ইটের দেয়ালে নোনা আসে কেন, প্রতিকার ও নোনা প্রতিরোধের উপায় ।

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 22 ก.ค. 2024
  • ইটের দেয়ালে সাদা ছোপ আসাকে ইঞ্জিনিয়ারিং টার্মে efflorescence on brick বলে যেটা সবাই আমরা দেয়ালে নোনা ধরা বা লবন আসা বলি । আজকের ভিডিওতে এই নিয়ে আলোচনা হবে। ইটের দেয়ালে নোনা আসে কেন? নোনা কী ? কীভাবে এটি দূর করবেন ? এর প্রতিকার ও প্রতিরধের বিষয়ে আলোচনার চেষ্টা করব যাতে এই সমস্যা থেকে আপনারা প্রতিকার পেতে পারেন ।
    0:00 introduction
    0:43 intro
    0:58 What is efflorescence
    3:00 Types of efflorescence
    7:54 How To prevent efflorescence
    11:29 Soultion for efflorescence problem
    15:16 Tips for prevent efflorescence
    #efflorescence #integral_design_studio #ids #construction
    ................................................................................................
    আপনার অনুসন্ধানের জন্য এই লিঙ্ক ব্যবহার করতে পারেনঃ forms.gle/7TtVNUc1CZbX5Nkf8
    Use the Google Form Link for your inquiry :
    forms.gle/7TtVNUc1CZbX5Nkf8
    subscribe my TH-cam channel for more video like this click : / @arniloy
    I love to share knowledge and exchange ideas , As I am an architect you could learn about architectural rules, tips and tricks that may related to Bangladesh context. I love to travel so you may be also get some travel video blog and some funny experience sharing story here.
    আমি স্থপতি হাসান শাহরিয়ার খান ,পরিচিত সবাই নিলয় নামে চিনে , স্থাপত্য পেশা নিয়ে সধারন মানুষের নানা প্রশ্নের উত্তর দেয়ার চেষ্টা, স্থাপত্য নিয়ে ভুল ধারনা ভেঙ্গে সঠিক পথ দেখানো, এছাড়া নানা স্থাপত্য বিষয়ক টিপস ও ট্রিক্স অথবা কাজের ফাকে ঘুরেবেড়ানো বা জীবন মুখি জিনিস নিয়ে ভিডিও পাবেন এই চ্যানেলে ।
    আমার ভিডিও নির্মাণ সম্পূর্ণ শখের বশে অবসরের কাজ। ভিডিও গুলা ধারন ও নিজ হাতেই করি। তাই ভিডিও ধারনের ক্ষেত্রে আমি আমার স্মার্ট ফোন মাঝে মাঝে গিম্বেল ক্যামেরা ব্যাবহার করি।ছবির চাইতে কন্টেন এর বিষয় গত মান আমার কাছে বেশি মূল্যবান । আমার আসল উদ্দেশ আপনাদের সাথে বিভিন্ন অভিজ্ঞতা শেয়ার করা। ভিডিও গুলা আপনাদের কাজ আর আমার বিনোদনের উদ্দেশেই তৈরি করা । আমার শখের এই কাজ আপনাদের উপকার বা আনন্দ দিলে এইটা আমার একটা অতিরিক্ত পাওয়া। কোন প্রশ্ন থাকলে আমাকে ই-মেইল করতে পারেন । ই মেইল এড্রেসঃ myquestion2ar.niloy@gmail.com
    ................................................................................................
    আমি একজন স্থপতি এবং এইটাই আমার পেশা তাই কেউ পেশাগত সার্ভিস নিতে চাইলে যথাযথ প্রক্রিয়াতে আমার সাথে যোগাযোগ করতে হবে । আমার সাথে যোগাযোগের জন্য নিচে কিছু লিঙ্ক আছে সেখানে খুজে দেখতে পারেন। আমার ভিডিও দেখে যদি আপনার আমাকে দিয়ে আপনার কাজ করানোর আগ্রহ জন্মায় সেটা সঠিক সিদ্ধান্ত হবে না , আপনাকে আমার কাজ আর কাজের ধরন সম্পর্কেও জানতে হবে ।
    একেক জন স্থপতির কাজের ধরন ও প্রক্রিয়া ভিন্ন্য , আমি চাই আপনার সচ্ছ্য একটা ধারনা তৈরির পর আপনি আমার সাথে যোগাযোগ করেন, সবচাইতে বড় ব্যাপার আপনার যেমন স্থপতি হিসাবে আমাকে পছন্দ হতে হবে তদ্রূপ একজন ক্লাইন্ট হিসাবেও আপনাকে আমার পছন্দ হতে হবে।
    Ar.Hasan Shahriar Khan (Niloy)
    (MIAB- K113)
    Principal Architect
    Integral Design Studio
    / integral.bd
    ..................................................................................................
    Follow me on Facebook : / ar.niloyvlog
    Follow me on Instagram : / architect.niloy
    Follow Labdho art Channel:
    / @labdhoart
    ........................................................................
    #Ar_niloy #arniloy #integral_Design_Studio #ids #integral #Architectniloy #নিলয় #স্থপতিনিলয়
  • วิทยาศาสตร์และเทคโนโลยี

ความคิดเห็น • 92

  • @ArNiloy
    @ArNiloy  2 ปีที่แล้ว +7

    আপনার অনুসন্ধানের জন্য এই লিঙ্ক ব্যবহার করতে পারেনঃ forms.gle/7TtVNUc1CZbX5Nkf8

    • @thesolutionisme3455
      @thesolutionisme3455 ปีที่แล้ว

      ভাই আমি ওয়াটার রিপিলেন কি বুঝতে পারছিনা যদি দয়া করে কনো লিঙ্ক দিতেন

  • @afrojasumi9411
    @afrojasumi9411 2 ปีที่แล้ว +9

    ভাইয়া, আপনার আলোচনা শুনলে মনে হয় ঘরে বসেই architecture শিখে যাচ্ছি।খুবই গোছানো।

  • @nurulahmed8962
    @nurulahmed8962 2 ปีที่แล้ว +9

    আপনার পরামর্শ ১০০% সঠিক ও গ্রহণযোগ্য। জনগনের উপকারে আসবে। ধন্যবাদ।

  • @RKarim
    @RKarim 3 หลายเดือนก่อน +1

    সুন্দর, মার্জিত এবং তথ্যবহুল উপস্থাপনার জন্য অসংখ্য ধন্যবাদ ।

  • @arifrahman-nz1vv
    @arifrahman-nz1vv 2 ปีที่แล้ว +3

    আপনার
    Vlog গুলো দেখে অনেক নতুন নতুন অভিজ্ঞতা হচ্ছে। আলহামদুলিল্লাহ

  • @touhidulali2668
    @touhidulali2668 ปีที่แล้ว +2

    আপনার ভিডিও গুলো আমি দেখি,খুব ভালো লাগে।আপনার আলোচনার মধ্যে কোনো মারপ্যাচ নেই।নির্ভেজাল মানুষ আপনি।ভাইয়া আমার ইচ্ছা আপনি আমার বিল্ডিংয়ের ডিজাইন,প্ল্যানিং করে দেবেন।

  • @Kayumkhan11193
    @Kayumkhan11193 ปีที่แล้ว +1

    যথেষ্ট সুন্দর আলোচনা করেছেন। ধন্যবাদ

  • @mdabdulbased6497
    @mdabdulbased6497 2 ปีที่แล้ว +3

    ধন্যবাদ স্যার, অনেক সুন্দর আলোচনা করেছেন, সামনে আরো নতুন নতুন ভিডিও চাচ্ছি...

  • @samba10e
    @samba10e 2 ปีที่แล้ว +2

    সুন্দর করে বুঝিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ।

  • @user-hs4qe6xl7c
    @user-hs4qe6xl7c 3 หลายเดือนก่อน +1

    Excellent discussion.

  • @alaminsnighdho3818
    @alaminsnighdho3818 2 ปีที่แล้ว

    খুবই গুরুত্বপূর্ণ ভিডিও

  • @abirbid2028
    @abirbid2028 3 หลายเดือนก่อน

    দারুন informative video.

  • @khairulbasherul5056
    @khairulbasherul5056 2 ปีที่แล้ว

    জাজাকাল্লাহ খায়ের মহান আল্লাহ আপনার প্রতি সহায়ক হোক।

  • @TV-jw8yp
    @TV-jw8yp ปีที่แล้ว

    ভাইয়া আপনার ভিডিও গুলো ভালো লাগে,,,,,,
    সাধারণ মানুষের জন্য হেল্পলাইন হিসেবে খুবই কাজে দেবে,,, ধন্যবাদ ভাইয়া

  • @mizanmondol6571
    @mizanmondol6571 5 หลายเดือนก่อน

    খুব ভালো লাগলো। ধন্যবাদ।

  • @arupkumarroy5931
    @arupkumarroy5931 ปีที่แล้ว

    বাস্তব এ এতো সূন্দর ভাবে বললেন
    খুব ভালো লাগলো
    আপনাকে ইন্ডিয়া থেকে আমি অরূপ রায় অসংখ্য ধন্যবাদ জানাই
    আমর নুতন দেওয়াল এ নোনা ধরেছে অল্প বিস্তর
    তার দারুন উত্তর পেলাম
    আমি শান্তি পেলাম
    আপনার চ্যানেল টা যাতে ভালভাবে এগিয়ে যায় ঈশ্বর এর কাছে কামনা করি

  • @mohdasamad8627
    @mohdasamad8627 2 ปีที่แล้ว

    আসসালামু আলাইকুম স্যার আপনাকে ধন্যবাদ, প্রয়োজনীয় কিছু তথ্য দেওয়ার জন্য।

  • @dasdiponkar010
    @dasdiponkar010 ปีที่แล้ว

    ei video tar jonye dhonnobad

  • @streamerzzz4922
    @streamerzzz4922 2 ปีที่แล้ว

    98 তম লাইক কারী । আপনার জন্য অনেক ইনফরমেশন পাচ্ছি, তাই ধন্যবাদ

  • @subhadipb867
    @subhadipb867 2 ปีที่แล้ว

    অনেক ধন্যবাদ স্যার।

  • @IsmailHossain-qb7bj
    @IsmailHossain-qb7bj 6 หลายเดือนก่อน

    জাযাকাল্লাহু খাইরান

  • @debashischakraborty2320
    @debashischakraborty2320 2 ปีที่แล้ว

    Khub sundor

  • @shakibislam7402
    @shakibislam7402 2 ปีที่แล้ว +1

    গ্রামের বাড়ি কেমন হওয়া উচিত! এটা নিয়ে করা ভিডিও টা খুবই ভাল হয়েছে।
    এরকম আরো বাড়ির ডিজাইন কোথায় থেকে দেখা যাবে৷
    একজন আর্কিটেক্ট এর কাজ কি কি + তাদের ফিস কেমন হয়। তাদের দিয়ে কাজ করানোর উপকারীতা নিয়ে একটা ভিডিও এর রিকোয়েস্ট করছিলাম অনেক আগে। যা আপনি করবেন বলে রিপ্লাই দিয়েছিলেন।

  • @kyawhlasen6805
    @kyawhlasen6805 ปีที่แล้ว

    Thank you so much vhaiya.

  • @nikhileshmandal2623
    @nikhileshmandal2623 6 หลายเดือนก่อน

    Darun

  • @iftakharulamin9028
    @iftakharulamin9028 2 ปีที่แล้ว

    ভাল লাগছে

  • @forhadbiplob7759
    @forhadbiplob7759 2 ปีที่แล้ว

    Thank you very much f Sir for your valuable information!

  • @biplabpramanik7705
    @biplabpramanik7705 10 หลายเดือนก่อน

    অসাধারণ ।

  • @Aminulislam-ob3ew
    @Aminulislam-ob3ew ปีที่แล้ว

    স্যার আসসালামু আলাইকুম কেমন আছেন ? টেকনিক্যাল বিষয় গুলো নিয়ে আলোচনা করায় অনেক ধন্যবাদ।
    স্যার বিল্ডিংয়ের রং এর বিষয়ে আলোচনা করার জন্য অনুরোধ করছি।

  • @yeasirrussel1631
    @yeasirrussel1631 ปีที่แล้ว

    Thanks for information

  • @mdjahidulislam2797
    @mdjahidulislam2797 2 ปีที่แล้ว

    Thanks vai

  • @jibonahmed3074
    @jibonahmed3074 4 หลายเดือนก่อน

    Beautiful sir

  • @tchangma235
    @tchangma235 2 ปีที่แล้ว

    ইমারত নিয়ে অনলাইনে এডভাইস দিতে দেখা তাদের মধ্যে আপনি ই সেরা💝

  • @sohanalam9983
    @sohanalam9983 2 ปีที่แล้ว

    এতো সহজ ব্যাখ্যা

  • @MrJamespaulsarkar
    @MrJamespaulsarkar 2 ปีที่แล้ว

    Please upload a series about maintenance of exposed brick houses, thanks

  • @anilkumarbandyopadhyay5235
    @anilkumarbandyopadhyay5235 2 ปีที่แล้ว

    Kindly advise me as to what brand of sealant I should use to seal the cracks in my black marble sink situated at my cooking place?

  • @RavarsenBlogspot
    @RavarsenBlogspot 2 หลายเดือนก่อน

    ঘর ড্যাম হয়ে গেলে কী করণীয় এই বিষয়ে একটা ভিডিও রেকওয়েস্ট করছি।

  • @mdmobarokullah9853
    @mdmobarokullah9853 ปีที่แล้ว

    ধন্যবাদ

  • @rsmawal6465
    @rsmawal6465 ปีที่แล้ว

    awesome

  • @mdmozammalhossain2604
    @mdmozammalhossain2604 ปีที่แล้ว

    আসসালামু ওয়ালাইকুম ওয়ারাহমাতুল্লিহু। ধন্যবাদ, আপনার ভিড়িও দেখে অনেক কিছুই শেখা যায়। আমাদের চট্টগ্রামের কালুরঘাট রেল সেতু ইটের পিলারের তৈরি কিন্তু লোনাপানির মধ্যে চুবনো থাকলেও ইটে কোনো লবন আসে নাই জনালে উপকৃত হব, ধন্যবাদ।

  • @jmjoshimuddinchowdhury2796
    @jmjoshimuddinchowdhury2796 2 ปีที่แล้ว +1

    জনাব, প্লাস্টার নিয়ে একটা ভিডিও চাই।

  • @alibalmamun2070
    @alibalmamun2070 ปีที่แล้ว

    tnx

  • @shajjad121
    @shajjad121 2 หลายเดือนก่อน

    আমার বাসার ছাদে থেকে পানি ছাদের কোনা দিয়ে ঘরে ঢুকে।
    প্রতিরোধের উপায় জানতে চাচ্ছি। :)

  • @engabdulhannan9415
    @engabdulhannan9415 5 หลายเดือนก่อน

    Thanks

  • @jmjoshimuddinchowdhury2796
    @jmjoshimuddinchowdhury2796 2 ปีที่แล้ว

    Thanks a lot ❤️❤️❤️❤️❤️❤️❤️

    • @ArNiloy
      @ArNiloy  2 ปีที่แล้ว +1

      You're welcome 😊

  • @hasinamoriom1426
    @hasinamoriom1426 ปีที่แล้ว +1

    ভিডিও গুলোতে সাউন্ড বেশি হতে হবে।

  • @IIDECMNH
    @IIDECMNH ปีที่แล้ว

    ধন্যবাদ স্যার । আরো ২ টি বিষয় জানতে চাই । ১) যেখানে পানিতে আয়রন বেশী সেখানে বালির ফিল্টার দিয়ে পরিষ্কার করে নিলে ইটের নোনা ধরা কমতে পারে ? ২ ) নতুন/পুরাতন বাড়ির দেয়ালে বা কোথাও সামান্য ফাটল থাকলে সেখানে বটগাছ ও পাইকড় গাছ জন্মায় । গাছের শিকড় অনেক গভীরে চলে গেলে এ থেকে পরিত্রাণের উপায় কী ?

  • @nazmulbpi9323
    @nazmulbpi9323 ปีที่แล้ว

    ভাই আমি ৩ মাস হলো নতুন বাড়ি বানিয়েছি,,
    কিন্ত এখনি আমর বাড়ির ইটে সাদা সাদা নোনা লেগেছে প্রায় ২০% ইটে নোনা লেগেছে,, এখন আমার করণীয় কি, জদি বলতেন খুব উপকৃত হতাম,,

  • @Mr.MrsVlogCTG
    @Mr.MrsVlogCTG ปีที่แล้ว

    স্যার আমার বাড়ির কাজ করানোর সময় বাহিের এবং ভিতরে প্লাস্টার করার সময় তেতুল পানি ব্যাবহার করেছিলাম নোনা না আসার জন্য। এটা আসলে কতটুকু কার্যকর একটু জানাবেন প্লিজ।

  • @shiblyms
    @shiblyms ปีที่แล้ว

    আমার এলাকায় টিউবওয়েলের পানি কিছুটা লবনাক্ত এবং নির্মান কাজের জন্য বিকল্প পানির ব্যবস্থা নেই বললেই চলে, এখন আমরা নির্মান কাজটা কীভাবে করতে পারি?

  • @saharaislam1492
    @saharaislam1492 3 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤

  • @md.sayedhasan
    @md.sayedhasan 2 ปีที่แล้ว

    ভাইয়া, জিপসাম বোর্ড এবং সিলিং নিয়ে ভালো একটা ভিডিও তৈরি করবেন যেখানে আমরা জিপসাম সম্পর্কে জানতে পারবো এবং নরমাল ইউপিভিসি সিলিং এর থেকে জিপসাম সিলিং ভালো হবে কিনা সেটা ব্যাপারে জানাবেন কোনটা টিকশই কেমন হবে সেটাও জানাবেন ধন্যবাদ

  • @IsmailHossain-qb7bj
    @IsmailHossain-qb7bj 5 หลายเดือนก่อน

    আসসালামু আলাইকুম নতুন আস্তরের উপরে সাদা সাদা নোনা আসলে ধুয়ে পরিষ্কার করে;আপনি যেভাবে বলছেন তেতুল পানি লাগালে কাজ করবে কিনা?

  • @imranctg3790
    @imranctg3790 2 ปีที่แล้ว

    আয়রণযুক্ত পানি নির্মাণ কাজে ব্যবহার করা যাবে কিনা?

  • @cometotruthofislam3108
    @cometotruthofislam3108 2 ปีที่แล้ว

    ❤️❤️

  • @AHSANHAMIM
    @AHSANHAMIM ปีที่แล้ว

    আসসালমুআলাইকুম,
    আমার বাসার ভিতরে ব্রিক ওয়াল করতে চাই, এই ব্যাপারে আপনার পরামর্শ চাই

  • @mdshuvokhan6851
    @mdshuvokhan6851 ปีที่แล้ว

    প্লাস্টার এর সাথে কি ক্যমিক্যাল ব্যাবহার করলে ভালো হবে, আপনি দুই একটি নাম আমাকে সাজেস্ট করলে খুব খিশি হতাম

  • @IsmailHossain-qb7bj
    @IsmailHossain-qb7bj 5 หลายเดือนก่อน

    আসসালামু আলাইকুম তেতুল তিনবার লাগানোর জন্য একসাথেপানিতে গুলে নিবে? না আলাদা আলাদা তিনবার? একবার তেতুল গুলে কয়দিন লাগানো যাবে।?

  • @monowarulislam3159
    @monowarulislam3159 2 ปีที่แล้ว

    আসসালামু আলাইকুম, আমি আপনার ব্লগ এর নিয়মিত দর্শক। আল্লাহ আপনাকে সুস্ততা দান করুন। water repellent এর নাম গুলো যদি বলেন উপকৃত হবো

    • @ArNiloy
      @ArNiloy  2 ปีที่แล้ว

      বিভিন্ন কোম্পানির বিভিন্ন নামে বিক্রি করে, আপনি ইন্টারনেট এ water Repellent for brick wall Bangladesh লিখে গুগল করলেই পেয়ে যাবেন।( প্রসঙ্গত পেশাগত দিক বিবেচনায় কোন নির্দিষ্ট কোম্পানিকে আমি এভাবে পাব্লিক পোস্ট এ প্রমট করতে পারি না। )

  • @zahidhassan8322
    @zahidhassan8322 ปีที่แล้ว

    আসসালামু আলাইকুম, আমার গ্রামের বাড়ি ৪তলা। সান সেটের উপর পাখিতে বটের বীজ রাখে যার জন্য বট গাছ হয়। আমি এই বাসাতে বসবাস করি না।বছরে ছুটিতে যখন যাই তখন বটগাছ জানালার সানসেটের উপর দেখতে পাই।কি করলে এর থেকে পরিত্রাণ পাব?

  • @ashutoshbanerjee3275
    @ashutoshbanerjee3275 ปีที่แล้ว

    আমি দোতলা করছি, ভেতরটা প্লাস্টার হয়েছে বাইরেটা হয়নি, এখনই বাইরের দেওয়ালে বিভিন্ন জায়গায় নোনা দেখা দিয়েছে ইটের ওপর আর ভেতরেও প্লাস্টারের ওপর কোথাও কোথাও নোনা দেখা দিচ্ছে, একেবারে নতুন প্লাস্টার একমাস ও হয়নি, নোনার হাত থেকে কি ভাবে বাঁচাবো প্লাস্টার ও দেওয়াল?

  • @user-uh7ed9rk1l
    @user-uh7ed9rk1l ปีที่แล้ว

    স্যার , দেওয়াল কে লোনা মুক্ত রাখার জন্য মুসল্লার সাথে কি মেডিসিন ব্যবহার করা হয় , এবং প্রতি লিটারে কত ব্যাগ সিমেন্ট হবে ।

  • @KamruzzamanKamruzzaman-ww7zd
    @KamruzzamanKamruzzaman-ww7zd ปีที่แล้ว

    নতুন বিল্ডিংয়ে যদি সঙ্গে সঙ্গে হাই স্কুলে দেওয়া হয় ভিতরো বাহিরে তবে কি লবণ আসার সম্ভাবনা কতটুকু থাকবে। লবণাক্ত লেখা হয় সেই ক্ষেত্রে।

  • @MasudRana-ey3wf
    @MasudRana-ey3wf 7 หลายเดือนก่อน

    ইট নোনা থাকলে ইট ধরে বালি নোনা থাকলে কি বালি ধরে জানানে

  • @ramimiqbal3572
    @ramimiqbal3572 2 ปีที่แล้ว

    Swimming pool design and others

  • @abuyousuf7116
    @abuyousuf7116 ปีที่แล้ว

    শেওলা পড়লে কি করবো

  • @a.b.malim-urrashidchowdhur5916
    @a.b.malim-urrashidchowdhur5916 5 หลายเดือนก่อน

    প্লোরের লোনা কি ভাবে দুর করা যায়?

  • @humayunkabir-fk1hm
    @humayunkabir-fk1hm 2 ปีที่แล้ว

    পানিতে আয়রন থাকলেও কি নোনা আসে??

  • @rezaulislam1092
    @rezaulislam1092 ปีที่แล้ว

    পুরনো ফ্ল্যাটে বাথরুমের পাশের দেয়ালে নোনা ধরে। যেহেতু ভাড়া বাসা আমাদের করনীয় কী?

  • @arifrahman-nz1vv
    @arifrahman-nz1vv 2 ปีที่แล้ว

    দেয়ালের লোনার জন্য একটি Vlog করলে অনেক ভালো হয়।

    • @ArNiloy
      @ArNiloy  2 ปีที่แล้ว

      aita to tai.....

  • @juwelchowdhury6787
    @juwelchowdhury6787 ปีที่แล้ว

    স্যার ভিডিওর স্ক্রীনে আপনার মোবাইল নম্বরটা দিয়ে দিবেন

  • @limonmohammed5796
    @limonmohammed5796 ปีที่แล้ว

    আসসালামু আলাইকুম। আমার বিল্ডিংটি ৩ তলা ফাউন্ডেশন দেওয়া। নিচতলা কমপ্লিট হয়েছে। ২য় তলার কলামগুলি ১০ ফিট দেওয়া হয়েছে কনসোল ছাদ দিব সেই চিন্তা করে। কিন্তু এখন অনেকেই বলতেছে কনসোল ছাদ না দিয়ে বিম ছাদ দেওয়ার জন্য। সেক্ষেতে আমি কি করতে পারি?
    ১/ ১০ ফিটের উপরেই বিম দিয়ে ছাদ দিব? মানে মোট ১১ ফিট হবে।
    ২/ কলাম কেটে ফেলব ১ ফিট? তারপর বিম দিয়ে ছাদ দিব?
    ৩/ নাকি কনসোল ছাদই দিব?

    • @ArNiloy
      @ArNiloy  ปีที่แล้ว

      আপনি নিশ্চয়ই সিভিল ইঞ্জিনিয়ার না, একজন বিএসসি সিভিল ইঞ্জিনিয়ারের সাথে যোগাযোগ করেন।

  • @abdulmobin17
    @abdulmobin17 4 หลายเดือนก่อน

    সিরামিক ইটের দেয়াল গাঁথুনির ৭/৮ দিন পর সাদা সাদা হয়ে গেছে, কিভাবে পরিস্কার করবো?

  • @sohelrana7890
    @sohelrana7890 ปีที่แล้ว

    আসালামুওয়ালাইকুম
    আমি একজন প্রবাসী ,দীঘ ৫ বছর যাবত বিদেশ আছি।আমার বাবার রেখে যাওয়া একটু জায়গা আসে।৩৫ ফিট বাই ২১ ফিট।যার চারপাশে বাড়ি,আমাকে একটা দয়া করে সুন্দর ডিজাইন দিলে খুব ই উপকার হইবো।

    • @ArNiloy
      @ArNiloy  ปีที่แล้ว

      ওয়ালাইকুম আসসালাম আশা করি ভাল আছেন, আপনি একজন প্রবাসী এবং দীর্ঘসময়ের দেশের বাইরে থাকেন শুনে ভালো লাগলো, আপনাদের কষ্টার্জিত অর্থে এই দেশের অর্থনীতি চলছে, ভাইয়া কিছু মনে নিবেন না আর্কিটেকচারাল ডিজাইন সার্ভিস এটা কারো কাছ থেকে এভাবে দয়া-দাক্ষিণ্যের মতো চাওয়ার বিষয় না। আপনার কষ্ট করে আয় করা অর্থ দিয়ে যে বাড়ি তৈরি করবেন আপনি যখন দেশে আসবেন ভালো একটা আর্কিটেকচারাল ফার্ম খুঁজে তাদেরকে অর্থের বিনিময়ে ডিজাইন করায় নিবেন। এভাবে বিদেশে বসে ইউটিউব দেখে আর্কিটেক্ট খোঁজার কোন প্রয়োজন নাই। পৃথিবীর কোথাও ভাই দয়া করে বা ভালো মানুষই দেখায় মাগনা অথবা সস্তায় এই সার্ভিস কেউ দেয় না ,দেয় যখনই বুঝবেন ওর পিছনে অন্য ধান্দা আছে। এই জিনিসটা বোঝানোর জন্যই আমার এই ইউটিউব চ্যানেল টা খোলা আমিও বাড়ির ডিজাইন করি কিন্তু সস্তায় বা দয়া করে না, স্ট্যান্ডার্ড প্রফেশনাল ফি নিয়ে। ইউটিউবের এই চ্যানেল খোলার পর আমার অনেক অভিজ্ঞতা হয়েছে অনেক প্রবাসীকে ইউটিউব দেখে টাউট বাটপারদের কাছ থেকে বাড়ির ডিজাইন এর নামে অখাদ্য নিয়ে কোটি কোটি টাকার শ্রাদ্ধ করতে দেখেছি, আপনাদের কষ্ট করে আয় করা টাকা এভাবে নষ্ট করার কোন মানে হয় না। যখন নিজে এসে ফেরত আসবেন,এসে ভালো করে যাচাই-বাছাই করে সত্যিকারের আর্কিটেক্ট এবং ইঞ্জিনিয়ার দিয়ে কাজ করাতে পারবেন তখনই বাড়ির কাজে হাত দিবেন ... ভালো থাকবেন।

  • @aktherhossain7177
    @aktherhossain7177 2 ปีที่แล้ว +1

    আপনি কি বাড়ীর প্লান,ডিজাইন করেন ? তাহলে আপনার সাথে যোগাযোগের মাধ্যম টা জানাবেন।

    • @ArNiloy
      @ArNiloy  2 ปีที่แล้ว

      Architect der kaj e to aita..... 🙂

  • @AbdulHalim-vd7zr
    @AbdulHalim-vd7zr 2 ปีที่แล้ว

    ইটের নোনা পরীক্ষা করার টিপস্ টা খোলা ভাবে বলা হল না ।

  • @user-fd7md8ll9u
    @user-fd7md8ll9u ปีที่แล้ว

    ভিনেগার কি কোন রকম নোনা প্রতিরোধে কাজ করে?

    • @ArNiloy
      @ArNiloy  ปีที่แล้ว

      যেকোনো অম্লীয় সলিউশনি কাজ করে কিন্তু ভিনেগার দিয়ে ট্রিটমেন্ট করতে গেলে অনেক এক্সপেন্সিভ হয়ে যাবে দেখে মানুষ তেতুল পানি ইউজ করে।

  • @MdMasud-yi6dv
    @MdMasud-yi6dv 2 ปีที่แล้ว

    তেতুলের পানি দিয়ে ওয়াশ করা হয়ে গেলে কি আবার পরিস্কার পানি দিয়ে ধুয়ে প্লাস্টার করতে হবে?

    • @ArNiloy
      @ArNiloy  2 ปีที่แล้ว

      Na....

  • @kazipushpo8027
    @kazipushpo8027 ปีที่แล้ว

    কিউরিং করতে করতে হবে না,,,? আপনি যে বললেন সাথে সাথে সিমেন্ট দিয়ে ঢেকে দিতে!

    • @ArNiloy
      @ArNiloy  ปีที่แล้ว

      ইটের দেয়াল গাথনির পরে পুরা ইটের দেয়ালকে পানিতে ভিজিয়ে কিউরিং করতে হয় কিন্তু অ্যাডহেসিভ দিয়ে এবং এই ব্লক দিয়ে ওয়াল তোলেন সে ক্ষেত্রে কিউরিং করা লাগবে না।

  • @jamanahmed4035
    @jamanahmed4035 2 ปีที่แล้ว

    ভিডিওতে লাইক দিতে পারি না কেন?

    • @ArNiloy
      @ArNiloy  2 ปีที่แล้ว

      TH-cam login Kora ache kina dekhen..