একজন প্রকৃত শিক্ষকের কাজই হল জটিল বিষয়কে অপেক্ষাকৃত সহজভাবে শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়া ;আর আপনি এই কাজে ১০০ শতাংশ সফল! আগেও 'কাব্যজিজ্ঞাসা' বইটি পড়েছিলাম, তবে তা নেহাতই ওই পরীক্ষার প্রয়োজনে! কিন্তু আপনার এই উপস্থাপনা দেখে আবার বইটি পড়ব, কারণ ওই কটমটে বিষয়টি ভালোলাগতে শুরু করেছে!! আর হ্যাঁ কোকিলের ডাকটা যেন আনন্দের বহি:প্রকাশ ছিল!অনেকটা 'ব্যঞ্জনা'র মতো!! অনেক ধন্যবাদ!! 😊
দাদা তোমার বোঝানোর ক্ষমতা অসাধারণ । তোমার বোঝানোর ক্ষমতা আমাকে আগ্রহী করে বাংলাকে আরো চেনার এবং বোঝার । তুমি যদি বৈষ্ণবপদাবলি আলোচনা করো তবে আমি উপকৃত হব ।
বাংলাদেশ থেকে বলছি আপনার ভিডিও গুলো অসাধারণ আমি বিজ্ঞান গ্রুপ এর ছাত্র,,, এটা আমার পাঠ্য বিষয় নয়,,,সাহিত্যের প্রতি ভালোবাসা থেকেই আপনার ভিডিও গুলো দেখা,,,আপনি খুব সুন্দর সহজ ভাবে বিষয় গুলো বুঝান,,বুঝতে কোন অসুবিধা হয় না,,,খুব সহজেই জটিল বিষয় গুলো বুঝা যায়। একটা যৌগের মধ্যে যেমন অনু পরমাণু,, তার মধ্যে আবার ইলেকট্রন প্রোটন নিউটন থাকে,,, আপনি ঠিক সেই ক্ষুদ্র অংশ নিয়ে কথা বলেন,,,, সাহিত্যের মৌলিক বিষয় গুলো নিয়ে ভিডিও বানানোর অনুরোধ রইলো। ভালোবাসা নিবেন ❤️❤️❤️
এখন থেকে এই চ্যানেলে থাকবে সাংস্কৃতিক কন্টেন্ট আর পড়াশুনা সংক্রান্ত ভিডিওগুলি আমাদের নতুন চ্যানেল 'অন্যপাঠ'এ আপলোড করা হবে। লিঙ্ক থেকে গিয়ে সাবস্ক্রাইব করুন ও নোটিফিকেশন পেতে 🔔 আইকনটি প্রেস করুন। th-cam.com/channels/3vIX-NcN5Zn9Bsf7extwFA.html
ধন্যবাদ দাদা অনেক ধন্যবাদ আপনাকে খুব ভালো লাগলো দাদা। অনেক অনেক অনেক ভালো করে বোঝালেন আপনি। আপনার চ্যানেল subscribe করলাম। আরো নতুন কিছু নিয়ে আসেন বাংলা সাহিত্যের জন্য।
এখন থেকে এই চ্যানেলে থাকবে সাংস্কৃতিক কন্টেন্ট আর পড়াশুনা সংক্রান্ত ভিডিওগুলি আমাদের নতুন চ্যানেল 'অন্যপাঠ'এ আপলোড করা হবে। লিঙ্ক থেকে গিয়ে সাবস্ক্রাইব করুন ও নোটিফিকেশন পেতে 🔔 আইকনটি প্রেস করুন। th-cam.com/channels/3vIX-NcN5Zn9Bsf7extwFA.html
স্যার আমাদের NBU পরীক্ষা পিছিয়ে গেছে তো অষ্টম পেপারে কাব্যজিজ্ঞাসা, সাহিত্য, হিন্দি সাহিত্য , সংস্কৃত সাহিত্য , পাঠ গুলি খুব তাড়াতাড়ি যদি বুঝিয়ে দেন তো কৃতজ্ঞ হব
ami bortomane 3rd yearer student . samnei final year er exam . 8th paperer ei kabyo jiggasa nie prothom thekei khub somosyay 6ilm khubi asubidha ho66ilo ki6ui bujhte par6ilmna . ekdhar die portm arekdhar die berie jeto .apnar ei video sei sab samossar samadhan kore dilo sir .anek anek dhanyabad janai apnake .bangla honours der nie evabe kono ki6u you tubee paiini .goto kl hotati er sandhan pai .ar sathe sathei subscribe kori. ei video ta amar akta bandhu ke share kore die6i ,oroo vishon somosya chilo eta nie 😔.ebar amader dhawni ta besi important a6e .chintay chilm .anekta help holo .ajosro dhanyabad .aroo eirokomi video chaii sir🤗👏👍
অর্থ যেখানে শব্দের নির্দিষ্ট অর্থ, বাচ্য বা বক্তব্যকে ছাপিয়ে যায় তখন সেখানে ব্যঞ্জনা সৃষ্টি হয়। যেমন পাখির নীড়ের মতো চোখ তুলে নাটোরের বনলতা সেন। - এখানে বাক্যটার যা ব্যঞ্জনা সেটা এই বাক্যটাকে অতিক্রম করে গেছে ।
এখন থেকে এই চ্যানেলে থাকবে সাংস্কৃতিক কন্টেন্ট আর পড়াশুনা সংক্রান্ত ভিডিওগুলি আমাদের নতুন চ্যানেল 'অন্যপাঠ'এ আপলোড করা হবে। লিঙ্ক থেকে গিয়ে সাবস্ক্রাইব করুন ও নোটিফিকেশন পেতে 🔔 আইকনটি প্রেস করুন। th-cam.com/channels/3vIX-NcN5Zn9Bsf7extwFA.html
amdr 3rd year er 8th paper er akta module ache ei topic tir opor...thanks a lots...ato vlo vbbe bojhanor jnno..ja ja somosa chilo onk tai clear hyche...concept ta dhorte perechi abr...every point jkhn apni blchilen chokh er samne vese uthchilo...asa krchi r kono osubidha hbe na final year xm e...
Sir bolchi বীরাঙ্গনা কাব্যের "সোমের প্রতি তারা", " দুষ্মন্তের প্রতি শকুন্তলা " , "নীলধ্বজের প্রতি জনা ", "দশরথের প্রতি কে" এই গুলো আলোচনা করুন please 🙏
একজন প্রকৃত শিক্ষকের কাজই হল জটিল বিষয়কে অপেক্ষাকৃত সহজভাবে শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়া ;আর আপনি এই কাজে ১০০ শতাংশ সফল! আগেও 'কাব্যজিজ্ঞাসা' বইটি পড়েছিলাম, তবে তা নেহাতই ওই পরীক্ষার প্রয়োজনে! কিন্তু আপনার এই উপস্থাপনা দেখে আবার বইটি পড়ব, কারণ ওই কটমটে বিষয়টি ভালোলাগতে শুরু করেছে!! আর হ্যাঁ কোকিলের ডাকটা যেন আনন্দের বহি:প্রকাশ ছিল!অনেকটা 'ব্যঞ্জনা'র মতো!! অনেক ধন্যবাদ!! 😊
ভালোলাগলো..
স্যার অসংখ্য ধন্যবাদ বাংলা ভাষা ও সাহিত্য বিষয়ে এইরকম একটা TH-cam channel তৈরি করার জন্য,
Khub valo hoyacha sir❤❤❤
Aiivaba pasa thakban amadar....😊😊😊😊
Eta share na kore thakte paralm na , darun ekta bisoi nie alochona holo , onek onek donnybad
anek din por abar porasona korte giye abar apnar sathe dekha holo... khub valo laglo andbujte parlm
দাদা তোমার বোঝানোর ক্ষমতা অসাধারণ । তোমার বোঝানোর ক্ষমতা আমাকে আগ্রহী করে বাংলাকে আরো চেনার এবং বোঝার । তুমি যদি বৈষ্ণবপদাবলি আলোচনা করো তবে আমি উপকৃত হব ।
অনেক অনেক ধন্যবাদ স্যার। আপনার এই ভিডিওটির দ্বারা খুবই উপকৃত হলাম। 🙏
বাংলাদেশ থেকে বলছি
আপনার ভিডিও গুলো অসাধারণ
আমি বিজ্ঞান গ্রুপ এর ছাত্র,,, এটা আমার পাঠ্য বিষয় নয়,,,সাহিত্যের প্রতি ভালোবাসা থেকেই আপনার ভিডিও গুলো দেখা,,,আপনি খুব সুন্দর সহজ ভাবে বিষয় গুলো বুঝান,,বুঝতে কোন অসুবিধা হয় না,,,খুব সহজেই জটিল বিষয় গুলো বুঝা যায়। একটা যৌগের মধ্যে যেমন অনু পরমাণু,, তার মধ্যে আবার ইলেকট্রন প্রোটন নিউটন থাকে,,, আপনি ঠিক সেই ক্ষুদ্র অংশ নিয়ে কথা বলেন,,,, সাহিত্যের মৌলিক বিষয় গুলো নিয়ে ভিডিও বানানোর অনুরোধ রইলো।
ভালোবাসা নিবেন ❤️❤️❤️
ভালোলাগলো আপনার মন্তব্য। সঙ্গে থাকবেন..
বিজ্ঞানের সঙ্গে সাহিত্যের কোনো বৈপরীত্য নেই
ধন্যবাদ ভাইয়া ❤️রিপলে দেওয়ার জন্য
আপনার জন্য দোয়া ও শুভকামনা রইলো ❤️
ধন্যবাদ স্যার। এত সহজ ভাবে বোঝানোর জন্য। খুবই উপকৃত হলাম।
অনেক অনেক ধন্যবাদ স্যার খুব সুন্দর করে বোঝালেন। ❤
❤️
Ato vlo explanation.... Sotti arkm bakti amder sekha smjer onk drkr.....Thnku so much sir....
এখন থেকে এই চ্যানেলে থাকবে সাংস্কৃতিক কন্টেন্ট আর পড়াশুনা সংক্রান্ত ভিডিওগুলি আমাদের নতুন চ্যানেল 'অন্যপাঠ'এ আপলোড করা হবে। লিঙ্ক থেকে গিয়ে সাবস্ক্রাইব করুন ও নোটিফিকেশন পেতে 🔔 আইকনটি প্রেস করুন।
th-cam.com/channels/3vIX-NcN5Zn9Bsf7extwFA.html
ধন্যবাদ দাদা অনেক ধন্যবাদ আপনাকে
খুব ভালো লাগলো দাদা। অনেক অনেক অনেক ভালো করে বোঝালেন আপনি।
আপনার চ্যানেল subscribe করলাম। আরো নতুন কিছু নিয়ে আসেন বাংলা সাহিত্যের জন্য।
দাদা সত্যিই তোমার ব্যাখ্যা গুলো চিত্তাকর্ষক।
অসম্ভব সুন্দর ভাবে বোঝালেন স্যার। খুব ভালো লাগলো। অনেক সাহায্য পেলাম।
অসংখ্য ধন্যবাদ আপনাকে উক্ত বিষয়ে আলোচনা করার জন্য।
ধন্যবাদ আপনাকেও
Thank you bro , eto sundor vabe to amader clg er sir bojhay na . apnar bojhano sune Amar 4rh sem ta valoi katbe mone hoy . অসংখ্য ধন্যবাদ আপনাকে ।
দাদাভাই তোমার আলোচনা শুনে উপকৃত হলাম। ভীষণ ভালো হয়েছে।
কৃতজ্ঞতা জানাই এমন সহজতর আলোচনা উপহার দেবার জন্য।❤️
Thanks sir, we are waiting for your next videos.
স্যার রাজসিংহ উপন্যাসটা একটু আলোচনা করলে খুব উপকৃত হতাম
দাদা, ধ্বনিবাদ, রসবাদ, রীতিবাদ, বক্রোক্তিবাদ, ঔচিত্যবাদ, গুণবাদ এসব নিয়ে আলোচনা করুন?
খুব প্রয়োজন। অপেক্ষায় রইলাম।
দাদা, রবীন্দ্রনাথের 'প্রাচীন সাহিত্য' থেকে রামায়ণ, মেঘদূত ও শকুন্তলা নিয়ে আলোচনা করলে খুব উপকৃত হতাম।
Thankyou sir ai rokom video aro banate thakun amader khub darkar
Apni khub valo bojhan Sir...Onupranito hoi bar bar.😊
nice background, very nice video overall my friend.
স্যার সাহিত্যের রূপ রীতি নিয়ে যদি আপনি একটু আলোচনা করেন, তাহলে আপনার নিকট কৃতজ্ঞ থাকবো ।
ধন্যবাদ স্যার আপনার এই ভিডিও টা আমাকে অনেক উপকার করেছে। ❤️❤️❤️
জেনে ভালোলাগলো
Apnar kotha gulo onek valo lage tai suni
Dhonobad sir
. Eto sundor vabe explain korar jonooo🙂
অসাধারণ আপনার বিশ্লেষণ, অসাধারণ আলোচনা, সমৃদ্ধ হলাম।
এখন থেকে এই চ্যানেলে থাকবে সাংস্কৃতিক কন্টেন্ট আর পড়াশুনা সংক্রান্ত ভিডিওগুলি আমাদের নতুন চ্যানেল 'অন্যপাঠ'এ আপলোড করা হবে। লিঙ্ক থেকে গিয়ে সাবস্ক্রাইব করুন ও নোটিফিকেশন পেতে 🔔 আইকনটি প্রেস করুন।
th-cam.com/channels/3vIX-NcN5Zn9Bsf7extwFA.html
Yippe abr Tomar video esche. Khub vlo lage😃😃😃😃😃
সেকি এতো ভালোলাগে নাকি! 😁
Anirban Das hehe 😀 akdom😊😊
Onek onek onek dhonyobad sir,khub valo bhabe bujhlam topic ta
অনেক ধন্যবাদ এবার আমাদের exam এ কাব্য জিজ্ঞাসা আছে আমি খুব ভয় পাচ্ছিলাম যে বই তো কিনতে পারছিনা তো পড়ব কিভাবে আপনার ভিডিও তে খুব উপকৃত হলাম।
Onek onek onek dhonnobaad sir... Onek helpful apnar class gulo... ❣️🙏🏻
Dada tomar bojhano osadharon.........
একদিন অ্যারিসটটলের কাব্য তত্ত্ব নিয়ে আলোচনা কর দাদা।।university ty ekta class miss hoa6ilo nia r ki6ui bujhty par6i na
অনেক ধন্যবাদ স্যার
অনেক ধন্যবাদ স্যার ❤🙏🏻😊
স্যার আমাদের NBU পরীক্ষা পিছিয়ে গেছে তো অষ্টম পেপারে কাব্যজিজ্ঞাসা, সাহিত্য, হিন্দি সাহিত্য , সংস্কৃত সাহিত্য , পাঠ গুলি খুব তাড়াতাড়ি যদি বুঝিয়ে দেন তো কৃতজ্ঞ হব
ami bortomane 3rd yearer student . samnei final year er exam . 8th paperer ei kabyo jiggasa nie prothom thekei khub somosyay 6ilm khubi asubidha ho66ilo ki6ui bujhte par6ilmna . ekdhar die portm arekdhar die berie jeto .apnar ei video sei sab samossar samadhan kore dilo sir .anek anek dhanyabad janai apnake .bangla honours der nie evabe kono ki6u you tubee paiini .goto kl hotati er sandhan pai .ar sathe sathei subscribe kori. ei video ta amar akta bandhu ke share kore die6i ,oroo vishon somosya chilo eta nie 😔.ebar amader dhawni ta besi important a6e .chintay chilm .anekta help holo .ajosro dhanyabad .aroo eirokomi video chaii sir🤗👏👍
তোমাদের কাজে লেগেছে এতেই আমার পুরস্কার। সঙ্গে থেকো.. পরীক্ষার জন্য শুভেচ্ছা।
@@Anirban_das Thank you sir🤗
@@Anirban_das ☺😊😊🤗
স্যার সুপ্রভাত ।একটা প্রশ্ন ছিল ,বলছি 'ব্যঞ্জনা' কথাটার অর্থ একবার ভাল করে বুঝিয়ে দেবেন?
অর্থ যেখানে শব্দের নির্দিষ্ট অর্থ, বাচ্য বা বক্তব্যকে ছাপিয়ে যায় তখন সেখানে ব্যঞ্জনা সৃষ্টি হয়। যেমন পাখির নীড়ের মতো চোখ তুলে নাটোরের বনলতা সেন। - এখানে বাক্যটার যা ব্যঞ্জনা সেটা এই বাক্যটাকে অতিক্রম করে গেছে ।
খুব ,খুব ,খুবই ....সুন্দর .......
Kub upokar holo dada,,,,,donnobad
Darun laglo sir bisoita onek sohoj holo thank u sir
বলছি, কাব্যজিজ্ঞাসা -র" কথা "অংশ আলোচনা করলে আমি আপনার কাছে আমি কৃতজ্ঞ থাকবো !
আর হ্যা "ধনী, রস "টা আপনার কাছ থেকেই বুঝতে পারলাম💯 ধন্যবাদ 🇮🇳
এখন থেকে এই চ্যানেলে থাকবে সাংস্কৃতিক কন্টেন্ট আর পড়াশুনা সংক্রান্ত ভিডিওগুলি আমাদের নতুন চ্যানেল 'অন্যপাঠ'এ আপলোড করা হবে। লিঙ্ক থেকে গিয়ে সাবস্ক্রাইব করুন ও নোটিফিকেশন পেতে 🔔 আইকনটি প্রেস করুন।
th-cam.com/channels/3vIX-NcN5Zn9Bsf7extwFA.html
@@Anirban_das নতুন চ্যানেল টা সাবস্ক্রাইব করেছি !প্লিজ প্লিজ "কথা" নিয়ে ভিডিও তৈরি করে আপলোড করেন প্লিজ
খুব সুন্দর স্যার খুব ভাল লাগল
ধন্যবাদ
3rd semester a amader kabbojiggasa ache... Onekta clearly bujhte parlam.... 🙏🏻😊❣️
আমাদের 5th semester a রয়েছে এই কাব্য জিজ্ঞাসা (রস ও ধ্বনী।।)
অনেক ধন্যবাদ । পরের পর্বের অপেক্ষায় রইলাম
10 তারিখ
@@Anirban_das বেশ😊
আপনার উদাহরণ গুলো বেশ মজার
ধন্যবাদ দাদা ... 'কাব্যজিজ্ঞাসা' আমার কঠিন বলে মনে হয় না, বরং বেশ সহজ একটু ভালো করে বুঝলেই হয় 😌।
DARUN BOJHALEN SIR.
🙏🏻
Thanku sir
ধন্যবাদ স্যার। যদি অলংকার এর বিভিন্ন ডিভিশন, সেগুলিকে মনে রাখার কোন কৌশল এবং এর সহজসাধ্য উদাহরণ যদি আলোচনা করা যায় একটি টিউটোরিয়ালে, বাধিত হব।
জীবনানন্দের প্রবন্ধগুলোর উপরে একটা ভিডিও বানাবেন?
amdr 3rd year er 8th paper er akta module ache ei topic tir opor...thanks a lots...ato vlo vbbe bojhanor jnno..ja ja somosa chilo onk tai clear hyche...concept ta dhorte perechi abr...every point jkhn apni blchilen chokh er samne vese uthchilo...asa krchi r kono osubidha hbe na final year xm e...
ভালোলাগলো শুনে
@@Anirban_das abro dhonnobad...share kore dyechi clg group e... :p
এটা আমার কাজে লাগবে ,ধন্যবাদ দাদা।❤️❤️❤️
খুব ভালো লাগলো দাদা ভয় টা কাটলো
Thank you so much sir 🙏
For more educational update Follow Onyopath channel :
th-cam.com/channels/3vIX-NcN5Zn9Bsf7extwFA.html
অনেক ধন্যবাদ দাদা ভাই 🙏
khub bhalo laglo
অপূর্ব ,,,,,,,,,,,,,,,,,
Sir Rabindranath Thakur er "সাহিত্য" Nia alochona korle upokrito hotam...
খুব ভালো করে বোঝালেন দাদা
Valo bolechho, পাশাপাশি কোকিলের কুহুধনির সাযুজ্য বেশ, একটা অনুরোধ ছিল চতুরঙ্গ নিয়ে আলোচনা দিলে help hoto.
দেখছি.. হয়ে উঠবে কিনা বলতে পারছি না
Asadharan 🙏 🙏🙏 🙏 sir
Khub bhalo lagchhe
ধন্যবাদ স্যার ...খুব সুন্দর বুঝালেন ।স্যার জীবনানন্দ দাশের কবিতা" বোধ " ও "আট বছর আগের একদিন " কবিতা দুটো বুঝালে উপকৃত হতাম ।
ধন্যবাদ
দারুণ লাগলো দাদা
ধন্যবাদ
Sir bolchi বীরাঙ্গনা কাব্যের "সোমের প্রতি তারা", " দুষ্মন্তের প্রতি শকুন্তলা " , "নীলধ্বজের প্রতি জনা ", "দশরথের প্রতি কে" এই গুলো আলোচনা করুন please 🙏
ধন্যবাদ ।
Darun lagchhe video ta aami...o bangali
Sir, kindly janaben Dharapath 1 thaka 10 pojjonto proty sonkhar bakkha. (1 chondro =1tai chad, 2a pokkho = krisno along sukla pokkho )
খুব ভালো.......
অসংখ্য ধন্যবাদ ।
Thank you sir,,,once again.
Khub vlo.
Khub valo bujhlam..
খুব ভালো লাগলো
ধন্যবাদ
Apni onak sundor kore bogan dada
Ami request krechilm many many thanks sir🙏🙏
শেয়ার কোরো বন্ধুদের সঙ্গে..
মহাকাব্য খুঁজে পাচ্ছি না স্য৷র.যদি একটু বলে দিতেন কোথায় গেলে পাবো.🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾
Khub valo
Fantastic suppered
ধন্যবাদ
ধন্যবাদ
Valo thakben
ধন্যবাদ।
For more educational update Follow Onyopath channel :
th-cam.com/channels/3vIX-NcN5Zn9Bsf7extwFA.html
I am from Bangladesh, Noakhali jila
খুব ভালো স্যার। অসাধারণ।।
স্যার রক্তকরবী নাটকের নামকরণের সার্থকতা আলোচনা করলে খুব উপকৃত হতাম
অসাধারণ বোঝানো❤️
অনেক অনেক ধন্যবাদ স্যার। 😊🙏
অপূর্ব ব্যখ্যা
ব্যাখ্যা
ধন্যবাদ
দারুন ❤️
💖
Sir aapni jodi Rabindranath Tagore er "বিসর্জন"niye alochona korten tahole khub upokrit hotam plz sir kindly ektu alochona korben
Thank you sir...😊😊
খুব ভালো।
স্যার, এই কাব্য জিঙ্গাসা বিষয় থেকে কেমন প্রশ্ন হয়, একটু আলোচনা করলে ভালো হতো
👍👍👍👍👍👍👍
স্যার কাব্যতত্ত্ব পড়াতে পড়াতে আপনি যে জীবনানন্দ দাশের 'বনলতা সেন' কবিতার লাইন টা বললেন ওইটা একটু দেখবেন স্যার।
Rabindranath thakurer sahityo nie alo6ona korle khub upokar hoto sir .
ইচ্ছা আছে। দেখছি..
দাদা কাব্যশৈলী নিয়ে একটা ভিডিও করলে খুব ভালো হয়