‘তিন কার্যদিবসের মধ্যে চাকরির বয়সসীমা বাড়ানোর প্রজ্ঞাপন’ | Govt Job 35 | Jamuna TV
ฝัง
- เผยแพร่เมื่อ 19 พ.ย. 2024
- #protest #protesttoday #protestnews #protestinbangladesh #andolon
সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা পুরুষদের ৩৫ আর নারীদের জন্য ৩৭ বছর করে সুপারিশ করেছে এ সংক্রান্ত পর্যালোচনা কমিটি। তবে অবসরের বয়সীমা নিয়ে কোন সুপারিশ করা হয়নি বলে জানিয়েছেন কমিটির প্রধান। এর ভিত্তিতে তিন কার্যদিবসের মধ্যে এ সংক্রান্ত প্রজ্ঞাপন দেয়ার কার্যক্রম শুরু করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। আন্দোলনকারীরাও এই সময়ের মধ্যে নির্বাহী সিদ্ধান্তের বাস্তবায়ন চান। অন্যদিকে, অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস এসোসিয়েশন, অবসরের বয়সসীমা ৬৫ করার দাবি জানিয়েছে।
‘তিন কার্যদিবসের মধ্যে চাকরির বয়সসীমা বাড়ানোর প্রজ্ঞাপন’ | Govt Job 35 | Jamuna TV
About Jamuna Television:
Jamuna Television Limited is a privately owned news and current affairs television channel in Bangladesh, Jamuna Television is also known as Jamuna TV. Founded in 2014, it is owned by the Jamuna Group. Jamuna Television strives to evolve into a truly national television network, a network for the nation, a full national and international television network for the people of Bangladesh, not just those in urban areas and the suburbs, but for all people, in every part of the nation.
Content Rights & Permissions:
JAMUNA TV retains exclusive rights to all content featured on this channel. JAMUNA TV maintains exclusive ownership of all content and extends no authorization for its use to any commercial entity or individual, except with express permission granted by JAMUNA TV (JAMUNA Television Limited).
© All rights reserved to Jamuna Television LTD, 2024.
Find us on Facebook
Jamuna Television ► / jamunatelevision
Jamuna TV ► / jamunatvglobal
Jamuna Television (Group) ► / jamunatelevisionofficial
Jamuna Sports ► / jamunasportsworld
Jamuna Entertainment ► / jamunaentertainment
Jamuna Television (Group) ► / jamunatelevisionofficial
More on TH-cam
Jamuna TV Plus ► / @jamunatvplus
Jamuna Sports ► / @jamunasport
Jamuna Entertainment ► / @jamunaentertain
Probashey Bangladesh ► / @probasheybangladesh
Jamuna TV Bulletin ► / @jamunatvfullbulletin
Find us online:
website ► www.jamuna.tv
Instagram ► / jamunatv
Telegram ► t.me/JamunaTel...
WhatsApp ► whatsapp.com/c...
Tiktok ► / jamuna_television
Twitter ► x.com/JamunaTV
Thread ► www.threads.ne...
#jamunatv #jamunanews #banglanews #newsbangla #bdnews #jamunatv_youtube
Keywords ►
latest bangladeshi news | বাংলা সংবাদ | Jamuna TV Channel | যমুনা টিভি | Bangla songbad | বাংলাদেশ | Bangladesh news | বাংলা নিউজ | Breaking News | bangla news online | যমুনা নিউজ | Bangla TV news | Jamuna TV | Jamuna Television | protest in Bangladesh | protest in bangladesh today | protest | protest today | protest news | bd protest | protest news in bd | আন্দোলন | protest news today
ধন্যবাদ আব্দুল মুহিত স্যার আপনাকে সবার দোয়া এবং ভালোবাসা আপনার সাথে থাকবে।
ফাজলামি করো চাকরি সময় সেবা ৫০ করা হোক অথবা ৫৫। কারণ দেশে শিক্ষিত বেকারার বেশি যাতে তারাও চাকরি পায়।
বর্তমান 59 আছে!
আপনার মাথা খারাপ হয়ে গেছে! দ্রুত পাবনায় গিয়ে ভর্তি হোন!
[Mashuk Alam]
15/10/2024
best decision chele 35 ar meye 37 but progappon koi???
অবসরের বয়সসীমা বাড়ানোর দাবি সম্পুর্ন অযৌক্তিক
অবসরের বয়সসীমা তালিকা ৫০ করা উচিত
ছেলে মেয়ের সমান অধিকার। বৈষম্য চাইনা। সকলের ৩৫ হোক
সরকারকে বোকা বানিয়ে আদু ভাইয়েরা অযুক্তিক দাবি বাস্তবায়ন করতে চাচ্ছে,
এতে দেশের আবেদন প্রার্থী সংখ্যা বাড়বে,
35 বছরের আশায় অনেক যুবক আরো বেশি হতাশাগ্রস্থ হবে😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢
je suparish koreche se nijeo ekjon chele. bujhe shunei koreche karon tar ma bon r nijer meye hoito ache meyeder struggle ta ei society te onek beshi. job er khetre cheleder moto kono support y meyera paina
আপনি কি আপনার বোনের চিন্তা করেন না
কোন ক্রমেই যেন অবসরের বয়সসীমা বাড়ানো না হয় তাতে দুইটা অসুবিধা । 1 দুর্নীতি বাজ কর্মকর্তা ও কর্মচারীরা আরও 6 বছর চাকুরীর সুযোগ পাবে । 2 নম্বর বয়স বাড়ালে পদ শূন্য হবে না ।
প্রকৃত মেধাবীরা 30 এর মধ্যে চাকরি পায় । আর যাদের সে ক্ষমতা নেই , তারাই আন্দোলন করে চাকরিতে প্রবেশের সময়সীমা বাড়ায় । আন্দোলন কোটায় চাকরি পেতে চাই ।
প্রকৃত মেধাবীরা 30 এর মধ্যে চাকরি পাই তাই তারা অবশ্যই যোগ্যতা রাখে 65 বছর পর্যন্ত চাকরি করার
আর একটা দাবি রাখার দরকার সেটা হচ্ছে সকল সরকারি চাকরির পরীক্ষা নিজ বিভাগে বা জেলায় হওয়ার প্রয়োজন এখন ঢাকায় বেশিরভাগ পরীক্ষা হয় মানুষ অর্থের অভাবে বা বিভিন্ন সমস্যার কারণে পরীক্ষাগুলোতে অংশগ্রহণ করতে পারে না। তাই পরীক্ষাগুলো নিজ জেলায় নেওয়া প্রয়োজন। কারণ বেশিরভাগ মহিলার ঢাকায় গিয়ে পরীক্ষা দেওয়া সম্ভব হয় না।
আলহামদুলিল্লাহ।
দ্রুত প্রজ্ঞাপন দিয়ে আমাদেরকে পড়ার টেবিলে যাওয়ার সুযোগ করে দিন।।
যাদের আগে সুযোগ হয়নি তারা আবার নতুন করে সুযোগ পাবে ভাবতেই ভালো লাগছে
নতুনদের সুযোগ করে দেয়ার প্রয়োজনে বর্তমানে যারা চাকুরী তে আছে তাদের অবসরের বয়সা না বাড়ানো উচিৎ।
ছেলে মেয়ের কোন বৈসম্য চায় না দুইজনের ৩৫ হক এটাই চায়
চাকরি থেকে অবসারে যাওয়ার বয়স সিমা সরকারের বাড়ানো উচিৎ।
অবসর 55 করলে ভালো হতো।।
অবসর হতে হতে মানুষ বাঁচবে না। অবসর সময় কখন কাটাবে
amar baba sorkari chakri korto. 59 e tar retirement hoy ar ekhon 72. ekhono se kaj korse... 65 e ekhono manus perfectly kaj korte parbe.... 55 is the new 40 brother.
অবসরের বয়স বৃদ্ধি করা যাবে না, যদি সার্ভিস বেনিফিটের প্রশ্ন থাকে, তবে যে বছর থেকে ৩৫ বাস্তবায়ন হবে, বা যারা ৩৫ বয়সে যোগ দিবে তাদের জন্য ৬৫ বছর হতে পারে। কিন্তু আমলারা তো চায় নিজেরা যেনো আর ৫ বছর সচিব থাকতে পারে ও লুটপাট করতে পারে তাই ৬৫ বছর। তাদের বক্তব্যে এটা পরিষ্কার- কারণ তারা বলছে না যে তারা ৩৫শে যোগ দিবে তাদের ৬৫ করা উচিত। তারা ৩৫ করার আন্দোলেনের ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করতেছে। তারা দেশকে, না ছাত্রকে ভালোবাসে। তারা নিজেরা সুবিধা নিতে চায়- ছাত্র আন্দোলন থেকে কিন্তু আমরা ছাত্ররা কোনভাবে ৬৫ মানবো না। যদি ৬৫ হয় তাহলে শুধু যারা ৩৫শে যোগ দিবে তাদের জন্য হতে পারে।
কোনভাবেই অবসরের বয়সসীমা ৬৫ মেনে নেয়া যাবে না বিশেষ করে যারা আগে চাকরিতে প্রবেশ করেছে তাদের ক্ষেত্রে। বর্তমান বয়সসীমা অনুযায়ী নতুন ভাবে যারা চাকরিতে প্রবেশ করবে তাদের ক্ষেত্রে অবসরের বয়স সীমাটা ৬৫ করা হোক।
কথার 100% যুক্তি আছে
প্রবেশের বয়স বাড়ুক তবে অবসরের বয়স কমুক
Keno? Obosor e durnitir takai cholba?
পূর্ণ পেনশন ২০ বছর করা হোক। অবসরের বয়স কমিয়ে ৫৫ করা হোক।
উভয়েরই প্রবেশ ৩৫ এবং অবসর ৬০।
অবসরের বয়স ৬০ এর বেশি হলে যে লাউ সেই কদু হবে।।। ৬০ এর বেশি কোনোভাবে গ্রহণযোগ্য হবে না।
Kenore? Ghusher takai obosorer jibon katbe Bodh hoi tai chinta nai?
37 ki joukti?
অবসর৫০
meyeder just 2 years beshi and eta best decision ekta meyer baby howar age o pore miley to 2 years nosto hoi tachara songshar er sob kaaj kore kototuk preparation neya jai?? ektu bibek kore kotha bolen vhai
@@antaradu1006 baby howar por chakri korla baby er ki hoba.baby er physicological problem a porba seta ki valo?
সরকারি চাকরিতে অবসর গ্রহণের সময় অবশ্যই ৬৫ করা উচিত
৫০/৫৫ এরপর সার্ভিসে থাকা দেশের উন্নয়নের পথে অনেকটা অন্তরায়।
চাকরিতে প্রবেশের বয়স ৩০/৩২ রেখে অবসরের বয়স ৫৫/৫৮ করা হলে জাতি যুবক বয়সীদের হতে অধিক সেবা পাবে এবং দেশের উন্নয়ন ত্বরান্বিত হবে।
গুড । ধারণা সঠিক। ধন্যবাদ ।
৬৫ করা হলে আন্দোলন করবে দুই পক্ষ! ফলে এটা না করে শুধু ৩৫ করুন!
35 37 sundor decision
best decision but within this week progappon chai
আমি মনে করি প্রবেশের সীমা যে কোনটা হলে ও শুন্য পদের কথা তথা নতুন সুযোগ দেওয়ার বিষয় মাথায় রাখতে হবে।শেষ সীমা ৬৫ হলে প্রতি বছরের নিয়োগ বিজ্ঞপ্তি তে শুন্য পদ একে বারেই কমে যাবে।কতৃপক্ষের ও আন্দোলন কারী ভাইদের দৃষ্টি আশা করছি।
অবসর টাইম ৬০ চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে।
Alhamdulillah.❤❤❤
অবসর ৬৫ চাওয়া পাগলের প্রলাপ!
৩৫-৬০ চাই
35 and 37 best decision but progappon koi?
৩৫ প্রজ্ঞাপন দ্রুত হোক। অবশ্যই যৌক্তিক দাবি। কালক্ষেপণ মানে সমস্যা তৈরি করা। দ্রুত প্রজ্ঞাপন না হলে কঠোর আন্দোলন শুরু হবে।
35 and 37 best decision but progappon dite eto deri keno sorkarer???
Thank u upo mohasochib
আলহামদুলিল্লাহ ভাল সিদ্ধান্ত
আলহামদুলিল্লাহ।
অবসরের বয়সও বাড়াতে হবে।
চাকরি কোন বয়সসীমা দরকার নাই।পদ খালি হলে যোগ্যতার ভিত্তিতে যেকেউ চাকরি করতে পারবে।
সরকারকে বোকা বানিয়ে আদু ভাইয়েরা অযুক্তিক দাবি বাস্তবায়ন করতে চাচ্ছে,
এতে দেশের আবেদন প্রার্থী সংখ্যা বাড়বে,
35 বছরের আশায় অনেক যুবক আরো বেশি হতাশাগ্রস্থ হবে😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢
দ্রুত প্রজ্ঞাপন জারি করা উচিত
Congratulations o shuvo kamona Sir
আমার মতে ৩২ হলে সবার ভালো হবে ৩২ টা হলো পারফেট বয়স❤❤❤
অবসর ৫৫ করা উচিত, কারন এই বয়সের পরে মানুষের চাকরি করার কোন মানুষিকতা থাকে না। এবং এতে শুন্য পদ বাড়বে নতুনদের জন্য।
Na অবসরের বয়সসীমা বাড়ালে আর নতুন কারো চাকরি করা লাগবে না। পুরাতন অফিসাররা তো চাবে কেননা তারা লুটতে পারবে। বাজার চাকরি করবে তত বেশি লুটতে পারবে।
সরকারকে বোকা বানিয়ে আদু ভাইয়েরা অযুক্তিক দাবি বাস্তবায়ন করতে চাচ্ছে,
এতে দেশের আবেদন প্রার্থী সংখ্যা বাড়বে,
35 বছরের আশায় অনেক যুবক আরো বেশি হতাশাগ্রস্থ হবে😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢
Thikk sir100% obosor baraw😊
অবসর ৬৫
সরকারী কর্মকর্তা, কর্মচারীদের বয়স ৫০ হলেই শরীর চলে না ৬৫ বছর বয়স পর্যন্ত কি কাজ করবে
উপদেষ্টাদের বয়স কত?
চাকরিতে অবসরের বয়সসীমা ৫৫ হলে চাকরির সাধ পিতা পুত্র সহ সকলেই ভোগ করতে পারবে। যদি মেধা থাকে। বূড়ো বয়সে কত চাকরি জিবী দেখেছি নিজের জীবন নিয়ে টানাটানি করে সরকারি দায়িত্ব সঠিক ভাবে পালনে সচেষ্ট থাকেনা।
এমনিতেই সরকারি কর্মচারীরা কাজ করে না আবার ৬৫ বছর। জনগণের ট্যাক্স এর টাকার অপচয় 😡😡😡🤔🤔🤔
সকলের সমান সুযোগ রাখা হোক।বয়স সকলের একই রাখা উচিত।।
অবসর বাড়ানো হোক
৩৫ এবং ৩৭ খুবই যৌক্তিক সুপারিশ
বৈষম্য না রেখে কোঠাধারী এবং মহিলা সবার জন্য চাকুরিতে প্রবেশের বয়সসীমা ৩২ বছর করা হোক....
35 and 37 best decision
দ্রুত প্রজ্ঞাপন জারি হোক। ৩৫ দ্রুত প্রজ্ঞাপন জারি না হলে কঠোর আন্দোলন হবে।
নিউজ না দেখে মন্তব্য করলে এর চাইতে ভালো কিছু আশা করা যায় না।
অবসর ৬৫ চাই
আলহামদুলিল্লাহ
Right
আমি বুঝি না। কেন সরকারি কর্মজীবিরা আপনার অবসরের সময়সীমা বাড়াতে চান ! আপনার কি চান না বেকার সমাজ চাকরি করুক। আপনারা কি লাঠি ভর দিয়ে অফিস করবেন ?
Alhamdulillah
ঠিকই আছে
Thikk sir 100% juktiii
আলহামদুলিল্লাহ মাস্টার্স পাশ পিওন আমরা আরো পাচ্ছি
সরকারি চাকরিতে বয়স শিক্ষাগত যোগ্যতা অনুসারে কয়েকটি ক্যাটাগরিতে রাখা উচিত। এতে সবাই উপকৃত হবে। কারো কোন ক্ষতি হবে না। দেশের বা সরকারের উপর তেমন কোন প্রভাব পড়বে না আশা করা যায়।
যেমন: এইচ এস সি পাস পর্যন্ত ৩০ বছর।
বি এ পাস পর্যন্ত ৩৩ বা ৩৫ বছর পর্যন্ত।
এম এ পাস পর্যন্ত ৩৫ বা ৩৭ বছর পর্যন্ত।
এই রকম করলে উচ্চ ডিগ্রীর মান যেমন বাড়বে তেমনি ডিগ্রীধারীদেরও মান থাকবে।
এইচ এস সি পাস করার পরে তারা ৩০ বছর পর্যন্ত হাতে অনেক সময় পায়। কিন্ত উচ্চ ডিগ্রীধারীগণ তেমন সময় পায় না, বিভিন্ন রকম সেশনজট থাকে। তাছাড়া এই নিয়মটা করলে সবাই উপকৃত হবে। দেশের বা সরকারের উপর তেমন কোন প্রভাব পড়বে না।
Johir Raj.
Best job
35/60 চাই
সবার জন্য।
অবসরের বয়স যেন এক দিনও না বাড়ে
কোন ভাবেই যেন অবসরের বয়স সীমা ৬৫ করা না হয় বিশেষ করে তাদের ক্ষেত্রে যারা ৩০ বছর বয়সে চাকরিতে ঢুকেছে। এখন ৩৫ বছর বয়সে যারা চাকরিতে প্রবেশ করবে তাদের ক্ষেত্রে অবসরের বয়স সীমা ৬৫ করা হোক। এটাই হচ্ছে যৌক্তিক কথা
বয়স কমানোর সুযোগ থাকলে আমি বলবো ৫৫ দিন
অবসরের বয়স সীমা 90 করা হোক এবং যে ব্যক্তি অবসরে যাবে তার পরিবার থেকে তিনজন কে সরকরী চাকরিতে নিতে হবে এরকম করা হোক। রাজাকারের ছেলে বেঁচে থাকলে তাকে 18 বছরের মধ্যে সরকারী চাকরিতে নেওয়ার জন্য সুপারিশ করা হোক।
সাম্যের দেশে আবার বৈষম্য কেন ? নারী-পুরুষ সবার জন্য একই বয়সসীমা নির্ধারণ করা হউক।
অসম্ভব অবসর সময় সীমা বাড়ানো যাবে না পেনশন বা অবসর সুবিধার জন্য 25থেকে কমিয়ে সমন্বয় করুন
আমি+ আমার হাসবেন্ড দুজনেই অনার্স, মাস্টার্স কমপ্লিট করেছি,আমার বয়স শেষ, আমার হাসবেন্ড একটি ইটের ভাটাই শ্রমিকের কাজ করে তাই যদি ৩৭ হতো তাহলে বোধহয় একটু খানি বেঁচে থাকার জন্য সুযোগ পেতাম, কেননা আমাদের একজন বাচ্চা আছে, দু চোখে শুধু অন্ধকার ছাড়া কিছুই দেখছি না।
কোন ভাবেই অবসরের বয়সসীমা ৫৯ এর বেশি নয় এই বয়সসীমা ৫৯ এই স্থগিত রাখার জোর দাবি জানাই ।যে লাউ সেই কদুই আর চাই না।ভেকেন্স খালি না হয়লে বেকারত্ব কমবে না কোন ভাবেই বরং বৃদ্ধি পাবে।যদি অবসরের বয়সসীমা বৃদ্ধি করতেই হয় তবে তা ২/৩ বছর পর পর্যালোচনা করে বাড়ানোর দাবি জানাই।যুব সমাজের বেকারত্ব ও কর্মসংস্থান সুযোগ সৃষ্টি করতে অবসরের বয়সসীমা ৫৯ বছরে স্থগিত রাখতে হবে
অবসরের বয়স ৬৫ করা যুক্তিযুক্ত।
সুন্দর।
অবসরের বয়স ৬৫ হলে আবার আন্দোলনের মুখে পড়তে হবে। আপনারাই চাকরি করে যাবেন আর কাউকে সুযোগ দিবেন না, এটা কেমন কথা। আর জনগণ এরকম বুড়াদের দিয়ে তো সেবা পাবেনা। 65 বয়সে জনগণকে ভোগান্তি ছাড়া কিছুই দিতে পারবেন না।
Yes
বয়সে র সীমা তুলে দেও উচিত। মন্ত্রী, এমপিদের যদি বয়সে র সীমা নাথাকে তাহলে সরকারি চাকরি জীবীদের কেন সীমা থাকবে। এটাকি বৈষম্য নয়।
রিটায়ারমেন্ট age কিছু বাড়ান দরকার। এখন থেকে।
অবসরের বয়সসীমা কোনভাবেই বাড়ানো উচিত নয় এতে বেকারত্বের হার বেড়ে যাবে
আমার মতে চাকরিতে প্রবেশের বয়স ৩৫ করা সঠিক। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো অবসরের বিষয়। প্রকৃতপক্ষে অবসরের বয়স ৫৪ এর বেশী করি ঠিক না। কারণ বাংলাদেশ একটা জনবহুল দেশ এখানে সবারই যোগ্যতা অনুযায়ী চাকরী করার অধীকার আছে। তাই ৫৪ তে একজনকে বিদায় করে অন্যজনকে সুযোগ করে দেয়া উচিৎ। আর পেনশনের জন্য কোন বয়স ফিক্সড করা সঠিক নয়। কমপক্ষে ১৫ বছর চাকরি করলেই তার চাকরির বয়স অনুযায়ী পেন প্রদান করা উচিত বলে আমি মনে করি।
আমি একজন ছাত্র হয়ে বলছি চাকরির বয়ছ 60 বছর করা হক এবং 65 বছর করলে বেকার বেরে যাবে
ভালো উদ্যোগ ❤❤
অবসরের টাকা ৬মাসের মধ্যে দেয়ার ব্যবস্থা করা উচিত।
দ্রুত প্রজ্ঞাপন চাই
আমাদের এই প্রজন্মই কয়েক বসর পর আন্দোলন করবে অবশরের কোন limit মানি না।
Thik
অবসর 55 চাই
আবার সেই নারী-পুরুষের বৈষম্য
35 and 37 best but progappon dite khub deri hocche
ছেলে মেয়েদের চাকরি প্রবেশের বয়স ৩৫ বছর। মেয়ে দের জন্য বেশি কেন হবে। কমিটির কাছে আমার প্রশ্ন।
karon meyeder songshar baccha sob sosur sasuri jamai sobar jonno responsibilities palon kore preparation nite hoi and baby howar age o pore mile 2 years to choley jai tai. ar chelera society te nijeke established korar jonno joto subhida pai meyera tar theke onek kom pai
অবসরের বয়সসীমা বাড়ানো হলে ভালো হবে। তবে এখন যত বছর বাড়ানো হবে ঠিক তত বছর পর অবসরের বয়সসীমা বাড়ালে ভালো হবে।
অবসরের বয়সসীমা ৬২/৬৩করা উচিত কারণ গড় আয়ু বেড়ে ৫৭থেকে ৭৩হয়েছে।
জনসমর্থন থাকা সত্বেও যারা গত ইউ,পি নির্বাচনে অংশগ্রহন করতে পারেন নাই বা কারসাজির মাধ্যমে পরাজিত করানো হয়েছে তারা দ্রুত সংঘঠিত হউন। গত ফ্যাসিস সরকারের দোসররা এখন মাঠে।
২৫ বছর পূর্ণ না হলে পেনশন পাওয়া যায় না এই যুক্তিতে অবসরের বয়স বাড়ানোর কথা বলা হচ্ছে। যারা আগামী ২০ বছরে অর্থাৎ ২০৪৫ সালের মধ্যে অবসরে যাবেন তারা প্রত্যেকেই ৩০ বছরের মধ্যে চাকরিতে ঢুকেছেন। তাদের তো অবসরের সময় চাকরি করার বয়স ২৫ বছর হবেই। তাহলে ২০৪৫ সালের পর চাকরিতে অবসরের বয়স বৃদ্ধি করা উচিত। একজন ব্যক্তি ৬৫ বছর পর্যন্ত চাকরি করবে আর নতুনরা পুরাতনদের সিট না খালি হওয়ার জন্য সুযোগ পাবে না এটা কোন ধরনের প্রহসন!
অবসর সীমা ৫৯ করতে হবে । অবসর সীমা ৬৫ করা হলে নিয়োগ কমেবে । তাহলে প্রবেশ সীমা বৃদ্ধি করে লাভ কী হবে,,,,,,,,,????
শুধু নতুন নিয়োগকারীদের জন্য ৬৫ করা উচিত, এখন পযন্ত যারা জয়েন করছে তাদের নিয়ম পূর্বের মতো হবে, এটাই করা উচিত
বয়স সীমা ৩৫ বৎসর করার অনুরোধ জানানো র অনুরোধ করছি ।
Administration sir k dhonobad
সবাই যেন হুইলচেয়ারে বসে অফিসে যায় এই ব্যবস্থা করতে হবে।
কেন ভাই ইউনুস সাহেবের বয়স কতো????
আন্দোলন করবে ছাত্ররা আর ফল খাবে চাকরিজীবিরা তা’হবে না। অবসরের সীমা ৫৯ বছর আছে। প্রয়োজনে ২ বছর কমিয়ে ৫৭ বছর করতে হবে। ফূল পেন্সনের সময় ২৫ বছর থেকে কমিয়ে ২০ বছর করতে হবে ? তা’হলেই সব সমস্যার সমাধান হবে।
অবসরের বয়স সীমা বৃদ্ধি কোনো ভাবেই যুক্তিযুক্ত নয়। অবসরের বয়সসীমা বাড়লে দেশে বেকারত্ব আরও বাড়বে। চাকরিতে প্রবেশের বয়স ৪০ করলেও তখন কোনো লাভ হবে না।
যারা ৩০ বছরে চাকরিতে প্রবেশ করেছে তাদের জন্য ৬৫ করা অযৌক্তিক। এখন যারা ৩৫ এ ডুকবে তারা ৬৫ পাবে
দাবি জানাল ৩৫ আর ওনারা বেশি বুঝে দিচ্ছে ৩৬ আর ৩৭। সবার জন্য এক বয়স ৩৫ করে দেয়া হোক। আর বিসিএসের জন্য এটেম্পট নির্ধারন করে দেয়া হোক।
Alhumdulillah
এখানে বৈষম্য কেন?
অবসরসীমা ৬৫ কে চাইছে! মূর্খের মতো ডিসিশন
Alhamdulillah
মহিলাদের ৩৭ এর পরিবর্তে ৪০ সুপারিশ করলে ভাল হতো।