নলিনী বাবু B Sc ১। হুমায়ূন আহমেদ। মিসির আলি। রহস্যময় উপন্যাস।Bangla Audio Book।Humayun Ahmed কুপির

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 8 ก.ย. 2024
  • কুপির আলো- এর ইউটিউব লিংকঃ
    ‪@KUPIRALO‬
    kupiralo
    নলিনী বাবু B Sc ১। হুমায়ূন আহমেদ। মিসির আলি। রহস্যময় উপন্যাস।Bangla Audio Book।Humayun Ahmed কুপির
    হুমায়ূন আহমেদ (১৩ নভেম্বর ১৯৪৮ - ১৯ জুলাই ২০১২)[৩][৪] ছিলেন একজন বাংলাদেশি ঔপন্যাসিক, ছোটগল্পকার, নাট্যকার এবং গীতিকার, চিত্রনাট্যকার ও চলচ্চিত্র নির্মাতা। তিনি বিংশ শতাব্দীর জনপ্রিয় বাঙালি কথাসাহিত্যিকদের মধ্যে অন্যতম। তাকে বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী অন্যতম শ্রেষ্ঠ লেখক বলে গণ্য করা হয়। বাংলা কথাসাহিত্যে তিনি সংলাপপ্রধান নতুন শৈলীর জনক। অন্য দিকে তিনি আধুনিক বাংলা বৈজ্ঞানিক কল্পকাহিনীর পথিকৃৎ। নাটক ও চলচ্চিত্র পরিচালক হিসাবেও তিনি সমাদৃত। তার প্রকাশিত গ্রন্থের সংখ্যা তিন শতাধিক। তার বেশ কিছু গ্রন্থ পৃথিবীর নানা ভাষায় অনূদিত হয়েছে, বেশ কিছু গ্রন্থ স্কুল-কলেজ বিশ্ববিদ্যালয়ের পাঠ্যসূচীর অন্তর্ভুক্ত। ঢাকা কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাস করার পর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে রসায়ন এবং নর্থ ডাকোটা স্টেট বিশ্ববিদ্যালয়ে পলিমার রসায়ন শাস্ত্র অধ্যয়ন করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক হিসাবে দীর্ঘকাল কর্মরত ছিলেন। পরবর্তীতে লেখালেখি এবং চলচ্চিত্র নির্মাণের স্বার্থে অধ্যাপনা ছেড়ে দেন। ১৯৭১ খ্রিষ্টাব্দে বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালে পাকিস্তান সেনাবাহিনী তাকে আটক করে এবং নির্যাতনের পর হত্যার জন্য গুলি চালায়। তিনি অলৌকিকভাবে বেঁচে যান।[৫] হুমায়ূন আহমেদ রচিত প্রথম উপন্যাস নন্দিত নরকে, ১৯৭২ সালে প্রকাশিত হয়। সত্তর দশকের সময় থেকে শুরু করে মৃত্যু অবধি তিনি ছিলেন বাংলা গল্প-উপন্যাসের অপ্রতিদ্বন্দ্বী কারিগর। এই কালপর্বে তার গল্প-উপন্যাসের জনপ্রিয়তা ছিল তুলনারহিত। তার অভূতপূর্ব সৃষ্টি হিমু এবং মিসির আলি ও শুভ্র চরিত্রগুলি বাংলাদেশের যুবকশ্রেণীকে গভীরভাবে উদ্বেলিত করেছে। বিজ্ঞান কল্পকাহিনীও তার সৃষ্টিকর্মের অন্তর্গত, তার রচিত প্রথম বিজ্ঞান কল্পকাহিনী তোমাদের জন্য ভালোবাসা। তার টেলিভিশন নাটকসমূহ জনপ্রিয়তা অর্জন করেছিল। সংখ্যায় বেশি না হলেও তার রচিত গানগুলোও জনপ্রিয়তা লাভ করে। তার রচিত অন্যতম উপন্যাসসমূহ হলো মধ্যাহ্ন, জোছনা ও জননীর গল্প, মাতাল হাওয়া, লীলাবতী, কবি, বাদশাহ নামদার ইত্যাদি। বাংলা সাহিত্যের উপন্যাস শাখায় অসামান্য অবদানের জন্য তিনি ১৯৮১ সালে বাংলা একাডেমি প্রদত্ত বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার লাভ করেন। এছাড়া বাংলা ভাষা ও সাহিত্যে তার অবদানের জন্য ১৯৯৪ সালে বাংলাদেশ সরকার তাকে দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা একুশে পদকে ভূষিত করে। তার নির্মিত চলচ্চিত্রগুলো সর্ব সাধারণ্যে ব্যাপকভাবে সমাদৃত হয়। ১৯৯৪-এ তার নির্মিত প্রথম চলচ্চিত্র বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধভিত্তিক আগুনের পরশমণি মুক্তি লাভ করে। চলচ্চিত্রটি শ্রেষ্ঠ চলচ্চিত্র বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার সহ আটটি পুরস্কার লাভ করে। তার নির্মিত অন্যান্য সমাদৃত চলচ্চিত্রগুলো হলো শ্রাবণ মেঘের দিন (১৯৯৯), দুই দুয়ারী (২০০০), শ্যামল ছায়া (২০০৪), ও ঘেটু পুত্র কমলা (২০১২)। শ্যামল ছায়া ও ঘেটু পুত্র কমলা চলচ্চিত্র দুটি বাংলাদেশ থেকে বিদেশি ভাষার চলচ্চিত্র বিভাগে অস্কারের জন্য দাখিল করা হয়েছিল। এছাড়া ঘেটু পুত্র কমলা চলচ্চিত্র পরিচালনার জন্য তিনি শ্রেষ্ঠ পরিচালনা বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। মিসির আলি, বাংলাদেশের প্রখ্যাত ঔপন্যাসিক হুমায়ূন আহমেদ সৃষ্ট একটি জনপ্রিয় রহস্যময় চরিত্র। মিসির আলি কাহিনীগুলো রহস্যমাত্রিক। মিসির আলির কাহিনীগুলো ঠিক গোয়েন্দা কাহিনী নয়, কিংবা 'ক্রাইম ফিকশন' বা 'থ্রিলার'-এর মতো খুনি-পুলিশের ধাওয়া-পাল্টা-ধাওয়া নয়, বরং মনস্তাত্ত্বিক, বিজ্ঞাননির্ভর এবং যুক্তিনির্ভর কাহিনীর বুনটে বাঁধা। বরং অনেক ক্ষেত্রে একে রহস্যগল্প বলা চলে। চারিত্রিক দিক দিয়ে মিসির আলি চরিত্রটি হুমায়ূন আহমেদের আরেক অনবদ্য সৃষ্টি হিমু চরিত্রটির পুরোপুরি বিপরীত। তরুণ হিমু চলে প্রতি-যুক্তির (anti-logic) তাড়নায়, অপরপক্ষে বয়োজ্যেষ্ঠ মিসির আলি অনুসরণ করেন বিশুদ্ধ যুক্তি (pure logic)। এই যুক্তিই মিসির আলিকে রহস্যময় জগতের প্রকৃত স্বরূপ উদঘাটনে সাহায্য করে। সেসব কাহিনীর প্রতিফলন ঘটেছে মিসির আলি সম্পর্কিত প্রতিটি
    #বাংলা_অডিও_বই#হুমায়ূন_আহমেদ#banglaaudiobook##humayunahmed #humayunahmedaudiobook #banglastory #banglagolpo #bengali #bengali_audio_story #bengaliaudiobook #humayunahmednatok #storytelling #ayna #aayna #short_story #golpo #banglagolpo #horrorstories #horror #audiostory #story #audiostorytelling #bengali #bangla #storytelling #kolkata #lovestory #golpo #storytime #poem #podcast #horror #love #audiobook #audiobooks #youtube #kobita #sundaysuspense #bengaliwriting #bengaliaudiostory #banglagolpo #audio #sahitya #calcutta #kolkatagram #longdistancerelationship #audiostories #bengalikobita #storyteller #bong #feluda #adda #dewalive #storywriter #sharlokholmes #bomkeshbakshi #podcaster #bhutan #illustration #ghoststory #sundaysuspenseaudio #stories #art #golpopremi #golpodadu #golpokutir #villagebeauty #thriller #follow #lovequotes #actinoentertainment #youtuber #creepy #drama #breakupstory #loveislove #calcuttapage #longcreepypasta #bengaliqoute #calcutta #kolkata #kolkatadiaries #ig #india #kolkatagram #bengali #kolkatabuzz #calcuttacacophony #thekolkatabuzz #love #igers #photography #calcuttadiaries #kolkataphotography #westbengal #durgapuja #bengal #bong #instagram #kolkatablogger #kolkatasutra #bhfyp #calcuttacanvas #bangladesh #mumbai #city #instagood #amarkolkata #humayunahmed

ความคิดเห็น • 6

  • @ALOCHAYAAUDIOBOOK
    @ALOCHAYAAUDIOBOOK  6 หลายเดือนก่อน +5

    চরিত্রের নাম হবে"নলিনী বাবু" তবে অনিচ্ছাকৃত ভুলে পাঠ করা হয়েছে "নিলিনী বাবু" 😰...আশা করি শ্রোতারা ক্ষমা করবেন।😢

    • @chanderhut9536
      @chanderhut9536 6 หลายเดือนก่อน +1

      ইটস ওকে ভাইয়া

    • @user-kl9ny1hy6u
      @user-kl9ny1hy6u 6 หลายเดือนก่อน

      যেহেতু সম্পূর্ন গল্পেই একই ভুল করা হয়েছে,পাঠক শেষ পর্যন্ত ধরতে পারেননি তাই গল্পের খেই নষ্ট হয় নাই।

    • @name_less741
      @name_less741 6 หลายเดือนก่อน

      খারাপ লাগছে না। বাংলা নাম উচ্চারণে অনেক সময় এদিক ওদিক হয়। এটা খুবই স্বাভাবিক।

    • @aranyadutta8474
      @aranyadutta8474 4 หลายเดือนก่อน

      Khub e kaane lagchhe…
      Hindu naam bole hoyto thik kore uchcharon korte paren ni…
      Je kono Hindu loker e kaane lagbe
      Porer baar sochetin thakben asha kori

    • @bestmotivational97
      @bestmotivational97 3 หลายเดือนก่อน

      চরিত্র গুলো আলাদা ভয়েসে হলে আরো সুন্দর হতো । হয়তো Sunday suspense এর মতো অনুভূতি পেতাম ❤