ভাই আমার প্রশ্নের উত্তর দিলে অনেক অনেক উপকৃত হতাম বারবার আমার মটরের চেকবল দিয়ে হাওয়া লিক করে এখন আমি কি করতে পারি মাত্র 10-15 দিন আগেরটা শিখবার লাগিয়েছি তাও তাও হাওয়া লিক করে কিছুক্ষণ পর বিষয়টা জানিয়ে দিলে আমিও উপকৃত হতো❤❤❤❤❤
অনেক সুন্দর ভিডিও হয়েছে ভাইয়া | আমাদের রিজার্ভ ট্যাঙ্কার চেক বাল্ব নষ্ট হয়ে গেছে রিজাভ টাংকিতে উঠা বা পাইপ উঠানোর কোন ব্যবস্থা নেই এ অবস্থায় আমি কোন ধরনের চেকবাল্ব ইউজ করতে পারি | আপনার রিপ্লাই পেলে খুশি হব |
ভাইয়া একটা উত্তর দিবেন আমার টিউবওয়েল টা অন্য জায়গা থেকে পাইপ দিয়ে অন্য জায়গা তে নিয়ে গেছে অনেক মিস্ত্রি বলতেছে মোটরস বসালে নষ্ট হয়ে যাবে এবং পানি আসবে না।
ধন্যবাদ ভাই ঝালাইটি টাঙ্গাইলে আমি আনছি আপনার কাছে থেকে। ৪৫০/- টাকা সব মিলিয়ে খরচ হলেও আমি জিনিসটা ব্যবহার করে আমি খুশি। আর সুমন ভাই এর কথা কি বলবো ভাইটার কথা ব্যবহার অনেক ভালো।
Bai ami india theke bolchi Ami ajke call a klom pipe lagiyechi 30 feet niche liyer 45 feet pipe lagiyechi kintu Pani utchena vai pipe ki aro aktu barate hobe
ভাই জালাই tee এর সাইজ ta আমাকে জানাবেন তা হলে আমি Singapore থেকে নিয়ে যাব , আমি এখানে pipe এর কাজ করি আমার বাড়িতে tubewell এবার গিয়ে করবো,,,কিন্তু Size জানি না
আসসালামুয়ালাইকুম ভাই আামাদের একটা কল ২০১৩ তে ডাবানো সরকারি ভাবে ওই সময় সামাসিবল ছিলো না কল চাইপা পানি বের করা লাগে এখন কল টা নষ্ট হয়ে গেছে পনি আাসেনা এখন এটা কি ঠিক করা যাবে আার এটাতে সামার্সিবল বসাতে কত টাকা খরচ হবে
এটা একটি ভ্রান্ত ধারনা।টিওবয়েল আর কল একসাথে থাকলেও যে পরিমান পানি বের হবে আলাদা আলাদা বুরিং করলেও একই পানি উঠবে কারন যখন মটর চলে তখন কেউ টিওবয়েল চাপে না।আর চেক ভাল্প হার্ট থাকবেই কারন পানিটা উপরে উঠানো আছে।পানিটা নিচ দিকে যেতে চাচ্ছে কিন্তু সেটা চেক ভাল্পের জন্য পাচ্ছে না সেজন্য চেক ভাল্প হার্ট থাকে।যারা আলদা আলাদা বুরিং করবেন তারা অবশ্যই শুধু শুধু টাকা অপচয় ছারা আর কিছুই হবে না।আর ইউটিউবে অনেক আলতুফালতু ভিডিও থাকে যেগুলো আসলে বাস্তবে হয় না।তার মধ্যে এটা একটা।এদের পাবনায় পাঠিয়ে দেয়া উচিৎ।
ভাই ভিডিও টা করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আপনার ভিডিও অনেক দেখছি কিন্তু আমাদের যশোর অনচলে এখন কলের পানির লিয়ার থাকে ৪০ ফিটির নিচেথাকে বরিং আন বরিং কোন টাই কাজ হয় না এর করোনিয় কি আছে
টিউবলের পানি যদি সঠিকভাবে ওঠে তাহলে মোটরের লাইনে ভেজাল আছে ।আর যদি টিউবলের লাইনে সঠিকভাবে পানি না উঠে তাহলে বুঝতে হবে টিও বলে সমস্যা আছে সে ক্ষেত্রে আপনার পার্শ্ববর্তী কোন টেকনিশিয়ান কে নিয়ে দেখাতে পারেন।
@@eliyasahamed8090 এই যে বললেন না পানি ঠিকমত ওঠেনা বুট বুট আসে, টিউবল থেকে মটর পর্যন্ত যে পাইপগুলোর সাথে ফিটিংস লাগানো আছে সেই ফিটিংসে হয়তো কোন জায়গা থেকে লিকেস করতেছে সেজন্য পানি এভাবে কমওটে বা বুট বুট করে।
আমি ও একজন প্লাম্বার। আপনার ভিডিও দেখতে অনেক সময়ের দরকার কিন্তুু সময়ের সুযোগ থাকে নাহ। কাজের বাইরে ও কথা অন্য বিষয়ে বেশি বলা হয়ে যায়। যার কারণে ভিডিও লম্বা হয়ে যায়
ভাই একটা জিনিস জানার ছিল যদি বলেন প্লিজ, আমাদের বাড়িতে ডিপ টিউবওয়েল এর বোরিং করা হয়েছে প্রায় ৯দিন হলো।তো এখনো ওরা টেংকি ও সাবমারসিবল লাগাই নাই। তো আমি কি এখন অন্য মটর দিয়ে পানি তুলতে পারবো। বোরিং এর কোনো সমস্যা হবে না তো।❤
শুকনার মৌসুমে যদি মোটেও পানি না পান তাহলে দরকার নেই মোটর লাগানোর। যদি অল্প অল্প পানি পেয়ে থাকেন তাহলে মোটর লাগিয়ে দেখতে পারেন বোরিং করে ইনশাল্লাহ পানি পেতে পারেন।
হেব্বি ব্যাখ্যা দিলেন ভাই৷ কিন্তু কিছুই বুঝলাম না৷ পানির লেয়ারে পরিবর্তন নাই, ভেতরে পাইপ দিলেও সেই একই চাপ পড়বে, পাইপ না দিলেও তাই পড়বে৷ কিন্তু কি বুজাইলেন বুজলামনা
ভাই ভিতরে পাইপ দিয়ে লাইন বের করার পরে টিউবল টু মোটরের মাঝে কোথাও চেকবাল্ব দেওয়া হলে মোটরের লাইন চাপে থাকবে। বাহিরে চেকবাল্ব দেওয়া যাবে না। চেকবাল্ব টিউবলের ভিতরে পাইপের সাথে দিয়ে দিতে হবে। তাহলে লাইন চাপে থাকবে না।
ভাই আমি আলাদা বোরিং করার পরও গভীরে ৫০ ফিট পাইপ এবং শর্ট চেক বল ও কলম চেক বল দিয়ে আলাদা বোরিং লাইন টানছি কিন্তু টিউ বলে পানি থাকে না বলে পানি থাকে না আবার মোটরের সুইচ অন করলে মটার দিয়ে পানি উঠেএটার কারণ কি একটু আমাকে বলবেন
@@sumonmunsi ভাই এটা নতুন টিউবয়েল আর নতুন বোর্ডিং করা ঠিক আছে বোর্ডিংয়ের দুদিন পরে আমি আবার মোটর এর লাইনটা এখন পানি থাকছে না কি করবো নাকি সবকিছু আবার খুলে টাইট দিয়ে ভালো করে
এই ধরনের সমস্যা থেকে সমাধান পেতে হলে মোটরের লাইন বোরিং করে বের করতে হবে। বোরিং করে বের করার পরে টিউবল টু মোটরের মাঝখানে কোন ধরনের চেকবাল্ব ব্যবহার করা যাবে না, শুধুমাত্র বোরিং এর ভিতরে একটি চেকবাল্ব ব্যবহার করতে হবে। তাহলে এই ধরনের সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ।
ভাই আমার বাড়ির টিউবওয়েলের লেয়ার 40 ফিট। আন বোরিং সিস্টেমে মটর লাগানো পাইপের সাথে। কিন্তু এক সপ্তাহ যাবত পানি উঠতেছে না। এখন কি বোরিং করে দিলে পানি উঠবে। ভাই আমার বাড়ি টাঙ্গাইল। পানি দুই মিনিট উঠে পরে আবার ছেড়ে দেয় মোটরে।
আসসালামু আলাইকুম ওরাহমাতুল্লাহ, ভাই আমার বাসা বগুড়া, আমার টিউবল বড়িং করা নাই,তার সাথে মটর লাগানো আছে, এভাবে অনেকদিন ধরে ব্যবহার করতেছি, মাঝখানে ৫ দিন বাসায় ছিলাম না, পানির নিয়ার নিচে চলে গেছে এখন আর কোন ভাবে পানি উঠাতে পারতেছে না, কলের চেক ভালভ এবং ভার্টিক্যাল চেক ভালভ দুইটাই চেঞ্জ করছি তাও পানি উঠতেছে না,এক কথায় কল কোন ভাবে হাওয়া নিচ্ছে না, মানে হাওয়া নিয়ে যে শক্ত হয়ে পানি উঠবে সেই হাওয়া টাই নিচ্ছে না , কি করতে পারি জানালে কৃতজ্ঞ থাকবো
ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, আপনি কি ভাই টিওবলের ওয়াসার এবং বাকেট চেঞ্জ করছেন। যদি না করে থাকেন তাহলে টিউবলের ওয়াসার এবং বাকেট টি নতুন করে চেঞ্জ করে দিয়ে দেখেন মনে হয় আপনার সমস্যার সমাধান হতে পারে ইনশাআল্লাহ। ওয়াসার বাকেট চেঞ্জ করে থাকলে আমাকে জানাবেন ?
আমার টিউবয়েল থেকে যখন চাপকল লাগানো ছিল তখন পানি উঠত। এখন মোটর লাগিয়েছি কিন্তু ঠিকমত পানি উঠে না ধাক্কা দিয়ে দিয়ে উঠে। এটার কারন কি?? নিছে ৩০' পাইপ ঢুকিয়েছি ১৫০' দূরে নিছি পানি।
ভাই, আমার টিউবওয়েল এ পানি আছে কিন্তু পানি তোলার ১০ মিনিট পরে আবার পানি তুলতে গেলে ৬ থেকে ৭বার চাপ দিয়ে তুলতে হচ্ছে। এর কারণ আর সমাধান টা একটু বলবেন দয়া করে,,,,,
@@sumonmunsi ভাই আমার টিউবওয়েলের সাথে সরাসরি একটি গাজী ওয়াটার পাম্প মটর লাগানো ছিলো সপ্তাহ খানিকের মতো মোটামুটি ভালোই পানি উঠেছিলো কিন্তুু আশপাশে একটি সাম্বারসিপল মটর স্হাপন করাই আমার টিউবওয়েলের পানির লেয়ার অনেক নিচে চলে যায় আর এখন খরা মৌসুম চলছে এখন তো আরো খারাপ অবস্থা পানি টিউবওয়েলেও উঠতেছে না খুব কষ্ট হয় চাপতে। এখন আমার কথা হলো, আমার গাজী ওয়াটার পাম্পটায় যদি পানির লেয়ারের গভীরতা মেপে কলাম পাইপ লাগায় তাহলে কি পর্যাপ্ত পানি উঠবে?????????????????? মোটরের সাথে সরাসরি কলাম পাইপ স্হাপন করলে কি পানি উঠবে??? দয়া করে বিষয়টা জানাবেন প্লিজ।।।
@@Ai-zone6631 40 ফুটের নিচে পানি দেয়ার নেমে যায় তাহলে তো আপনার মোটরে পানি উঠতে কষ্ট হয়ে যাবে। টিউবলের নিচ থেকে যদি পানি কম আসে তাহলে আপনার উপরে তো সাপ্লাই কম হবে তাইনা। বোরিং করলে পানি পর্যাপ্ত পাওয়া যায় না কিন্তু মোটা টিউবলের উপর চাপ কম থাকে। আশা করি বুঝতে পারছেন।
খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। ধন্যবাদ
অনেক কিছু শিখলাম ধন্যবাদ ভাইয়া
ধন্যবাদ
@@sumonmunsiমিস্তির নাম্বার টা দেন
মিস্তিরির নাম্বারটা লাগবে
খুব সুন্দর শিক্ষনীয় ভিডিও ।ধন্যবাদ আপনাকে।
ধন্যবাদ
হুম
ভাই আপনাকে ধন্যবাদ অনেক কিছু জানতে পারলাম
অনেক কিছু শিখলাম ভাই ধন্যবাদ আপনাকে
ওয়েল কাম
অনেক ধন্য বাদ ভাই
ধন্যবাদ।
ভাই আমার প্রশ্নের উত্তর দিলে অনেক
অনেক উপকৃত হতাম
বারবার আমার মটরের চেকবল দিয়ে হাওয়া লিক করে এখন আমি কি করতে পারি
মাত্র 10-15 দিন আগেরটা শিখবার লাগিয়েছি তাও তাও হাওয়া লিক করে কিছুক্ষণ পর
বিষয়টা জানিয়ে দিলে আমিও উপকৃত হতো❤❤❤❤❤
ভাই এই সিস্টেম অনেক ভাল।
ধন্যবাদ
ধন্যবাদ ❤
অনেক সুন্দর ভিডিও হয়েছে ভাইয়া | আমাদের রিজার্ভ ট্যাঙ্কার চেক বাল্ব নষ্ট হয়ে গেছে রিজাভ টাংকিতে উঠা বা পাইপ উঠানোর কোন ব্যবস্থা নেই এ অবস্থায় আমি কোন ধরনের চেকবাল্ব ইউজ করতে পারি | আপনার রিপ্লাই পেলে খুশি হব |
ভাই রিজার্ভ টৈংকির নষ্ট হয়েছে চেক বাল্ব, নাকি ঘেট বাল্ব ?
@@sumonmunsi মটর পানি ছাড়া উঠেনা পানি দিয়ে তারপর মোটর ছাড়া লাগে বারবার
@@kaarTrader ও আচ্ছা আচ্ছা,
তাহলে আপনি গাজী কোম্পানির হাই গ্রেট এর চেক বাল্ব লাগিয়ে দেন ভাই।
@@kaarTrader চেক বাল্বটি মোটর এর কাছাকাছি লাগিয়ে দিয়েছেন।
ধন্যবাদ ভাই
ঝালাই টি কিভাবে পেতে পারি?
আপনার ভিডিও চমৎকার
ধন্যবাদ ভাই
ভাইয়া একটা উত্তর দিবেন আমার টিউবওয়েল টা অন্য জায়গা থেকে পাইপ দিয়ে অন্য জায়গা তে নিয়ে গেছে অনেক মিস্ত্রি বলতেছে মোটরস বসালে নষ্ট হয়ে যাবে এবং পানি আসবে না।
ভাই বরিং ছারা ২০০পিট দুরে আরেকটি টিউব ওয়েল মাজ খান থেকে মটররে লাইন কিবাভে নেওয়া জায়
নতুন টিউবওয়েল বসানো হয়েছে।৪-৫ বালতি পরিষ্কার জল ওঠার পর থেকেই সাদা ও হলদেটে ফাইন বালি উঠছে।এর কারণ ও প্রতিকার বললে উপকৃত হব।
@@sambhunathkayal7296 ভাই টিউবল ভালো করে ওয়াশ করা হয়েছে? সঠিকভাবে ওয়াশ না হলে এরকম হয়, তাই টিউবল পর্যাপ্ত পরিমাণ ওয়াশ করার ব্যবস্থা করুন।
ভাই আপনার সাথে কিছু কথা ছিলো একটু রিপ্লাই দিবেন প্লিজ 🙏
ধন্যবাদ ভাই ঝালাইটি টাঙ্গাইলে আমি আনছি আপনার কাছে থেকে।
৪৫০/- টাকা সব মিলিয়ে খরচ হলেও আমি জিনিসটা ব্যবহার করে আমি খুশি।
আর সুমন ভাই এর কথা কি বলবো ভাইটার কথা ব্যবহার অনেক ভালো।
Good work 🥰
ধন্যবাদ,
ভাই হোয়াটসঅ্যাপে নক করলাম রিপ্লাই দিলেন না।
ভাই বোলিং করলে কি এই চেকবাল টা দেওয়া লাগবে।
আমার টিবিকল পাচসত ফুট গভিরে লেয়ার চলি্লশ ফিট মটরে পানি ঊটবে কিনা জানাবেন
বন্ধু আপনার সাথে কথা বলতে চাই।কাজ করানোর ব্যাপারে। আমার বাড়ি মহিপুর থানার মধ্যেই।।
facebook.com/sumon.munsi.520?mibextid=ZbWKwL
নক করেন।
Bai ami india theke bolchi Ami ajke call a klom pipe lagiyechi 30 feet niche liyer 45 feet pipe lagiyechi kintu Pani utchena vai pipe ki aro aktu barate hobe
Bi tiubol lagano naki khola?
ভাই জালাই tee এর সাইজ ta আমাকে জানাবেন
তা হলে আমি Singapore থেকে নিয়ে যাব ,
আমি এখানে pipe এর কাজ করি
আমার বাড়িতে tubewell এবার গিয়ে করবো,,,কিন্তু
Size জানি না
Tubewell pipe এর size ta জানালে opokar হবে
দেড়/থ্রিফোর,,
Bai apner tree kemne pabo akta nite cai
ভাই আমার মোটরের কাজ করাতে চাই কিভাবে যোগাযোগ করবো
ভাই বাড়ির টিউবলের জন্য ২ ইঞ্চি হাউজিং করলে কি ৭৫ ফুট ২ ইন্ঞি পাইপ দিলে কি হবে হাউজিং জন্য
90 ফুট দিয়ে দেন
৭৭৫ মোটর দিয়ে কি আসলেই টিউবওয়েল থেকে পানি তোলা সম্ভব পিলিজ একটু জানাবেন আমি খুব কনফিউশনের মধ্যে আছি
ভাই টিউবওয়েল থেকে মোটর উচু করা জাবি কিভাবে
এলবো দিয়ে উচু করলে কি সমস্যা হবে
এলবো দিও করা যাবে সমস্যা নাই কিন্তু অতিরিক্ত উঁচু করা ঠিক হবে না।
@@sumonmunsi ভাই টিউবওয়েল গোরা থেকে 10" উচু করতে চাচ্ছি
পানি কি আগের মতো উঠবি নাকি ভাই জানবেন
@@mdparvesali4271 ১০ইন্চি হলে সমস্যা নাই
আসসালামুয়ালাইকুম ভাই
আামাদের একটা কল ২০১৩ তে ডাবানো সরকারি ভাবে ওই সময় সামাসিবল ছিলো না
কল চাইপা পানি বের করা লাগে
এখন কল টা নষ্ট হয়ে গেছে
পনি আাসেনা
এখন এটা কি ঠিক করা যাবে
আার এটাতে সামার্সিবল বসাতে কত টাকা
খরচ হবে
আচ্ছালামুয়ালাইকুম ভাই কেমন আছেন, ভাই একটা টিউবওয়েল থেকে ৪ মোটরের লাইন নিয়ে টাংকিতে পানি উঠানো যাবেনি,
Jabe
এটা একটি ভ্রান্ত ধারনা।টিওবয়েল আর কল একসাথে থাকলেও যে পরিমান পানি বের হবে আলাদা আলাদা বুরিং করলেও একই পানি উঠবে কারন যখন মটর চলে তখন কেউ টিওবয়েল চাপে না।আর চেক ভাল্প হার্ট থাকবেই কারন পানিটা উপরে উঠানো আছে।পানিটা নিচ দিকে যেতে চাচ্ছে কিন্তু সেটা চেক ভাল্পের জন্য পাচ্ছে না সেজন্য চেক ভাল্প হার্ট থাকে।যারা আলদা আলাদা বুরিং করবেন তারা অবশ্যই শুধু শুধু টাকা অপচয় ছারা আর কিছুই হবে না।আর ইউটিউবে অনেক আলতুফালতু ভিডিও থাকে যেগুলো আসলে বাস্তবে হয় না।তার মধ্যে এটা একটা।এদের পাবনায় পাঠিয়ে দেয়া উচিৎ।
বাই আপনার ফোন নামবার টা দিবেন প্লিজ প্লিজ প্লিজ প্লিজ বাই
@@-Najmul-Agroহুম দেয়া যাবে কিন্তু কেন
আপনার কথা টা ভালো লাগ্লো
ভাই আনবোরিং সিস্টেমে টিউবওয়েল থেকে মোটর ৩০ ফিট দূরে থাকলে পানি উঠবে?
ভাই আমাগে এখানে ৮০ ফিট নিচেওনাই চিতলমারী থানা
আমার বাড়ী কক্সবাজার, আমার টিউবওয়েলে লেয়ার থাকে 40 ফুটের নিচে, এখন মোটর দিয়ে পানি তুলতে চাই, কিভাবে তুলবো?
ভাই জালাই টি সকেট কোথায় পাবো?
ভালো মানের সেকবুলের প্রাইস কত
ভাই আমার বাড়িতে টিউটোরিয়াল পানির লেয়ার ৪০ফিট নিচে আপনার পরামর্শ দরকার
45ft নিচে পানির লেভেল আছে। বোরিং করলাম।কিন্তু পাম্প কত hp লাগবো।একটু বলেন দাদা।
1Hp মটর লাগালে ভালো হবে।
হাস হর্স মরট দিয়ে টিউবওয়েল সাথে তুলছি কয়েক বছর থেকে,
ঝালাই টি বানানো ভিডিও দিন প্লিজ।
দিবো ভাই ইনশাআল্লাহ দিব।
ভাই আমার টিউবয়েল টি ২৫০ ফুট গভীরতায় আছে। এটাতে ওয়ান এইচপি মোটা লাগালে কি আমি বাসা বাড়ির জন্য সারা বছর পানি তুলতে পারব।
ভাই ঝালাইটির ভেতরের ব্যান্ড টা কি থ্রি ফোর
হ্যাঁ ভাই
@@sumonmunsi ধন্যবাদ
ঢালাই টি তিন দের পাওয়া যায় কি
ভাই ভিডিও টা করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আপনার ভিডিও অনেক দেখছি
কিন্তু আমাদের যশোর অনচলে এখন কলের পানির লিয়ার থাকে ৪০ ফিটির নিচেথাকে বরিং আন বরিং কোন টাই কাজ হয় না এর করোনিয় কি আছে
টিউবলের পানি যদি সঠিকভাবে ওঠে তাহলে মোটরের লাইনে ভেজাল আছে ।আর যদি টিউবলের লাইনে সঠিকভাবে পানি না উঠে তাহলে বুঝতে হবে টিও বলে সমস্যা আছে সে ক্ষেত্রে আপনার পার্শ্ববর্তী কোন টেকনিশিয়ান কে নিয়ে দেখাতে পারেন।
১.৫ বোড়িং পাইপ এ কত hp পর্যন্ত মোটর লাগানো যায়
1Hp
💗🇧🇩
ভাই আমার মটর কল থেকে ৩/৪ ফুট দুরে এখন কি আমি টি থেকে মটর প্ররযনত এক ইনচী পাইপ দিলে মটর বা কলের কনো সমস্যা হবেকি দয়াকরে যানাবেন
না ভাই কোন সমস্যা হবে না ইনশাআল্লাহ।
ভাই আপনি যে বিষয়টার উপরে ভিডিওটা তৈরি করছেন আমারও সেইম প্রবলেম আমি আজকের এই লাইন চেঞ্জ করে দেখব সমস্যার সমাধান হয় কিনা।
জি ধন্যবাদ ভাই
ভাই এই ঝালাই টি, কি কোনো দোকানে কিনতে পাওয়া যায়?
কোন দোকানে গেলে কিনতে পাবো জানাবেন।
স্যানিটারি বা হার্ডওয়ার দোকানে পাবেন।
@@sumonmunsi ভাই এভাবে কি তৈরী করা অবস্থায় পাওয়া যাবে
@@MAKBDA65 হ্যা ভাই
ভাই আপনার সাথে কথা বলতে চাই
জি বলেন
ভাই আমার মটার চেকবল নষ্ট হচ্ছে বার বার কি করবো
❤️❤️❤️❤️
💓💓💓💯
💓💓💓💯
ভাই আমাদের বাসার মোটর এক ঘোরা 2 ইঞ্চি টিউবওয়েল এর পাইপ এর সাথে সেট করা কিন্তু পানি ঠিকমত উঠে না এবং পানির মধ্যে ভূটি সমাধান কি
হয়তো মটর সংযোগে লিকেস আছে।
@@sumonmunsi তার মানে বুঝলাম না ভাই
@@eliyasahamed8090 এই যে বললেন না পানি ঠিকমত ওঠেনা বুট বুট আসে, টিউবল থেকে মটর পর্যন্ত যে পাইপগুলোর সাথে ফিটিংস লাগানো আছে সেই ফিটিংসে হয়তো কোন জায়গা থেকে লিকেস করতেছে সেজন্য পানি এভাবে কমওটে বা বুট বুট করে।
@@sumonmunsi এখন করনীয় কী ভাই
সংযোগ গুলো ভালো করে চেক করে দেখেন।
আমি ও একজন প্লাম্বার।
আপনার ভিডিও দেখতে অনেক সময়ের দরকার কিন্তুু সময়ের সুযোগ থাকে নাহ।
কাজের বাইরে ও কথা অন্য বিষয়ে বেশি বলা হয়ে যায়। যার কারণে ভিডিও লম্বা হয়ে যায়
ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ পরবর্তীতে চেষ্টা করব ইনশাআল্লাহ, খুব সট করে ভিডিও আপলোড করার জন্য।
ভাই একটা জিনিস জানার ছিল যদি বলেন প্লিজ, আমাদের বাড়িতে ডিপ টিউবওয়েল এর বোরিং করা হয়েছে প্রায় ৯দিন হলো।তো এখনো ওরা টেংকি ও সাবমারসিবল লাগাই নাই। তো আমি কি এখন অন্য মটর দিয়ে পানি তুলতে পারবো। বোরিং এর কোনো সমস্যা হবে না তো।❤
প্লিজ রিপ্লাই দেন😔
আমার টিউবওয়েলে বর্ষার মৌসুমে পানি তাকলেও শুষ্ক মৌসুমে পানি থাকে না। এখন আমি এই টিউবওয়েল মটর ব্যবহার করা ঠিক হবে কী?
শুকনার মৌসুমে যদি মোটেও পানি না পান তাহলে দরকার নেই মোটর লাগানোর। যদি অল্প অল্প পানি পেয়ে থাকেন তাহলে মোটর লাগিয়ে দেখতে পারেন বোরিং করে ইনশাল্লাহ পানি পেতে পারেন।
হেব্বি ব্যাখ্যা দিলেন ভাই৷ কিন্তু কিছুই বুঝলাম না৷ পানির লেয়ারে পরিবর্তন নাই, ভেতরে পাইপ দিলেও সেই একই চাপ পড়বে, পাইপ না দিলেও তাই পড়বে৷ কিন্তু কি বুজাইলেন বুজলামনা
ভাই ভিতরে পাইপ দিয়ে লাইন বের করার পরে টিউবল টু মোটরের মাঝে কোথাও চেকবাল্ব দেওয়া হলে মোটরের লাইন চাপে থাকবে। বাহিরে চেকবাল্ব দেওয়া যাবে না। চেকবাল্ব টিউবলের ভিতরে পাইপের সাথে দিয়ে দিতে হবে। তাহলে লাইন চাপে থাকবে না।
সে বুখা মিস্ত্রি
Electric ar gr kag kre dekan
ধীরে ধীরে পাবেন ইনশাআল্লাহ।
কতো ফিট নিচে থেকে মোটরে পানি আসবে টিউওল সহো
৪০/৫০ফিট
ঝালাই টি বরিশাল পাওয়া যায়?
হ্যাঁ ভাই পাওয়া যায়।
Koto lakh jalai T lagbe
দুইটি লাইন বের করেল টিউবলের কোন সমস্যা হয় কি না জানাবেন দয়া করে
তিনটি লাইন করলেও কোন সমস্যা নাই কিন্তু মটর একই সময় চালানো যাবে না।
৪ইনচি বোরিং থেকে ২ইনচি বোরিং করলে ২ইনচি মটরে পানি উঠবে??
ইনশাআল্লাহ উঠবে ভাই।
ভাই আমি আলাদা বোরিং করার পরও গভীরে ৫০ ফিট পাইপ এবং শর্ট চেক বল ও কলম চেক বল দিয়ে আলাদা বোরিং লাইন টানছি কিন্তু টিউ বলে পানি থাকে না বলে পানি থাকে না আবার মোটরের সুইচ অন করলে মটার দিয়ে পানি উঠেএটার কারণ কি একটু আমাকে বলবেন
মোটরের লাইন বোরিং করা সেজন্য মোটরের পানি তুলতে পারতেছে । টিউবলের চামড়ার ওয়াসারটা হয়তোবা নষ্ট হয়ে গেছে এ কারণে টিউ বলে পানি থাকে না
@@sumonmunsi ভাই এটা নতুন টিউবয়েল আর নতুন বোর্ডিং করা ঠিক আছে বোর্ডিংয়ের দুদিন পরে আমি আবার মোটর এর লাইনটা এখন পানি থাকছে না কি করবো নাকি সবকিছু আবার খুলে টাইট দিয়ে ভালো করে
আমি ঝালাই টি নিতে চাই ইন্ডিয়া থেকে যদি কোরিয়ার হয় বলে
ঝালাই টি ভিডিও দেন ভাই
নেক্সট উইকে দেবো ইনশাআল্লাহ।
টিউবওয়েল থেকে সর্বোচ্চ কতো ফুট দূরে মটর বসানো যায়??
200 ফিট
ভাই মটর চালুর ২মিনিট পর আর পানি উঠেনা বন্ধ করে চালু করলে পনি উঠার পর আবার ১/২ মিনিট পর পানি পরে যায় কি সমেস্যা
হয়তোবা পাইপের ভিতর যে রিজার্ভ পানিটা থাকে সেটা তুলে নেয়। নিচের ফিল্টার থেকে পানি ৫ হয় না। তাই হয়তোবা 2/1 মিনিট পরপর বন্ধ হয়ে যায়।
আমিও, কিন্তু বরিং মিস্তিরি,এতভাব,নিয়েননা
ধন্যবাদ ভাই আপনাকে।
মটর চালু করে টিউবওয়েল চাপলে কি মটর তারাতাড়ি নষ্ট হয়ে যায়, জানাবেন পিলিজ
ভুল কথা
চেক বাল্ব ক্ষতিগ্রস্ত হয়।এটা না করাই ভাল
আমাদের ১.৫ ইন্চি পাইপে ২টা মটর চলে,,,,,বাট বর্তমানে পানির চাপ খুবই কম নাই বল্লেই চলে,,,,,,,,
ভিতরে ৩/৪ পাইপ ৫টা ডুকানো
ai rokom somossa ki somadhan ase nki kono ..thakle janaben plj..
এই ধরনের সমস্যা থেকে সমাধান পেতে হলে মোটরের লাইন বোরিং করে বের করতে হবে। বোরিং করে বের করার পরে টিউবল টু মোটরের মাঝখানে কোন ধরনের চেকবাল্ব ব্যবহার করা যাবে না, শুধুমাত্র বোরিং এর ভিতরে একটি চেকবাল্ব ব্যবহার করতে হবে। তাহলে এই ধরনের সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ।
টিউবওয়েল অনেক হার্ড কেন হয় চাপতে ও কষ্ট হয় হাত ব্যাথা হয়ে যায় এবং পানি ও অনেক কম উঠে ভাই ইহার কারণ কি জানালে উপকৃত হব
ফিল্টার জাম তাই।
@@sumonmunsi এখন কি করলে ঠিক হয়ে যাবে
@@ArifurRahman-fv5gr ওয়াস করতে হবে
ভাই আমার বাড়ির টিউবওয়েলের লেয়ার 40 ফিট। আন বোরিং সিস্টেমে মটর লাগানো পাইপের সাথে। কিন্তু এক সপ্তাহ যাবত পানি উঠতেছে না। এখন কি বোরিং করে দিলে পানি উঠবে। ভাই আমার বাড়ি টাঙ্গাইল। পানি দুই মিনিট উঠে পরে আবার ছেড়ে দেয় মোটরে।
ভাই আপনার মত আরো অনেকেই কমেন্ট করছে এ বিষয়ের উপরে একটি ভিডিও দিতেছি খুব শীঘ্রই ইনশাআল্লাহ।
ধন্যবাদ ভাই আপনাকে
ভাই তোমার সাথ কি ভাবে যোগা যোগ করবো।বান্বার দাও।
যেকোন বিষয় কমেন্ট করেন ভাই আমি রিপ্লাই দিচ্ছি।
আমি নিজে ঝালাই টি তৈরি করি।।
ধন্যবাদ
আসসালামু আলাইকুম ওরাহমাতুল্লাহ, ভাই আমার বাসা বগুড়া, আমার টিউবল বড়িং করা নাই,তার সাথে মটর লাগানো আছে, এভাবে অনেকদিন ধরে ব্যবহার করতেছি, মাঝখানে ৫ দিন বাসায় ছিলাম না, পানির নিয়ার নিচে চলে গেছে এখন আর কোন ভাবে পানি উঠাতে পারতেছে না, কলের চেক ভালভ এবং ভার্টিক্যাল চেক ভালভ দুইটাই চেঞ্জ করছি তাও পানি উঠতেছে না,এক কথায় কল কোন ভাবে হাওয়া নিচ্ছে না, মানে হাওয়া নিয়ে যে শক্ত হয়ে পানি উঠবে সেই হাওয়া টাই নিচ্ছে না , কি করতে পারি জানালে কৃতজ্ঞ থাকবো
ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ,
আপনি কি ভাই টিওবলের ওয়াসার এবং বাকেট চেঞ্জ করছেন। যদি না করে থাকেন তাহলে টিউবলের ওয়াসার এবং বাকেট টি নতুন করে চেঞ্জ করে দিয়ে দেখেন মনে হয় আপনার সমস্যার সমাধান হতে পারে ইনশাআল্লাহ। ওয়াসার বাকেট চেঞ্জ করে থাকলে আমাকে জানাবেন ?
আপনার হোয়াটসঅ্যাপ আছে ভাই?
ভাই আমার একটা ঝালাই টি লাগবে
ঝালই টি কিভাবে তৈরি করে নিতে হয়, সে ভিডিও আজকেরই পাবেন ইনশাআল্লাহ
এটা কোনো চাপ পরীক্ষা করার সিস্টেম হলো???
মানুষ তো বুঝতে চায় না রে ভাই।
ভাই দেড় ইনচি পাইব এর ভিতর ৩/৪পাইব দিয়ে বরিং করতে গিয়ে ৩০ ফুট পাইব পরে গেছে ওঠাবে কিভাবে
এরকম আমার এখানে একবার হইছে তার পরে মনে হয় 1/2 ইঞ্চি দিয়ে পানি উঠাইছে। বাকি পাইপ ভিতরে পরে রইছ
Hi
প্লিজ আমাকে কেউ হেল্প করেন মোটর দিয়ে টেংকিতে পানি তোলার পর সেই পানি পুনরায় নেমে যাওয়ার কারণ কি টেংকিতে পানি না থাকার কারণ কি বলেন প্লিজ
@@Sharmin-b9f এ সমস্যা কতদিন ধরে চলছে।
@@sumonmunsi ১ সপ্তাহ থেকে এরকম পানি উঠে সব ঠিকঠাক কিন্তু পরে পানি টা নেমে যায় টেংক এ পানি থাকে না
ভাইয়া ২০ ফিট নিচে পানির লেয়ার আমরা ৪০ ফিট বোরিং করছি তাও পানি আসে না কি করবো?
টিউবলে সমস্যা না থাকলে আবার চেষ্টা করেন, উঠবে ইনশাআল্লাহ।
@@sumonmunsi ভাই আপনার নাম্বার টা দেন একটু কথা ছিলো
বোরিং কি জিনিস কেউ একটু সুন্দর বেখ্যা দিবেন।
ইনশাআল্লাহ দিবো ভাই।
মটরে যেন পানি না দিয়ে, পানি তোলা না লাগে সে জন্য তো মটরে চেকবাল্ব লাগানো হয় সেখানেও তো এরকম চাপ পরবে
ভালো প্রশ্ন করেছেন? কিন্তু কেউ উত্তর দেয় না কেন? এ প্রশ্নের উত্তর আমারও জানা দরকার
আমার টিউবয়েল থেকে যখন চাপকল লাগানো ছিল তখন পানি উঠত। এখন মোটর লাগিয়েছি কিন্তু ঠিকমত পানি উঠে না ধাক্কা দিয়ে দিয়ে উঠে। এটার কারন কি?? নিছে ৩০' পাইপ ঢুকিয়েছি ১৫০' দূরে নিছি পানি।
আপনি কোন জেলা থেকে বলছেন ভাই ?
চট্টগ্রাম
এই টি বেবহার করলে কি মটরের সমস্যা হবেনা ভাই
ভাই, আমার টিউবওয়েল এ পানি আছে কিন্তু পানি তোলার ১০ মিনিট পরে আবার পানি তুলতে গেলে ৬ থেকে ৭বার চাপ দিয়ে তুলতে হচ্ছে। এর কারণ আর সমাধান টা একটু বলবেন দয়া করে,,,,,
টিউবলে কি মটর লাইন করা?
@@sumonmunsi করা আছে একসাথেই,,, কিন্তু মটরেও ঠিকঠাক পানি উঠে না , চেকবল টাও পাল্টে দেখলাম, কোনো কিছুই হলো না
ভাই আমার মটরের চেকবল একমাসও যায় না
কি কোম্পানির চেক বাল্ব লাগান
@@sumonmunsi r f l
@@sumonmunsi মটর ও টিউবওয়েল একসাসে লাগা আছে
ভাই আমি টিওবয়েল এ ১.৫" মটর লাগাইছি টিওবয়েল এ পানি ওঠে কিন্তু মটর এ পানি ওঠে না।
কি করব।
Motor er outut line e R Akta check valve lagan 100% solve hobe
A ti modification korchi 500 tk
আমি বরিং করে নিচি। কিন্তু পানি কম উঠছে । মটোরে এখন করোনিও কি। ভাই ৭০ ফুট নিচে দিচি আমাদের বরিং করা ২৬০ ফুট।
মোটামুটি পানি আসলে গরমের সিজনে ঠিক আছে। খুব কম আসলে সংযোগে কোথাও লিকেছ আছে কিনা সেটা চেক করে নিতে পারেন।
মটর এবং টিউবলের এক সাতে ব্যবহার করলে মটরে কোন সমস্যা হবেনা
সমস্যা তেমন একটা হবে না, কিন্তু একসাথে ব্যবহার না করাই ভালো।
A vi apnar boring somporka ko no derona asa
😅😅😅😅
ভাই যদি কিছু মনে না করুন তাহলে
আমি আপনার সাথে আমার টিউবওয়েলের সমস্যা নিয়ে একটু কথা বলতে চাই।
Gi bolen,,,
@@sumonmunsi
ভাই আমার টিউবওয়েলের সাথে সরাসরি একটি গাজী ওয়াটার পাম্প মটর লাগানো ছিলো সপ্তাহ খানিকের মতো মোটামুটি ভালোই পানি উঠেছিলো কিন্তুু আশপাশে একটি সাম্বারসিপল মটর স্হাপন করাই আমার টিউবওয়েলের পানির লেয়ার অনেক নিচে চলে যায় আর এখন খরা মৌসুম চলছে এখন তো আরো খারাপ অবস্থা পানি টিউবওয়েলেও উঠতেছে না খুব কষ্ট হয় চাপতে।
এখন আমার কথা হলো,
আমার গাজী ওয়াটার পাম্পটায় যদি পানির লেয়ারের গভীরতা মেপে কলাম পাইপ লাগায় তাহলে কি পর্যাপ্ত পানি উঠবে??????????????????
মোটরের সাথে সরাসরি কলাম পাইপ স্হাপন করলে কি পানি উঠবে???
দয়া করে বিষয়টা জানাবেন প্লিজ।।।
ভাই রিপ্লে দিন প্লিজ।।।।
@@Ai-zone6631 40 ফুটের নিচে পানি দেয়ার নেমে যায় তাহলে তো আপনার মোটরে পানি উঠতে কষ্ট হয়ে যাবে।
টিউবলের নিচ থেকে যদি পানি কম আসে তাহলে আপনার উপরে তো সাপ্লাই কম হবে তাইনা। বোরিং করলে পানি পর্যাপ্ত পাওয়া যায় না কিন্তু মোটা টিউবলের উপর চাপ কম থাকে। আশা করি বুঝতে পারছেন।
@@sumonmunsi তার মানে ৪০ফুটের নিচে যদি পানির লেয়ার থাকে তাহলে মোটরে কলাম পাইপ লাগিয়েও আশানুরূপ পানি পাওয়া যাবে না।।।??
তাই তো??
আন বোরিং বলতে কি বুজাচ্ছেন,,
টিউবলের ভিতরে 3/4 সাইজের পাইপ ঢুকিয়ে মোটরের লাইন বের করা কেই আমার বলি বোরিং মোটর লাইন।
দুর মিয়া আমাদের একানে ওয়াটার লেবেল ৩০ ফিট বডিং করেও পানি ওঠে না😢
খরার মৌসুমে অনেক জেলার টিউবলে পানি ওঠে না ভাই।