ভাই আপনার প্রতি সম্মান রেখে কিছু কথা বলা। আপনাকে শুধুমাত্র মনে করিয়ে দিতে চাই যে আপনি যাদের বয়ান রেকর্ড করেন তাদের বয়ানে তাদের কন্ঠই নুরানি। শুধু নুরানি নয়, বরং নুরে নুরে ভরপুর। আপনার দেয়া background music দ্বারা উনাদের বয়ানের গুণগত মান বাড়েনা বরং আরো কমে যায়। তাদের বয়ানের নুরে ভেজাল মিশ্রিত হয়। বিষয়টা দুঃখজনক। আমি আশা রাখি পরবর্তী বয়ান থেকেই বিষয়টি আপনি খেয়াল রাখবেন। এবং দ্বীনের খেদমত আরো বেশি বেশি করবেন। আল্লাহ আপনাকে তৌফিক দান করুন।
আলহামদুলিল্লাহ্
♥
মাশাআল্লাহ! জাযাকাল্লাহ! এই তরবিয়তী মজলিশ কোথায়-কখন হয়, যদি বলতেন? তাহলে আমরাও শরিক হতে পারতাম।
ভাই আপনার প্রতি সম্মান রেখে কিছু কথা বলা।
আপনাকে শুধুমাত্র মনে করিয়ে দিতে চাই যে আপনি যাদের বয়ান রেকর্ড করেন তাদের বয়ানে তাদের কন্ঠই নুরানি। শুধু নুরানি নয়, বরং নুরে নুরে ভরপুর।
আপনার দেয়া background music দ্বারা উনাদের বয়ানের গুণগত মান বাড়েনা বরং আরো কমে যায়। তাদের বয়ানের নুরে ভেজাল মিশ্রিত হয়। বিষয়টা দুঃখজনক। আমি আশা রাখি পরবর্তী বয়ান থেকেই বিষয়টি আপনি খেয়াল রাখবেন। এবং দ্বীনের খেদমত আরো বেশি বেশি করবেন। আল্লাহ আপনাকে তৌফিক দান করুন।
ZajhaKallahu khairan