গীতার আলোকে গুরুতত্ত্ব [ Gurutattva In The Light Of Bhagavad Gita ]

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 4 พ.ย. 2024

ความคิดเห็น • 28

  • @hridoysarkar7431
    @hridoysarkar7431 4 หลายเดือนก่อน

    জয় গুরু, প্রণাম।

  • @palashchakrabartty2046
    @palashchakrabartty2046 3 หลายเดือนก่อน

    দারুন স্যার দারুন।প্রণাম আপনাকে

  • @DhananjoyDas-z7g
    @DhananjoyDas-z7g 4 หลายเดือนก่อน

    Joyguru 🙏

  • @proshantakumarnath9283
    @proshantakumarnath9283 4 หลายเดือนก่อน +1

    জয়গুরু

  • @souvikbandyopadhyay5957
    @souvikbandyopadhyay5957 4 หลายเดือนก่อน +1

    শ্রীমদ্ভাগবতগীতার সম্পূর্ণ ব্যাখ্যা শোনার অপেক্ষায় রইলাম মহাশয় 🙏
    আপনার কাছ থেকে অনেক কিছু জানতে পারছি।।

  • @satyajit567
    @satyajit567 4 หลายเดือนก่อน

    ❤❤❤

  • @ajkcolorvlog5184
    @ajkcolorvlog5184 4 หลายเดือนก่อน +1

    জয়গুরু ❤️❤️❤️🙏🙏🙏

  • @manikmazumder4475
    @manikmazumder4475 4 หลายเดือนก่อน +1

    জয় গুরু 🙏🙏🙏

  • @ashokmishra2140
    @ashokmishra2140 หลายเดือนก่อน

    , জয়গুরু, ভালো লেগেছে। আপনি নব পুরোহিতের জন্য কিছু আচার আচরণ ও মূল পূজার আগে করনিয় কাজ সমন্ধে ভিডিও করুন।

  • @JumaDas-jr1mo
    @JumaDas-jr1mo 4 หลายเดือนก่อน +1

    জয়গুরু

  • @bijanpramanik1493
    @bijanpramanik1493 4 หลายเดือนก่อน +1

    জয়গুরু বন্দে পুরুষোত্তমম

  • @palashdas2630
    @palashdas2630 4 หลายเดือนก่อน +1

    Joy Guru 👏👏❤️🙏

  • @parthabhowmik905
    @parthabhowmik905 4 หลายเดือนก่อน +6

    আগে পুরোটা শুনলাম এত ভালো লেগেছে বলার নেই ....‌অপূর্ব।শুধু একটাই প্রশ্ন যারা সামাজে গুরু সেজে আছে প্রকৃত গুরু নয় ,তারা যখন প্রকৃত গুরুর অপমান করে বা প্রকৃত সদ্গুরুর অপমান করে তখন সেই ভেকধারী গুরুর কি অবস্থা হয়, তার গতি কি হয় ,ভগবান শাস্ত্রে এই বিষয়ে কি বলছেন?

    • @RayonChakroborty
      @RayonChakroborty  4 หลายเดือนก่อน +1

      সময় অনুসারে বলা হবে। ধন্যবাদ।

  • @ashitbiswas3743
    @ashitbiswas3743 4 หลายเดือนก่อน +1

    জয় নিতাই, খুব সুন্দর আলোচনা হয়েছে।

  • @chintuacharjee2932
    @chintuacharjee2932 4 หลายเดือนก่อน +1

    Jai Guru 🙏...jai shree krishna

  • @bhaktirpothe
    @bhaktirpothe 4 หลายเดือนก่อน +1

    জয় সনাতন

  • @abapurbobangladesh9989
    @abapurbobangladesh9989 4 หลายเดือนก่อน +1

    ❤❤❤❤❤❤❤❤❤

  • @jitendranath2535
    @jitendranath2535 3 หลายเดือนก่อน

    রায়ন দাদার এই আলোচনা অসাধারণ। শাস্ত্র জ্ঞানে আমাদের সনাতন ধর্মে এই ধরনের প্রজ্ঞাবান ব্যক্তি খুব কম রয়েছে। শাস্ত্রের অনেকগুলো বিষয়ে উনার জ্ঞান অসাধারণ।
    কিন্তু আমি একটি ব্যাপার লক্ষ্য করলাম যে উনি গিতার কৃষ্ণ তত্ত্ব সম্পর্কে পূর্ণরূপে অবগত নন।তাইতো শেষে তিনি কৃষ্ণকে নারায়ন বলছেন। দ্বিতীয় অধ্যায়ের সপ্তম স্লোকে আসলে অর্জুন কৃষ্ণ কে যে গুরুরূপে বরণ করছেন সেটা আসলে তিনি কৃষ্ণ অর্থাৎ অব্যয় অজ পুরুষোত্তম অনাদী সর্বলোক মহেশ্বর পরম ঈশ্বরের কাছেই আত্মসমর্পণ করে নিজেকে শিষ্য বলছেন। অর্থাৎ এই কথা দ্বারা বুঝা যাচ্ছে যে জগতে আমরা যারা বদ্ধ জীব আমাদের সকলকেই পরমেশ্বর ভগবান কৃষ্ণের কাছে আত্মসমর্পণ করতে হবে, তখন কৃষ্ণ আমাদের বুদ্ধি প্রদান করবেন যাতে আমরা তাকে লাভ করতে পারি। আর চতুর্থ অধ্যায়ের ৩৪ নম্বর শ্লোকে কথা বলা হয়েছে তিনি একই সাথে গুরু হতে পারেন আবার একই সাথে তত্ত্বদর্শী ব্যক্তি অনেক হতে পারেন। সেটা রায়ন দাদা নিজেই বলেছেন। আমার এই বক্তব্যের স্বপক্ষে আমরা দেখতে পাই একাদশ অধ্যায়ে যখন অর্জুন বুঝতে পারলেন কৃষ্ণ হচ্ছেন সব কিছুর উৎস তখন তিনি কৃষ্ণকে বললেন তিনি গুরু গরীয়ান। তার মানে কৃষ্ণই হচ্ছেন জগতের গুরু। অবশ্য এই কথাটি রায়ন দাদাও বলেছেন। তিনি বিশ্বগুরু শব্দটি প্রয়োগ করেছেন। কৃষ্ণ বিশ্ব গুরু নন। কৃষ্ণ অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডসহ সমস্ত চিনময় লোকের অধিস্বর। আর ত্রয়োশ এবং ১৮ তম অধ্যায়ে যেখানে আশ্চর্য এবং দেবতা ব্রাহ্মণ গুরু পূজার কথা বলা হয়েছে সেটা অত্যন্ত সাধারণ মানের স্বভাব এবং এটি একটি শারীরিক তপস্যা।
    সাধারণ দৃষ্টিতে এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো গুরু পূজা। এটি একটি অত্যন্ত উচ্চমানের আধ্যাত্মিক কর্ম। কিন্তু কৃষ্ণ সাধক শুধু কৃষ্ণ আরাধনা করবেন।
    জগতে তত্তদর্শী কৃষ্ণ জ্ঞানী কে চিহ্নিত করা যায় না।একজন সাধারণ মানুষ কি করে জানবে কে যথার্থ গুরু? আমাদের সমাজের অধিকাংশ আছেন তারা গুরু হওয়ার যোগ্য নন। কিন্তু তারা গুরু সেজে আছেন মানুষের পূজা নিচ্ছেন।রায়ন দাদার জন্য শুভকামনা।এই জন্য আমরা দেখতে পাই কৃষ্ণ কোথাও সরাসরি গুরুদেবের পূজা করার কথা বলছেন না। আসলে কৃষ্ণ লাভের জন্য ওভাবে সরাসরি গুরুদেবের পূজা করার প্রয়োজন নেই। তবে আমার ব্যক্তিগত অভিজ্ঞতায় বলতে পারি তথ্যদর্শী ব্যক্তির শরণাগত না হলে কৃষ্ণকে লাভ করা যায় না। এইজন্য কৃষ্ণ আমাদেরকে তত্ত্বদর্শী ব্যক্তির সরণাগত হয়ে তার সেবা করতে বলেছেন গুরুদেবের নয়। কিন্তু কারো ভাগ্যে যদি জীবনে এমন হয় যে একই ব্যক্তি তত্ত্বদর্শী ও গুরুদেব তবে এইরূপ ব্যক্তির সংলাপ করতে পারাটা অত্যন্ত সৌভাগ্যের।

  • @তপনচক্রবর্তী
    @তপনচক্রবর্তী 4 หลายเดือนก่อน +2

    জয়গুরু দাদা, আপনাকে প্রণাম, আপনাকে একটি অনুরোধ করতেছি আমাদের ভারতের আসাম প্রদেশে আপনাকে আনতে চাই, কিছু ধর্ম সম্বন্ধে আলোচনা জানার জন্য, সামাজিক কিছু অবৈধ ধর্মীয় অনুষ্ঠান করা হচ্ছে ,তার সমাধান করার জন্য আপনাকে অনেক ভক্তবৃন্দ চাচ্ছে, তার উপায় বলে দিন

  • @basantabarman7182
    @basantabarman7182 3 หลายเดือนก่อน

    Dada bashi phuler puja korte pari ki ? akhane sastra bidhi ki ase ?

    • @RayonChakroborty
      @RayonChakroborty  3 หลายเดือนก่อน

      নাম ঠিকানা দিয়ে প্রশ্ন করেন, ভিডিও আকারে উত্তর দেব

  • @KakaliAcharjee-b5m
    @KakaliAcharjee-b5m 3 หลายเดือนก่อน

    Om Namo Bhagvate Basudevaya Namah
    Hari om Tat sat,,,,,,,, Guru Om tatsat
    Hari। Guru Kripahi kebolam
    Param purusottam Param Braham PARAM PITA SACHIDANAND JAGATGURU BHAGWAN SHRI KRISHNA Ki Jay
    গীতা তে ভগবান শ্রীকৃষ্ণ সচিদানন্দ স্বরূপ পরম ব্রহ্ম সত্য সনাতন অবিনাশী সাকার ব্রহ্ম আর অর্জুন স্বয়ং জীবাত্মা স্বরূপ কথোপকথন হয়েছিল।
    ধর্ম ক্ষেত্র আর কুরুক্ষেত্র। কুরুক্ষেত্র ছিল দাঁড়িয়ে ছিল কৌরবগণ। ধর্মক্ষেত্রে দাড়িয়েছিল পান্ডব গণ।
    ধর্মে জয় হোক

  • @pijushchakraborty3491
    @pijushchakraborty3491 4 หลายเดือนก่อน +1

    জয়গুরু 🙏❤️

  • @sobujroyniloy3105
    @sobujroyniloy3105 4 หลายเดือนก่อน +1

    জয় গুরু