অমর কথাশিল্পী এর অমর সৃষ্টি কে এইরকম নিখুঁত ভাবে চিত্রায়িত করা হয়েছে যে চোখে জল আসতে বাধ্য,প্রণাম কথাশিল্পী কে আর প্রণাম এই ছবি এর সৃষ্টিকর্তা এবং কলাকুশলী দের কে, এক কথায় অনবদ্য সৃষ্টি এর অসাধারণ চিত্রায়ন ।
সাহিত্যে বাঙালি গৃহস্থজীবনের মহত্তম রূপকার শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। চলচ্চিত্রটিও চমৎকার হয়েছে- চিত্রনাট্য অভিনয় সবই উচ্চমানের। আর একটা কথা, উপন্যাসের মূল সংলাপগুলো ছবিতে ব্যবহার করে চিত্রনাট্যকার দারুন সুবুদ্ধির পরিচয় দিয়েছেন।
আপনার Feedback-এর জন্য ধন্যবাদ। You can enjoy the rest of our uploads available in : Android : bit.ly/3eSJtKq iOS : apple.co/2IyrUTZ Web : www.klikk.tv/
আমি সাধারণত যে বই পড়ি,তার সিনেমা বানালে সেটা দেখি না,কল্পনার জগৎ নষ্ট হয়ে যাওয়ার ভয়ে,কিন্তু এই সিনেমাটা দেখলাম,সেই বইয়ের চরিত্রগুলোকেই পরিচালক দারুন ভাবে চিত্রিত করেছেন,সবার কি জীবন্ত অভিনয়, খুবই ভালো লেগেছে।
এই ছবিতে বিকাশ রায় সবচেয়ে বেশি ভালো অভিনয় করেছেন বলে আমার মত। কেননা, উনি সাধারণত খলনায়কের ভূমিকায় অভিনয় করতেন। কাজেই, দর্শকদের মনে তাঁর ইমেজ ছিল এক কুচক্রীর, পরের ক্ষতিসাধন করে এমন ব্যক্তির। পরবর্তীকালে, উত্তর ফাল্গুনী এবং অন্যান্য ছায়াছবিতে ভালো মানুষের চরিত্রে অভিনয় করে তিনি সেই ইমেজ ভাঙতে শুরু করেছিলেন এবং সফল হয়েছিলেন। কিন্তু ইমেজ ভাঙার পরিপ্রেক্ষিতে 'বিন্দুর ছেলে' ছিল তাঁর 'tour de force'। তিনি দেখিয়ে দিয়েছিলেন তিনি খলনায়কের চাইতে অনেক কিছু। তিনি ছিলেন এক বহুমুখী প্রতিভাবান অভিনেতা। বাংলা সাহিত্যের কথাশিল্পীর উপন্যাসের অবলম্বনে এই 'melodramatic' ছায়াছবিতে প্রত্যেক শিল্পীর অভিনয় প্রশংসনীয়। অমূল্যর ভূমিকায় সেই শিশুশিল্পীও কম নয়। কিন্তু আমার দৃষ্টিতে বাজিমাত করলেন বিকাশ রায়।
আপনার Feedback-এর জন্য ধন্যবাদ। You can enjoy the rest of our uploads available in : Android : bit.ly/3eSJtKq iOS : apple.co/2IyrUTZ Web : www.klikk.tv/
THIS. FAMOUS STORY WRITTEN BY HON'BLE SARATCHANDRRA CHOTTOPADHAY IS THOUGH WELL--KNOWN TO ALL BUT STILL IMMORTAL AND WILL REMAIN EVERGREEN FOR EVER!!!!!
Jokhon chhelebelay golpo ta portam,tokhon o chokher jale bhastam,aj 66 bachar bayasheo jokhonee cinema ti dekhi,tokhon o chokher jole bhasi,emon ee Saratchandrer golpo r lekhani
Ata shudhu golpo noy,ata akta abeger protischobi.ata amar ridoike atota nariye diyese je vashai prokash korte parbona.je poriman pani jhoriyeci chokh theke ai golpo pore ki r bolbo.movie ta kisuta holeu golpo k sporso korte perese.love you priyo lekhok sir shorot chadra♥️♥️♥️♥️
Indeed ly superb superb one irrespective of dialogue,acting n the appearances at the needed moment.I am short of words to express my sincere gratitude to the great writer which depicts a true middle class joint families way of mincing abusive words n keeping the prestige of the family to such extent with sincere admission.🙏🙏❤️
পুরোন বিন্দুর ছেলে অনেক ভাল হয়েছিল। পরিচালকের ওস্তাদিতে এই ছবিটি অনেকটা ঝুলে গেছে। সন্ধ্যারাণী অবশ্য দুটো ছবিতেই অসাধারণ। (পুরোন - বিন্দু, নতুন - অন্নপূর্ণা) আর একটা কথা। মাধব আর বিন্দুবাসিনীর বিয়ে হল ২৭এ অগ্রহায়ণ (অন্নপূর্ণার বক্তব্য অনুযায়ী)। অথচ বিয়ের আগাগোড়া কারুর গায়ে কোন গরম কাপড় চোখে পড়ল না! পরিচালক কি দর্শকদের মুর্খ ভাবেন?
রিমেক হিসাবে খুব খারাপ নয়। তবে পাহাড়ী, মলিনা, সন্ধ্যারাণী, রেণুকা অভিনীত প্রথম ' বিন্দূর ছেলে ' আরো ভালো ছিল, বিশেষ করে নরেনের ভূমিকায় সুখেন দাসের অভিনয়।
অমর কথাশিল্পী এর অমর সৃষ্টি কে এইরকম নিখুঁত ভাবে চিত্রায়িত করা হয়েছে যে চোখে জল আসতে বাধ্য,প্রণাম কথাশিল্পী কে আর প্রণাম এই ছবি এর সৃষ্টিকর্তা এবং কলাকুশলী দের কে, এক কথায় অনবদ্য সৃষ্টি এর অসাধারণ চিত্রায়ন ।
শরৎচন্দ্রের 'বিন্দুর ছেলে' গল্পটা পড়ে এসেই মুভিটা দেখতে আসলাম। বই পড়েই চোখের জল টপ টপ করে পড়ছিলো।
সেইম
২০২৪সালে এসেও এই ছবিটা যত বার দেখি আর চোখের জলে ভাসি। "শরৎচন্দ্রের কলম" আবার ফিরে আসুক--এই কামনায়।--১৪/৩/২০২৪❤❤❤
কি অসাধারণ একটা গল্প।
কান্নার কষ্টে গলা যেন কেউ চেপে ধরেছে।
চোখে পানি এসে গেলো।
শেষাংস দেখার পর কিছুতেই চোখের জল আটকে রাখতে পারিনি।শিল্পীর কি অমূল্য সৃষ্টি।পৃথিবী যত দিন থাকবে ততদিন এই অমর সৃষ্টি জ্বলজ্বল করে থাকবে।
এই গল্পটা ছোট বেলা থেকে অগুনতি পড়েছি, ছবি টা ও অজস্র বার দেখেছি, কিন্তু যতবার দেখি ততবারই চোখের জল পড়তেই থাকে।
সাহিত্যে বাঙালি গৃহস্থজীবনের মহত্তম রূপকার শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। চলচ্চিত্রটিও চমৎকার হয়েছে- চিত্রনাট্য অভিনয় সবই উচ্চমানের। আর একটা কথা, উপন্যাসের মূল সংলাপগুলো ছবিতে ব্যবহার করে চিত্রনাট্যকার দারুন সুবুদ্ধির পরিচয় দিয়েছেন।
আপনার Feedback-এর জন্য ধন্যবাদ।
You can enjoy the rest of our uploads available in :
Android : bit.ly/3eSJtKq
iOS : apple.co/2IyrUTZ
Web : www.klikk.tv/
Khub valo laglo
Apurba avinoy.
@user-vk9jg7kg1k
আপনার ভাষা নোংরা। বোধহয় পারিবারিক পরিচয় ওরকমই। হয়ত আরও নোংরা কথা বলবেন। কিন্তু সেগুলো পড়ার রুচি নেই।
সরে যাচ্ছি।
আমি সাধারণত যে বই পড়ি,তার সিনেমা বানালে সেটা দেখি না,কল্পনার জগৎ নষ্ট হয়ে যাওয়ার ভয়ে,কিন্তু এই সিনেমাটা দেখলাম,সেই বইয়ের চরিত্রগুলোকেই পরিচালক দারুন ভাবে চিত্রিত করেছেন,সবার কি জীবন্ত অভিনয়, খুবই ভালো লেগেছে।
একদম আমার মত
আমিও তবে দেখি দেখার পী বেশি মিল পাই না এই বইটা পরে ভালো লাগছে। কোথাও কেউ নেই সেটাও ভালো লাগছে। কিন্তু নাটক টা ভালো লাগেনি
Police barrack এ দুপুরে movie দেখা লুকিয়ে লুকিয়ে কত চোখের জল মুছেছি সত্যি অনবদ্য সৃষ্টি
😢😭অসাধারণ সিনেমা। চোখের জল ধরে রাখতে না পারার মতো অভিনয়😢😢
Pranam sarat thakur pranam avineta avinetrider
শরৎচন্দ্র মানেই আগুন 😍😍😍
আমার প্রিয় লেখক ❤️❤️
Looking
আগুন ফাগুন আবার কি শব্দ হ্যাঁ?
Amaro
বিন্দুর ছেলে বইটি অনেকবার পড়েছি। অনেকবার সিনেমা ও দেখেছি। আবার দেখলাম খুব ভালো লাগলো
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের এই উপন্যাসটির খুব সুন্দর চিত্রন করেছেন গৌরীপ্রসন্ন মজুমদার।🙏🙏🙏
স্বর্ণযুগের বাংলা চলচ্চিত্রে নির্মল কুমার ছিলেন সম্পদ। অসাধারন ক্ষমতাসম্পন্ন অভিনেতা।
গপ্পো মীরের ঠেক থেকে কে কে এলে ❤✨
Ami 😁
Ami
গল্প মিরের ঠেক থেকে এসেছি❤
যতবার দেখি, চোখের জলে ভাসি! আর কি ফিরে পা'ব এমন হৃদয় বিদারক ছবি ? পুরোটা দেখলে আরো ভালো হ'ত।--১৯/০৪/২০২৩
সত্যিই অসাধারণ লেখা,,,চোখ দিয়ে কখন যে জল পড়া শুরু করছে বুঝতেই পারিনি😢😢😢
শরৎচন্দ্র❤❤❤
Ai golpo ta boite porechi tv te dekhechi Tao jeno mon bhare na darun khub bhalo 😊😊😊
Chokher jol atkano jaina ei cinema ta dekhe...joto bar dekhi🙏🙏🙏🙏 aschorjo rokomer cinema🔥🔥🔥🔥🔥
আশ্চর্যজনক তুলনাহীন ছবি...শরৎচন্দ্র চট্টোপাধ্যায় সেরা🙏❤️🌟
এত সুন্দর কাহিনী আর চরিত্র সত্যি অসাধারণ ♥️
কিছুদিন আগে the wander in bookshelf এ গল্পটি শুনেছিলাম খুবই ভালো লেগেছিল তাই আজ সিনেমাটা দেখতে এলাম
এই ছবিতে বিকাশ রায় সবচেয়ে বেশি ভালো অভিনয় করেছেন বলে আমার মত। কেননা, উনি সাধারণত খলনায়কের ভূমিকায় অভিনয় করতেন। কাজেই, দর্শকদের মনে তাঁর ইমেজ ছিল এক কুচক্রীর, পরের ক্ষতিসাধন করে এমন ব্যক্তির। পরবর্তীকালে, উত্তর ফাল্গুনী এবং অন্যান্য ছায়াছবিতে ভালো মানুষের চরিত্রে অভিনয় করে তিনি সেই ইমেজ ভাঙতে শুরু করেছিলেন এবং সফল হয়েছিলেন। কিন্তু ইমেজ ভাঙার পরিপ্রেক্ষিতে 'বিন্দুর ছেলে' ছিল তাঁর 'tour de force'। তিনি দেখিয়ে দিয়েছিলেন তিনি খলনায়কের চাইতে অনেক কিছু। তিনি ছিলেন এক বহুমুখী প্রতিভাবান অভিনেতা। বাংলা সাহিত্যের কথাশিল্পীর উপন্যাসের অবলম্বনে এই 'melodramatic' ছায়াছবিতে প্রত্যেক শিল্পীর অভিনয় প্রশংসনীয়। অমূল্যর ভূমিকায় সেই শিশুশিল্পীও কম নয়। কিন্তু আমার দৃষ্টিতে বাজিমাত করলেন বিকাশ রায়।
অসাধারণ,,,, অশ্রু ধরে রাখা দায়!
Osadharon❤❤❤
আপনার Feedback-এর জন্য ধন্যবাদ।
You can enjoy the rest of our uploads available in :
Android : bit.ly/3eSJtKq
iOS : apple.co/2IyrUTZ
Web : www.klikk.tv/
আমার প্রিয় লেখক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় সব উপন্যাস গুলোই হৃদয় ছুঁয়ে যাই
This is a story not uponnas❤🎉
THIS. FAMOUS STORY WRITTEN BY HON'BLE SARATCHANDRRA CHOTTOPADHAY IS THOUGH WELL--KNOWN TO ALL BUT STILL IMMORTAL AND WILL REMAIN EVERGREEN FOR EVER!!!!!
Narendra k sob theke bhalo legechhe. O jotoi ghyam dekhak o nijer chhoto Bhai Amulya k khub bhalobashto💓❤️
Biraj bou r bindur 6ele ato valo r kaster je chokher jal emnitei ber hoye jay. Sabar abhinay ato valo , kono khamti nei. 👍👍👌👌👌🙇🙇🙇
মনের মণিকোঠায় রেখে দেওয়ার মতন cinema।
মনে হয় যেনো বাস্তব।
Movie ta amar khub valo lage❤❤
অসাধারণ বিকাশ রায়
অমূল্যর মত সবাই যদি অন্য মা পেত যেখানে জন্মদাতৃ মায়ের নিঠুর বন্ধনের স্থান নেই...অমূল্য মাকে দেখবি না?...মা...মা...মা
Mulloban jinis to amar kache mulloban besi din thakar na se bujhiye dite chay
এই সিনেমাটি দশ বারের বেশি দেখেছি যত বার দেখেছি তোত বার বিষেশ করে লাশটের দিকে চোখে জল এসে যায় ।
আমার মা গত হয়েছেন 2017সালের 27 মার্চ।এ সিনেমাটা দেখে আজ আর আমি দুচোখের বান ঠেকাতে পারলাম না 🥺😭😭😭
পৃথিবীর সেরা লেখক , যেই বাঙালি এমন ছবি দেখে না তারা মনে হয় বাঙালিই না, এক কথায় অসাধারণ এর উপরে ❤❤
বিন্দুর মতো আমার মা যদি আমাকে ভালোবাসতো
উপন্যাসটি পড়ে আসলাম
মমতাময়ী উপন্যাস ।👌💕
অসাধারণ
Jokhon chhelebelay golpo ta portam,tokhon o chokher jale bhastam,aj 66 bachar bayasheo jokhonee cinema ti dekhi,tokhon o chokher jole bhasi,emon ee Saratchandrer golpo r lekhani
Ata shudhu golpo noy,ata akta abeger protischobi.ata amar ridoike atota nariye diyese je vashai prokash korte parbona.je poriman pani jhoriyeci chokh theke ai golpo pore ki r bolbo.movie ta kisuta holeu golpo k sporso korte perese.love you priyo lekhok sir shorot chadra♥️♥️♥️♥️
Pl, upload the all movies of Sarat Chandra chattopadhyay,
শরৎচন্দ্র চট্টোপাধ্যায় আমার রক্তে মিশে আছেন, চলচ্চিত্রের সমস্ত কলাকুশলীগন স্মরণীয় হয়ে থাকবেন।
অসাধারণ। চোখে জল আসবেই। হ্যাটস অফ টু শরৎ
Sahitya is a another world.
খুব সুন্দর মুভি।এই ধরনের মুভি আরো দেখতে চাই
আসলেই কান্না চলে আসল
দুদিন আগে উপন্যাসটি পড়েছিলাম । আজ দেখতে আসলাম । 22/6/223
❤❤
Very nice movie. 😭😭😭😭😭😭😭
Osadharon
Goppo mirer thek sune ke ke ese6o like thoko
Indeed ly superb superb one irrespective of dialogue,acting n the appearances at the needed moment.I am short of words to express my sincere gratitude to the great writer which depicts a true middle class joint families way of mincing abusive words n keeping the prestige of the family to such extent with sincere admission.🙏🙏❤️
এ যে চোখের জল বাঁধ মানে না।
আমি এই গল্পটা অন্তত কয়েকশো বার পড়েছি ۔তাই বলছি আসল গল্পের সঙ্গে এই সিনেমার অনেক জায়গায় সংলাপ ও সমাপ্তির মিল খুঁজে পায়নি ۔
গল্পটা পরে সিনেমাটা দেখতে আসলাম
মৌচাক মুভিটা ফুল আপলোড করেন ভাইয়া দয়া করে। মুভিটা প্রাইভেট করা
Ahh. Great.
😢😢😢
পুরোন বিন্দুর ছেলে অনেক ভাল হয়েছিল। পরিচালকের ওস্তাদিতে এই ছবিটি অনেকটা ঝুলে গেছে। সন্ধ্যারাণী অবশ্য দুটো ছবিতেই অসাধারণ। (পুরোন - বিন্দু, নতুন - অন্নপূর্ণা)
আর একটা কথা। মাধব আর বিন্দুবাসিনীর বিয়ে হল ২৭এ অগ্রহায়ণ (অন্নপূর্ণার বক্তব্য অনুযায়ী)। অথচ বিয়ের আগাগোড়া কারুর গায়ে কোন গরম কাপড় চোখে পড়ল না! পরিচালক কি দর্শকদের মুর্খ ভাবেন?
পুরনো বিন্দুর ছেলে মুভির লিংক আছে?
@@shakiburrahman7533 you tubeএই আছে। part by part.
Chele Kar movie ta please upload korben..
Amio porechi bindur chele boi te
প্রচুর অংশ বাদ দেওয়া হয়েছে। সম্পূর্ণ সিনেমাটি আপলোড করা হলে ভালো হয়। এই সিনেমাটি বহুবার দেখা। তাই এরকম অসম্পূর্ণ সিনেমাটি দেখলে কষ্ট হয়।
অমুল্য আসলে কার সন্তান ভাই,, বিন্দুর নাকি, বিন্দুর জা এর??? /
@@alamim888 বিন্দুর জা এর
দেখেছি ২০ অক্টোবর ২১
Ager manush khub valo chilo
please upload Tarun mazumder film - Balika badu
Please upload old classic.bengali movies kedar raja,surya tapa,palatak.
👌👌👌👌👌👌👌
👌❤👌👌👌👌
শিল্পী -মানিক বন্দোপাধ্যায়ের মুভি টি দিন
choker jol ta thamlo na....sottoi otulonio....
Just spoiled the beautiful movie by cutting the scene.pl upload full movie
ওহঃ কি অভিনয়
অমুল্য এটা আসলে কার সন্তান,, ছোট ভাইয়ের নাকি বড় ভাইয়ের
আমার ও একি প্রশ্ন
বড় ভাইয়ের
আপনার প্রশ্নটা কি সরল? নাকি বাঁকা?
Please Soumitra Chatterjee avinito agnishakhi movie upload korun
Pleace upload karun Tarun Mazumdar flim alo
রিমেক হিসাবে খুব খারাপ নয়। তবে পাহাড়ী, মলিনা, সন্ধ্যারাণী, রেণুকা অভিনীত প্রথম ' বিন্দূর ছেলে ' আরো ভালো ছিল, বিশেষ করে নরেনের ভূমিকায় সুখেন দাসের অভিনয়।
jeet, swastika-r krishnakanter will ta chai..
ManVoreGalo. JamanLekhaTamniAvinoy.
নরেন্দ্র আর অমূল্যর ভূমিকায় যারা অভিনয় করেছে তাদের নাম কী?
I think this is not the full movie
Sarat Babu sudhu matra leakhak noi onek Boro manush
Basanta utsab movie ta den plzzz
23-3-22..... kaljoyi...uponnas
🙏
Satti tai
😮😂😊😢😮😅😊🎉😂❤😊😊
Colour koroon
..
এর চেয়ে বাংলাদেশের মৌসুমীর অভিনয় অনেক ভালো হয়েছে,
ছাই হয়েছে, কোথায় শেখ সাদী আর কোথায় বকরীর লাদী! অসম্ভব সুন্দর একটা ছবি!!!
Eshob movie tumader Jonno na..
মৌসুমি আবার কে????জীবনেও নাম শুনিনি।
গল্পে বিন্দুর চেহারা অনেক সুন্দর বলা ছিল কিন্তু এখানে একদম বিশ্রী 🤮🤮🤮
Manusher chehara dekhe bomi ase!!! Mon ta to otyonto bisri.
এই ছবিটা দেখে আমার পরিবারের কাখা মনে পরে।আমাদের পরিবার ঠিক আমার বড় পিসির জন্য ভেঙে গেছে।
অসাধারণ
Diper naam tiyarong cinema ti pele upload korben please