ইনভার্টার এসির বড় সুবিধা হচ্ছে ইনভার্টার এসির কমপ্রেসর মোটরটি প্রয়োজনমতো নিজস্ব চলার গতি পরিবর্তন করতে পারে। ইনভার্টার এসিতে এমন একটি সেন্সর থাকে, যা ঘরের তাপমাত্রার ওপর নির্ভর করে কমপ্রেসর পুরোপুরি বন্ধ না করে, মোটরটির চলার গতি কমিয়ে দেয়। এর কারণেই বিদ্যুৎ খরচ কমে আসে, যা পরিবেশবান্ধব। তবে যারা ইনভার্টার এসি ব্যবহার করবেন তাদেরকে একটা বিষয় অবশ্যই মাথায় রাখতে হবে এই ইনভার্টার এসির সার্কিট যদি নষ্ট হয়ে যায় তবে এটা রিপেয়ার করা যায় না সুতরাং নতুন সার্কিট কিনতে হয় আর নতুন সার্কিটে অনেক দাম 18 থেকে 20 হাজার টাকা লাগে যেটা সাথে আরো কিছু টাকা যোগ করে নতুন এসি হবে আর আরেকটা ব্যাপার শেয়ার করতে চাই যেটা হলো ওয়ার্ল্ডের এয়ারকন্ডিশনের জন্য লিডিং ব্র্যান্ড হল Daikin.
ভাইয়া আপনার সাবলীল ভাবে বুঝানো আমার খুবই ভালো লেগেছে। ধন্যবাদ আপনাকে। ভাইয়া আমার কয়েকটি প্রশ্নের উত্তর দিলে খুবই উপকৃত হতাম। হয়তোবা এই প্রশ্ন গুলোর উত্তর আমার মতো অনেকেই খুজছেন। সবারই উপকারে আসবে। ১. এক টনের স্পিলেট এসিতে কতো স্কয়ার ফিট রুম স্বাভাবিক ভাবে ঠান্ডা হবে এবং দেড় টনের স্পিলেট এসিতে কতো স্কয়ার ফিট রুম ঠান্ডা হবে? ২. বাসা বাড়ীতে ব্যবহারের জন্য দেশের মার্কেটে এভেইলেবেল কম দামের মধ্যে কোন কোম্পানির স্পিলেট এসি ভালো হবে (চিপ এন্ড বেষ্ট)? ৩. দাম কিছুটা বেশী পড়াে বলে ইনভাটার এসি কিনতে দোকানদার (বিক্রেতা) নিরুৎসাহিত করে! বলে, আপনারা বাসায় অল্প সময়ের জন্য এসি চালাবেন। রুম ঠান্ডা হলে এসি অফ করে ফ্যান চালাবেন। তাই এতো টাকা বেশী দিয়ে কেনো "ইনভাটার এসি" কিনবেন! ইনভাটার এসি হলো যারা লম্বা/সব সময়ের জন্য এসি চালাবে তাদের জন্য! প্লিজ ভাইয়া জানাবেন কি, এসব কথাকি সঠিক না ভূল? এসি চালানোর উপর কারেন্ট বিল আসবে। তাই কতো টনের এসিতে কতো কারেন্ট খরচ হবে, একথাটি জানতে চাইলাম না। প্লিজ প্রশ্নের উত্তর গুলো দিলে খুশি হবো।
বাতানুকূল যন্ত্রের গুরুত্বপূর্ণ তথ্য দেবার জন্য ধন্যবাদ । কার্যকারিতা সম্পর্কে যদি একটা ভিডিও তৈরি করেন তা হলে ভালো হয় । যেমন কি ভাবে ঠান্ডা হয় , গ্যাস লিকেজ , ক্লিন করা ,কতটা পরিমানে গ্যাস চার্জ করতে হয় ,এবং সাধারণ সমস্যার কারণ গুলি ।
Jodi kono area te voltage e khub problemthake, I mean khob up down kore, oi khetre ki Inverter AC better???? Ata ki low voltage e chole? without stabulizar lagale kono problm hobe ki?
ইনভার্টার এসি যদি কম্প্রেসার বন্ধ না হয় অটোমেটিকভাবে।তাহলে বিদ্যুৎ বিল কম কিভাবে হয়, একটু বুঝিয়ে বলবেন কি ?ধন্যবাদ আপনার সুন্দর পারফরম্যান্সের জন্য।
আজকে প্রথম আপনার ভিডিও দেখলাম এবং অনেক কিছু জানতে পারলাম। আমি একজন ইলেকট্রিশিয়ান। তাই পরবর্তীতে এই ধরনের ভিডিও পাবার আশায় আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করলাম। Thank you bhaia.
ভাল লাগলো এসির তথ্য অারো দিতে পারলে খুশি হবো যেমন,কতটুক সাইজ কমপ্রেসরে কতটুক গ্যাস লাগে তারপর সেই গ্যাসটা কিভাবে কাজ করে ৷ একটু ট্যাক'ন'লজির ব্যাপারে জানতে চাই ভাইয়া !
ধন্যবাদ খুবই ভালো লাগলো সহজ ভাষায় বলার জন্য। স্যামসাং এসি গুলো কি কপার এর হয় দয়া করে জানাবেন? জেনারেল এসি গুলো কেমন? Samsung AR18MVFHGWKZ এসি টা কেমন? উত্তর এর অপেক্ষায় থাকবো। দাম ৮৪০০০ মেবি। ভাল এসি গুলো নিয়ে একটা ভিডিও করলে ভাল হয় অথবা ভালো কোম্পানির এসি নিয়ে পজেটিভ নেগেটিভ দিক নিয়ে। খুব উপকৃত হবো। বিষয় টি বিবেচনায় নিবেন আশা করি।
Apnar Comments Er jonno Dhonnobad... Samsung General Dutoi Valo Tobe Orginal ta Dekhe Kinte Hobe... APnar Poramarsho Onujaye Ac er Upor R o Ekti Video Asbe Sighroi
অনেক ধন্যবাদ আপনাকে. একটি তথ্য জানতে চাই... cooling capacity বলতে কি বোঝায়?? অনেক AC এর cooling capacity 3400 হয় অনেক গুলোর 5200 হয়, এগুলোর সাথে AC এর কার্যক্ষমতার সম্পর্ক কি?? আর কোনটা কেনা উচিত???
আমার একটা প্রশ্ন? যেমন ধরেন 2.5 টন এ/সি র যে ইনডোর। এইটার ভিতরে আমার যেইটা কে চম্বার অথবা এভোএটার বলে থাকি। এই চেম্বারে বা এবোএটারে কতটুকু পাইপ থাকে? 1/4. 3/16. 3/8 কোন চাইজে কত ফুট থাকে। একটু জানালে উপকৃত হবো। ধন্যবাদ
Central AC মুলত একটি পুরো বিল্ডিংকে যখন একসাথে ঠান্ডা করার কাজে বড় আকাবে ব্যবহার করা হয়। আপনারা চাইলে এর উপর আলাদা ভিডিও আসতে পারে। সাধারনত এসি 2 ধরনের হয়ে থাকে। স্প্লিট এসি এবং উইন্ডো এসি।
আসসালামু আলাইকুম । খুবই ভালো লাগলো, আপনার কথাগুলো । আচ্ছা,,, আমি যদি কোন স্প্লিট এসি কিনতে চাই, তাহলে আমি কিভাবে অথবা কি দেখে সহজেই বুঝতে পারবো,, সেটা কি ইনভারটার এসি ? নাকি নন ইনভারটার এসি ??
ভাই, আমার রুমের সাইজ 256 sq ফুট। আমি গত ৬ মাস হলো Gree 1.5 ton invertar ac ব্যবহার করছি, রুমের সাইজ অনুযায়ী এসির ক্যাপাসিটি কম হওয়ার কারনে আরও একটা ১টন Singer Non Invertar এসি লাগাতে চাচ্ছি। আমি জানতে চাচ্ছি যে, একই রুমে একটা ইনভার্টার আর অন্যটি নন ইনভার্টার এসি একসাথে ব্যবহার করলে কি কোন সমস্যা হবে? দয়া করে জানাবেন। আর singer pro brand কেমন হবে দয়াকরে জানাবেন
আস্সালামু আলাইকুম অরাহামাতুল্লাহে অবারাকাতুহু । ভাই আমাদের দেশে কি (LG LW1517IVSM Window Air Conditioner, 14,000 BTU 115V) বা অন্য যে কোনো কম্পানির এই রকম মিনি এসি পাওয়া যাবে ?
স্যার প্লিজ একটু বলবেন,,, থ্রি ফেজ এসি এসডিবি থেকে তার টানার পর, এসির নিচে কম্বাইন্ড এবং সুইচ ব্যবহার করা যাবে কিনা? যেমন, সিঙ্গেল ফেজ এসি কম্বাইন্ড সুইচ দুইটাই ব্যবহার করা যায়। মূলত আমি জানতে চাইতেছি থ্রি ফেজ এসি চালু এবং বন্ধ করতে রিমোট ছাড়া বিকল্প সুইচ কিংবা কম্বাইন্ড আছে কিনা? স্যার আমি এসডিবি থেকে আর্থিং ও নিউট্রাল সহ পাঁচটা তার আনলাম এসির কাছে, এখন আমি সারকেটবেকার সিস্টেম করব নাকি সুইচ কম্বাইন্ড পাওয়া যায়? প্লীজ প্লীজ প্লীজ স্যার একটু হেল্প করুন।
আমার রুমের সাইজ 150 স্কয়ার ফিট. উত্তর দক্ষিণ পূর্ব এই তিন দিকে সূর্যের তাপ পড়ে না. এই তিন ওদিকে রুম রয়েছে. শুধুমাত্র পশ্চিম দিকে জানালা রয়েছে. জানালার পাশে ছোট্ট আম বাগান রয়েছে. বাগানে কাঠবিড়ালি সর্বদা খেলা করে. রুমের তাপমাত্রা সর্বোচ্চ 31 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হয়ে থাকে. আমার রুম হচ্ছে সেকেন্ড ফ্লোরে. তিনতলায় এবং চার তলায় আরও দুটি ছাদ রয়েছে. এখন বিষয়টা হচ্ছে আমি এই 150 স্কয়ার ফিট রুম এর জন্য এক টন এসি লাগাতে চাচ্ছি. 22 ডিগ্রি সেলসিয়াস হলেই চলবে. 1 টন লাগালে কি বেশি খারাপ হবে?
@@santoahmed-kp1tq মানে তাড়াতাড়ি নষ্ট হয়,ইনভাটার ac তে চার ধরনের সেন্সর থাকে এবং pcb বোর্ড থাকে এগুলো খুব কম সময়ের জন্য ভালো থাকে।পরে error e5,e6,e2 ইত্যাদি সম্যাসা হয়।
পুরো ব্যাপারটা প্রতি পদক্ষেপ অন্তর অন্তর সহজ ভাবে বুঝানোর আপনাকে অসংখ্য ধন্যবাদ।
ইনভার্টার এসির বড় সুবিধা হচ্ছে ইনভার্টার এসির কমপ্রেসর মোটরটি প্রয়োজনমতো নিজস্ব চলার গতি পরিবর্তন করতে পারে। ইনভার্টার এসিতে এমন একটি সেন্সর থাকে, যা ঘরের তাপমাত্রার ওপর নির্ভর করে কমপ্রেসর পুরোপুরি বন্ধ না করে, মোটরটির চলার গতি কমিয়ে দেয়। এর কারণেই বিদ্যুৎ খরচ কমে আসে, যা পরিবেশবান্ধব।
তবে যারা ইনভার্টার এসি ব্যবহার করবেন তাদেরকে একটা বিষয় অবশ্যই মাথায় রাখতে হবে এই ইনভার্টার এসির সার্কিট যদি নষ্ট হয়ে যায় তবে এটা রিপেয়ার করা যায় না
সুতরাং নতুন সার্কিট কিনতে হয় আর নতুন সার্কিটে অনেক দাম 18 থেকে 20 হাজার টাকা লাগে যেটা সাথে আরো কিছু টাকা যোগ করে নতুন এসি হবে আর আরেকটা ব্যাপার শেয়ার করতে চাই যেটা হলো ওয়ার্ল্ডের এয়ারকন্ডিশনের জন্য লিডিং ব্র্যান্ড হল Daikin.
Pls amake bolben amra 1ta ac nite chai konta nile valo hbe ek2 bolle khushi hbo ek2 taratari pls
খুব সহভাবেই বুজলাম,
খুব সুন্দর করে গুছিয়ে কথা গুলো বলেছেন তাই বুজতে অসুবিধে হয় নাই।
ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না,
শুভ সকাল রইলো।
মাশাআল্লাহ অনেক ভালো লেগেছে তবে কারেন্ট বিল প্রতি মাসে কিরকম টাকা আসতে পারে যদি একটা ভিডিওতে বলতেন
ভাইয়া আপনার সাবলীল ভাবে বুঝানো আমার খুবই ভালো লেগেছে। ধন্যবাদ আপনাকে।
ভাইয়া আমার কয়েকটি প্রশ্নের উত্তর দিলে খুবই উপকৃত হতাম। হয়তোবা এই প্রশ্ন গুলোর উত্তর আমার মতো অনেকেই খুজছেন। সবারই উপকারে আসবে।
১. এক টনের স্পিলেট এসিতে কতো স্কয়ার ফিট রুম স্বাভাবিক ভাবে ঠান্ডা হবে এবং দেড় টনের স্পিলেট এসিতে কতো স্কয়ার ফিট রুম ঠান্ডা হবে?
২. বাসা বাড়ীতে ব্যবহারের জন্য দেশের মার্কেটে এভেইলেবেল কম দামের মধ্যে কোন কোম্পানির স্পিলেট এসি ভালো হবে (চিপ এন্ড বেষ্ট)?
৩. দাম কিছুটা বেশী পড়াে বলে ইনভাটার এসি কিনতে দোকানদার (বিক্রেতা) নিরুৎসাহিত করে! বলে, আপনারা বাসায় অল্প সময়ের জন্য এসি চালাবেন। রুম ঠান্ডা হলে এসি অফ করে ফ্যান চালাবেন। তাই এতো টাকা বেশী দিয়ে কেনো "ইনভাটার এসি" কিনবেন! ইনভাটার এসি হলো যারা লম্বা/সব সময়ের জন্য এসি চালাবে তাদের জন্য! প্লিজ ভাইয়া জানাবেন কি, এসব কথাকি সঠিক না ভূল?
এসি চালানোর উপর কারেন্ট বিল আসবে। তাই কতো টনের এসিতে কতো কারেন্ট খরচ হবে, একথাটি জানতে চাইলাম না।
প্লিজ প্রশ্নের উত্তর গুলো দিলে খুশি হবো।
Thank you so much..........
ভাই আপনাকে অনেক ধন্যবাদ গুরুত্বপূর্ণ বিষয় গুলো কে এত সুন্দর করে বুজানোর জন্য।
অল্প কথায় অনেক বেশি কিছু জানলাম।। খুব ভালো লাগলো।।
ধন্যবাদ ভাই অনেক সুন্দর ভাবে কথাগুলো বলার জন্য
বাতানুকূল যন্ত্রের গুরুত্বপূর্ণ তথ্য দেবার জন্য ধন্যবাদ । কার্যকারিতা সম্পর্কে যদি একটা ভিডিও তৈরি করেন তা হলে ভালো হয় । যেমন কি ভাবে ঠান্ডা হয় , গ্যাস লিকেজ , ক্লিন করা ,কতটা পরিমানে গ্যাস চার্জ করতে হয় ,এবং সাধারণ সমস্যার কারণ গুলি ।
Bhai
Hot 🥵 & Cool 😎 AC r Ekta Video dile Valo Hoito Amar Khub Upokar hoito,,,
AC সম্পর্কে বেশ কিছু বিষয় জানা গেল, ধন্যবাদ ।
Windows Ac Ki দেয়ালে Split Ac মতো লাগানো যাবে plz bolun 🌹🙏🙏🙏🙏
সহজ ভাষায় বুঝানোর জন্য অনেক ধন্যবাদ
Question ধরে ধরে explain করার জন্য অসংখ্য ধন্যবাদ ।👍
Good ans
Jodi kono area te voltage e khub problemthake, I mean khob up down kore, oi khetre ki Inverter AC better???? Ata ki low voltage e chole? without stabulizar lagale kono problm hobe ki?
Masha- allah.. apni valo bujate parlen.. jajakallah brother
*সবচেয়ে সুন্দর ভিডিও,সহজ কথায় বেস্ট*
Thanks
ইনভার্টার এসি যদি কম্প্রেসার বন্ধ না হয় অটোমেটিকভাবে।তাহলে বিদ্যুৎ বিল কম কিভাবে হয়, একটু বুঝিয়ে বলবেন কি ?ধন্যবাদ আপনার সুন্দর পারফরম্যান্সের জন্য।
Bondho hole Protibar chalur Somoy Beshi Biddut Opochoy Hoy, Running Thakle Speed Kom Thake Biddut Opochoy Hoy na
আজকে প্রথম আপনার ভিডিও দেখলাম এবং অনেক কিছু জানতে পারলাম। আমি একজন ইলেকট্রিশিয়ান। তাই পরবর্তীতে এই ধরনের ভিডিও পাবার আশায় আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করলাম। Thank you bhaia.
ভাল লাগলো এসির তথ্য অারো দিতে পারলে খুশি হবো যেমন,কতটুক সাইজ কমপ্রেসরে কতটুক গ্যাস লাগে তারপর সেই গ্যাসটা কিভাবে কাজ করে ৷ একটু ট্যাক'ন'লজির ব্যাপারে জানতে চাই ভাইয়া !
Tahole vai sha r TH-cam a asbe na
ভালো কিছু তথ্য দেয়ার জন্য অনেক ধন্যবাদ
Khub sundor vabe bujiyechen 👍
খুবই উপকৃত হলাম ধন্যবাদ।
অতি সহজে সুন্দরভাবে বুঝানোর জন্য ধন্যবাদ।
ধন্যবাদ খুবই ভালো লাগলো সহজ ভাষায় বলার জন্য।
স্যামসাং এসি গুলো কি কপার এর হয় দয়া করে জানাবেন?
জেনারেল এসি গুলো কেমন?
Samsung AR18MVFHGWKZ এসি টা কেমন? উত্তর এর অপেক্ষায় থাকবো।
দাম ৮৪০০০ মেবি।
ভাল এসি গুলো নিয়ে একটা ভিডিও করলে ভাল হয় অথবা ভালো কোম্পানির এসি নিয়ে পজেটিভ নেগেটিভ দিক নিয়ে। খুব উপকৃত হবো। বিষয় টি বিবেচনায় নিবেন আশা করি।
Apnar Comments Er jonno Dhonnobad... Samsung General Dutoi Valo Tobe Orginal ta Dekhe Kinte Hobe... APnar Poramarsho Onujaye Ac er Upor R o Ekti Video Asbe Sighroi
@@IT_EXPERT SAMSUNG official Shop theke nileo ki original dekhar dorkar ache? Tara ki duplicate product dey customer ke?
অনেক ধন্যবাদ আপনাকে.
একটি তথ্য জানতে চাই... cooling capacity বলতে কি বোঝায়?? অনেক AC এর cooling capacity 3400 হয় অনেক গুলোর 5200 হয়, এগুলোর সাথে AC এর কার্যক্ষমতার সম্পর্ক কি?? আর কোনটা কেনা উচিত???
খুব সুন্দর করে বুঝানোর জন্য ধন্যবাদ
Vai ami sudu dupur belai ac use korbo 3--4 hours, tahole ami konta kinle valo hobe noninvator naki invatar
ভাই খুব সুন্দর ভাবে বুঝাই বলছেন
K
Vaiya onek onek donnobad
Jodi main switch on thake r remote control off thake tahole ki electricity consumption habe?
আপনার কথা গুলো অনেক ভালো লাগলো
Thanks Bro
আমি একজন টেকনিশিয়ান, দুবাই জব করছি, তো আপনাকে অসংখ্য ধন্যবাদ।
Thanks For Your Comments
দাদা নন ইনভেটর এসিকে কি ইনভেটরে রুপান্তর করা যায় কিনা জানালে উপকৃত হবো।
খুব ভাল লাগলো, অনেক কিছু জানা হলো, যা আগে জানা ছিলনা, ধন্যবাদ আপনাকে
ভাই একটা ফ্লাটে দুইটা রুম
এখনকি আমার দুইটা এসি কিনতে হবে?
ভাই ইনবারটার এসি শুধু চলতেই থাকলে তু কারেন বিং বেশি আসবে আর এটা তারাতারী ডেমেজ হয়ে যাবে। একটু বুজিয়ে বলবে কি?
ধন্যবাদ ভাই অনেক তথ্য জানতে পারলাম
Excellent মাথায় কিছু আছে ।
Onek bhalo bujhan thanks
সুন্দর বলেছেন, অনেক ধন্যবাদ আপনাকে।
ধন্যবাদ এসির বিষয়ে নতুন কিছু জানলাম
1, 1.5 & 2ton ac te koto Sq. feet room cover hobe & electric koto unit use hobe & bill monthly koto ashbeh Jodi daily 7-8 hours chalale
আমার একটা প্রশ্ন? যেমন ধরেন 2.5 টন এ/সি র যে ইনডোর। এইটার ভিতরে আমার যেইটা কে চম্বার অথবা এভোএটার বলে থাকি। এই চেম্বারে বা এবোএটারে কতটুকু পাইপ থাকে? 1/4. 3/16. 3/8 কোন চাইজে কত ফুট থাকে। একটু জানালে উপকৃত হবো। ধন্যবাদ
কথা গুলো খুব ভালো লাগছে
ভালো ও সহজ কথায় বোঝাতে পেরেছেন ।ধন্যবাদ ।
এক টন মানে কত ওয়াট
এক টন মানে কত ওয়াট
1.5 টনের কোন কোম্পানির এসিটি ভালো হবে ব্রাদার ?
General, Hitachi, Sony-Ranges, Gree.. Eigulo dekhteparen
Budget er kotha chinta kore je kunotai nite paren
Nice video bro continue video upload Koro ai AC or fridge niye
Ok coming soon
নন ইনভার্টার এবং ইনাভার্টারের বিদ্যুৎ বিলের পার্থক্যটা যদি জানাতেন, ভালো হতো।
onk dhonnobad
খুব সুন্দর ভাবে বোঝাইছেন,,,Subscribe করলাম
Onk kicu janlm vaiya thx
Walton ac use kori , led display te EF error dekhay atar karon Ki ?
ভাই ১টন,২টন,অথবা ৪টন এসি চলতে কত ওয়াট কারেন্ট লাগে
Bhaia সেন্ট্রাল এসি কোনটি এবং আর কয় ধরনের এসি হয় তা দয়াকরে জানালে উপকৃত হবো।
Central AC মুলত একটি পুরো বিল্ডিংকে যখন একসাথে ঠান্ডা করার কাজে বড় আকাবে ব্যবহার করা হয়। আপনারা চাইলে এর উপর আলাদা ভিডিও আসতে পারে। সাধারনত এসি 2 ধরনের হয়ে থাকে। স্প্লিট এসি এবং উইন্ডো এসি।
@@IT_EXPERT ok bhaia. Bujte parlam. Tobe central a/c er upor ekti vedeio diben please.
eta shomporke janar amar khub proyojon. Ok.
Viya lg dual inverter remote er ekta review dile khub valo hoto
ভাইজান অনেক সুন্দর ভাবে বুঝতে পেরেছে
কিন্তু আমি আরো কিছু ভিডিও চাচ্ছি যেগুলো এই দু এসি কিভাবে তৈরি করা হয় এই সম্পর্কে
Form Doha Qatar. Im Bangladeshi
প্রতিবার নন ইনভার্টার এসির কম্প্রেসার অন অফ হলে কি পরিমান বিদ্যুৎ বেশী খরচ হয়?
Ami dupur bela r raater bela sudhu ac chalabo.to er jnno 1.5 inverter 3 star vlo hbe nki 1.5 ton 5 star vlo hbe?
ধন্যবাদ
Bhari sundar bolechen, bhai.
আসসালামু আলাইকুম ।
খুবই ভালো লাগলো, আপনার কথাগুলো ।
আচ্ছা,,,
আমি যদি কোন স্প্লিট এসি কিনতে চাই, তাহলে আমি কিভাবে অথবা কি দেখে সহজেই বুঝতে পারবো,, সেটা কি ইনভারটার এসি ? নাকি নন ইনভারটার এসি ??
সুন্দর ভিডিও তৈরি করেছেন। অনেক কিছু বুঝতে পারলাম
সুন্দর সরল ব্যাখ্যা। খুবই ভালো লাগল ঢভাই।
ইনভার্ট এসিতে কি স্প্লিট এসির মত বাহিরে আরেকটা মেসিন থাকে??
আর এই দুইটার মধ্যে কোন পার্থ্যক্য আছে কিনা?
valo chilo.. kono idea chilo na AC r epare.. ekhn kichuta holeoo bujhi.. thnx
Perfect discussion of difference.. Thanks for your information..
Thanks and welcome
I have a question about on/off switch.
If power switch is always on, is any problem for this reason.
Inverter hole somossa nai
ধন্যবাদ ভাই
ভাই, আমার রুমের সাইজ 256 sq ফুট। আমি গত ৬ মাস হলো Gree 1.5 ton invertar ac ব্যবহার করছি, রুমের সাইজ অনুযায়ী এসির ক্যাপাসিটি কম হওয়ার কারনে আরও একটা ১টন Singer Non Invertar এসি লাগাতে চাচ্ছি। আমি জানতে চাচ্ছি যে, একই রুমে একটা ইনভার্টার আর অন্যটি নন ইনভার্টার এসি একসাথে ব্যবহার করলে কি কোন সমস্যা হবে? দয়া করে জানাবেন। আর singer pro brand কেমন হবে দয়াকরে জানাবেন
Na kuno somossa nei tobe apni continue use na korle non inverter use na korlew cholbe
Dada ac PCB ki warranty thake...?
অনেক ভালো লাগলো ভাই আপনার কথা গুলো,
thanks for inparmison a,c
Most welcome
স্যার আমি,,, কয়েক মাস জাবদ,,,এসির কাজ করছি,, তোমার কথা গুলো শুনে খুব ভালো লাগলো,,,,এরোকম,,,, আর ভিডিও বানিও,,
bai thank you for your advice
Always welcome
ধন্যবাদ আপনাকে ।
Thanks for advice.
Always welcome
আস্সালামু আলাইকুম অরাহামাতুল্লাহে অবারাকাতুহু ।
ভাই আমাদের দেশে কি
(LG LW1517IVSM Window Air Conditioner, 14,000 BTU 115V) বা অন্য যে কোনো কম্পানির এই রকম মিনি এসি পাওয়া যাবে ?
ভাই আমার Lg দের টন এসি।এমনে সব ঠিক আছে কিনটু অনেক বেশি গরমে দুপুরে ঠান্ডা হয় না।এই সমস্যা সমাধানের উপায় আছে?
ইনভার্টার ফ্রিজ আর নন ইনভার্টার ফ্রিজ নিয়ে ভিডিও বানান।
Basic Gulo Motamoti Ei Video tei Uthe Eseche
ভাই আমার বাসার জন্য "ইনভাটার"নিতে চাচ্ছি সেটা কি ভালো হবে? কারন আমার এসি সব সময় চালানো হবে না,হয়তো দৈনিক ২-৪ ঘন্টার মতো চলতে পারে।
tahole apni chaile non inverter o use korte paren
Takesoi abong valo koun AC . spelit na window typye AC ???
ভালো লাগলো, টপিক গুলা খুব দরকারি। সাথে আছি ভাই
চালিয়ে যাও,দোয়া থাকবে।
সুন্দর একটা ভিডিও, অনেক কিছু জানলাম, ধন্যবাদ ভাইয়া।
স্যার প্লিজ একটু বলবেন,,, থ্রি ফেজ এসি এসডিবি থেকে তার টানার পর, এসির নিচে কম্বাইন্ড এবং সুইচ ব্যবহার করা যাবে কিনা? যেমন, সিঙ্গেল ফেজ এসি কম্বাইন্ড সুইচ দুইটাই ব্যবহার করা যায়। মূলত আমি জানতে চাইতেছি থ্রি ফেজ এসি চালু এবং বন্ধ করতে রিমোট ছাড়া বিকল্প সুইচ কিংবা কম্বাইন্ড আছে কিনা? স্যার আমি এসডিবি থেকে আর্থিং ও নিউট্রাল সহ পাঁচটা তার আনলাম এসির কাছে, এখন আমি সারকেটবেকার সিস্টেম করব নাকি সুইচ কম্বাইন্ড পাওয়া যায়? প্লীজ প্লীজ প্লীজ স্যার একটু হেল্প করুন।
vhia singer inverter ac kemon hobe?
Valo, tobe apnar budget somossa na thakle hitachi, samsung ei gulo niye vabte paren...
Thank you very much for your lelpfull information
You are most welcome
Thanks for THIS VIDEO
ধন্যবাদ।
Tx vai😎 onek kisu sikha holo
ভিডিও টা আরেকটু বড় হলে ভালো হতো.... দেড় টন এসি কত বিল আসে... এক টন এসি কত বিল আসে... কত ঘন্টা চালালে কত বিল আসবে সেটা ক্লিয়ার হলে ভালো হতো
আমার রুমের সাইজ 150 স্কয়ার ফিট. উত্তর দক্ষিণ পূর্ব এই তিন দিকে সূর্যের তাপ পড়ে না. এই তিন ওদিকে রুম রয়েছে. শুধুমাত্র পশ্চিম দিকে জানালা রয়েছে. জানালার পাশে ছোট্ট আম বাগান রয়েছে. বাগানে কাঠবিড়ালি সর্বদা খেলা করে. রুমের তাপমাত্রা সর্বোচ্চ 31 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হয়ে থাকে. আমার রুম হচ্ছে সেকেন্ড ফ্লোরে. তিনতলায় এবং চার তলায় আরও দুটি ছাদ রয়েছে. এখন বিষয়টা হচ্ছে আমি এই 150 স্কয়ার ফিট রুম এর জন্য এক টন এসি লাগাতে চাচ্ছি. 22 ডিগ্রি সেলসিয়াস হলেই চলবে. 1 টন লাগালে কি বেশি খারাপ হবে?
Debit card & Credit card এর মধ্য পার্থক্য কি? তা নিয়ে একটি ভিডিও তৈরী করলে ভালো হয়।
Real Tech Master Channel a ghure ashen vai... Shob informations peye jaben... 😊😊
ভালো লাগ্লো ভাই ধন্নবাদ
ইনভার্ট ac তে মেইনট্যানেন্স বেশি লাগে,ত্রিশ বছরের অভিজ্ঞতা থেকে বলছি। বাহারাইন থেকে
মানে বুজলামনা দাদা
@@santoahmed-kp1tq মানে তাড়াতাড়ি নষ্ট হয়,ইনভাটার ac তে চার ধরনের সেন্সর থাকে এবং pcb বোর্ড থাকে এগুলো খুব কম সময়ের জন্য ভালো থাকে।পরে error e5,e6,e2 ইত্যাদি সম্যাসা হয়।
sharp AC kemon?
Very good information tnx
sundar kore bojhiyechen vai tnx
Really nice..
ভাই ধন্যবাদ আপনাকে, নন ইনভার্টার এসি কি ইনভার্টর এসিতে রুপান্তর করা যায়।
যদি আপনি করে দিতে পারেন, তবে কত খরচ হবে। এসি ১ টন সিঙ্গার।
না, সম্ভব নয়।
Mustak Akbar Bhai Sothik Bolechen... Ota Shomvob Noy