অসাধারণ একটা সিরিজ দেখালেন দাদা। এতোদিন ধরে এতবড় একটা tour এত সুন্দর করে তুলে ধরা, itself commendable 🙏 সাথে আপনার অপূর্ব উপস্থাপনা, আবহ সঙ্গীত আর দুর্দান্ত এডিটিং.... এককথায় অনবদ্য সিরিজ। বাংলায় অন্যতম সেরা সিরিজ দেখলাম 👍
Khub sundor ekta series upohaar dilen dada apni amader. Apnar vlog er bisheshotto holo apnar detailing and study of place. Asadharon. MP jawar ichha jagchhe apnar video dekhe. Ektio episode o miss korini MP er. Dhonyobaad.
Apnar MP series r amar dekha Jabalpur holo prothom vedio.Bharghat r Dhuadhor falls dekhe mon bhore galo.Chotobela te Geography te Narmoda nodi r kotha porechi Kintu ai nodi je ato sundor ...abak hoye gelum Bhalo thakben.
আপনার কন্ঠস্বর ও বর্ননা খুব সুন্দর । আমরা গরিব মানুষ আপনার ট্রাভেলগ এর মাধ্যমে বাড়িতে বসেই আপনার সঙ্গী হিসেবে আপনার সাথেই থাকি এবং আমার ভ্রমন হয়ে যায় । অসংখ্য ধন্যবাদ আপনাকে।
অসাধারণ লাগল । আমি মুগ্ধ আপনার উপস্থাপনায় । আগেও বলেছি আবারো বলছি আপনার বাচন ভঙ্গি আপনার শব্দ চয়ন আমাকে বারে বারে মুগ্ধ করে । অপেক্ষায় রইলাম নতুন কোন পর্বের যা থেকে আমরা নতুনের গন্ধ পাবো । ভগবান আপনার ও আপনার পরিবারের মঙ্গল করুন । সুস্থ থাকুন ।
আপনার ভিডিওর মাধ্যমে মধ্যপ্রদেশ দেখে অসাধারণ লেগেছে।আপনার বিবরণের মাধ্যমে অনেক অভিজ্ঞতা পেলাম। মধ্যপ্রদেশ ঘুরতে গেলে আপনার ভিডিও আমাদের অনেক সাহায্য করবে।আপনাকে অনেক ধন্যবাদ।পরবর্তী ভিডিওর অপেক্ষায় রইলাম। ভালো থাকবেন।
এ সিরিজের সব গুলো ভিডিও দেখলাম। যদিও দু'বার ঘুরেছি কিন্ত অনেক কিছুই দেখা হয় নি বা তার ইতিহাস ভালো করে জানিনা। এক কথায় অসাধারণ। ভালো থাকন আপনারা। আরও ছবি দেখান। আমরা এ বয়সে তো আর সব জায়গায় যেতে পারি না। তাই আপনাদের চোখেই দেখবো।
আপনাদের সমগ্র মধ্যপ্রদেশ ভ্রমণের এই সিরিজ অসাধারণ লাগল। যে সব বাঙালিরা ভবিষ্যতে মধ্যপ্রদেশ ভ্রমণ করবেন তারা যদি এই সিরিজ দেখেন তাহলে তারা আপনাদের কাছে ঋণী থাকবে।
খুব খুব ভালো লাগলো এই জব্বলপুর এপিসোড। বিশেষ করে ধুয়াদার জলপ্রপাত ও সন্ধাতে নর্মদা নদি।সমস্থ এপিসোড গুল আপনি দারুন পরিবেশনা করলেন দাদা সাথে বৌদিরও সহজগিতা ছিল অনবদ্য । আবার একটা সুন্দর সিরিজের অপেক্ষায় রইলাম
অসাধারণ অসাধারণ দারুন সুন্দর লাগল কবে গিয়েছিলাম মার্বেল রকে ভুলে গেছি কিন্তু আপনার ভিডিও আবার একবার নতুন করে সব মনে করিয়ে দিল অসাধারণ ভিডিও ঝকঝকে আপনাদের জুটি অসাধারণ এইভাবেই এগিয়ে চলুন পরের পর্বের জন্য অপেক্ষা করছি ভালো থাকুন দুজনে আর আপনার মেয়ের জন্য অনেক আশীর্বাদ আদর ভালো বাসা ওকে অনেক দিন ভিডিও তে দেখিনি খুব মিষ্টি দেখতে ওকে খুব সুন্দর জায়গা সত্যি ঠাকুর মায়ের আশীর্বাদে সবসময় ভালো থাকবেন
এইমাত্র মুগ্ধ হয়ে দেখলাম ভিডিওটি। আপনার কথা বলা সত্যিই দারুণ ও সবার থেকে তফাৎ গড়ে দেয়। ২০ বছর আগের স্মৃতি মনে পড়ে গেল। আমি ভেরাঘাটে হোটেল রিভার ভিউ তে ছিলাম। ছবি ডিলিট হয়ে যাওয়ার জন্য দূ্'বার করে যেতে হয়েছিল। নৌকাবিহার করেছিলাম। তবে, ন্যানো চড়ে আপনার ভ্রমণও দারুণ। আর নৌকাবিহার -এর ঘাটে দোকানে পাথরের জিনিস দেখতে দেখতে খুঁজে পাই দক্ষিণাবর্ত শাঁখের ফসিল। আমার সংগ্রহে থাকা ফসিলের অন্যতম। উমারিয়া বেড-এ এমন জিনিষ অনেক পাওয়া যেত। আপনি রিভার ইরোশান খুব ভালো বলেছেন। এরপর কোথায় নিয়ে যাবেন ? গুজরাট আছে আপনার লিস্টে ! থাকলে আবার স্মৃতি রোমন্থন করবো। ওখানে থেকে সংগৃহীত সম্পদ আমার খুব প্রিয়।
সম্পূর্ণ মধ্যপ্রদেশ সিরিজ টি দেখলাম , এক কথায় অসাধারণ , খুব ভালো রিসার্চ , ভিডিওগ্রফি এবং ভয়েস ওভার , যারা ভবিষ্যতে বেড়াতে যাবেন তাদের জন্য তো বটেই আর যেতে পারবেন না তাদেরও আপনার চোখ দিয়ে দর্শন হয়ে যাবে . ভালো থাকবেন.
রূপ তীর্থ খাজুরাহ বইটি আমি আজও পড়িনি। আপনাদের সাথে তা দেখলাম। আর স্কুলে শ্রদ্ধেয় ননী গোপাল স্যার বলেছিলেন, যে নর্মদা কে নর্দমা লিখবে তাকে ফেল হতে হবে। আপনাদের দুজনকেই ধন্যবাদ- নদী টা দেখানোর জন্য।
ফাটাফাটি ভিডিও দাদা, সম্পূর্ণ মধ্যপ্রদেশ সিরিজ দেখলাম, দাদা আমি আপনাকে বলেছিলাম মধ্যপ্রদেশ টুর এর ভিডিও চাই,আপনি আমার অনুরোধ রেখেছেন এর জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ, অসাধারণ লেগেছে প্রত্যেকটা বিডিও, আপনার ক্যামেরার লেন্সের মধ্যে দিয়ে মন ভরে উপভোগ করলাম ভারত বর্ষের হৃদয় কে
যেমন সুন্দর ভিডিওগ্রাফি, তারসঙ্গে তেমন সুন্দর তথ্য বিবরণী সাথে অবশ্যই ব্যাকগ্রাউন্ড মিউজিক। অনেক ব্লগার এর এই ভিডিও গুলো দেখে শেখা উচিত যে উপস্থাপনা কাকে বলে। দর্শক রা ঠিক এইরকম ই চায়। তা বলে আমি কাউকে ছোট করছি না।
কি দেখালেন অনিন্দ্য দা অসাধারণ অনবদ্য অপূর্ব।ভাষায় প্রকাশ করা যায় না।রা যখন গেছি তখন একরকম দেখেছি আর আপনার চোখ দিয়ে দেখলাম আবার। সাথে music টা দারুন matching হয়েছে। অনেক অনেক ধন্যবাদ শুভেচ্ছা জানালাম। ভালো থাকবেন।
সত্যি মধ্ প্রদেশের ভালো ভাবে ঘুরে দেখতে অনেক দিন লাগে আমি ট্রাভেল এজেন্সি সাথে ঘুরেছি তাই অনেক কিছু বাদ পরেছে তাই ইচ্ছা আছে আবার যাবার আপনার ভিডিও টা খুব ভালো লাগলো। ভালো থাকবেন আপনারা
জব্বলপুর আর পাঁচমারি যাবার ইচ্ছা আছে। তাই ইউ টিউব সার্চ করতে করতে পেয়ে গেলাম আপনার ভিডিও গুলো। অসাধারণ লাগল। এত সুন্দর উপস্থাপনা, এত সুন্দর এডিটিং যে দুটো জায়গায় আটকে থাকতে পারলাম না। একে একে দেখে ফেললাম সবগুলো পর্বই। সাথে শাশ্বতীর উপযুক্ত সঙ্গতও দারুণ। এরকম ভাবেই ঘুরতে থাকুন আর আমাদের সমৃদ্ধ করতে থাকুন।
Darun as usual..aapni parley akbaar Explorer shibaji r sathe eksathe vlog banan collaboration kore..byaparta khub jomjomat hobe..dui diggoj bangla bhasaye dokkhota byakti ..ekebare jome jaabe...very interesting to even imagine about..plz give a try soon to meet up together 😎 😎
আমরা 2007 সালে নভেম্বর মাসে মধ্যপ্রদেশ ভ্রমণ করেছিলাম। আমাদের ভ্রমণ শুরু করেছিলাম জব্বলপুর দিয়ে ।তারপর পাঁচমারি ভূপাল ঊজ্জয়নী ইন্দোর হয়ে শেষ হয়েছিল। আপনার ভিডিওগুলো দেখে স্মৃতি মনে পড়ে গেল। আপনার বর্ণনা খুব সুন্দর। আপনার ভিডিওগুলো দেখে সবকিছু জায়গা সম্বন্ধে ইতিহাস জানা যায়। খুব সুন্দর করে সাজিয়ে পরিবেশন করেন। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করে থাকলাম।
Madhya Pradesh Series 17 ta Ami Daklam, Khub Bhalo Laglo, Madhya Pradesh K Natun kore Chinlam.. Great Experience.. Apnar Knowledge Dakhe Satti Ami Avivuto...Wait &,See Akdin Dakha korbo ..
আপনার পুরো মধ্য প্রদেশ ভ্রমণ সিরিজ আমি দেখলাম অসম্ভব ভালো লাগলো। আপনার ভ্রমণ বর্ননা অতীব সুন্দর। আর আপনি যে ইতিহাসের বর্ননা দিলেন মনে হচ্ছে আপনি একজন ইতিহাসের প্রফেসর। জানি না সত্যিই আপনি ইতিহাসের প্রফেসর কিনা। ধন্যবাদ আপনাকে। আর ও আর ও ভ্রমণ সিরিজের আশায় রইলাম। আপনার চোখ দিয়ে আমরাও ভ্রমণ করব।
অসাধারণ উপ্সথাপনা। মধ্য প্রদেশ সিরিজের প্রতিটি উপ্সথাপনা মন ছুয়ে গেছে। আজ শেষ এপিসোড দেখে এক অভুতপুরব আনন্দ র সাথে মন বেশ খারাপ ও লাগছে। এত ভাল একটা সিরিজ সমাপ্তির বেদনা। আশা রাখি খুব তাড়াতাড়ি আবার নতুন জায়গা দেখব। ততদিন ভালো থাকবেন।
দিল্লী থেকে এই সিরিজ শুরু করেছিলাম । সেখানে আমার মেয়ের যাওয়ার আগে আপনার সহযোগিতার কথাও কোনোদিন ভুলতে পারবো না । ধন্যবাদ জানিয়ে আপনাকে ছোটো করবো না। এই সিরিজে আপনারও অনেক অবদান আছে ।
Madhya Pradesh (All Videos) Playlist Link : th-cam.com/play/PLKA_QKcJDDQhYdJzlcYqf13uqMHveDZlM.html
Sob e holo sir... Amarkantak ta dekhale upokrito hotam.. anyways outstanding presentation... Fully informative...
অসাধারণ একটা সিরিজ দেখালেন দাদা। এতোদিন ধরে এতবড় একটা tour এত সুন্দর করে তুলে ধরা, itself commendable 🙏 সাথে আপনার অপূর্ব উপস্থাপনা, আবহ সঙ্গীত আর দুর্দান্ত এডিটিং.... এককথায় অনবদ্য সিরিজ। বাংলায় অন্যতম সেরা সিরিজ দেখলাম 👍
সিরিজটি ভালো লাগার জন্য অনেক ধন্যবাদ 🙏 পরবর্তী ভিডিওগুলিতেও সঙ্গে থাকবেন ।
অসাধারণ একটা সিরিজ এবং explanation.
সম্পূর্ণ সিরিজ খুব ভালো লাগলো
খুব ভালো লাগল এবং অনেক ধন্যবাদ জানাই ।
Osadharon sob kota video. Khub valo laglo video ta👍👍👍
Thank you so much ❤️
Khub sundor ekta series upohaar dilen dada apni amader. Apnar vlog er bisheshotto holo apnar detailing and study of place. Asadharon. MP jawar ichha jagchhe apnar video dekhe. Ektio episode o miss korini MP er. Dhonyobaad.
খুব ভালো লাগলো। ধন্যবাদ 🙏
ভীষণ সুন্দর লাগলো মধ্যপ্রদেশের সব ভিডিও
এক কথায় অসাধারণ। প্রথম থেকে শেষ পর্যন্ত মনে রাখার মতন সিরিজ।
পুরো সিরিজ ই অপূর্ব লেগেছে, ধন্যবাদ আপনাকে।
সমগ্র মধ্যপ্রদেশ ভ্রমণ.....সুন্দর দর্শন
Apnar MP series r amar dekha Jabalpur holo prothom vedio.Bharghat r Dhuadhor falls dekhe mon bhore galo.Chotobela te Geography te Narmoda nodi r kotha porechi Kintu ai nodi je ato sundor ...abak hoye gelum
Bhalo thakben.
Thank you 🙏 Please stay tuned with us 🥰
অসাধারণ সুন্দর লাগলো ভিডিও টি ❤️❤️❤️
(Pranab Traveller's)
mp tour khub valo laglo. amar personally jabbalpur khub valo laglo. ok will wait for next vlog 🙏🏿
Thank you so much.🙏
অসাধারণ !ভীষণ ভালো লাগলো 👌।ভালো থাকবেন, পরের ভিডিও র অপেক্ষা রইলাম ।
অনেক ধন্যবাদ 🙏
আপনার কন্ঠস্বর ও বর্ননা খুব সুন্দর ।
আমরা গরিব মানুষ আপনার ট্রাভেলগ এর মাধ্যমে বাড়িতে বসেই আপনার সঙ্গী হিসেবে আপনার সাথেই থাকি এবং আমার ভ্রমন হয়ে যায় । অসংখ্য ধন্যবাদ আপনাকে।
Daroon laglo Madhya Pradesh Series. Thank you. Bhalo thakben. Waiting for next.
Thank you so much 😍
অসাধারণ লাগল । আমি মুগ্ধ আপনার উপস্থাপনায় । আগেও বলেছি আবারো বলছি আপনার বাচন ভঙ্গি আপনার শব্দ চয়ন আমাকে বারে বারে মুগ্ধ করে । অপেক্ষায় রইলাম নতুন কোন পর্বের যা থেকে আমরা নতুনের গন্ধ পাবো । ভগবান আপনার ও আপনার পরিবারের মঙ্গল করুন । সুস্থ থাকুন ।
আপনারাও সকলে ভালো থাকবেন । আনন্দে থাকবেন ।
আপনার ভিডিওর মাধ্যমে মধ্যপ্রদেশ দেখে অসাধারণ লেগেছে।আপনার বিবরণের মাধ্যমে অনেক অভিজ্ঞতা পেলাম। মধ্যপ্রদেশ ঘুরতে গেলে আপনার ভিডিও আমাদের অনেক সাহায্য করবে।আপনাকে অনেক ধন্যবাদ।পরবর্তী ভিডিওর অপেক্ষায় রইলাম। ভালো থাকবেন।
অসংখ্য ধন্যবাদ 🙏 পরবর্তী ভিডিওগুলিতেও সঙ্গে থাকবেন ।
আমার সব চেয়ে বেশি মথ্যপ্রদেশ টুর ভালো লাগলো
Awesome laglo entire MP series ta 💯..... Jabalpur er natural beauty aar water falls khub bhalo laglo 👌👌🌟🌟😍😍😍😍
Thank you so much 😍
এ সিরিজের সব গুলো ভিডিও দেখলাম। যদিও দু'বার ঘুরেছি কিন্ত অনেক কিছুই দেখা হয় নি বা তার ইতিহাস ভালো করে জানিনা। এক কথায় অসাধারণ। ভালো থাকন আপনারা। আরও ছবি দেখান। আমরা এ বয়সে তো আর সব জায়গায় যেতে পারি না। তাই আপনাদের চোখেই দেখবো।
আপনাদের ভালো লাগা আমার কাছে আশীর্বাদ। অনুগ্ৰহ করে সঙ্গে থাকবেন ও পরামর্শ দেবেন ।
ঘরে বসেই মধ্যপ্রদেশ ঘুরে নিলাম। এরজন্য ধন্যবাদ আপনার প্রাপ্য। খুব সুন্দর করে দর্শকদের সামনে তুলে ধরলেন ভারতের হৃদয়কে।
অসংখ্য ধন্যবাদ 🙏
This full episode is very informative
Amar Masi bari okhane Ami onek bar gechi khub Sundor jaiga memory Firlo.Thank you so much.
খুব ভাল লাগল ভিডিওটি। আপনার সুন্দর ও সাবলীল উপস্থাপন আমার খুব ভাল লাগে। শুভ কামনা রইলো আপনাদের জন্য ।
অনেক ধন্যবাদ 🌹
Nostalgia... Purano sriti gulo abar bheshe uthlo... Jibon er prothom 21 bochor amar ekhanei katano..
খুব উঁচু মানের travel vedio series, অবশ্যই ব্যতিক্রমী, তারিয়ে তারিয়ে উপভোগ করলাম। আপনাকে অসংখ্য ধন্যবাদ এরকম একটা series উপহার দেবার জন্য, ভালো থাকবেন আপনারা।
সিরিজটি ভালো লাগার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ 🙏 পরবর্তী ভিডিওগুলিতেও সঙ্গে থাকবেন 🌹
পুরো সিরিজটা ই দারুণ লাগলো, মুগ্ধ হয়ে গেলাম
অনেক ধন্যবাদ 🙏
Osadharon laglo.... Thank you for sharing your experience.... Madhya Pradesh jawar ichhe ta bere gelo.... Khub bhalo presentation...
মধ্যপ্রদেশের অন্যান্য ভিডিওগুলিও দেখবেন ও মতামত জানাবেন 🌹
@@AnindyasTravelogue ha, kichu dekhechi...baki gulo obossoi dekhbo...
আপনাদের সমগ্র মধ্যপ্রদেশ ভ্রমণের এই সিরিজ অসাধারণ লাগল। যে সব বাঙালিরা ভবিষ্যতে মধ্যপ্রদেশ ভ্রমণ করবেন তারা যদি এই সিরিজ দেখেন তাহলে তারা আপনাদের কাছে ঋণী থাকবে।
অসংখ্য ধন্যবাদ 🙏 সঙ্গে থাকবেন ।
Apnar sathhe puro 22 din ghurlam.....
Darun..... bes ghor er modhhye chhilam...
সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ 🙏
আপনার উপস্থাপনা অসাধারণ সঙ্গে অতিরিক্ত পাওনা ঐতিহাসিক বর্ণনা।
অনেক ধন্যবাদ 🙏
Darun laglo Jabalpur Tour. Puro ai MP tour tai osadharon. Onek porisromer fal.
সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ 🙏
খুব খুব ভালো লাগলো এই জব্বলপুর এপিসোড। বিশেষ করে ধুয়াদার জলপ্রপাত ও সন্ধাতে নর্মদা নদি।সমস্থ এপিসোড গুল আপনি দারুন পরিবেশনা করলেন দাদা সাথে বৌদিরও সহজগিতা ছিল অনবদ্য । আবার একটা সুন্দর সিরিজের অপেক্ষায় রইলাম
অসংখ্য ধন্যবাদ আপনাকে 🙏 ভালো থাকবেন । যোগাযোগ রাখবেন 🌹
Khub bhalo laglo dekhe amar hometown jabalpur. Bargi Dam cruise ride ta miss korle.
অসাধারণ অসাধারণ দারুন সুন্দর লাগল কবে গিয়েছিলাম মার্বেল রকে ভুলে গেছি কিন্তু আপনার ভিডিও আবার একবার নতুন করে সব মনে করিয়ে দিল অসাধারণ ভিডিও ঝকঝকে আপনাদের জুটি অসাধারণ এইভাবেই এগিয়ে চলুন পরের পর্বের জন্য অপেক্ষা করছি ভালো থাকুন দুজনে আর আপনার মেয়ের জন্য অনেক আশীর্বাদ আদর ভালো বাসা ওকে অনেক দিন ভিডিও তে দেখিনি খুব মিষ্টি দেখতে ওকে খুব সুন্দর জায়গা সত্যি ঠাকুর মায়ের আশীর্বাদে সবসময় ভালো থাকবেন
সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ 🙏 খুব ভালো লাগলো । এপ্রিল মাসের শেষ দিকে মেয়ে ফিরতে পারে । তখন আবার ওকে নিয়ে ঘুরবো ।
Ato informative vlog present kaarer janyo anek anek dhanyobad.
Khub bhalo thakben.
অসংখ্য ধন্যবাদ 🙏
আপনার ভ্রমণ বিবরন এককথায় অসাধারণ। দারুন লাগে। খুব ই উপভোগ্য।সুযোগ পেলেই দেখি
অনেক ধন্যবাদ 🙏
আবহসংগীত খুব সুন্দর হয়েছে।
এইমাত্র মুগ্ধ হয়ে দেখলাম ভিডিওটি। আপনার কথা বলা সত্যিই দারুণ ও সবার থেকে তফাৎ গড়ে দেয়।
২০ বছর আগের স্মৃতি মনে পড়ে গেল। আমি ভেরাঘাটে হোটেল রিভার ভিউ তে ছিলাম। ছবি ডিলিট হয়ে যাওয়ার জন্য দূ্'বার করে যেতে হয়েছিল। নৌকাবিহার করেছিলাম। তবে, ন্যানো চড়ে আপনার ভ্রমণও দারুণ।
আর নৌকাবিহার -এর ঘাটে দোকানে পাথরের জিনিস দেখতে দেখতে খুঁজে পাই দক্ষিণাবর্ত শাঁখের ফসিল। আমার সংগ্রহে থাকা ফসিলের অন্যতম। উমারিয়া বেড-এ এমন জিনিষ অনেক পাওয়া যেত। আপনি রিভার ইরোশান খুব ভালো বলেছেন।
এরপর কোথায় নিয়ে যাবেন ? গুজরাট আছে আপনার লিস্টে ! থাকলে আবার স্মৃতি রোমন্থন করবো। ওখানে থেকে সংগৃহীত সম্পদ আমার খুব প্রিয়।
অসংখ্য ধন্যবাদ 🙏 আপাতত গুজরাটে যাচ্ছি না । এরপর মথুরা বৃন্দাবন সিরিজ শুরু হবে ।
Sundar dharana holo apnar description r background music khub valo laglo. Thanks dada
খুব সুন্দর একটি ভ্রমণ সিরিজ দেখলাম। মধ্যপ্রদেশ যাওয়ার ইচ্ছা টা অনেকখানি বেড়ে গেল। 🙏
অনেক ধন্যবাদ 🙏 সঙ্গে থাকবেন ।
Darun laglo... prati ta episode/vlogs dekhechi, dakhar anonder sathe anek kichu jante parlam..Thanks.
অনেক ধন্যবাদ । সঙ্গে থাকবেন ।
asadharon dhuadhar jalapropat, apurbo marbel er upotyoka, darun durgo o mondir, apurbo Narmoda nodir opor surjaster abha
অনেক ধন্যবাদ 🙏
সম্পূর্ণ মধ্যপ্রদেশ সিরিজ টি দেখলাম , এক কথায় অসাধারণ , খুব ভালো রিসার্চ , ভিডিওগ্রফি এবং ভয়েস ওভার , যারা ভবিষ্যতে বেড়াতে যাবেন তাদের জন্য তো বটেই আর যেতে পারবেন না তাদেরও আপনার চোখ দিয়ে দর্শন হয়ে যাবে . ভালো থাকবেন.
অসংখ্য ধন্যবাদ 🙏 সঙ্গে থাকবেন ।
অসাধারণ একটি ট্রাভেল সিরিজ👌... মধ্যপ্রদেশ সম্বন্ধে অনেক তথ্য এত সুন্দর ভাবে তুলে ধরার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ🙏
Thank you so much 🥰
প্রতিটা পর্বই অসাধারন লাগলো
চমৎকার প্রাকৃতিক সৌন্দর্য .....মনমুগ্ধকর ধুয়াধার জলপ্রপাত .....amazing marble rock.....ropeway.....wonderful episode.....🙏🌹
Thank you so much 🥰
Asadharan laglo Jabalpur, asadharan laglo apnar MP tour, chatak pakhir moto takia rilam apnar next videor janya
আজ থেকে শুরু হচ্ছে নতুন সিরিজ । অনেক ধন্যবাদ আপনাকে 🙏
রূপ তীর্থ খাজুরাহ বইটি আমি আজও পড়িনি। আপনাদের সাথে তা দেখলাম। আর স্কুলে শ্রদ্ধেয় ননী গোপাল স্যার বলেছিলেন, যে নর্মদা কে নর্দমা লিখবে তাকে ফেল হতে হবে। আপনাদের দুজনকেই ধন্যবাদ- নদী টা দেখানোর জন্য।
Darun sundor narrative . Khub valo laglo.
অনন্য সাধারণ series এবং অসাধারণ পরিবেশনা।
অনেক ধন্যবাদ 🙏
Apnar video dekhe geography r knowledge o bhalo pawa jai.
ফাটাফাটি ভিডিও দাদা,
সম্পূর্ণ মধ্যপ্রদেশ সিরিজ দেখলাম,
দাদা আমি আপনাকে বলেছিলাম মধ্যপ্রদেশ টুর এর ভিডিও চাই,আপনি আমার অনুরোধ রেখেছেন এর জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ,
অসাধারণ লেগেছে প্রত্যেকটা বিডিও,
আপনার ক্যামেরার লেন্সের মধ্যে দিয়ে মন ভরে উপভোগ করলাম ভারত বর্ষের হৃদয় কে
অনেক ধন্যবাদ 🙏 সঙ্গে থাকবেন ।
খুব সুন্দর বর্ণনা খুব ভালো লাগল ।
অনেক ধন্যবাদ 🙏
খুব সুন্দর উপস্থাপনা
darun laglo video ta...
যেমন সুন্দর ভিডিওগ্রাফি, তারসঙ্গে তেমন সুন্দর তথ্য বিবরণী সাথে অবশ্যই ব্যাকগ্রাউন্ড মিউজিক। অনেক ব্লগার এর এই ভিডিও গুলো দেখে শেখা উচিত যে উপস্থাপনা কাকে বলে। দর্শক রা ঠিক এইরকম ই চায়। তা বলে আমি কাউকে ছোট করছি না।
অনেক ধন্যবাদ আপনাকে 🙏
অনেক সমৃদ্ধ হলাম । আপনার উপস্থাপন স্বচ্ছ।
Thank you 😊
কি দেখালেন অনিন্দ্য দা অসাধারণ অনবদ্য অপূর্ব।ভাষায় প্রকাশ করা যায় না।রা যখন গেছি তখন একরকম দেখেছি আর আপনার চোখ দিয়ে দেখলাম আবার। সাথে music টা দারুন matching হয়েছে। অনেক অনেক ধন্যবাদ শুভেচ্ছা জানালাম। ভালো থাকবেন।
অসংখ্য ধন্যবাদ 🌹 ভালো থাকবেন ।
Great video series of your mp tour.very informative.carry on the good work.thank you.
Thanks for watching!
দারুণ vdo দেখালেন, অনেক ধন্যবাদ।
অসম্ভব ভালো উপস্থাপনা আপনার।
ভালো থাকবেন ।
অনেক ধন্যবাদ 🙏 সঙ্গে থাকবেন
আপনার পুরো মধ্যপ্রদেশ বেড়ানোর বিবরণ খুবই ভালো লেগেছে। পরের vlogএর অপেক্ষায় থাকলাম। অনেক অনেক শুভেচ্ছা ও ধন্যবাদ। ভালো থাকবেন।
সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ 🙏
পুরো ট্রিপ টা অসাধারণ লাগলো
Superb Video, mesmerizing views of Dhuandhar falls !
অসাধারণ লাগলো প্রতিটি পর্ব। খুব হেল্পফুল।
অনেক ধন্যবাদ আপনাকে 🙏
Khub Chamatkar (k c) video Thanx a lot
Darun laglo aapnader ei Madhya Pradesh series... 👌
Khub sundor presentation.. ❤
Thank You.
এক কথায় .....অসাধারণ!
Madhya Pradesh sirij ta khub bhalo laglo.
Thank you 😊
Apnar sob vlog khub sundar mon bhore jay wait Kori next vlog er jonno apnara bhalo thakun onek travel korun r vlog din
সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ 🙏
দারুন সুন্দর লাগলো
Asadharon video sabgulo
সত্যি মধ্ প্রদেশের ভালো ভাবে ঘুরে দেখতে অনেক দিন লাগে আমি ট্রাভেল এজেন্সি সাথে ঘুরেছি তাই অনেক কিছু বাদ পরেছে তাই ইচ্ছা আছে আবার যাবার আপনার ভিডিও টা খুব ভালো লাগলো। ভালো থাকবেন আপনারা
অসাধারণ লাগল।
very beautiful descriptive video represenantation
Thanks again 🙏
Excellent video. Description with history and geography is highly appreciable. Voice is unique.
Thank you so much 🙏
দারুণ লাগলো দাদা মধ্যপ্রদেশ সিরিজ ভালো থাকবেন দাদা আপনার সঙ্গে আলাপ করার ইচ্ছে থাকলো 🙏🙏
অনেক ধন্যবাদ 🙏🤗🤗
Puro episodes darun laghlo.
Thank you ❤️
Khub sunder vedio...
Darun laglo, Bhalo thakun,anonde ghure beran
ধন্যবাদ 🙏 সঙ্গে থাকবেন ।
Darun laglo.
জব্বলপুর আর পাঁচমারি যাবার ইচ্ছা আছে। তাই ইউ টিউব সার্চ করতে করতে পেয়ে গেলাম আপনার ভিডিও গুলো। অসাধারণ লাগল। এত সুন্দর উপস্থাপনা, এত সুন্দর এডিটিং যে দুটো জায়গায় আটকে থাকতে পারলাম না। একে একে দেখে ফেললাম সবগুলো পর্বই। সাথে শাশ্বতীর উপযুক্ত সঙ্গতও দারুণ। এরকম ভাবেই ঘুরতে থাকুন আর আমাদের সমৃদ্ধ করতে থাকুন।
অসংখ্য ধন্যবাদ আপনাকে 🙏 চ্যানেলের অন্যান্য ভিডিওগুলিও দেখবেন ও মতামত জানাবেন 🌹
ঘরে বসে মধ্যপ্রদেশ দেখতে দেখতে মন ভরে গেল 👍
অনেক ধন্যবাদ 🙏 সঙ্গে থাকবেন ।
Darun upasthapna Dada.Hats off.🙏🙏🙏
এক কথায় অপূর্ব ....
Khub bhalo laglo apnar ei puro MP travel series. Specialy the way of your Presentation... Just loved it. 🙏🙏🙏🙏.. Awaiting for your Next series..
Thanks for your valuable support 🥰
Darun as usual..aapni parley akbaar Explorer shibaji r sathe eksathe vlog banan collaboration kore..byaparta khub jomjomat hobe..dui diggoj bangla bhasaye dokkhota byakti ..ekebare jome jaabe...very interesting to even imagine about..plz give a try soon to meet up together 😎 😎
আমরা 2007 সালে নভেম্বর মাসে মধ্যপ্রদেশ ভ্রমণ করেছিলাম। আমাদের ভ্রমণ শুরু করেছিলাম জব্বলপুর দিয়ে ।তারপর পাঁচমারি ভূপাল ঊজ্জয়নী ইন্দোর হয়ে শেষ হয়েছিল। আপনার ভিডিওগুলো দেখে স্মৃতি মনে পড়ে গেল। আপনার বর্ণনা খুব সুন্দর। আপনার ভিডিওগুলো দেখে সবকিছু জায়গা সম্বন্ধে ইতিহাস জানা যায়। খুব সুন্দর করে সাজিয়ে পরিবেশন করেন। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করে থাকলাম।
অনেক ধন্যবাদ আপনাকে 🙏 সঙ্গে থাকবেন ।
Madhya Pradesh Series 17 ta Ami Daklam, Khub Bhalo Laglo, Madhya Pradesh K Natun kore Chinlam..
Great Experience..
Apnar Knowledge Dakhe Satti Ami Avivuto...Wait &,See Akdin Dakha korbo ..
Thank you so much for watching 🌹
আপনার পুরো মধ্য প্রদেশ ভ্রমণ সিরিজ আমি দেখলাম অসম্ভব ভালো লাগলো। আপনার ভ্রমণ বর্ননা অতীব সুন্দর। আর আপনি যে ইতিহাসের বর্ননা দিলেন মনে হচ্ছে আপনি একজন ইতিহাসের প্রফেসর। জানি না সত্যিই আপনি ইতিহাসের প্রফেসর কিনা। ধন্যবাদ আপনাকে। আর ও আর ও ভ্রমণ সিরিজের আশায় রইলাম। আপনার চোখ দিয়ে আমরাও ভ্রমণ করব।
অসংখ্য ধন্যবাদ আপনাকে 🙏 অন্যান্য ভিডিওগুলিও দেখবেন ও মতামত জানাবেন 🌹
Kono comments korbar Vasa nei ..just Osadharon whole series..👍👍👍🙏🙏🙏
Thank you so much ❤️
খুব ভালো লাগলো.
অসাধারণ উপ্সথাপনা। মধ্য প্রদেশ সিরিজের প্রতিটি উপ্সথাপনা মন ছুয়ে গেছে। আজ শেষ এপিসোড দেখে এক অভুতপুরব আনন্দ র সাথে মন বেশ খারাপ ও লাগছে। এত ভাল একটা সিরিজ সমাপ্তির বেদনা। আশা রাখি খুব তাড়াতাড়ি আবার নতুন জায়গা দেখব। ততদিন ভালো থাকবেন।
দিল্লী থেকে এই সিরিজ শুরু করেছিলাম । সেখানে আমার মেয়ের যাওয়ার আগে আপনার সহযোগিতার কথাও কোনোদিন ভুলতে পারবো না । ধন্যবাদ জানিয়ে আপনাকে ছোটো করবো না। এই সিরিজে আপনারও অনেক অবদান আছে ।
Bohu protikhar por oboseshe video pelam...darun lage apnar video dekhte
অনেক ধন্যবাদ 🙏
খুব ভাল লাগলো। ধন্যবাদ
অনিন্দ দা জব্বল পুরের সিপাহী বিদ্রোহের কিছু স্মৃতি তুলে ধরলে আরো ভালো লাগতো ৷