ᴛʜᴀɴᴋs ғᴏʀ ᴡᴀᴛᴄʜɪɴɢ... Please Hit The Like Button And Subscribe My Channel. it Really Motivate Me To Make Awesome Video Stuff For You..Follow Me On Facebook For All The Latest Update... facebook.com/UniqueBangladeshOfficial?mibextid=ZbWKwL
বিভিন্ন উন্নত দেশের শহরের চারপাশে কৃত্রিমভাবে নদী তৈরি করা হয়। আর আমাদের দেশে শহরের চারপাশে এত সুন্দর নদী থাকার পরেও, আমরা সেটার যথাযথ সুফল উপভোগ করতে পারছি না । উল্টো ময়লা আর দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে পড়ি! কিন্তু নদী ঘিরেই যে একটি শহরের সৌন্দর্য, সেটি বুঝতে আমাদের অনেক দেরি হয়ে গেছে। যাইহোক দেরি হলেও যেন এই প্রকল্পটি সঠিকভাবে বাস্তবায়িত হয়। এবং এসব এলাকার মানুষেরই এই সুন্দর স্থাপনা রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিতে হবে। আমরা যেখানে সেখানে ময়লা আবর্জনা না ফেলি।
ধন্যবাদ! বুড়িগঙ্গা নদীর ইতিহাস ঐতিহ্য ও বর্তমান সৌন্দর্য তুলে ধরার জন্য। আগে এই ময়লাট ঠাসা ছিল। এখন দেখছি কাজে অনেক দূর এগিয়ে গেছে। এভাবেই কাজ চালিয়ে যেতে হবে। এবং সাধারণ মানুষকে এর রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিতে হবে। ধন্যবাদ
যেখানে খালটি সরু হয়ে গেছে সেখানে আরো প্রশস্ত করলে আরো ভালো লাগবে, হাতিরঝিলের জন্য সরকার যেমন প্রশংসা পেয়েছেন তেমনি এই কাজে প্রশংসা পাবেন, এভাবে দেশ এগিয়ে যাবে ইনশাল্লাহ।
৮০-এর দশক, এবং ৯০ দশকের শুরুতে বুড়িগঙ্গা যেমনটা পরিস্কার, পরিচ্ছন্ন এবং প্রাকৃতিক পরিবেশ দ্বারা পরিবেষ্ঠিত ছিলো তেমনটা আজো থাকতো এবং এরকম ভাবে পরিস্কার করার প্রয়োজন হতো না যদি ৯০ পরবর্তী সরকারগুলো সঠিকভাবে পরিচালনা করতো।
Dhonnobaad ai project er update video dekhanor jonno! Asha kori ai project er update aro diben r ekhane oi pashe BIWTA r kaaj cholche shetar o update video dekhte chai
এ দেশে উন্নায়ন প্রকল্প ভবিষ্যতে কতটা ভূমিকা রাখতে পারবে এটা নিয়ে সন্দেহ সব সময় থাকে, তবে বুড়িগঙ্গা বাধের গাবতলি থেকে নারায়ণগঞ্জ এর পাগলা পর্যন্ত প্রশস্ত রাস্তা ও হাটার/ সাইকেলের রাস্তা করতে পারলে ঢাকার চাপ অনেকটাই কমে যেতো
ঢাকাকে কলোনি ও ফুটপাত মুক্ত করলে এবং গার্মেন্টস ও কলকারখানা বর্জ্য নিয়ন্ত্রণ করলে ঢাকার সৌন্দর্য অনেকটা ফিরে আসবে, এটা আমার একান্ত মতামত, এবং সেইসাথে পোস্টার লাগানো বন্ধ করতে হবে একইসাথে আমাদের সচেতন হওয়া আবশ্যক ।
সবার আগে বাংলাদেশের জনসংখ্যা নিয়ন্ত্রণের জন্য ব্যবস্থা নিতে হবে এবং বাংলাদেশের মানুষকে সভ্য হওয়ার শিক্ষা দিতে হবে। অন্যথায় যত প্রকল্পই বাস্তবায়ন করা হোক, কোন লাভ হবে না। রাস্তার কোণায় কোণায় টং দোকান আর হকার্স মার্কেটই হবে, সাথে ভিক্ষুক ফ্রি...
পুরো ঢাকার দায়িত্ব আমাকে দেওয়া হলে ইনশাআল্লাহ পৃথিবীকে তাক লাগিয়ে দেখিয়ে দিতাম আমরা বাংলাদেশীরাও পারি,কিভাবে শহরকে পরিচ্ছন্ন পরিবর্তন কর্মমুখর করে তুলতে হয়।
আমি নিজেই এখানে অথৈই পানি দেখেছি এবং বাগান বাড়ি থেকে সাতার কেটে কিল্লার মোর বাজারে পিছনে গিয়েছি যে লাইটা পোস্থা চলে গেছে।এবং খুবই ভয় লাগত তখন নদী অনেক বড় ছিল💔💜💘
রাজধানী ঢাকা সহ আশেপাশের সব নদ-নদী ও খাল দখল ও দূষণ মুক্ত করে এক সুস্থ সুন্দর নাগরিক জীবন উপহার দিতে সরকারের প্রতি বিনীত আবেদন জানাচ্ছি। সাথে সাথে নগরবাসীকে ও এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখার গুরু দায়িত্ব পালন করতে হবে তবেই না নগরবাসী এর সুফল ভোগ করতে পারবে। ধন্যবাদ।
People should be able to go to iztema using this route. The images of super crowded trains during iztema cannot be the brand Bangladesh internationally.
পচা কাদা গুলো উপরে আছে ভাই, ঐগুলো না তোলা হলে নদি দূষন মুক্ত হবে এবং পানি স্বাভাবিক হবে। ড্রেজার দিলে তলদেশ থেকে বালি উঠে আসবে ঠিজ কিন্তু বর্জ্য থেকেই যাবে। লাখ লাখ মানুষ মিলে মিশে বছরের পর বছর এটাকে যখন নষ্ট করেছে তখন যেহেতু ধৈর্যের সাথে তা সহ্য করেছেন। এখন ঠিক করতে সময় লাগবে সেটার জন্যও একটু ধৈর্য্য ধারন করুন।
সবার আগে ঢাকা থেকে বহিরাগত জনসংখ্যা কমান,,পুরো বাংলাদেশের অর্ধেক জনসংখ্যা আছে ঢাকা শহরে 😂 অতিরিক্ত জনসংখ্যা কমলে রাস্তায় য্যাম ও কমবে নদী রাস্তা সব জায়গায় ময়লা আবর্জনা কমবে।
যারা টাকার জন্য কাজ করে তাদের আর কোথায় ইমানদার থাকে দেশ প্রেমিক থাকে দেশের সেবা করার অভিজ্ঞতা মনমানসিকতা জবাবদিহিতা বিচার থাকে ,দেশ ও দেশের মানুষের কষ্ট বুঝে সেবা করা বাদ দিয়ে তারা আরাম আয়েশ করে টাকা লুটপাট অপচয় সিন্ডিকেট করে তারা আর কি বুঝবে,,যদি আমার দেশের মানুষ গুলো সকল কাজ সততা ভাবে দায়িত্বের সঙ্গে সেবা করতো তাহলে দেশটা কত এগিয়ে যেতো। আমরা হলাম শিক্ষিত রুপে অশিক্ষিত অসভ্য নোংরা বিশৃঙ্খলা অনিয়ম-দুর্নীতি করা জাতি,মূর্খ নেতারা আর মাথা মোটা চেয়ারে বসার জন্য মুখস্থ বিদ্যায় কমকর্তারা কত আরাম করে গাঁজা খোর বুদ্ধি বিশেষজ্ঞ অভিজ্ঞতা দিয়ে পরিকল্পনা করে বাহানা করে মিথ্যা আশ্বাস দিয়ে অনিয়ম-দুর্নীতি করে দেশ ও বিদেশে সম্পদে পাহাড় গড়ে তুলা,জনগণের কষ্ট টাকা দিয়ে বিদেশে গিয়ে ঘুরেফিরে শপিং করে কিন্তু দেশে এসে চারদিক অলিগলি দেখে জনসাধারণের কষ্ট বুঝে সেবা উন্নয়ন করতে পারে না,ধান্দাবাজি করার জন্য ছয়নয় কাজ করে আবার এক কাজ বার বার করে,সরকারের কত ক্ষতি করছে।কোন মায়া নেই দেশের প্রতি দেশ প্রেমিকের শিক্ষা নেই তাই মায়া নেই জবাবদিহিতা নিরপেক্ষ তদন্ত কঠোর আইন নাই বলে সব সম্ভব। আল্লাহ সবাই কে হেদায়েত দান করুন দেশ প্রেমিকের শিক্ষা নিয়ে দেশ ও দেশের অসহায় গরীব মানুষের কষ্ট বুঝে সেবা করার তৌফিক দান করুন ভালো লাগে দেশের ভালো কিছু শুনলে সকল অফিসে অনিয়ম-দুর্নীতি সিন্ডিকেট অপচয় মুক্ত করা,,তাই এখন আমাদের ১৫০/২০০ বছরে চিন্তা ভাবনা করে ভবিষ্যৎ প্রজন্ম কথা ভেবে সঠিকভাবে বিশ্লেষণ করে সকল উন্নয়নমূলক কাজগুলো আধুনিক শক্তিশালী টেকসই মানের সেবা কৃষি শিল্প খাত ও কাজ করতে হবে কোন ছয়নয় বাজেট সময় বাড়ানো নকশা ভুল করা সহ যত রকম বাহানা চলবে না।সুন্দর ভাবে চারপাশে দেখে নকশা করতে হবে। সকল সেবা মান নিয়ম-কানুন ভাবে করতে হবে। যে যার জায়গায় সেক্টর অফিসে সততা ভাবে দেশ প্রেমিক হয়ে দেশ ও দেশের অসহায় মানুষের কষ্ট বুঝে সেবা করতে হবে। জনগণ সহজে যাতায়াত করতে পারে গাড়ি ডাবল লাইন করে বাস ট্রেন নৌযান যানজট মুক্তভাবে হয়,কোন টিকিট কাউন্টার ও বিমানবন্দরে ও সকল স্টেশন সুন্দর হয় যেন হয়রানি পেরেশানি না হয়।গ্যাস বিদ্যুৎ পানি ওয়াসা,সড়ক ৬/৮ লাইনের অলিগলি গ্রামীণ রাস্তা ঘাটে মাটির নিচে দিয়ে সকল ইলেকট্রনিক তার ও ড্রেনসহ প্রশস্ত করতে হবে আন্ডারপাস রাস্তা ইর্উটান ব্যবস্থা ও ফ্লাইওভার নামার রাস্তা প্রশস্ত করতে হবে। কমকর্তা ও নেতারা জড়িত হয়ে দখল করা জমি অবৈধভাবে দখল চাঁদাবাজি ফুটপাত মুক্ত করতে হবে। নদ নদী খাল বিল বেরিবাধ টেকসই মানের ব্লগ নির্মান ও নদী খাল দিয়ে ওয়াক ওয়ে ও যাতায়াত চারপাশে গাছের ব্যবস্থা করতে হবে। নিরাপত্তা আশ্রয় কেন্দ্র,সরকারি হাসপাতালে সকল অফিস বিশ্ববিদ্যালয়ের কলেজ হল এলাকার খেলার মাঠ পার্ক কমিটি সেন্টার ও পর্যটন এলাকা শিল্প সংস্কৃতি সুন্দর ভাবে ভবিষ্যৎ প্রজন্ম কথা ভেবে সঠিকভাবে বিশ্লেষণ করে পরিকল্পনা করে সাজাতে হবে নির্মান করতে হবে।অলিগলি সড়ক সিসিটিভি স্থাপন করা বাতি লাগানে ট্যাফিক যানজট আধুনিক সিস্টেমের আওতায় আনতে হবে।চারপাশে পরিস্কার করা ময়লা পোস্টার মুক্ত করতে হবে।অবৈধভাবে দখল চাঁদাবাজি করা দেখানো উচ্ছেদ অভিযান দেয় পরে আবার সিস্টেম করে নতুন ভাবে গড়ে তুলে তা বন্ধ করতে হবে।একসঙ্গে সকল কাজ সঠিকভাবে বিশ্লেষণ করে করতে হবে টাকা অপচয় না হয় মানুষের কষ্ট ভোগান্তি না হয়। সকল অফিসে যেন অনিয়ম-দুর্নীতি সিন্ডিকেট না হয়। কঠোর আইন করে সঠিকভাবে তদন্ত জবাবদিহিতা বিচার শাস্তি করতে হবে,সকল সরকারি স্বায়ত্তশাসিত প্রশাসনের হাসপাতালে খেলাধুলা কমিটি যেন কোন অনিয়ম-দুর্নীতি দেশ ও দলের নাম বিক্রি করে জনগণের কষ্ট টাকা ব্যাংক লুটপাট অবৈধভাবে দখল চাঁদাবাজি যানজট সৃষ্টি করা দাম বাড়ানো মাদক নেশা করলে শিক্ষা নিয়ে রাজনীতি ব্যবসা,চিকিৎসা খাদ্য জনগণের সেবা নিয়ে ছয়নয় উপর থেকে নিচ পর্যন্ত সিন্ডিকেট মাধ্যমে চুরি মিথ্যা আশ্বাস বাহানা দিয়ে অনিয়ম-দুর্নীতির করতে না পারে। যারা নিয়ম-কানুন শৃঙ্খলা আইনকানুন ময়লা অর্বজনা নোংরা করবে নিয়ম ভাংঙবে তাদের কঠোর শাস্তি দিতে হবে সকল উন্নয়নমূলক কাজগুলো বড় ছোট কাঠামো অবকাঠামো কাজ গুলো সেনাবাহিনীর ইন্জিনিয়ার সাথে পরামর্শ করে বা তাদের দায়িত্ব দিয়ে কাজ করতে হবে। সকল এমপি ও সরকারি স্বায়িত্বশাসিত কমকর্তা বাধ্যতামূলক সেনাবাহিনীর প্রশিক্ষণ নিতে হবে ৫ মাস আগে দেশ প্রেমিক শিক্ষা তারপর দেশের দুঃখী মানুষের কষ্ট বুঝে সেবা কাজ করা। সকল অপরাধ অনিয়ম-দুর্নীতি সকল অপকর্মে তদন্ত র্যাব সদস্য দিয়ে করাতে হবে।অন্য কোন সদস্য দিয়ে নয় কেননা যারা তদন্ত করে তারা-ও জড়িত অনিয়ম-দুর্নীতি,
😊😊Digging soil by excavators isn't suitable for the work in it. Only heavy duty draggers are suitable to dig soil in it. If excavator are used to dig soil from there then it couldn't lift soil from deep under water as a result it will lose its depths soon.
ᴛʜᴀɴᴋs ғᴏʀ ᴡᴀᴛᴄʜɪɴɢ... Please Hit The Like Button And Subscribe My Channel. it Really Motivate Me To Make Awesome Video Stuff For You..Follow Me On Facebook For All The Latest Update... facebook.com/UniqueBangladeshOfficial?mibextid=ZbWKwL
Valobashar Bangladesh. 👍🥰🇧🇩
বিভিন্ন উন্নত দেশের শহরের চারপাশে কৃত্রিমভাবে নদী তৈরি করা হয়। আর আমাদের দেশে শহরের চারপাশে এত সুন্দর নদী থাকার পরেও, আমরা সেটার যথাযথ সুফল উপভোগ করতে পারছি না । উল্টো ময়লা আর দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে পড়ি! কিন্তু নদী ঘিরেই যে একটি শহরের সৌন্দর্য, সেটি বুঝতে আমাদের অনেক দেরি হয়ে গেছে। যাইহোক দেরি হলেও যেন এই প্রকল্পটি সঠিকভাবে বাস্তবায়িত হয়। এবং এসব এলাকার মানুষেরই এই সুন্দর স্থাপনা রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিতে হবে। আমরা যেখানে সেখানে ময়লা আবর্জনা না ফেলি।
Thank You Very Much for your valuable comments!
murkho jatir theke kicu asha kota jaina... era valo ta bojhena.
ময়লা তো সরকার বানায় না,, মানুষ ই বানায়,, মানুষই ফেলায় ময়লা যত্রতত্র,, নিজেরা যদি না সচেতন হয়,, তাহলে সরকার কিছুই করতে পারবে না
৪৭ টা খাল দারা প্রাকৃতিক সজ্জিত ছিলো ঢাকা। এমন কোন কোনা নেই যাওয়া যেতো না। দখল আর কালভার্টের নিচে এখন।
সুন্দর কথা বলছেন ভাইয়া🥰🥰
ধন্যবাদ! বুড়িগঙ্গা নদীর ইতিহাস ঐতিহ্য ও বর্তমান সৌন্দর্য তুলে ধরার জন্য। আগে এই ময়লাট ঠাসা ছিল। এখন দেখছি কাজে অনেক দূর এগিয়ে গেছে। এভাবেই কাজ চালিয়ে যেতে হবে। এবং সাধারণ মানুষকে এর রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিতে হবে। ধন্যবাদ
thank you very much for your feedback!
খুব ভাল লেগেছে। ধন্যবাদ সংস্লিস্ট সকলকে।
thank you very much
খুবই সুন্দর উদ্যোগ নেওয়া হয়েছে
Thank You 🧡
জয় শ্রীকৃষ্ণ অনেক সুন্দর কাজ
অনেক ধন্যবাদ
যেখানে খালটি সরু হয়ে গেছে সেখানে আরো প্রশস্ত করলে আরো ভালো লাগবে, হাতিরঝিলের জন্য সরকার যেমন প্রশংসা পেয়েছেন তেমনি এই কাজে প্রশংসা পাবেন, এভাবে দেশ এগিয়ে যাবে ইনশাল্লাহ।
thanks for your feedback
ঢাকাকে বাসযোগ্য করা জরুরি। দূষণমুক্ত সুন্দর ঢাকা নিশ্চিত হতে পারে সবার সম্মিলিত প্রচেষ্টায়।
Thank You Very Much for your valuable comments!
ভিডিওটি ভালো হয়েছে এ ধরনের পণ্য উদ্ধার ভিডিও আরো আপলোড করবেন
Paben in Sha Allah
ভালো কাজ।
আপনাকে অনেক ধন্যবাদ ভাই অনেক সুন্দর একটা ভিডিও করেছেন রিপোর্ট বানিয়েছেন
Thank You 🧡
Khuboi Valo laglo.
Thank You
কাজ খুবই স্লো। সেনাবাহিনী কে কাজদিলে ভালোহয় ❤❤
এটার দায়িত্ব বাংলাদেশ সেনাবাহিনী কে দেওয়া দরকার। ❤
তাহলে কাজ তাড়াতাড়ি শেষ হবে।
Khub sundor vedio bhaijan
অসংখ্য ধন্যবাদ! আপনাদের এই সুন্দর মতামত, আমাদের ভিডিও বানাতে আরো উৎসাহ জায়গায়
❤❤❤❤❤, নদী, খাল না থাকলে কোনই শান্তিতে থাকতে পারবে না
সত্যি একটি অসাধারণ কাজ হাতে নিয়েছে!
thank you very much for your feedback!
আসসালামু আলাইকুম ভাই | চমৎকার হয়েছে উপস্থাপনা এবং ভিডিও এডিটিং
thank you very much for your feedback brother!
ভালো লেগেছে l
thank you
খবরটি দেখে এবং শুনে খুব ভালো লাগলো আওয়ামী লীগ সরকারকে ধন্যবাদ আরো ধন্যবাদ জানাই ঢাকা দক্ষিণ সিটির মেয়র ব্যারিস্টার তাপোশ সাহেবকে
thank you very much for your feedback!
ধন্যবাদ, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ❤❤ বারবার দরকার জননেত্রী শেখ হাসিনার সরকার ❤❤
thanks for your feedback
No
Thank you for video
You are welcome
Ok❤
ধন্যবাদ নতুন আপডেট নেওয়ার জন্য
you are most welcome
আলহামদুলিল্লাহ ✌ জয় বাংলা
অসংখ্য ধন্যবাদ
আমি কামরাঙ্গীরচরে বাসিন্দা হয়ে বলছি ভিডিওটা খুব সুন্দর
Thank You 🧡
Very good job 👏
Many many thanks
আগামী ১০/১৫ বছর উন্নত বাংলাদেশের ভবিষ্যতের জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় থাকা অতীব গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি।
অবিলম্বে নদীর যায়গা দখল মুক্ত করা হোক।
Thanks
Great job, Unique Bangladesh. Very professional and unique work. Keep it up.
thank you very much brother ❤️
Congratulations Bangladesh ❤
Thanks
Very good video
Thanks
Bai Thanks,,,kamrangir char k niyee protibedon koray,,,Aro dekte chai
thank you very much for your feedback!
৮০-এর দশক, এবং ৯০ দশকের শুরুতে বুড়িগঙ্গা যেমনটা পরিস্কার, পরিচ্ছন্ন এবং প্রাকৃতিক পরিবেশ দ্বারা পরিবেষ্ঠিত ছিলো তেমনটা আজো থাকতো এবং এরকম ভাবে পরিস্কার করার প্রয়োজন হতো না যদি ৯০ পরবর্তী সরকারগুলো সঠিকভাবে পরিচালনা করতো।
Thank You Very Much for your valuable comments!
Sundor sob nodike ayvabe baciya rakha hok
Dhonnobaad ai project er update video dekhanor jonno! Asha kori ai project er update aro diben r ekhane oi pashe BIWTA r kaaj cholche shetar o update video dekhte chai
Got it, Thanks for Your Feedback!
Thanks to government and city mayor also.
thank you very much for your feedback!
এ দেশে উন্নায়ন প্রকল্প ভবিষ্যতে কতটা ভূমিকা রাখতে পারবে এটা নিয়ে সন্দেহ সব সময় থাকে, তবে বুড়িগঙ্গা বাধের গাবতলি থেকে নারায়ণগঞ্জ এর পাগলা পর্যন্ত প্রশস্ত রাস্তা ও হাটার/ সাইকেলের রাস্তা করতে পারলে ঢাকার চাপ অনেকটাই কমে যেতো
সেনাবাহিনীকে কাজদিলে ভাল হত😢😢😢😢❤❤
বুড়িগঙ্গা নদীর বিভিন্ন প্রকল্পের আপডেট চাই নিয়মিত
আপনার মতামতের জন্য অসংখ্য ধন্যবাদ। নিয়মিত ভিডিও পাবেন ইনশাআল্লাহ্।
কামরাঙ্গীরচর,টু,খোলামোড়া,একটি,ব্রিজ,করাড়,কথাছিল,
ঢাকাকে কলোনি ও ফুটপাত মুক্ত করলে এবং গার্মেন্টস ও কলকারখানা বর্জ্য নিয়ন্ত্রণ করলে ঢাকার সৌন্দর্য অনেকটা ফিরে আসবে, এটা আমার একান্ত মতামত, এবং সেইসাথে পোস্টার লাগানো বন্ধ করতে হবে একইসাথে আমাদের সচেতন হওয়া আবশ্যক ।
Rights
অনেক অবৈধ স্থাপনা এখনও উচ্ছেদ করা হয়নি, আমরা চাই আদিবুড়িগঙ্গাকে তার সঠিক সিমানায় ফিরিয়ে আনা। কেউ যন এক ইঞ্চি জায়গাও দখলে না থাকে।
thank you very much for your feedback!
সবার আগে বাংলাদেশের জনসংখ্যা নিয়ন্ত্রণের জন্য ব্যবস্থা নিতে হবে এবং বাংলাদেশের মানুষকে সভ্য হওয়ার শিক্ষা দিতে হবে। অন্যথায় যত প্রকল্পই বাস্তবায়ন করা হোক, কোন লাভ হবে না। রাস্তার কোণায় কোণায় টং দোকান আর হকার্স মার্কেটই হবে, সাথে ভিক্ষুক ফ্রি...
Got it, Thanks for Your Feedback!
সঠিক বলেছেন।
জয় বাংলা
পুরো ঢাকার দায়িত্ব আমাকে দেওয়া হলে ইনশাআল্লাহ পৃথিবীকে তাক লাগিয়ে দেখিয়ে দিতাম আমরা বাংলাদেশীরাও পারি,কিভাবে শহরকে পরিচ্ছন্ন পরিবর্তন কর্মমুখর করে তুলতে হয়।
আমি নিজেই এখানে অথৈই পানি দেখেছি এবং বাগান বাড়ি থেকে সাতার কেটে কিল্লার মোর বাজারে পিছনে গিয়েছি যে লাইটা পোস্থা চলে গেছে।এবং খুবই ভয় লাগত তখন নদী অনেক বড় ছিল💔💜💘
Thank You Very Much for your valuable comments!
❤❤❤😮😮😮
❤❤❤❤
Thanks 🙏 to southern Dhaka mayor for implementing this Buriganga project & hopefully make it lively like Hatirjheel
thank you very much for your feedback!
@@UniqueBangladeshOfficialur very welcome brother,I pray ur channel get stronger day by day ❤
মাননীয় প্রধানমন্ত্রী কোন কথা দিলে সেটা মনে রাখেন এবং কার্যকর করেন।
thanks for your feedback
❤❤❤❤❤❤
Very nice
Thanks
Thanks
Welcome
রাজধানী ঢাকা সহ আশেপাশের সব নদ-নদী ও খাল দখল ও দূষণ মুক্ত করে এক সুস্থ সুন্দর নাগরিক জীবন উপহার দিতে সরকারের প্রতি বিনীত আবেদন জানাচ্ছি। সাথে সাথে নগরবাসীকে ও এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখার গুরু দায়িত্ব পালন করতে হবে তবেই না নগরবাসী এর সুফল ভোগ করতে পারবে। ধন্যবাদ।
Got it, Thanks for Your Feedback!
sanabahani ka kaj dayo dorkar tahola kaj tara tati hoba❤ Daka kandio karagara basal maga pojact hata nayo hayacha yoitar abafat dan bai plaz plaza❤
thanks for your feedback
👍👍
Valo
Thanks
এই নদীর ধরে রায়ের বাজার গেছিলাম একসময় এখানে সুসুম মাছ দেখা যেতো
হাতিরঝিলের রক্ষণাবেক্ষণ ( maintenance) ঠিক ভাবে করা হচ্ছে না 😢😢😢
সাকার ফিস ধংশের না হয় সম্পদে রুপান্তরের পরিকল্পনা অতিব জরুরি ও গুরুত্বপূর্ণ!
Got it, Thanks for Your Feedback!
❤সেনাবাহিনী কে কাজদিলে ভালোহয় ❤
thank you very much for your feedback!
প্রকল্পের কাজ সেনা বাহীনীর হাতে দেয়া হোক।সংশ্লিষ্ট মহলের দৃষটি আকর্ষন করছি।
thank you very much for your feedback!
Vai onek din hoye gelo,,! Adi Buriganga River er update news den,,!
Paben in Sha Allah
কাজটা বাংলাদেশ সেনাবাহিনী কে দিয়ে করালে ভাল হতো।
Right
People should be able to go to iztema using this route. The images of super crowded trains during iztema cannot be the brand Bangladesh internationally.
Got it, Thanks for Your Feedback!
এক্সেলেটরে না কেটে ছোট ড্রেজার ব্যবহার করে না কেন?!
পচা কাদা গুলো উপরে আছে ভাই, ঐগুলো না তোলা হলে নদি দূষন মুক্ত হবে এবং পানি স্বাভাবিক হবে। ড্রেজার দিলে তলদেশ থেকে বালি উঠে আসবে ঠিজ কিন্তু বর্জ্য থেকেই যাবে। লাখ লাখ মানুষ মিলে মিশে বছরের পর বছর এটাকে যখন নষ্ট করেছে তখন যেহেতু ধৈর্যের সাথে তা সহ্য করেছেন। এখন ঠিক করতে সময় লাগবে সেটার জন্যও একটু ধৈর্য্য ধারন করুন।
Buriganga Marina bay 🇧🇩
দেশের মানুষ যতদিন মানুষ না হবে ততদিন কোন ভাবেই দেশ সুন্দর করা সম্ভব না
জায়েং খ্যাং ফর্ম বায়েংলাদেইশ
চর এর নিচে লোহার ব্রিজ এর কাছে পানি তে মাঝে মধ্যে োম ফাটে
খেয়াল রাখতে হবে।কোনো বড় মেইল বা ফেক্টরীর কেমিক্যাল যুক্ত পানি যেনো ফিল্টারিং ছাড়া পানি না ছাড়া হয়।সেদিকে খেয়াল রাখতে হবে।
Thank You Very Much for your valuable comments!
চোর যদি না থাকতো আরো অনেক উন্নত হতো
Got it, Thanks for Your Feedback!
So big কর্মযজ্ঞ! Just with two bulldozers Bloody sycophancy!
মাঝখানে একটি বাড়ী এটা কি উচ্ছেদ হবে না, বিষফোড়ার মত এখনও বাড়ীটি রয়ে গেছে, সেদিন দেখে আসলাম
আকাশ থেকে কি দেখালেন আর কি দেখলাম তাইতো বুঝিনি। ভিডিও ফালতু হয়েছে তবে ধারা বর্ননা সুন্দর হয়েছে
মালাউন নদী বন্ধ করা হোক l
এটা কী ধরণের নোংরা কথা!! নদীর আবার জাত হয় নাকি!!! মানুষকে ভালো বাসতে না পারলে কিসের ধর্ম!!!
খলটা পুরোপুরি উদ্ধার করা গেলে,, ঢাকায় কোন জলবদ্ধতা থাকবে না।
rights
সবার আগে ঢাকা থেকে বহিরাগত জনসংখ্যা কমান,,পুরো বাংলাদেশের অর্ধেক জনসংখ্যা আছে ঢাকা শহরে 😂 অতিরিক্ত জনসংখ্যা কমলে রাস্তায় য্যাম ও কমবে নদী রাস্তা সব জায়গায় ময়লা আবর্জনা কমবে।
Got it, Thanks for Your Feedback!
হয়তো হবে, কিন্তূ হয় নাই।
এবার হবে
ব্রিজগুলো হাই করে নিচে জাহাজ পরিবহনে যাতায়াতের ব্যবস্থা
thanks for your feedback
সব ধরনের নদী দখল বন্ধ করা হওক।
thanks for your feedback
একটা বোম সকল সমস্যার সমাধান
এখনো পানি পরিস্কার হয়নি❤
আস্তে আস্তে হবে
Ek bar beshi bristi , shab shesh hoye jabe .
খনন কাজ দেখে মনে হচ্ছে এটা নামকাওয়াস্তে খনন। অন্ততঃ দুই তিন মিটার গভীর খনন করা না হলে কোন লাভ হবে মনে হয়না।
বেড়িবাঁধ আটলেনের রাস্তা করলে ভালোহয় ❤
thank you very much for your feedback!
poriolpito shohor korte bolun ekhonwo dhaka zazabborer nogori karon okhane elaka bhittik nei zonogoner zonno park mozgid beamagar school ekhhoni shomoy shorkarke baddho korun
Got it, Thanks for Your Feedback!
যারা টাকার জন্য কাজ করে তাদের আর কোথায় ইমানদার থাকে দেশ প্রেমিক থাকে দেশের সেবা করার অভিজ্ঞতা মনমানসিকতা জবাবদিহিতা বিচার থাকে ,দেশ ও দেশের মানুষের কষ্ট বুঝে সেবা করা বাদ দিয়ে তারা আরাম আয়েশ করে টাকা লুটপাট অপচয় সিন্ডিকেট করে তারা আর কি বুঝবে,,যদি আমার দেশের মানুষ গুলো সকল কাজ সততা ভাবে দায়িত্বের সঙ্গে সেবা করতো তাহলে দেশটা কত এগিয়ে যেতো। আমরা হলাম শিক্ষিত রুপে অশিক্ষিত অসভ্য নোংরা বিশৃঙ্খলা অনিয়ম-দুর্নীতি করা জাতি,মূর্খ নেতারা আর মাথা মোটা চেয়ারে বসার জন্য মুখস্থ বিদ্যায় কমকর্তারা কত আরাম করে গাঁজা খোর বুদ্ধি বিশেষজ্ঞ অভিজ্ঞতা দিয়ে পরিকল্পনা করে বাহানা করে মিথ্যা আশ্বাস দিয়ে অনিয়ম-দুর্নীতি করে দেশ ও বিদেশে সম্পদে পাহাড় গড়ে তুলা,জনগণের কষ্ট টাকা দিয়ে বিদেশে গিয়ে ঘুরেফিরে শপিং করে কিন্তু দেশে এসে চারদিক অলিগলি দেখে জনসাধারণের কষ্ট বুঝে সেবা উন্নয়ন করতে পারে না,ধান্দাবাজি করার জন্য ছয়নয় কাজ করে আবার এক কাজ বার বার করে,সরকারের কত ক্ষতি করছে।কোন মায়া নেই দেশের প্রতি দেশ প্রেমিকের শিক্ষা নেই তাই মায়া নেই জবাবদিহিতা নিরপেক্ষ তদন্ত কঠোর আইন নাই বলে সব সম্ভব।
আল্লাহ সবাই কে হেদায়েত দান করুন দেশ প্রেমিকের শিক্ষা নিয়ে দেশ ও দেশের অসহায় গরীব মানুষের কষ্ট বুঝে সেবা করার তৌফিক দান করুন ভালো লাগে দেশের ভালো কিছু শুনলে সকল অফিসে অনিয়ম-দুর্নীতি সিন্ডিকেট অপচয় মুক্ত করা,,তাই এখন আমাদের ১৫০/২০০ বছরে চিন্তা ভাবনা করে ভবিষ্যৎ প্রজন্ম কথা ভেবে সঠিকভাবে বিশ্লেষণ করে সকল উন্নয়নমূলক কাজগুলো আধুনিক শক্তিশালী টেকসই মানের সেবা কৃষি শিল্প খাত ও কাজ করতে হবে কোন ছয়নয় বাজেট সময় বাড়ানো নকশা ভুল করা সহ যত রকম বাহানা চলবে না।সুন্দর ভাবে চারপাশে দেখে নকশা করতে হবে। সকল সেবা মান নিয়ম-কানুন ভাবে করতে হবে। যে যার জায়গায় সেক্টর অফিসে সততা ভাবে দেশ প্রেমিক হয়ে দেশ ও দেশের অসহায় মানুষের কষ্ট বুঝে সেবা করতে হবে। জনগণ সহজে যাতায়াত করতে পারে গাড়ি ডাবল লাইন করে বাস ট্রেন নৌযান যানজট মুক্তভাবে হয়,কোন টিকিট কাউন্টার ও বিমানবন্দরে ও সকল স্টেশন সুন্দর হয় যেন হয়রানি পেরেশানি না হয়।গ্যাস বিদ্যুৎ পানি ওয়াসা,সড়ক ৬/৮ লাইনের অলিগলি গ্রামীণ রাস্তা ঘাটে মাটির নিচে দিয়ে সকল ইলেকট্রনিক তার ও ড্রেনসহ প্রশস্ত করতে হবে আন্ডারপাস রাস্তা ইর্উটান ব্যবস্থা ও ফ্লাইওভার নামার রাস্তা প্রশস্ত করতে হবে। কমকর্তা ও নেতারা জড়িত হয়ে দখল করা জমি অবৈধভাবে দখল চাঁদাবাজি ফুটপাত মুক্ত করতে হবে। নদ নদী খাল বিল বেরিবাধ টেকসই মানের ব্লগ নির্মান ও নদী খাল দিয়ে ওয়াক ওয়ে ও যাতায়াত চারপাশে গাছের ব্যবস্থা করতে হবে। নিরাপত্তা আশ্রয় কেন্দ্র,সরকারি হাসপাতালে সকল অফিস বিশ্ববিদ্যালয়ের কলেজ হল এলাকার খেলার মাঠ পার্ক কমিটি সেন্টার ও পর্যটন এলাকা শিল্প সংস্কৃতি সুন্দর ভাবে ভবিষ্যৎ প্রজন্ম কথা ভেবে সঠিকভাবে বিশ্লেষণ করে পরিকল্পনা করে সাজাতে হবে নির্মান করতে হবে।অলিগলি সড়ক সিসিটিভি স্থাপন করা বাতি লাগানে ট্যাফিক যানজট আধুনিক সিস্টেমের আওতায় আনতে হবে।চারপাশে পরিস্কার করা ময়লা পোস্টার মুক্ত করতে হবে।অবৈধভাবে দখল চাঁদাবাজি করা দেখানো উচ্ছেদ অভিযান দেয় পরে আবার সিস্টেম করে নতুন ভাবে গড়ে তুলে তা বন্ধ করতে হবে।একসঙ্গে সকল কাজ সঠিকভাবে বিশ্লেষণ করে করতে হবে টাকা অপচয় না হয় মানুষের কষ্ট ভোগান্তি না হয়। সকল অফিসে যেন অনিয়ম-দুর্নীতি সিন্ডিকেট না হয়। কঠোর আইন করে সঠিকভাবে তদন্ত জবাবদিহিতা বিচার শাস্তি করতে হবে,সকল সরকারি স্বায়ত্তশাসিত প্রশাসনের হাসপাতালে খেলাধুলা কমিটি যেন কোন অনিয়ম-দুর্নীতি দেশ ও দলের নাম বিক্রি করে জনগণের কষ্ট টাকা ব্যাংক লুটপাট অবৈধভাবে দখল চাঁদাবাজি যানজট সৃষ্টি করা দাম বাড়ানো মাদক নেশা করলে শিক্ষা নিয়ে রাজনীতি ব্যবসা,চিকিৎসা খাদ্য জনগণের সেবা নিয়ে ছয়নয় উপর থেকে নিচ পর্যন্ত সিন্ডিকেট মাধ্যমে চুরি মিথ্যা আশ্বাস বাহানা দিয়ে অনিয়ম-দুর্নীতির করতে না পারে।
যারা নিয়ম-কানুন শৃঙ্খলা আইনকানুন ময়লা অর্বজনা নোংরা করবে নিয়ম ভাংঙবে তাদের কঠোর শাস্তি দিতে হবে সকল উন্নয়নমূলক কাজগুলো বড় ছোট কাঠামো অবকাঠামো কাজ গুলো সেনাবাহিনীর ইন্জিনিয়ার সাথে পরামর্শ করে বা তাদের দায়িত্ব দিয়ে কাজ করতে হবে। সকল এমপি ও সরকারি স্বায়িত্বশাসিত কমকর্তা বাধ্যতামূলক সেনাবাহিনীর প্রশিক্ষণ নিতে হবে ৫ মাস আগে দেশ প্রেমিক শিক্ষা তারপর দেশের দুঃখী মানুষের কষ্ট বুঝে সেবা কাজ করা। সকল অপরাধ অনিয়ম-দুর্নীতি সকল অপকর্মে তদন্ত র্যাব সদস্য দিয়ে করাতে হবে।অন্য কোন সদস্য দিয়ে নয় কেননা যারা তদন্ত করে তারা-ও জড়িত অনিয়ম-দুর্নীতি,
ai voice
সব সময় খেয়াল করবেন এবং প্রতিবেদন করবেন তাহলে আর ভূমি দখলসহ আবজনা ফেলবে না।
😊😊Digging soil by excavators isn't suitable for the work in it. Only heavy duty draggers are suitable to dig soil in it. If excavator are used to dig soil from there then it couldn't lift soil from deep under water as a result it will lose its depths soon.
Got it, Thanks for Your Feedback!
আগে অভুক্ত লোকগুলোর খাবারের ব্যবস্থা করুন তারপর লুটপাট করুন
মেটাডো পান্না কি করবে
Buriganga means bad ganga.
Bal
এটার দায়িত্ব বাংলাদেশ সেনাবাহিনী কে দেওয়া দরকার। ❤
তাহলে কাজ তাড়াতাড়ি শেষ হবে।
এটার দায়িত্ব বাংলাদেশ সেনাবাহিনী কে দেওয়া দরকার। ❤
তাহলে কাজ তাড়াতাড়ি শেষ হবে।
Very beautiful comment, yes only Bangladesh army can complete this work also they can change our country to an modern one.
এটার দায়িত্ব বাংলাদেশ সেনাবাহিনী কে দেওয়া দরকার। ❤
তাহলে কাজ তাড়াতাড়ি শেষ হবে।
thank you very much