ইষ্টভৃতির অর্থ কি কাজে লাগে? ইষ্টভৃতির মন্ত্রের তাৎপর্য কি? ইষ্টভৃতি প্রসঙ্গে দশম পর্ব! Dharmakatha

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 พ.ย. 2024

ความคิดเห็น • 90

  • @munmunmukherjee9724
    @munmunmukherjee9724 ปีที่แล้ว +4

    আজ আপনার এই আলোচনা শুনে অনেক কিছু শিখতে পারলাম ইষ্টভৃতি সম্পর্কে আমারও মনে অনেক কিছু ধারনা ছিল অনেক প্রশ্ন ছিল কিন্তু কারো কাছ থেকে কোনদিন এগুলো জানতেও পারিনি এত বুঝিয়ে কেউ কোনদিন বলেনি আজ আপনার কাছ থেকে এই আলোচনা শুনে আমার অনেক কিছু প্রশ্ন উত্তর আমি পেয়ে গেছি আজ মনটা অনেক ভালো হয়ে গেল আপনাকে অসংখ্য ধন্যবাদ গুরুদেবের চরণে আমার শতকোটি প্রণাম জয়গুরু বন্দে পুরুষোত্তমম 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sonalisengupta3887
    @sonalisengupta3887 2 ปีที่แล้ว +18

    জয় গুরু 🌼🌼🌼🙏🙏🙏 আজ অনেক অজানা তথ্য জানতে পারলাম। আমি জানতাম এই ইষ্টভৃতির অর্থ দিয়ে দেওরের ঠাকুরের পরিবার চলে। আমার মনের মধ্যে কত ভুল ধারণা ছিল,আজ যা দূর হলো। খুব সুন্দর আলোচনা।এই রকম আলোচনা আর শুনতে চাই। জয় গুরু 🌼🌼🌼🙏🙏🙏

  • @ashisbhakta80
    @ashisbhakta80 ปีที่แล้ว +1

    বাণীর প্রকৃত বিশ্লেষণ। জয়গুরু।।

  • @debdulalchowdhury6942
    @debdulalchowdhury6942 ปีที่แล้ว +1

    জয় গুরু ।দয়াল ঠাকুরের শ্রী চরনে শত কোটি প্রণাম।

  • @luckykundu4197
    @luckykundu4197 2 ปีที่แล้ว +8

    প্রীতিগোপাল দাদার কাছে প্রশ্ন।
    দেওঘরে আসার পর ইস্টভৃতির মন্ত্র টা কে চেঞ্জ করলেন?? ঠাকুর নিজে সেসময় স্ব শরীরে ছিলেন??
    প্রীতিগোপাল দার কাছ থেকেই উত্তর পাওয়ার অপেক্ষায় রইলাম।

  • @dipalichakraborty6369
    @dipalichakraborty6369 2 ปีที่แล้ว +8

    ঠাকুরের প্রতি ভালোবাসা এলেই তখনই ঠাকুরকে আমরা বুঝতে পারি আর ঠাকুরের নির্দেশ গুলো মানতে মানতেই এই ভালোবাসা এসে পরে। তখন ঠাকুর ছাড়া আর কিছু ভালো লাগেনা তিনি যে কতখানি সারা দেন কোন বিশ্বাশি ভক্ত ই তা জানতে পারে বুঝতে পারে। ঠাকুরের ধারে কাছে গেলাম না অথচ আগেই সমালোচনা কোরে বসলাম। তাহলে ঠাকুর কে জানা কখনোই সম্ভব নয়।

  • @biplabdas589
    @biplabdas589 2 ปีที่แล้ว +3

    খুব সুন্দর আলোচনা জয় গুরু 🙏🙏🙏

  • @soumikdas638
    @soumikdas638 2 ปีที่แล้ว +5

    Estate বৃতি দুর্দান্ত একটি প্রোগ্রাম ।আরো আরো দিবেন জয় গুরু

  • @chandanbiswas4516
    @chandanbiswas4516 2 ปีที่แล้ว +2

    Excellent 👌 Alochona korlen dada Joy guru 🙏🙏

  • @anupbaidya8077
    @anupbaidya8077 3 ปีที่แล้ว +14

    অত্যন্ত মূল্যবান আলোচনা। জয়গুরু।

  • @kanchankundu8019
    @kanchankundu8019 ปีที่แล้ว +2

    দাদা , আপনার আলোচনা খুবই ভালো লাগলো।সুন্দর ব্যাখ্যা আপনি দিয়েছেন ।কিন্তু ,শ্রী শ্রী ঠাকুর একবার বড়দা কে বললেন ,সকলের মনঃপুত হয় এমন একটা ইস্ট ভৃতির মন্ত্র লেখো তো!বড়দা সারা রাত জেগে,এই মন্ত্র টা লিখে ঠাকুর কে শোনাচ্ছেন,ঠাকুর তখন ভারতের রাজনৈতিক অস্থিরতা নিয়ে উদ্ববিগ্ন।তখন মহাত্মা গান্ধীর আকস্মিক মৃত্যু হয়েছে।ভারাক্রান্ত হৃদয়ে ঠাকুর শুয়ে আছেন ।বড়দা ঠাকুরকে মন্ত্র পড়ে শোনাচ্ছেন.....
    জীব জগত জীবন কারণ করুণা ময় স্বামী....।ঠাকুর তারেক করে বিছানা থেকে উঠেই বর্দাকে বললেন আ বার পড়,বড়দা বার বার পড়লেন।ঠাকুরের পছন্দ হল ।তারপর থেকেই এই মন্ত্র সর্ব গ্রহণীয় হয়েছে।

  • @amulyadas6706
    @amulyadas6706 2 ปีที่แล้ว +4

    জয়গুরু পূজনীয় দাদাকে ও যারা যারা ফলো করতোছেন তাঁদের সবাইকে জয়গুরু ও প্রণাম। জেনে রাখা ভালো - ইষ্টভৃতির মন্ত্র পরপর তিনটি। আপনি জানেন আমাদের সকলের দুর্বলতা আছে। তাই আমরা সাহস করে ঠাকুরকে জিজ্ঞেস করি না আমাদের বিশ্বাস ছিল সব ঠাকুরের নির্দ্দেশে হছে এটাই ছিল আহমুখি বিশ্বাস। যিনি এ অপকর্ম করেছেন তিনি সুযোগ নিয়েছেন। কিন্তু তবুও কিছু কিছু ভক্ত আছেন তাঁরা প্রকৃত সত্যকে জানার জন্য শ্রীশ্রীঠাকুরকে জিজ্ঞেস করে থাকেন।একটা ভক্ত সাহস করে শ্রীশ্রীঠাকুরকে জিজ্ঞেস করেন ঠাকুর -এ পর্যন্ত তিনটি মন্ত্র পেলাম এর থেকে যে কোনো একটি মন্ত্র দিয়ে ইষ্টভৃতি নিবেদন করলে হবে। তখন শ্রীশ্রীঠাকুর বললেন বলোস কী "আমিতো একটা মন্রই দিয়েছি। তখন থেকে পূজনীয় ছোড়দা, পূজনীয় কাজলদা, গৃধনী অনুসারীসহ ঠাকুরের জন্ম স্থান হিমাইতপুর অনুসারীরা ঠাকুর কতৃক প্রদত্ত ইষ্টভৃতি মন্ত্র - " ইষ্টভৃতি র্ময়াদেব ------ ----" দিয়ে করতে থাকি। এই হলো পরম সত্য। ইষ্টভৃতিইতো আপদ-বিপদ অকাল মৃত্যু থেকে মুক্ত করে। যদি আমি লক্ষ্মী পূজোর মন্ত্র দিয়ে কী নারায়ণ পূজোর ফল লাভ করতে পারবো না তেমনি সঠিক ইষ্টভৃতির মম্ত্র দিয়ে নিবেদেন না করলে কী ইষ্টভৃতির ফলে পাওয়া যাবে?

  • @jaintidey9212
    @jaintidey9212 2 ปีที่แล้ว +2

    জয় গুরু খুব ভালো লাগলো দাদাভাই

  • @sadhanchakichaki7860
    @sadhanchakichaki7860 2 ปีที่แล้ว +6

    🙏 জয়গুরু
    আপনার আলোচনা শুনে একটি প্রশ্ন আমার মনে প্রশ্ন উঠেছে, দয়া করে উত্তরটি জানাবেন।জীব জগত.....এই ইস্টভৃতির মন্ত্র তো ঠাকুর দেহ নিয়ে যখন ছিলেন,তখন থেকেই উপাসনা বইয়ে রয়েছে, এই মন্ত্রটি কে চালু করেছেন ? শ্রী শ্রী ঠাকুর কেন বাধা দেন নি ? ঋত্বিক দাদারা দীক্ষা দাওয়ার পর ইস্টভৃতির এই মন্ত্রটি পাঠ করতে বলেন । পুজ্যপাদ আচার্যদেবগন নিষেধ করেন নি । দয়া করে অবশ্যই জানাবেন কে এই মন্ত্র তৈরি করেছেন,শ্রী শ্রী ঠাকুরের দেহ নিয়ে অবস্থান কালে বা পরে ,ও কেন ?
    সংশয় সমাধানের অপেক্ষায় রইলাম।🙏 জয়গুরু

  • @paromitakarmakar88
    @paromitakarmakar88 2 ปีที่แล้ว +5

    জয় গুরু 🙏🙏🙏🙏

  • @nareshmistry9488
    @nareshmistry9488 2 ปีที่แล้ว +1

    Bivranto mulok alochona. Jay Guru 🙏 🙏 🙏 Apni aro janar janno bartaman acharya deb sango karun sab samadhan hobe.

  • @hitangshudasdas309
    @hitangshudasdas309 3 ปีที่แล้ว +1

    joy guru dada aapone Esttovrite sombondhay khub bhalo sunalen abong onak kechu jantay parlam

  • @lalcom-ex4yn
    @lalcom-ex4yn 2 ปีที่แล้ว +4

    ইষ্টভৃতি নিয়ে অনেক মানুষের অনেক সমস্যা৷ আমার একটাই কথা যাকে জীবনের চালক রূপে গ্রহন করেছি যাকে গুরু রূপে জীবনে প্রতিষ্ঠা করেছি তার নির্দেশ বিনা বিচারে পালন করা উচিত ৷ তিনি আমাদের মঙ্গলার্থে এটা করতে বলেছে সেটা করা উচিত ৷ যাদের সন্দেহ আছে তাদের বলি ঠাকুরে শ্রীহস্ত লিখিত সত্যানুসরণ বইটা ১০০ বার পরা উচিত এবং ভাবা উচিত কোনো সাধারণ মানুষ মাত্র ২১ বছর বয়সে এসব লিখতে পারেনা তাও এক রাত্রের মধ্যে ৷ আরা যারা ঠাকুরের দীক্ষা নেয়নি তাদের প্রশ্ন বাড়িতে পুজো হলে কেন তারা পুরোহিতদের দক্ষিণা দেন তারা কেন প্রশ্ন করেনা ৷ কেন হাজার বছরের পুরোনো রীতি নীতি বিনা বিচারে পালন করে চলেছে ৷ শ্রীশ্রীঠাকুর কী দিয়ে যাননি৷ সন্তান পরিচর্যা আদর্শ বাবা মা হয়ে ওঠা সর্বোপরি কীভাবে একটি সুন্দর সমাজ গড়তে পারি সব তিনি বলেছেন ৷ আজ সমাজের চারিদিকে অপসংস্কৃতিতে ভরে গেছে ৷ কোনো একটা পুজোর নামে সমাজটাকে কলুষিত করছে ৷ আমরা সে সব থেকে দূরে থেকে নিজেদের আনন্দের পথ পেয়েছি আজ সংসঙ্গে এসে ৷ আজ আনন্দ পেতে মানুষকে বক্স ডিজে বাজাতে হচ্ছে ভাবছেও না এতে বাকিদের সমাজের পরিবেশের কী সমস্যা হচ্ছে।

    • @shyamaprasadbanerjee861
      @shyamaprasadbanerjee861 2 ปีที่แล้ว

      মে সমস্ত মানুষ আপনাদের গুরুর দীক্ষা নিয়েছেন তারা কেউ কোনো অন্যায় কাজ করেন

  • @partharoy6276
    @partharoy6276 ปีที่แล้ว +1

    জয় গুরু 🙏

  • @biswajitadhikary9224
    @biswajitadhikary9224 2 ปีที่แล้ว +1

    Khob valobolachan joy guru 🙏🙏🙏🙏🙏

  • @pabitrasaha7780
    @pabitrasaha7780 ปีที่แล้ว

    Jay guru khub sundar alo chona

  • @biplabdhibar3132
    @biplabdhibar3132 2 ปีที่แล้ว +2

    🙏🙏🙏জয় গুরু 🙏🙏🙏

  • @prasantagoswami1477
    @prasantagoswami1477 2 ปีที่แล้ว +2

    জয় গুৰু। দৰকাৰী কথা জানলাম।

  • @kantasen9211
    @kantasen9211 ปีที่แล้ว

    Khub sundor lagche

  • @koushikrudrapal
    @koushikrudrapal 2 ปีที่แล้ว +9

    আপনি যে কথা বলছেন সে কথা অনুযায়ী আমিও ভগবান হতে পারি।
    আর আপনারা খুবই মজাদার, বাবা তারপর ছেলে তারপর নাতি এরকম বংশ পরম্পরা অনুযায়ী হেড অব দ্যা ডিপার্টমেন্ট হয়। আমি একবার আপনাদের আচার্য দাদার প্রবচনে শুনেছি - শিক্ষা,খাওয়া, মা ছেলের ভালোবাসা সমস্ত ক্ষেত্রে টাকার প্রয়োজন তবে ভগবানের নাম করতে কেন টাকার প্রয়োজন হবে না। ইষ্টভৃতি নাকি ভক্তের গুরু প্রতি,ইষ্ট পরিবারের প্রতি দায়িত্ব পালন -যা সম্পূর্ণ তমসাগ্রস্থ,অযুক্তিক। ভক্তের সম্পর্ক একমাত্র ভগবানের সাথে, আপনারা যে যুক্তি দেখাচ্ছেন সেটা তো হচ্ছে টাকার সম্পর্ক। হাজার কথার এক কথা - আমি আমার চার পাশে সৎসঙ্গ আর সৎসঙ্গীদের দেখতে পাই কিন্তু তাদের দ্বারা পরিচালিত কোনো স্কুল, কলেজ, হাসপাতল নাই, অন্তত আমার চোখে তো পরেনি আামাদের ত্রিপুরায় তো দেখিনি তাহলে ইষ্টভৃতির টাকাগুলি কী হয়? দয়া করে কোনো দাদা এর জবাব গুলি দেবেন।আমার মা বাবাও সৎসঙ্গের সদস্য 😞।কষ্ট করে কেউ বলবেন, জয় গুরু।

    • @aloksundorgupta255
      @aloksundorgupta255 2 ปีที่แล้ว +1

      Istavriti hochche Nicumbhila yagna. Shastre aache pancha maha yagner katha. Istavritir arghya diye pancha maha yagna hoy. Istavriti manushke maha bipader hath theke Raksha Kore. Purbo janmer sukriti naa thakle sadguru mile naa.

    • @diliproy4454
      @diliproy4454 2 ปีที่แล้ว

      Upner dar mota prampita ka

    • @babunandy3546
      @babunandy3546 2 ปีที่แล้ว

      এটা জানতে চাইবেন,না

    • @gautamsaha9702
      @gautamsaha9702 2 ปีที่แล้ว

      বিশ্বাস করুন ভক্তি শ্রদ্ধা রাখবেন

    • @gautamsaha9702
      @gautamsaha9702 2 ปีที่แล้ว +2

      নিজের বাবাকে দিনে একবার ও প্রনাম নিবেদন করেন?
      জয় গুরু সকলের ভালো থাকবেন

  • @dchakrabarty6693
    @dchakrabarty6693 3 ปีที่แล้ว +2

    Jay guru dada

  • @santanughosh7619
    @santanughosh7619 2 ปีที่แล้ว

    Hare Krishna Hare Krishna krishna krishna Hare Hare Hare RAM Hare Ram Ram Ram Hare Hare 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @chandagautam2915
    @chandagautam2915 2 ปีที่แล้ว +1

    🙏🌺💞jai gurudev koti koti naman🙏🌺💞jai hosh bhaktajank🙏🌺💞🇳🇵

  • @shubhajitsahaart
    @shubhajitsahaart 2 ปีที่แล้ว +1

    Jai guru🙏

  • @gourimirdha3737
    @gourimirdha3737 2 ปีที่แล้ว

    apna Kotha hi Satya Dada Jay Guru

  • @prabingogoigogoi8327
    @prabingogoigogoi8327 2 ปีที่แล้ว

    জয় গুৰু দাদা

  • @dipenroy2500
    @dipenroy2500 2 ปีที่แล้ว

    জয় গুরু 🌺🌼🌺🌼🌺🌼🌺🌼🌺🌼🌺🌼🌺🌼🌺🌼🌺🌸🌺🌼🌺🌸🌺🌸🌺🌸🌺🌸🌺🌸🌺🌼🌺🌼🌺🌼🌺🌼🌺🌸🌺🌸🌺🌼🌺🌼🌼🌼🌺🌼🌺🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌸🌸

  • @pkpati3805
    @pkpati3805 ปีที่แล้ว

    Jay Guru Dada Bhadrak

  • @paritushdebnath7399
    @paritushdebnath7399 10 หลายเดือนก่อน

    Apne nige takur dada
    Joy goru

  • @kartikmondal9935
    @kartikmondal9935 11 หลายเดือนก่อน

    বর্তমানে যেটা আছে সেটা করতে হবে!

  • @binachowdhury7744
    @binachowdhury7744 ปีที่แล้ว +1

    🙏🙏🙏

  • @chandanajana7968
    @chandanajana7968 3 ปีที่แล้ว

    Ei chhanel ta khub bhalo

  • @bhagbatdey5620
    @bhagbatdey5620 4 หลายเดือนก่อน

    Satsang philanthropy pariparsiker kalyaner jonyo bartamane ki activity kore thaken

  • @radhaballavdutta5375
    @radhaballavdutta5375 2 ปีที่แล้ว

    Sri Sri Thakurer deoya Istavriety montra e sathik Aeti palon kara uchith.

  • @nandinigoswami194
    @nandinigoswami194 2 ปีที่แล้ว

    Jay guru

  • @sufalmajumder1994
    @sufalmajumder1994 ปีที่แล้ว

    আচার্য পরম্পরা সম্পর্কে যদি বলেন

  • @gopalsaha9012
    @gopalsaha9012 3 ปีที่แล้ว

    Joy guru dada ami takur bala istavrity mantra jantaparlam ,ami takur bala istavrity mantra karbo

  • @luhitnandabori3132
    @luhitnandabori3132 2 ปีที่แล้ว +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @satishtantitilemistry8446
    @satishtantitilemistry8446 2 ปีที่แล้ว +1

    Jay guru Dada apna ke pranam

    • @minotipandit5709
      @minotipandit5709 2 ปีที่แล้ว

      Jo6yguru. Pronam. Neven. Multan. Bojhalren. Dhannyabad

  • @diyasaha919
    @diyasaha919 9 หลายเดือนก่อน

    Pritigopal babu ki brajagopal mahashoy er putro

  • @sagarpaul4711
    @sagarpaul4711 3 ปีที่แล้ว +1

    Estovhirti piosa ki ki kame lage 1 mashe kothai kothai ki kame lage ai bixoy alochona koren . Full details alochana koren

  • @motivationfun8166
    @motivationfun8166 2 ปีที่แล้ว +1

    Rugeer bari theke call ta kivabe pelen jhorer raat a , tokhon toh phone chilo na , tokhon toh patient er bari thekei lok doctor k nite jeten

  • @paritushdebnath7399
    @paritushdebnath7399 10 หลายเดือนก่อน

    Ai golo ssjno golpo

  • @arpitaroy5195
    @arpitaroy5195 3 ปีที่แล้ว +4

    নমস্কার, আমি কলকাতা বেলেঘাটায় থাকি, আমি পূজনীয় বাবাই দাদার কাছে দীক্ষা গ্রহণ করতে চাই। দয়া করে বলবেন কি করে ওনার কাছে যাব।

    • @sumitnaskar736
      @sumitnaskar736 10 หลายเดือนก่อน

      Apni deoghar Jan hoya jaba joygury

  • @ayanchakraborty4771
    @ayanchakraborty4771 2 ปีที่แล้ว

    aamora kun montrota porbo

  • @chhandarshidas9380
    @chhandarshidas9380 2 ปีที่แล้ว +3

    ব্যবসার মুল অস্ত্র

    • @biswanathsen3410
      @biswanathsen3410 ปีที่แล้ว

      EKDOM-PARIBARIK DHORMO BYABSA. SUNDOR NETWORK SAATHE POWERFUL AGENT-FORCE.SPR.BHAROTER GORIB JONOGONKE BOKA BANIYE LOTU NAO.

  • @rajeevdas9691
    @rajeevdas9691 2 ปีที่แล้ว +2

    Iscon er lokjon Sri Sri Thakur ke vogoban bolen na...eta keno?? Jodi bolen khub upokar pai

    • @Dharmakatha
      @Dharmakatha  2 ปีที่แล้ว

      ইসকন কাউকে ভগবান বলার authorities নয়।
      ভগবানের ৬টি গুন থাকে, সেই গুন একজন সাধারণ মানুষের মধ্যে থাকলে তাকে ভগবান বলা যেতে পার। তবে সাধারণত এরকম দেখা যায় না। বিশেষ মানুষের ক্ষেত্রেই এরকম দেখা যায় যে একসাথে ৬টি গুন বর্তমান।

    • @rajeevdas9691
      @rajeevdas9691 2 ปีที่แล้ว

      @@Dharmakatha 6ti gun maane ki shororipu??

    • @Dharmakatha
      @Dharmakatha  2 ปีที่แล้ว

      একটু অপেক্ষা করুন লাইভ করা হবে এটা নিয়ে।

    • @koushikrudrapal
      @koushikrudrapal 2 ปีที่แล้ว +1

      কিন্তু চৈতন্যচরিতামৃতে যে বলা হচ্ছে "একা ঈশ্বর কৃষ্ণ আর সব ভৃত্য/যারে যৈছে নাচায় তৈছে করে নৃত্য"।ব্রহ্ম সংহীতায় বলা হয়েছে"ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদিরাদিগোবিন্দ সর্ব কারন কারনম। "

  • @ashutosbala9444
    @ashutosbala9444 8 หลายเดือนก่อน

    যুক্তি প্রকট নয় ,

  • @TarunRoy-j3z
    @TarunRoy-j3z 8 วันที่ผ่านมา

    Onnay ba thik kaj na korle keu ato jukti debe kno? Nijerai mone koren je ei ta asole taka tolar business ..tai bar bar bolte hocche. Rittik ra ta commission khai.

  • @alokdas1741
    @alokdas1741 ปีที่แล้ว

    aaps

  • @ankita3463
    @ankita3463 3 ปีที่แล้ว +4

    Iskcon ra kano anukul takur k nia bole uni vogoban na.onk kotha bole ektu alochona korben please.

    • @Dharmakatha
      @Dharmakatha  3 ปีที่แล้ว +1

      আপনাকে Parsonal Chat e উত্তর দেওয়া হয়েছে দেখে নেবেন একবার।

    • @palashsamanta9216
      @palashsamanta9216 2 ปีที่แล้ว +1

      Amaro to 1 e prosno doya kore confusion dur korle sobai upokar peto uttar dite onader jara ei kotha bole

  • @SagarDas-rj8bn
    @SagarDas-rj8bn 2 ปีที่แล้ว +2

    জয় গুরু

  • @jaanmonikoch5273
    @jaanmonikoch5273 2 ปีที่แล้ว +1

    Jai guru

  • @habibmiah56
    @habibmiah56 2 ปีที่แล้ว +1

    জয় গুরু

  • @susantachakraborty7006
    @susantachakraborty7006 ปีที่แล้ว

    Jay guru