উত্তর করলে খুব উপকার হবেঃ ধন্যবাদ A ব্যাক্তি ১৯৯০ এ ৫০ শতকের মধ্যে অন্দরে ২ শতক যায়গা কিনে নেয় । B ব্যাক্তি ২০০০ সালে ৫০ শতকের মধ্যে নির্দিষ্ট যায়গা ১০ শতক মালিক হয়ে বিক্রি করে দেয়। এখন A ব্যাক্তি B ব্যাক্তির বিক্রিত যায়গা দখল করে বসে আছে অন্দরে দাবী করে । যেখানে B ব্যাক্তি চৌহাদ্দি উল্লেখ করে বিক্রি করে দেয় ও সে বৈধ মালিকানা পেয়ে বুঝে বিক্রি করে। সেক্ষেত্রে বেদখল B ব্যাক্তি কি যায়গা ফেরত পাবে নাকি A ব্যাক্তি যে জোর করে দখল করে নিলো সে পাবে ?
জনাব,দেওয়ানী আদালতে মামলা করে বছরের পর বছর গুরা গুরি করেনিপ্সুতি হয় না। আমার মনে হয় ইউনিয়ন ভূমি অফিশের অধিনে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে দিলে , তাড়াতাড়ি নিপ্সুতি হওয়া সন্ভব। তার জন্য আইন জীবিদের উচিত হবে ভূমিমন্রালয়কে পরামর্শ দেওয়া ।
আসসালামুয়ালাইকুম। আমি ব্যাংক থেকে নিলামে একটি জমি ক্রয় করেছি ব্যাংক এখন পর্যন্ত ওই জমি আমাকে দখল বুঝিয়ে দেইনি। জমির পূর্বের মালিক জমি দখল করে রেখেছেন। এখন আমি ওই জমিটা কোন প্রক্রিয়ায় দখল বুঝে পাব। জমিটা রেজিস্ট্রি হয়েছে আমার নামে, নামজারি আমার নামে, খাজনা চেক আমার নামে, প্রস্তাবিত খতিয়ান, হোল্ডিং আমার নামে। স্যার দয়া করে আমাকে মতামত দিলে উপকৃত হব।
কবে থেকে মাঠ পর্যায়ে এটি কার্যক্রম শুরু হবে তার জন্য অধিক আগ্রহ নিয়ে লক্ষ্মীপুর জেলার মানুষ ওদিক আগ্রহ নিয়ে আছে। পূর্বের যত দেওয়ানী মোকদ্দমা রয়েছে তা দ্রুত নিষ্পত্তি করা হোক।
প্রথমে গ্রামের মাতব্বর থেকে টাকা খাওয়ানো শুরু করতে হবে, এভাবে ভূমি অফিস,জজকোট, হাইকোর্ট,পর্যন্ত যাইতে হবে,পরে আপনি মরার আগে , অপেক্ষায় থাকতে হবে,পাইলেও পাইতে পারেন,,তবে আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকতে হবে।আর টাকা ওয়ালা থাকেন যদি তাহলে এই শ্রদ্ধা টদ্ধার দরকার পরবে না।
প্রথমে স্থানীয়ভাবে জ্ঞানীগুণী মানুষদের নিয়ে একটা সালিশের ব্যবস্থা করলে কাজ হতে পারে আর যদি তাতে সমাধান না হয় তাহলে অবশ্যই আদালতে যেতে হবে। আপনার উচিত ছিল যে দিন বেদখল হয় সেদিনই ব্যবস্থা নেওয়া। সমস্যা নেই এখনও পারবেন আপনার সকল কাগজপত্র নিয়ে কোনো এক আইনজিবীর সাথে পরামর্শ করুন। আপনি অবশ্যই জমি পাবেন।
নমস্কার স্যার আমি ভারত থেকে বলছি. স্যার আমার ঠাকুরদা ফুলবেড়িয়াতে জমি কিনেছিল ১৯৫৩ সালে. এই জমি কি আমরা এখন ফিরে পেতে পারি? আমরা তো এখন ভারতে আছি.স্যার আমার ঠাকুরদা মারা গেছেন কিন্তু তার একজন ছেলে বেঁচে আছে, তিনি হলেন আমার বাবা. স্যার দয়া করে একটু কমেন্ট করে জানাবেন খুব চিন্তায় আছি 🙏🙏🙏🙏🙏🙏🙏.
ছার আমার দাদার নামে দুইটি পরচা। এছে। আরেছ এবং খারিচ খাজনা।। ছিএছ অন্য জনের নামে। দখলে আর একজন। ওবলে। ছিএছের মালিক থেকে। কিনছে। দলিল দেখায়না দখলও ছারেনা। এখন করনিও কি। দয়া করে জানাবেন কি।
স্যার আমার দাদার নামে জমি আছে কিন্তু আমরা দখলে নাই এবং এই জায়গা ওরা জোরে বা যেভাবে হউক ওরা ওদের নামে নামজারি করে নিয়েছে প্রায় ৪০.৫০বছর ধরে ওরা জায়গা ভোগকরতেছে এবং আমাদের কোন দলিলনাই খতিয়ান শুত্রে আমরা মালিক... আরএস.এবং বিএস.. খতিয়ানে দাদার নাম আছে এখন এই জমি পেতে হলে আমাদের করোনিউ কি জানাবেন আশা করছি।
প্রথমত আপনি খতিয়ান গুলো নিয়ে ইউনিয়ন ভূমি অফিসে দেখান। সেখান থেকে পরামর্শ চান। যদি কেউ নামজারি করে নিয়ে থাকে তাহলে মিস কে স করতে হবে। আর জমির দখল ফিরে পাওয়ার বিষয়ে প্রথমে স্থানীয়ভাবে সমাধান করার চেষ্টা করতে হবে সেটা স্টাম্পের মাধ্যমে। স্থানীয়ভাবে যদি সমাধান না হয় তাহলে অবশ্যই আদালতে যেতে হবে আর সম্পত্তির দখল ফিরে পাওয়ার বিষয়ে আমাদের চ্যানেলে আরো অন্যান্য ভিডিও আছে সেগুলো দেখে নিতে পারেন।
অনুমতি দখলের বিষয়ে আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া আছে। আমাদের চ্যানেলে এসে সে বিষয়ে ভিডিওটি দেখুন। খতিয়ানে অনুমতি দখল লেখা থাকলেই কেউ জমির মালিক নয়। খতিয়ানের এক নম্বর কলামে যাদের নাম আছে তারাই জমির প্রকৃত মালিক। অনুমতি দখল বেশি বাড়া বাড়ি করলে আদালতে মামলা করে প্রমাণ করতে হবে যে, সে একসময় গরিব ছিল তার কোন জাগা বাসা ছিল না। তাকে আপনারাই অনুমতি দিয়েছেন থাকতে। এটা আদালতে প্রমাণ করলে তখন এমনিতেই অনুমতি দখল বাতিল হয়ে জমিটা প্রকৃত মালিকের দখলে চলে যাবে।
আসসালামু আলাইকুম ভাই।আশাকরি ভাল আছেন। ভাই আমার দাদারা পাঁচ ভাই ছিল।এক দাদার ছেলে ছিল না।এক মেয়ে ও এক পালক পুত্র ছিল।ঐ দাদা পালক পুত্র ও তার মেয়েকে সব জমি লিখে দিয়েছে।এখন কি আমরা বে আদরি হক পাবো?দয়া করে জানাবেন।
আসাল্লামুয়াকুম আমার দাদি নামে জমি রেকট আমার নামে খাজনা খারিজ সব করা আচে কিন্তু তারা পেসি শক্তি খাটাচে চেরমেন মেমবর সব তার পখে কথা বলে বিচারে বসলে বলে তার নাকি কাগজের বিচার করতে পারবেন এখন আমি কি করবো স্যার
আমার বাপ-চাচারা 40 থেকে 45 বছর ধরে সম্পদ দিবে বলে এখন সম্পদ দিবেনা বলে তোরা মামলা করে আয় তাহলে 40 45 বছরে আমাদের সাথে তারা বিভিন্নভাবে আমাদেরকে হ্যারেজমেন্ট করছে আমাদেরকে হয়রানি করছে আমরা কি ক্ষতিপূরণ মামলা করতে পারি
আসসালামু আলাইকুম স্যার আমি কি আপনার সাথে একটু সরাসরি কথা বলতে পারি স্যার আমার দলিল আছে কাজ পত্র সব ঠিক আছে কিন্তু আমার জনপ্রিয়তা নয় বলে আজ আমার জমি দখল করতে পারছিনা আমার সাথের জমিন গায়ের জোর দিয়ে রাত্রে বেলা ধান কাটা নিয়ে গেল এবং পাশাপাশি একটা মাটি কেটে ফেলল রাত্রে বেলা এখন আমি কার কাছে সহজবোধ্য
এওয়াজ জমি,,দুই জনের হাতে এওয়াজ করা রেস্টারি দলিল আছে,,এখন কথা হলো যে জমি আমি এওয়াজ করে যে জমি নিছি সে জমি বাদে আমার কোনো জমি জাতি নাই,এখন আমি এওয়াজ করা জমির উপরে বসতি করে আছি, আমি যে জমি এওয়ার করে নিছি ঐ জমি বাড়ায়ে অন্য জনে নিছে এখন আইন অনুসারে আমার বসত বাড়ি জমির কি হবে প্লিজ রিপ্লাই দিবেন?
আমার দাদার জমি গুলা তার সত পোলাপানেরা জোর করে গলায় ছুরি ধইরা আমার বাপ চাচার হক মাইরা খাইতাছে,, ওই জমি গুলা এখন দখল দিতে চাই,, আর সেই জমি গুলা কি এখন ফিরে পাবো কি? আপনার কাছে আমার প্রশ্ন রইলো, আশা করি যে প্রশ্নের রিপ্লাই দিবেন,🧐
স্যার আমি জানি ওয়াকফ সম্পত্তি বিক্রি হয় না, কিন্তু আমার দাদা অনেক সম্পতি বিক্রি করে তার পরে আমার বাবা মামলা করে এবং আমার বাবা মামলা পাই কিন্তু আমার বাবা জমি দখল করতে পারে না এখন দখল করতে কি করতে পারি
আমার দাদার তিন ছেলে। দাদার তিন ছেলে নিয়া 6 গন্ডার মত বসত ভিটা ছিল ঐ বসত ভিটা থেকে 2 ছেলে বাহির হয়ে গেছে। এখন দাদার 6 গন্ডার ভিটাতে এক ছেলের বংশ ধররা আছে। তারা কিন্তু এখন আমরা দাদার 2 ছেলের বংশধরদের ঐ 6 গন্ডার ভিটার ভাগ দিতে চাচ্ছে না। আমার দাদার 3 ছেলের মাঝাে একজনে ও বেঁচে নেই। এখন আমরা নাতিরা ওয়ারিশ। স্যার আমরা এখন কি করে ভিটার ভাগ পেতে পারি? ভিটাতে যারা আছে তারা কিন্ত রাতের আধাঁরে সবখানে ঘরবাড়ি করে ফেলছে। আর তারা সর্দার মাতবরের বিচার মানছেনা। আমারা স্যার এখন কোন পথে গেলে ভাল হবে।
ভাই সব ঠিক আছে কিন্তু আমার দলিল থাকা সত্বেও মামলা করতে গেলে তো মামলা নিচ্ছে না ,কারন কি, মামলা নিচ্ছে না আবার ভুলুম দলব করছে, ভূলুম আনার পর ও মামলা নিচ্ছে না কারন কি দয়া করে জানাবেন । ঐ্যাডভোকেট সাহেব রা তো কিছূ বলতে পারছেন না ।
আমার জমির রেকর্ড ও দলিল আছে এবং চেয়ারম্যান দ্বারা ১২ বার জরিপ করা হয়েছে ১২ রী আমার জমি পাওনা হয়েছে। অথচ আমার টাকা পয়সা না থাকায় আমি জমি দখল করতে পারছিনা সে ক্ষেত্রে আমি কি করব। আপনি দেওয়ানা মামলার কথা বলতেছেন । দেওয়ানা মামলার রায় ঘোষণা করা হয় ৫০ বছর মামলা চলার পর। সে ক্ষেত্রে কি করবো।
ভাই আপনি হয়তো আমার পুরো ভিডিওটি দেখেননি। আমি ভিডিওর মধ্যে একটা কথা বলেছি যে আমি ব্যক্তিগতভাবে সবসময়ই স্থানীয়ভাবে জ্ঞানীগুণী দের মাধ্যমে কিছু ছাড় দিয়ে মিউচুয়াল করে নেওকে সাপোর্ট করে থাকি। কিছু ছাড়ের কথা বলেছি। এখন বাংলা একটা প্রবাদ আছে ভাই যে, কিছু পেতে হলে কিছু দিতে হয়। এখন সেটা যদি আপনি নগদ টাকা বুঝে থাকেন তাহলে সেটা ঠিক নয় কারণ আপনার কাগজপত্র যদি ঠিক থাকে আপনি যদি প্রকৃতই জমির মালিক হয়ে থাকেন আদালত ছাড়াও আপনার জমির দখল ফিরে পাওয়ার অনেক প্রকারের অনেক কৌশল পদ্ধতি আছে।
ধন্যবাদ আপনাকে, ভাই দলিল আছে রেকর্ড করে নিয়ে গেছে এবং বিক্রিও করে দিয়েছে ভূমি দস্যুরা, সহজ নিয়ম কি করে পাব, আমি প্রবাসী ছুটি কম, দয়া করে বলেন, মিস কেইস করার আগে থানায় জিডি করে আইনের মাধ্যমে পুলিশ দিয়ে দখলের আনার চেষ্টা করবো তারপর মিস কেইস করবো।দয়া করে জানাবেন, কৃতজ্ঞ থাকব।
আমাদের একটা জমি মামলায় রায় পেয়েছি কিন্তু বাদীপক্ষ হাইকোর্টে রিট করেছে এখন আমাদের করণীয় কি রিট এর মেয়াদ 6 মাস মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে এসিল্যান্ড অফিস খারিজ নামা চাই এখন আমাদের করণীয় কি
স্যার বাবা একটি জমি ৬৪ শতংশ এই জমিটা এক দলিলে।তিন ছেলের নামে সুমান ভাগে রাখে। দুই ভাই নাবালক থাকা কালিন। বড় ভাই বিক্রি করে। ৫০ বছর পর জানতে পারি মাবি করছি তবে ফিরত দিচ্ছেনা আমিকি এই জাগা ফিরে পাবো।দয়া করে বলবেন।ধন্য বাদ।
আমাদের একটা জমি আছে ওই জমিটা আমরা দলিল মূলে কিনা আর আমরা রেকর্ডে মূলে বিক্রি করছে উনাকে কি সংশোধন করে দিতে হবে নাকি এমনিতেসঠিক আছে দলিলটা সঠিক হবে টিকবো নাকি?
আমার একটা জমি ক্রায় করার পর জমির নামজারি করা হয় নাই দীঘ দিন পরে নাম জারি করতে গিয়ে দেখি তার ছেলের নামে রেকড হয়েছে। আমি তার মায়ের কাছ খেকে দলিল করে নিয়েছি । জমির প্রকৃত মালিক ছিল অনার নানা জার নামে রেকড হয়েছে তার নানার তার মা এখনো জীবিত আছে
জমিটা কি আপনারা পূর্বের মালিক ছিলেন? আর যদি ভূমিহীন হয়ে থাকেন তাহলে আপনার দখলকৃত জমিটি উপজেলা সহকারি কমিশনার ভূমি অফিসে লীজ এর জন্য আবেদন করতে পারেন। কমেন্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ 🌹। ভিডিওটি ভালো লাগলে facebook সহ আনান মাধ্যমে শেয়ার করে দিন। আপনার একটি শেয়ারের কারণে অনেকের উপকার হতে পারে।
ভাই আমার দাদির জমি অন্য দের দখলে ৬০ বছর ধরে অন্যদের দখলে আমার দাদির ভাই নেই শুধু দুই বোন আবার দুই বোনে মারা গেছে মারা যাওয়ার আগে বলেগেছে আমার বাবা বাড়ির জমি বিক্রি বা বন্ধক করেনি দুই বোন একে কথা বলতো আমার বাবা চাচারা বেঁচে আছে আর একজন দাদির উনার একটা ছেলে সেও বেচে আছেন এখন আমরা কি জমি পাবো যদি পাই তাহলে এখন করো নিও কি বলবেন প্লিজ
ধন্যবাদ এডভোকেট সাহেব ।1971 /72সনে অনেক শরণার্থী ভারত যাওয়ার আর ফিরিয়া আসে নাই কিন্তু তাদের জমি ভূয়া ভায়া মালিক দেখাইয়া জমি রেজিষ্ট্রেশন করিয়া নেয় এবং মালিক হয়েছেন এ দলিল বাতিল হবেনা? দয়া করে জনাইলে খুশী হব।
জাল দলিল তো জল দলিলই। এটা আদালতে মামলা করতে হবে। আপনাদের জমির কি কি কাগজপত্র আছে এসব কাগজপত্র নিয়ে একজন আইনজীবীর সাথে পরামর্শ করুন। 🌹🌹কমেন্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ।
ভাই আমাদের জায়গা অন্যা জনের দখলে আছে।সে খুব প্রাবাব শালি।তার সাতে পেরে ওটা সন্বব না। আমি ঠিক মত সংসার চালাতে পারি না।কারন সংসারে লাগে। ৮০০টাকা আমার ইনকাম হয়। ৫০০টাকা অবাব সংসার। কেস মামলা এ গুলো কি প্রিতে করেন দিবেন।
ভাই চ্যানেল ডেসক্রিপশন এ হোয়াটসঅ্যাপ নাম্বার দেয়া আছে সেখানে ভয়েস পাঠান। এতোটুকু কথার উপরে কতটুক সিদ্ধান্ত দেওয়া যাবে। এখানে তো অনেকগুলো প্রশ্ন আছে। চ্যানেলের নামের উপরে ক্লিক করে ডানদিকে ইন্সটল করলে এবাউট অপশন পাবেন সেখানে whatsapp নাম্বার দেওয়া আছে
অবশ্যই জামি ফিরে পাবেন। তো এজন্য আপনার দাদার জমির কি কি কাগজপত্র আছে এটা জানতে হবে। আপনার দাদার দলিল না থাকলেও তার নিজ নামে বা তার পিতার নামে কোন খতিয়ান থাকতে পারে। সেসব জমির দলিল না থাকলেও মালিকানা প্রমাণ করে। আর আমাদের চ্যানেলে দলিল কোথায় পাবেন এ বিষয়ে দুই একটি ভিডিও দেওয়া আছে। এছাড়াও আমাদের চ্যানেলের সর্বপ্রথম ভিডিও যেটা আপলোড করা হয়েছিল সে ভিডিওতে বলা হয়েছে আপনার পূর্বপুরুষের কোথায় কত জমি ছিল মোবাইলে জেনে নিন।
বাবা জমি কিনেছেন দলিল আছে কিন্তু বাবা আগের মালিকের দলিল দিয়ে রিকোট করেছেন বেশি করে। ওয়ারিশ হিসেবে। এখন অন্য লোকেয় বেশি জমিটা খায় দলিল নাই তার । এখন আমার করনিও কি বললে উপকার হতো আমার
ভাই, আমার বাবা চাচারা ৬জন তার মধ্যে ৩ জন জীবিত ও ৩ জন মৃত। ব্ন্টননামা দলিল করতে জীবিত চাচারা ছাড়া মৃত চাচাদের ছেলে মেয়েরা সবাই যদি উপস্থিত না থাকতে পারে সে তখন কি করা যায়।
ভাই সহজ হলে ভালো কথা আমার কাছে মনে হয় এত সহজ না কারন আমি একজন এই রোগে আকরাতো হইছি এখন বুঝি আইন টাকা কাছে অসহায় আর উকিল সাহেবেরা দুই দিকের টাকা খায় জজ সাহেবেরা ও একে পথের পথিক আর কি বলবো
আপনি হয়তো পুরো ভিডিওটি দেখেননি। ভিডিওর মধ্যেআমি একটি কথা বলেছি যে, আমি সব সময়ই স্থানীয়ভাবে স্থানীয়ভাবে জ্ঞানী গুণীজনের মাধ্যম দিয়ে কিছু ছাড় দিয়ে মিউচুয়াল করে নেওয়াটাকে আমি সাপোর্ট করি।
আমি সবারে সহযোগিতা চাই আমার দাদার সরকারের কাছে সহযোগিতা চাই আমি খুবেই গরিব আর যে গুলো জমিজাল দলিল এর বিচার চাই আমার দাদা ছমির উদদীন নারিযার ঢাকনাই মৌজায় হারাটি ইউনিয়ন লালমনিরহাট মহেন্দ্র নগর ইউনিয়ন লালমনিরহাট জমির উদদিনের জমি কাগসবেই আছে।
আসসালামুআলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ স্যার আমি মোমেনশাহী গফরগাঁও থেকে বলছিলাম আমাদের একটি জমিন আমাদের দলিল আছে কিন্তু অন্য জনের নামে বিআরএস হয়ে আছে সে জমিনটা কিভাবে ফিরে পেতে পারি একটু পরামর্শ দিলে ভালো হতো আর আমি কি আপনার নাম্বারটা পেতে পারি
রায়তি= দখলি প্রজা বা যিনি দখলে ছিলেন। জমি জমার বিভিন্ন সংক্ষিপ্ত শব্দের অর্থ আমাদের চ্যানেলে একটি ভিডিও দেওয়া আছে সেই ভিডিওটি দেখুন সেখানে বিস্তারিত আলোচনা করা হয়েছে।
ভাই কথা তো অনেক বলছি। মানুষ অহেতুক অপ্রয়োজনুয় ভিডিও দেখে শেয়ার করে। অথচ আমাদের চ্যানেলে শেয়ার করার মত অনেক ভিডিও আছে। যেসব ভিডিওর একটি মাত্র শেয়ার এর কারণে অনেকের উপকার হতে পারে। দুই চারটা ভিডিও শেয়ার করেন তারপরে বলেন ভাই ভিডিও শেয়ার করছি কথা বলতে চাই।
স্যার আমার দাদা গত ১০/০৬/২০০৬ সালে ৩ ছেলে ও ৩ মেয়ে ওয়ারিশ রেখে মারা গেচে আর আমার বাবাও মারা গেচে আমাদের কে রেকে আমাদের দাদার ৬টি দাগ আচে ৬ টি ৪৩ শতাংশ বাড়ি ভিটা আর কিনা আচে ৮ শতাংশ ঐ সব মিলিয়ে জায়গা ৫১ শতাংশ এখন আমার দুই চাচা আমার দুই ফুফু থেকে ১৩ শতাংশ জায়গা দলিল করে নিয়েচে ২৯/১২/২০১৩ সালে আমাদের কে আর আমার এক ফুফুকে ওয়ারিশ বাদ দিয়ে আর এ জায়গা আমাদের কে দখলে জাইতে দেই এখন এটার করনীয় কি যদি বলতেন্?
ইঁদুর দুটি রুটি ভাগাভাগি করতে বানরের কাছে গিয়েছিল। আর আমরা জমি ভাগাভাগি করতে চেয়ারম্যানের কাছে যাব, ভালোই পরামর্শ দিয়েছেন ভাই।
উত্তর করলে খুব উপকার হবেঃ ধন্যবাদ
A ব্যাক্তি ১৯৯০ এ ৫০ শতকের মধ্যে অন্দরে ২ শতক যায়গা কিনে নেয় ।
B ব্যাক্তি ২০০০ সালে ৫০ শতকের মধ্যে নির্দিষ্ট যায়গা ১০ শতক মালিক হয়ে বিক্রি করে দেয়।
এখন A ব্যাক্তি B ব্যাক্তির বিক্রিত যায়গা দখল করে বসে আছে অন্দরে দাবী করে । যেখানে B ব্যাক্তি চৌহাদ্দি উল্লেখ করে বিক্রি করে দেয় ও সে বৈধ মালিকানা পেয়ে বুঝে বিক্রি করে।
সেক্ষেত্রে বেদখল B ব্যাক্তি কি যায়গা ফেরত পাবে নাকি A ব্যাক্তি যে জোর করে দখল করে নিলো সে পাবে ?
ধন্যবাদ জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন,, উপজেলা মদন, জেলা নেএকোনা, বিভাগ ময়মনসিংহ,,
ভাই কথা খুব সহজেই বলেগেলেন ।কিন্ত ব্যাস্তবে অনেক কঠিন। 87 টু 2023 মামলার কোন শেষ হচ্ছেনা।
ki mamla
Kon court a
দারুণ
জনাব,দেওয়ানী আদালতে মামলা করে বছরের পর বছর গুরা গুরি করেনিপ্সুতি হয় না। আমার মনে হয় ইউনিয়ন ভূমি অফিশের অধিনে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে দিলে , তাড়াতাড়ি নিপ্সুতি হওয়া সন্ভব। তার জন্য আইন জীবিদের উচিত হবে ভূমিমন্রালয়কে পরামর্শ দেওয়া ।
সুন্দর কথা
Dokholdar matir dam chae jeta jonno tarkache jimmi ki korbo?
আসসালামুয়ালাইকুম। আমি ব্যাংক থেকে নিলামে একটি জমি ক্রয় করেছি ব্যাংক এখন পর্যন্ত ওই জমি আমাকে দখল বুঝিয়ে দেইনি। জমির পূর্বের মালিক জমি দখল করে রেখেছেন। এখন আমি ওই জমিটা কোন প্রক্রিয়ায় দখল বুঝে পাব। জমিটা রেজিস্ট্রি হয়েছে আমার নামে, নামজারি আমার নামে, খাজনা চেক আমার নামে, প্রস্তাবিত খতিয়ান, হোল্ডিং আমার নামে। স্যার দয়া করে আমাকে মতামত দিলে উপকৃত হব।
সকল কাগজপত্র নিয়ে একজন আইনজিবীর মাধ্যমে আদালতে মা ম লা করুন। অবশ্যই জমির দ খ ল ফিরে পাবেন
ভাই আমার দলিল আছে কিন্তু সর্বশেষ রেকর্ড করতে পারি নাই এখন কোন নামজারি নাই আমি কি মবদলা করতে পারবো
Amader 3 bar ray joyce tader kono dalil nai kichu nai amara kivabe pabo
কবে থেকে মাঠ পর্যায়ে এটি কার্যক্রম শুরু হবে তার জন্য অধিক আগ্রহ নিয়ে লক্ষ্মীপুর জেলার মানুষ ওদিক আগ্রহ নিয়ে আছে। পূর্বের যত দেওয়ানী মোকদ্দমা রয়েছে তা দ্রুত নিষ্পত্তি করা হোক।
Amra bharate thaki Kintu age bangladeshe thaktam kagoj to nai Khulna kaligang thana Amra okhan theke chole asechi 1964 sale.... Ki vabe pabo.....
Good
প্রথমে গ্রামের মাতব্বর থেকে টাকা খাওয়ানো শুরু করতে হবে, এভাবে ভূমি অফিস,জজকোট, হাইকোর্ট,পর্যন্ত যাইতে হবে,পরে আপনি মরার আগে , অপেক্ষায় থাকতে হবে,পাইলেও পাইতে পারেন,,তবে আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকতে হবে।আর টাকা ওয়ালা থাকেন যদি তাহলে এই শ্রদ্ধা টদ্ধার দরকার পরবে না।
স্যার আরেকটি কথা বলতে ভুলে গেছি দলিল কিন্তু আমাদের এখনো আছে.
আমরা একটা জমির রায় পেয়েছি কোট থেকে এখন জমির দখল কিভাবে পাব একটু বলবেন।
স্যার আমাদের জমির দলিল আছে রেকর্ড আছে খাজনা করছি অন্য মানুষ জোর করে দখল করে আছে,আমি কি ভাবে জমি ফিরত পাব?বললে আমি উপকৃত হব।
প্রথমে স্থানীয়ভাবে জ্ঞানীগুণী মানুষদের নিয়ে একটা সালিশের ব্যবস্থা করলে কাজ হতে পারে আর যদি তাতে সমাধান না হয় তাহলে অবশ্যই আদালতে যেতে হবে। আপনার উচিত ছিল যে দিন বেদখল হয় সেদিনই ব্যবস্থা নেওয়া। সমস্যা নেই এখনও পারবেন আপনার সকল কাগজপত্র নিয়ে কোনো এক আইনজিবীর সাথে পরামর্শ করুন। আপনি অবশ্যই জমি পাবেন।
কোন আদালতে মামলা করবো, আর কত ধারায়, একটু সহজ করে দেন প্লিজ।
অহেতুক আলোচনা।
হুমমমমম
নমস্কার স্যার আমি ভারত থেকে বলছি. স্যার আমার ঠাকুরদা ফুলবেড়িয়াতে জমি কিনেছিল ১৯৫৩ সালে. এই জমি কি আমরা এখন ফিরে পেতে পারি? আমরা তো এখন ভারতে আছি.স্যার আমার ঠাকুরদা মারা গেছেন কিন্তু তার একজন ছেলে বেঁচে আছে, তিনি হলেন আমার বাবা. স্যার দয়া করে একটু কমেন্ট করে জানাবেন খুব চিন্তায় আছি 🙏🙏🙏🙏🙏🙏🙏.
কারো কোন জমি নাই জোর যার জমি তার ভাই বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি।
ঠিক ভাই ৩০ বছর এক জমি দখল করে বসে আছে জমির পাশেও যেতে পারছি না। অথচ দলিল ও আমার রেকর্ড ও আমার, 🥹🥹🥹🥹
স্যার আমাদের রেকর্ড আছে, দলিল আছে, খাজনা খারিজ আছে, কিন্ত চাচাতো ভাই ফেরত দিচ্ছে না,এটা সমাধান পাব।
ছার আমার দাদার নামে দুইটি পরচা। এছে। আরেছ এবং খারিচ খাজনা।। ছিএছ অন্য জনের নামে। দখলে আর একজন। ওবলে। ছিএছের মালিক থেকে। কিনছে। দলিল দেখায়না দখলও ছারেনা। এখন করনিও কি। দয়া করে জানাবেন কি।
স্যার আমার দাদার নামে জমি আছে কিন্তু আমরা দখলে নাই এবং এই জায়গা ওরা জোরে বা যেভাবে হউক ওরা ওদের নামে নামজারি করে নিয়েছে প্রায় ৪০.৫০বছর ধরে ওরা জায়গা ভোগকরতেছে এবং আমাদের কোন দলিলনাই খতিয়ান শুত্রে আমরা মালিক... আরএস.এবং বিএস.. খতিয়ানে দাদার নাম আছে এখন এই জমি পেতে হলে আমাদের করোনিউ কি জানাবেন আশা করছি।
প্রথমত আপনি খতিয়ান গুলো নিয়ে ইউনিয়ন ভূমি অফিসে দেখান। সেখান থেকে পরামর্শ চান। যদি কেউ নামজারি করে নিয়ে থাকে তাহলে মিস কে স করতে হবে। আর জমির দখল ফিরে পাওয়ার বিষয়ে প্রথমে স্থানীয়ভাবে সমাধান করার চেষ্টা করতে হবে সেটা স্টাম্পের মাধ্যমে। স্থানীয়ভাবে যদি সমাধান না হয় তাহলে অবশ্যই আদালতে যেতে হবে আর সম্পত্তির দখল ফিরে পাওয়ার বিষয়ে আমাদের চ্যানেলে আরো অন্যান্য ভিডিও আছে সেগুলো দেখে নিতে পারেন।
স্যার জমি টা কি পাওয়ার সম্ভব না আছে কি নেই জানাবেন
Good video
I do but after 3 notice, give me right, suggest to file to court
ভাই আমার দলিল আছে রিকোর্ট আছে কাগজ পাতি সব ওকে বাট জমির জোর করে দখল করে খাচ্ছে আমার জন্য কি করনীয় জানাবেন প্লিজ
স্যার আমি এসে রেকর্ড মালিকানা আমি এবং উনমতিত দকল আরেক জন এবং কে সটিক হবে
অনুমতি দখলের বিষয়ে আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া আছে।
আমাদের চ্যানেলে এসে সে বিষয়ে ভিডিওটি দেখুন।
খতিয়ানে অনুমতি দখল লেখা থাকলেই কেউ জমির মালিক নয়। খতিয়ানের এক নম্বর কলামে যাদের নাম আছে তারাই জমির প্রকৃত মালিক। অনুমতি দখল বেশি বাড়া বাড়ি করলে আদালতে মামলা করে প্রমাণ করতে হবে যে, সে একসময় গরিব ছিল তার কোন জাগা বাসা ছিল না। তাকে আপনারাই অনুমতি দিয়েছেন থাকতে। এটা আদালতে প্রমাণ করলে তখন এমনিতেই অনুমতি দখল বাতিল হয়ে জমিটা প্রকৃত মালিকের দখলে চলে যাবে।
ভাই আশা করি ভালো আছেন্ বিবাদী ২০১০ সালে দেওয়ানী মামলা করেন সেটা খারিজ হয়ে গেছেন পরে আবার অন্য একটা মামলা করেছে এখন কি নামজারী করা যাবে?????
আবেদন করে দেখুন।
ভাই আমাদের জমির কাগজ অন্য এক জনের কাছে আছে, কিন্তু সে কাগজ আমাদের না দিয়ে, সে আমাদের জমি দখল করে নিয়েছে এখন কি করতে পারি
দলিল তল্লাশি দিয়ে নকল বের করুন ওটাই সব জায়গায় গ্রহণযোগ্য 2000 টাকা খরচ হতে পারে
আচ্ছা ভাই দলিল৷ কি কখনো online হবে
আসসালামু আলাইকুম ভাই।আশাকরি ভাল আছেন। ভাই আমার দাদারা পাঁচ ভাই ছিল।এক দাদার ছেলে ছিল না।এক মেয়ে ও এক পালক পুত্র ছিল।ঐ দাদা পালক পুত্র ও তার মেয়েকে সব জমি লিখে দিয়েছে।এখন কি আমরা বে আদরি হক পাবো?দয়া করে জানাবেন।
আসাল্লামুয়াকুম আমার দাদি নামে জমি রেকট আমার নামে খাজনা খারিজ সব করা আচে কিন্তু তারা পেসি শক্তি খাটাচে চেরমেন মেমবর সব তার পখে কথা বলে বিচারে বসলে বলে তার নাকি কাগজের বিচার করতে পারবেন এখন আমি কি করবো স্যার
আমার বাপ-চাচারা 40 থেকে 45 বছর ধরে সম্পদ দিবে বলে এখন সম্পদ দিবেনা বলে তোরা মামলা করে আয় তাহলে 40 45 বছরে আমাদের সাথে তারা বিভিন্নভাবে আমাদেরকে হ্যারেজমেন্ট করছে আমাদেরকে হয়রানি করছে আমরা কি ক্ষতিপূরণ মামলা করতে পারি
ভাই মা কি নাভালকে জমি কি অসি হইয়া বিক্রি করতে পারবে বাবার রেকে জাউয়া স্মফত দয়া করে উতর টা দিবেন
ভাই আমাদের দলিল আছে কিন্তু রেকর্ড অন্যের নামে দখল ও আমাদের নাই। আমরা কি জমি টা ফেরত পাবো মামলা করলে।।
দলিল ঠিক থাকলে অবশ্যই মা ম লা করে পাবেন।
আসসালামু আলাইকুম স্যার আমি কি আপনার সাথে একটু সরাসরি কথা বলতে পারি স্যার আমার দলিল আছে কাজ পত্র সব ঠিক আছে কিন্তু আমার জনপ্রিয়তা নয় বলে আজ আমার জমি দখল করতে পারছিনা আমার সাথের জমিন গায়ের জোর দিয়ে রাত্রে বেলা ধান কাটা নিয়ে গেল এবং পাশাপাশি একটা মাটি কেটে ফেলল রাত্রে বেলা এখন আমি কার কাছে সহজবোধ্য
একবারে দুর্বল হলে আপতত থানায় জিডি করুন৷ জমির দ খ ল ফিরে পেতে দু এক দিনের মধ্যেই আদালতের শরণাপন্ন হন। দেরি করবেন না।
আসসালামু আলাইকুম স্যার,
সর্বশেষ আরএস রেকর্ড মূলে মালিক, কোন দলিল নাই, এখন কি নামজারী করা যাবে??
এওয়াজ জমি,,দুই জনের হাতে এওয়াজ করা রেস্টারি দলিল আছে,,এখন কথা হলো যে জমি আমি এওয়াজ করে যে জমি নিছি সে জমি বাদে আমার কোনো জমি জাতি নাই,এখন আমি এওয়াজ করা জমির উপরে বসতি করে আছি, আমি যে জমি এওয়ার করে নিছি ঐ জমি বাড়ায়ে অন্য জনে নিছে এখন আইন অনুসারে আমার বসত বাড়ি জমির কি হবে প্লিজ রিপ্লাই দিবেন?
আমার বাবার ওয়রিসন বা বন্ট নামা ছারাআমি আমা বোনকে হেবার ঘোষনা দলিল দিয়েছি এখন কি ভাবেফিরে পাব
আমার দাদা জমি এওয়াজ করে ভারত থেকে আসছে আর এস খতিয়ান দাদার নামে আছে আর কোন খতিয়ান দাদার নামে নেই আমরা কি জমি পাব জানিয়ে উপকৃত করবেন
আমার দাদার জমি গুলা তার সত পোলাপানেরা জোর করে গলায় ছুরি ধইরা আমার বাপ চাচার হক মাইরা খাইতাছে,,
ওই জমি গুলা এখন দখল দিতে চাই,,
আর সেই জমি গুলা কি এখন ফিরে পাবো কি?
আপনার কাছে আমার প্রশ্ন রইলো,
আশা করি যে প্রশ্নের রিপ্লাই দিবেন,🧐
পোলাপাইন আবার সত হয় নাকি?
স্যার আমি জানি ওয়াকফ সম্পত্তি বিক্রি হয় না, কিন্তু আমার দাদা অনেক সম্পতি বিক্রি করে তার পরে আমার বাবা মামলা করে এবং আমার বাবা মামলা পাই কিন্তু আমার বাবা জমি দখল করতে পারে না
এখন দখল করতে কি করতে পারি
দলিল আছে। হাল জরিপের রেকর্ড আছে।সন সন দাখিলা। দখল নাই।কিভাবে দখল পাইতে পারি
ভাই আমি জমি ক্রয় করেছি ওরজিনিয়াল দলিল আসছে কিন্তু আমি খারিজ করতে পারতেছিনা /হচ্ছে না এখন কি করতে পারি
খারিজ কেন দিচ্ছে না এটা তো ভূমি অফিসের তফসিলদাকে জিজ্ঞেস করলে জানতে পারবেন।
আমার দাদার তিন ছেলে। দাদার তিন ছেলে নিয়া 6 গন্ডার মত বসত ভিটা ছিল ঐ বসত ভিটা থেকে 2 ছেলে বাহির হয়ে গেছে। এখন দাদার 6 গন্ডার ভিটাতে এক ছেলের বংশ ধররা আছে। তারা কিন্তু এখন আমরা দাদার 2 ছেলের বংশধরদের ঐ 6 গন্ডার ভিটার ভাগ দিতে চাচ্ছে না। আমার দাদার 3 ছেলের মাঝাে একজনে ও বেঁচে নেই। এখন আমরা নাতিরা ওয়ারিশ। স্যার আমরা এখন কি করে ভিটার ভাগ পেতে পারি? ভিটাতে যারা আছে তারা কিন্ত রাতের আধাঁরে সবখানে ঘরবাড়ি করে ফেলছে। আর তারা সর্দার মাতবরের বিচার মানছেনা। আমারা স্যার এখন কোন পথে গেলে ভাল হবে।
ভাই সব ঠিক আছে কিন্তু আমার দলিল থাকা সত্বেও মামলা করতে গেলে তো মামলা নিচ্ছে না ,কারন কি, মামলা নিচ্ছে না আবার ভুলুম দলব করছে, ভূলুম আনার পর ও মামলা নিচ্ছে না কারন কি দয়া করে জানাবেন । ঐ্যাডভোকেট সাহেব রা তো কিছূ বলতে পারছেন না ।
আমার জমির রেকর্ড ও দলিল আছে এবং চেয়ারম্যান দ্বারা ১২ বার জরিপ করা হয়েছে
১২ রী আমার জমি পাওনা হয়েছে। অথচ আমার টাকা পয়সা না থাকায় আমি জমি দখল করতে পারছিনা সে ক্ষেত্রে আমি কি করব। আপনি দেওয়ানা মামলার কথা বলতেছেন । দেওয়ানা মামলার রায় ঘোষণা করা হয় ৫০ বছর মামলা চলার পর। সে ক্ষেত্রে কি করবো।
ভাই আপনি হয়তো আমার পুরো ভিডিওটি দেখেননি। আমি ভিডিওর মধ্যে একটা কথা বলেছি যে আমি ব্যক্তিগতভাবে সবসময়ই স্থানীয়ভাবে জ্ঞানীগুণী দের মাধ্যমে কিছু ছাড় দিয়ে মিউচুয়াল করে নেওকে সাপোর্ট করে থাকি। কিছু ছাড়ের কথা বলেছি। এখন বাংলা একটা প্রবাদ আছে ভাই যে, কিছু পেতে হলে কিছু দিতে হয়। এখন সেটা যদি আপনি নগদ টাকা বুঝে থাকেন তাহলে সেটা ঠিক নয় কারণ আপনার কাগজপত্র যদি ঠিক থাকে আপনি যদি প্রকৃতই জমির মালিক হয়ে থাকেন আদালত ছাড়াও আপনার জমির দখল ফিরে পাওয়ার অনেক প্রকারের অনেক কৌশল পদ্ধতি আছে।
ধন্যবাদ আপনাকে, ভাই দলিল আছে রেকর্ড করে নিয়ে গেছে এবং বিক্রিও করে দিয়েছে ভূমি দস্যুরা, সহজ নিয়ম কি করে পাব, আমি প্রবাসী ছুটি কম, দয়া করে বলেন, মিস কেইস করার আগে থানায় জিডি করে আইনের মাধ্যমে পুলিশ দিয়ে দখলের আনার চেষ্টা করবো তারপর মিস কেইস করবো।দয়া করে জানাবেন, কৃতজ্ঞ থাকব।
আমার বাবার সম্পত্তি আমার ভাই মাটি কেটে একটা জায়গা দখল করে আছে আমি কি করে এ জায়গাটি পাব।
ভাই আমার ওয়ারিশদের নামে আমাদের জমি দেয়াড়া রেকর্ড হয়ে গেছে কি করতে পারি
স্যার আমার চাচা যাৌথ জমি আমার অংশ বেচে এটা কি ভাবে পাব দয়া করে জানাবেন
১৯৫৬ সালের দলিল সিএস রেকর্ড ও এস এ রেকর্ড আমাদের নামে আর এস রেকর্ড অন্যের নামে এখন কি করব
আমাদের একটা জমি মামলায় রায় পেয়েছি কিন্তু বাদীপক্ষ হাইকোর্টে রিট করেছে এখন আমাদের করণীয় কি রিট এর মেয়াদ 6 মাস মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে এসিল্যান্ড অফিস খারিজ নামা চাই এখন আমাদের করণীয় কি
স্যার বাবা একটি জমি ৬৪ শতংশ এই জমিটা এক দলিলে।তিন ছেলের নামে সুমান ভাগে রাখে। দুই ভাই নাবালক থাকা কালিন। বড় ভাই বিক্রি করে। ৫০ বছর পর জানতে পারি মাবি করছি তবে ফিরত দিচ্ছেনা আমিকি এই জাগা ফিরে পাবো।দয়া করে বলবেন।ধন্য বাদ।
ভাই আপানার সাতে কিবাবে যোগা যোগ করতে পারি
আমাদের একটা জমি আছে ওই জমিটা আমরা দলিল মূলে কিনা আর আমরা রেকর্ডে মূলে বিক্রি করছে উনাকে কি সংশোধন করে দিতে হবে নাকি এমনিতেসঠিক আছে দলিলটা সঠিক হবে টিকবো নাকি?
আমার একটা জমি ক্রায় করার পর জমির নামজারি করা হয় নাই দীঘ দিন পরে নাম জারি করতে গিয়ে দেখি তার ছেলের নামে রেকড হয়েছে। আমি তার মায়ের কাছ খেকে দলিল করে নিয়েছি । জমির প্রকৃত মালিক ছিল অনার নানা জার নামে রেকড হয়েছে তার নানার তার মা এখনো জীবিত আছে
আমাদের বসত বাড়ির।কোনো কাগজ
পাতি নেই সরকার খাস খতিয়েনে নিয়েছে
এখন কি উপায়ে কিছু কি করা যাবে জানাবেন
জমিটা কি আপনারা পূর্বের মালিক ছিলেন? আর যদি ভূমিহীন হয়ে থাকেন তাহলে আপনার দখলকৃত জমিটি উপজেলা সহকারি কমিশনার ভূমি অফিসে লীজ এর জন্য আবেদন করতে পারেন।
কমেন্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ 🌹।
ভিডিওটি ভালো লাগলে facebook সহ আনান মাধ্যমে শেয়ার করে দিন।
আপনার একটি শেয়ারের কারণে অনেকের উপকার হতে পারে।
আমার দাদা দাদী অসুস্থ থাকার সময় আমার চাচা ও চাচাতো বড় ভাই সমস্ত জমি নিয়ে নিয়েছে এখন কি করা যায়
কি ভাবে, জমিটা পাব।
ভাই দেওয়ানি আদালতে রেকর্ড সংশোধনের জন্য মামলা করলে রায় পেতে কত দিন লাগতে পারে কাগজ প্রত্র সব আছে
6 mas ba 6 bochor abar 60 bochoro lagte pare tai ain janle apni 6 masei ses korte parben ar ain na janle 60 vochorlagbe
ধন্যবাদ
🌹🌹আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
ভিডিওটি ফেসবুকে অথবা অন্যান্য মাধ্যমে শেয়ার করে দিয়েন ভাই।
@@EASYWAYOFLAW স্যার আমি কি আপনার নাম্বারটা পেতে পারি আপনার নাম্বারটা দিলে অনেক উপকৃত হতাম
Assalamu olaikum
ভাই আমার দাদির জমি অন্য দের দখলে ৬০ বছর ধরে অন্যদের দখলে আমার দাদির ভাই নেই শুধু দুই বোন আবার দুই বোনে মারা গেছে মারা যাওয়ার আগে বলেগেছে আমার বাবা বাড়ির জমি বিক্রি বা বন্ধক করেনি দুই বোন একে কথা বলতো আমার বাবা চাচারা বেঁচে আছে আর একজন দাদির উনার একটা ছেলে সেও বেচে আছেন এখন আমরা কি জমি পাবো যদি পাই তাহলে এখন করো নিও কি বলবেন প্লিজ
ধন্যবাদ এডভোকেট সাহেব ।1971 /72সনে অনেক শরণার্থী ভারত যাওয়ার আর ফিরিয়া আসে নাই কিন্তু তাদের জমি ভূয়া ভায়া মালিক দেখাইয়া জমি রেজিষ্ট্রেশন করিয়া নেয় এবং মালিক হয়েছেন এ দলিল বাতিল হবেনা? দয়া করে জনাইলে খুশী হব।
জাল দলিল তো জল দলিলই।
এটা আদালতে মামলা করতে হবে।
আপনাদের জমির কি কি কাগজপত্র আছে এসব কাগজপত্র নিয়ে একজন আইনজীবীর সাথে পরামর্শ করুন।
🌹🌹কমেন্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ।
এক জায়গার দলিল অন্য জায়গায় দেখানো হয় সেই দলিল কি ঠিকবে?
আইন কি পাস হয়েছে জানলে খুশি
অনেক ভুক্তভোগী আপনাকে কমেন্ট এর মাধ্যমে প্রশ্ন করেছেন। কিন্তু সমাধান দেননি। কারণ কি? ইউটিউবের মাধ্যমে ব্যবসা ।
সব জাগায় দুর্নীতি ভাজ বসে থাকে কি বাবে জমি পাবো নিজের জমি অন্য মানুষ জমি খারিজ করে নিয়ে জায় কোডেও চলে দুর্নীতি শির্ষে
Tell about hindus property, those were sold by them,whether those deed would be declared invalid.
স্হানীয় ভাবে সমাধান করে, পরে আরো বিপদে পড়ার পথ দেখিয়ে দিচ্ছেন? ভবিষ্যত বংশধর যদি না মানে তখন কি হবে?
কমেন্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ।
স্থানীয়ভাবে বলতে কাগজপত্রের মাধ্যমে সমাধান হতে হবে। আপনি বুঝতে ভুল করেছেন।
@@EASYWAYOFLAW স্হানীয় ভাবে কখনো কাগজ পত্রের মধ্যে হয় না,হয় আইন আদালতের মধ্যে।
Ekhono aine pass kno korche na .
ঘোষণামুলক মামলার রায় পেতে আনুমানিক কত দিন লাগবে
৩-৪ বছর
অামরা দুই ভাই বাবা লিখিয়া দিয়োছে এক দলিল এখন করনি কি বোনটুন নামা দলিল করা লাগিবে কি অামি অাপনার কাছে থেকে জানতে চায়।
100% লাগবে ভবিষ্যতে কমদামি বেশি দামী নিয়ে মামলা হবে
বন্ধক জমি ফিরে পাব কি করে বলবেন প্লিজ
আইনের আশ্রয় নিন। আইনজীবী সহযোগীতা নিন।
আপনার নাম্বার টা প্লিজ দিন
ভাই আমাদের জায়গা অন্যা জনের দখলে আছে।সে খুব প্রাবাব শালি।তার সাতে পেরে ওটা সন্বব না। আমি ঠিক মত সংসার চালাতে পারি না।কারন সংসারে লাগে। ৮০০টাকা আমার ইনকাম হয়। ৫০০টাকা অবাব সংসার। কেস মামলা এ গুলো কি প্রিতে করেন দিবেন।
সহজ পদ্ধতিতে জিবনেও হবে না ভাই আমরা অনেক ভালো লোক তাই
ভাই যুগাযোগ করি কি ভাবে নম্বার টা দিবেন
ভাই চ্যানেল ডেসক্রিপশন এ হোয়াটসঅ্যাপ নাম্বার দেয়া আছে সেখানে ভয়েস পাঠান। এতোটুকু কথার উপরে কতটুক সিদ্ধান্ত দেওয়া যাবে। এখানে তো অনেকগুলো প্রশ্ন আছে। চ্যানেলের নামের উপরে ক্লিক করে ডানদিকে ইন্সটল করলে এবাউট অপশন পাবেন সেখানে whatsapp নাম্বার দেওয়া আছে
স্থানীয় ভাবে সমাধান না হলে কি করনীয় ?
কোর্টে যেতে হবে
দখল স্বত্ত মামলা করলে কতদিন সময় লাগতে পারে
ভাইয়া আমার দাদার জমি আছে কিন্তু অন্যের দখলে আছে, আমাদের কাছে কোনো দলিল নেই আমরা চেষ্টা করলে জমি ফিরে পাবো
অবশ্যই জামি ফিরে পাবেন। তো এজন্য আপনার দাদার জমির কি কি কাগজপত্র আছে এটা জানতে হবে। আপনার দাদার দলিল না থাকলেও তার নিজ নামে বা তার পিতার নামে কোন খতিয়ান থাকতে পারে। সেসব জমির দলিল না থাকলেও মালিকানা প্রমাণ করে।
আর আমাদের চ্যানেলে দলিল কোথায় পাবেন এ বিষয়ে দুই একটি ভিডিও দেওয়া আছে।
এছাড়াও আমাদের চ্যানেলের সর্বপ্রথম ভিডিও যেটা আপলোড করা হয়েছিল সে ভিডিওতে বলা হয়েছে আপনার পূর্বপুরুষের কোথায় কত জমি ছিল মোবাইলে জেনে নিন।
@@EASYWAYOFLAW pls...fon no ta den
বাবা জমি কিনেছেন দলিল আছে কিন্তু বাবা আগের মালিকের দলিল দিয়ে রিকোট করেছেন বেশি করে। ওয়ারিশ হিসেবে। এখন অন্য লোকেয় বেশি জমিটা খায় দলিল নাই তার । এখন আমার করনিও কি বললে উপকার হতো আমার
ভাই, আমার বাবা চাচারা ৬জন তার মধ্যে ৩ জন জীবিত ও ৩ জন মৃত। ব্ন্টননামা দলিল করতে জীবিত চাচারা ছাড়া মৃত চাচাদের ছেলে মেয়েরা সবাই যদি উপস্থিত না থাকতে পারে সে তখন কি করা যায়।
স্যার আমি জানতে চাই আমার বাবার জমি।আমরা পাচ ভাই তিন বোন। কিন্তু বাবা মারা যাওয়ার পর ভাইরা তাদের নামে পিন পসা করে নিয়েছে।এখন আমি কি করতে পারি।
নিকটস্থ কোর্ট এ গিয়ে কথা বলুন
আপনার সাথে কথা বলবো কি ভাবে
রেকর্ড আছে দখল নেই
দেওয়ানি আদালতে গিয়েও দেখেছি বার বছর পয়সা দিতে পারব ওকিলকে। জমি পাব কিনা সনধেহ আছে।
স্যার আমার দখল ছিলো ৩০ বছর এখন মাফ যোগ দিয়ে দেখি।
আমার দখল ভুল অন্য জাগায় জমি এখন দিচ্ছে না তার কাছে।
কিছু নাই তার শুধু দখল আছে কাগজ নাই আমি কি করবো।
বোনের নামে রেকর্ড করে খাজনা দিয়েছি ভাইরা জমি দখল দিচ্ছে না।
শতভাগ কাগজ আছে জোর করে আরেক জন জোর করে জমিটি দখল করেছে গ্যানজাম বাদে কিভাবে ঝামেলা মি
আপনেরা যত সহজ ভাবে বলেন তত সহজ না ভাই আর বাংলাদেশের উকিল আর জজ সাহেবরা যদি ভালো হয় তাহলে বাংলাদেশের 90% মামলা কমে যাবে
ভাই সহজ হলে ভালো কথা আমার কাছে মনে হয় এত সহজ না কারন আমি একজন এই রোগে আকরাতো হইছি এখন বুঝি আইন টাকা কাছে অসহায় আর উকিল সাহেবেরা দুই দিকের টাকা খায় জজ সাহেবেরা ও একে পথের পথিক আর কি বলবো
দেওয়ানী আদালতে মামলা দিলে জীবনের সময় শেষ হয়ে যাবে মামলা শেষ হওয়ার সময়সীমা পাওয়া যাবে না।
আপনি হয়তো পুরো ভিডিওটি দেখেননি।
ভিডিওর মধ্যেআমি একটি কথা বলেছি যে, আমি সব সময়ই স্থানীয়ভাবে স্থানীয়ভাবে জ্ঞানী গুণীজনের মাধ্যম দিয়ে কিছু ছাড় দিয়ে মিউচুয়াল করে নেওয়াটাকে আমি সাপোর্ট করি।
আমি সবারে সহযোগিতা চাই আমার দাদার সরকারের কাছে সহযোগিতা চাই আমি খুবেই গরিব আর যে গুলো জমিজাল দলিল এর বিচার চাই আমার দাদা ছমির উদদীন নারিযার ঢাকনাই মৌজায় হারাটি ইউনিয়ন লালমনিরহাট মহেন্দ্র নগর ইউনিয়ন লালমনিরহাট জমির উদদিনের জমি কাগসবেই আছে।
Mau
সাধারণত ঘোষণামূলক মামলা ও দখল পূণরুদ্ধার মামলা নিস্পত্তি হতে কত দিন লাগে ?
আসসালামুআলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ স্যার আমি মোমেনশাহী গফরগাঁও থেকে বলছিলাম আমাদের একটি জমিন আমাদের দলিল আছে কিন্তু অন্য জনের নামে বিআরএস হয়ে আছে সে জমিনটা কিভাবে ফিরে পেতে পারি একটু পরামর্শ দিলে ভালো হতো আর আমি কি আপনার নাম্বারটা পেতে পারি
আমার জমি বেদখল হছে
১০০ বিঘা ধরনের জমি দখল করে মাছের খামার করছে। তার কোন বিচার নাই।
বিচার হবে। উপজেলা কমিশনার (ভূমি) কে জানান।
@@EASYWAYOFLAW sabay jane vai. Lav nai taka ai sob.
ভাই রাইতি মানিকী
রায়তি= দখলি প্রজা বা যিনি দখলে ছিলেন। জমি জমার বিভিন্ন সংক্ষিপ্ত শব্দের অর্থ আমাদের চ্যানেলে একটি ভিডিও দেওয়া আছে সেই ভিডিওটি দেখুন সেখানে বিস্তারিত আলোচনা করা হয়েছে।
কোর্টে গেলে ঘুরতে ঘুরতে জুতাষেস।
আপনার সাথে কথা বলতে চাচ্ছিলাম
ভাই কথা তো অনেক বলছি। মানুষ অহেতুক অপ্রয়োজনুয় ভিডিও দেখে শেয়ার করে। অথচ আমাদের চ্যানেলে শেয়ার করার মত অনেক ভিডিও আছে। যেসব ভিডিওর একটি মাত্র শেয়ার এর কারণে অনেকের উপকার হতে পারে।
দুই চারটা ভিডিও শেয়ার করেন তারপরে বলেন ভাই ভিডিও শেয়ার করছি কথা বলতে চাই।
ভাই একটু ক্থা বলতে চাই
নাম বার টা দেওয়া জাবে কী
স্যার আমার দাদা গত ১০/০৬/২০০৬ সালে ৩ ছেলে ও ৩ মেয়ে ওয়ারিশ রেখে মারা গেচে আর আমার বাবাও মারা গেচে আমাদের কে রেকে আমাদের দাদার ৬টি দাগ আচে ৬ টি ৪৩ শতাংশ বাড়ি ভিটা আর কিনা আচে ৮ শতাংশ ঐ সব মিলিয়ে জায়গা ৫১ শতাংশ এখন আমার দুই চাচা আমার দুই ফুফু থেকে ১৩ শতাংশ জায়গা দলিল করে নিয়েচে ২৯/১২/২০১৩ সালে আমাদের কে আর আমার এক ফুফুকে ওয়ারিশ বাদ দিয়ে আর এ জায়গা আমাদের কে দখলে জাইতে দেই এখন এটার করনীয় কি যদি বলতেন্?