বাংলাদেশের লন্ডন সিলেট ঘুরে যা দেখলাম! - th-cam.com/video/zzT3tqoYb8A/w-d-xo.html রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ঘুরে যা দেখলাম - th-cam.com/video/0Xpm8-OK6H0/w-d-xo.html
অসম্ভব সুন্দর লাগলো।৮৩ সাল থেকে ৯০ সাল পর্যন্ত পড়াশোনা করেছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। এরপর আবার ঔষধ কোম্পানীতে একবছর চাকরিও করেছি এখানে। রাজশাহী আমার প্রাণের শহর। অনেক স্মৃতি বিজড়িত আমার এই রাজশাহী শহর এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়। আপনার উপস্থাপন খুব সুন্দর। আমার খুব ভালো লাগলো। ভালো থাকবেন।
রাজশাহীতে গতবছর হুট করেই বউ সহ চলে যাই । যেয়ে আমরা দুইজনেই অবাক ! ওমা ! এ আমার বাংলাদেশেরই কোনো শহর । ভেবেই গর্বে বুকটা ভরে যাচ্ছিলো । একটু ময়লা নাই , ঝকঝকে তকতকে । এমনকি কাচা বাজারেও আধটু ময়লা নেই । মানুষগুলো কী চমৎকার । সদিচ্ছা থাকলে চাইলেই যে একটা শহরকে তিলোত্তমা করা যায় তার প্রমাণ এই শহর । শহরের সবার মধ্যে পরিচ্ছন্নতা নিয়ে সচেতনতা লক্ষনীয় । আমাদের ২৬ ঘন্টার এই জার্নি ছিল সেরা একটা ট্রিপ । বিশ্বাস করেন কোনো ট্যুরিস্ট প্লেসে ঘুরে যে আনন্দ পাবেন তার থেকে বেশি আনন্দ পাবেন রাজশাহীতে ঘুরে । Love you Rajshahi … Love from Narail
pial তাহলে তো আপনি চট্টগ্রাম রেল স্টেশনে নেমে বাহিরের দৃশ্য দেখেই আবার ফিরতি টিকেট কাটবেন কারণে এখানে কয়েক বছর ধরে সিংগাপুরের স্বপ্ন দেখাতে দেখাতে কমলাপুর বস্তির মতো করে ফেলেছে 😎
রাজশাহীর যে ফারস্ট বিউটা দিলেন সেটা একেবারে আন্তর্জাতিক মানের, খুব ভালো লাগলো,, চেষ্টা করলে আমরা এরকম ভালো ভালো লুক ক্যামেরায় বন্দী করে দেশকে সুন্দরভাবে বিদেশীদের কাছে উপস্থাপন করতে পারি,,
খুব সুন্দর ভিডিও। সুন্দর উপস্থাপনা। রাজশাহী শহর এত্ত সুন্দর জানা ছিল না। সবুজ একটি শহর। বাংলাদেশের অন্য সব শহর কর্তৃপক্ষের উচিৎ রাজশাহী শহরটিকে মডেল হিসেবে নেয়া। ব্যস্ত হয়ে গেলাম রাজশাহী বেড়াতে যাবার জন্য ইন শা আল্লাহ।
আমার সৌভাগ্য হয়েছিল কিছুদিন রাজশাহীতে থাকার। তার কিছু অভিজ্ঞতা ----- আপনি অসুস্থ?? পদ্মা পাড়ে চলে যান। মন খারাপ??? মুক্তমঞ্ছ আছে তো.... ক্ষুধার্ত??? কম দামে মানসম্মত খাবার রাজশাহীতে ছাড়া অন্য কোথাও পাওয়া যায় কিনা জানা নেই। Love from Bogura
@@rakibhossen2638আমি খুলনা এবং সিলেট দেখেছি। আমার কাছে ভালো লেগেছে।যদিও খুলনা সম্পূর্ণ ঘুরে দেখতে পারি নাই।আর রাস্তাঘাটের কাজ চলছিল। সিলেট ভালো হবে একটু কনজাস্টেট। সিলেটে টুরিস্ট বেশি। তবে ঢাকা,গাজিপুর,নারায়ণগঞ্জ, নরসিংদীর 🤢🤮 চাইতে অনেক ভালো।
ভিডিও বানানর জন্য অনেক ধন্যবাদ 💕💕 রাজশাহী সিটি করপোরেশন এখন সবচেয়ে বেশি জর দিতেছে শহরের রাস্তা-ঘাট উন্নয়নের দিকে।রাজশাহীতে কৃষি বিশ্ববিদ্যালয় মেডিকেল বিশ্ববিদ্যালয় স্থাপনের কাজ চলমান।রাজশাহীর আশেপাশে আরও কয়েকটি শিল্পনগরী গড়ে তোলার কাজ চলতেছে।এছাড়াও রাজশাহী বিমানবন্দরের আন্তর্জাতিকরন,রাজশাহীতে আন্তর্জাতিক নৌবন্দর স্থাপন,রাজশাহীর আয়তন আরও ৩-৪ গুন বড় করার কাজ চলমান সব মিলিয়ে আগামী ৫-১০ বছরে রাজশাহী একটি বিশ্ব মানের আধুনিক শহরে পরিনত হবে ইনশাআল্লাহ
আমি মালদা পশ্চিমবঙ্গ ভারত থেকে মোহাম্মদ জাকির হোসেন আপনার ভিডিও দেখছি। সত্যিই রাজশাহী সিটি একটা ক্লিন সিটি। আমার খুব ইচ্ছা ফ্যামিলি সহ বাংলাদেশ ঘুরতে যাবো।
আমার dream university হলো রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং রুয়েট । ইনশাআল্লাহ আমি আমার স্বপ্ন টা পূরন করতে পারব এবং রাজশাহীতে থাকতে পারব । এই দুইটা select করার কারণ হলো রাজশাহী শহরের পরিচ্ছন্নতা And weather । Dhaka একটা দূষিত শহর । ওই কারণে ওটা select korini . Thanks for creating this wonderful video...💕💕
Watched your video from Canada. I had seen Rajshahi in 1972 when my brother was a doctor in the Rajshahi Medical College. Really wonderful. It is an international standard city and should receive a green or clean city award.
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হয়ে রাজশাহীতে বসবাস করতে করতে অন্য শহরে বসবাস করতে যেতে ইচ্ছে করে না!রাজশাহী এত পরিচ্ছন্ন, গোছানো, খোলামেলা; যারা প্রকৃতি ভালোবাসেন;সেই সাথে নাগরিক জীবন, তাদের রাজশাহী অবশ্যই ভালো লাগবে!!এখানকার মানুষজনও বেশ ভালো! বিঃদ্রঃ আমার জেলা কিন্তু রাজশাহী না।বিশ্ববিদ্যালয়ে পড়ার সুবাদে এখানে থাকা হয়।
রাজশাহী অনেক সুন্দর। খুব ভালো লাগছে। রাজশাহীর মেয় র সাহেবকে অশেষ ধন্যবাদ। আমাদের সিলেটকে ও এইরকম করা উচিত।সিলেটে অর্থ আছে( অনেকে ২য় লন্ডন বলে) কিন্তু মহাপরিকল্পনা নাই। ধন্যবাদ।
স্মৃতির শহর রাজশাহী। অনেকদিন পর দেখলাম শহরটা। আহ, কত শত অজস্র স্মৃতি রয়েছে আমার এ শহর ঘিরে! তারুণ্য শুরুর সেই উত্তাল, উথাল পাতাল অনুভূতি গুলোর সাথে জড়িয়ে রয়েছে এ শহর। নস্টালজিয়া টা মাঝে মধ্যে খুব কষ্টকর লাগে, অথচ ভালোই ছিলাম সে সময় টাতে। ভাল থাকুক প্রিয় শহর রাজশাহী।
Rajshahi city has depeloved tremendously in last 7 years... Always appreciated the laid back and chilled vibe from this city.. Born and brought up in Rajshahi..
রাজশাহী নিয়ে ভিডিও বানানর জন্য অনেক ধন্যবাদ 💕💕 রাজশাহী সিটি করপোরেশন এখন সবচেয়ে বেশি জোর দিতেছে শহরের রাস্তা-ঘাট উন্নয়নের দিকে।রাজশাহীতে কৃষি বিশ্ববিদ্যালয় মেডিকেল বিশ্ববিদ্যালয় স্থাপনের কাজ চলমান।রাজশাহীর আশেপাশে আরও কয়েকটি শিল্পনগরী গড়ে তোলার কাজ চলতেছে।এছাড়াও রাজশাহী বিমানবন্দরের আন্তর্জাতিকরন,রাজশাহীতে আন্তর্জাতিক নৌবন্দর স্থাপন,রাজশাহীর আয়তন আরও ৩-৪ গুন বড় করার কাজ চলমান সব মিলিয়ে আগামী ৫-১০ বছরে রাজশাহী একটি বিশ্ব মানের আধুনিক শহরে পরিনত হবে ইনশাআল্লাহ
Rajshahi is a nice city. I stayed 4 years in this city. Two years as Rajshahi Govt college student and two years as a service holder. Green and clean city.
সবচেয়ে মূল্যবান সম্পদ ও সৌন্দর্য হলো প্রকৃতি। আমাদের উচিত বাংলার এ প্রকৃতিকে রক্ষা করা এবং একটা জিনিস কখনো ভুলে যাব না যে দেশের পরিষ্কার-পরিচ্ছন্নতা আমাদের হাতে।
ধন্যবাদ ভাইয়া আপনাকে। রাজশাহীকে এত সুন্দর ভাবে উপস্থাপন করার জন্য। মূলত রাজশাহীর অবকাঠামোগত উন্নয়ন এর মূল কারিগর রাজশাহী মাটি ও মানুষের নেতা, রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র জনাব এ,এইচ,এম খায়রুজ্জামান লিটন ভাই। আল্লাহ তাআলা তাকে নেক হায়াত দান করুক। ❤️❤️❤️
আমার দেখা সবচেয়ে পরিস্কার ও গুছানো শহর হচ্ছে রাজশাহী। আমি বরিশালের বিভাগের, কিন্তু রাজশাহী শহরে দুইবার গিয়েছি ২০১৬ ও ১৭ সালে, খুবই নিরিবিলি শহর। এখন তো মনে হয় আরও উন্নত হয়েছে।
রাজশাহী আমার শহর। আমি গর্ববোধ করি রাজশাহীতে জন্মেছি বলে। আমার ধারণা রাজশাহী বাংলাদেশের মধ্যে সবচেয়ে সুন্দর শহর। রাজশাহীকে এতো সুন্দর করে তুলে ধরার জন্য আপনাদের ধন্যবাদ।
বাংলাদেশের লন্ডন সিলেট ঘুরে যা দেখলাম! - th-cam.com/video/zzT3tqoYb8A/w-d-xo.html
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ঘুরে যা দেখলাম - th-cam.com/video/0Xpm8-OK6H0/w-d-xo.html
È
বরিশাল আসেন। কবে আসবেন জানাবেন।
অনেক সুন্দর হয়েছে ভিডিও টা। বগুড়া শহর নিয়ে এইরকম ভিডিও চাই।
ময়মনসিংহ সিটির একটি ব্লগ চাই।প্লিজ❤️
th-cam.com/video/a_Xr4y6ozFw/w-d-xo.html
রাজশাহী বাসী নিজেদের শহরটাকে খুব ভাল বাসে। গর্বিত একজন রাজশাহী বাসী হিসেবে।
অসম্ভব সুন্দর লাগলো।৮৩ সাল থেকে ৯০ সাল পর্যন্ত পড়াশোনা করেছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। এরপর আবার ঔষধ কোম্পানীতে একবছর চাকরিও করেছি এখানে। রাজশাহী আমার প্রাণের শহর। অনেক স্মৃতি বিজড়িত আমার এই রাজশাহী শহর এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়।
আপনার উপস্থাপন খুব সুন্দর। আমার খুব ভালো লাগলো। ভালো থাকবেন।
রাজশাহীতে গতবছর হুট করেই বউ সহ চলে যাই । যেয়ে আমরা দুইজনেই অবাক ! ওমা ! এ আমার বাংলাদেশেরই কোনো শহর । ভেবেই গর্বে বুকটা ভরে যাচ্ছিলো । একটু ময়লা নাই , ঝকঝকে তকতকে । এমনকি কাচা বাজারেও আধটু ময়লা নেই । মানুষগুলো কী চমৎকার । সদিচ্ছা থাকলে চাইলেই যে একটা শহরকে তিলোত্তমা করা যায় তার প্রমাণ এই শহর । শহরের সবার মধ্যে পরিচ্ছন্নতা নিয়ে সচেতনতা লক্ষনীয় । আমাদের ২৬ ঘন্টার এই জার্নি ছিল সেরা একটা ট্রিপ । বিশ্বাস করেন কোনো ট্যুরিস্ট প্লেসে ঘুরে যে আনন্দ পাবেন তার থেকে বেশি আনন্দ পাবেন রাজশাহীতে ঘুরে । Love you Rajshahi … Love from Narail
Ki bolen vai,seriously
আপনাদের আবার রাজশাহী আসার আমন্ত্রণ রইল♥️♥️
ভালোবাসা অবিরাম ব্রো
অনেক ধন্যবাদ ভাইয়া আবার আসবেন আপনার কথা শুনে অনেক ভালো লাগলো
pial তাহলে তো আপনি চট্টগ্রাম রেল স্টেশনে নেমে বাহিরের দৃশ্য দেখেই আবার ফিরতি টিকেট কাটবেন কারণে এখানে কয়েক বছর ধরে সিংগাপুরের স্বপ্ন দেখাতে দেখাতে কমলাপুর বস্তির মতো করে ফেলেছে 😎
অসাধারণ
রাজশাহীতে যাঁরা বাস করেন তাঁরা সত্যিই ভাগ্যবান। এতো ঝকঝকে ও তকতকে একটা শহর।
Thank you via আমি একজন রাজশাহীর গরবিত বাসিন্দা।
তারাও রাস্তা ঘাটে ময়লা ফেলেনা। আপনার শহরে আপনি ও চেস্টা করুন।
আমি আয়ারল্যান্ড প্রবাসী, ইউকেতে পাঁচ বছর ছিলাম, কিন্তু রাজশাহী শহর সেরা। দেশে আসলে অবশ্যই রাজশাহী বেরাতে যাব ইনশাআল্লাহ
আমার দেখা সবচেয়ে পরিচ্ছন্ন ও গোছালো নগরী রাজশাহী অনেক শুভকামনা আপনার চ্যানেলের জন্য।❤️❤️
❤️❤️❤️✌️
আশা করি সারাদেশ একদিন রাজশাহীর মতই সভ্য হবে। মাত্র ৭ দিন আগে ৩ দিন ঘুরে রাজশাহী দেখে এলাম। সব কিছুই অসাধারণ।
রাজশাহীর শহর টা দেখে অনেক মুগ্ধ হলাম, তাতেই বুজা যায় রাজশাহীর মানুষ গুলো অনেক পরিচ্ছন্ন।
thank u,ami rajshahir
অসাধারণ অনেক সুন্দর রাজশাহী শহর,ভিডিও অনেক সুন্দর হয়েছে রিয়াদ ভাই
অসংখ্য ধন্যবাদ ভাই।
রাজশাহীর শহর দেখে অনেক ভালো লাগলো।
রাজশাহীর মানুষ অনেক ভালো।
love From Cumilla
বাংলাদেশে এতো সুন্দর পরিচ্ছন্ন শহর আছে জানতাম না। এখানে গিয়ে স্থায়ীভাবে বসবাস করতে ইচ্ছা করছে ।
সুবহানাল্লাহ এতো সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন ও পরিপাটি শহর বাংলাদেশে প্রথম দেখলাম।viya thanks a lot.
❤️❤️❤️
@@RaidBD Ami Rajshahi Collegiate er ekjon student.Thank you apnake amader school tule dhorar jonno
আপনার বাড়ি কোন জেলাতে??
Ha....etai amader Rajshahi
Sohel vi apnar dawat roilo
Rajshahi amar পূর্ব পুরুষ দের শহর, dekhe jol ese gelo chokhe ....
Love from India
ghure jaben dada, amontron roilo.
রাজশাহীর যে ফারস্ট বিউটা দিলেন সেটা একেবারে আন্তর্জাতিক মানের, খুব ভালো লাগলো,, চেষ্টা করলে আমরা এরকম ভালো ভালো লুক ক্যামেরায় বন্দী করে দেশকে সুন্দরভাবে বিদেশীদের কাছে উপস্থাপন করতে পারি,,
এককথায় অপুর্ব আমাদের রাজশাহী 👍👍👍👍👍 অনেক ধন্যবাদ এত সুন্দর করে প্রেজেন্ট করার জন্য
INDIA🇮🇳 থেকে বলছি রাজশাহী শহর টি সত্যি খুব সুন্দর ♥️
খুব সুন্দর ভিডিও। সুন্দর উপস্থাপনা। রাজশাহী শহর এত্ত সুন্দর জানা ছিল না। সবুজ একটি শহর। বাংলাদেশের অন্য সব শহর কর্তৃপক্ষের উচিৎ রাজশাহী শহরটিকে মডেল হিসেবে নেয়া। ব্যস্ত হয়ে গেলাম রাজশাহী বেড়াতে যাবার জন্য ইন শা আল্লাহ।
আমার বাড়ি রাজশাহীতে আসেন ঘুরে যান
U R wellcome in our city
Invite roilo
আমার সৌভাগ্য হয়েছিল কিছুদিন রাজশাহীতে থাকার।
তার কিছু অভিজ্ঞতা -----
আপনি অসুস্থ?? পদ্মা পাড়ে চলে যান।
মন খারাপ??? মুক্তমঞ্ছ আছে তো....
ক্ষুধার্ত??? কম দামে মানসম্মত খাবার রাজশাহীতে ছাড়া অন্য কোথাও পাওয়া যায় কিনা জানা নেই।
Love from Bogura
যদিও রাজশাহী শহরে কখনো যাওয়া হয়নি, আপনার ভিডিও দেখে মনে হয়েছে রাজশাহী বাংলাদেশের সবচেয়ে সুন্দর শহর।।।।।।
আসলেই অনেক সুন্দর
Yes
আমার বাড়ি রাজশাহী আপনার দাওয়াত রইলো ভাই,
@@rubelhossen6268 Ok আসব আমি ও রাজশাহীর একজনকে কুজতেছি সিলেটে গিয়ে লেখা পড়া করেছে এখন কোথায় আছে জানি না
১০০%
এ শহরটা নির্মাণের স্বপ্নদ্রষ্টা ও সকল কারীগরকে প্রাণ ঢালা অভিনন্দন।
রাজশাহী তো দেখছি,বাংলাদেশের সবচেয়ে সুন্দর শহর। মুগ্ধ হয়ে গেলাম।
আমি গর্বিত, আমার জেলা ও বিভাগ দুটোই রাজশাহী। যখন সকলেই বলে রাজশাহীর মানুষদের মন খুবই ভালো আর পরিস্কার তখন গর্বে বকটা ভরে যায়।
প্রাণের শহর রাজশাহী❤️
ভালোবাসা রাজশাহী থেকে❤️
এই রাজসাহী শহরটি খুবই সুন্দর।ধন্যবাদ।আমরা সমগ্র বাংলাদেশ এইশহরের মতো চাই।
শিক্ষা মানুষকে সভ্য করে,সুন্দর করে নগরকে|
শিক্ষানগরী রাজশাহী কে দেখুন,সম্বিলিতভাবে দেশকে শিক্ষিত করুন-সুন্দর করুন|
আমাদের কে অনেকে বলে ভাইয়া যে শিক্ষিত হয়ে কি করবি। তোদের রাজশাহীতে অনেকেই বেকার 😥
নোয়াখালী থেকে বলছি,রাজশাহী শহর সত্যি অনেক অনেক উন্নত হয়েছে দেখে অনেক ভালো লাগলো ❤️❤️
নোয়াখালীতে কোন বালের কাজ হয়েছে।
Dawat roilo vaia..Smy kore obossoi ekhane ghurte asben❤❤
ও আমার আল্লাহ আলহামদুলিল্লাহ, এতো সুন্দর শহর মনেহচ্ছে বিদেশের কোন শহর ।
গিয়েছিলাম রাজশাহী, সুন্দর ছিমছাম একটা শহর।
চট্টগ্রাম থেকে বলছি। রাজশাহী অনেক উন্নত হয়েছে 🇧🇩🇧🇩🇧🇩🇧🇩
আমি মাত্র সাতটি শহর ঘুরে দেখেছি। যার মধ্যে রাজশাহী শহর সবচেয়ে বেশি সুন্দর।
বরিশাল এবং কক্সবাজার শহরও ভালো লাগে
@@rakibhossen2638আমি খুলনা এবং সিলেট দেখেছি।
আমার কাছে ভালো লেগেছে।যদিও খুলনা সম্পূর্ণ ঘুরে দেখতে পারি নাই।আর রাস্তাঘাটের কাজ চলছিল।
সিলেট ভালো হবে একটু কনজাস্টেট। সিলেটে টুরিস্ট বেশি।
তবে ঢাকা,গাজিপুর,নারায়ণগঞ্জ, নরসিংদীর 🤢🤮 চাইতে অনেক ভালো।
রাজশাহী আমার অহংকার! রাজশাহীতে জন্ম নিয়ে গর্ববোধ করি
ভাই আমিও ❤️❤️❤️
আমি ও
ভিডিও বানানর জন্য অনেক ধন্যবাদ 💕💕
রাজশাহী সিটি করপোরেশন এখন সবচেয়ে বেশি জর দিতেছে শহরের রাস্তা-ঘাট উন্নয়নের দিকে।রাজশাহীতে কৃষি বিশ্ববিদ্যালয় মেডিকেল বিশ্ববিদ্যালয় স্থাপনের কাজ চলমান।রাজশাহীর আশেপাশে আরও কয়েকটি শিল্পনগরী গড়ে তোলার কাজ চলতেছে।এছাড়াও রাজশাহী বিমানবন্দরের আন্তর্জাতিকরন,রাজশাহীতে আন্তর্জাতিক নৌবন্দর স্থাপন,রাজশাহীর আয়তন আরও ৩-৪ গুন বড় করার কাজ চলমান সব মিলিয়ে আগামী ৫-১০ বছরে রাজশাহী একটি বিশ্ব মানের আধুনিক শহরে পরিনত হবে ইনশাআল্লাহ
bro,Rashahite asba kbe
@@rajshahi_explorer360
দেখি ছুটি পেলে আসবনি।
ভাবতে অবাক লাগে বাংলাদেশে এমন শহর আছে ।
আমাদের রাজশাহী শহর
@bachelor kitchen and Foods hmm etai amader Rajshahi...
আপনার রাজশাহী বেরানোর দাওয়াত রইল
আমাদের প্রিয় শহর রাজশাহী 🖤🖤🖤
নিজের শহরটি ভিডিওর মাধ্যমে দেখতে সত্যি খুব ভালো লাগলো।
আমরা রাজশাহীবাসী সত্যি আমাদের প্রিয় শহর নিয়ে গর্বিত 🌸
আমি মালদা পশ্চিমবঙ্গ ভারত থেকে মোহাম্মদ জাকির হোসেন আপনার ভিডিও
দেখছি। সত্যিই রাজশাহী সিটি একটা ক্লিন সিটি। আমার খুব ইচ্ছা ফ্যামিলি সহ বাংলাদেশ ঘুরতে যাবো।
Really impressed with Rajshahi City. From California, USA
শহরটা আসলে এত সুন্দর। তাও বাংলাদেশে ভাবতে ই ভালো লাগছে
Thanks 🥰🥰
একজন রাজশাহী বাসী হয়ে গর্ব অনুভব করছি🥰
সুন্দর ডিটেইল্ড ভিডিও।আমরা যারা রাজশাহীর বাইরের তাদের কাছে পুরা বিষয়টি সম্বন্ধে ধারনা পেলাম।এরকম ভিডিও দ্বিতীয়টি নাই ইউচুবে
আমার dream university হলো রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং রুয়েট । ইনশাআল্লাহ আমি আমার স্বপ্ন টা পূরন করতে পারব এবং রাজশাহীতে থাকতে পারব । এই দুইটা select করার কারণ হলো রাজশাহী শহরের পরিচ্ছন্নতা And weather । Dhaka একটা দূষিত শহর । ওই কারণে ওটা select korini . Thanks for creating this wonderful video...💕💕
ছোটভাই তোমার কি রাবিতে অথবা রুয়েটে চান্স হয়েছে? আমি রাবিতে পড়াশুনা করি
অবহেলিত বিভাগীয় শহর বরিশাল । যত্নে গড়া বিভাগীয় শহর রাজশাহী। খায়রুজ্জামান লিটনের কোন তুলনা নেই।
বরিশালের মেয়র হলো চোর ও ধান্দাবাজ
খায়রুজ্জামান লিটন হলো বাংলাদেশের জাতীয় ৪ নেতার একজন কামরুজ্জামানের ছেলে।
রাইট
উত্তরবঙ্গ তো আরো বেশি অবহেলিত।
@@gravity2829 Right
রাজশাহী আামাদের প্রাণের শহর, অাপনাকে অনেক ধন্যবাদ।
রাজশাহীবাসী হয়ে গর্বিত আমি🎉💮🇧🇩🇧🇩🕊️
রাজশাহী শহর টা দেখে আমার অনেক ভালো লাগলো আশা করি আপনি রাজশাহীর ঐতিহ্য আমায় কিছু স্থান দেখাবেন
So beautiful city "RAJSHAHI ...the green city of Bangladesh"
Many Many thanks to Bhaijan form India
Love from Bangladesh 🇧🇩
❤️❤️❤️✌️
Onk sondor akta city..
প্রানের শহর রাজশাহী। প্রাণের রাজশাহী শহর কে দেখানোর জন্য বিড়াল সমাজের পক্ষ থেকে অনেক ধন্যবাদ।
❤️❤️❤️🌹
Watched your video from Canada. I had seen Rajshahi in 1972 when my brother was a doctor in the Rajshahi Medical College. Really wonderful. It is an international standard city and should receive a green or clean city award.
❤️❤️❤️
অসংখ্য ধন্যবাদ রিয়াদ ভাই। আমাদের প্রানের শহর রাজশাহী। আমের সময় চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ ও আম নিয়ে ভিডিও বানানোর জন্য আপনার দাওয়াত রইলো।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হয়ে রাজশাহীতে বসবাস করতে করতে অন্য শহরে বসবাস করতে যেতে ইচ্ছে করে না!রাজশাহী এত পরিচ্ছন্ন, গোছানো, খোলামেলা; যারা প্রকৃতি ভালোবাসেন;সেই সাথে নাগরিক জীবন, তাদের রাজশাহী অবশ্যই ভালো লাগবে!!এখানকার মানুষজনও বেশ ভালো!
বিঃদ্রঃ আমার জেলা কিন্তু রাজশাহী না।বিশ্ববিদ্যালয়ে পড়ার সুবাদে এখানে থাকা হয়।
সিলেটে এসে দেখেন সিলেট কেমন🙂
You thing money can't buy happiness 😆 habibi come to Chittagong ✌️
Amio Rajshahir akorshonei 89-90 session*r Rajshahi unv Economics*er student silam kintu onk kosto lagleo chole aste baddho hoi DU *te chance pawate .bortoman prithibir sobcheye fantastic r gorgeous city holo Rajshahi r taar karon hoilo Rajshahi*r lokjon khubi osadharon rokomer valo !
শুধু বিশবদ্যালয়ের ছাত্ররা খারাপ।
@@nasimulhossenjaif6804 habibi come Sylhet
রাজশাহী অনেক সুন্দর।
খুব ভালো লাগছে। রাজশাহীর মেয় র সাহেবকে অশেষ ধন্যবাদ।
আমাদের সিলেটকে ও এইরকম করা উচিত।সিলেটে অর্থ আছে( অনেকে ২য় লন্ডন বলে) কিন্তু মহাপরিকল্পনা নাই।
ধন্যবাদ।
সিলেট হবে কি ভাবে টাকা আছে এখতা নাই
স্মৃতির শহর রাজশাহী। অনেকদিন পর দেখলাম শহরটা। আহ, কত শত অজস্র স্মৃতি রয়েছে আমার এ শহর ঘিরে! তারুণ্য শুরুর সেই উত্তাল, উথাল পাতাল অনুভূতি গুলোর সাথে জড়িয়ে রয়েছে এ শহর। নস্টালজিয়া টা মাঝে মধ্যে খুব কষ্টকর লাগে, অথচ ভালোই ছিলাম সে সময় টাতে। ভাল থাকুক প্রিয় শহর রাজশাহী।
❤️❤️❤️
Rajshahi city has depeloved tremendously in last 7 years...
Always appreciated the laid back and chilled vibe from this city..
Born and brought up in Rajshahi..
রাজশাহী নিয়ে ভিডিও বানানর জন্য অনেক ধন্যবাদ 💕💕
রাজশাহী সিটি করপোরেশন এখন সবচেয়ে বেশি জোর দিতেছে শহরের রাস্তা-ঘাট উন্নয়নের দিকে।রাজশাহীতে কৃষি বিশ্ববিদ্যালয় মেডিকেল বিশ্ববিদ্যালয় স্থাপনের কাজ চলমান।রাজশাহীর আশেপাশে আরও কয়েকটি শিল্পনগরী গড়ে তোলার কাজ চলতেছে।এছাড়াও রাজশাহী বিমানবন্দরের আন্তর্জাতিকরন,রাজশাহীতে আন্তর্জাতিক নৌবন্দর স্থাপন,রাজশাহীর আয়তন আরও ৩-৪ গুন বড় করার কাজ চলমান সব মিলিয়ে আগামী ৫-১০ বছরে রাজশাহী একটি বিশ্ব মানের আধুনিক শহরে পরিনত হবে ইনশাআল্লাহ
Beautiful city lots of greenery, from London.
❤️❤️❤️
পরিস্কার - পরিচ্ছন্নতা হলো প্রকৃত মানুষের একটি লক্ষণ।
রাজশাহীতে একবার গিয়েছিলাম,, আসলেই অনেক সুন্দর..!!
Rajshahi is a nice city. I stayed 4 years in this city. Two years as Rajshahi Govt college student and two years as a service holder. Green and clean city.
রাজশাহী বাসির পক্ষ থেকে সাবাইকে ধন্যবাদ
❤️❤️❤️
Amar city rajshahi city,,,,video onek darun hoeche via,,,,, thank u rajshai sohor eto sundor kore dekhanor jonno,,,,
❤️❤️❤️👍
Nice , love from Assam ❤️
❤️❤️❤️✌️
সবচেয়ে মূল্যবান সম্পদ ও সৌন্দর্য হলো প্রকৃতি। আমাদের উচিত বাংলার এ প্রকৃতিকে রক্ষা করা এবং একটা জিনিস কখনো ভুলে যাব না যে দেশের পরিষ্কার-পরিচ্ছন্নতা আমাদের হাতে।
❤️👍
গতমাসে গিয়েছিলাম রাজশাহীতে। অনেক সুন্দর শহর। সাশ্রয়ী+পরিচ্ছন্ন শহর বলতে রাজশাহীকেই বোঝায় হয়তো। আমি রাজবাড়ীর মেয়ে আর রাজশাহী আমার হবু শ্বশুর বাড়ি।
Amder vabi
তাই নাকি অনেক ভালো
@মায়াজাল জ্বি আচ্ছা ভাইয়া। আপনার বাসা রাজশাহীর কোথায়?
@@dailysomoykhobor24 আপনাদের অঞ্চলের মানুষগুলো অনেক বেশি অতিথিপরায়ন
@@Afairytales ha apni tik dorechen
Bangladesh er vitor ato sundor shahor ace. Ami aback. I love rajshahi
মাশাল্লাহ খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন। আমার খুব ভালো লাগছে। মনে হচ্ছে এখানে একটা বাড়ি কিনতে ।
অত্যন্ত সুন্দর এবং গুছানো শহর,দেখে মন ভরে গেলো আমার মনে হয় সারা বাংলার সুন্দর জায়গা রাজশাহী শহর।😮😮😮
রাজশাহী শহরটা এত সুন্দর আগে জানা ছিল না, শহরটা বাস্তবেই অনেক গোছানো ছিমছাম আর সবুজ পাতায় ঘেরা, ভালো লাগলো 👏👏
ভালোবাসার আরেক নাম রাজশাহী বিভাগ 🥰 সুন্দরতম দেশ আমাদের প্রিয় বাংলাদেশ 🥰
আমাদের নগরকে নিয়ে ভিডিও বানানোর জন্য ধন্যবাদ 🙂
❤️❤️❤️✌️
আমার প্রানের রাজশাহী 💘💘💘💘
অনেক সুন্দর রাজশাহী শহর দেখে খুব ভালো লাগলো ।
৬৪ জেলার মাঝে সবচেয়ে ক্লিন সিটি এই রাজশাহী, অসাধারণ দেখতে, মুন্সিগঞ্জ থেকে ভালোবাসা
আমার বাবার বাড়ি খুলনা শহরও সুন্দর, আর শশুর বাড়ি রাজশাহি তার থেকে সুন্দর।
Amr bari rajsahi r amr vabir bari khulnai🙂🙂🙂🙂
Sosurbari besi sundor naki apu
বাংলাদেশের মধ্যে সবচেয়ে সুন্দর শহর ও বিশ্ব বিদ্যালয়।
মাশাআল্লাহ ।😍 এতো সুন্দর পরিপাটি শহর! এতো সুন্দর শহর ছেড়ে মানুষ কেনো যে ঢাকামুখী হয়😔 এ ভিডিও না দেখলে জানতেই পারতাম না রাজশাহী এতো সুন্দর 😍।
Apu Mills and Factory ney kaj kora to khete hobe. Govt industrial zone banachhe na tai khudar jala boro jala
কারন বাংলাদেশের সবকিছু আর সবধরনের সুযোগ সুবিধা একমাত্র ঢাকাতেই রয়েছে
Wonderful city thanks for your Video
❤️❤️❤️
O my god.. Akebare package akta city...just awesome
খুব সুন্দর করে ভিডিও করে আমার শহরকে রিপ্রেজেন্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ।
ঢাকার থেকে রাজশাহী অনেক পরিষ্কার পরিচ্ছন্ন ৷
রাজশাহী মানে,, অসাধারণ শহর❤️❤️❤️❤️
আমি সিলেট থেকে বলছি বাংলাদেশের সব চেয়ে সুন্দর এবং পরিচন্ন রাজশাহী
আসলেই ত অনেক সুন্দর,রাজশাহীর মেয়র কে সারা বাংলাদেশে প্রতিটি জেলা শহরে দুই বছর করে নিয়োগ দিলে ভাল হত।
প্রানের শহর ঢাকাতে ২০১২ থেকে থাকি ২০২১ থেকে রাজশাহী তে পথচলা শুরু অসম্ভব পরিছন্ন একটি শহর
আমার প্রাণের শহর রাজশাহী। A concrete version of paradise ❤️
ধন্যবাদ ভাইয়া আপনাকে। রাজশাহীকে এত সুন্দর ভাবে উপস্থাপন করার জন্য। মূলত রাজশাহীর অবকাঠামোগত উন্নয়ন এর মূল কারিগর রাজশাহী মাটি ও মানুষের নেতা, রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র জনাব এ,এইচ,এম খায়রুজ্জামান লিটন ভাই। আল্লাহ তাআলা তাকে নেক হায়াত দান করুক। ❤️❤️❤️
আমার দেখা সবচেয়ে সুন্দর ভাবে সাজানো ভিডিও।
❤️❤️❤️✌️
সত্যি আমাদের রাজশাহী শহর খুব সুন্দর
এত সুন্দর সাজানো গোছানো দেখে প্রেমে পড়ে গেলাম রাজশাহীর
এমন সুন্দর একটি শহর এত সুন্দরভাবে দেখানোর জন্য রিয়াদ ভাইয়া আপনাকে অসংখ্য ধন্যবাদ
❤️❤️❤️
পরিষ্কার-পরিচ্ছন্তায় সুন্দর রাজশাহী শহরটি সারাদেশের শহরগুলির জন্য অনুকরনযোগ্য একটা চমৎকার উদাহরণ!
❤️❤️❤️👍
Apnar video dekhe Rajshahi jete iccha korche.Eto shundor city!
রাজশাহী শহরটা তো খুবই সুন্দর 😍
খুব ইচ্ছে রাজশাহী ঘুরতে যাওয়ার।
আমার দেখা সবচেয়ে পরিস্কার ও গুছানো শহর হচ্ছে রাজশাহী। আমি বরিশালের বিভাগের, কিন্তু রাজশাহী শহরে দুইবার গিয়েছি ২০১৬ ও ১৭ সালে, খুবই নিরিবিলি শহর। এখন তো মনে হয় আরও উন্নত হয়েছে।
বর্তমানে আরো উন্নত হয়েছে
সকল বিভাগের মধ্যে রাজশাহী
সেরা বেষ্ট।
রাজশাহী আমার শহর। আমি গর্ববোধ করি রাজশাহীতে জন্মেছি বলে। আমার ধারণা রাজশাহী বাংলাদেশের মধ্যে সবচেয়ে সুন্দর শহর। রাজশাহীকে এতো সুন্দর করে তুলে ধরার জন্য আপনাদের ধন্যবাদ।
❤️❤️❤️
অসাধারণ লাগলো। আসলেই এসব সিটিগুলো দেখলে বিদেশী সৌন্দর্য চোখে লাগবে না।
আলহামদুলিল্লাহ, আমাদের প্রিয় শহর রাজশাহী সবদিকে পরিস্কার পরিচ্ছন্ন।
I am from Kolkata, after seeing this video I am interested to reside Rajsahi.
U r hindu.
সত্যি খুবি সুন্দর রাজশাহী শহর
Video ta khub bhalo laglo . Bangladesh dekhar khub echchha
thaklo , Kolkata theke .
Best city in Bangladesh.