ব্লেন্ডার ও গ্রাইন্ডার এর পার্থক্য।। Simcomart

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 10 ก.ย. 2024
  • আসসালামু আলাইকুম , সিমকো মার্ট-এর নতুন আরো একটি ভিডিওতে স্বাগত জানাই।
    ব্লেন্ডার এবং গ্রাইন্ডার নামগুলোর সাথে আমরা কমবেশী সবাই পরিচিত। প্রযুক্তির কল্যাণে আমাদের জীবন হয়েছে সহজ । বিজি লাইফকে ইজি করতে হাতের নাগালেই পেয়ে যাচ্ছি ইলেকট্রনিক যন্ত্র। যার কল্যাণে দৈনন্দিন ঝামেলার কাজ গুলো হয়েছে আরো সহজ এবং ঝামেলাহীন। বিশেষ করে গৃহিনীদের জন্য রান্নাঘরের সময় এবং শ্রম বাঁচাতে খুবই গুরুত্বপূর্ণ ব্লেন্ডার এবং গ্রাইন্ডার। তবে অনেকে ব্লেন্ডার এবং গ্রাইন্ডার এই দুইটির মধ্যে পার্থক্য বুঝতে পারে না।
    আজকে আলোচনা করব ব্লেন্ডার এবং গ্রাইন্ডার এর পার্থক্য নিয়ে। যাতে কিনার সময় ব্লেন্ডার কিনবেন নাকি গ্রাইন্ডার কিনবেন তার সঠিক সিদ্ধান্ত নিতে পারেন ।
    ব্লেন্ডার মানে সাধারণত কোন কিছু ব্লেন্ড করাকে বুঝায় ।
    ব্লেন্ডার দিয়ে কিছু কাজ আপনি খুব সহজেই করে নিতে পারবেন।
    যেকোনো মসলা যেমন আদা-রসুন থেকে শুরু করে ডাল এবং অন্যান্য মশলা চোখের নিমিষেই সমস্তটা ব্লেন্ড করে দেয় ব্লেন্ডার। হঠাৎ করে বাসায় গেস্ট আসলে ঝটপট তাড়াতাড়ি কিছু রান্না করতে যখন মসলার দরকার হয়, তখন ঝটপট মশলা তৈরি করতে সাহায্য করে ব্লেন্ডার ।
    ক্লান্ত-পরিশ্রান্ত হয়ে বাসায় এসে যখন এক গ্লাস ফলের জুস খেতে ইচ্ছে করে, তখন ব্লেন্ডারের মাধ্যমে চটজলদি আপনি বানিয়ে নিতে পারবেন সতেজ ফলের জুস।
    চাটনি অথবা ভর্তা খেতে ইচ্ছা করছে ? খুব সহজে অল্প সময়ে ব্লেন্ডারের মাধ্যমে করে ফেলুন আপনার পছন্দের চাটনি অথবা ভর্তা।
    তবে গ্রাইন্ডার এর কাজ একটু ভিন্ন ।
    গ্রাইন্ডার মানে কোন কিছু চূর্ণ করাকে বুঝায়। যার মাধ্যমে শক্ত কিছু চূর্ণ করা হয়।
    রান্নার কাজে ব্যবহৃত নানান পদের মসলা এবং অন্যান্য উপকরণ গুঁড়া বা মিহি করার জন্য ব্যবহার করা হয় এই যন্ত্র।
    বাসায় মাংস রান্না দেখে মন চাইলো চালের রুটি খেতে। যেই কথা সেই কাজ, শক্ত শক্ত চাল তখনি গুড়া করে ফেলতে পারবেন গ্রাইন্ডার এর মাধ্যমে।
    আস্ত আস্ত মসলা চূর্ন করবে এই গ্রাইন্ডার।
    কাবাব খেতে মন চাচ্ছে? মাছ না মাংসের? সব কিছুই কিমা করে দিবে গ্রাইন্ডার।

ความคิดเห็น • 10

  • @pkclinton5025
    @pkclinton5025 ปีที่แล้ว +3

    আপনার উপস্থাপনা অনেক সুন্দর, মনে হচ্ছে বিবিসি কোন উপস্থাপিকা কথা শুনছি ❤❤❤

  • @AbdulHakimKhoka
    @AbdulHakimKhoka 12 วันที่ผ่านมา +1

    গ্রাইন্ডার দিয়ে নরম শক্ত সব আইটেম রেডি করা যাবে?

  • @utshasaha8476
    @utshasaha8476 11 หลายเดือนก่อน +1

    আপু গ্রেন্ডার দিয়ে কি ব্লেন্ডারের সব কাজ করা যায়??

  • @Jahedialtdbd
    @Jahedialtdbd 7 หลายเดือนก่อน

    বেজা চনার ডাল পিষানোর জন্য, কোনটা ভালো হবে?

  • @user-dv6nb8jb3r
    @user-dv6nb8jb3r 4 หลายเดือนก่อน

    গ্রাইন্ডার দিয়ে কি জুস বানানো যাবে
    বা ব্লেন্ডারের কাজ হবে

  • @Sajib-ro6zf
    @Sajib-ro6zf ปีที่แล้ว +1

    গ্রেন্ডার দিয়ে কি জিরা গুড়া করা যাবে।

  • @islamichistoryculture4439
    @islamichistoryculture4439 7 หลายเดือนก่อน

    ভয়াবহ মেকাপ

  • @mdsifatalrubel-mh3ho
    @mdsifatalrubel-mh3ho 7 หลายเดือนก่อน

    ৪ মিনিটের ভিডিওতে তিন মিনিটই ফাও প্যাঁচাল মারলেন।

  • @mehedihasan3920
    @mehedihasan3920 หลายเดือนก่อน

    গলায় আরেকটু ভোল্টেজ লাগবে😅😅