সৃষ্টির সৌরভ-১৫ | দূরের পাল্লা | সৃজনশীল আবৃত্তি : উৎপল কুণ্ডু || Creative Recitation by UTPAL KUNDU

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 ต.ค. 2024
  • গবেষকের নিবিষ্টতায় আবৃত্তি-মনীষী উৎপল কুণ্ডু গড়ে তুলেছেন আবৃত্তির এক নিজস্ব শিল্পদর্শন ও রূপমিতি। সেই চর্চার কিছু সৃজনশীল নিদর্শন এখানে সংকলিত হল, যা কেবল কবিতার মানে বোঝায় না, আবৃত্তিশিল্পে রূপসৃষ্টির আনন্দ জানায়।
    ১৯টি সৃজনশীল আবৃত্তির স্তবক। সৃষ্টির সৌরভ।
    আবৃত্তিগুলিকে তাদের শিল্পগত মাত্রার দিক থেকে অনুসরণ করবার সুবিধার জন্য শ্রোতাদের কিছু ইঙ্গিত ---
    ১৫৷ দূরের পাল্লা (অংশ) : সত্যেন্দ্রনাথ দত্ত
    * দৃশ্য-ব্যঞ্জনা, দাঁড় বাওয়ার ধ্বনি, জলের কল্লোল, মাঝিমাল্লার হাঁকডাক --- কবির লেখা ছন্দকে নানাভাবে ভেঙে নতুন ধ্বনিরূপ দিয়েছেন আবৃত্তিশিল্পী।
    উচ্চারণ ২০০০ সালে অ্যালবামটি ক্যাসেট আকারে প্রকাশ করে, পরবর্তীতে ২০০৫-এ সিডি।
    প্রচ্ছদ : সোমনাথ নাথ
    ********************************************

ความคิดเห็น •