ভাই আমার সিঙ্গেল বার্নার চুলা শরিফ কোম্পানির। ৭-৮ মাস মত ব্যাবহার করছি। সুইচ দিলে শো শো শব্দে গ্যাস বের হচ্ছে কিন্তু আগুন সবসময় জ্বলছে না। মাঝে মাঝে দাউদাউ করে আগুন জ্বলে উঠছে।
ওয়া আলাইকুমুস সালাম। সুন্দর ভিডিও। নন ব্র্যান্ড এর চুলা (অটো নয়) দামে কম। এগুলো কি ভালো হয়? আমার মনে হয় অটো চুলায় ঝামেলা করে। গত ৭/৮ বছরে দুইটা কিনলাম, আর এফ এল, আর টেকনো ব্র্যান্ড। টিকলো না। অথচ আগে নন অটো, নন ব্র্যান্ড এর চুলা বহু বছর ব্যবহার করতে পেরেছি। এখন এতো ব্র্যান্ড, কায়দা কানুন যে বুঝতে পারি না কোনটা ভালো হবে। আমার একটা চুলা কেনা প্রয়োজন, ২/৩ হাজার টাকার মধ্যে। আপনার কোন পরামর্শ থাকলে দয়া করে জানাবেন। ধন্যবাদ।
আসলে আমরা কোয়ালিটির দিকে দেখি যদি দেখি ব্যবহারের ভালো সার্ভিসের দিকে যদি দেখি তাহলে নন ব্র্যান্ডের নন অটো চুলা গুলাই ভালো, বিশেষ করে এখনো অনেক জায়গায় আছে বা আগেকার যে লাইনের গ্যাসের যে চুলাগুলো ছিল ওইগুলো অনেক টেকসই এবং অনেক দিন যাবত ব্যবহার করা যায়, বর্তমানে অটো যে চুলা এবং বর্তমানে যে চুলাগুলো আছে এই চুলাগুলো খুবই খারাপ এগুলো বেশি একটা ভালো চলে না, আবার দামি চুলার মধ্যে ওইগুলো খুব ভালো মানের সাত হাজার আট হাজার দশ বারো পনেরো হাজার টাকা দামের যে চুলাগুলো আছে ওইগুলো খুব ভালো মানের। কিন্তু জনসাধারণের জন্য যে চোলাগুলো আমাদের এই ভিডিওতে দেখানো হয় এগুলো খুবই দুর্বল এবং লো কোয়ালিটির। আপনি যদি কোয়ালিটি ফুল চুলা চান মানে ব্যবহারের জন্য ভালো নষ্ট কম হবে তাহলে নর্মেন্টের নন অটো চুলা গুলো সবচাইতে ভালো। আর যদি সুন্দর এবং অটো চুলার মধ্যে বর্তমানে যে মিডিয়াম দামে এক থেকে তিন সাড়ে তিন হাজার টাকার ভিতরে বা চার হাজার টাকার ভিতরে যে চুলাগুলো থাকে ওইগুলোর কোয়ালিটি বেশি একটা ভালো হয় না। অটো চলার মধ্যে ভালো দামের ছোলা যেগুলো আছে যেমন ৭ ৮ ১০ ১২ ১৫ ২০ ওইসব মূল্যের চুলা গুলো ভালো মানের হয়ে থাকে। দুঃখিত যত সময় আপনার আনসার করতে পারিনি। ধন্যবাদ
@@ইনকামস্কুল অনেক ধন্যবাদ ভাই। আপনি ঠিক বলেছেন। দামী চুলার ব্যাপারে আমার ব্যাক্তিগত অভিজ্ঞতা নেই, কিন্তু ৫,০০০ টাকার ভিতরে অটো চুলা ব্যবহার করে আমি নিজে ভুক্তভোগী। আমি ইনশাল্লাহ আপনার পরামর্শ অনুযায়ী একটা ননব্র্যান্ড নন অটো চুলা কিনবো। আবারও ধন্যবাদ। আল্লাহ আপনাদের ভালো করুক দয়া করে।
ম্যাগনেট ফিটিং করার সময় ছোট্ট একটা লোহার টুকরো থাকে সেই লোয়ার টুকরোটা ভালোভাবে ফিটিং হয় না কেন এজন্য যদি একটা ভালো ভিডিও করতেন আমাদের জন্য প্লিজ প্লিজ প্লিজ ভাইয়া
না দেখে বলা মুশকিল। কিছু কিছু প্রবলেম কমেন্টে বোঝানো যায়না। আবার আমরাও অনেক সময়ই সঠিক টা বুঝতে পারিনা। আপনার নিকটস্থ টেকনিশিয়ানের সাথে যোগাযোগ করুন। ধন্যবাদ
ভাইয়া আমার একটা নতুন চুলা। ফায়ার হয় কিন্তু আগুন জ্বলে না।কিন্তু ফায়ার এর ইলেকট্রিক যে শট সেটা হয়। ফায়ার করলে হালকা একটু আগুন জ্বলে সাদা টা দিয়া। কিন্তু আগুন জ্বলে না।আমার মেচ দিয়া জ্বালাতে হয় এখন আমার কি করা উচিত
আমার চুলায় এরকম আগুন নিচে চলে আসতেছে, সিঙ্গেল চুলা, ডাবল বার্নার একটা ঠিক আছে আর একটা দিয়ে নিচে আগুন চলে আসতেছে। আপনার সাথে ফোনে কোথা বলে কি সমাধান পাওয়া যাবে।
মাঝখানে যদি আগুন না আসে অনেকগুলো সমস্যা থাকতে পারে তার মধ্যে একটা হল বার্নার এর ভিতর দিয়ে মাঝখানে আসার যে রাস্তা ওখানে যদি কোন ময়লা পড়ে তাহলে গ্যাস আসতে পারে না। অন্য আরেকটি কারণে মাঝখানে আগুন জ্বলে না সেটা হল মেশিন থেকে মাঝখানে যাওয়ার পথ বন্ধ মানে গ্যাস পাস হয় না। তার কারণে ও মাঝখানে আগুন না জ্বলতে পারে সরাসরি না দেখলে বলা মুশকিল। আপনার নিকটস্থ টেকনিশিয়ানের সাথে যোগাযোগ করুন। আমাদের ভিডিও গুলো নিয়মিত দেখতে থাকুন। অতি শীঘ্রই আমরা এই বিষয়ের ওপর ভিডিও আপলোড করব । চুলার বিষয় আপনাদের অপেক্ষা করাটা উচিত হবে না। নিকটস্থ সার্ভিস সেন্টারে যেতে পারেন।
জি আমাদের এখানে কাজ শিখার সুব্যবস্থা আছে, আপনারা চাইলে কাজ শিখার উপর একটা ভিডিও তৈরি করা আছে ওই ভিডিওর নিচে নাম্বার আছে ওইখান থেকে নাম্বার নিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন।
সহজে বুজিয়ে দিলে কাজের মূল্য থাকেনা। অনেক সময় নিয়ে, খুঁজে বের করলে মনে থাকবে। আমি এক ভিডিওতে বেশি শেখানোর চেষ্টা করি না। ছোট্ট ভিডিওটা অনেক লম্বা করি। আমার ভিডিওগুলি সাধারণত নতুনদের জন্য।
অনেক কারণেই চুলাতে কালি হয়, না দেখে বলা মুশকিল। আমাদের ভিডিও গুলো ধারাবাহিকভাবে নিয়মিত দেখতে থাকুন হয়তো যেকোনো ভিডিও থেকে আপনার সমস্যা সমাধান পেতে পারেন। ধন্যবাদ
আমাদের সার্ভিসিং সেন্টারে, সমস্যা প্লাস কাজ অনুযায়ী বিল নিয়ে থাকি। ভিডিওতে খরচ সম্পর্কে বলা হয় না। ভিন্ন ভিন্ন এলাকায় ভিন্ন ভিন্ন সার্ভিস চার্জ হতে পারে অথবা পার্টস এর দাম হতে পারে যার কারণে সার্ভিস চার্জ বলা হয় না। এতে বিতর্ক সৃষ্টি হতে পারে। ধন্যবাদ
প্রত্যেকটা ভিডিও বিশেষ করে নতুনদের জন্য। যারা টেকনিশিয়ান আছেন তাদের জন্য ভিডিওগুলি তৈরি করা হয়নি। ইচ্ছা করেই ভিডিও লম্বা করি। আর আমি এক ভিডিওতে বেশি সূত্র বলিনা দেখায় না। ধন্যবাদ।
আমাদের কারখানা নাই আমাদের আছে ওয়াকসপ। এখানে সার্ভিসিং কাজ করি। এখানে কাজ করার পাশাপাশি বিভিন্ন কাজের উপর ট্রেনিং করানো হয়। দয়া করে বলতে পারেন আমাদের সাথে কেন যোগাযোগ করতে চাচ্ছেন??
ধন্যবাদ সুন্দর মতামত কমেন্ট করার জন্য, ইনকাম স্কুল সবসময় নতুনদের জন্য কাজ করে, এটা মূলত ওয়াকসপ এবং ট্রেনিং সেন্টার। নতুন যারা কাজ শিখার জন্য আগ্রহী তাদেরকে শেখার জন্য আমরা এই ভিডিওগুলো তৈরি করে থাকি। পরবর্তীতে অ্যাডভান্স লেভেলের ভিডিও দেওয়া হবে আপাতত যারা কাজ শিখতে আগ্রহী তাদের জন্য ভিডিও গুলো তৈরি করা হচ্ছে। যার কারণে ভিডিওগুলো লম্বা হচ্ছে। পরবর্তীতে অ্যাডভান্স লেভেলের ভিডিও দেওয়া হবে। ধন্যবাদ
❤❤❤ আপনি অনেক ভালো করে ও জান সহজেই বুঝি
আপনার বুঝান খুব ভাল হয়।
Very helpful . Thanks
You're welcome!
Bi amar akta chylar samasa apanar dar kasa neya asta chay
Amar chulay agun ber hy kom ranna korte deri hy ki korte hy
সব ফাউল চুলা গুলো দেখি RFL এর!
ভাই আমার সিঙ্গেল বার্নার চুলা শরিফ কোম্পানির। ৭-৮ মাস মত ব্যাবহার করছি। সুইচ দিলে শো শো শব্দে গ্যাস বের হচ্ছে কিন্তু আগুন সবসময় জ্বলছে না। মাঝে মাঝে দাউদাউ করে আগুন জ্বলে উঠছে।
চুলা না দেখে সমস্যার সমাধান বলা সম্ভব নয়।
আপনি দক্ক টেকনিশিয়ানের সাথে যোগাযোগ করুন।
আপনাদের দোকান কোথায়
ওয়া আলাইকুমুস সালাম। সুন্দর ভিডিও। নন ব্র্যান্ড এর চুলা (অটো নয়) দামে কম। এগুলো কি ভালো হয়? আমার মনে হয় অটো চুলায় ঝামেলা করে। গত ৭/৮ বছরে দুইটা কিনলাম, আর এফ এল, আর টেকনো ব্র্যান্ড। টিকলো না। অথচ আগে নন অটো, নন ব্র্যান্ড এর চুলা বহু বছর ব্যবহার করতে পেরেছি। এখন এতো ব্র্যান্ড, কায়দা কানুন যে বুঝতে পারি না কোনটা ভালো হবে। আমার একটা চুলা কেনা প্রয়োজন, ২/৩ হাজার টাকার মধ্যে। আপনার কোন পরামর্শ থাকলে দয়া করে জানাবেন। ধন্যবাদ।
আপনার কমেন্ট পড়েছি, আমি একটু ফ্রি হয়ে আপনাকে আনসার করবো। ধন্যবাদ
@@ইনকামস্কুল ইনশাল্লাহ। ধন্যবাদ।
আসলে আমরা কোয়ালিটির দিকে দেখি যদি দেখি ব্যবহারের ভালো সার্ভিসের দিকে যদি দেখি তাহলে নন ব্র্যান্ডের নন অটো চুলা গুলাই ভালো, বিশেষ করে এখনো অনেক জায়গায় আছে বা আগেকার যে লাইনের গ্যাসের যে চুলাগুলো ছিল ওইগুলো অনেক টেকসই এবং অনেক দিন যাবত ব্যবহার করা যায়, বর্তমানে অটো যে চুলা এবং বর্তমানে যে চুলাগুলো আছে এই চুলাগুলো খুবই খারাপ এগুলো বেশি একটা ভালো চলে না, আবার দামি চুলার মধ্যে ওইগুলো খুব ভালো মানের সাত হাজার আট হাজার দশ বারো পনেরো হাজার টাকা দামের যে চুলাগুলো আছে ওইগুলো খুব ভালো মানের। কিন্তু জনসাধারণের জন্য যে চোলাগুলো আমাদের এই ভিডিওতে দেখানো হয় এগুলো খুবই দুর্বল এবং লো কোয়ালিটির। আপনি যদি কোয়ালিটি ফুল চুলা চান মানে ব্যবহারের জন্য ভালো নষ্ট কম হবে তাহলে নর্মেন্টের নন অটো চুলা গুলো সবচাইতে ভালো।
আর যদি সুন্দর এবং অটো চুলার মধ্যে বর্তমানে যে মিডিয়াম দামে এক থেকে তিন সাড়ে তিন হাজার টাকার ভিতরে বা চার হাজার টাকার ভিতরে যে চুলাগুলো থাকে ওইগুলোর কোয়ালিটি বেশি একটা ভালো হয় না। অটো চলার মধ্যে ভালো দামের ছোলা যেগুলো আছে যেমন ৭ ৮ ১০ ১২ ১৫ ২০ ওইসব মূল্যের চুলা গুলো ভালো মানের হয়ে থাকে। দুঃখিত যত সময় আপনার আনসার করতে পারিনি। ধন্যবাদ
আপনি কি সিঙ্গেল চুলা কিনতে চাচ্ছেন নাকি ডাবল চুলা কিনতে চাচ্ছেন আমাকে জানান তারপর আমি আপনাকে ভালোর মধ্যে একটি পরামর্শ দেওয়ার চেষ্টা করব।
@@ইনকামস্কুল অনেক ধন্যবাদ ভাই। আপনি ঠিক বলেছেন। দামী চুলার ব্যাপারে আমার ব্যাক্তিগত অভিজ্ঞতা নেই, কিন্তু ৫,০০০ টাকার ভিতরে অটো চুলা ব্যবহার করে আমি নিজে ভুক্তভোগী। আমি ইনশাল্লাহ আপনার পরামর্শ অনুযায়ী একটা ননব্র্যান্ড নন অটো চুলা কিনবো। আবারও ধন্যবাদ। আল্লাহ আপনাদের ভালো করুক দয়া করে।
ভাল লাগলো
ধন্যবাদ
ভাই আমার চুলা ফায়ার হয় কিন্তু আগুন হয় না।
এখন কি করা যায়
❤❤❤
কথা যা বলছেন,বাহিরের মিউজিকের কারনে খুব বিরক্ত লাগছে
চাচী
thanks
Welcome
❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉
🎉🎉🎉🎉
আমার চুলায় মাজের বাটিতে আগুন জলে না কি করা যায়
চুলার সিরা মিক্স এ আগুন লেগে থাকার কারণ টা কী জানতে পারি স্যার
এগুলো মেকানিক্যাল কাজ, কমেন্টের মাধ্যমে সকল প্রশ্নের আনসার করা সম্ভব হয় না।
ম্যাগনেট ফিটিং করার সময় ছোট্ট একটা লোহার টুকরো থাকে সেই লোয়ার টুকরোটা ভালোভাবে ফিটিং হয় না কেন এজন্য যদি একটা ভালো ভিডিও করতেন আমাদের জন্য প্লিজ প্লিজ প্লিজ ভাইয়া
আমার চুলার মধ্যে ছোট কেবে মাঝে মধ্যে আগুন আসে আবার চলে যায় এখন কি করবো
না দেখে বলা মুশকিল। কিছু কিছু প্রবলেম কমেন্টে বোঝানো যায়না। আবার আমরাও অনেক সময়ই সঠিক টা বুঝতে পারিনা। আপনার নিকটস্থ টেকনিশিয়ানের সাথে যোগাযোগ করুন। ধন্যবাদ
ভাইয়া আমার একটা নতুন চুলা। ফায়ার হয় কিন্তু আগুন জ্বলে না।কিন্তু ফায়ার এর ইলেকট্রিক যে শট সেটা হয়। ফায়ার করলে হালকা একটু আগুন জ্বলে সাদা টা দিয়া। কিন্তু আগুন জ্বলে না।আমার মেচ দিয়া জ্বালাতে হয় এখন আমার কি করা উচিত
number dan
ভাই কি তেল ব্যাবহার করেন??
আমার চুলায় এরকম আগুন নিচে চলে আসতেছে,
সিঙ্গেল চুলা,
ডাবল বার্নার একটা ঠিক আছে আর একটা দিয়ে নিচে আগুন চলে আসতেছে।
আপনার সাথে ফোনে কোথা বলে কি সমাধান পাওয়া যাবে।
সব সমস্যা ফোনে বললে সমাধান হয় না, ইমু 01757 19 41 36
এটা কোন কমপাপনির চুলা
ভিডিওটা অনেক আগের, দুঃখিত। আমি মনে করতে পারছি না।
একক নজেল চিরুনি নজেল চুলা কে ডাবল নজেল কাটা বানার করা যাবে
দুঃখিত আপনার কমেন্ট আমি ভালোভাবে বুঝতে পারিনি।
Lpg gas er chula k ki kore natural gas e convert kora jai parle oita dekhayen ..dhonnobad
আপনি কি এলপি গ্যাসের চুলা কে বায়োগ্যাস এর চুলাতে কনভার্ট করার কথা বলছেন??
Bi apnar nanber deban
ডাবল চুলা এলবো ভেঙে গেছে কিভাবে লাগাবো।আর কিছু অংশক ভিতর রয়ে গেছে। এটা বের করব কিভাবে
এলবো কিভাবে খুলতে হয়, এটার উপর আমার অনেক ভিডিও আছে, অনেক ভিডিওর মধ্যে এলবো খোলা হয়েছে, ওইটা দেখে আপনি লাগিয়ে নিতে পারেন।
আপনার সাথে ফোনে কথা বলে কোন সমস্যার সমাধান কি পাওয়া যাবে
ভাই কাবার গুলার দাম কত??
অতি শীঘ্রই মূল্যের উপর একটা ভিডিও করার চেষ্টা করব। ধন্যবাদ
আমার চুলায় এক পাশে আগুন আসে একপাশে আসেনা এটা কিভাবে ঠিক করবো
Gaser chilar prats ar namer Akita video din
ওকে
Vai apni sar gorurea pal dahaitasen
থ্যাঙ্ক ইউ
আমার একটা বানার প্রয়োজন
Vai apni sar gorurea pal dahaitasen.
ধন্যবাদ
বারনারপরেযায়তেছে
❤❤💓❤💓
আমার চুলার মাচ কেফে আগুন আসে না এখন কি করবো
মাঝখানে যদি আগুন না আসে অনেকগুলো সমস্যা থাকতে পারে তার মধ্যে একটা হল বার্নার এর ভিতর দিয়ে মাঝখানে আসার যে রাস্তা ওখানে যদি কোন ময়লা পড়ে তাহলে গ্যাস আসতে পারে না।
অন্য আরেকটি কারণে মাঝখানে আগুন জ্বলে না সেটা হল মেশিন থেকে মাঝখানে যাওয়ার পথ বন্ধ মানে গ্যাস পাস হয় না। তার কারণে ও মাঝখানে আগুন না জ্বলতে পারে
সরাসরি না দেখলে বলা মুশকিল।
আপনার নিকটস্থ টেকনিশিয়ানের সাথে যোগাযোগ করুন। আমাদের ভিডিও গুলো নিয়মিত দেখতে থাকুন। অতি শীঘ্রই আমরা এই বিষয়ের ওপর ভিডিও আপলোড করব । চুলার বিষয় আপনাদের অপেক্ষা করাটা উচিত হবে না। নিকটস্থ সার্ভিস সেন্টারে যেতে পারেন।
ভাই আপনাদের ওখানে কাজ শিক্ষা যাবে।
জি আমাদের এখানে কাজ শিখার সুব্যবস্থা আছে, আপনারা চাইলে কাজ শিখার উপর একটা ভিডিও তৈরি করা আছে ওই ভিডিওর নিচে নাম্বার আছে ওইখান থেকে নাম্বার নিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন।
কাজ ১০ মিনিটের ভিডিওতেই দেয়া যায়, অথচ ২০ মিনিট খেজুরে আলাপ করলেন।
সহজে বুজিয়ে দিলে কাজের মূল্য থাকেনা।
অনেক সময় নিয়ে, খুঁজে বের করলে মনে থাকবে।
আমি এক ভিডিওতে বেশি শেখানোর চেষ্টা করি না।
ছোট্ট ভিডিওটা অনেক লম্বা করি।
আমার ভিডিওগুলি সাধারণত নতুনদের জন্য।
আমার
গাসেরচুলাই
কালিহচছে
কিকরব
অনেক কারণেই চুলাতে কালি হয়, না দেখে বলা মুশকিল। আমাদের ভিডিও গুলো ধারাবাহিকভাবে নিয়মিত দেখতে থাকুন হয়তো যেকোনো ভিডিও থেকে আপনার সমস্যা সমাধান পেতে পারেন।
ধন্যবাদ
বস ইনকাম স্কুলটি কোথায়?
কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলায়, ইমু 01757 19 41 36
কত টাকা খরচ পড়লো???
আমাদের সার্ভিসিং সেন্টারে, সমস্যা প্লাস কাজ অনুযায়ী বিল নিয়ে থাকি। ভিডিওতে খরচ সম্পর্কে বলা হয় না। ভিন্ন ভিন্ন এলাকায় ভিন্ন ভিন্ন সার্ভিস চার্জ হতে পারে অথবা পার্টস এর দাম হতে পারে যার কারণে সার্ভিস চার্জ বলা হয় না। এতে বিতর্ক সৃষ্টি হতে পারে। ধন্যবাদ
ভাই আপনের নাম্বারটা দেন আমি কাজ শিখবো
01757 19 41 36 ইমুতে
মানুষ কি ভাই এত ভুল বুঝাচ্ছেন কেন একটা বান্নার বাদ দিলেই তো ছিল ঠিক হয়ে যায় আমরাও টেকনিশিয়ান আমরা বুঝি এত লম্বা ভিডিও করে সময় নষ্ট করছেন কেন
প্রত্যেকটা ভিডিও বিশেষ করে নতুনদের জন্য।
যারা টেকনিশিয়ান আছেন তাদের জন্য ভিডিওগুলি তৈরি করা হয়নি।
ইচ্ছা করেই ভিডিও লম্বা করি।
আর আমি এক ভিডিওতে বেশি সূত্র বলিনা দেখায় না। ধন্যবাদ।
ভাইয়া আপনাদের ঠিকানাটা কি দেয়াজাবে?
কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলায় আমাদের ওয়ার্কশপ।
01757 19 41 36 ইমু,হোয়াটসঅ্যাপ
নাম্বার প্লীজ
01757 19 41 36
ভাই আপনার কারখানা কোথায়। ঠিকানা দিন
আমাদের কারখানা নাই আমাদের আছে ওয়াকসপ। এখানে সার্ভিসিং কাজ করি। এখানে কাজ করার পাশাপাশি বিভিন্ন কাজের উপর ট্রেনিং করানো হয়। দয়া করে বলতে পারেন আমাদের সাথে কেন যোগাযোগ করতে চাচ্ছেন??
ওরে ভাই ৫মিনিটের ভিডিও ২০ করার কি দরকার ছিল????
ধন্যবাদ সুন্দর মতামত কমেন্ট করার জন্য, ইনকাম স্কুল সবসময় নতুনদের জন্য কাজ করে, এটা মূলত ওয়াকসপ এবং ট্রেনিং সেন্টার। নতুন যারা কাজ শিখার জন্য আগ্রহী তাদেরকে শেখার জন্য আমরা এই ভিডিওগুলো তৈরি করে থাকি। পরবর্তীতে অ্যাডভান্স লেভেলের ভিডিও দেওয়া হবে আপাতত যারা কাজ শিখতে আগ্রহী তাদের জন্য ভিডিও গুলো তৈরি করা হচ্ছে। যার কারণে ভিডিওগুলো লম্বা হচ্ছে। পরবর্তীতে অ্যাডভান্স লেভেলের ভিডিও দেওয়া হবে। ধন্যবাদ
ভাই, আপনার দয়া করে আপনার Contact no দিন ।
চাচী
ভাই আমার চুলা ফায়ার হয় কিন্তু আগুন হয় না।
এখন কি করা যায়
ভাই আমার চুলা ফায়ার হয় কিন্তু আগুন হয় না।
এখন কি করা যায়
ভাই আমার চুলা ফায়ার হয় কিন্তু আগুন হয় না।
এখন কি করা যায়
আসলে এটা না দেখে সমস্যা সমাধান বলা সম্ভব নয়
ভাই আমার চুলা ফায়ার হয় কিন্তু আগুন হয় না।
এখন কি করা যায়
ভাই আমার চুলা ফায়ার হয় কিন্তু আগুন হয় না।
এখন কি করা যায়
ভাই আমার চুলা ফায়ার হয় কিন্তু আগুন হয় না।
এখন কি করা যায়
ভাই আমার চুলা ফায়ার হয় কিন্তু আগুন হয় না।
এখন কি করা যায়