একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখলাম । এত সুন্দর ভাবে মিলানো সত্যিই অসাধারণ! সন্তানের জন্য কত হাহাকার আমার মনে মানুষ কিভাবে সন্তানকে রেখে চলে যায় .... জীবনের সব কষ্ট একটা সন্তানের জন্য
সুবহানাল্লাহ! আপন ঠিকানার অসাধারণ একটা পর্ব ছিলো পাখির ভিডিও। মূল ভিডিও শুনে প্রথম মনে হয়েছিলো ভুতের গল্প শুনছি হয়তো! কিন্তু না এটাই জীবনের ঘটনা। আপডেট ভিডিওটা দেখার পর মন ভরে গেছে আলহামদুলিল্লাহ। এই পর্বটা একটা সম্পূর্ণ প্যাকেজ বলা যায় মাশাআল্লাহ অনেক শিক্ষনীয় ছিলো। যারা ভিডিওটা শেয়ার এবং দু'আ করেছিলেন তাদের সবার জন্য দু'আ এবং ভালোবাসা অবিরাম 💚💚💚
আলহামদুলিল্লাহ। শিক্ষায় ভরা একটা ভিডিও। মাঝেমধ্যে মনে হয়- উচ্চ বলে আমরা যাদের জানি, তারাই আসলে নীচু, আর নীচ বলে আমরা যাদের জানি, তারাই বরং উঁচু। আর কিছুই বলার নাই।
আসসালামু আলাইকুম আর যে কিব্রিয়া ভাইয়া! আপনার একটা কথা আমাকে খুব কাঁদাইছে! ভাইয়া আপনি যে বলছেন সকল বাবাকে যে সন্তান আপনার, সন্তানের দায়িত্ব আপনাকেই নিতে হবে! যে কোনো পরিস্থিতিতে যেইভাবে হোক সন্তানের দায়িত্ব আপনাকেই নিতে হবে! আমার বাবা টা যদি এই কথা টা বুঝতো, বা আমার একটা বার খোঁজ নিতো কেউ যদি আমার বাবাকে বুঝাতো যে আমি তার সম্পত্তির ভাগ চাই না আমি শুধু তাকে বাবা বলে ডাকার অধিকার টা চাই😭
পাখি তার পরিবার খুঁজে পাওয়ায় আমরা অত্যন্ত খুশি।সেই সাথে কিবরিয়া ভাইয়ের নেক হায়াত কামনা করছি। আর পাখির স্মামি খুব ভালো মানুষ। পাখির ছেলেকে হাক্কানী আলেম হিসেবে আল্লাহ কবুল করুন।আমিন।
সত্যিই খুব ভালো লাগলো মিলন পর্ব টা দেখে. আসলে আমার ব্যক্তিগত মতামত জানাই -বাবা ও মা এর সম্পর্ক যত খারাপই হোক না কেন সন্তান এর উপর দুজনেরই সমান অধিকার. আর সন্তান দের উপর একটা সময় পর্যন্ত জোড় করা যায়. বড় হলে সেটা আর চলে না. সম্পূর্ণ তাদের উপর ই ছাড়তে হয় তারা কী করবে.... পাখির সিদ্ধান্তকে শ্রদ্ধা জানাই.ভালোথাক পাখি তার পরিবারের সবাইকে নিয়ে. ধন্যবাদ জানাই অপন ঠিকানার যারা নিরলস ও নিঃশ্বার্থ ভাবে মানুষের জন্য কাজ করে যাচ্ছেন. অনেক দোয়া করি.অনেক শ্রদ্ধা ও শুভকামনা জানাই তাঁদের জন্য. 🙏❤
আলহামদুলিল্লাহ্ আসুন আমরা সবাই মিলে কিবরিয়া ভাই ও উনার পুরো টিমকে ভালোবাসি এবং সহযোগিতা করি।সত্যি কিবরিয়া ভাই নিঃসন্দেহে একজন আল্লাহ্ প্রেমিক মানুষ 🌹🌹👍👍👍
সুনিয়ার মত এই পাখির জন্যএ খুব কষ্ট পাচ্ছিলাম, আলহামদুলিল্লাহ আজ মা বাবা ফিরে পেল। পাখির মা বাবা থেকে শিক্ষা নেয়ার আছে অনেক কিছু। সবচেয়ে বড় শুকরিয়া পাখির বড় ছেলে কোরআনে হাফেজ হচ্ছে, পাখির হাজবেন্ড একজন ভাল মানুষ।
আলহামদুলিল্লাহ আপন ঠিকানার আনুষ্ঠানের মধ্যে পরিবার থেকে হারিয়ে যাওয়া ভাই ও বোন দেরকে আপনার আমাদের সিয়ারের মাধ্যমে তাদের পরিবারের সন্দান পায় আলহামদুলিল্লাহ
আলহামদুলিল্লাহ। আমি পাখির বেসিক ভিডিও এবং আপডেট ভিডিও দুটোই পুরোটা দেখলাম। ভাষা হারিয়ে ফেলেছি কি বলব।পৃথীবির সব বাবাদের প্রতি একটাই অনুরোধ সন্তান দুনিয়ায় আসার মুখ্য ভুমিকা বাবার যদিও আল্লাহর দান। সন্তানের দ্বায়িত্ব না নিতে পারলে তার ব্যার্থতা পুরো পুরি বাবার। আজ পাখি যে কষ্টে মানুষের নিরযাতন সহ্য করে বড়ো হয়েছে সেটা কখনই কাম্য ছিলো না যেহেতু বাবা জীবিত ছিলেন। যাহোক অসাধারণ একটা মিলন মেলা দেখলাম। আমি হতাশ ছিলাম হয়ত পাখি পরিবার নাও পেতে পারে। আলহামদুলিল্লাহ ভিডিওটি সফল হয়েছে। আল্লাহ তায়ালা কিবরিয়া সাহেবকে নেক হায়াত দান করুন।
আমি একজন ভারতীয়,,, আমি আপন ঠিকানার প্রায় সব ই ভিডিও দেখি।। বাবা মা পরিবারকে ফিরে পাওয়ার আকুতি গুলো শুনি,, বড্ড কষ্ট হয়,, পরিবার ফিরে পেলে খুব আনন্দিত হই,,,,খুব খারাপ লাগে তখন যখন---প্রায় হারিয়ে যাওয়া মানুষের বাবা কিংবা মায়ের দ্বিতীয় বিয়ে,, একাধিক স্ত্রী আর স্বামী আছে।।।
মা মেয়ের চেহারা কত মিল আলহামদুলিল্লাহ্ অতি চমৎকার একটি শিক্ষণীয় ভিডিও ছিল,এই গল্প দিয়ে যদি কোনো নাটক সিনেমা বানায় তাহলে একদম সাড়া ফেলে দেবে,পাখির সিদ্ধান্ত সুন্দর ছিল, বাবা মা দুজনই চাই,পুরো জাতির জন্য একটা শিক্ষণীয় বার্তা হয়ে থাকবে এই পাখির ভিডিও টা। অনেক অনেক শুভ কামন এবং দোয়া থাকলো পাখির জন্য।
কিবরিয়া ভাই সব ভিডিও দেখার পর আমার মনে হচ্ছে ভিডিও টা ম্যাক্সিমাম 2 ঘন্টা হলে আরও বেশি ভালো লাগতো ।কারন এতো মনোযোগ সহকারে দেখছি তা আর ভাষায় প্রকাশ করতে পারবো না।আল্লাহ সকলকে ভালো রাখুন।আমিন
Kebria Brother is the REAL HERO... Super man...and Arif... Dada Aamee...India... West Bengal... Dakshin Dinajpur... Kushmandi... Baragachi... Kharipara... Thaka video Dakhe
আপন ঠিকানা যারা দেখেন তারা নিঃস্বার্থে সবাই মিলিয়ে দেয়ার জন্য কাজ করে থাকেন। আমাদের বাংলাদেশের মানুষেরা আপন ঠিকানা কে আপন করে নিয়েছে। আলহামদুলিল্লাহ।
আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যদিও আজকের ভিডিও লেট হইছে দেখতে তারপর ও অশেষ শুকুর মহান পাক আল্লাহ্ তাহালা-র কাছে।এভাবে কিবরিয়া ভাইয়ের মাধ্যমে ফিরে যাক নীড়হারা পথিক গুলা আপন ঠিকানায় ।
আলহামদুলিল্লাহ আরেক টি সফল ভিডিও নিঃসন্দেহে পৃথিবীর সেরা অনুষ্ঠান আপন ঠিকানা যার মাধ্যমে হারিয়ে যাওয়া সন্তান গুলো তার আপন ঠিকানায় পৌঁছাতে পারে হে আল্লাহ আপনি কিবরিয়া ভাই কে সব সময় সুস্থ রাখেন
আলহামদুলিল্লাহ আমি একজন কাতার প্রবাসী অনেক ভালো লাগছে আমার বোন টি তাঁর নিজ পরিবার খুঁজে পেয়েছে আমিন 🤲🤲?? এবং এই অনুষ্ঠানের সাথে সংশ্লিষ্ট সকলের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা রইলো,❤️🌹🌹❤️
এই পৃথীবীতে সবচেয়ে নিরাপদ জায়গা হলো মা য়ের আচঁলের নিচে তাই পাখী আপু ঠিক ডিসিশন নিয়েছেন যে আপনি মায়ের কাছে থাকবেন আলহামদুলিল্লাহ সবচেয়ে বেশি শান্তি লাগে তখন "" যখন দেখতে এবং শুনতে পাই হ্যা এইটা আমার মা এইটা আমার পরিবার ❤️
আলহামদুলিল্লাহ। অসাধারণ এই পাখির ভিডিও টি আপটুডেট অনুষ্টান সম্পন্ন হয়েছে পিতা ও মাতা কে সে মেনে নিয়েছেন। দুজনের সাথে সম্পর্ক বজায় রাখবেন। " আপন ঠিকানা " এসে হারানো গল্পটি বলে পরিবার খুঁজে পাওয়া যাবে। ইনশাআল্লাহ।
একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখলাম ।
এত সুন্দর ভাবে মিলানো সত্যিই অসাধারণ!
সন্তানের জন্য কত হাহাকার আমার মনে
মানুষ কিভাবে সন্তানকে রেখে চলে যায় ....
জীবনের সব কষ্ট একটা সন্তানের জন্য
Veg
@@marhanchowdhury6417 What do you mean?
Sotti
@@lipesaha9550 হুম সত্যি
@@ferdusiakter9262 আমার একটু সাহায্য দরকার ইমিডেয়েটলি। আমাকে কেউ কি সাহায্য করতে পারবেন? দয়াশীল ও প্রবাসি ভাইয়েরা আমাকে একটু সাহায্য করবেন?
সুবহানাল্লাহ! আপন ঠিকানার অসাধারণ একটা পর্ব ছিলো পাখির ভিডিও। মূল ভিডিও শুনে প্রথম মনে হয়েছিলো ভুতের গল্প শুনছি হয়তো! কিন্তু না এটাই জীবনের ঘটনা। আপডেট ভিডিওটা দেখার পর মন ভরে গেছে আলহামদুলিল্লাহ। এই পর্বটা একটা সম্পূর্ণ প্যাকেজ বলা যায় মাশাআল্লাহ অনেক শিক্ষনীয় ছিলো। যারা ভিডিওটা শেয়ার এবং দু'আ করেছিলেন তাদের সবার জন্য দু'আ এবং ভালোবাসা অবিরাম 💚💚💚
আলহামদুলিল্লাহ । এর চাইতে ভালো কাজ আর কি হতে পারে। কিবরিয়া ভাই ও তার টিম সদস্যদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।
সবার এই পর্বটা দেখা উচিত। সংসার জীবনে বাবা মা এক সাথে না থাকলে ছেলে মেয়েদের ভবিষ্যৎ কেমন যায়? ধন্যবাদ বোন পাখি কে । খুবই জ্ঞানী একটা মেয়ে।
Thanks a lot Alhamdu lillah
আলহামদুলিল্লাহ্,
এক একটি মানুষের এক একটি বিচিত্র জীবন করুন কাহিনী।
আলহামদুলিল্লাহ মা মেয়ের চেহারার যথেষ্ট মিল আছে, আমাদের এই আনন্দের কান্না কখনো যেন শেষ না হয়।
আলহামদুলিল্লাহ। শিক্ষায় ভরা একটা ভিডিও। মাঝেমধ্যে মনে হয়- উচ্চ বলে আমরা যাদের জানি, তারাই আসলে নীচু, আর নীচ বলে আমরা যাদের জানি, তারাই বরং উঁচু। আর কিছুই বলার নাই।
বিরক্তি বোধ হচ্ছে
আমার একটু সাহায্য দরকার ইমিডেয়েটলি। আমাকে কেউ কি সাহায্য করতে পারবেন? দয়াশীল ও প্রবাসি ভাইয়েরা আমাকে একটু সাহায্য করবেন?
@@m.hshahnowazshahnowaz9688 vvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvv
@@arshadislam197
Ki problem.
টিক বলেছেন
এই অনুষ্ঠান টার নাম হলো, "আনন্দ অশ্রু " এর মধ্যে সুখ আর দুখ দুটোই খুঁজে পাই,সব মিলে আলহামদুলিল্লাহ
এটাই ত মাদ্রসার শিক্ষা পাখি আপুর বড় ছেলেটা কিবরিয়া ভাই সালাম না দিয়ার আগে সালাম দিছে।
আলহামদুলিল্লাহ 💚
আল্লাহ পাখি আপুর ছেলেটাকে অনেক বড় আলেম বানান। আমীন।
আসসালামু আলাইকুম আর যে কিব্রিয়া ভাইয়া! আপনার একটা কথা আমাকে খুব কাঁদাইছে! ভাইয়া আপনি যে বলছেন সকল বাবাকে যে সন্তান আপনার, সন্তানের দায়িত্ব আপনাকেই নিতে হবে! যে কোনো পরিস্থিতিতে যেইভাবে হোক সন্তানের দায়িত্ব আপনাকেই নিতে হবে! আমার বাবা টা যদি এই কথা টা বুঝতো, বা আমার একটা বার খোঁজ নিতো কেউ যদি আমার বাবাকে বুঝাতো যে আমি তার সম্পত্তির ভাগ চাই না আমি শুধু তাকে বাবা বলে ডাকার অধিকার টা চাই😭
আলহামদুলিল্লাহ,এইভাবে পরিবার হারানো সন্তানরা তাদের শিকড়ে ফিরে যাক।
আমিন আমিন আমিন।
আপনি সত্যি অসাধারণ কিবরিয়া ভাই। আল্লাহ আপনাকে হেফাজত করুক আমিন।
সবচেয়ে ভালো লাগলো পাখির স্বামী কে আল্লাহ পাক হয়তো পাখির জীবনের কষ্টের বিনিময়ে আল্লাহ পাক এমন একজন স্বামী মিলিয়ে দিয়েছে দোয়া করি স্বামী সন্তান নিয়ে পাখি ভালো থাকুন।
রাইট
পাখি তার পরিবার খুঁজে পাওয়ায় আমরা অত্যন্ত খুশি।সেই সাথে কিবরিয়া ভাইয়ের নেক হায়াত কামনা করছি। আর পাখির স্মামি খুব ভালো মানুষ। পাখির ছেলেকে হাক্কানী আলেম হিসেবে আল্লাহ কবুল করুন।আমিন।
পাখি আপুর কান্না হৃদয়কে নাড়া দিয়াছে।পাখি আপুর মায়ের প্রতি প্রতিটা প্রশ্নে বাকরুদ্ধ করবে প্রতিটা হৃদয়বানকেই।
Paki.bun.tar.koob.kosto.allah.santhir.malik.boro.hoilo.dui.sele
পাখী, আল্লাহ আপনার সহায় হোন।
আলহামদুলিল্লাহ ।অনেক শিক্ষনীয় এপিসোড।আল্লাহ পাখির পরিবার ও স্বামী সন্তান নিয়ে অনেক ভালো রাখুক এই দোয়া রইল। সবাইকে অসংখ্য ধন্যবাদ।
♥💖💖💖♥♥
আমার একটু সাহায্য দরকার ইমিডেয়েটলি। আমাকে কেউ কি সাহায্য করতে পারবেন? দয়াশীল ও প্রবাসি ভাইয়েরা আমাকে একটু সাহায্য করবেন?..
আলহামদুলিল্লাহ
বাবা কিংবা মা আপনজন তো আপনই হয়
পাখি জীবনে অনেক কষ্ট করছে।আল্লাহ পাখিকে । ভালো রাখুন । সুখে রাখুক।
পাখি বোনের কথাবার্তা গুলো খুবই সুন্দর। আল্লাহ তোমার এই বান্দা কে নেক হায়াত দান করে ইসলামের খেদমত করার তৌফিক দান করুন আমিন।
Ameen
সত্যি কারের এরা হলো মা & বাবা সবাই কে অনেক ধন্যবাদ
মা ও মেয়ের কথাগুলো অসাধারণ, খুবই ভালো লাগলো। সুখে থেকো বোন পরিবার নিয়ে।
Hmm
পাখি খুব সুন্দর করে গুঁছিয়ে কথা বলতে পারে❤️❤️❤️
আলহামদুলিল্লাহ, আল্লাহর দরবারে কটি কটি শুকরিয়া আল্লাহ তুমি মহান, দোয়া রইলো পাখির জন্য 🤲🇰🇼
সত্যিই খুব ভালো লাগলো মিলন পর্ব টা দেখে. আসলে আমার ব্যক্তিগত মতামত জানাই -বাবা ও মা এর সম্পর্ক যত খারাপই হোক না কেন সন্তান এর উপর দুজনেরই সমান অধিকার. আর সন্তান দের উপর একটা সময় পর্যন্ত জোড় করা যায়. বড় হলে সেটা আর চলে না. সম্পূর্ণ তাদের উপর ই ছাড়তে হয় তারা কী করবে.... পাখির সিদ্ধান্তকে শ্রদ্ধা জানাই.ভালোথাক পাখি তার পরিবারের সবাইকে নিয়ে. ধন্যবাদ জানাই অপন ঠিকানার যারা নিরলস ও নিঃশ্বার্থ ভাবে মানুষের জন্য কাজ করে যাচ্ছেন. অনেক দোয়া করি.অনেক শ্রদ্ধা ও শুভকামনা জানাই তাঁদের জন্য. 🙏❤
আলহামদুলিল্লাহ্ আসুন আমরা সবাই মিলে কিবরিয়া ভাই ও উনার পুরো টিমকে ভালোবাসি এবং সহযোগিতা করি।সত্যি কিবরিয়া ভাই নিঃসন্দেহে একজন আল্লাহ্ প্রেমিক মানুষ 🌹🌹👍👍👍
কত কষ্ট পেয়েছে এই বোন পাখি, শুনলে হৃদয় ফেটে যায়! আল্লাহ গরীব মানুষ গুলোর জীবনে এত দুঃখ রেখেছে!
সুনিয়ার মত এই পাখির জন্যএ খুব কষ্ট পাচ্ছিলাম, আলহামদুলিল্লাহ আজ মা বাবা ফিরে পেল। পাখির মা বাবা থেকে শিক্ষা নেয়ার আছে অনেক কিছু। সবচেয়ে বড় শুকরিয়া পাখির বড় ছেলে কোরআনে হাফেজ হচ্ছে, পাখির হাজবেন্ড একজন ভাল মানুষ।
মা মেয়ের চেহারা হুবুহু এক মাশা-আল্লাহ্ আলহামদুলিল্লাহ
আলহামদুলিল্লাহ আপন ঠিকানার আনুষ্ঠানের মধ্যে পরিবার থেকে হারিয়ে যাওয়া ভাই ও বোন দেরকে আপনার আমাদের সিয়ারের মাধ্যমে তাদের পরিবারের সন্দান পায় আলহামদুলিল্লাহ
আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ
আলহামদুলিল্লাহ ফিরে গেল আপন ঠিকানা ❤️
আলহামদুলিল্লাহ।। পাখির পরিবার ফিরে পাওয়ায় আমার মতো কে কে খুশি ❤️❤️
আল্লাহ আরজে কিবরিয়া ভাইর নেক হায়াত কামনা করি।। 😍💞😍
Kibriya bayke onek donnobad ❤❤❤❤
আমিপুরু ভিডিও দেখছি মাশাল্লাহ
আলহামদুলিল্লাহ অসংখ্য ধন্যবাদ আপন ঠিকানার সবাই কে আরও একটা পরিবারের মিলন হলো
মা-বাপ দুজনকে চায় খুব সুন্দর একটি কথা বলেছেন মানুষ বলতে ভুল হতে পারে মানুষের ক্ষমা করে দেওয়া উচিত মা- বাবার বিচার ছেলে মেয়ে কখনো করতে পারেন না
আলহাদুলিল্লাহ পাখির সারাটা জীবন ফুল পাখির মত সুন্দর যেন থাকবেন এই দোআ রহিল আল্লাহ কাছে 👍🌹🌹🌹🦜🦜🦜🤲🤲🤲
এভাবে একেক করে হারিয়ে যাওয়া ভাই বোন যেন ফিরে যায় তার আপন ঠিকানা 💙💙
আলহামদুলিল্লাহ পাখি অনেক সুন্দর কথা বলেছে বাপ মা দুজন কেই চাই।
আলহামদুলিল্লাহ। মানব সেবা পৃথিবীর শ্রেষ্ঠ সেবা। দোয়া ও শুভকামনা রইলো কিবরিয়া ভাইয়ের জন্য।
আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বোনটি তার পরিবারের কাছে ফিরে যাওয়ায়।
আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসার মালিক একমাত্র আল্লাহর।
আলহামদুলিল্লাহ। আমি পাখির বেসিক ভিডিও এবং আপডেট ভিডিও দুটোই পুরোটা দেখলাম। ভাষা হারিয়ে ফেলেছি কি বলব।পৃথীবির সব বাবাদের প্রতি একটাই অনুরোধ সন্তান দুনিয়ায় আসার মুখ্য ভুমিকা বাবার যদিও আল্লাহর দান। সন্তানের দ্বায়িত্ব না নিতে পারলে তার ব্যার্থতা পুরো পুরি বাবার। আজ পাখি যে কষ্টে মানুষের নিরযাতন সহ্য করে বড়ো হয়েছে সেটা কখনই কাম্য ছিলো না যেহেতু বাবা জীবিত ছিলেন।
যাহোক অসাধারণ একটা মিলন মেলা দেখলাম। আমি হতাশ ছিলাম হয়ত পাখি পরিবার নাও পেতে পারে। আলহামদুলিল্লাহ ভিডিওটি সফল হয়েছে। আল্লাহ তায়ালা কিবরিয়া সাহেবকে নেক হায়াত দান করুন।
বাংলাদেশের সবচেয়ে সেরা অনুষ্ঠান হলো আপন ঠিকানা ॥এই অনুষ্ঠান টি দেখার জন্য প্রতিদিন অপেক্ষায় থাকি॥ আলহামদুলিল্লাহ॥♡♡♡
আলহামদুলিল্লাহ, পাখি আপুর উপর অনেক ঝড় গেছে, সে ভালো থাক দোওয়া করি আল্লাহর কাছে।🌷🌷🌷
আলহামদুলিল্লাহ,পাখি আপুর সফল ভিডিও দেখে অনেক খুশী হলাম দোয়া ও ভালবাসা রহিল সকলের প্রতি,বিশেষ করে আরজে কিবরিয়া ভাই কে
আমি একজন ভারতীয়,,, আমি আপন ঠিকানার প্রায় সব ই ভিডিও দেখি।।
বাবা মা পরিবারকে ফিরে পাওয়ার আকুতি গুলো শুনি,, বড্ড কষ্ট হয়,, পরিবার ফিরে পেলে খুব আনন্দিত হই,,,,খুব খারাপ লাগে তখন যখন---প্রায় হারিয়ে যাওয়া মানুষের বাবা কিংবা মায়ের দ্বিতীয় বিয়ে,, একাধিক স্ত্রী আর স্বামী আছে।।।
আলহামদুলিল্লাহ আল্লাহ তোমি এই হারিয়ে যাওয়া মানুষদের ভালো রেখো আর আমাদের সাবাইকে ভালো রেখো আমিন 🤲🤲
মা মেয়ের চেহারা কত মিল আলহামদুলিল্লাহ্ অতি চমৎকার একটি শিক্ষণীয় ভিডিও ছিল,এই গল্প দিয়ে যদি কোনো নাটক সিনেমা বানায় তাহলে একদম সাড়া ফেলে দেবে,পাখির সিদ্ধান্ত সুন্দর ছিল, বাবা মা দুজনই চাই,পুরো জাতির জন্য একটা শিক্ষণীয় বার্তা হয়ে থাকবে এই পাখির ভিডিও টা।
অনেক অনেক শুভ কামন এবং দোয়া থাকলো পাখির জন্য।
আল্লাহর রহমতে আরও একজন নীড় হারা মানুষ ফিরে পেলো তার আপন ঠিকানা।।
ধন্যবাদ কিবরিয়া ভাইকে সুন্দর একটা অনুষ্টান করার জন্য।।
আলহামদুলিল্লাহ ।
ইয়া আল্লাহ্ আপনি এই টিমের সবাইকে উত্তম জাঝা দান করুন ।আমিন
আলহামদুলিল্লাহ বরাবরের মতো আরেকটা বোন পিরে গেলো তার হারিয়ে যাওয়া পরিবারের কাছে দোয়ে করি বোন টি সুখে থাকুক
কিবরিয়া ভাই সব ভিডিও দেখার পর আমার মনে হচ্ছে ভিডিও টা ম্যাক্সিমাম 2 ঘন্টা হলে আরও বেশি ভালো লাগতো ।কারন এতো মনোযোগ সহকারে দেখছি তা আর ভাষায় প্রকাশ করতে পারবো না।আল্লাহ সকলকে ভালো রাখুন।আমিন
মাশাআল্লাহ ❤️ আলহামদুলিল্লাহ শুকরিয়া জানাই মহান আল্লাহর দরবারে 🤲 বোনটি তার পরিবার ফিরে পেলো,, অনেক অনেক দোয়া ও শুভকামনা রইলো 🙋
পাখির কথা গুলো খুবই সুন্দর ভাবে বাবার প্রতি সম্মান দিয়েছে । আমি ব্যক্তিগত ভাবে খুবই খুশি হয়েছি।
অনেক অনেক আশায় ছিলাম পাখির আপডেট দেখার জন্য। আজ খুব ভালো লাগছে ❤️❤️❤️
আলহামদুলিল্লাহ পাখি তার আপন নীড়ে ফিরে গেলো দোয়া রহিলো,
ভাবলাম হালকা দেখে ঘুমাবো ,কিন্তু পাখির গল্প খুব মর্মান্তিক তাই পুরো দেখতে বাধ্য হলাম।
Kebria Brother is the REAL HERO... Super man...and Arif... Dada Aamee...India... West Bengal... Dakshin Dinajpur... Kushmandi... Baragachi... Kharipara... Thaka video Dakhe
রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগিরা। - ভালো থাকুক পৃথিবীর সকল বাবা মা ।
your nice
তাই
ভাইয়া আপনার ভিডিওর মাধ্যমে পাখি যে তার পরিবারের সবাইকে ফেরত পেয়েছেন
সেটার জন্য আপনাকে এবং আপনার চ্যানেলের সমস্ত সহযোগীদের অসংখ্য ধন্যবাদ।
জীবনের গল্প বড়ই অদ্ভুত,, কেউ একটু ভালোবাসা পাওয়ার জন্য হাজার পরিমান কষ্ট করে,, আবার অনেকেই আকাশ পরিমাণ ভালবাসা পেলেও অবহেলা।
পাখির কাহিনী সত্যতই ওনেক কষ্টের ছিলো।তবে শেষ ভালো যার সব ভালো তার পাখি যেন বাকিটা জীবন সুখের থাকে এই দোয়া করি।🎉🎉🎉
আলহামদুলিল্লাহ
আল্লাহ যেনো সবাইকে ভালো রাখেন সুস্থ
রাখেন 🙏🙏🙏🙏🙏
Alhamdulillah Alhamdulillah Alhamdulillah
আমিন আমিন আমিন।
আলহামদুলিল্লাহ দেখে অনেক ভালো লাগলো ❤️
যদি কোন অনুষ্ঠানে সর্বোচ্চ চোখের পানি ঝরে থাকে তাহা হলো এই অনুষ্ঠান। এবং এটাই আনন্দ অশ্রু।
আলহামদুলিল্লাহ
আমি ব্রাহ্মণবাড়িয়া থেকে বলছি
আপনি যে কথা বলেছেন সব কথাগুলো রাইট
আশা করি সবাই এ ভিডিওটি দেখে বুঝতে পারছেন
হে আল্লাহ কিবরিয়া ভাইকে সবসমই সুস্থ রাখুক আমিন
আলহামদুলিল্লাহ
আমার মনে হয় পাখির আপডেট একটু অপূর্ন রয়ে গেলো
পাখি এবং তার বাবাকে কাছে এনে মিলিয়ে দিলে একটু ভালো হতো
আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে।
অনেক অপেক্ষায়া ছিলাম।
♥💖♥♥♥
কিবরিয়া সাহেব কে ধন্যবাদ দুই তিন পক্ষ কে খুব সুন্দর ভাবে মিলিয়ে দিলেন।
ভাইয়া আপনার মহৎকাজের জন্য প্রতিদিন চোখের পানি ফালাই!কী বলবো আপনাকে ভাষা হারিয়ে ফেলছি
Thik kotha
আমার একটু সাহায্য দরকার ইমিডেয়েটলি। আমাকে কেউ কি সাহায্য করতে পারবেন? দয়াশীল ও প্রবাসি ভাইয়েরা আমাকে একটু সাহায্য করবেন?।
আলহামদুলিল্লাহ খুব ভালো লাগলো চোখের পানি আটকাতে পারেনি আল্লাহর অশেষ রহমত আলহামদুলিল্লাহ
সব গুলো ভিডিও দেখি| আমার খুব ভালো লাগে| যখন তারা চিনতে পারে তাদের কষ্টের কথা গুলো বলে| কিভাবে চোখে পানি চলে আসে বুঝতে পারি না আমিন
Khuboi sundor laglo.Thank you for your Aponjon channel.
আমার মত ও দৃষ্টিতে পাখি তাঁর জন্মদাতা মা-বাবা উভয়ের কাছে সময় মতো উড়াল দিয়ে মন রক্ষা ও শান্তনা দিবে এটাই কামনা করি!
nic
ধন্যবাদ ভাই
ঠিক বলেছেন।
Ameen
পাখির জন্য দোয়া ও শুভ কামনা রইল।
আলহামদুলিল্লাহ অপেক্ষায় ছিলাম, ❣️❣️❣️
আলহামদুলিল্লাহ্,কি দারুণ মুহুর্ত নিজের অজান্তেই চোখে পানি চলে আসে ।
ভাইয়া আপনি সূচনা পর্বে যেটায় বলেন না কেনো আমি মনে করি সেটায় সঠিক। আপনার কথা শুনতে আমার খুব ভালো লাগে। ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
আপন ঠিকানার এক একটা অনুষ্ঠান এক একটা ইতিহাস।
💖💖💖 আলহামদুলিল্লাহ💖💖💖
বোন আল্লাহর ভরষা রাখুন এমন জাগায় আসছে পরিবার পাইবেই ইনসাল্লাহ সবাইকে ধন্যবাদ
পাখির জন্য দোয়া করি আল্লাহ তাকে সারা জিবন সুখে রাখে আমিন
কর
অনেক মা কাপড় বিক্রি করে ৫টা মেয়ে নিয়ে খাইতে ছে মানুষেমানুষের বাসায় দেয়না
আমি দেখে ছি মরনের পরে ছবি
বাবা কে আনা টা উচিত না আমার মতে ও ই ত বর খারাপ
রানা কার কাছে থাকে
আলহামদুলিল্লাহ, এই মহৎ কাজের জন্য কিবরিয়া ভাইয়ের জন্য দোয়া,ভালবাসা ও শুভ কামনা রইল
আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ,, পৃথিবীর শ্রেষ্ঠ অনুষ্ঠান আপন ঠিকানা
পাখির বত্যমান বাবা অনেক বড় মনের মানুষ
ধন্যবাদ ঐ ভাই কে
আপন ঠিকানা যারা দেখেন তারা নিঃস্বার্থে সবাই মিলিয়ে দেয়ার জন্য কাজ করে থাকেন।
আমাদের বাংলাদেশের মানুষেরা আপন ঠিকানা কে আপন করে নিয়েছে। আলহামদুলিল্লাহ।
কঠিন পরিখা😂😂😂😂🌷
আলহামদুলিল্লাহ
আলহামদুলিল্লাহ
আলহামদুলিল্লাহ
যদিও আজকের ভিডিও লেট হইছে দেখতে তারপর ও অশেষ শুকুর মহান পাক আল্লাহ্ তাহালা-র কাছে।এভাবে কিবরিয়া ভাইয়ের মাধ্যমে ফিরে যাক নীড়হারা পথিক গুলা আপন ঠিকানায় ।
আলহামদুলিল্লাহ কিবরিয়া ভাইয়ের
টিমের সবাইকে অসংখ্য ধন্যবাদ
ভিডিওটা দেখে চোখের পানি
আটকাতে পারলাম না
আলহামদুলিল্লাহ আরেক টি সফল ভিডিও নিঃসন্দেহে পৃথিবীর সেরা অনুষ্ঠান আপন ঠিকানা যার মাধ্যমে হারিয়ে যাওয়া সন্তান গুলো তার আপন ঠিকানায় পৌঁছাতে পারে হে আল্লাহ আপনি কিবরিয়া ভাই কে সব সময় সুস্থ রাখেন
L0
আলহামদুলিল্লাহ আমি একজন কাতার প্রবাসী অনেক ভালো লাগছে আমার বোন টি তাঁর নিজ পরিবার খুঁজে পেয়েছে আমিন 🤲🤲?? এবং এই অনুষ্ঠানের সাথে সংশ্লিষ্ট সকলের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা রইলো,❤️🌹🌹❤️
আলহামদুলিল্লা পাখি এবং ওনার আম্মার পর্দা করা দেখে আমার কাছে খুব ভালো লাগলো অসাধারণ অনেক অনেক দোয়া রইলো সবার জন্য
পাখির বাবা,মা,ভাই,বোন,উভয় পরিবারের সবার প্রতি পরামর্শ মিলে মিশে থাকবেন।কার ভূল ছিল সেটা খুজবেন না। পরিচয় হয়েছে এটাই বড়। আল্লাহ রহম করুন। আমিন।
কি বলব মা মেয়ের কাননা দেখে কিবরিয়া ভাইয়ের চোখের পানি দেখে আমার চোখের পানি চলে এসেছিল । কিবরিয়া ভাইকে দীর্ঘ আয়ু কামনা করি। আমীন
এই পৃথীবীতে সবচেয়ে নিরাপদ জায়গা হলো মা য়ের আচঁলের নিচে তাই পাখী আপু ঠিক ডিসিশন নিয়েছেন যে আপনি মায়ের কাছে থাকবেন আলহামদুলিল্লাহ সবচেয়ে বেশি শান্তি লাগে তখন "" যখন দেখতে এবং শুনতে পাই হ্যা এইটা আমার মা এইটা আমার পরিবার ❤️
সবকটা ভিডিও দেখে কেদেছি। কিন্তু এই ভিডিও টা দেখে কাদতে পাড়লামনা। পাখির চিন্তা ধারা খুব সুন্দর। সবাই কে নিয়ে সে থাকতে চায়।
পাখি'রা রক্তের সম্পর্কের কেউ না, তবুও কলিজা নিংড়ানো আবেগ, ভালোবাসা, ব্যথা অনুভূতি হয়।
আলহামদুলিল্লাহ্।পাখির ফাইনালে বক্তব্যের প্রতি ধন্যবাদ
আলহামদুলিল্লাহ।
অসাধারণ এই পাখির ভিডিও টি আপটুডেট অনুষ্টান সম্পন্ন হয়েছে পিতা ও মাতা কে
সে মেনে নিয়েছেন। দুজনের সাথে
সম্পর্ক বজায় রাখবেন। " আপন ঠিকানা " এসে হারানো গল্পটি বলে
পরিবার খুঁজে পাওয়া যাবে।
ইনশাআল্লাহ।
আল্লাহ্ পাখি তার পরিবারের কাছে ফিরে গেল দোয়া করি ভাল থাকুক সারা জীবন
আলহামদুলিল্লাহ, আপন ঠিকানার আরও একটি ভিডিও সফল হল।