Chaoa Paoa - Bengali - Uttam, Suchitra

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 23 ธ.ค. 2024

ความคิดเห็น •

  • @sunitamondal3086
    @sunitamondal3086 8 หลายเดือนก่อน +17

    আজ্ঞে হ্যাঁ, এই সংলাপটি আজও মানুষের মনকে আকর্ষিত করে অসাধারণ ❤❤❤❤❤❤❤উত্তম কুমার

    • @LitonShil-l4d
      @LitonShil-l4d 4 หลายเดือนก่อน +3

      আমার খুব ভালো লাগছে যদি যেতে না দেয় ওই দৃশ্য মুহূর্তটা কত বার দেখেছি হিসাব ছাড়া

    • @s.rengineering1000
      @s.rengineering1000 2 หลายเดือนก่อน

      Ha akdom thik bolechen

  • @md.sobuzmiasobuz8003
    @md.sobuzmiasobuz8003 8 หลายเดือนก่อน +37

    ছবি দেখে কি কমেন্ট করবো সত্যি বলতে ভেবে পাচ্ছি না। ২০০৫ সাল থেকে আমি মুভি প্রেমিক, অথচ আমার লাইফের বেস্ট ছবি দেখলাম
    ০২-০৪-২০২৪ সালে।
    এক কথায় অসাধারণ ❤️❤️❤️।
    বাংলাদেশ (🇧🇩🇧🇩🇧🇩🇧🇩)থেকে।
    কমেন্ট টা রেখে গেলাম।

  • @nanigopaldas304
    @nanigopaldas304 ปีที่แล้ว +64

    ছবিটি ৬০ এর দশকের প্রথম দিকে দেখেছি ছয় আনা টিকেটে তৃতীয় শ্রেণীতে। আজ আভার দেখছি এবং অতীত কে মনের কোনে নারা দিল। মানুষ যত চেষ্টাই করুক না কেন অতীত কে ভুলা যায় না তাই আমি ৬০এর দশকের পরের ছবি খোব ই কম দেখেছি। ধন্যবাদ জানাই ছবিটি আপলোড দেওয়ার জন্য সাথে মহা নায়ক এবং মহা নায়িকা সহ ছবির সকল পরলোক গমন কারির আত্মার শান্তি কামনা করি পরম করুণাময় এর নিকট।

  • @mnmukherjee4004
    @mnmukherjee4004 ปีที่แล้ว +16

    অতুলনীয় অভিনয় করেছেন সকলে বিশেষ করে তুলসী চক্রবর্তীর অভিনয় ভীষণ দৃষ্টি আকর্ষন করে ।

  • @sasankasekharadhikary5581
    @sasankasekharadhikary5581 6 หลายเดือนก่อน +100

    আমি যখন ষাটের দশকে একটি অজ পাড়া গ্রামের স্কুলে পড়ছি তখন একদিন দুটো গ্রাম পেরিয়ে পায়ে হেঁটে একটি সিনেমা হলে তিন আনার টিকিট কেটে মাটিতে খড়ের উপর বসে সেই সময়ের রোমান্টিক জুটি উত্তম -সুচিত্রার ছবিটা দেখেছিলাম। আজ এত দশক পেরিয়ে পঁচাত্তর বছর বয়সে দেখে ছোটোবেলার সিনেমা দেখার স্মৃতি মনে পড়ে গেল। আমার প্রিয় সুপার রোমান্টিক জুটির ছবি দারুণ আনন্দ পেলাম।

    • @tarunkumarsarkar6951
      @tarunkumarsarkar6951 4 หลายเดือนก่อน

      গ্রামের ছেলেরা যতোই মেধাবী হোক, শহরের সুন্দরী মহিলা তাকে বোকা বানিয়ে ঠাট্টা মজা, করতে খুব আনন্দ উপভোগ করে। যখন বোকা ছেলেটি তার অবস্থান বুঝতে পারে, তখন তার বুকের জ্বালা কেউ না বুঝে, ঠাট্টা মজায়, তার মনের জ্বালা কে আরো উসকে দেয়। মনে হয় যেন কার ও মুখের খাবার ছিনিয়ে নেবার ফল ভোগ করছে।

    • @ranjitghosh8252
      @ranjitghosh8252 4 หลายเดือนก่อน +1

      কোন দিন এই সিনেমা পুরোন হবে না।

    • @SukhiMahanta
      @SukhiMahanta 3 หลายเดือนก่อน +1

      খুব সুন্দর

    • @SusantaDas-yc1tn
      @SusantaDas-yc1tn หลายเดือนก่อน

      প্রতিদিনের উপভোগ্য

    • @mintulalmandol5974
      @mintulalmandol5974 16 วันที่ผ่านมา

      আমি কি ৭৫ বছর বাঁচবো?

  • @rimanmondal5080
    @rimanmondal5080 11 หลายเดือนก่อน +43

    নিজের স্ত্রীকে যে ভালবাসিনা এমনটি নয়।তবে উত্তম কুমার এবং সুচিত্রার সেনের এমন ছবি দেখলে নিজের স্ত্রীকে আরও বেশী ভালবাসতে ইচ্ছে করে এবং আরও আরও গভীর প্রেমে স্ত্রীর প্রতি দুর্বল হয়ে পড়ি।তাই অমন মহান নায়ক নায়িকার অভিনয়কে শ্রদ্ধাঞ্জলি জানাই।

  • @shyamalghosh9762
    @shyamalghosh9762 ปีที่แล้ว +101

    এইসব ছবি একশোবার দেখলেও পুরোনো হয়ে যায় না, এক ই রকম ভালো লাগে। অনেক ধন্যবাদ এই ছবিটি শেয়ার করার জন্য।

    • @chhandamondal3346
      @chhandamondal3346 ปีที่แล้ว +3

      I shall never forgotten in my life such a personality like uttam kumar and suchitra sen soumen koner suhari saktigarh burdwan

    • @ghorebaire1014
      @ghorebaire1014 29 วันที่ผ่านมา

      𝐒𝐨𝐡𝐨𝐦𝐨𝐭

  • @binaranidas1260
    @binaranidas1260 ปีที่แล้ว +14

    ধন্যবাদ ইউ টিইউব কে, যার কল্যানে এমন সুন্দর একটি মুভি দেখতে পেলাম ।

  • @tapankr.biswas9769
    @tapankr.biswas9769 ปีที่แล้ว +55

    কি সিনেমা! কতবার দেখলাম চল্লিশ বছরে।প্রতিটি দৃশ্য,সংলাপ মুখস্ত।আরো কতবার যে দেখবো।এক মিনিটও চোখ ফেরানো যায় না।নিখুঁত সিনেমা সমস্ত বিভাগেই শ্রেষ্ঠ।

  • @kazi-ziauddin-ahmed
    @kazi-ziauddin-ahmed ปีที่แล้ว +15

    এই ছবিটা অনেকবার দেখেছি। তবে আজ এত পরিষ্কার ঝকঝকে প্রিন্ট ও ভাল সাউন্ডে দেখে বেশ ভাল লাগলো । অনেক অনেক ধন্যবাদ ।

  • @sudarshonrudra6329
    @sudarshonrudra6329 7 หลายเดือนก่อน +13

    জীবনে কখনো পথভ্রষ্ট হবার দুঃসময়ও আসে, তখন সুভাগ্য আর পূর্ব-কর্মফলের কারণে এমন মহানুভব মানুষ মিলে যায়।
    খুব ভালো লাগলো💘💖💝

  • @ifsNbuts
    @ifsNbuts ปีที่แล้ว +10

    অপূর্ব ....1972 এর জন্ম আমার এই বইটার 13 বছর পড়ে আমার জন্ম। প্রথম বার এই বইটি দেখলাম, দারুন লাগলো ....👌👌

    • @shampamondal9404
      @shampamondal9404 ปีที่แล้ว +1

      এই সিনেমায় উত্তম সুচিত্রা কেউই কোন পারিশ্রমিক নেন নি। যাত্রিক এই মুভি পরিচালনা করে। তাদের সাহায্য করার জন্য ই এই মুভি বিনা পারিশ্রমিকে ওনারা করেন। যাত্রিক তখন নতুন ছিল।

    • @sonichrc
      @sonichrc 17 วันที่ผ่านมา

      এই তথ্য আমার জানা ছিলনা । অনেক ধন্যবাদ ভাই।​@@shampamondal9404

  • @subratabhattacharyya2559
    @subratabhattacharyya2559 ปีที่แล้ว +86

    উত্তম সুচিত্রা ছেড়ে এই জীবনে আর বেরোতে পারলাম না। এই জুটির এটাই শ্রেষ্ট ছবি।

    • @nirjharpathak8750
      @nirjharpathak8750 ปีที่แล้ว +1

      Thanks for restoring the two songs

    • @Renovarbiolife
      @Renovarbiolife 8 หลายเดือนก่อน +2

      Amio berote parlam na Uttam Suchitra baire. And off course original Feluda. Ei cinema guli Ami ghure fire dekhi

    • @bengalbackdrop
      @bengalbackdrop 7 หลายเดือนก่อน +3

      রুচিশীল রা কখনই বের হতে পারবে না।

    • @somadas6913
      @somadas6913 6 หลายเดือนก่อน +1

      We w23e😢

    • @HasinaBegum-nd9xw
      @HasinaBegum-nd9xw หลายเดือนก่อน

      😊wase

  • @khairulislamdk4860
    @khairulislamdk4860 10 หลายเดือนก่อน +44

    হৃদয় হরণ করে নিল আরো একবার, মহানায়ক উত্তম কুমার❤ সুচিত্রা ম্যাম ❤,ছবিটি যখন নির্মিত হয়েছে তখন আমার পিতা ও জন্মাননি,আর আমি কিনা সেই উত্তম কুমারের প্রেমে পড়লাম!❤

  • @mallickbagan1405
    @mallickbagan1405 ปีที่แล้ว +120

    ধন্যবাদ , 58 বছর পর আবারও দেখতে পেয়ে , 1965 সালে তিন বার দেখেছিলাম 19 পয়সার টিকিট কেটে মাটিতে পেপারের উপর বসে ।

  • @mdikb6079
    @mdikb6079 ปีที่แล้ว +36

    একদিন ইউটিউবে উত্তম কুমারের দেয়া নেয়া সিনেমার সর্ট একটা ক্লিপ দেখে মুগ্ধ হয়ে পুরো সিনেমাটাই দেখে ফেলি।
    আমি এ্যাকশন আর নতুন সিনেমা মুভি ছাড়া কিছু দেখিনা আর দেখতামও না। কিন্তু উত্তম কুমারের অনেক গুলো সিনেমা একয়দিনে দেখে ফেলেছি আমি।
    মুগ্ধতায় আটকে গেছি পুরোনো সিনেমার গল্পে চরিত্রে ❤❤

    • @shampamondal9404
      @shampamondal9404 ปีที่แล้ว +5

      খুব ভালো। আরও বেশি করে দেখুন মন সব সময় ভালো থাকবে

    • @mdasadulislamraaj4607
      @mdasadulislamraaj4607 10 หลายเดือนก่อน +3

      সেম টু

    • @amishakoner8311
      @amishakoner8311 8 หลายเดือนก่อน +2

      same amio

    • @mdasadulislamraaj4607
      @mdasadulislamraaj4607 8 หลายเดือนก่อน

      @@amishakoner8311 where are you

    • @bhabanidas8184
      @bhabanidas8184 6 หลายเดือนก่อน +1

      🎉🎉🎉🎉🎉

  • @prasantachakrabarty8531
    @prasantachakrabarty8531 5 หลายเดือนก่อน +5

    গল্পকে বাস্তবায়ন করা ও দর্শকের
    মনে চিরস্থায়ী অনুরনণ করা, সর্বক্ষেত্রেই অসীম দক্ষতার ফসল ।
    লেখক, পরিচালক, শিল্পীরাই এই
    কালজয়ী সামাজিক চলচিত্রের
    ধারক।
    হারিয়ে যাওয়া সময়ের আনন্দদায়ক ছায়াছবি নিজগুনে
    ভাস্বর ।

  • @bratatiray2297
    @bratatiray2297 ปีที่แล้ว +22

    কত বার যে দেখলাম!! প্রায় রোজই।! অতুলনীয়। উত্তমকুমার সুচিত্রা সেন! অত্যাশ্চর্য যুগল!!কি পরিষ্কার প্রিন্টও। আন্তরিক ধন্যবাদ।

  • @MoninrKhan
    @MoninrKhan 6 หลายเดือนก่อน +3

    এতো আগের ছবি অথচ আজ দেখে মনে হচ্ছে এখনো চির সবুজ, এখনো দূর্বার, এখনো চলমান। যার আবেদন শত শত বছর পরেও কমবেনা।আমিতো অবাক উনাদের অভিনয়গুলো যেন অভিনয় নয়। এ যেন সত্যিকারের বাস্তব রুপ।কোন কথা হবেনা just wow,excellent, super mind blowing,energetic skill power and romantick.উনাদের তুলনায় বর্তমানে যারা অভিনয় করছে তারা( - জিরো)।

  • @sukamaltalukdar746
    @sukamaltalukdar746 8 หลายเดือนก่อน +4

    এই ধরনের বাংলা ছবি আর কোন দিন হবে বলে মনে হয়না। কি অসাধারণ উত্তম কুমার ও সুচিত্রা সেন এর অভিনয়, যার কোন তুলনা হয় না। সম্ভবত এই ধরনের রোমান্টিক হওয়া অসম্ভব। কী অসাধারণ অভিনয় যামনের উপর খুবই প্রভাব বিস্তার করে। World genius. We are very lucky person.

  • @SurendranathGhosh-z7b
    @SurendranathGhosh-z7b ปีที่แล้ว +11

    এই সিনেমা যতবারই দেখি ততবারই নতুন লাগে। কলেজে পড়ার সময় উত্তম কুমার- সুচিত্রা সেন অভিনীত মে সব সিনেমা দেখেছি - সেগুলো আজও দেখতে ইচ্ছে করে।

  • @AashuRoysarkar
    @AashuRoysarkar ปีที่แล้ว +18

    নির্ভেজাল বিশুদ্ধ ভালোবাসার উপস্থাপন, সর্বকালের সেরা জুটি ❤

  • @KavitaMukherjee-tr6bi
    @KavitaMukherjee-tr6bi ปีที่แล้ว +7

    You r all time Great Uttam Kumar.There can't be any replacement of Uttam Kumar,a true Mahanayak
    I want to see Uttam Kumar take a rebirth at my sweet golden Bengal
    Adv.Nirmal Kumar Mukherjee High court,Calcutta

  • @chowdhuryuzzwal2489
    @chowdhuryuzzwal2489 9 หลายเดือนก่อน +10

    এই ছবিগুলো দেখার ও বোঝার যোগ্যতা লাগে। আমার সেটা ছিল না। অসাধারণ!!!

  • @prashantbhattacharyya
    @prashantbhattacharyya 9 หลายเดือนก่อน +6

    Not acting, iconic performance, ever Green, holistic love.

  • @ranjan041973
    @ranjan041973 9 หลายเดือนก่อน +24

    উত্তম সুচিত্রার অন্যতম সেরা সিনেমা। বার বার দেখলেও এর আবেদন একটুও কমে আসে না। বন্ধুর বাড়িতে সন্ধ্যার কন্ঠে "খেলা নয়" এবং হেমন্তর কন্ঠে "যদি ভাবো খেলা নয়" পরপর এই দুটি গানে দৃশ্য, সুর ও আবহসংগীতে যে মায়াবী ঘোরলাগা পরিবেশ রচনা করা হয়েছে এর তুলনা খুঁজে পাওয়া কঠিন।

    • @AmarHalder-h1w
      @AmarHalder-h1w 4 หลายเดือนก่อน +3

      😊p😅9

    • @AmarHalder-h1w
      @AmarHalder-h1w 4 หลายเดือนก่อน

      0o08uyg 2:04:25
      8
      ❤pd

  • @TarunRoy9163
    @TarunRoy9163 10 หลายเดือนก่อน +9

    এইসব ছবিগুলো দেখতে বসলে
    ‌ নিজেকে কোথায় যেন হারিয়ে ফেলি। সময়,স্থান,কাল সব মিলেমিশে একাকার হয়ে যায়।সময় পেরিয়ে উত্তম যুগে পৌঁছে যায়। আমরা ধন্য যে তোমার অভিনয়ে আমরা ঋদ্ধ হয়ে চলেছি।

  • @armanhossenmondal4897
    @armanhossenmondal4897 ปีที่แล้ว +15

    আর কোন দিন এই ধরনের সিনেমা তৈরি হবেনা।মে রকক কথা সেরকম ভাষা। অসাধারণ ভাষা।

  • @MasudRana-pr2ps
    @MasudRana-pr2ps ปีที่แล้ว +40

    মাথাই নষ্ট মামা,এতো বছরের পুরানো সিনেমা, এতো রোমান্টিক আশার চেয়েও হাজার হাজার গুন বেশি।❤️❤️❤️❤️...

  • @hanechrahaman5560
    @hanechrahaman5560 ปีที่แล้ว +222

    আগে আমি উত্তম কুমারের ছবি দেখতে চাইতাম না। এই ছবিটা দেখার পরে উত্তমবাবুর উপরে আমার আঘাত প্রেম-ভালোবাসার জন্য গেল। শেষে তো কয়েক ফোটা চোখ থেকে জলই বেরিয়ে গেল। অসাধারণ অভিনয়। এখন আমি উত্তমবাবুর সাথে বড় ফ্যান। শাহরুখ সালমান উত্তমবাবুর কাছে পাত্তাই পাবে না।।

    • @AbdulAlim-of3tr
      @AbdulAlim-of3tr ปีที่แล้ว +22

      Srk er ovinoy thik ache kintu salmaner ovinoy kono leveler na

    • @SUNILBHOWMIK-ce8yx
      @SUNILBHOWMIK-ce8yx ปีที่แล้ว +8

      😊😂😂😂❤🎉🎉🎉

    • @subratamazumder6230
      @subratamazumder6230 11 หลายเดือนก่อน +7

      Aghat abar ki ?
      Bangali hoye uttam kumar k chinte ato deri

    • @SHAFIQUEAHMED-m5s
      @SHAFIQUEAHMED-m5s 10 หลายเดือนก่อน +8

      কি অসাধারণ অভিনয় দেখে চোখ জুড়িয়ে যায়। বলা বাহুল্য।

    • @SandeepBhattacharyya
      @SandeepBhattacharyya 10 หลายเดือนก่อน +2

      Ar Hindi copy Amir Khan and Puja bhat movie aache

  • @shahriarshahin1401
    @shahriarshahin1401 ปีที่แล้ว +11

    এই মানুষগুলো অভিনয় করতেন? নাকি রূপকথার গল্পের কোন চরিত্র বাস্তবে আমাদের সামনে ভুলক্রমে চলে এসেছিলেন? এতো সুন্দর, এতো মনোরম, এতো অসাধারণ অভিনয় কিভাবে করে মানুষ! পুরো সিনেমাটা বলতে গেলে এ দুজন মানুষই টেনে নিয়ে গেলেন, অথচ একটা মুহূর্তের জন্য বিতৃষ্ণা স্পর্শ করেনি আমাকে!
    গুন্ডা নেই, মারামারি নেই,বিশাল স্টোরি নেই,,অথচ.....!
    এজন্যই এরা কিংবদন্তি!
    ১৯৬৫ সালের সিনেমা ২০২৩ সালে দেখছি আর বিমুগ্ধ হচ্ছি! কি ম্যাজিক!

    • @shampamondal9404
      @shampamondal9404 ปีที่แล้ว +1

      আমারও তাই মনে হয়। একমত বন্ধু।তবে সিনেমা টি মনে হয় 59 এ রিলিজ করেছিল। উত্তম সুচিত্রা কেউই কোন অর্থ নেন নি। যাত্রিক তখন নতুন তাদের সাহায্য করার জন্য এই মহান প্রচেষ্টা তাঁদের। যাত্রিক তিন জনের দল । তরুণ মজুমদার , দিলীপ মুখার্জি, শচীন মুখার্জি। যাত্রিক পরে ভেঙে যায়। এনারা একা একা পরিচালক হন এবং খুব সুনাম অর্জন করেন। হয়তো জানেন তবু বলবার লোভ সামলাতে পারলাম না। মাপ করবেন। ধন্যবাদ।

    • @shankarghose1357
      @shankarghose1357 ปีที่แล้ว +4

      I am 70 now. an adent fan of Uttam Suchitra. I completely agreeing with your comment. Heavenly.

  • @bananfoujdarfoujdarbaban
    @bananfoujdarfoujdarbaban ปีที่แล้ว +13

    এতো ভালো ভালো সিনেম থাকতেও। বাংলা সিনেমা শেষ।

  • @jiarulhaque5232
    @jiarulhaque5232 ปีที่แล้ว +29

    উফ্! উত্তম সুচিত্রার প্রায় সব সিনেমাই দেখেছি।এই অসাধারন রত্নটি কোথায় লুকিয়ে ছিল!
    মুগ্ধ হয়ে গেলাম।

    • @quamruzzaman8890
      @quamruzzaman8890 ปีที่แล้ว

      hex is 😢

    • @shiprasen1042
      @shiprasen1042 ปีที่แล้ว

      It is bengali adaptation of Roman Holiday stirring Audrey Hapeburn it was also filmed in hindi starring Rajkapur

    • @yeasinarafat8614
      @yeasinarafat8614 ปีที่แล้ว

      পিনাকী দাদার ভিডিওতে শুনছি আজ প্রথম দেখছি

  • @shoumikbiswas826
    @shoumikbiswas826 6 หลายเดือนก่อน +3

    দারুন কাহিনী। দারুন ছবি। দারুন অভিনয়। সেই ছেলেবেলা থেকে দেখছি। এখনো দেখি।

  • @murarimohanmanna8619
    @murarimohanmanna8619 ปีที่แล้ว +7

    যতবার ই দেখি তত বারই নতুন ও সুন্দর লাগে। জানিনা কবে শেষ হবে।

  • @parthapratimpramanik4315
    @parthapratimpramanik4315 4 หลายเดือนก่อน +18

    উত্তম কুমারের সিনেমার পাশে আজকালকার দিনের ওয়েব সিরিজ কিছুই না 😌🥰 তুমি যে মহানায়ক এসব সিনেমা গুলো দেখলেই বোঝা যায়❤❤❤❤

  • @FoysalAhmed-bb9tm
    @FoysalAhmed-bb9tm ปีที่แล้ว +19

    এই নিয়ে সত্তর বার দেখলাম কমপক্ষে। আরো হাজার বার দেখবো

    • @LitonShil-l4d
      @LitonShil-l4d 4 หลายเดือนก่อน +1

      আমি ও অসংখ্য বার দেখেছি

  • @rajibhossen1298
    @rajibhossen1298 6 หลายเดือนก่อน +3

    অসাধারণ সুচিত্রা আর উত্তমের অভিনয়।
    মুগ্ধ করেছে পুরোটা সময়।

  • @asimmukhopadhyay2751
    @asimmukhopadhyay2751 ปีที่แล้ว +19

    সিনেমার পর্দায় অনেক নায়ক নায়িকার জুটি এসেছে ।কিন্তু এমন কোনো জুটি আজ পর্য্যন্ত দেখা যায় নি যে,এই জুটির হাসি কান্নার সঙ্গে নিজেদের হাসি কান্নাকে এক করে দিতে পেরেছে ।বারবার মনে হয়েছে এই নায়ক নায়িকার মত করে,কেউ কখনো ভালোবাসতে পারে না,এদের মতো করে কেউ ভালোবাসতেই জানে না।অথচ বাস্তব জীবনে এরা কেউ প্রকৃত ভালোবাসা পায় নি।বিধাতার এমনই পরিহাস ।

    • @promathalalbarai
      @promathalalbarai ปีที่แล้ว

      1:19:10 ❤

    • @Ayt753
      @Ayt753 ปีที่แล้ว

      Sohomot❤️❤️❤️❤️❤️❤️

    • @shankarghose1357
      @shankarghose1357 ปีที่แล้ว

      Right you said. Uttam kumar's wife Gouri Devi doubted his husband Uttam for his intimate acting with Suchitra Sen, Savitri Devi etc. and Suchitra's husband has tortured her for more and more money. Both have made such celestial love scenes in bengali movie; but in their personal life neither of them got love from there life partners. What a fate!

    • @fariyana3236
      @fariyana3236 11 หลายเดือนก่อน

      সালমান শাহ শাবনুর প্রায় হয়ে গিয়েছিল

  • @tutonchandrasutradhar9597
    @tutonchandrasutradhar9597 ปีที่แล้ว +7

    ৫ম বারের মত দেখলাম। যতই দেখি, আরো ভালো লাগে।

  • @kaushikdas7995
    @kaushikdas7995 ปีที่แล้ว +6

    সম্ভবত বেশী প্রচার, জনপ্রিয়তা পায় নি এই ছবি। কিন্তু আমার চোখে এটা এই তারকা জুটির শ্রেষ্ট ছবি, হয়ত ভারতীয় সিনেমার ও একটি মাইলস্টোন : 2005 এ এর অনুকরণে দৃশ্য বানানো হয়েছিল, গুরু ফিল্ম ( অভিষেক বচচন, ঐসর্য রাই অভিনীত) এ। যে chemistry মহানায়ক আর মহানায়িকা তৈরি করেছেন এই ফিল্ম এ, সেটা স্বর্গীয় মধুরতার আস্বাদ দেয়! ধন্য হয়েছি, এই ফিল্ম দেখে।

  • @dipakbairagi1747
    @dipakbairagi1747 ปีที่แล้ว +6

    Mahanayok ekjon r seta Uttam Kumar.Kono kotha Hobe na Boss.

  • @abdulaminbaidya3609
    @abdulaminbaidya3609 ปีที่แล้ว +27

    রূপকথার জুড়ি উত্তম-সুচিত্রার কথা ছেড়েই দিলাম। এই চলচ্চিত্রে তুলসী বাবুর অনোন্যসাধারন অভিনয়ের কথা ভুললে চলবে না ।

  • @MDmukleshRahman
    @MDmukleshRahman ปีที่แล้ว +5

    Ato abegmoy cinema er agg e kokhono dekhini. The best, the excellent.

  • @abdulaminbaidya3609
    @abdulaminbaidya3609 ปีที่แล้ว +36

    তথাকথিত বর্তমান যুগের অভিনেতা-অভিনেত্রীরা অন্ততঃ
    এনাদের দেখে তো শিখতে পারে অভিনয় জিনিসটা কেমন !

  • @Ali-tv3gj
    @Ali-tv3gj ปีที่แล้ว +14

    আমার জীবনের শ্রেষ্ঠ নায়ক শ্রেষ্ঠ নায়িকা বা অভিনেতা অভিনেত্রী উত্তম-সুচিত্রা আর কেউ নেই কখন আসবেন

  • @mdchancal2213
    @mdchancal2213 8 หลายเดือนก่อน +7

    ওনার প্রতিটি ছবি যে কত বার করে দেখা তার হিসাব নেই। কোন দিন বিরক্ত লাগে না।ওনার মুভি মানে মনের শান্তি চোখের আরাম।আহা্

  • @RyTorWrNg
    @RyTorWrNg 10 หลายเดือนก่อน +2

    What a Movie, thanks Tommydan for restoring these marvels of Bengali Cinema.. . Ki daarun laaglo 🙏🙏

    • @tommydan55
      @tommydan55  10 หลายเดือนก่อน +1

      You're welcome and thank you for the kind words. And I agree, the film is a real gem.

    • @RyTorWrNg
      @RyTorWrNg 10 หลายเดือนก่อน +2

      @@tommydan55 I am 51 now, it's more than 170 years my family have been residing outside Bengal and it's for the 1st time I have been seeing all these movies of yesteryears one by one. Thanks to You and TH-cam without whom It wouldn't have been possible to watch and feel these beautiful creations of Bengali Cinema in today's time....🙏🙏♥️

    • @tommydan55
      @tommydan55  10 หลายเดือนก่อน +2

      @@RyTorWrNg I like these Bengali films also, so I hope to work on many more. The only problem is that it takes a lot of time to do the work, so I don't upload them as often as I might like.

  • @selinaparvin8566
    @selinaparvin8566 ปีที่แล้ว +8

    অসাধারণ।আহা মধুর, অনেক রোমান্টিক ছবি। অনেক ভালোলাগছে।

  • @dilipkumardas8207
    @dilipkumardas8207 ปีที่แล้ว +3

    ANY ONE MAY SEE THOUSAND TIMES BUT BUT BUT IT IS EVERGREEN ETERNAL BEAUTIFUL HEART TOUCHING FILM.

  • @technologydc
    @technologydc ปีที่แล้ว +3

    Ki asadharon matal kara romance,mohanayok .mahanayikar magnetic chokher chaonite,liper anuchcharito appeale sab kothai byakto hoy vashar darkar hoyna.Premer shihorone deho mon rososhikto hoy.Aajkalkar cinemate shusshuri r valgarity diye premer defination bojhano hoy,jadekhle grina kare,hridoyke uttal karena.Ato asadharon avinoy sambridhho movie ti dakhanor jonno ashes dhonnobad.

  • @maitrimandal3193
    @maitrimandal3193 ปีที่แล้ว +32

    কিভাবে কৃতজ্ঞতা জানাই ভেবেপাচ্ছি না। কোনোদিন এই সিনেমা এত পরিষ্কারভাবে দেখব ভাবিনি।❤️❤️❤️❤️❤️

  • @subhasishachakarborty4025
    @subhasishachakarborty4025 ปีที่แล้ว +55

    এটাই হচ্ছে বাংলার সিনেমা যা সব মানুষের মনের ভিতরে সাড়া জাগায় এবং তার সাথে সুন্দর গান।এক কথায় অসাধারণ।

  • @JahagirMollah-t7v
    @JahagirMollah-t7v 23 วันที่ผ่านมา +2

    আরো কয়েকবার দেখেছি আজকেও দেখছি কারণ লোভ সংবরণ করতে পারছিনা। উত্তম-সুচিত্রার কি যে প্রেম কি যে সংলাপ ভাবা যায়।

  • @Panchananfood
    @Panchananfood 4 หลายเดือนก่อน +4

    মহানায়ক মহানায়িকার অসাধারণ অভিনয়ের জন্য অমর শিল্পী হয়ে সবার হৃদয় জুড়ে থাকবেন চীরস্মরণীয় হয়ে চীর দিন ❤❤🙏🏼🙏🏼

  • @gheteghahoyegelam
    @gheteghahoyegelam ปีที่แล้ว +7

    অসম্ভব সুন্দর এইসব সিনেমাগুলো । এ যুগে এগুলো আর হবেনা ।

  • @samirpal3657
    @samirpal3657 ปีที่แล้ว +8

    অনেক বার দেখেছি । আবার দেখলাম ।বার বার দেখতে ইচ্ছে করে ।দারুণ দারুণ দারুণ ।উত্তম সুচিত্রা বলে কথা ।

  • @RadioGardaIndia
    @RadioGardaIndia 8 หลายเดือนก่อน +1

    Oh my god ! What a beautiful movie 👌🌺

  • @DonateBrother-bz2te
    @DonateBrother-bz2te ปีที่แล้ว +4

    😮এই ছবির সঙ্গে এখনকার ছবির কোনই তুলনা হয় না ৷
    এখনের ছবিতে হয় শুধু থাড়নাচ এবং ঢং ঢঈ ডং ৷
    তাই পুরতন এই ছবিকে জানাই অশেষ ধন্যবাদ 😅😅৷

  • @pratapranjanmondal5452
    @pratapranjanmondal5452 ปีที่แล้ว +8

    এত প্রিয় সিনেমা, প্রতিটি দৃশ্য সম্পূর্ণ দেখতে পেলাম পরিষ্কারভাবে ,সংলাপ শোনা গেল সুস্পষ্টভাবে। আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা জানাই।সত্যিই খুব তৃপ্ত।
    ক্ষুদিত পাষাণ ছবিটি যদি এইভাবে আপলোড করেন, বাধিত হই।

  • @ChandanHalder-d1w
    @ChandanHalder-d1w ปีที่แล้ว +17

    এত বছরের পুরনো বই দেখে মনের মধ্যে এক অনন্য অনুভুতি আসে আর মনে হয় আমি যদি সেই জমানায় থাকতাম আমার জীবন সার্থক হয়ে যেতো

  • @TamaTravel-ed7mt
    @TamaTravel-ed7mt 4 หลายเดือนก่อน

    সত্যি অসাধারণ! যদিও এই ধরনের ছবি আমি দেখি না তারপরও দীর্ঘ সময় নিয়ে দেখছি। সত্যি অসাধারণ!

  • @Siladityakxzuv
    @Siladityakxzuv 5 หลายเดือนก่อน +4

    Sabash Uttam kumarer avinoy. Really movie tar end part dekhe lekhar vasha hariye fellam.Satyi ki ashadharan avinoy Uttam kumarer ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😂❤❤❤❤❤❤❤

  • @BashuMaji-ji7xh
    @BashuMaji-ji7xh ปีที่แล้ว +9

    মানুষের মন ভালো রাখতে এমন ছায়াছবি দেখানো ভালো

  • @ALLTHEBESTEMON
    @ALLTHEBESTEMON ปีที่แล้ว +3

    Shesh drisso ta… just awesome 😮

  • @socialworkermdfk1191
    @socialworkermdfk1191 ปีที่แล้ว +8

    এসব সিনেমা আর এই পৃথিবীতে কোনো দিন আসবে না।

  • @masummia4
    @masummia4 ปีที่แล้ว +80

    পৃথিবীর শ্রেষ্ঠ জুটি আর অবিশ্বাস্য রোমান্টিক গল্প আছে এই ছবিগুলোর মধ্যে ❤❤

  • @chutirdeshe2589
    @chutirdeshe2589 ปีที่แล้ว +47

    উত্তম সুচিত্রা এক রোমাঞ্চ। কবিতা।জীবন শৈলী।বড় হয়ে ওঠা।ছোট পর্দায় তো বটেই বড় পর্দায় আসির দশক এর শেষে শিল্পী সপ্তপদী দেখার সুযোগ হয়েছে।আজও মন্ত্র মুগ্ধ হয়ে দেখি সেই অবাক পৃথিবী।

  • @santanupatra4566
    @santanupatra4566 ปีที่แล้ว +30

    মহানায়ক একজনই ছিল একজনই থাকবে ❤💙

  • @santanupatra4566
    @santanupatra4566 ปีที่แล้ว +21

    মহানায়ক একটা ছিল একটাই থাকবে ❤

  • @shahadathossainsadu1148
    @shahadathossainsadu1148 ปีที่แล้ว +10

    বাংলাদেশের সকল অভিনেতা, অভিনেত্রীর উচিত অভিনয়ের আগে উত্তম কুমারের সকল মুভি ৪/৫ করে দেখা এবং রিহার্সেল করা।❤❤❤❤❤

    • @swapanmitra877
      @swapanmitra877 ปีที่แล้ว +4

      একদম একমত।

    • @xzx255
      @xzx255 ปีที่แล้ว +4

      Dui parer Bangla cinema r ja haal !!

    • @RabindranathMondal-uo3xi
      @RabindranathMondal-uo3xi 7 หลายเดือนก่อน

      ❤❤❤😂❤❤​@@swapanmitra877

  • @riktaprodhan5011
    @riktaprodhan5011 ปีที่แล้ว +18

    ২৩ বছর বয়সে দেখেছিলাম আবার এখন আমার বয়স ৬৬ বছর আজ আবার দেখলাম । সত্যি উত্তম সুচিত্রার সিনেমার কোনো তুলনায় হয় না

  • @jamalrizvi2047
    @jamalrizvi2047 ปีที่แล้ว +31

    Hats of to tommydan,who worked hard to restore such a mssterpiece romantic film of fiftee's.UttamSuchitra pair is still immortal in 'bangali's' heart for their unique performance /acting.Thanks for uploading.

  • @DebaprasedGiri
    @DebaprasedGiri 19 วันที่ผ่านมา

    19 পয়সা টিকিট কেটে কতবার দেখেছি হলে বলতে পারবনা। আজ64 বছরে আবার দেখে মুগ্ধ হলাম যার কোনো বলার ভাষা নেই, চির অবিম্বরনীয়।

  • @ssampab
    @ssampab ปีที่แล้ว +6

    মন্ত্র মুগ্ধ হয়ে দেখলাম।

  • @b.rpathak8459
    @b.rpathak8459 ปีที่แล้ว +15

    এসব ছবির মন্তব্য হয় না, অসাধারণ।

  • @dilipkumardas8207
    @dilipkumardas8207 ปีที่แล้ว +12

    ONE OF THE BEST FILM IN THE WHOLE WORLD. THE BEST BEST BEST PAIR UTTAM SUCHITRA IN THE WHOLE WORLD.

  • @skshahedhossain863
    @skshahedhossain863 ปีที่แล้ว +5

    এই মুভি এতদিন দেখিনাই কেন?😊😊

  • @ranjanroy8421
    @ranjanroy8421 ปีที่แล้ว +27

    সবচেয়ে ভাল লাগে তাদের কথা বলার ধরন, কি সাবলীল
    উপস্থাপনা। এ যেন বিশুদ্ধ ভালবাসার প্রকাশ 🧡🧡🧡

  • @akhtarhossain5843
    @akhtarhossain5843 ปีที่แล้ว +14

    ওহ... ছবির শেষ দৃশ্য গুলি...। অভিনয় দেখব, না চোখ মুছব, বুঝতেই পারছিলাম না...!!

    • @Z.Y.Himsagar
      @Z.Y.Himsagar ปีที่แล้ว

      Very good comment 💜

  • @ssaha2749
    @ssaha2749 ปีที่แล้ว +17

    অতুলনীয় , কোনো দিন ভোলার নয়।সে দিনগুলি হারিয়ে গেছে।আর কি ফিরবে? অসম্ভব ।

  • @rimonrezah2811
    @rimonrezah2811 ปีที่แล้ว +5

    Movie last min director a joldi ses korte cay r e doroner movie ses hoye gele afsos lage fantastic movie Uttam sir and suchitra mem❤❤❤

  • @SHAFIQUEAHMED-m5s
    @SHAFIQUEAHMED-m5s 10 หลายเดือนก่อน +38

    কোন মারামারি ছাড়াও কত সুন্দর ছবি তৈরি করতে এগুলোই তার জ্বলজ্যান্ত প্রমাণ।

  • @nittanandadas2453
    @nittanandadas2453 ปีที่แล้ว +12

    অসাধারণ অভিনয়, উত্তম,সুচিত্রা জুটি।

  • @gautamdasgupta3683
    @gautamdasgupta3683 ปีที่แล้ว +5

    অসাধারণ uttam আর অসাধারণ suchitra

  • @shakilahmedpori1997
    @shakilahmedpori1997 ปีที่แล้ว +7

    ❤অপূর্ত'পুর্ব সুন্দর লাগছে।
    স্যালুট মহা গুরু...
    শাকিল আহাম্মদ পরী বাংলাদেশ।

  • @munshigonjgirlsschoolalamd7361
    @munshigonjgirlsschoolalamd7361 ปีที่แล้ว +16

    বাংলার শ্রেষ্ঠ জুটি সবাই মনে রাখবে।

  • @gobindasutradhar6240
    @gobindasutradhar6240 ปีที่แล้ว +49

    কম করে হলেও 50 বার দেখেছি তবু মন ভরে না। যত দেখি ততই দেখতে ইচ্ছে করে।

    • @SamarnarayanGoswami
      @SamarnarayanGoswami ปีที่แล้ว +3

      1oò times ihàbe seenìt ìnvèr fòrģèt ìt.

    • @Z.Y.Himsagar
      @Z.Y.Himsagar ปีที่แล้ว +2

      ♥️Very good comment 💜💙

    • @sumonbappi8876
      @sumonbappi8876 ปีที่แล้ว +1

      আমার‌ও এক‌ই অবস্থা।

    • @PradipBasak-ex6oh
      @PradipBasak-ex6oh ปีที่แล้ว +1

      ​@@Z.Y.Himsagarya😢

    • @biplabbanik2269
      @biplabbanik2269 ปีที่แล้ว

      আমারও

  • @shrabantikarmokar7698
    @shrabantikarmokar7698 ปีที่แล้ว +9

    এরকম জুটি আর আসবেনা।❤❤❤

  • @shyamalpaul4844
    @shyamalpaul4844 ปีที่แล้ว +21

    উত্তম আর সুচিত্রা সেনের মত রোমান্টিক জুটি আর কোনদিন জন্মাবে না এই বাংলায় ❤❤❤ আমার দৃঢ় বিশ্বাস আমি ঠিক বলছি 🎉🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @bratatiray2297
    @bratatiray2297 ปีที่แล้ว +26

    কতবার দেখেছি। কিন্ত এত পরিষ্কার!! মন ভরে গেলো। আন্তরিক ধন্যবাদ!

  • @satyajitroy4410
    @satyajitroy4410 5 หลายเดือนก่อน +1

    "Bondhur suvecchhar chinho Swarup eta amar hoye aapni taar kache pouche deben "- aaha sorbottomo mahanayakochito ukti- r hobe na - grand salute o binomro pronam tomay🙏🙏🙏🙏

  • @sikhasaha5226
    @sikhasaha5226 ปีที่แล้ว +8

    Evergreen classic. কোন তুলনা হয় না।

  • @BelalHossain-vs1xg
    @BelalHossain-vs1xg 2 หลายเดือนก่อน

    TH-cam না হলে হয়তোবা এতো সুন্দর ছবি অদেখা থেকে যেতো। অসাধারণ অসাধারণ

  • @rajibroy1034
    @rajibroy1034 ปีที่แล้ว +27

    উওর কুমার আর সুচিত্রা সেন ছিলো বলেই মানুষ প্রেমে পড়তে শিখেছে।

    • @dhananjoydas4014
      @dhananjoydas4014 5 หลายเดือนก่อน

      (মহানায়ক উত্তম কুমার ) উওর কুমার নয়....😡

  • @joydebishore610
    @joydebishore610 ปีที่แล้ว +14

    কমেন্টে লিখে গেলাম :আমার দেখা সেরা রোমান্টিক সিনেমা।

  • @uttammallict1736
    @uttammallict1736 ปีที่แล้ว +9

    💖💖ভালোবাসার অপর নাম 💖💖💖 উওম💖সুচিএা 💖💖

  • @shawonmondal9153
    @shawonmondal9153 10 วันที่ผ่านมา

    উত্তম সুচিত্রা নাম ছোট্ট বেলা থেকে শুনে এসেছি কখনো দেখা হয়নি এই মুভি টা দেখে মনে হলো আসলে বাংলার মহানায়ক নায়িকা এক কথা অসাধারণ …পুরো মুভিটার মধ্যে কোনো অশলীল কথা বা কোনো কিছুনেই মনো মুগ্ধ কর হয়ে গেলাম❤❤

  • @kaustavmondal7354
    @kaustavmondal7354 ปีที่แล้ว +6

    অনবদ্য সিনেমা, ক্লার্ক গেবল্ আর ক্লদ কোলবার অভিনীত ইট হ্যাপেনড্ ওয়ান নাইট অবলম্বনে নির্মিত একটি অসাধারণ ছবি। আহা!

  • @BithyBithy-r5t
    @BithyBithy-r5t 3 หลายเดือนก่อน +1

    উওম সুচিত্রার মুভি যতই দেখছি ততোই মুগ্ধ হচ্ছি❤