@@ShahariarAlif-bf3hk সে বাউন্ডারি টপকে পালিয়ে গিয়েছিলো। ২০০৩ সালে সে। বি ডি আর এ জয়েন করে। আর আমি ২০০৭ সালে। সে আমার অনেক সিনিয়র বড়ভাই ছিলো। বেশিরভাগ টাঙ্গাইলের লোক ছিলো। আমরা মাএ হাতে গোনা কয়েকজন ছিলাম উত্তরবঙ্গের।
@@rotonroy74 বাউন্ডারি পেরিয়ে চলে গেলো বুঝতে পারলাম। কিন্তু তারপরে আপনাদের মধ্যে সাধারণ সৈনিকরা আর তার বিষয়ে কোনো খোঁজ-খবর করেনি? পরের ৩-৪ দিনে? আর আপনি বিডিআরের জব ছেড়ে দুবাই প্রবাসী হলেন কেন??? আপনার জানা বা দেখা মতে ঐদিন কি সেখানে ভারতের বা ভিনদেশী কোনো সশস্ত্র বাহিনীর লোকজন ছিলো?
দৃষ্টান্ত মূলক শাস্তির ব্যবস্থা না করা হলে এই ধরনের ভিডিও প্রচার করে কোন লাভ নেই। শুধু আপনার কষ্ট করে তামাশা দেখাবেন আর আমরা শুধু তাকিয়ে তাকিয়ে দেখবো অসহায় জনগণ হিসেবে।
দ্রুত কমিশন গঠন করা হোক এবং স্বচ্ছ বিচার করা হোক I
কথার সাথে আর লাশ গর্ত করে চাপা দেওয়ার সাথে 100% মিলে গেছে কারণ আমি সেই উদ্ধারের একজন উদ্ধার কর্মী ছিলাম ফায়ার সার্ভিসের।
দ্রুত সুষ্ঠু তদন্ত চাই
সকল বিডিআর দের মুক্তি দেওয়া উচিত
কেন বিডিআর গুলি চালাইছে
সকালের মুক্তি কেনো চাচ্ছেন?
যারা হত্যা ধর্ষণের মতো জঘন্য ঘটনার সাথে জড়িত, তাদের কোন যুক্তিতে মুক্তি দিতে হবে? আপনি কি হত্যা কারিদের সহযোগী?
@suহত্যাকাণ্ড ঘটিয়েছে বাহিরের কিলার। বিডিআর কে ক্ষেপানো হয়েছে দাবি দাওয়ার জন্য মাত্র, হত্যাকাণ্ড ঘটানো হবে সেটা বিডিআরও জানতো না। dankhandker1917
@@sudankhandker1917😂😂😂 jara marse ekno baire tara
কানো সবাই কি নিরহ ৫৭ জন অফিসার এমনি মারা গেছে
সরাসরি ইন্ডিয়া জড়িত
এর বিচার হতেই হবে সাথে প্রতিটি বিচার ও করতে হবে।
যারা নির্দোষ তাদেরকে ও চিরে মুক্তি দেওয়া হোক
ইন্ডিয়ার হাসিনা মিললে ঘটনা ঘটাইলো। আর শাস্তি পেল ১৮০০০ এর উপরে সাধারণ সৈনিক।
আমরা বিডিআর এর সঠিক বিচার চাই। মেজর গুলজার এর পরিবারের কথা শুনতে চাই।
আরেহ্ উনিতো কর্ণেল ছিলেন
এশ কালারের গাড়িতে যারা আসছিলো তারা ভারতের কমান্ড
আমি ও ছিলাম। যে সৈনিক অস্ত্র তাক করেছিলো তার নাম ছিলো। সাইফুল ইসলাম
পরবর্তীতে সেই সৈনিকের কি হয়েছিলো বা সে এখন কোথায় কি করছে কিছু কি জানতে পেরেছিলেন?
@@ShahariarAlif-bf3hk সে বাউন্ডারি টপকে পালিয়ে গিয়েছিলো। ২০০৩ সালে সে। বি ডি আর এ জয়েন করে। আর আমি ২০০৭ সালে। সে আমার অনেক সিনিয়র বড়ভাই ছিলো। বেশিরভাগ টাঙ্গাইলের লোক ছিলো। আমরা মাএ হাতে গোনা কয়েকজন ছিলাম উত্তরবঙ্গের।
@@ShahariarAlif-bf3hk এখন আমি দুবাই প্রবাসী।
@@rotonroy74 বাউন্ডারি পেরিয়ে চলে গেলো বুঝতে পারলাম।
কিন্তু তারপরে আপনাদের মধ্যে সাধারণ সৈনিকরা আর তার বিষয়ে কোনো খোঁজ-খবর করেনি? পরের ৩-৪ দিনে?
আর আপনি বিডিআরের জব ছেড়ে দুবাই প্রবাসী হলেন কেন???
আপনার জানা বা দেখা মতে ঐদিন কি সেখানে ভারতের বা ভিনদেশী কোনো সশস্ত্র বাহিনীর লোকজন ছিলো?
তার নাম টা বলেন যাদের হাতে অস্ত্র দেখছেন
গুরুত্বপূর্ণ
সঠিক বিচার চাই
ইন্ডিয়া পুরোপুরি জড়িত
B.D.R. Der. ছেড়ে দেওয়া হোক।তাদের চাকরি দেওয়া হোক
পিলখানা হত্যাকাণ্ডের বিচার হতেই হবে।
এতো দিন এই সব কোথায় ছিল...
আজ আমার মুক্ত
প্রথমে যে বন্ধুক তাক করেছিল তার পরিচয় জানতে হবে, এবং তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসা করলে হইতো অনেক কিছু জানা যাবে
এমন জায়গায় সাক্ষাৎকার নিয়েছে গাড়ির হর্ন নে মাথা ধরে গিয়েছে
ভারত জড়িত।
ছাই কালারের গাড়িতে কারা ছিল
ম ঈ ন কোথায়
পিলখানা হত্যাকান্ডের পুনঃ তদন্ত প্রয়োজন।
চাঁপাইনবাবগঞ্জ 🙂 মনে হচ্ছে প্রতিবেদক ও চাঁপায়ের।
ah
ঘটনাটি যথেষ্ট বিভ্রান্তিকর,
এত গুরুত্বপূর্ণ কথা ও সাক্ষ্য আর আপনি ভালো ডিভাইস না নিয়ে মোবাইল দিয়া কথা স্পষ্ট নয়, লোকজনের সামনে।
সিগন্যালের এই সৈনিকের নাম কি।
Ora holo indier row
সহ্য করা পারিনা
ভাই নেক্সট টাইম কারো ইন্টারভিউ নেবার আগে ওই বিষয়ের উপর স্ক্রিপ্ট পড়ায় বোঝায় তারপরে ক্যামেরার সামনে নিয়ে আসবেন
Mudir biz
Mudi r sexinar romance er fosol tui malur baccha malu
@@AlaminKhan-ty2in নবীর বীচি
উনি দেখি মাসুম বাচ্চা।
😢😢
Ora silo raw
পিল খানার বিচার চাই
😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢
অনেকে বলছে বিডিআরে কিছু সৈনিক লিফলেট বিলি করেছে কাকা কি কিছু জানে এই বিষয়ে?
😥😥😥😥😭😭😭😭😭🇧🇩🤲🤲
এশ colour গাড়িতেই ছিলো ভারতীয় কমান্ডার
দৃষ্টান্ত মূলক শাস্তির ব্যবস্থা না করা হলে
এই ধরনের ভিডিও
প্রচার করে কোন লাভ নেই।
শুধু আপনার কষ্ট করে তামাশা দেখাবেন
আর আমরা শুধু তাকিয়ে তাকিয়ে
দেখবো অসহায় জনগণ হিসেবে।
বিচার করতেই হবে
আল্লাহ সব দেখে ন বিচার হবে
সুষ্ঠু নিরপেক্ষ তদন্ত করে দোষীদের শাস্তি আওতায় আনতে হবে, নির্দোষদের মুক্তি দিতে হবে।
ভাই ওই ক্যাম্পে আমাদের দেশের একটা সৈনিক ছিল বিবি আর তার কাছেও জিগাইতে পারেন
কে জিগাইবো?
সৈনিক টা যে অস্ত্র তাক করলো। সে কি সেনাবাহিনীর নাকি বিডিআর
বিডিআর এর ছিলো। দরবার হলে বিডিআর এর সদস্যদের নিয়ে দরবার হয়। সেনাবাহিনীর সৈনিকরা থাকে না। আমি যতটুকু জানি।
bdr
জোনানরা নিরহ নাই তাদের সব কিছুতে হাত ছেলো
সব ভারতের কাজ