থাইল্যান্ডে এমন কি চিকিৎসা আছে বাংলাদেশে নাই..? বিদেশে উন্নত চিকিৎসা মানে কি..? বাংলাদেশের চিকিৎসা, ডাক্তারেরা খারাপ..? দেশের সর্বোচ্চ নীতি নির্ধারনী মহল থেকে দেশের চিকিৎসা সম্পর্কে নেতিবাচক মন্তব্য সত্যি অবাক লাগে, হাজার হাজার কোটি টাকার বাজেটে আধুনিক হাসপাতাল সরন্জাম, মেডিক্যাল বিশ্ববিদ্যালয় কেন রয়েছে...??? দেশের শীর্ষ থেকে সকল শ্রেণীর জনগণকে দেশে চিকিৎসা নেয়া আইন করে বাধ্যতামূলক করা হোক।
নিজের অভিজ্ঞতা না থাকলে এই কথা আপনি বলতেন না।কেনো বলছি, ১৯৯৭ সালে আমার মায়ের ইউরিন ইনফেকশনে অপারেশনের পর পেটে গজ রেখেই সেলাই করে দিয়েছিলো এক ডাক্তার, এর ৬ /৭ দিন পর তড়িঘড়ি করে সেলাই ওপেন করে গজ বের করে।তখন আমি স্কুলে ক্লাস নাইনে এ পড়ি, বাবা জাপানে ছিলেন কোনো ব্যবস্থা নেয়ার কেউ তেমন ছিলো না। এর পর ২০০৬ সালে উনার আবার ইউরিন ইনফেকশন হয় কিন্তু চার পাচ হাসপাতালের কেউ ফাইনাল ট্রিটমেন্ট দিতে পারেনি।এরপর ২০১১ তে থাইল্যান্ডে গিয়ে ধরা পড়ে উনার ব্লাডারে লিক আছে এবং বহুদিন যাবত তা রয়ে গেছে।অথচ দশ বছরে বাংলাদেশের কোনো ডাক্তার তা ধরতে পারেনি। শুধু ইনফেকশনের চিকিৎসা চালিয়ে গেছে হাতুড়ি ডাক্তারের মতো। আম্মার ব্লাডার চিকিৎসার জন্য চার বার থাইল্যান্ড যাওয়া পড়ে কারন সেটা ছিলো ধাপে ধাপে দীর্ঘমেয়াদি চিকিৎসা। ৫ বছরের চিকিৎসায় আম্মা অনেকটা সুস্থ হয়ে যান।গত ২০১৮ সালে আম্মার গলব্লাডারে স্টোন ধরা পড়ে।ওটার অপারেশন করার পরের দিনই আম্মার শ্বাস কষ্ট উঠে। পরীক্ষা করার পর উনার কোভিড ধরা পড়ে। শেষ পর্যন্ত উনি আর ফিরে আসেননি।উনার ইন্তেকালের আগে আমারো কোভিড হয়, কিন্তু আমাকে আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা বাচিয়ে দেন।১৯৯৫ সাল থেকে ২০১৮ পর্যন্ত আমার আম্মার ১৫ বার ছোট বড় অপারেশন হয়েছে দেশে। কিন্তু একটাও সাকসেসফুল হয়নি।উনার রোগ এই সারে তো এই আবার হয়।কিন্তু থাইল্যান্ডে গিয়ে আম্মার রোগ ধরা পড়ে এবং চিকিৎসাও হয় ভালো মতো। এজন্যই প্রথম লাইনে বলেছি নিজের অভিজ্ঞতা না থাকলে এই কথা আপনি বলতেন না।
সুন্দর উদ্যোগ। এভাবেই চলতে থাকুক ২৪ এর মুক্তিযোদ্ধাদের চিকিৎসা।
আল্লাহ সকল আহতদের সূস্থ করে তূলোন।
আল্লাহ্ আপনি এই যুদ্ধাদের সুস্থ করে দিন। আমিন
বাংলাদেশে উন্নত চিকিৎসার ব্যবস্থা সৃষ্টি করুন। দেশে চিকিৎসার উন্নয়ন দরকার। এটা অনেক গুরুত্বপূর্ণ।
সুন্দর উদ্যোগ।
জুলাই এর আহতেরদের জন্য যা যা করা দরকার সব করা হোক👍
আপনি পদত্যাগ করে পিনাকী ভট্টাচার্য কে স্বাস্থ্য উপদেষ্টার দায়িত্ব দিন। তাহলে জনগণের সম্মান পাবেন।
Aunti, thank you. You should talk to the media more frequently so people dont misunderstand you.
অনুগ্রহ করে দয়া করে স্বাস্থ্য উপদেষ্টার পরিবর্তন করে এনার অনেক বয়স হয়েছে।
থাইল্যান্ডের চিকিৎসা খুব ভালো।
❤️❤️❤️
❤
আল্লাহ তাদেরকে সুস্থ করুক
shabash, kaj korle shetar advertisement o dorkar
আগে কই ছিলেন 😢
Step down Please
থাইল্যান্ডে এমন কি চিকিৎসা আছে বাংলাদেশে নাই..? বিদেশে উন্নত চিকিৎসা মানে কি..? বাংলাদেশের চিকিৎসা, ডাক্তারেরা খারাপ..? দেশের সর্বোচ্চ নীতি নির্ধারনী মহল থেকে দেশের চিকিৎসা সম্পর্কে নেতিবাচক মন্তব্য সত্যি অবাক লাগে, হাজার হাজার কোটি টাকার বাজেটে আধুনিক হাসপাতাল সরন্জাম, মেডিক্যাল বিশ্ববিদ্যালয় কেন রয়েছে...???
দেশের শীর্ষ থেকে সকল শ্রেণীর জনগণকে দেশে চিকিৎসা নেয়া আইন করে বাধ্যতামূলক করা হোক।
ওবায়দুল কাদেররা কেন বিদেশে চিকিৎসা নিতে যেত???
নিজের অভিজ্ঞতা না থাকলে এই কথা আপনি বলতেন না।কেনো বলছি,
১৯৯৭ সালে আমার মায়ের ইউরিন ইনফেকশনে অপারেশনের পর পেটে গজ রেখেই সেলাই করে দিয়েছিলো এক ডাক্তার, এর ৬ /৭ দিন পর তড়িঘড়ি করে সেলাই ওপেন করে গজ বের করে।তখন আমি স্কুলে ক্লাস নাইনে এ পড়ি, বাবা জাপানে ছিলেন কোনো ব্যবস্থা নেয়ার কেউ তেমন ছিলো না। এর পর ২০০৬ সালে উনার আবার ইউরিন ইনফেকশন হয় কিন্তু চার পাচ হাসপাতালের কেউ ফাইনাল ট্রিটমেন্ট দিতে পারেনি।এরপর ২০১১ তে থাইল্যান্ডে গিয়ে ধরা পড়ে উনার ব্লাডারে লিক আছে এবং বহুদিন যাবত তা রয়ে গেছে।অথচ দশ বছরে বাংলাদেশের কোনো ডাক্তার তা ধরতে পারেনি। শুধু ইনফেকশনের চিকিৎসা চালিয়ে গেছে হাতুড়ি ডাক্তারের মতো। আম্মার ব্লাডার চিকিৎসার জন্য চার বার থাইল্যান্ড যাওয়া পড়ে কারন সেটা ছিলো ধাপে ধাপে দীর্ঘমেয়াদি চিকিৎসা। ৫ বছরের চিকিৎসায় আম্মা অনেকটা সুস্থ হয়ে যান।গত ২০১৮ সালে আম্মার গলব্লাডারে স্টোন ধরা পড়ে।ওটার অপারেশন করার পরের দিনই আম্মার শ্বাস কষ্ট উঠে। পরীক্ষা করার পর উনার কোভিড ধরা পড়ে। শেষ পর্যন্ত উনি আর ফিরে আসেননি।উনার ইন্তেকালের আগে আমারো কোভিড হয়, কিন্তু আমাকে আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা বাচিয়ে দেন।১৯৯৫ সাল থেকে ২০১৮ পর্যন্ত আমার আম্মার ১৫ বার ছোট বড় অপারেশন হয়েছে দেশে। কিন্তু একটাও সাকসেসফুল হয়নি।উনার রোগ এই সারে তো এই আবার হয়।কিন্তু থাইল্যান্ডে গিয়ে আম্মার রোগ ধরা পড়ে এবং চিকিৎসাও হয় ভালো মতো। এজন্যই প্রথম লাইনে বলেছি নিজের অভিজ্ঞতা না থাকলে এই কথা আপনি বলতেন না।
wow hazar ahoto der moddhe matro 4 jon e?? evabe to keyamot porzonto time lagbe treatment korte..
পিসি সরকার কি করছে আমার ভাইদের কে
আহত খোকনের চিকিৎসার ভার কার?
But bank not taka allh help
এতদিন পর চেহারা দেখলাম. Pinaki da এর dourani khaise
😂
Don't they incapable. They have intention abd they are trying ti this 15 yrs briken system by 3 month. It's not easy
আনফিট উপদেষ্টা
vai apni pod charen
Nice joke
এটা সরকারের প্রথম কাজ ছিল,অনেক দেরি করে ফেলেছে!
ইনি একজন স্বাস্থ্য উপদেষ্টা হয়ে সরকারি টাকায় বাহিরে গিয়ে চিকিৎসা নেয়। জাতির জন্য লজ্জার এটা!
She is not taking treatment for herself. Are you stupid or what?
কোঠার উপদেষ্টা।জুলাই গনঅভ্যুত্থানে এই উপদেষ্টা কোথায় ছিলো
এনজিও উপদেষ্টা
Verry verry beautiful
আহত ৪০ হাজার আর ১ জনকে নিয়েই মাতামাতি। তাও এখনো নিশ্চিত না
it’s approximate 19k not 40k!
অযোগ্য উপদেষ্টা
❤