বিরহে রহিব বিলীন,
    তোমাতে করিব বাস,
    দীর্ঘ দিবস, দীর্ঘ রজনী,
    দীর্ঘ বরষ মাস।
    যদি আর কারে ভালোবাস,
    যদি আর ফিরে নাহি আস,
    তবে, তুমি যাহা চাও, তাই যেন পাও,
    আমি যত দুখ পাই গো।
    সল্টলেক সুরের ধারার ডিজিটাল রবীন্দ্রসঙ্গীত ক্লাস রবিস্কোপের একটা প্রধান উদ্দেশ্য হল তানপুরার সঙ্গে স্বরস্থান নিখুত করার জন্য প্রয়োজনীয় তালিম দেওয়া। কিন্তু প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীদের পক্ষে তানপুরার সঙ্গে গলা মেলানো খুব কঠিন, এবং সঠিক সুর লাগছে কি না সে বিষয়ে তাদের পক্ষে নিশ্চিত হওয়া সম্ভব নয়। প্রসঙ্গত বলে রাখি, তানপুরায় বা এস্রাজের সঙ্গে গান তোলা ও গাওয়া, এই ছিল রবীন্দ্রসঙ্গীতের আদর্শ ও সনাতনী রীতি। রবিঠাকুরের জীবদ্দশায় শান্তিনিকেতনে তার গানের সঙ্গে হারমোনিয়াম যন্ত্রটি ব্যাবহার হত না।
    সল্টলেক সুরের ধারা একটি সাংস্কৃতিক সংগঠন। বিগত প্রায় এক দশক ধরে আমাদের এই সংস্থা রবীন্দ্রসঙ্গীত তথা অন্যান্য বাংলা গান নিয়ে কাজ করে চলেছে। আমাদের আদর্শ নিরাভরণ রবীন্দ্রসঙ্গীত। আমাদের বিশ্বাস, রবীন্দ্রনাথের গানের মাধুর্য নিজের অন্তরে অনুধাবন করতে হলে, তানপুরা সহযোগে স্বরলিপি অনুসরণ করে রবীন্দ্রনাথের গান অনুশীলন করা একান্ত প্রয়োজন।
    রবীন্দ্রসঙ্গীত শিখতে আগ্রহী, কিন্তু সময়ের অভাবে, কাজের চাপে, পারিবারিক ব্যাস্ততায় প্রথাগত ভাবে রবীন্দ্রসঙ্গীতের তালিম নিয়ে উঠতে পারেননি, এই ধরনের মানুষজনকে সঙ্গীতচর্চায় উৎসাহী করে তুলতে সল্টলেক সুরের ধারা মঞ্চ-উপস্থাপনার পাশাপাশি প্রতি মাসে একটি করে ঘরোয়া রবীন্দ্রসঙ্গীতের আসর অথবা একটি সঙ্গীত বিষয়ক ওয়ার্কশপ আয়োজন করে চলেছে।
    এইসব রবীন্দ্র-অনুরাগীদের কথা মাথায় রেখেই রবিস্কোপের সৃষ্টি। আমাদের নতুন TH-cam চ্যানেল, যেখানে গান শেখার পাশাপাশি তানপুরা সহযোগে কণ্ঠসাধনার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে। রবীন্দ্রসঙ্গীতের বিভিন্ন খুঁটিনাটি বিষয় আলোচনার সাথে সাথে বিশেষ ভিডিও টিউটোরিয়াল সিরিজ বানানো হবে যার সাহায্যে আকারমাত্রিক স্বরলিপি পদ্ধতির মাধ্যমে গান পড়তে ও লিখতে শেখা যাবে। রবীন্দ্রগানের অনুরাগী যে সব বন্ধু বর্তমানে কর্মসূত্রে কলকাতা থেকে দূরে থাকেন, অথবা সেইসব বন্ধুরা যারা কলকাতায় থেকেও কর্মজীবনের ব্যস্ততায় বা পারিবারিক চাপে সংগীতের প্রথাগত তালিম নিয়ে উঠতে পারছেন না, তাদের কথা মনে রেখেই আমাদের এই উদ্যোগ।
    আমাদের এই কাজকে এগিয়ে নিয়ে যেতে আমাদের পাশে থাকুন, চ্যানেল Subscribe করুন, অন্যান্য রবীন্দ্র অনুরাগী বন্ধুদের কাছে এই চ্যানেলের কথা শেয়ার করুন। ভিডিও তে কমেন্ট করে জানান, কিভাবে ভিডিও তৈরি করলে আপনারা আরও ভালভাবে শিখতে পারবেন।
    video made by Sayan Sengupta on behalf of Saltlake Surer Dhara.
    Thanks to…
    pngimg.com
    cleanpng.com

ความคิดเห็น • 60

  • @parbatibarman7060
    @parbatibarman7060 3 ปีที่แล้ว +4

    এই সংগীতের প্রসংগ বলতে গিয়ে এতো সুন্দর বিশ্লেষণ মন ভরিয়ে দিলেন। অসাধারণ আপনার আলাপের গভীরতা 🙏🙏🙏

    • @robiscope
      @robiscope  3 ปีที่แล้ว

      ধন্যবাদ আপনাকেও। গান নিয়ে আড্ডা দেওয়াই এই চ্যানেলের একমাত্র উদ্দেশ্য। 🙏🏻🙏🏻

    • @fariaahamed6968
      @fariaahamed6968 2 ปีที่แล้ว +1

      ❤️❤️❤️

  • @monjushachowdhury1860
    @monjushachowdhury1860 3 ปีที่แล้ว +1

    Asadharan............ato....sundar.... vabe......bojhan.........anirbochoniya...........thanks a million SIR.

    • @robiscope
      @robiscope  3 ปีที่แล้ว

      ধন্যবাদ 🙏🏻

  • @chandrais3922
    @chandrais3922 2 หลายเดือนก่อน

    Awesome teaching

  • @laylaasmaakter4176
    @laylaasmaakter4176 2 ปีที่แล้ว +1

    অনেক অনেক ধন্যবাদ।নিঃসন্দেহে বীন্দ্রসংগীত শেখার অনন্য এক চ্যানেল রবিস্কোপ।
    একটি অনুরোধ ছিল। ঝরাপাতা , ঝরাপাতা গো আমি তোমারই দলে এই গানের টিউটোরিয়াল দিবেন অনুগ্রহ করে।

  • @suklamaity3499
    @suklamaity3499 3 ปีที่แล้ว +2

    Upner class khubei valo laglo.

    • @robiscope
      @robiscope  3 ปีที่แล้ว

      ধন্যবাদ

  • @Shewlykundu
    @Shewlykundu 7 หลายเดือนก่อน +1

    Wow

  • @aparnapalsinger
    @aparnapalsinger 3 ปีที่แล้ว +6

    আনন্দধ্বনি জাগাও গগনে এই গানটি শিখতে চাই দাদা আপনার কাছে, আপনার শিক্ষা পদ্ধতি অত্যন্ত বলিষ্ঠ, ঈশ্বর আপনাকে ভালো রাখবেন এই প্রার্থনা করি ❤️🙏🙏🙏

    • @robiscope
      @robiscope  3 ปีที่แล้ว

      ধন্যবাদ, এটি একান্ত সিলেবাসের গান এবং প্রত্যেক বছর শেখাতে হয় বাধ্যতামূলকভাবে🤗🤗🤗🤗 এই চ্যানেলে এখনো পর্যন্ত শিখিয়ে উঠতে পারিনি তার কারণ তাল ফেরতা গান বোঝাতে গেলে তবলার সঙ্গ ছাড়া সেটা সম্ভব নয়। এই গান তালমালা শিখিয়ে খুব একটা লাভ আছে বলে আমি মনে করি না। এই গানটি শেখাতে হলে আমার সঙ্গে কাউকে একজন তবলায় সঙ্গত করতে হবে। বর্তমান পরিস্থিতিতে বুঝতেই পারছেন, সেটা সম্ভব নয়। তবে ভবিষ্যতে নিশ্চয়ই শেখাবো, বা বলা ভাল শেখাতে বাধ্য হবো 😊😊 নিশ্চিন্ত থাকুন।

    • @mijanurrahaman7868
      @mijanurrahaman7868 2 ปีที่แล้ว

      অসাধারণ স্যার🙏

  • @anitadatta3578
    @anitadatta3578 3 ปีที่แล้ว +1

    Apurbo sekhalen khub valo laglo

  • @sujitsarkar5146
    @sujitsarkar5146 3 ปีที่แล้ว +1

    Khub valo sir, sir fingaring guli dekhale tulte subidhe hoy.Thank u

    • @robiscope
      @robiscope  3 ปีที่แล้ว +3

      ধন্যবাদ 🙏🙏 কিন্তু আপনার সাথে একমত হতে পারলাম না, মার্জনা করবেন। যিনি আপনাকে বুঝিয়েছেন যে ফিঙ্গারিংগুলো দেখলে গান তুলতে সুবিধা হবে, তার সাঙ্গীতিক বুদ্ধি ও শিক্ষা সম্বন্ধে আমি সংশয় প্রকাশ করি😳😳😳😳। হারমোনিয়াম টাইপরাইটার নয়, হারমোনিয়ামের রিড মুখস্থ করে বাজানো যায় না। অন্তত আমি আমার এতদিনের সাংগীতিক জীবনে একজনও হারমোনিয়াম বাদক খুঁজে পাইনি, যিনি সুর না চিনে শুধুমাত্র মুখস্থ করে হারমোনিয়াম বাজাতে শিখেছেন।😆😁😆😁

  • @santabiswas4191
    @santabiswas4191 3 ปีที่แล้ว +1

    আপনার গান শেখানো খুব ভালো লাগছে

    • @robiscope
      @robiscope  3 ปีที่แล้ว

      ধন্যবাদ

  • @barshamukherjee2590
    @barshamukherjee2590 3 ปีที่แล้ว +1

    Rabindra sangeet er erokom aro tutorial deben please 🙏🙏🙏🙏

  • @debasishmahanta7381
    @debasishmahanta7381 3 ปีที่แล้ว +1

    Excellent. Sir

    • @robiscope
      @robiscope  3 ปีที่แล้ว

      ধন্যবাদ আপনাকেও।

  • @arupchatterjee1209
    @arupchatterjee1209 3 ปีที่แล้ว +1

    Darun sir

  • @raisuddingayen6537
    @raisuddingayen6537 3 ปีที่แล้ว +2

    যুগোপযোগী এরকম ডিজিটাল মঞ্চ'র প্রয়োজন আজ অনুভব করছি। আপনার সঙ্গীত-শিক্ষণ শৈলী প্রশংসার দাবি রাখে। 'রোবিস্কোপ' সঙ্গীত-শিক্ষার এক বিশেষ প্ল্যাটফর্ম। আমরা আপনাদের গানের পোস্টগুলি শেয়ার করার চেষ্টা নিয়মিত চালিয়ে যাব, আশা করি !!

    • @robiscope
      @robiscope  3 ปีที่แล้ว

      ধন্যবাদ আপনাকেও 🙏🙏 আমাদের এই চ্যানেলের মূল উদ্দেশ্য আকারমাত্রিক স্বরলিপিতে রবীন্দ্রনাথের গানের যে বিশুদ্ধতা সংরক্ষিত আছে, তাকে অনুসরণ করে রবীন্দ্রনাথের গানের বিশুদ্ধতাকে পরবর্তী প্রজন্মের কাছে তুলে ধরা। এই কাজে রবিস্কোপের পাশে থাকুন, ধন্যবাদ। 🙏🙏

  • @dipikachakraborty7355
    @dipikachakraborty7355 8 หลายเดือนก่อน +1

    Khub valo lagche... Sir ki vabe apner class ta r o pabo aktu janaben plz . 🙏🙏🙏

    • @robiscope
      @robiscope  8 หลายเดือนก่อน

      চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখলেই আপনি ভিডিওগুলো নোটিফিকেশন পাবেন। এছাড়া আমাদের একটা ব্লগ আছে দেখতে পারেন
      robiscope.wordpress.com

  • @rimachatterjee4155
    @rimachatterjee4155 2 ปีที่แล้ว +1

    খুব ভালো লাগলো।যদি দম কিভাবে কখন নিতে হবে তা যদি একটু বলেন তবে খুব উপকৃত হব।

    • @robiscope
      @robiscope  2 ปีที่แล้ว

      এটা একটা আলাদা আলোচনার বিষয়। সংক্ষেপে এটুকু বলা যায়, রবীন্দ্রনাথের গানে কাব্যের মর্যাদা রক্ষা করে দম নেওয়া প্রয়োজন। আমরা কথা বলার সময় কথার মাঝে যেভাবে দম নিলে আমাদের বক্তব্য অর্থবহ হয়ে ওঠে গানের ক্ষেত্রেও সেটাই হতে হবে।

  • @nandabanerjee2659
    @nandabanerjee2659 3 ปีที่แล้ว

    উপকৃত হলাম।

    • @robiscope
      @robiscope  3 ปีที่แล้ว

      ধন্যবাদ

  • @omaribnshihab.97
    @omaribnshihab.97 3 ปีที่แล้ว +1

    যাও সুখের সন্ধানে যাও,,,,, যথার্থ বলেছেন দাদা এটা শুধু মেয়েরাই বলতে পারে ছেলেদের পক্ষে সম্ভব নয়, সে অন্যের হওয়ার পরেও আজো বলতে পারিনি তুমি সুখের সন্ধানে যাও। তবে শেষের লাইন মেনে নিতেই হলো, আমি তোমারে পেয়েছি হৃদয় মাঝে আরো কিছু নাহি চাই। প্রিয় আজো ভালোবাসি তোমায়, তোমার সেই হাসি তোমার সেই রাগ আজো অনেক মিস করি।

    • @robiscope
      @robiscope  3 ปีที่แล้ว

      একমত।

  • @BikashDas-yo9ik
    @BikashDas-yo9ik 3 ปีที่แล้ว +1

    Very nice.

  • @dipalimandal6702
    @dipalimandal6702 2 ปีที่แล้ว

    sir ganti jodi koto tempote gaibo bolen tahole khub upokar hobe

  • @dikshasarkar9605
    @dikshasarkar9605 2 ปีที่แล้ว

    Gan ta female voice e kon scale e korle bhalo hoy?

  • @মোহাম্মদসামি-থ৫ঞ
    @মোহাম্মদসামি-থ৫ঞ 4 ปีที่แล้ว +1

    ধন্যবাদ জানাই

    • @robiscope
      @robiscope  4 ปีที่แล้ว

      রবিস্কোপের পক্ষ থেকে আপনাকে স্বাগত জানাই।

  • @nurjahankhatun5077
    @nurjahankhatun5077 2 ปีที่แล้ว

    দাদা আমার ভক্তি 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @MomotaTalukder-qf9ks
    @MomotaTalukder-qf9ks 4 หลายเดือนก่อน

    দাদা, আসসালামু আলাইকুম, এই ভাবেই অলি বার বার ফিরে যায়, গান টা বুঝিয়ে দেবেন। আশা রাখি দাদা।

  • @ranjitamallick3339
    @ranjitamallick3339 7 หลายเดือนก่อน

    Aponar foner jonno ridgulo dekthe pachi na

  • @jayatisengupta8509
    @jayatisengupta8509 3 ปีที่แล้ว +1

    Thik je jaygagulote vul hober chance segulo khub sundor boley dilen r sabdhan hoye practice korbo
    🙏🙏

    • @robiscope
      @robiscope  3 ปีที่แล้ว

      ধন্যবাদ আপনাকেও।

  • @khaledashelly5201
    @khaledashelly5201 3 ปีที่แล้ว +1

    ❤❤❤

    • @robiscope
      @robiscope  3 ปีที่แล้ว

      🙏🙏🙏

  • @dreamylifemusic1647
    @dreamylifemusic1647 4 ปีที่แล้ว +1

    Nice

  • @tapanbanerjee7142
    @tapanbanerjee7142 2 ปีที่แล้ว +1

    It would have been better if notations be displayed on screen !

    • @robiscope
      @robiscope  2 ปีที่แล้ว

      অত্যন্ত পরিচিত গান, নোটেশন ইন্টারনেটে পেয়ে যাবেন। এত কমন গানের নোটেশন স্ক্রীনে দেখানোর প্রয়োজন বোধ করছি না, ধন্যবাদ।🙏🏻🙏🏻

  • @MomotaTalukder-qf9ks
    @MomotaTalukder-qf9ks 4 หลายเดือนก่อน

    আসসালামু আলাইকুম ভাইয়া, আমি সরলীপি দিয়ে গান তুলতে পারি কিন্তু আমাকে ভুল ধরার কেউ নেই।

  • @kamaleshdas3575
    @kamaleshdas3575 2 ปีที่แล้ว +1

    You're great, why not post some basics as well👍

    • @robiscope
      @robiscope  2 ปีที่แล้ว

      খুব সহজ টিউটোরিয়াল বেশ কিছু আপলোড করা আছে এই চ্যানেলে, দেখলে আশা করি আপনার ভালো লাগবে।

  • @masarada2507
    @masarada2507 3 ปีที่แล้ว +1

    Please puja parjaer ganer bishae kichhu bolben

    • @robiscope
      @robiscope  3 ปีที่แล้ว

      হ্যাঁ নিশ্চয়ই শেখাবো।

  • @minibiral9035
    @minibiral9035 3 ปีที่แล้ว +1

    স্যার আমি সারেগামা শিখিনাই। তাই কিছুই বুঝতেছিনা😔

    • @robiscope
      @robiscope  3 ปีที่แล้ว

      ভাগ্যিস আমি অ আ ক খ শিখেছিলাম, তাই পড়তে পারলাম আপনি কি লিখেছেন! 😆😂🤣🤔😆😂🤣🙂

  • @narayaniray8936
    @narayaniray8936 4 ปีที่แล้ว +2

    আমার একটা জিজ্ঞাসা -
    স্যার, আপনি কি শাস্ত্রীয় সঙ্গীত ও শেখান?

    • @robiscope
      @robiscope  4 ปีที่แล้ว +1

      হ্যাঁ, শাস্ত্রীয় সঙ্গীতের টিউটোরিয়ালও খুব তাড়াতাড়ি আসতে চলেছে, সঙ্গে থাকুন।