ভব সাগর তারন কারণ হে || vab sagar taran karan he || সরোজিনী ঘোষ || Devotional song

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 4 ม.ค. 2025

ความคิดเห็น • 577

  • @SRIAUROMAA
    @SRIAUROMAA 4 ปีที่แล้ว +20

    খুব ভালো। এই গানটির বিশেষত্ব এই গানের শব্দ গুলি। চমৎকৃত করলেন প্রতিটি শব্দ স্পষ্ট আমাদের কানে র মধ্যে দিয়ে হৃদয়ে পৌঁছে দেয়ার জন্যে। এ এক বিরল প্রতিভা।

  • @priyabandhumaji750
    @priyabandhumaji750 3 ปีที่แล้ว +7

    শুনে মন ভরে গেল। অপূর্ব, মা বীণাপাণি আপনার কণ্ঠে বিরাজিত। ঠাকুর মঙ্গল করুন।

  • @anuanwesha3706
    @anuanwesha3706 4 ปีที่แล้ว +17

    গুরুদেবের কাছে আপনার দীর্ঘায়ু কামনা করি ।।এত অসাধারন গলা আপনার কী বলবো ।।অনেক অনেক শ্রদ্ধা ভালোবাসা রইল।।

  • @anitadatta1303
    @anitadatta1303 4 ปีที่แล้ว +9

    আহা , আহা , কী অপার মধুর ভক্তি রসে অনিন্দ্য সুরে তুমি গাহিলে এ প্রার্থনা সংগীত ! নিবেদনের আকুলতা তোমার মন থেকে ছড়িয়ে পড়ছে লক্ষ ভক্ত প্রাণে !

  • @barunmukherjee7957
    @barunmukherjee7957 3 ปีที่แล้ว +12

    অসাধারণ!ভগবান আপনার মঙ্গল করুন ।

  • @talbandamsk7264
    @talbandamsk7264 3 ปีที่แล้ว +13

    প্রতিদিন রাত্রে আপনার কণ্ঠে এই গানটি শুনতে শুনতে ঘুমিয়ে পড়ি 🙏
    জয়ন্ত গাঙ্গুলী

  • @kishorekumarroy9672
    @kishorekumarroy9672 3 ปีที่แล้ว +15

    দিদিভাই, প্রার্থনা সঙ্গীতটা শুনে ক্ষণিকের জন্য ১৯৭৭/৭৮ সনে ফিরে গিয়েছিলাম।তখন বাগেরহাট রামকৃষ্ণ আশ্রমে থাকতাম এবং প্রতিদিন সন্ধ্যায় এই গানটা গাইতে হতো।মনে হচ্ছে আশ্রমে আছি।প্রভু তোমাকে কৃপা করুন।

  • @manasibanerjee1823
    @manasibanerjee1823 4 ปีที่แล้ว +6

    সুন্দর ভক্তিভাবসমন্বিত নিবেদন!
    গুরুকৃপাহি কেবলম্---🏵🏵

  • @ayansadhu6892
    @ayansadhu6892 3 ปีที่แล้ว +6

    অসম্ভব সুন্দর কন্ঠস্বর এ গানটি সুমধুর লাগল শুনতে। খুব খুব সুন্দর ❤️❤️

  • @manasirakshit8599
    @manasirakshit8599 3 ปีที่แล้ว +4

    Khub sundor voice,ur so sweet and beautiful mother,pranam neben,valo thakben, God bless you and all ur family members.

  • @sunilchoudhury3151
    @sunilchoudhury3151 4 ปีที่แล้ว +14

    আমার মায়ের মুখে এই গানটি শুনতাম ।আজ বহুদিন পরে আবার শুনলাম ।মায়ের কথা মনে পড়ে গেল ।ভাবতে পারিনি আবার শুনতে পাবো।অনেক অনেক শুভেচ্ছা রইল ।ধন্যবাদ আপনাকে।মা যদি শুনতো তাহলে খূব খুশি হতো।

  • @debabrata2799
    @debabrata2799 3 ปีที่แล้ว +10

    আপনার মধুর কন্ঠের মাধুরির সাথে ভক্তি রস মিসে, মনটা হারিয়ে গেল। ভাল থাকবেন ম্যাডাম। আপনার দীর্ঘ ও স্বুস্থ্য জীবন কামনা করি 🙏♥️♥️♥️💐💐💐

  • @goutamtunga8309
    @goutamtunga8309 4 ปีที่แล้ว +4

    বাহ্, বাহ্ খুবই চমৎকার পরিবেশনা, খুবই ভালো লাগলো গানটা শুনে, অসংখ্য অভিনন্দন জানাই, এই সব গান আরো কিছু শোনান , 👬👬👬👬👬💑💑💑💑💑💑👍👍👍👍👍🎹🎹🎹🎹🎹🎹🎶🎶🎶🎶🎶🎶🎶🎸🎸🎸🎸🎸🎺🎺🎺🎺🎺🌷🌷🌷🌷🌷🌷🌻🌻🌻🌻🌻🍀🍀🍀🍀

  • @dibyendubatabyal9209
    @dibyendubatabyal9209 3 ปีที่แล้ว +12

    আপনাকে যত শুনছি ততই মুগ্ধ হয়ে যাচ্ছি। 👏🙏

  • @alltimeambassa4333
    @alltimeambassa4333 4 ปีที่แล้ว +11

    অপূর্ব কণ্ঠস্বর আপনার, সত্যি মুগ্ধ হয়ে গেলাম আপনার গান শুনে। ভালো থাকবেন আপনি ঈশ্বরের নিকট প্রার্থনা করি।

  • @protitiroy9379
    @protitiroy9379 3 ปีที่แล้ว +15

    কি অপূর্ব সুন্দর আপনার গলা
    ,আপনার গান শুনে মন ভরে যায় ।

  • @krishnatripathy9948
    @krishnatripathy9948 2 ปีที่แล้ว +3

    খুব সুন্দর চমৎকার এই গান শুনলে ভোর এবং সারাদিন আনন্দে কেটে যায় যদি খণ্ডন-ভব গানটি পাওয়া যায় তারে খুব ভালো হয়

  • @parthasinha1206
    @parthasinha1206 4 ปีที่แล้ว +5

    অপূর্ব প্রার্থনা সংগীত অসাধারণ কণ্ঠে শুনলাম। মন ভরে গেলো।

  • @manotoshmondal9096
    @manotoshmondal9096 3 ปีที่แล้ว +5

    দিদিভাই,
    অসাধারণ অসাধারণ অসাধারণ ।
    খুব খুব সুন্দর ভাবে উপস্থাপন 🙏🏵️🙏।

  • @bishwajit339
    @bishwajit339 4 ปีที่แล้ว +13

    অসাধারণ আপনার কন্ঠ। ভালোবাসা অবিরাম আমাদের কে এমন গান উপহার দেওয়ার জন্য।

    • @mrityunjoybiswas9756
      @mrityunjoybiswas9756 2 ปีที่แล้ว

      অসাধারণ কন্ঠ এবং অসাধারণ গান গাইলেন অনেক অনেক শুভেচ্ছা রইলো

  • @narugopalbera1015
    @narugopalbera1015 3 ปีที่แล้ว +4

    সুপ্রভাত তোমার গান শুনে মুগ্ধ হয়ে গেলাম অসংখ্য ধন্যবাদ

  • @sulatacookingrecipe
    @sulatacookingrecipe 2 หลายเดือนก่อน

    অসাধারণ সুন্দর হয়েছে কি মধুর সুরে গান করলে অপূর্ব সুন্দর হয়েছে ❤❤❤

  • @thirthankarchakraborty3097
    @thirthankarchakraborty3097 4 ปีที่แล้ว +4

    মন ভরে গেল । অপূর্ব প্রশান্তি রয়েছে আপনার উপস্থাপনায় ।

  • @monikachatterjee1482
    @monikachatterjee1482 ปีที่แล้ว +5

    যখনই ঠাকুরের গান শুনি তখনই মন প্রান জুরাইয়া যায়

  • @trishnadey5217
    @trishnadey5217 4 ปีที่แล้ว +3

    চমৎকার গানেরগলা, শুনতে খুব ভালো লাগছিল, গুরু কৃপাহি কেবলম্, মঙ্গল হোক,

  • @bijoykrishnabarman4942
    @bijoykrishnabarman4942 4 ปีที่แล้ว +4

    সুরে ও তালে এই প্রার্থনা গান 100% সঠিক।
    শিল্পী ও সংশ্লিষ্ট। মিউজিক সংস্থাকে আমার ও আমার পরিবারের সবাই য়ের পক্ষ থেকে রইলো আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। শিল্পীর কন্ঠস্বর অসাধারণ ,আমরা শিল্পীর দীর্ঘ জীবন কামনা করি।
    কাকদ্বীপ, দঃ চব্বিশ পরগনা।

  • @Theshiningstar37
    @Theshiningstar37 4 ปีที่แล้ว +9

    বাকরুদ্ধ হয়ে গেলাম। কোনো সঙ্গীত তখনই শ্রোতার হৃদয় স্পর্শ করে যায় যখন সেটি গায়ক বা গায়িকা নিজেকে উজার করে দিয়ে গান... আজ সুর আর অনুভূতির অদ্ভুত মিলন ঘটলো...❤️❤️ কৃত্রিমতার এতটুকু ছাপ পাওয়া গেল না... অভূতপূর্ব 💗💗

    • @SarojiniGhoshMusic
      @SarojiniGhoshMusic  4 ปีที่แล้ว +1

      অনেক অনেক ধন্যবাদ

    • @ashokedey1530
      @ashokedey1530 2 ปีที่แล้ว +1

      Joy Ramakrishna 🙏🙏🙏

  • @akashsarkar7604
    @akashsarkar7604 2 ปีที่แล้ว +1

    আঃহা অপূর্ব সুন্দর ভক্তি মূলক সংগীত নিবেদন করলে মা🙏🙏🙏🙏🙏🙏

  • @subhassamadder8740
    @subhassamadder8740 3 ปีที่แล้ว +11

    সাধু সাধু।জয় ঠাকুর কৃপা করে প্রেম ভক্তি দাও।🙏🙏🙏🙏🙏🙏🌺🌺🌺🌺🌺🌺🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿

  • @arindamsarkar5879
    @arindamsarkar5879 4 ปีที่แล้ว +6

    নমস্কার দিদি,,,,এত সুন্দর ভাব দিয়ে গাইলেন মন ভরে গেল|

  • @sukhamaydas5754
    @sukhamaydas5754 4 ปีที่แล้ว +6

    তোমার গান যত শুনি তত ই অবাক হ ই ।বিরল প্রতিভা । আমার খুব প্রিয় হয়ে গেছ ।

  • @dhorprodip3250
    @dhorprodip3250 3 ปีที่แล้ว +5

    ছোট বেলায় বাবার মুখে গানটি অনেক শুনেছি আজকে আপনার কন্ঠে শুনে ভালো লাগলো।

  • @mrrana2229
    @mrrana2229 ปีที่แล้ว +1

    Khub Sundar guru bandhona ❤❤❤

  • @tarunbhattacharyya8887
    @tarunbhattacharyya8887 3 ปีที่แล้ว +8

    খুব সুন্দর। আপনি কি সব গান এত সুন্দর কি করে পরিবেশন করেন।ভগবান প্রদত্ত আপনার গলা ।ভালো থাকুন,আমাদের আনন্দ দিন।long live

  • @subhendubiswas9792
    @subhendubiswas9792 หลายเดือนก่อน

    গান শুনে মন ভরে গেল।। God bless you.❤❤❤

  • @shouravsaha6912
    @shouravsaha6912 3 ปีที่แล้ว +6

    জয়গুরু।দিদি অসাধারন আপনার গান।মন ছুয়ে যায়। 🧡

  • @anitadatta1303
    @anitadatta1303 3 ปีที่แล้ว +6

    যতই শুনি ততই আরো শ্রেষ্ঠ মানি / সুরে সুরে তুমি ভরালে হৃদয় খানি / নিজেরে কর বড় যত পারো তত দানি / জেনো সুর দিয়েছেন মা তব বীণাপাণি !

  • @rohanghoshal3356
    @rohanghoshal3356 3 ปีที่แล้ว +4

    দারুন দারুন দারুন হয়েছে ম্যাম।আর আপনার গলা জাস্ট অসাধারণ।

  • @rajamiah1874
    @rajamiah1874 2 ปีที่แล้ว +1

    রবি ঠাকুরকে জানাই হাজারো সালাম ।আর আপনার উপস্থাপনা অসাধারন,, এগিয়ে যান বহু দুর॥

  • @arkadip1515
    @arkadip1515 ปีที่แล้ว +1

    ঠাকুর শ্রীরামকৃষ্ণের বন্দনা করে তাঁর ভক্ত দেবেন এই ভজন প্রস্তুত করেন। এই ভজন শুনলেই মন এক অপার্থিব শান্তিতে ভরে যায়। জয়তু শ্রীরামকৃষ্ণ 🙏 জয় মা সারদা 🙏

  • @NiranjanKumar-vc3fc
    @NiranjanKumar-vc3fc 3 ปีที่แล้ว +6

    Oh , excellent singing ; whole body together with its mind and heart began to dance.

  • @jayantimukherjee6142
    @jayantimukherjee6142 3 ปีที่แล้ว +3

    অসাধারন তোমার গলা। মন ভালো হয়ে যায়। ভালো থেকো।

  • @sontoshmohonta
    @sontoshmohonta 2 หลายเดือนก่อน

    অসাধারণ,, ঈশ্বর আপনার দীর্ঘ জীবন দান করুক 🙌🏼 দিদিভাই 🙌🇧🇩 নীলফামারী

  • @haradhandhak6145
    @haradhandhak6145 3 ปีที่แล้ว +2

    So beautiful guru bandanna apurbo gayachen thank you so much 💖❤😘♥💕

  • @sonetsonet4110
    @sonetsonet4110 3 ปีที่แล้ว +4

    আপনার গান একদিন না শুনলে ভালই লাগে না আপনার কন্ঠে সব ধরনের গান সুন্দর আসে অসাধারণ আপনার কন্ঠ।

  • @s.m.shaheen8171
    @s.m.shaheen8171 4 ปีที่แล้ว +4

    Oshamanno nibedon. Oashdharn you are really great singer. Congratulations. May the almighty help you all the ways.

  • @RamakantaSarker
    @RamakantaSarker 2 หลายเดือนก่อน

    এমন মধুময় সুরেলা কন্ঠ অন্তরে ছোঁয়া লাগল। আশীর্বাদ করি এমনিভাবে পথযাত্রা অব্যাহত থাকবে।আমি বাংলাদেশ থেকে বলছি।

  • @sisirghosh6163
    @sisirghosh6163 8 หลายเดือนก่อน

    অপূর্ব অসাধারণ,জয় গুরুদেব দয়া করো প্রভূ ।🙏🙏🙏

  • @gayadharmahakud5408
    @gayadharmahakud5408 3 ปีที่แล้ว +2

    My favorite bhajan. Congratulation Sarojini Didi

  • @trtgaming7506
    @trtgaming7506 3 ปีที่แล้ว +4

    অসাধারণ, অপূর্ব,যতই শুনি খুব ভালো লাগে। দিদিভাই আপনার গানের উত্তর উত্তর শ্রীবৃদ্ধি কামনা করি।---তুষার হালদার-হাওড়া, আমতা।

  • @shuklamukherjee2543
    @shuklamukherjee2543 2 ปีที่แล้ว

    অপূর্ব লাগল দিদি জয ঠাকুর শ্রীরামকৃষ্ণ।

  • @insaniyaatzindabaad4599
    @insaniyaatzindabaad4599 2 ปีที่แล้ว

    Wah....mon ta bhorey gelo maa....chokher kinar diye jul dekhlam......maago aamar sokhey thak ma.....god blesz u...

  • @maynakarmakar5583
    @maynakarmakar5583 3 ปีที่แล้ว +5

    খুবই সুন্দর কণ্ঠ আপনার।।

  • @PrasenjitBhattacharjee-r6u
    @PrasenjitBhattacharjee-r6u 4 หลายเดือนก่อน

    Khob sundar thakur Mongol korum apnar joyoto ramkrishna 🙏

  • @samarchoudhury872
    @samarchoudhury872 หลายเดือนก่อน

    গানটি খুবই সুন্দর। আর আপনি গানটি ও খুব সুন্দর গেয়েছেন। ঠাকুর আপনাকে কৃপা করেন।

  • @provashsaha635
    @provashsaha635 2 ปีที่แล้ว

    অসাধারণ লাগছে গান টি। শুভ কামনা নিরন্তর

  • @pujapaul
    @pujapaul 3 ปีที่แล้ว +9

    মাসি মনি গুরু বন্দনা শুনলে প্রান জুড়িয়ে যায়। বিশেষ করে তোমার মিষ্টি কন্ঠে শুনে আরো ভালো লাগলো।

  • @dhrubachakraborty9059
    @dhrubachakraborty9059 หลายเดือนก่อน

    ঠাকুরের কৃপা হোক আমাদের মধ্যে আপনার মাধ্যমে।🙏

  • @siddharthakumarbhattacherj2348
    @siddharthakumarbhattacherj2348 4 ปีที่แล้ว +14

    আপনার গান যতই শুনি ততই মুগ্ধ হয়ে যাই। ইশ্বর আপনার মঙ্গল করুন।

  • @kaberijagonathdavekejoyroy698
    @kaberijagonathdavekejoyroy698 2 ปีที่แล้ว +1

    Amar nati gopal dujone sunchi thank you devai ❤️

  • @ajitgupta5632
    @ajitgupta5632 4 ปีที่แล้ว +8

    কি আত্মনিবেদন !! পরম নাস্তিক মানুষের ও অন্তর দ্রবিভূত হবে ভক্তি তে। অসাধারণ !!!

  • @subhochoudhury9503
    @subhochoudhury9503 3 ปีที่แล้ว

    আসামের হাইলাকান্দি থেকে লিখছি। আমি রামকৃষ্ণ ঠাকুরের ভক্ত খুব ভালো লাগলো।

  • @dilipkumarkarmakar7633
    @dilipkumarkarmakar7633 4 ปีที่แล้ว +3

    খুব ভালো। একজন প্রকৃত ভালো শিল্পী।

  • @bibekanandaroy1086
    @bibekanandaroy1086 3 ปีที่แล้ว +5

    গানটি শুনে খুব ভালো লাগলো। এসব গান শুনলে মন অটোমেটিক ভালো হয়ে যাবে। প্রভাত কালে গানটি শুনতে পাওয়ার জন্য ধন্যবাদ। দিদি কে জানাই শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা। সর্ব সুখের হয় যেন শুভ নববর্ষ। রাশি রাশি থাকে যেন বর্ষের হর্ষ। শুভ সকাল বেলা।

  • @anjalibiswas1020
    @anjalibiswas1020 2 ปีที่แล้ว +1

    Khub sundar àntor mon akagro hoe jay ma ,tomar sanget protidin suni sakal theke , Thakur Maa tomar proti ashirbad asche , 🙏🙏☘️☘️🌸🌸🏵️🏵️🌹🌹🥀🥀🕉️🕉️🥀🥀🌹🌹🏵️🏵️🌸🌸☘️☘️🙏🙏❤️❤️❤️👌👌

  • @anjanasarkar7871
    @anjanasarkar7871 4 ปีที่แล้ว +8

    আপনার গান গুলি শুনলে সত্যি মনটা ভরে যাই।

  • @mdmaziburrahaman1285
    @mdmaziburrahaman1285 4 ปีที่แล้ว +6

    আপনার গানগুলি আসার হৃদয় হরন করে নেয়

  • @amarkumarpramanik9456
    @amarkumarpramanik9456 2 ปีที่แล้ว +3

    উত্তম, অতি উত্তম, প্রশংসার করিবার ভাষা
    খুজে পাচ্ছি না । মনে হয় এই সু মধুর গান
    শুনতেই থাকি । দৈব বরদান ব্যতীত এ রুপ কন্ঠস্বর হয় না।
    May GOD Bless Her.

  • @tarapadabarik1592
    @tarapadabarik1592 2 ปีที่แล้ว

    আপনার তুলনা হয় না।
    দারুন গান পছন্দ করেছেন এবং খুব সুন্দর গেয়েছেন।
    আপনাকে অসংখ্য ধন্যবাদ।🙏

  • @dilipbera9812
    @dilipbera9812 3 ปีที่แล้ว +2

    Sundar

  • @subalmondal5079
    @subalmondal5079 3 ปีที่แล้ว +4

    Beautiful singing

  • @harshatank7687
    @harshatank7687 ปีที่แล้ว

    Extraordinary,khub bhalo laglo shune

  • @chandankr.mukherjee.596
    @chandankr.mukherjee.596 7 หลายเดือนก่อน

    খুব সুন্দর গেয়েছেন বোন।

  • @parimaldas3514
    @parimaldas3514 2 ปีที่แล้ว +3

    আপনি হৃদয় দিয়েছেন সংগীত শৃষ্টির আনন্দে তাই আজ সংগীত শৃষ্টির ঈশ্বর আপনাকে স্পর্শ করেছেন মধুর কন্ঠস্বর দিয়েছেন উপহার।
    আপনিও ধরে রাখুন ঈশ্বর প্রদত্ত কন্ঠস্বর সংগীত শৃষ্টির আনন্দে থাকুন।

  • @krishnasau3595
    @krishnasau3595 ปีที่แล้ว +1

    Khub sunder

  • @kakalimukherjee104
    @kakalimukherjee104 4 ปีที่แล้ว +3

    অপূর্ব। শ্রী গুরু জয়।

  • @pritikanamukherjee1074
    @pritikanamukherjee1074 ปีที่แล้ว

    Apurbo laglo Gan ti sunte❤❤

  • @ranjanbanik7049
    @ranjanbanik7049 ปีที่แล้ว +1

    অনেক সুন্দর।

  • @soumikaghosal7369
    @soumikaghosal7369 3 ปีที่แล้ว +2

    দারুন দারুন 👍👍👍 আমি আপনার গান শুনতে খুব খুব ভালো লাগে 👌👌👌

  • @aryabiswas2189
    @aryabiswas2189 3 ปีที่แล้ว

    Aaha ki apurbo gola tomar. Sotti eto mishti gola sunle monta bhore jai. Darun hoeche aunty.

  • @AMITAVADASGUPTA-hw3qh
    @AMITAVADASGUPTA-hw3qh 14 วันที่ผ่านมา

    Ei gaan ti Loknath Baba r ashrom e suntam, bhalo lagto. Akhon apnar konthe sunchi, khoob khoob bhalo lagche. Onek Subhechha roilo

  • @mohammedjabber8885
    @mohammedjabber8885 4 ปีที่แล้ว +5

    শুভ কামনা, সব সময়, গ্রেট সিঙ্গার! আমি আপনাকে অনুম্বরণ করি!

  • @malatighosh442
    @malatighosh442 2 ปีที่แล้ว +1

    Khub bhalo

  • @tusharmaity6313
    @tusharmaity6313 4 ปีที่แล้ว +3

    খুব সুন্দর দিদিভাই , আপনি অনেক ওপরে উঠবেন ভগবানের কাছে প্রার্থনা করি 🙏🌹🙏🌹🙏 *** অনামিকা

  • @babulalpramanik9830
    @babulalpramanik9830 4 ปีที่แล้ว +3

    মা গো আপনার গুরুকৃপা হোক। আপনার সাধনায় সিদ্ধি লাভ করুন। ঈশ্বর আপনার সহায় হোন।

  • @kananranjandas9420
    @kananranjandas9420 4 ปีที่แล้ว +4

    আমি কুয়েত থেকে শুনছি গানটা খুবই ভালো লাগছে

  • @shyamalmodak9757
    @shyamalmodak9757 ปีที่แล้ว

    Khub sundar joy thakur kripa koro 🙏

  • @rumasarkar2867
    @rumasarkar2867 3 ปีที่แล้ว

    Ki j bhalo laglo bolerna.👌👌👌👌

  • @bishwanathdas5484
    @bishwanathdas5484 4 ปีที่แล้ว +57

    বৌদি প্রতিদিনের রুটিনে বাবা-মার আদেশ ছিলো সন্ধ্যার সময় লেখা-পড়া শুরু করার আগে অন্তত আদা ঘন্টা আরতি সহকারে ভাই বোন মিলে ঠাকুরের উপসনা করা।

  • @siprachakraborty9372
    @siprachakraborty9372 3 ปีที่แล้ว

    Khub valo theko sorojiine.

  • @alokbratati9781
    @alokbratati9781 4 ปีที่แล้ว +6

    দারুণ গেয়েছেন ।ধন্যবাদ ।

  • @anjalibiswas1020
    @anjalibiswas1020 3 ปีที่แล้ว

    Thakur joy koro sakolar mongal koro pronam 🙏❤️🌺🌹🌺❤️🙏Khub sundar kantho👍❤️👍

  • @chaitidutta2975
    @chaitidutta2975 3 ปีที่แล้ว

    Joto bar suni mon Pran vore jay👌👌

  • @maitrayeekar2864
    @maitrayeekar2864 2 ปีที่แล้ว

    Apnar asadharan gala..... Anek bhalobasa rilo apnar janya....

  • @runukoner2108
    @runukoner2108 4 ปีที่แล้ว +2

    khub sunder👌👌👌

  • @samirpanja8191
    @samirpanja8191 ปีที่แล้ว

    Excellent presentation, we are proud of you.

  • @shyamashreedas7021
    @shyamashreedas7021 ปีที่แล้ว

    জয় রাম জয় রাম জয় রাম জয় গুরু জয় গোবিন্দ গোপাল রাধে রাধে 🙏🙏🙏

  • @joydiptabanerjee7159
    @joydiptabanerjee7159 3 ปีที่แล้ว

    Aha darun darun !

  • @amaleshkumarmanna2543
    @amaleshkumarmanna2543 4 ปีที่แล้ว +1

    খুব ভালো লাগল, অসাধারণ

  • @nirmaldolui7776
    @nirmaldolui7776 3 ปีที่แล้ว +2

    অপূর্ব কন্ঠ 👌👌👌