আলু চাষ পদ্ধতি||স্প্রে ছাড়ায় হবে আলু চাষ!!
ฝัง
- เผยแพร่เมื่อ 2 ก.พ. 2025
- আলু চাষ পদ্ধতি ||স্প্রে ছাড়াই হবে আলু চাষ!!
#আলু চাষ পদ্ধতি
#আলু চাষ
#টবে আলু চাষ পদ্ধতি
কৃষি প্রধান বাংলাদেশে চাষ কৃত বিভিন্ন সবজির মাঝে আলু অন্যতম। বিভিন্ন জাতের আলু চাষে কৃষকেরা নানা ধরনের সমস্যায় পড়ে থাকে। আলু চাষে বিভিন্ন রোগবালাইয়ের আক্রমণ হয়ে থাকে। আলুর বিভিন্ন বালাইয়ের মাঝে লেট ব্লাইট অন্যতম। দেশে চাষ কৃত প্রায় সকল আলুতে ব্লাইট রোগের আক্রমণ হয়ে থাকে। ব্লাইট রোগের আক্রমণ প্রতিরোধে বিভিন্ন রাসায়নিক ছত্রাকনাশক কৃষকরা ব্যবহার করে থাকে। অ্যালুয়েট আলুর লেট ব্লাইট প্রতিরোধী একটি আলুর জাত। দেশে অ্যালুয়েট জাতের আলুর চাষ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এ জাতের আলুতে ছত্রাকের আক্রমণের জন্য কোন স্প্রে দেওয়ার প্রয়োজন হয় না। দেশের মাটিতে সফল ভাবে চাষ শুরু হয়েছে অ্যালুয়েট জাতের আলুর। অ্যালুয়েট জাতের আলুর চাষাবাদ নিয়ে আজকের ভিডিও।
ভিডিও নির্মাণে
মোঃ সাইফুর রহমান
উপসহকারী কৃষি অফিসার
শিবগঞ্জ, বগুড়া
০১৭১৯০৯৮২৫৬