মারজুক রাসেলের প্রতি সম্মানের জায়গাটা অনেক বেশী বেড়ে গেলো। সত্যিকারের শিল্পী। বহুমুখী প্রতিভাবান তারকা শিল্পী। তাকে শুধু চিনতাম নাটকেই। কিন্তু এতগুলো জনপ্রিয় গান যে তার লেখা, ভাবতেই অবাক লাগছে। সেলুট গুরু। আরও বড় হও। তুমি মারজুক রাসেল একজনই, লাখো কোটিতে একজনই হও সেই কামনা করি।
মারজুক রাসেলের যে এত ভাল ভাল গান আছে আগে কখোনো জানতামনা। কয়েকটা গানের নাম শুনে আমার মনে হয়েছে আসলেই তিনি সত্যি কারের কবি।মানুষের ভিতরে মেধা থাকলে এবং যদি লেগে থাকা যায় তবে এক দিন না এক দিন সে সফল হবেই। মারজুক রাসেলই তার উদাহারন।আমি আমার মন থেকে সুভ কামনা এবং প্রান উজার করে আল্লাহর কাছে প্রার্থনা করি। তার সকল ইচ্ছা যেন আল্লাহ তালা পুরুন করেন আমিন।
ধন্যবাদ এত গুরুত্বপূর্ণ তথ্য দেবার জন্য কোনোদিন স্বপ্নেও ভাবি নি যে marjuk russel এত বড় মাপের মানুষ ।। বিশেষ করে mira bai যে তার গান এটা শুনে এবং তারপর দেখে আরও শিহরিত হলাম
গুরু জেমসের যত হিট গান আছে তার 90% মারজুক ভাইয়ের। বেপারে টা আমার ও জানা ছিল না।মেরা বাই গানটি জেমসের প্রথম উল্টা পাল্টা ফাটাফাটি গান। তুমি ভাসবে যে জলে .....তাও মারজুক ভাইয়ের।।।।।ভিতর বলে বাহির থাক ....... নেন্সির বিক্ষাত গান টাও মারজুক ভাইয়ের।
আজাইরা,,,,এসব কইত্তে পান জেমস হিট হয়ে যাওয়ার ঠিক আছে বন্ধু লেইস ফিতা লেইস এবং পরবর্তীতে যেসব গান গেয়েছেন তার কিছুগান ১০/১৫টার মত মারজুক রাসেলের লেখা👍 জেমস যেসব গান গেয়ে টপ লেভেলে গেছে,,,,তার বেশিরভাগ প্রিন্স মাহমুদ দেহলভি এদের লেখা,,,একজনকে উঠাতে গিয়ে কতজন সম্মানজনক লোকের অবদান কে ছোটো করে ফেলেন,,,,সেটাকি বুঝেন? তোর পাবলিক👎
কি বলে শুরু করবো বুঝতে পারছি না... আমি আবেগ প্লুত হয়ে গেলাম... মারজুক ভাই এর অভিনিত অনেক নাটক দেখেছিএবং আমার তাঁর অভিনয় বাচনভঙ্গি বডিলেংগুয়েজ ইত্যাদি আমার মনে দাগকাটে.... সেই থেকে চেনা। আজ অনেক দিন পরে আবার তাকে নতুন করে চিনলাম... তার জীবন কাহিনী আমার জীবন কাহিনীর সাথে হুবহু মিলে যায়... সব সমীকরণ! আমি ও। স্কুল থেকে- মাদ্রাসা- থেকে কলেজে পড়ি কিন্তু অভাব ও দারিদ্রতার সাথে যুদ্ধ করে এগুতে পারি নাই... এখনো মনের ভিতরে সেই শিল্পী সত্তা গুমরে কাঁদে। ধন্যবাদ ভাই রাসেলভাইকে নিয়ে এ প্রতিবেদেনের জন্য... রাসেল ভাই এর যোগাযোগের লিংক দিবেন।
আমি মারজুক রাসেল ভাইয়ের একজন ভক্ত। উনার অভিনয় আমার কাছে অনেক ভালো লাগে। আমি জানতাম না যে উনি জীবনে এতো সংগ্রাম করেছে উনার জীবন কাহিনী শুনে আমার চোখে পানি চলে এসেছে। শুভকামনা রইল তার প্রতি। আল্লাহ যেন তাকে দীর্ঘায়ু করুক।
অনাকে অনেক অনেক অভিনন্দন অনার এগিয়ে যেতে ঈশ্বর অনার সহায় হোক। ধন্যবাদ সবাই ভাল থাকবেন এবং সবাই কে ভাল রাখবেন মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য একটু সহানুভূতি কি মানুষ কি পেতে পারেনা ও বন্ধু
An exceptionally well presented video about an exceptionally multi-faceted Talent and above all, a Good Human. A real motivational and inspiring video for others to follow. Thank you. And Marjuk, you really deserved respect, please carry on and go long. Our prayers with you.
রাত ২টায় কমেন্ট করলাম, গুরুকে নিয়ে💝💝
বাহির বলে দূরে থাকুক,ভিতর বলে আসুক না।
এই গানটার লেখক মারজুক রাসেল দেখার পর আমি গুরুর ভক্ত হয়ে গেছি
মারজুক রাসেলের জীবনী নিয়ে সিনেমা বানালে সেটা হবে দেশের সব চাইতে হিট সিনেমা।
রাইট
Asolei ekta cinema hoya uchot
কথা কিন্তু সত্য আপনার ভাই 🖤
Right..
@@mohimamou828 অর 9এ
মারজুক রাসেলের প্রতি সম্মানের জায়গাটা অনেক বেশী বেড়ে গেলো। সত্যিকারের শিল্পী। বহুমুখী প্রতিভাবান তারকা শিল্পী। তাকে শুধু চিনতাম নাটকেই। কিন্তু এতগুলো জনপ্রিয় গান যে তার লেখা, ভাবতেই অবাক লাগছে। সেলুট গুরু। আরও বড় হও। তুমি মারজুক রাসেল একজনই, লাখো কোটিতে একজনই হও সেই কামনা করি।
দোয়া রইল
স্যালুট
এক জীবন্ত লিজেন্ড। বাংলাদেশ মূল্য দিতে পারলো না ত্রি-কোয়াটার পরা, বাউণ্ডুলে লেখক, ভরা কন্ঠের অভিনেতাকে। আমার প্রথম পছন্দ 🇧🇩😍
লিজেন্ডস ভিঈ
বাংলাদেশ কিভাবে ওনার মূল্য দিবে আপনি বলেন?
মারজুক রাসেলের যে এত ভাল ভাল গান আছে আগে কখোনো জানতামনা। কয়েকটা গানের নাম শুনে আমার মনে হয়েছে আসলেই তিনি সত্যি কারের কবি।মানুষের ভিতরে মেধা থাকলে এবং যদি লেগে থাকা যায় তবে এক দিন না এক দিন সে সফল হবেই। মারজুক রাসেলই তার উদাহারন।আমি আমার মন থেকে সুভ কামনা এবং প্রান উজার করে আল্লাহর কাছে প্রার্থনা করি। তার সকল ইচ্ছা যেন আল্লাহ তালা পুরুন করেন আমিন।
অসাধারণ
দারুন
গুরু 💝💝
উনার অভিনয় আমাকে মুগ্ধ করে। উনার অভিনয় খুবই সাবলীল।আজ জীবনিটা যেনে শ্রদ্ধা বেড়ে গেল।ভারত থেকে আমি।
অনেক সুখ দঃখ বেদনা নিয়ে এক ভালো লাগা, ভিডিটি না দেখলে উনার জিবনি কারো জানা হতো না,,এত সুন্দর গান তার লেখা কখনো ভাবিনি,,আনেক ভালো লাগলো,,
আপনি হয়তো এই ভিডিও দেখে জানতে পারছেন আমরা সেই ২০০০সাল থেকে দেখে আসতেছি
নম্র ভদ্র ও শান্ত সভাবের ছেলে marjuk রাসেল। ওর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি।
আমার দেখা শেরা লিজেন্ড, আজকে ওনার জীবনি শুনে আমি পুরাই হতভম্ব
বহুমুখী প্রতিভার অধিকারী মারজুক রাসেল।
তার জন্য নিরন্তর শুভকামনা।
Khub valo legeche, songrami jibon
বায়োবসের আরও ভিডিও চাই, ❤❤❤
খুব সুন্দর। অনুভূতি জীবনকে ভেতরকে নাড়া দিলো। একটা আলোড়ন সৃষ্টি হয়েছে।
সেরকম একজন
প্রিয়জনদের মধ্যে অনন্য এক নাম গুরু মারজুক রাসেল ""
এক কথায় অসাধারণ একজন মানুষ মারজুক রাসেল ভাই চেস্টা করবো তাকে অনুসরণ করতে আমার গুরু রাসেল ভাই
ধন্যবাদ এত গুরুত্বপূর্ণ তথ্য দেবার জন্য
কোনোদিন স্বপ্নেও ভাবি নি যে marjuk russel এত বড় মাপের মানুষ ।।
বিশেষ করে mira bai যে তার গান
এটা শুনে এবং তারপর দেখে আরও শিহরিত হলাম
বাহির বলে দূরে থাকুক,ভিতর বলে আসুক না।
এই গানটার লেখক মারজুক রাসেল দেখার পর আমি গুরুর ভক্ত হয়ে গেছি
আমার ব্যক্তিত্বের একজন 😍
ভালবাসা অবিরাম গুরু মারজুক রাসেল ❤
আপনি বিখ্যাত হয়ে উঠেননি এখনো তাই, আপনি বলুন আপনি ওনার মতো।
আমাদের খুলনা দৌলতপুর থাকতেন সে
ভাই তুমি সেরা।
প্রিয় একজন কবি,অন্যরকম বস
মাহবুবুর ভাইয়ের ভোকালটাও এখানে অন্যরকম সুন্দর লাগলো।😍💓
মারজুক রাসেল ভাই যে এতো গুণি মানুষ তা আগে জানা ছিলোনা।
শুভকামনা তার জন্য
গুরু জেমসের যত হিট গান আছে তার 90% মারজুক ভাইয়ের।
বেপারে টা আমার ও জানা ছিল না।মেরা বাই গানটি জেমসের প্রথম উল্টা পাল্টা ফাটাফাটি গান। তুমি ভাসবে যে জলে .....তাও মারজুক ভাইয়ের।।।।।ভিতর বলে বাহির থাক ....... নেন্সির বিক্ষাত গান টাও মারজুক ভাইয়ের।
আজাইরা,,,,এসব কইত্তে পান
জেমস হিট হয়ে যাওয়ার ঠিক আছে বন্ধু লেইস ফিতা লেইস এবং পরবর্তীতে যেসব গান গেয়েছেন তার কিছুগান ১০/১৫টার মত মারজুক রাসেলের লেখা👍
জেমস যেসব গান গেয়ে টপ লেভেলে গেছে,,,,তার বেশিরভাগ প্রিন্স মাহমুদ দেহলভি এদের লেখা,,,একজনকে উঠাতে গিয়ে কতজন সম্মানজনক লোকের অবদান কে ছোটো করে ফেলেন,,,,সেটাকি বুঝেন?
তোর পাবলিক👎
মারজুক ভাইয়ের জীবনী অজানা ছিলো। ভালো লাগলো 😍
নেংটা কবিতা লিখলেও মারজুক রাসেলের কবিতা পড়ে আমি খুবই মজা পায়।
বাহির বলে দূরে থাকো গানটি খুবই প্রিয় আমার।
শুভকামনা রইলো মারজুক রাসেলের প্রতি।
খুবই সুন্দর একটি ভিডিও যা অনেক দরিদ্র মেধাবীকে উৎসাহ যোগাবে। শুভ কামনা আপনাদের জন্যে।
খুবই সুন্দর
অসাধারণ সৃষ্টিশীল মানুষ মারজুক রাসেল। তার লেখনীতে মন ভোলানো জাদু আছে। ভালোবাসা রইলো প্রিয় মারজুক রাসেল।
Osadharon protiva
খুব সুন্দর উপস্থাপনা,ধন্যবাদ।
মারজুকের কন্ঠস্বর অন্যদের থেকে আলাদা।।
আপনার ধারা বর্ননা অসাধারন, অসাধারন কন্ঠ আপনার, ভাল থাকবেন আপনি
একটা প্রতিভার নাম,
দি মারজুক রাসেল।
Obiram Valobasha Guru Russel💖
Pray for Mazuk success. Very talented and one piece.
tumi ageye jau marzuk doya roilo
মারজুক রাসেলের জীবন কাহিনী নিয়ে একটা সিনেমা হলে ভালো হবে।
আমি গোপালগঞ্জ থেকে ভাইকে খুব মিস করতেছি
কখনো ভাইকে সামনে পেলে দৌরে গিয়ে জরিয়ে ধরবো পরে জা হবার হবে
ভালো লাগার মানুষকে নিয়ে অনেক সুন্দর উপস্থাপনা করেছেন, অনেক ধন্যবাদ🥰
বলাটা সুন্দর হয়েছে, সামনে এগিয়ে যান শুভ কামনা রইলো। 🙂
অশেষ ধন্যবাদ। সাথে থাকুন।
মারজুক রাসেলের ব্যাচেলর পয়েন্ট অভিনয় দারুন
অসাধারণ প্রতিভা আমার খুব প্রিয় এই অভিনেতার
Gunider niye kotha sunte o vlo lage
অনেক অনেক ধন্যবাদ আপনাদের।
প্রিয় ব্যক্তির জীবনী উপস্থাপন করার জন্য
অসাধারণ জীবনী r বলার ভাষা onak সুন্দর laglo
Salam !
অনুপ্রাণিত হলাম তার জীবন সংগ্রাম, সাহসিকতা ও ধৈর্য দেখে।
সত্যিই অনুপ্রাণিত হবার মতন। আমরা মানুষকে ওপরে যতোখানি যাই ভাবি, ভেতরটা চেনা এতো সহজ নয়। ধন্যবাদ।
কি বলে শুরু করবো বুঝতে পারছি না... আমি আবেগ প্লুত হয়ে গেলাম... মারজুক ভাই এর অভিনিত অনেক নাটক দেখেছিএবং আমার তাঁর অভিনয় বাচনভঙ্গি বডিলেংগুয়েজ ইত্যাদি আমার মনে দাগকাটে.... সেই থেকে চেনা। আজ অনেক দিন পরে আবার তাকে নতুন করে চিনলাম... তার জীবন কাহিনী আমার জীবন কাহিনীর সাথে হুবহু মিলে যায়... সব সমীকরণ! আমি ও। স্কুল থেকে- মাদ্রাসা- থেকে কলেজে পড়ি কিন্তু অভাব ও দারিদ্রতার সাথে যুদ্ধ করে এগুতে পারি নাই... এখনো মনের ভিতরে সেই শিল্পী সত্তা গুমরে কাঁদে। ধন্যবাদ ভাই রাসেলভাইকে নিয়ে এ প্রতিবেদেনের জন্য... রাসেল ভাই এর যোগাযোগের লিংক দিবেন।
আমার দেখা খুব প্রিয় একজন মানুষ।।
ধন্যবাদ,
কিংবদন্তি ❤️❤️❤️
মারজুক রাসেল বাংলাদেশের একজন সুপ্ত প্রতিভা। এই সুপ্ত প্রতিভা কে কেউই দাবিয়ে রাখতে পারেনি তা আপনা আপনিই প্রকাশিত হবেই। আই লাভ ইউ কিংবদন্তি ❤️❤️❤️
আমি মারজুক রাসেল ভাইয়ের একজন ভক্ত। উনার অভিনয় আমার কাছে অনেক ভালো লাগে। আমি জানতাম না যে উনি জীবনে এতো সংগ্রাম করেছে উনার জীবন কাহিনী শুনে আমার চোখে পানি চলে এসেছে। শুভকামনা রইল তার প্রতি। আল্লাহ যেন তাকে দীর্ঘায়ু করুক।
i9ookoooooooollooollopppppoppppokillll. nnm. mkpp(kooooooioooooopppp
উনি নিজেই আল্লাহ কে বিশ্বাস করেন না।
@@umarfaruqueenayan45 কেন উনি কি নাস্তিক নাকি? আর উনাকে তো বিভিন্ন নাটকে টুপি পরা অবস্থায় দেখা যায়।
অসাধারণ .........ডকুমেন্টারি
marjuk mama amar...brilliant... gopal gonjer kriti sontan..
SALUTE VIJAN..ALLAH BLESS U ND ALL
অনাকে অনেক অনেক অভিনন্দন
অনার এগিয়ে যেতে ঈশ্বর অনার সহায়
হোক। ধন্যবাদ
সবাই ভাল থাকবেন এবং সবাই কে ভাল রাখবেন
মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য একটু সহানুভূতি কি মানুষ কি পেতে পারেনা ও বন্ধু
কন্ঠ খুব সুন্দর। এক কথায় অসাধারণ best of luck
Gurur jiboner golpo shune khub valo laglo. Subscribe korlam
মারজুক ভাইয়ের বাড়ি গোপালগঞ্জ কোথায় কোন থানায়
মারজুক ভাইকে নিয়ে এমন ভিডিও করার জন্য অনেক ধন্যবাদ। রাসেল ভাই সেরা❤️
মারজুক রাসেলকে যারা চেনেনি তারা একজন জাত শিল্পীকে মিস করলো
মারজুক বসের কমেন্ট পড়তে এসে
মুগ্ধ হয়ে গেলাম
আমার প্রিয় একজন মানুষ
খুব উত্সাহিত হলাম, এ রকম বাস্তব ঘটনা নিয়ে আরও ভিডিও চাই।
বাস্তবেও একজন অভিনেতা প্রিয় মারজুক ভাই ❤
প্রিয় অভিনেতা, মারজুক রাসেল।
অনেক ধন্যবাদ শুনবার জন্য।
সতত ভালোবাসা ও শুভকামনা মারজুক
খুব ভাল লাগলো
গুরু ভালোবাসি তোমাকে 💓
গুরু মারজুক দ্যা গ্রেট
Presentations so nice
Selot Boss ke...
গুরু ২২-২-২২ শুভেচ্ছা নিবেন♥️♥️
আপনার মনমানসিকথা একথায় মনে হলো আকাশের মতো বিশাল গুরু যেখানে থাকবেন ভালো থাকবেন ভালোবাসা সব সময়♥
বাংলাদেশের সবগুলো বিভাগীয় শহরে গৃহশিক্ষক / শিক্ষিকা দিচ্ছি ও নিচ্ছি 👩
নিয়মের বাহির একজন বাউন্ডুলে,, প্রিয় মারজুক রাসেল ভাই 💖💞
Love u marzuk russal bhai❤❤
রাসেল ভাইয়া ভীষণ ভালো
An exceptionally well presented video about an exceptionally multi-faceted Talent and above all, a Good Human. A real motivational and inspiring video for others to follow. Thank you. And Marjuk, you really deserved respect, please carry on and go long. Our prayers with you.
উনার অভিনয়ও আমার অনেক ভালো লাগে।
ঠিক আছে অনেক ভালা লাগল ধন্য জিবন আরো অনেক কিছু করে যেনো রেখে যেতে পারো দুয়া করি।ধন্যবাদ
বহু গুণে গুণান্বিত এই প্রতিভা
অনেক অনেক শুভ কামনা।এগিয়ে যাওয়ার জন্য এক প্রেরণার নাম।
Hello apni marjuk ar jibon Kahini like Biye tar pream Kahini bola duro koren vi,, marjuk = marjuk, one peach,
বাংলা শিল্প কলার একজন জীবন্ত কিংবদন্তি
One of the most creative person
ami jiboneo vabinai uni atota talented manush. respect boss.
age jantam marjuk rasel rickshawala cilo.
লিজেন্ডস।।।। পাশা ভাই
এরকম ভিডিও দেখতে ঘুরে আসুন প্লিজ
হাওয়া দেখি বাতাস খাই-মারজুক গুরু 💕
Boss❤️❤️❤️❤️