GAHEENER GAAN - INDRA MOHAN RAJBANGSHI | WWW.LEELA.TV

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 10 ธ.ค. 2024
  • Watch more at leela.tv

ความคิดเห็น • 10

  • @rawshanaraswapna1882
    @rawshanaraswapna1882 2 ปีที่แล้ว

    উপস্থাপনা শিল্পীর আবৃত্তিতে মুগ্ধ।

  • @Thandu-hh4jm
    @Thandu-hh4jm 4 ปีที่แล้ว +1

    ধন্যনবাদ ইন্দ মহন রাজবগশি

  • @tapanbhadra4007
    @tapanbhadra4007 4 ปีที่แล้ว +1

    গহীনের গানের জলসায় প্রফেসর ইন্দ্রমোহন রাজবংশীর "আমি গহীনের গান গাই..." গানটি শুনতে শুনতে বিভোর হয়ে গেলাম।
    আমি ভারতের কলকাতার বাসিন্দা। রাজবংশী জনজীবন সম্পর্কে সম্প্রতি অনুপ্রারনীত হবার সময় ইন্দ্রমোহনবাবুর হদিস পাই। সেই থেকে তার প্রভাবে পড়ে গেছি।
    আমি অনুরোধ করব প্রফেসর ইন্দ্রমোহনের সাথে সম্পর্কিত হয়ে ওনার কাজ থেকে আমার মূলবিষয় আরো জানি। ইন্দ্রমোহনবাবু আপনি কি কলকাতার এই উৎসুক ভাইকে এই ব্যাপারে সহযোগিতা করবেন।
    আজকের এই অনুষ্ঠান ( ছয় সপ্তাহ আগে হয়েছিল) যদিও আমি ইউটিভি মারফরৎ শুনছি।
    ভীষন ভীষন ভালো লাগছে।
    ভালো থাকবেন।
    তপন ভদ্র, কলকাতা

    • @tapanbhadra4007
      @tapanbhadra4007 4 ปีที่แล้ว +1

      কুশান গান অবিভক্ত গোয়ালপাড়া জেলার প্ৰচলিত লোকনাট্যানুষ্ঠান। এই কুশান গান অসমীয়া সংস্কৃতিৰ এক অমূল্য সম্পদ। কুশান গানৰ উৎপত্তি সম্পৰ্কত ভিন্ন জনে ভিন্ন মত পোষণ করেলেও সীতাৰ পুত্ৰ কুশের দ্বারা প্ৰচারিত গীতের নামই এই কুশান গান উৎপত্তি হৈছে বুলি ক'ব খোজে। কোনো কোনো মতে কোচ রাজত্বের আগেই কুশান গান প্ৰচলিত ছিল।
      কুশ থেকে কুশান শব্দের উৎপত্তি। লব ও কুশের ভূমিকায় দু’জন বালক মুলত গান করেন। উত্তরবঙ্গের উপভাষায় ‘কুশ’ নামটি কুশান হিসেবে উচ্চারিত। কুশের গান থেকেই কুশান গানের নামকরণ হয়েছে। আবার কোনো কোনো বিশেষজ্ঞের ধারণা, ‘সংস্কৃত কুশলীব শব্দ থেকে কুশান শব্দটি উৎপন্ন হয়েছে।’ এক্ষেত্রে গবেষক জানান, ‘কুশলীবই বাল্মীকির রামায়ণের প্রথম প্রচারক।’ তবে, বাংলাদেশের বিখ্যাত কুশান শিল্পী কৃপাসিন্ধু রায় জানান, ‘কু কথাকে রামায়ণের এ ধরনের গানে শান বা ধার দিয়ে মানুষের মঙ্গল কথা প্রকাশ করা হয় বলে এই গানকে কুশান বলে।’ রামায়ণের কাহিনী ছাড়া কুশান গান হতে পারে না। কুশান গানকে কেউ কেউ ‘ব্যাণা কুশান’ও বলেন। বেণা (ব্যাণা) সহযোগে কুশান গান গীত হয় বলে এর নাম ‘ব্যাণা কুশান’ হয়েছে। বেণা বা ব্যাণা ‘বীণা’ থেকে উদ্ভূত।

  • @mrsmegnabazar4600
    @mrsmegnabazar4600 6 ปีที่แล้ว +2

    স্যার আমার দাদা খালেক প্রধানের কথা মনে পড়ে

  • @nodikotha7313
    @nodikotha7313 4 ปีที่แล้ว +1

    ekono eto dom kothay pay?

  • @ncbarman6126
    @ncbarman6126 4 ปีที่แล้ว +1

    নমস্কার দাদা। আপনি দীর্ঘজীবী হোন এবং আমাদের আরও অনেক অনেক গান উপহার দিন যার মাধ্যমে আমরা আধুনিক জীবনের জটিলতা কাটিয়ে আমরা সকলেই একটা সুন্দর জীবন কাটাতে পারি।

  • @MdRiyad-tk2fw
    @MdRiyad-tk2fw 4 ปีที่แล้ว +1

    ভাটিয়ালি ওপল্লি গিতি গানের এখন কোনও অনষটান হয় না আর সেজন্যিই কোন দরদিয়া শিল্প পাওয়াই যায় না

  • @MdDidar-yh9vg
    @MdDidar-yh9vg 6 ปีที่แล้ว +1

    মাটির কোলে খাটি মানুষ খোজে পাওয়া দায়