Nice. Didi majhrate ki helicopter paoa jay? Jaoar somoy jodi keu helicopter e jay ar ferar somoy palki te asha jay ki? Helicopter, palki egulo mondir er koto agei namiye dey?
না মাঝরাতে হেলিকপ্টার পরিষেবা পাওয়া যায় না। হ্যাঁ আপনি যাবার সময় হেলিকপ্টার যেতে পারেন আসার সময় পালকিতে আসতে পারেন বা আবার অপোজিট টাও করতে পারেন তবে সেভাবেই টিকিটটা কিন্তু কাটবেন।
ভালো লাগলো যাত্রা । আমিও একবার গিয়েছে, তাও পায়ে হেটে। এমনকি ভেরদেবের দর্শনও পায়ে হেটে করে ছিলাম । হ্যাঁ, শ্বাস ফোলার সমস্যা অবশ্যই কষ্টের কারণ বেনে ছিলো । জিনারা প্রথমবার যাচ্ছে উনাদেরকে এটাই বলবো । যাবার আগে হাটা চলার অভ্যাস একান্ত অনিবার্য মনে করি, যেহেতু শ্বাসকষ্টের সমস্যা বেশি হবে না বা অনায়াসে করতে পারবে। জয় মা বৈষ্ণদেবী। 🙏
@amitroy8466 অসংখ্য ধন্যবাদ আপনাকে কমেন্টস করবার জন্য এবং আরো ধন্যবাদ ভিউয়ার্সদের জানানোর জন্য যে এই যাত্রায় তারা কিভাবে নিজেদেরকে তৈরি করবে যাতে যাত্রার সময় তাদের কোনরকম কষ্ট না হয়। তবে আমি বলব প্রতিদিন প্রতিটা মানুষের উচিত কিছুটা হলেও ওয়াক আউট করা যাতে যে কোন পরিস্থিতিতে শরীরকে সুস্থ রাখা যায় ।।পাশে থাকবেন এটাই আশা রাখবো। আগামী দিনে আরো নতুনত্ব ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের কাছে
আমি ১৫ বছর আগে গিয়েছিলাম তখন আমি যেমন রাস্তা দিয়ে হেঁটে গিয়ে ছিলাম এখন অনেক বদলে গেছে। খুব ভালো লাগলো আপনার ভিডিও। এইরকম ভিডিও আরো অনেক দেখতে চাই। খুব ভালো থাকো।
@anjalimandal6279 অসংখ্য ধন্যবাদ কমেন্টস করবার জন্য । হ্যাঁ আগের থেকে এই মুহূর্তে রাস্তার অনেক পরিবর্তন হয়েছে তবে জায়গার মাহাত্ম্য আগের মতই রয়েছে। আমার জীবনের এই যাত্রা প্রথমবার আপনারা পাশে থাকলে এমন অনেক জায়গা আমি আপনাদের সামনে তুলে ধরতে পারবো এই আশা রাখি
@@AlwayshappyDebnath ধন্যবাদ , R akta কথা kathra থেকে পায়ে হেঁটে যাত্রা শুরু করে 24 ghontar মধ্যে সব দেখে আবার kathra আসা যাবে । কিছু ক্ষণ Weat করে ট্রেন ধরার jonno ।
@@sindhujastudio4213 আপনি যদি জম্মুতে সকাল আটটা নটার মধ্যে ঢুকে যান তাহলে জম্মু থেকে কাটরা যেতে আপনার লাগতে পারে দেড় ঘন্টা ।হোটেল নিয়ে সামান্য একটু রেস্ট করে কিছু খাওয়া-দাওয়া করে বিকাল বিকাল বেরিয়ে যান যাত্রার জন্য। দেখুন রাতের দিকে যাত্রা করলে হাঁটাটা খুব তাড়াতাড়ি হয় কারণ সেই সময় রাস্তায় যানজট খুব কম থাকে ঘোড়া খুব কম চলে। রৌদ্রের তাপ ও থাকে না তাই তখন হাঁটাটা খুব সহজেই হয়ে যায়। সেক্ষেত্রে আপনার 12 থেকে 14 ঘণ্টার মধ্যে আপনি দর্শন করে ফিরে আসতে পারেন। তবে আপনি হেঁটে যাবেন ?কি ঘোড়ায়? কি হেলিকপ্টারে তার ওপর ও যাত্রাটা কিছুটা নির্ভর করে। বিকালের পর থেকে হেলিকপ্টার সার্ভিস বন্ধ থাকে।।
হ্যাঁ প্রণামী দেবার জন্য আপনি ব্যাগে করে টাকা পয়সা নিয়ে যেতেই পারেন তবে কি জানেন তো ওখানে সেভাবে প্রণামী পুরোহিতের হাতে দেওয়া যায় না। আপনি যখন মায়ের দরবারের গুহার ভেতর ঢুকবেন তখন ওখানে লম্বা-লম্বা দান পেটি আছে ওর মধ্যে আপনাকে টাকাটা দিয়ে দিতে হবে। আর যেমনটা ভিডিওতে বলেছি প্রসাদ কিন্তু নাম গোত্র ধরে পুজো করানো হয় না আপনি প্রসাদ কিনে নিয়ে যেতেই পারেন তবে মন্দির থেকে মায়ের দর্শন করে যখন বেড়াবেন মন্দিরের তরফ থেকেই আপনাদের ছোট ছোট করে প্রসাদের প্যাকেট দেওয়া হবে তার জন্য কোন টাকা পয়সা দিতে হয় না। এটা সব ভক্তদের জন্যেই দেওয়া হয়। খুব ভালো ব্যবস্থা।
অসংখ্য ধন্যবাদ কমেন্টস করার জন্য। আগে আসি আপনি বৈষ্ণদেবীতে আপনার ছোট বাচ্চাকে নিয়ে যাবেন কী না? দেখুন আপনি আপনার জম্মু কাশ্মীর ট্যুর কি যদি এপ্রিল থেকে অক্টোবর মাসের মধ্যে করে থাকেন তাহলে আশা করছি খুব একটা সমস্যা হবে না। মে মাসের ওয়েদার বেশ ভালো থাকে। বৈষ্ণোদেবী তে আপনি যদি ঘোড়ায় যান তাহলে আপনার বাচ্চাকে আপনার সঙ্গেই রাখবেন। আরেকটি কথা আপনি যদি বাচ্চাকে ক্যারেজ দেন ওখানে অনেক ছোট ছোট ক্যারেজ গাড়ি গুলি আছে যেগুলি করে অনেকেই বাচ্চাকে পাঠিয়ে দেয় এবং পিছন পিছন বাবা মায়েরা যায় সে ক্ষেত্রে আমি বলব আপনারা বাচ্চার অবশ্যই হাত ছাড়া করবেন না ক্যারেজ দিলেও তার সঙ্গেই থাকবেন । আমার নিজের দেখতা একজন ভদ্রলোকের দুটি জমজ বাচ্চা সেই দুটি বাচ্চাকে নিয়ে একজন পালাচ্ছিলেন এবং যার কারণে ওখানকার মানুষজন ওনাকে ধরে গণপিটুনি দেন এবং পুলিশের হাতে তুলে দেয়। আমি সবার কথা বলছি না তবে সাবধান থাকাটা খুব জরুরী। শ্রীনগর থেকে সোনমার্গ, গুলমার্গ আপনি যেতেই পারেন তবে সোনমার্গে যদি ঘোড়ায় করে থাজীবাস গ্লেসিয়ারের দিকে যান বাচ্চাকে সঙ্গেই রাখবেন। আর চেষ্টা করবেন গুলমার্গ এ গণ্ডলা রাইড টি না করার ।কারণ আপনার বাচ্চার বয়স অনেকটাই কম। এশিয়ার সর্বোচ্চ কেবলকার হলো এই গুলমার্গে থাকা ক্যাবলকার তাই বারণ করছি। তাতে দুঃখের কোন কারণ নেই আপনারা চাইলে একটি গাড়ি বুক করে গুলমার্গ এর সাইট সিন গুলি করতে পারেন অসাধারণ সুন্দর একটা দিন আপনার এমনি কেটে যাবে। শ্রীনগর থেকে আর্লি মর্নিং চলে আসুন পেহেলগাঁও এ । নেক্সট ডে আপনারা পেহেল গ্রামের সাইটসিন গুলি ঘুরে দেখতে পারেন। তবে পহেলগাঁও থেকে সম্পূর্ণ একটা দিন রাখবেন জম্মু আসার জন্য। জম্মু পৌঁছে একটি হোটেলের নাইট স্টে করুন একটু রেস্ট নিন এবং নেক্সট ডে আপনাদের ট্রেন রাখুন কলকাতায় ফেরার জন্য। তবে অবশ্যই আপনার আমাকে জিজ্ঞেস করার থেকে আপনি বাচ্চার ডাক্তারকে ভালো করে পরামর্শ নিন উনি কি বলেন কি ওষুধ দেন অবশ্যই বাচ্চার খাবার এবং ওষুধ সম্পূর্ণভাবে নিজের কাছে রাখবেন। কারণ শ্রীনগর থেকে প্রতিটি জায়গার দূরত্ব অনেক অনেক বেশি এক একটা জায়গায় পৌঁছাতে চার থেকে পাঁচ ঘন্টা সময় লাগে রাস্তায় সেভাবে খাবার দোকান খুবই কম পাবেন।ডাক্তারের পরামর্শ নেওয়াটা খুবই জরুরী কারণ উনি সম্পূর্ণভাবে আপনার বাচ্চার কতটা ভালো হবে সেটি বলতে পারবেন।
ব্যাটারি চালিত গাড়ি অর্ধ কুমারী থেকে মায়ের মন্দির অব্দি পাওয়া যায় তবে আসার সময়টা একটু অসুবিধা হয়ে যায়। তবে মন্দিরের বিশেষ বিশেষ অকেশনে বা প্রচন্ড ভিড় হলে গাড়ি পাওয়াটা একটু অসুবিধার হয়ে যায়। হ্যাঁ আপনি অনলাইনে গাড়ি বুক করতে পারেন। Sri Mata Vaishno Devi shrine board link 👇 online.maavaishnodevi.org/#/login
সারাদিনই 24 ঘন্টায় মায়ের যাত্রা হয়ে থাকে আপনি যখন থেকে যত্রা শুরু করবেন তার 7 ঘণ্টা আগেই আপনাকে পারচি বানিয়ে নিতে হবে। বা মায়ের মন্দিরের সামনেও কিন্তু পারচি কাউন্টার রয়েছে আপনি যাত্রা শুরু করার ঠিক আগেই কাউন্টার থেকে আপনার পারচি বানিয়ে নিতেই পারেন । ভিডিওটা সম্পূর্ণ দেখুন প্রথম থেকে আমি খুঁটি নাটি সমস্ত তথ্য ভিডিওতে তুলে দেওয়ার চেষ্টা করেছি
@nirmalendusarkar75সেটা আপনার হাঁটবার গতির ওপর নির্ভর করছে। অনেক সময় মন্দিরে পুজো দিতে গিয়ে লাইনে দাঁড়াতে হয় সেখানেও একটু সময়ের ব্যাপার আছে ।তবে আপনি যদি যাওয়ার সময় টা ঘোড়ায় গিয়ে আসাটা হেঁটে আসেন তাহলে হলেও সম্ভব হতে পারে।
@ashmitapal1408 আমার যতদূর জানা আছে, মন্দিরের মধ্যে কোন কিছু নিয়ে প্রবেশ করতে দেওয়া হয় না । তবে লাইনে দাঁড়ালে বেশিক্ষণ সময় লাগে না আধ ঘন্টার মধ্যে আপনি লাইনে দাঁড়িয়ে মায়ের দর্শন করে চলে আসতে পারবেন।
Akta kotha jigesh korchi..plz reply deben...Apnara ager din rate porchi niechen..dhorun rat 10 tai porchi korechen..6 ghanta otar validity...abare bhor 4 ter age amader main gate entry korlei hbeto???
@arghyabhattacharyya8171 হ্যাঁ ,ঠিকই বলেছেন যাত্রা রেজিস্ট্রেশন করা থেকে ছয় ঘন্টা অব্দি আপনার যাত্রাপরচি ভলিড থাকবে। তবে সেক্ষেত্রে যদি ১৫-২০ মিনিট লেট হলে তার জন্য বিশেষ কিছু অসুবিধা কিছু হয় না। আমরা ভোর চারটির মধ্যেই দর্শনী গেটের সামনে পৌঁছে যাই তবে আমাদের ক্যামেরা থাকার জন্য বিশেষ কিছু অসুবিধা হয়েছিল যেমনটি আপনারা ভিডিওতে দেখেছেন তবে তার জন্য বিশেষ কোনো অসুবিধা আমাদের ফেস করতে হয়নি। ধন্যবাদ কমেন্ট করার জন্য 🙏
@rajeswariboral7417 আপনার কাছে নিজস্ব যদি কোন stroller থেকে থাকে আপনি অবশ্যই নিয়ে যেতে পারবেন। আর যদি ওনাদের থেকে নেন তাহলে উনাদের সঙ্গে সঙ্গে আপনাকেও হাঁটতে হবে আমি ১০০ বার বলবো বাচ্চা কে কারুর ভরসায় ছাড়বেন না। সেই ভাবে কথা বলে অবশ্যই নেবেন। আপনি জানতে চেয়েছেন best সময় কোনটা হবে দেখুন পুজোর ন'টা দিন প্রচুর ভিড় হয় মায়ের মন্দিরে ওই সময়টা বাদ দিয়ে আর আপনার সাথে যেহেতু বাচ্চা আছে তাই আমি বলব এপ্রিল মে জুন এই তিনটি মাস আপনার জন্য সবচেয়ে বেস্ট হবে।
@DUSTTUAVI এপ্রিল মাস থেকে নভেম্বর মাস অব্দি খুবই ভালো ওয়েদার থাকে, মাঝে জুলাই , আগস্ট বৃষ্টির সময় । এছাড়া নবরাত্রি এর সময়ও আপনারা মন্দিরে আসতেই পারেন তবে সেই সময় খুব ভিড় হয় ।তবে সে সময়টা আলাদাই এক্সপেরিয়েন্স আপনারা করতে পারবেন মন্দিরে এসে।
@AlwayshappyDebnath সকাল বলতে আপনাকে ভোর ভোর বেড়াতে হবে তবেই আপনি রাত্রের মধ্যে ফিরতে পারবেন। সম্পূর্ণটাই আপনার যাত্রার উপর নির্ভর করছে যে আপনি কতটা জোরে হাঁটতে পারেন বা আপনি ঘোড়ায় করে যাচ্ছেন কিনা। আমি যেমন ভোর ভোর বেরিয়েছিলাম মন্দির অব্দি আমি হেঁটে পৌঁছেছিলাম যেমনটা আপনি ভিডিওতে দেখেছেন। আসার সময় আমি ঘোরায় নেমেছি। হোটেল পৌঁছাতে পৌঁছাতে আমার রাত্রি 10:00 টা বেজে গেছিল
আপনার ভিডিওর মাধ্যম দিয়ে উপস্থাপন খুব সুন্দর লাগল। আমার হাঁটুর সমস্যা আছে। কি ভাবে গেলে সুবিধে হবে? হেলিকপ্টার সার্ভিসের জন্য কি অনলাইন বুকিং করতে হয়? ফেরার সময় হেঁটে ফেরা সুবিধাজনক কিনা জানাবেন। বয়সের কোন ঊর্ধ্বসীমা আছে? জয় মাতাদি।
@PankajKumarsarkar6375 অসংখ্য ধন্যবাদ কমেন্টস করার জন্য আপনার হাঁটুর সমস্যা জন্য আপনি হয়তো হেঁটে যেতে পারবেন না তবে আপনি চাইলে ডুলি/পালকি বা হেলিকপ্টার এর মাধ্যমে এই যাত্রাটি করতেই পারেন হেলিকপ্টার সার্ভিসের অনলাইন লিঙ্ক ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে আপনি চাইলে ফেরবার সময় হেঁটেও না আসতে পারলে ঘোড়া, ব্যাটারী চালিত গাড়ি বা ডুলিতে চেপেও নামতে পারেন। না বয়সের কোন উর্ধ্বসীমা নেই জয় মাতা দি
@@AlwayshappyDebnath বৈষ্ণ দেবী মন্দির কি সারাদিন খোলা থাকে? যদি বন্ধ থাকে তাহলে কখন থাকে জানাবেন। কাটরা থেকে সন্ধ্যায় বেরলে ঠিক হবে? ব্যাটারি গাড়ি রাতে কটা পর্যন্ত পাওয়া যায়? পালকি ভাড়া অর্ধকুমারি পর্যন্ত মোটামুটি কত আর পরচি কতক্ষণ ভ্যালিড থাকে জানাবেন। প্রীতি শুভেচ্ছা ও ধন্যবাদ নেবেন।
@chandranimitra ধন্যবাদ কমেন্টস করার জন্য আসলে মন্দিরের গর্ভগৃহে তো ক্যামেরা এলাও ছিল না তাই গর্ভগৃহ থেকে মায়ের দর্শন আপনাদের করাতে পারলাম না অবশ্যই মায়ের মন্দিরের সময় করে চলে যান খুবই ভালো লাগবে আপনাদের।
আমি 18. 3.2023 গেছিলাম হেঁটে সারা রাত । জয় মাতা দি বলতে বলতে খুব আনন্দে মায়ের কাছে পৌঁছে গেলাম। মন্দিরের ওখানেই লকার আছে ফ্রীতে ওনারাই তালা চাভি দিয়ে লকারটা দেখিয়ে বললেন যে কোনো একটা বক্সে রাখতে আর বক্সের নাম্বার টা মনে রাখবেন আর চাভি টা আমার কাছেই রাখতে বললেন।
Sorry হাত পড়ে চলে গেছে। পহেলগাঁও চলে যাওয়া। কিন্তু সকালের হেলিকপ্টার না পাওয়ার জন্য প্লানটা একটু চপাট হয়ে গেছে। আর আপনি ওই ভিডিওটাতে বলেছেন ভৈরব নাতে যে থাকার ব্যবস্থা আছে যেটা নিজ থেকে booking করে আসতে হয় সেটা কি করে করব যদি একটু ডিটেইলস বলে দেন খুব ভালো। সমস্তটাই বললাম আপনাকে আপনি বুঝে যদি ওই দুদিনের প্রোগ্রামটা কি করে একটু প্লানটা করে দেন খুব উপকার হয়। ধন্যবাদ
@ranjitday4322 অসংখ্য ধন্যবাদ কমেন্টস করবার জন্য। আমি ভিডিওতে ভৈরব ঘাঁটিতে থাকার কথা বলিনি। ভৈরবনাথে থাকার কোন ব্যবস্থা নেই।আমি অর্ধকুমারীতে থাকার কথা বলেছি। বৈষ্ণদেবী ভিডিওর আগে আরেকটি ভিডিও আছে যে ভিডিওতে আমি কাটরা নিহারিকা ভবনের কথা বলেছি ও ভিডিওটা দেখিয়েছি আপনারা কিভাবে নীহারিকা ভবন/কমপ্লেক্সে গিয়ে ঘর বুক করতে পারেন। ভিডিওটি একবার দেখে নিন আপনারা চাইলে কাটরা পৌঁছে নিহারিকা কমপ্লেক্স থেকেও অর্ধ কুমারের জন্য ঘর বুক করতে পারেন। ডিটেলস সমস্ত ভিডিওতে দেওয়া আছে এছাড়া আপনারা চাইলে অনলাইনেও ঘর বুক করতে পারেন ও হেলিকপ্টার বুক করতে পারেন । অনলাইন লিঙ্ক আমি নিচে দিয়ে রাখলাম। To know more about yatra visit www.maavaishnodevi.org/
কমেন্টস করার জন্য ধন্যবাদ । যেমনটা আপনি ভিডিওতে দেখেছেন যখন আপনি মন্দিরের দর্শনী গেট থেকে মায়ের মন্দিরের দিকে হাঁটা শুরু করবেন দার্শনিকের থেকে ৫ থেকে দশ মিনিট হাঁটার পরেই আপনারা সরকারি ঘোড়া ও পালকি স্ট্যান্ড দেখতে পাবেন। অর্ধকুমারী থেকে মন্দির অব্দি ব্যাটারি গাড়ি পেয়ে যাবেন
নমস্কার।। আমরা নভেম্বর মাসে বৈষ্ণব দেবী যাবার প্ল্যান করেছি। আমাদের ইচ্ছা ভবনের কাছে কোন রুমে থাকা। কিন্তু অনলাইনে রুম বুক করতে খুব সমস্যা হচ্ছে রুম পাওয়াই যাচ্ছে না। ওখানে ডাইরেক্ট গিয়ে দূর্গা ভবন বা মনোকামনা ভবনে রুম পেতে কোন অসুবিধা হবে নাতো। আরেকটা ইনফরমেশন লাগবে কাটরা তে নীহারিকা ভবন থেকে দূর্গা ভবন বা মনোকামনা ভবনে রুম বুক সঙ্গে সঙ্গে করা যাবে। ধন্যবাদ।
@somnathkarar6152 আপনি এখন থেকে নিহারিকা ভবনের ওয়েবসাইটে গিয়ে দুর্গা ভবন ও মনোকামনা ভবনে রুম বুকের জন্য অ্যাপ্লিকেশন করে দিন। আপনি কাটরা পৌছে নীহারিকা ভবনে থেকেও রুম বুক করতে পারেন তবে যদি রুম খালি থাকে তাহলে। আর ব্যাটারি চালিত গাড়ি এবং রুম বৈষ্ণব দেবীতে আপনি তখনই পাবেন যখন সেখানে খালি থাকবে অধিকাংশ সময় কিন্তু রুমগুলি বুক থাকে। পারলে যাবার কিছুদিন আগে ব্যাটারি চালিত গাড়িগুলো বুক করে রাখুন বৈষ্ণব দেবী থেকে ফেরবার জন্য। আগে থেকে গাড়িগুলো যদি বুক করে রাখেন ফেরওয়ার সময় কোন সমস্যা হবে না
@@aritrikadancer দেখুন আমার যতদূর ধারণা আপনার বাচ্চার কোন সমস্যা হবে না। তবে আপনার বাচ্চার কি সুবিধা অসুবিধা আছে সেটা সম্পর্কে আপনি নিশ্চয়ই অবগত তাই আমার থেকে ভালো আপনি নিশ্চয়ই বুঝবেন।
@ nirmalendusarkar75 মায়ের মন্দিরের দার্শনি গেট থেকে মোটামুটি ১০ মিনিট হাটবার পর আপনি horse/poni পেয়ে যাবেন সেখান থেকে মায়ের মন্দির ওনারা বলেন যেটা সেটা হলো তিন থেকে সাড়ে তিন ঘন্টায় আপনাকে পৌঁছে দেবে।
আর একটা কথা আপনার কাছ থেকে জানতে চাইছি যে পরের দিন আমাদের ফেরার হেলিকপ্টার করা নেই তাই আমরা পরের দিন কাটরা ফিরতে ওখান থেকে কোন গাড়ি পাওয়া যায় কাটরা ফেরার জন্য। একটু বলবেন প্লিজ।
Nice. Didi majhrate ki helicopter paoa jay? Jaoar somoy jodi keu helicopter e jay ar ferar somoy palki te asha jay ki? Helicopter, palki egulo mondir er koto agei namiye dey?
না মাঝরাতে হেলিকপ্টার পরিষেবা পাওয়া যায় না। হ্যাঁ আপনি যাবার সময় হেলিকপ্টার যেতে পারেন আসার সময় পালকিতে আসতে পারেন বা আবার অপোজিট টাও করতে পারেন তবে সেভাবেই টিকিটটা কিন্তু কাটবেন।
ভালো লাগলো যাত্রা ।
আমিও একবার গিয়েছে, তাও পায়ে হেটে।
এমনকি ভেরদেবের দর্শনও পায়ে হেটে করে ছিলাম ।
হ্যাঁ, শ্বাস ফোলার সমস্যা অবশ্যই কষ্টের কারণ বেনে ছিলো ।
জিনারা প্রথমবার যাচ্ছে উনাদেরকে এটাই বলবো ।
যাবার আগে হাটা চলার অভ্যাস একান্ত অনিবার্য মনে করি, যেহেতু শ্বাসকষ্টের সমস্যা বেশি হবে না বা অনায়াসে করতে পারবে।
জয় মা বৈষ্ণদেবী।
🙏
@amitroy8466 অসংখ্য ধন্যবাদ আপনাকে কমেন্টস করবার জন্য এবং আরো ধন্যবাদ ভিউয়ার্সদের জানানোর জন্য যে এই যাত্রায় তারা কিভাবে নিজেদেরকে তৈরি করবে যাতে যাত্রার সময় তাদের কোনরকম কষ্ট না হয়। তবে আমি বলব প্রতিদিন প্রতিটা মানুষের উচিত কিছুটা হলেও ওয়াক আউট করা যাতে যে কোন পরিস্থিতিতে শরীরকে সুস্থ রাখা যায় ।।পাশে থাকবেন এটাই আশা রাখবো। আগামী দিনে আরো নতুনত্ব ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের কাছে
20 bochor aage giyechi. Tokhon cha ,parota ,bread butter ,rajma chawal chara kichu paoa jeto na .. akhon to plain raasta hoye gache. Khub bhalo laaglo. Jabar ichcha roilo.
@mitalichatterjee5041 অবশ্যই ঘুরে যান মায়ের দরবারে
আমি ১৫ বছর আগে গিয়েছিলাম তখন আমি যেমন রাস্তা দিয়ে হেঁটে গিয়ে ছিলাম এখন অনেক বদলে গেছে। খুব ভালো লাগলো আপনার ভিডিও। এইরকম ভিডিও আরো অনেক দেখতে চাই। খুব ভালো থাকো।
@anjalimandal6279 অসংখ্য ধন্যবাদ কমেন্টস করবার জন্য । হ্যাঁ আগের থেকে এই মুহূর্তে রাস্তার অনেক পরিবর্তন হয়েছে তবে জায়গার মাহাত্ম্য আগের মতই রয়েছে। আমার জীবনের এই যাত্রা প্রথমবার আপনারা পাশে থাকলে এমন অনেক জায়গা আমি আপনাদের সামনে তুলে ধরতে পারবো এই আশা রাখি
খুব ভালো লাগলো আপনার কাছে থেকে এই কাহিনী সংক্ষেপ শুনে আমি মুগ্ধ হয়ে গেছি। ধন্যবাদ আপনাকে। জয় মাতা জী।
@subratabhowal963 অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান কমেন্টস এর জন্য
Ami 2 Bar Gachi..Rat 8 Tay Start Kore Rat 2 Tor Som Ordha Kumari.Are VASNODEVI MONDIR DARSHAN KOTECHI SOKAL 8 Tay..JOY MATA DI..
Khub bhalo laglo.Sundar uposthapona
@AlwayshappyDebnath ধন্যবাদ 🙏
জয় মাতাদি. 😊😊😊
Khub bhalo laglo dhekhy mayer mondir.
Khub valo joy. Maata di
Jay mata di
Very good.
ধন্যবাদ 🙏
Khob sundor laglo❤❤❤
@jayantihalder8269 ধন্যবাদ🙏
Khub valo laglo...oo onek kichu jante parlam
@Alwayshappydebnath ধন্যবাদ
খুভ ভালো লাগলো দিদি.😊😊
ধন্যবাদ
sampurno tathya jananor janye anek dhanyabad.
Eto sundor kore bolechen darun darun laglo mam apnar aro vidio dekhar jonno apekha korbo
@ bamkimchandrattacharyya অসখ্য ধন্যবাদ আপনাকে 🙏
Khub sundor 🙏🙏🙏
Oh darun
@indranipurukait6996 thanks
Khub bhalo lagecha
@dadhankumarbiswas1443 অসংখ্য ধন্যবাদ 🙏
জয় মাতাদি.
খুব খুব সুন্দর ভিডিও। নিখুঁত বর্ণনা।
@snehasisbandyopadhyay3235 ধন্যবাদ
Jay mata di 🙏
Jay mata di
খুব ভালো লাগলো।
@sanjibani8363 ধন্যবাদ আপনাকে
খুব ভালো লাগলো আপনার যাত্রা পথ। মা সকলের মঙ্গল করুন।মা আমাকে নেবে কিনা যানি না।
ধন্যবাদ আপনাকে। নিশ্চয়ই মা আপনাকে খুব তাড়াতাড়ি ডাকবে
@@AlwayshappyDebnath hete gea হেলিকপ্টার এর মাধ্যমে মায়ের দর্শনের পরে নিচে আসা যাবে ??
তার জন্য অগ্রিম টিকিট কেটে রাখাই ভালো অনলাইনে। কারণ সব সময় অফলাইনে যে টিকিট পাওয়া যাবে সেটা নাও হতে পারে।
@@AlwayshappyDebnath ধন্যবাদ , R akta কথা kathra থেকে পায়ে হেঁটে যাত্রা শুরু করে 24 ghontar মধ্যে সব দেখে আবার kathra আসা যাবে । কিছু ক্ষণ Weat করে ট্রেন ধরার jonno ।
@@sindhujastudio4213 আপনি যদি জম্মুতে সকাল আটটা নটার মধ্যে ঢুকে যান তাহলে জম্মু থেকে কাটরা যেতে আপনার লাগতে পারে দেড় ঘন্টা ।হোটেল নিয়ে সামান্য একটু রেস্ট করে কিছু খাওয়া-দাওয়া করে বিকাল বিকাল বেরিয়ে যান যাত্রার জন্য। দেখুন রাতের দিকে যাত্রা করলে হাঁটাটা খুব তাড়াতাড়ি হয় কারণ সেই সময় রাস্তায় যানজট খুব কম থাকে ঘোড়া খুব কম চলে। রৌদ্রের তাপ ও থাকে না তাই তখন হাঁটাটা খুব সহজেই হয়ে যায়। সেক্ষেত্রে আপনার 12 থেকে 14 ঘণ্টার মধ্যে আপনি দর্শন করে ফিরে আসতে পারেন। তবে আপনি হেঁটে যাবেন ?কি ঘোড়ায়? কি হেলিকপ্টারে তার ওপর ও যাত্রাটা কিছুটা নির্ভর করে। বিকালের পর থেকে হেলিকপ্টার সার্ভিস বন্ধ থাকে।।
Madam, pronami debar jonyo choto perse e taka niye jete parbo?? R prosad niye vetore dhukle debe??
হ্যাঁ প্রণামী দেবার জন্য আপনি ব্যাগে করে টাকা পয়সা নিয়ে যেতেই পারেন তবে কি জানেন তো ওখানে সেভাবে প্রণামী পুরোহিতের হাতে দেওয়া যায় না। আপনি যখন মায়ের দরবারের গুহার ভেতর ঢুকবেন তখন ওখানে লম্বা-লম্বা দান পেটি আছে ওর মধ্যে আপনাকে টাকাটা দিয়ে দিতে হবে। আর যেমনটা ভিডিওতে বলেছি প্রসাদ কিন্তু নাম গোত্র ধরে পুজো করানো হয় না আপনি প্রসাদ কিনে নিয়ে যেতেই পারেন তবে মন্দির থেকে মায়ের দর্শন করে যখন বেড়াবেন মন্দিরের তরফ থেকেই আপনাদের ছোট ছোট করে প্রসাদের প্যাকেট দেওয়া হবে তার জন্য কোন টাকা পয়সা দিতে হয় না। এটা সব ভক্তদের জন্যেই দেওয়া হয়। খুব ভালো ব্যবস্থা।
@@AlwayshappyDebnath ha..ami pronami Hundi tei debo..kintu toto porjonto chotto cloth bag niye jete dilei hobe..r prosad to jani, kono boro jaygay tei naam gotro bole puja deoa sombhov na..onek onek dhonnobad apnake information debar jonyo..apnara vlog koren bolei amra jabar sahosh pai...Thank you so much.. Jai Mata di..🙏🙏🙏
Very nice & descriptive commentry. Joy ma.
@ranjankumarnath3009 অসংখ্য ধন্যবাদ
জয় মাতাজী জয় মাতাজী জয় মাতাজী
জয় মাতাজি
অসাধারন তথ্য অসাধারন পরিবেশনা যাবো ঠিক করেছি৷
@SukumarRoy-pm8ui অসংখ্য ধন্যবাদ অবশ্যই যাবেন গেলে আপনাদেরও অনেক অনেক ভালো লাগবে। যাত্রার অগ্রিম শুভেচ্ছা রইল
i am going to happy
Nice video. Jai mata di
@Subhankardebnath2475 thank you so much
Didi ,khub informative video . Ekta question chilo vaishno devi wah jammu kashmir choto child 6 years niye travel Kora jabe
Thanks
Soumen
অসংখ্য ধন্যবাদ কমেন্টস করার জন্য। আগে আসি আপনি বৈষ্ণদেবীতে আপনার ছোট বাচ্চাকে নিয়ে যাবেন কী না?
দেখুন আপনি আপনার জম্মু কাশ্মীর ট্যুর কি যদি এপ্রিল থেকে অক্টোবর মাসের মধ্যে করে থাকেন তাহলে আশা করছি খুব একটা সমস্যা হবে না। মে মাসের ওয়েদার বেশ ভালো থাকে। বৈষ্ণোদেবী তে আপনি যদি ঘোড়ায় যান তাহলে আপনার বাচ্চাকে আপনার সঙ্গেই রাখবেন। আরেকটি কথা আপনি যদি বাচ্চাকে ক্যারেজ দেন ওখানে অনেক ছোট ছোট ক্যারেজ গাড়ি গুলি আছে যেগুলি করে অনেকেই বাচ্চাকে পাঠিয়ে দেয় এবং পিছন পিছন বাবা মায়েরা যায় সে ক্ষেত্রে আমি বলব আপনারা বাচ্চার অবশ্যই হাত ছাড়া করবেন না ক্যারেজ দিলেও তার সঙ্গেই থাকবেন । আমার নিজের দেখতা একজন ভদ্রলোকের দুটি জমজ বাচ্চা সেই দুটি বাচ্চাকে নিয়ে একজন পালাচ্ছিলেন এবং যার কারণে ওখানকার মানুষজন ওনাকে ধরে গণপিটুনি দেন এবং পুলিশের হাতে তুলে দেয়। আমি সবার কথা বলছি না তবে সাবধান থাকাটা খুব জরুরী। শ্রীনগর থেকে সোনমার্গ, গুলমার্গ আপনি যেতেই পারেন তবে সোনমার্গে যদি ঘোড়ায় করে থাজীবাস গ্লেসিয়ারের দিকে যান বাচ্চাকে সঙ্গেই রাখবেন। আর চেষ্টা করবেন গুলমার্গ এ গণ্ডলা রাইড টি না করার ।কারণ আপনার বাচ্চার বয়স অনেকটাই কম। এশিয়ার সর্বোচ্চ কেবলকার হলো এই গুলমার্গে থাকা ক্যাবলকার তাই বারণ করছি। তাতে দুঃখের কোন কারণ নেই আপনারা চাইলে একটি গাড়ি বুক করে গুলমার্গ এর সাইট সিন গুলি করতে পারেন অসাধারণ সুন্দর একটা দিন আপনার এমনি কেটে যাবে। শ্রীনগর থেকে আর্লি মর্নিং চলে আসুন পেহেলগাঁও এ । নেক্সট ডে আপনারা পেহেল গ্রামের সাইটসিন গুলি ঘুরে দেখতে পারেন। তবে পহেলগাঁও থেকে সম্পূর্ণ একটা দিন রাখবেন জম্মু আসার জন্য। জম্মু পৌঁছে একটি হোটেলের নাইট স্টে করুন একটু রেস্ট নিন এবং নেক্সট ডে আপনাদের ট্রেন রাখুন কলকাতায় ফেরার জন্য। তবে অবশ্যই আপনার আমাকে জিজ্ঞেস করার থেকে আপনি বাচ্চার ডাক্তারকে ভালো করে পরামর্শ নিন উনি কি বলেন কি ওষুধ দেন অবশ্যই বাচ্চার খাবার এবং ওষুধ সম্পূর্ণভাবে নিজের কাছে রাখবেন। কারণ শ্রীনগর থেকে প্রতিটি জায়গার দূরত্ব অনেক অনেক বেশি এক একটা জায়গায় পৌঁছাতে চার থেকে পাঁচ ঘন্টা সময় লাগে রাস্তায় সেভাবে খাবার দোকান খুবই কম পাবেন।ডাক্তারের পরামর্শ নেওয়াটা খুবই জরুরী কারণ উনি সম্পূর্ণভাবে আপনার বাচ্চার কতটা ভালো হবে সেটি বলতে পারবেন।
Battery car ki on spot offline paoa khub muskil? Online ei car ki book kora jai?
ব্যাটারি চালিত গাড়ি অর্ধ কুমারী থেকে মায়ের মন্দির অব্দি পাওয়া যায় তবে আসার সময়টা একটু অসুবিধা হয়ে যায়। তবে মন্দিরের বিশেষ বিশেষ অকেশনে বা প্রচন্ড ভিড় হলে গাড়ি পাওয়াটা একটু অসুবিধার হয়ে যায়। হ্যাঁ আপনি অনলাইনে গাড়ি বুক করতে পারেন।
Sri Mata Vaishno Devi shrine board link 👇
online.maavaishnodevi.org/#/login
Gate to open hoi 5 tai jekhane card dea hoi tale age ki vabe parchi pabo ektu holben?
সারাদিনই 24 ঘন্টায় মায়ের যাত্রা হয়ে থাকে আপনি যখন থেকে যত্রা শুরু করবেন তার 7 ঘণ্টা আগেই আপনাকে পারচি বানিয়ে নিতে হবে। বা মায়ের মন্দিরের সামনেও কিন্তু পারচি কাউন্টার রয়েছে আপনি যাত্রা শুরু করার ঠিক আগেই কাউন্টার থেকে আপনার পারচি বানিয়ে নিতেই পারেন । ভিডিওটা সম্পূর্ণ দেখুন প্রথম থেকে আমি খুঁটি নাটি সমস্ত তথ্য ভিডিওতে তুলে দেওয়ার চেষ্টা করেছি
Joy mata di video khub valo laghlo
@aritrabannerjee ধন্যবাদ
Onek kichu janlam.
Morning 6 tai beriya bikal 5 tar madya katra fera jabe.
@nirmalendusarkar75সেটা আপনার হাঁটবার গতির ওপর নির্ভর করছে। অনেক সময় মন্দিরে পুজো দিতে গিয়ে লাইনে দাঁড়াতে হয় সেখানেও একটু সময়ের ব্যাপার আছে ।তবে আপনি যদি যাওয়ার সময় টা ঘোড়ায় গিয়ে আসাটা হেঁটে আসেন তাহলে হলেও সম্ভব হতে পারে।
Jai Mata Di 🙏🙏🙏♥️
অসাধারণ।
Khòb valo ĺagĺo
Good
Didi khub valo laglo...last moment e medicine r jol er bottle neoa jabe temple er vitore..???
@ashmitapal1408 আমার যতদূর জানা আছে, মন্দিরের মধ্যে কোন কিছু নিয়ে প্রবেশ করতে দেওয়া হয় না । তবে লাইনে দাঁড়ালে বেশিক্ষণ সময় লাগে না আধ ঘন্টার মধ্যে আপনি লাইনে দাঁড়িয়ে মায়ের দর্শন করে চলে আসতে পারবেন।
@@AlwayshappyDebnath ❤️
R ekta kotha..ami maa baba ke niye jabo...5 to 6 hrs line hole washroom er ki babostha ache kindly ektu janaben...?? Boyesko manush to tai..
Jaymataji
@susmitaghosh8574 Jaymataji
Akta kotha jigesh korchi..plz reply deben...Apnara ager din rate porchi niechen..dhorun rat 10 tai porchi korechen..6 ghanta otar validity...abare bhor 4 ter age amader main gate entry korlei hbeto???
@arghyabhattacharyya8171 হ্যাঁ ,ঠিকই বলেছেন যাত্রা রেজিস্ট্রেশন করা থেকে ছয় ঘন্টা অব্দি আপনার যাত্রাপরচি ভলিড থাকবে। তবে সেক্ষেত্রে যদি ১৫-২০ মিনিট লেট হলে তার জন্য বিশেষ কিছু অসুবিধা কিছু হয় না। আমরা ভোর চারটির মধ্যেই দর্শনী গেটের সামনে পৌঁছে যাই তবে আমাদের ক্যামেরা থাকার জন্য বিশেষ কিছু অসুবিধা হয়েছিল যেমনটি আপনারা ভিডিওতে দেখেছেন তবে তার জন্য বিশেষ কোনো অসুবিধা আমাদের ফেস করতে হয়নি। ধন্যবাদ কমেন্ট করার জন্য 🙏
🙏🙏🙏
Stroller ami aka niye uthte parbo na? Orai niye jabe? R kon somoy ta best hobe matar kache jabar jonno?
@rajeswariboral7417 আপনার কাছে নিজস্ব যদি কোন stroller থেকে থাকে আপনি অবশ্যই নিয়ে যেতে পারবেন। আর যদি ওনাদের থেকে নেন তাহলে উনাদের সঙ্গে সঙ্গে আপনাকেও হাঁটতে হবে আমি ১০০ বার বলবো বাচ্চা কে কারুর ভরসায় ছাড়বেন না। সেই ভাবে কথা বলে অবশ্যই নেবেন। আপনি জানতে চেয়েছেন best সময় কোনটা হবে দেখুন পুজোর ন'টা দিন প্রচুর ভিড় হয় মায়ের মন্দিরে ওই সময়টা বাদ দিয়ে আর আপনার সাথে যেহেতু বাচ্চা আছে তাই আমি বলব এপ্রিল মে জুন এই তিনটি মাস আপনার জন্য সবচেয়ে বেস্ট হবে।
Kon season ta bhalo journey korar jonno?
@DUSTTUAVI এপ্রিল মাস থেকে নভেম্বর মাস অব্দি খুবই ভালো ওয়েদার থাকে, মাঝে জুলাই , আগস্ট বৃষ্টির সময় । এছাড়া নবরাত্রি এর সময়ও আপনারা মন্দিরে আসতেই পারেন তবে সেই সময় খুব ভিড় হয় ।তবে সে সময়টা আলাদাই এক্সপেরিয়েন্স আপনারা করতে পারবেন মন্দিরে এসে।
@@AlwayshappyDebnath thank u.
Apnara kokhon start korechilen didi???
আমি হাটা শুরু করেছিলাম ভোর চারটে থেকে
@@AlwayshappyDebnath apnake br br jiggasa kore disturb korchi pls don't mind..r koyecdin por amra jachhi, vabchi raat 12 tay start korbo banganga route ghore...mid night bole tarakote marg ta jachhi na..
Thank you so much didi..
Koto kilomeeter er yatra ?;
একদিনে সকালে গিয়ে দর্শন করে,বিকেল সন্ধেয় কাটরায় ফিরে আসতে পারবো?প্লিজ যদি বলেন,,,
@AlwayshappyDebnath সকাল বলতে আপনাকে ভোর ভোর বেড়াতে হবে তবেই আপনি রাত্রের মধ্যে ফিরতে পারবেন। সম্পূর্ণটাই আপনার যাত্রার উপর নির্ভর করছে যে আপনি কতটা জোরে হাঁটতে পারেন বা আপনি ঘোড়ায় করে যাচ্ছেন কিনা। আমি যেমন ভোর ভোর বেরিয়েছিলাম মন্দির অব্দি আমি হেঁটে পৌঁছেছিলাম যেমনটা আপনি ভিডিওতে দেখেছেন। আসার সময় আমি ঘোরায় নেমেছি। হোটেল পৌঁছাতে পৌঁছাতে আমার রাত্রি 10:00 টা বেজে গেছিল
@@AlwayshappyDebnath আপনি সকালে দেরি করে গেছেন? আপনার হেটে কত সময় লেগেছে?
নীচ থেকে ওপর অবধি কি অটোরিকশা চলছে,তার ভাড়া কত জানালেন না
আপনার ভিডিওর মাধ্যম দিয়ে উপস্থাপন খুব সুন্দর লাগল। আমার হাঁটুর সমস্যা আছে। কি ভাবে গেলে সুবিধে হবে? হেলিকপ্টার সার্ভিসের জন্য কি অনলাইন বুকিং করতে হয়? ফেরার সময় হেঁটে ফেরা সুবিধাজনক কিনা জানাবেন। বয়সের কোন ঊর্ধ্বসীমা আছে? জয় মাতাদি।
@PankajKumarsarkar6375 অসংখ্য ধন্যবাদ কমেন্টস করার জন্য আপনার হাঁটুর সমস্যা জন্য আপনি হয়তো হেঁটে যেতে পারবেন না তবে আপনি চাইলে ডুলি/পালকি বা হেলিকপ্টার এর মাধ্যমে এই যাত্রাটি করতেই পারেন হেলিকপ্টার সার্ভিসের অনলাইন লিঙ্ক ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে আপনি চাইলে ফেরবার সময় হেঁটেও না আসতে পারলে ঘোড়া, ব্যাটারী চালিত গাড়ি বা ডুলিতে চেপেও নামতে পারেন। না বয়সের কোন উর্ধ্বসীমা নেই জয় মাতা দি
@@AlwayshappyDebnath বৈষ্ণ দেবী মন্দির কি সারাদিন খোলা থাকে? যদি বন্ধ থাকে তাহলে কখন থাকে জানাবেন। কাটরা থেকে সন্ধ্যায় বেরলে ঠিক হবে? ব্যাটারি গাড়ি রাতে কটা পর্যন্ত পাওয়া যায়? পালকি ভাড়া অর্ধকুমারি পর্যন্ত মোটামুটি কত আর পরচি কতক্ষণ ভ্যালিড থাকে জানাবেন।
প্রীতি শুভেচ্ছা ও ধন্যবাদ নেবেন।
খুব ভালো লাগলো
। ধন্যবাদ
@subhendunath5684 আপনাকে অসংখ্য ধন্যবাদ
জয় মাতা ডি
Koto din aga giyac6en
Ma er mandir e takar bag o ki neowa jayna?
@soumimukherjee718
হাঁ, একমাত্র টাকা র ব্যাগ নিয়ে যাওয়া যাবে।
Apnara ki luggage hotelei rekhe diachilen?
@fasfresh865 হ্যাঁ আমরা লাগেজ হোটেলে রেখে বেরিয়েছিলাম। লাগেজ নিয়ে হাঁটা খুবই অসম্ভব।
Apnara kon mashe gechilen?
@sancharihere930 আমরা মে মাসে গিয়েছিলাম
Nice appreciate thanks
খুব ভালো লাগলো আপনার ভিডিও টা কিন্তু ঠাকুর ত দেখা হল না
@chandranimitra ধন্যবাদ কমেন্টস করার জন্য আসলে মন্দিরের গর্ভগৃহে তো ক্যামেরা এলাও ছিল না তাই গর্ভগৃহ থেকে মায়ের দর্শন আপনাদের করাতে পারলাম না অবশ্যই মায়ের মন্দিরের সময় করে চলে যান খুবই ভালো লাগবে আপনাদের।
Joy Mata je
আমি 18. 3.2023 গেছিলাম হেঁটে সারা রাত । জয় মাতা দি বলতে বলতে খুব আনন্দে মায়ের কাছে পৌঁছে গেলাম। মন্দিরের ওখানেই লকার আছে ফ্রীতে ওনারাই তালা চাভি দিয়ে লকারটা দেখিয়ে বললেন যে কোনো একটা বক্সে রাখতে আর বক্সের নাম্বার টা মনে রাখবেন আর চাভি টা আমার কাছেই রাখতে বললেন।
DSLR niye gele locker e rakha ki safe hobe?
@dipankarghose9905 DSLR নিয়ে বৈষ্ণব দেবী যাত্রা করবেন না। ফটো বা ভিডিও মোবাইল দিয়ে করবেন।
Sorry হাত পড়ে চলে গেছে। পহেলগাঁও চলে যাওয়া। কিন্তু সকালের হেলিকপ্টার না পাওয়ার জন্য প্লানটা একটু চপাট হয়ে গেছে। আর আপনি ওই ভিডিওটাতে বলেছেন ভৈরব নাতে যে থাকার ব্যবস্থা আছে যেটা নিজ থেকে booking করে আসতে হয় সেটা কি করে করব যদি একটু ডিটেইলস বলে দেন খুব ভালো। সমস্তটাই বললাম আপনাকে আপনি বুঝে যদি ওই দুদিনের প্রোগ্রামটা কি করে একটু প্লানটা করে দেন খুব উপকার হয়। ধন্যবাদ
@ranjitday4322 অসংখ্য ধন্যবাদ কমেন্টস করবার জন্য। আমি ভিডিওতে ভৈরব ঘাঁটিতে থাকার কথা বলিনি। ভৈরবনাথে থাকার কোন ব্যবস্থা নেই।আমি অর্ধকুমারীতে থাকার কথা বলেছি। বৈষ্ণদেবী ভিডিওর আগে আরেকটি ভিডিও আছে যে ভিডিওতে আমি কাটরা নিহারিকা ভবনের কথা বলেছি ও ভিডিওটা দেখিয়েছি আপনারা কিভাবে নীহারিকা ভবন/কমপ্লেক্সে গিয়ে ঘর বুক করতে পারেন। ভিডিওটি একবার দেখে নিন
আপনারা চাইলে কাটরা পৌঁছে নিহারিকা কমপ্লেক্স থেকেও অর্ধ কুমারের জন্য ঘর বুক করতে পারেন। ডিটেলস সমস্ত ভিডিওতে দেওয়া আছে এছাড়া আপনারা চাইলে অনলাইনেও ঘর বুক করতে পারেন ও হেলিকপ্টার বুক করতে পারেন ।
অনলাইন লিঙ্ক আমি নিচে দিয়ে রাখলাম।
To know more about yatra visit www.maavaishnodevi.org/
আপনারা কি পুরনো রাস্তায় গেছিলেন? সেক্ষেত্রে নতুন রাস্তার তুলনায় এটা কি কম দূরত্বের?
কাটরা থেকে কি ভাবে ব্যাটারি গাড়ি, পালকি এবং ঘোড়া যেখানে পাওয়া যায় সেখানে কি ভাব যাওয়া যাবে,
কমেন্টস করার জন্য ধন্যবাদ । যেমনটা আপনি ভিডিওতে দেখেছেন যখন আপনি মন্দিরের দর্শনী গেট থেকে মায়ের মন্দিরের দিকে হাঁটা শুরু করবেন দার্শনিকের থেকে ৫ থেকে দশ মিনিট হাঁটার পরেই আপনারা সরকারি ঘোড়া ও পালকি স্ট্যান্ড দেখতে পাবেন। অর্ধকুমারী থেকে মন্দির অব্দি ব্যাটারি গাড়ি পেয়ে যাবেন
দিদি কতো টা হেঁট উপর উঠতে হয়
নমস্কার।।
আমরা নভেম্বর মাসে বৈষ্ণব দেবী যাবার প্ল্যান করেছি। আমাদের ইচ্ছা ভবনের কাছে কোন রুমে থাকা। কিন্তু অনলাইনে রুম বুক করতে খুব সমস্যা হচ্ছে রুম পাওয়াই যাচ্ছে না।
ওখানে ডাইরেক্ট গিয়ে দূর্গা ভবন বা মনোকামনা ভবনে রুম পেতে কোন অসুবিধা হবে নাতো।
আরেকটা ইনফরমেশন লাগবে কাটরা তে নীহারিকা ভবন থেকে দূর্গা ভবন বা মনোকামনা ভবনে রুম বুক সঙ্গে সঙ্গে করা যাবে।
ধন্যবাদ।
@somnathkarar6152 আপনি এখন থেকে নিহারিকা ভবনের ওয়েবসাইটে গিয়ে দুর্গা ভবন ও মনোকামনা ভবনে রুম বুকের জন্য অ্যাপ্লিকেশন করে দিন। আপনি কাটরা পৌছে নীহারিকা ভবনে থেকেও রুম বুক করতে পারেন তবে যদি রুম খালি থাকে তাহলে। আর ব্যাটারি চালিত গাড়ি এবং রুম বৈষ্ণব দেবীতে আপনি তখনই পাবেন যখন সেখানে খালি থাকবে অধিকাংশ সময় কিন্তু রুমগুলি বুক থাকে।
পারলে যাবার কিছুদিন আগে ব্যাটারি চালিত গাড়িগুলো বুক করে রাখুন বৈষ্ণব দেবী থেকে ফেরবার জন্য। আগে থেকে গাড়িগুলো যদি বুক করে রাখেন ফেরওয়ার সময় কোন সমস্যা হবে না
ছোট 4 বছরের বাচ্চা নিয়ে গুহার ভিতরে যেতে কোনো অসুবিধা হবে কী ?
@@aritrikadancer দেখুন আমার যতদূর ধারণা আপনার বাচ্চার কোন সমস্যা হবে না। তবে আপনার বাচ্চার কি সুবিধা অসুবিধা আছে সেটা সম্পর্কে আপনি নিশ্চয়ই অবগত তাই আমার থেকে ভালো আপনি নিশ্চয়ই বুঝবেন।
@@AlwayshappyDebnathঅনেক ধন্যবাদ।
নীহারিকা ভবনের official website লিঙ্ক দিলে খুব ভালো হয়।
jai mata di
@adityadebnathgamer 🙏
ক ঘন্টা লাগে পায়ে হেঁটে
ড়joy mata g
RFID card kokhon niechile korar somoy
Katra to bhaban horse/poni te kato samoy lagbe.jai mata di.
@ nirmalendusarkar75 মায়ের মন্দিরের দার্শনি গেট থেকে মোটামুটি ১০ মিনিট হাটবার পর আপনি horse/poni পেয়ে যাবেন সেখান থেকে মায়ের মন্দির ওনারা বলেন যেটা সেটা হলো তিন থেকে সাড়ে তিন ঘন্টায় আপনাকে পৌঁছে দেবে।
লিখতে গিয়ে কিছু অক্ষর ভুল হলে ক্ষমা করবেন।
@ranajitday4322 ওটা কোন ব্যাপার না সকলেরই হয়ে থাকে
আর একটা কথা আপনার কাছ থেকে জানতে চাইছি যে পরের দিন আমাদের ফেরার হেলিকপ্টার করা নেই তাই আমরা পরের দিন কাটরা ফিরতে ওখান থেকে কোন গাড়ি পাওয়া যায় কাটরা ফেরার জন্য। একটু বলবেন প্লিজ।
Mam plz phone no apnar plz
@আপনি আমায় Facebook page বা instagram এ মেসেজ করুন। বা আমায় email করুন।
খুব ভালো লাগলো❤
3 bar khabar khale
Ha bhi ki korbo bolo amake doctor bolacha bar bar khabar khate nahole medicine neta hoy to tai