আপনার যেটা সময় নষ্ট বলে মনে হলো সেটাই আমার কাছে মহা মূল্যবান। এদিকে এভাবেই ধান রোয়া হয় । কিন্তু কেন সবাই করে সেটা জানতাম না । প্রশ্ন টা মনের মধ্যে ছিলই , উত্তরটা পেয়ে গেলাম । 🙏🙏🙏
দাদা নমস্কার নেবেন,আপনার ভিডিও দেখার অপেক্ষায় থাকি কারণ প্রয়োজন এর চেয়েও অনেক বেশি পাওয়া যায় ।আমি আপনার Re-trans planting এর ব্যপারে সম্পূর্ণ একমত পোষণ করছি ।আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি যে আমার কিছু পালং শাকের চারা বিশেষ কারণ এ তুলে ফেলতে হয়েছিল কিন্তু আমি কয়েকটি চারা মায়াবশতঃ অন্য জায়গায় তুলে লাগিয়েছিলাম । পরবর্তীতে ঐ তারাগুলি এত সুন্দর মোটা ও বড বড ঝার হয়েছিল যে লোক কে দাডিয়ে দেখতে হয়েছিল ।আপনার ও পরিবারের শারীরিক সুস্থতা ও শান্তি কামনা করছি ।ধন্যবাদ জানাই ।
খুব ভালো লাগলো...তবে আপনার বলার স্টাইল টা কিন্তু করলা চাষের ভিডিও টা অসাধারন ছিল....আপনার কথা শুনে নিজেদের ওপর আত্মবিশ্বাস চলে আসে....ওইটা কিন্তু আপনার স্পেশালিটি...সেটা মিস করছি
খুব মন দিয়ে দেখলাম, আগে তো গাজর কখনো করিনি। তাই সঠিক পদ্ধতিটা বুঝে উঠতে পারছিলাম না। যাই হোক, আপনার কাছে তো সব সবজিই বাধ্য ছাত্র,সবাই সব কথা শোনে, আমাদের কথা কি শুনবে, দেখা যাক 🙏🙏🙏
প্রনাম নেবেন , আপনার আপলোড করা প্রতিটি ভিডিওই আমার ছাদ বাগানের মূলমন্ত্র, তাই প্রতীক্ষায় থাকি ৷ আমার বাড়ি উত্তর ২৪ পরগনার মছলন্দপুরে,আমার এলাকার কাছাকাছি কোথায় VAM পাবো যদি বলেন খুব উপকৃত হই ৷ আর একটা অনুরোধ রইলো যদি সম্ভব হয় VAM নিয়ে কোনো ভিডিও করা হয় তাহলে এর ব্যবহার ও উপকারিতা সম্বন্ধে আপনার কাছ থেকে ভাল তথ্য পাবো ৷.
বীট যেহেতু মাটির নিচের ফসল সেইজন্য মাটিটা খুব আলগা করতে হবে। এটেল মাটিতে কিন্তু ভালো বীট হবেই না। যতই আপনি চেষ্টা করুন । সেই জন্য গোবর সার ব্যবহার বা ভার্মি কম্পোস্ট সার বা অন্য জৈব সার মাটিতে ভালো করে মেশাতে হবে ।মাটিটাকে খুব খুব আলগা করতে হবে ।তাহলে আপনি চাষে সফল হবেন এই একটা ব্যাপার । আর ওইটুকু জায়গায় বীজ ফেলবেন চার ফুট বাই 5 ফুট একপ্যাকেট বীজ দিলেই যথেষ্ট।
আমার মনে হয় যারা গাছ পছন্দ করে তারা একটু সৎ এবং অনেস্ট হয় আর সেটা আপনাকে দিয়েই প্রমাণ পাওয়া যায় অবশ্য কিছু মনে করবেন না আমি আমার মন থেকে একটা উদাহরন আপনাকে নিয়ে। ধন্যবাদ ভাল থাকবেন সুস্থ থাকবেন এগিয়ে যান আপনার সাথে আমরা সব সময়
জেঠু আপনার সব ভিডিও গুলি খুবই ভালো লাগে ধন্যবাদ ভিডিও গুলি করার জন্য ।আমার 50টি নারকেল গাছের ডাপ দাগ হয়ার জন্য দাম পাই না আর কি ভাবে জৈবর উপর দিয়ে বেশী ফলন পাবো(ডাপ) এবং গাছ ভালো থাকবে যদি বলেন খুবই উপকৃত হব।
স্যার গাছ, এব্্ মাটি তৈরি র পদ্ধতি গুলো দেখি ভালো লাগে। পেঁপে চাষের পদ্ধতি সম্পর্কে ভিডিও করলে উপকৃত হ ই। পলি হাউসের মাধ্যমে কি ফসলের চাষ করা যায় তার প্রশিক্ষণ দিলে ভালো হয়
👏👏👏🙌🙌🙏🙏🙏🙏নমস্কার sir........ গাজর চাষের ভিডিওটি খুব ভালো লাগলো। আপনার সব ভিডিও uplod হওয়ার সাথে সাথে আমি দেখি। ......কিন্তু sir আমার প্রবলেম টা প্লিজ সল্ভ করুন। দেশি কলার পরিচর্যার সম্পূর্ন ভিডিও টা একটু কষ্ট হলেও uplod করুন sir।💐💐🙏🙏🙏🙏ভালো থাকবেন sir
অনাথ কাকা, ভিডিও করার সময় সবচেয়ে ভালো হয় পার্ট পার্ট করে নিলে। ধরুন, একটা কাগজে লিখে নিবেন প্রথমে প্রতিটি ফসল নিয়ে আলোচনার পূর্বে কি কি টপিকস নিয়ে আপনি আলোচনা করবেন এবং সেই মোতাবেক একটার পর একটা সিরিয়াল ধরে আলোচনা করলে অনেক ভালো হয় আর ভিডিওগুলি খুবই সুন্দর হবে। এছাড়া আজকাল ভিডিও করার সময়ই একটা ভিডিওকে বিভিন্ন ভাগে ভাগ বা পার্ট বাই পার্ট করে নেওয়া যায়। ওটা করতে পারলে একদম জমে যাবে কাকা। একটু দেখবেন প্লিজ ব্যাপারটা।
বা ভালো বলছো , তুমি অনেক এগিয়ে গিয়েছো আমার চারা টবে আছে কিন্তু ছোট চারা । আমার আরো দেরি হবে কমপক্ষে 20/25 দিন । তুমি যদি এখন বসাতে চাও আস্তে আস্তে তুলে নিয়ে শিকড়টা যেন না মুড়ে থাকে ওই ভাবে বসাবে।
বাগান কিংবা চাষের জমি যাই হোক না কেন ,আপনার ভিডিও অত্যন্ত উপযোগীতা মূলক উভয় ক্ষেত্রেই।টবে কি গাজর করা যাবে? কত ইঞ্চি টবে কতগুলো করে লাগানো যাবে? দয়াকরে জানাবেন দাদা। ভালো ও সুস্থ থাকার কামনা করি।
স্যার, আমি গাছের সব ধরনের মৌল উপাদান যুক্ত তরল সার তৈরি করতে চাই। আমার পদ্ধতিটা হলো সাতদিন ঘুটে ভেজানো জল 10 লিটার, এই জলে 2 কেজি সরিষার খোল, 300 গ্রাম ডিএপি, 300 গ্রাম 10:26:26, 200 গ্রাম ইউরিয়া, 200 গ্রাম পটাশ, 200 গ্রাম পাউডার অনুখাদ্য সাতদিন পচানোর পর 40 লিটার পানির সাথে মিশিয়ে ব্যবহার করতে চাই। স্যার, এইভাবে কি তরল সার তৈরি করা যায়? যদি ভুল থাকে তাহলে সংশোধন করে দেবেন। আর আমার সারের অনুপাতটা কি ঠিক আছে ?
আপনাকে আগে সমস্ত সারের কম্পোজিশান আগে জানতে হবে । যেমন আপনি বলছেন ডিএপি, ইউরিয়া , পটাশ আবার দশ ছাব্বিস ছাব্বিস । এখানেই তো আপনার সমস্যা কারন D.A.P থাকে ইউরিয়া এবং ফসফেট । আবার 10:26:26 এ থাকে ইউরিয়া , ফসফেট , আবার পটাশ । ১০% ইউরিয়া ,২৬% ফসফেট , ২৬% পটাশ । আবার আপনি আলাদা করে ইউরিয়া দেবেন , পটাশ ও দেবেন । এগুলি আগে জানতে । D.A.P. ফসফেটের ভাগ অনেক বেশি থাকে । তারসাথে ইউরিয়াও থাকে । এগুলি আগে জানতে হবে । আর অনুখাদ্য খুবই অল্প পরিমানে লাগে । এবার স্যার কি বলে দেখুন ।
আম গাছের পরিচয্যা প্রদ্ধতি নিয়ে একটি ভি ড়ি ও করলে ভাল হয়। আমার বাগানে কিছু আম গাছ আছে।প্রথম তিন বছর ভাল ফলন হয়ে ছিল,তার পর গাছের পাতাতে প্রচুর পোকা লেগে যায যা সারা বছর লেগেই থাকে যার ফলে মুকুল আসে না, বারো মাস কি ঔষধ দিলে পোকা আর হবে না এব্ং ফলন ও ভালো হবে
@@parthasarkar4011 আপনি তো মশাই সব জেনে বসে আছেন ! পটলের ফুল ফোটে খুব ভোরে আর সূর্যের আলো (রোদ্র) বের হবার কিছুক্ষনে মধ্যে ফুলের পাপড়ি বন্ধ হয়ে যায়। বিকালে স্প্রে করলে পরাগ মিলন টি কীভাবে হবে? আর এর স্প্রে কী প্রতি দিন করতে হয় ।
Sir amar kumro gach te boro hoi na apni bola chilan ke biovita x dita kintu ami dokane palam na amake dokan dar miraculan dilo ata ami babohar korbo ke vave aktu bolban
গোবোর সার হল গরুর মল । যেটা একটু পুরোনো করে গাছের জন্য ব্যাবহার করতে হয় । যেমন আট নয় মাস পুরানো হলে উপযুক্ত হয় । আর যদি ঘুটে থাকে তাহলে সেটাও জলে ভিজিয়ে নিয়ে তারপর সেটাকে গুড়ো কোরে গাছের জন্য ব্যাবহার করতে হয় । মোটকথা গরুর পায়খানা বা মল ই হল গবোর সার ।
আমি বাংলাদেশ থেকে আপনার ভিডিও দেখে অনেক কিছু শিখতে পারি
সুদূরের অতিথি কে অসংখ্য ধন্যবাদ জানাই সেইসঙ্গে সপরিবারে ভালো থাকুন আর এগিয়ে চলুন।
অপূর্ব অতুলনীয়
এত সুন্দর করে আপনি বলেন
আপনার যেটা সময় নষ্ট বলে মনে হলো সেটাই আমার কাছে মহা মূল্যবান। এদিকে এভাবেই ধান রোয়া হয় । কিন্তু কেন সবাই করে সেটা জানতাম না । প্রশ্ন টা মনের মধ্যে ছিলই , উত্তরটা পেয়ে গেলাম । 🙏🙏🙏
Bah darun laglo dadu osadharon sundor
এই ভাবে এগিয়ে চলুন সফল হবেন, সেইসঙ্গে ধন্যবাদ জানাই।
Apnar video gulo khub bhalo,
Ami onk ke recomend korechi
ধন্যবাদ ভালো থাকুন।
Apni khub vlo bolen.thank u sir
ধন্যবাদ জানাই, ভালো থেকো ,সেই সঙ্গে চলো সকলে এগিয়ে চলি।
Kaku apnar Tulsi mancho ta khub sundor.....hare krishna 🙏🙏
ধন্যবাদ। টবে ক্যাপসিকাম চাষ নিয়ে একটি ভিডিও দেখালে উপকৃত হব।
Sir,khub sahaj e sikte parchi .balo thakben sowparibare.
আপনারা ও ভাল থাকুন । আপনাদের আশীর্বাদ সঙ্গে নিয়েই এগিয়ে চলেছি ধন্যবাদ জানাই।
নতুন পদ্ধতি শিখলাম।ধন্যবাদ।
Dada khub valo laglo
Sir, আপনার ভিডিও গুলো খুব ভালো লাগে। বিনয়
খুব সুন্দর বলেছেন ধন্যবাদ আপনাকে
দাদা নমস্কার নেবেন,আপনার ভিডিও দেখার অপেক্ষায় থাকি কারণ প্রয়োজন এর চেয়েও অনেক বেশি পাওয়া যায় ।আমি আপনার Re-trans planting এর ব্যপারে সম্পূর্ণ একমত পোষণ করছি ।আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি যে আমার কিছু পালং শাকের চারা বিশেষ কারণ এ তুলে ফেলতে হয়েছিল কিন্তু আমি কয়েকটি চারা মায়াবশতঃ অন্য জায়গায় তুলে লাগিয়েছিলাম । পরবর্তীতে ঐ তারাগুলি এত সুন্দর মোটা ও বড বড ঝার হয়েছিল যে লোক কে দাডিয়ে দেখতে হয়েছিল ।আপনার ও পরিবারের শারীরিক সুস্থতা ও শান্তি কামনা করছি ।ধন্যবাদ জানাই ।
ধন্যবাদ জানাই। আপনি এবং আপনার পরিবার ভালো থাকুক এই কামনা করি।
খুব ভালো লাগলো...তবে আপনার বলার স্টাইল টা কিন্তু করলা চাষের ভিডিও টা অসাধারন ছিল....আপনার কথা শুনে নিজেদের ওপর আত্মবিশ্বাস চলে আসে....ওইটা কিন্তু আপনার স্পেশালিটি...সেটা মিস করছি
আচ্ছা চেষ্টা করছি আবার । ভালো লাগলো শুনে খুব হাসি পাচ্ছে। যাইহোক ভালো থাকুন , চলুন সকলে এগিয়ে চলি।
মিষ্টি কুমড়া নিয়ে ভিডিও বানান।
Excellent demonstration Dada. Exectly right.
ধন্যবাদ জানাই, সেইসঙ্গে সপরিবারে ভালো থাকুন আর চলুন সকলে সবুজের অভিযানে এগিয়ে চলি।
শুভ কামনা রইলো দাদা
খুব মন দিয়ে দেখলাম, আগে তো গাজর কখনো করিনি। তাই সঠিক পদ্ধতিটা বুঝে উঠতে পারছিলাম না। যাই হোক, আপনার কাছে তো সব সবজিই বাধ্য ছাত্র,সবাই সব কথা শোনে, আমাদের কথা কি শুনবে, দেখা যাক 🙏🙏🙏
ওইভাবে গাজরের চারা করুন , তারপরে আবার রোপণের পদ্ধতি দেখাবো নিশ্চয়ই সাফল্য পাবেন।
দারুন
#SokherBagan
ধন্যবাদ!
ধন্যবাদ জানাই ভাল থাকুন।
প্রনাম নেবেন ,
আপনার আপলোড করা প্রতিটি ভিডিওই আমার ছাদ বাগানের মূলমন্ত্র, তাই প্রতীক্ষায় থাকি ৷
আমার বাড়ি উত্তর ২৪ পরগনার মছলন্দপুরে,আমার এলাকার কাছাকাছি কোথায় VAM পাবো যদি বলেন খুব উপকৃত হই ৷ আর একটা অনুরোধ রইলো যদি সম্ভব হয় VAM নিয়ে কোনো ভিডিও করা হয় তাহলে এর ব্যবহার ও উপকারিতা সম্বন্ধে আপনার কাছ থেকে ভাল তথ্য পাবো ৷.
outstanding sir....ami ebare ei process korbo??? sir 5 feet/4 feet jaigai koto grm dana lagbe??? r sir bit chaser mati kirkm hobe???🙏🙏🙏
বীট যেহেতু মাটির নিচের ফসল সেইজন্য মাটিটা খুব আলগা করতে হবে। এটেল মাটিতে কিন্তু ভালো বীট হবেই না। যতই আপনি চেষ্টা করুন ।
সেই জন্য গোবর সার ব্যবহার বা ভার্মি কম্পোস্ট সার বা অন্য জৈব সার মাটিতে ভালো করে মেশাতে হবে ।মাটিটাকে খুব খুব আলগা করতে হবে ।তাহলে আপনি চাষে সফল হবেন এই একটা ব্যাপার ।
আর ওইটুকু জায়গায় বীজ ফেলবেন চার ফুট বাই 5 ফুট একপ্যাকেট বীজ দিলেই যথেষ্ট।
আমার মনে হয় যারা গাছ পছন্দ করে তারা একটু সৎ এবং অনেস্ট হয় আর সেটা আপনাকে দিয়েই প্রমাণ পাওয়া যায় অবশ্য কিছু মনে করবেন না আমি আমার মন থেকে একটা উদাহরন আপনাকে নিয়ে। ধন্যবাদ ভাল থাকবেন সুস্থ থাকবেন এগিয়ে যান আপনার সাথে আমরা সব সময়
Sir vlo laglo, vlo achen sir
পাটের বীজ তৈরীর সময় ও পদ্ধতি আলোচনা করবেন।অনুরোধ রইল।
বানিজ্যিক ভাবে শাক আলু নিয়ে আলোচনা করবেন
Very good sugetion thanks
দাদু
বিটরুট চাষ নিয়ে একটি ভিডিও দেন……
স্যার পেঁয়াজের চারা উৎপাদন পদ্ধতির ভিডিও করলে দারুন উপকার হবে। ধন্যবাদ আপনাকে।
আচ্ছা চেষ্টা করব।
জেঠু আপনার সব ভিডিও গুলি খুবই ভালো লাগে ধন্যবাদ ভিডিও গুলি করার জন্য ।আমার 50টি নারকেল গাছের ডাপ দাগ হয়ার জন্য দাম পাই না আর কি ভাবে জৈবর উপর দিয়ে বেশী ফলন পাবো(ডাপ) এবং গাছ ভালো থাকবে যদি বলেন খুবই উপকৃত হব।
গাজরের তারা বসানোর পদ্যতি টা দেখানোর জন্য অনুরোধ করছি।
দাদা ব্রকোলি ও ক্যাপসিকাম নিয়ে একটি ভিডিও করলে খুবই উপকৃত হব ।
মাঠের জমিতে পটল চাষ করার জমি তৈরি করার পদ্ধতি..
ধন্যবাদ দাদা
স্যার গাছ, এব্্ মাটি তৈরি র পদ্ধতি গুলো দেখি ভালো লাগে। পেঁপে চাষের পদ্ধতি সম্পর্কে ভিডিও করলে উপকৃত হ ই। পলি হাউসের মাধ্যমে কি ফসলের চাষ করা যায় তার প্রশিক্ষণ দিলে ভালো হয়
Love from paschim Medinipur 🌈🌈🌈❤💛💚💙💜
Good...
Bah darun
চলুন সকলে এগিয়ে চলি । সেই সঙ্গে ধন্যবাদ জানাই ,ভাল থাকুন।
Atodin gajorer beej niye bosechilam apnar video er ashay.anek dhinnyobad dada.mulo beej ki aibhabei chara kore transplant kobo?
না মূলার চারা করতে হবেনা। মাটি টা খুব সুন্দর করতে হবে এবং গভীর করতে হবে।
Very very very nice sir Jay Jagannath bit niya bolben Jay Jagannath Jay Kisan
Nice
Shiit kaaler Shosha chash somporke poramorsher abedon janacchi
👏👏👏🙌🙌🙏🙏🙏🙏নমস্কার sir........
গাজর চাষের ভিডিওটি খুব ভালো লাগলো। আপনার সব ভিডিও uplod হওয়ার সাথে সাথে আমি দেখি। ......কিন্তু sir আমার প্রবলেম টা প্লিজ সল্ভ করুন। দেশি কলার পরিচর্যার সম্পূর্ন ভিডিও টা একটু কষ্ট হলেও uplod করুন sir।💐💐🙏🙏🙏🙏ভালো থাকবেন sir
অনাথ কাকা, ভিডিও করার সময় সবচেয়ে ভালো হয় পার্ট পার্ট করে নিলে। ধরুন, একটা কাগজে লিখে নিবেন প্রথমে প্রতিটি ফসল নিয়ে আলোচনার পূর্বে কি কি টপিকস নিয়ে আপনি আলোচনা করবেন এবং সেই মোতাবেক একটার পর একটা সিরিয়াল ধরে আলোচনা করলে অনেক ভালো হয় আর ভিডিওগুলি খুবই সুন্দর হবে।
এছাড়া আজকাল ভিডিও করার সময়ই একটা ভিডিওকে বিভিন্ন ভাগে ভাগ বা পার্ট বাই পার্ট করে নেওয়া যায়। ওটা করতে পারলে একদম জমে যাবে কাকা। একটু দেখবেন প্লিজ ব্যাপারটা।
Thanks thanks 🙏🙏🙏🙏
দাদা, আয়রন এর অভাবে পুরন করতে কি ব্যবহার করব, সাইট্রাস এর জন্য?
গাজর চারা পোঁতার পদ্ধতি দেখান প্লিজ
Beautiful
Thank you
নমস্কার কাকাবাবু, গাজর চারা রোপণের ভিডিওটা দিলে ভালো হয়। চারা বসাতে চাই ।
বা ভালো বলছো , তুমি অনেক এগিয়ে গিয়েছো আমার চারা টবে আছে কিন্তু ছোট চারা । আমার আরো দেরি হবে কমপক্ষে 20/25 দিন । তুমি যদি এখন বসাতে চাও আস্তে আস্তে তুলে নিয়ে শিকড়টা যেন না মুড়ে থাকে ওই ভাবে বসাবে।
মটরশুঁটি চাষ নিয়ে একটা ভিডিও করুন কাকু।
এদিকে খুব বৃষ্টি হচ্ছে এজন্য বীজ এনেছি কিন্তু রোপন করতে পারছিনা।কারন মাটি তৈরি করতেই পারছিনা। চেষ্টা করছি যত তাড়াতাড়ি দেখানো যায়।
বাগান কিংবা চাষের জমি যাই হোক না কেন ,আপনার ভিডিও অত্যন্ত উপযোগীতা মূলক উভয় ক্ষেত্রেই।টবে কি গাজর করা যাবে? কত ইঞ্চি টবে কতগুলো করে লাগানো যাবে? দয়াকরে জানাবেন দাদা।
ভালো ও সুস্থ থাকার কামনা করি।
সুপ্রভাত দিদিমণি ভালো থাকুন। টবে অবশ্যই গাছ করা যাবে ।তবে যদি আপনি 12 ইঞ্চি টব নেন তাহলে 6/7টা গাছ লাগাতে পারেন।হয়তো একটু সরু বা ছোট্ আকারের হবে।
@@farmingadviseranathhalder7579 কোনো সমস্যা হবে না,
যদি কোন গাজর বীজ ভালো বলতেন আর
ব্যবসা ভিত্তি চাষের ভিডিও করতেন ভালো হতো
Kaku..ekhon dhudol lagano jabe?
Good evening sir....only cocopit use Kora jabe ki...
Misti paan chaas er ekti full vidio banan
স্যার পেঁপে চারা তৈরি করা দেখান। পেঁপে চারা তৈরি করার দেখালে খুব উপকৃত হব।
আচ্ছা চেষ্টা করব দেখাতে ধন্যবাদ জানাই।
Sar barsa kale koroda gajo lagano jabe sr balen ami khatay lekhe rakhi
ফল হয়ে যাওয়ার পর কাঁঠাল গাছের পরিচর্যা নিয়ে একটা ভিডিও করবেন প্লিজ।
এখনই কাঁঠাল গাছে পরিচর্যা করতে হবে। কিছু বড়ো ডাল কেটে দিন । গাছের চারিদিকে খাবার দিন।
Dadà, grow bag e alu chas er opor ekta video korben please.
দাদা,আপনার কাছে ছাএ হয়ে বেশ লাগছে। তবে আপনি বলেছিলেন grafting শেখাবেন। অধীর আগ্রহে অপেক্ষা করছি।
অর্ধেক রেডি হয়ে গেছে ভিডিওটা আশা করছি খুব শিগ্রই আমি আনবো।
স্যার, আমি গাছের সব ধরনের মৌল উপাদান যুক্ত তরল সার তৈরি করতে চাই। আমার পদ্ধতিটা হলো সাতদিন ঘুটে ভেজানো জল 10 লিটার, এই জলে 2 কেজি সরিষার খোল, 300 গ্রাম ডিএপি, 300 গ্রাম 10:26:26, 200 গ্রাম ইউরিয়া, 200 গ্রাম পটাশ, 200 গ্রাম পাউডার অনুখাদ্য সাতদিন পচানোর পর 40 লিটার পানির সাথে মিশিয়ে ব্যবহার করতে চাই। স্যার, এইভাবে কি তরল সার তৈরি করা যায়? যদি ভুল থাকে তাহলে সংশোধন করে দেবেন। আর আমার সারের অনুপাতটা কি ঠিক আছে ?
আপনাকে আগে সমস্ত সারের কম্পোজিশান আগে জানতে হবে । যেমন আপনি বলছেন ডিএপি, ইউরিয়া , পটাশ আবার দশ ছাব্বিস ছাব্বিস । এখানেই তো আপনার সমস্যা কারন D.A.P থাকে ইউরিয়া এবং ফসফেট । আবার 10:26:26 এ থাকে ইউরিয়া , ফসফেট , আবার পটাশ । ১০% ইউরিয়া ,২৬% ফসফেট , ২৬% পটাশ । আবার আপনি আলাদা করে ইউরিয়া দেবেন , পটাশ ও দেবেন । এগুলি আগে জানতে । D.A.P. ফসফেটের ভাগ অনেক বেশি থাকে । তারসাথে ইউরিয়াও থাকে । এগুলি আগে জানতে হবে । আর অনুখাদ্য খুবই অল্প পরিমানে লাগে । এবার স্যার কি বলে দেখুন ।
শীতকালি সব্জি টবেচাষকরতে গেলে। কিকি মিসিয়ে মাটি তৈরি করতে হবে।
নমস্কার.... আপনার চ্যানেলে আমি একদম নতুন....গত দুই দিন ধরে আপনার অনেক ভিডিও দেখলাম..
আমার এটাই জানার,গ্যামাকসিন ব্যবহার করা যেতে পারি কি ??
Sir গাজরের চারা বেরোনোর পরে পরিচর্চার উপায় টা যদি দয়া করে বলেন খুব ভালো হয়।
Panther TV amazon theke niyechi kintu Brown colour kono osubidha hobe?
Sir rosun chara ki transplant kora lab hobe. ??? Joibo sar ki ki dibo kando baro korar jonno
সরাসরি একটা করে রসুনের কোয়া রোপন করবেন ।
আর গাছের গোড়ায় ভার্মি কম্পোস্ট সার সেইসঙ্গে হিউমিক এসিড দিয়ে drenching করবেন । সাত দিন ছাড়া দুবার।
গাজর চাষের সময়
আরও দু মাস আগে থেকে শুরু করলে খুব ভালো হতো
ট্রাইকো ডারমা ভিরিডির পরিবর্তে সাফ পাওডার দিলে হবে??
হ্যাঁ অবশ্যই হবে তাহলে ওটা জৈব হল না আর কি ।কি করবেন না পাওয়া গেলে ওই দিন কোন অসুবিধা নেই।
নমষ্কার অনাথ বাবু, পেঁয়াজের ওপর একটি ভিডিও করলে ভালো হয় ।
Dear Sir
Akhon ki commercially carrots korle profit hobe.
2nd part chai gach boro hoye jacche
হ্যা নিশ্চয়ই দেখাব
Sir aii poddoti te mati toiri kore dona pata gachh ropon korle gachh valo hobe? Sir 🙏
Motor shuti chas niye kichu kotha bolun.
বীজ এনেছি কিন্তু বৃষ্টির জন্য বুনতে পারছিনা , তাড়াতাড়ি চেষ্টা করছি।
Ki je upoker korlen kichhutei gajor chara korte parchhilam na matite. Thank you dada.valo thakben.
Tulsi gach a ki khol deoa jabe ar jodi deoa na jai tahole ki sar debo bhalo growth er jonno?
ফুলকপি ,বাঁধাকপি ,ক্যাপসিকাম ও সীম টবে চাষ এর বিষয় নিয়ে যদি ভিডিও গুলান তাহলে উপকৃত হব
হ্যাঁ আমি আস্তে আস্তে ওইগুলো টবে দেখাবো একটু সময় দিন।
টমেটো গাছ গুলোর অবস্থা মরমর। গরুটা আস্তে আস্তে শুকিয়ে শুকিয়ে যাচ্ছে। জৈব ভাবে এর কিভাবে সমাধান করব। তা অবশ্যই আমাকে জানাবেন। তাহলে অনেক উপকৃত হব।
গরুর জায়গা ওটা গোড়া হবে
Bol6i sir apni Amer gurdab capsicum ar aktu details bolben baganer jnno
আচ্ছা আমি পরে বলবো।
@@farmingadviseranathhalder7579 thik a6a aktu Mona rakhly hba
Sir mashroom নিয়ে একটা ভিডিও বানান।
Baromasi sojna commercially chas niya kindly video korun
Peaj saag (green onion) kokhon kibhabe grow korbo sey niye akta video anun please
আম গাছের পরিচয্যা প্রদ্ধতি নিয়ে একটি ভি ড়ি ও করলে ভাল হয়। আমার বাগানে কিছু আম গাছ আছে।প্রথম তিন বছর ভাল ফলন হয়ে ছিল,তার পর গাছের পাতাতে প্রচুর পোকা লেগে যায যা সারা বছর লেগেই থাকে যার ফলে মুকুল আসে না, বারো মাস কি ঔষধ দিলে পোকা আর হবে না এব্ং ফলন ও ভালো হবে
করবো ভিডিও
Kaku Gajor eto taratari fela ki thik hobe? Temperature khub besi...bachbe to ? Ar aktu deri korle hoi na?
স্যার বুসটা4-র প্রয়োগ বিধি বল্লে উপকৃত হব।
@@parthasarkar4011 আপনি তো মশাই সব জেনে বসে আছেন ! পটলের ফুল ফোটে খুব ভোরে আর সূর্যের আলো (রোদ্র) বের হবার কিছুক্ষনে মধ্যে ফুলের পাপড়ি বন্ধ হয়ে যায়। বিকালে স্প্রে করলে পরাগ মিলন টি কীভাবে হবে? আর এর স্প্রে কী প্রতি দিন করতে হয় ।
@@parthasarkar4011ওই কারনেই স্যারের কাছে যানতে চাইছি।
বুস্টার 4 1লিটার জলে 3 ml গাছের পাতায় দেবেন। 15 দিন অন্তর।
পটল ও করোলা গাছের যন্য।
পরবর্তী এপিসোডের জন্য অপেক্ষায় রইলাম।
Sir amar kumro gach te boro hoi na apni bola chilan ke biovita x dita kintu ami dokane palam na amake dokan dar miraculan dilo ata ami babohar korbo ke vave aktu bolban
প্রতি লিটার জলে 1 মিলি মিশিয়ে স্প্রে করবেন ।আবার কুড়ি দিন পর ব্যবহার করবেন।
Ami chade fruit er crate ene korbo. Koto grams seeds newa jai...?
R er care sombondhe jodi kichu bolen
গোবর সার তৈরি দেখান ভিডিওর মাধ্যমে।।
গোবোর সার হল গরুর মল । যেটা একটু পুরোনো করে গাছের জন্য ব্যাবহার করতে হয় । যেমন আট নয় মাস পুরানো হলে উপযুক্ত হয় । আর যদি ঘুটে থাকে তাহলে সেটাও জলে ভিজিয়ে নিয়ে তারপর সেটাকে গুড়ো কোরে গাছের জন্য ব্যাবহার করতে হয় । মোটকথা গরুর পায়খানা বা মল ই হল গবোর সার ।
@@parthasarkar4011 ধন্যবাদ🙏🙏
Ghnute use kara jabe gobor sarer badale
জলে ভিজয়ে গুড় করে তারপর ব্যাবহার করবেন
Sat tricodarma r date exp hoye jaoyar por Jodi di Tahole ki Somosa hobe ki
ভালো কাজ পাবেন না কারণ ছত্রাক গুলো মারা গেছে।
চীনা বাদাম চাষের পদ্ধতি দেখান।
আমার চ্যানেলে ঐ বিষয়ে ভিডিও করা আছে আপাতত দেখুন আশাকরি সব বুঝতে পারবেন।
Sir trikoderma viridi. Ki bitter gourd e use Kora jai....Jodi hoy to ki bhabe use korbo please janaben sir ....pronam neben ....
Dhonia coriender in summer in poly house kindly video korun
Gajar chara laganor fole gajar soja hobena
শুকনো পাতা তে ডিকম্পোজার হয় কিনা একটু জানাবেন....
Thank you for the information Sir.
কুন্দরী গাছেপোকা লাগছে কি ভাবে পোকা দমনকরা যায় এবং ভালো ফলন পাওয়া যায়
Thank you sir
Leibigs r booster 2 ki gache byabohar kora jabe .....ki bhabe korbo??
Seed guloke prathameb jole vijiye rakhte hobe na?
না