এমন অনেক গ্রাহক আছেন, যাদের শুধুমাত্র সঞ্চয় পত্র আছে, তাদের ওপর কেন করের বোঝা চাপাচ্ছেন, তারপর আবার ১৫ লাখের পর মুনাফা কমিয়েছেন। এরকম করলে ভবিষ্যৎ খারাপ আছে। যারা দুর্নিতী করে তাদের ধরুন, সাধারন মানুষদের কে কেন ভোগান্তি দিবেন।
খুব চমৎকার বলেছেন ভাই। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ বিষয়টি নিয়ে ভেবেছেন। যারা গৃহিণী তাদের কথাও ভাবতে হবে। বেসরকারি চাকরি করে যারা, তাদের জন্যও খুব দরকারী সঞ্চয় পত্র।
ব্যাংকার কে জিজ্ঞেস করলে তো সে চাইবে যেন সঞ্চয়পত্র বন্ধ হয়ে যায়। তাতে ব্যাংকের ২ দিকে লাভ। সরকার ঋণ নেবে ব্যাংক থেকে, আর যারা সঞ্চয়পত্র কিনতে না পারবে তারা ব্যাংক এ টাকা রাখবে। ব্যাংক এর পোয়া বারো
স্যার হাবিবুর রহমান অনেক সুন্দর ভাবে সঠিক কথাই বলেছেন এতে করে সব মানুষের ভালো কাম্য করেছেন। বাংলাদেশের সরকার শেখ হাসিনাকে জোরদার দাবি জানাই করমুক্ত সঞ্চয়পত্র গড়ার জন্য
যে সীমিত লাভ দেয়, আবার এত এত শর্ত মানতে হবে, তাহলে তো সঞ্চয় পত্র বিক্রি কমবেই,আমি নিজেও চিন্তা করছি এখন থেকে জমি কিনে রাখবো, ২/৪ বছর পর এর দাম ও বাড়বে,আবার জমিটাও ইচ্ছেমতো ব্যবহার করতে পারবো, আর কারো কাছে বাধ্য থাকতে চাই না।
যেমন ধরেন, আমরা নিজে ই ১ কোটি বিশ লাখটাকার জায়গা বিক্রির পর সঞ্চয় পএ কিনতে গেলাম, তখন ই এই দেন সেই দেন, টিনকরেন, ট্যাক্স দেন, এই সব ভেবে ৩ জনের নামে মাএ ১৫ লাখ টাকা রেখে, বাকি ৯০% টাকা দিয়ে ই ৪ টা ভাল পজিশন এ দোকান কিনে নেই। মাসে ভাড়া পাই ১ লাখ প্লাস।
জনগণ সঞ্চয়পত্র কিনলে সেখান থেকে সরকার ঋণ নিয়ে দেশের উন্নয়নে ব্যয় করবে। সুতরাং আমাদের উচিত সাধ্যমতো সঞ্চয়পত্র ক্রয় করে দেশের উন্নয়নে সহায়তা করা। সরকারের উচিত সঞ্চয়পত্র ক্রয় প্রক্রিয়া সহজতম করা।
You are wrong. Tax should be the only way for Unnoyon or development. Govt has no other source of income to return interest on SP. So govt prints money which increases inflation.
আর যারা বাড়ীভাড়া দিয়ে এশহরে বসবাস করে তারা সবচেয়ে দুঃসহ জিবনযাপন করে।কেননা আয়ের অধে্ক টা বাড়ীভাড়া খেয়ে ফেলে। বাকীটা দিয়ে হাজার দিকের খরচ।অসম্ভব। এই সঞ্চয় পত্র কিছুটা বাড়তি সহায়তা দিত। আজ পথে বসা ছাড়া আর রাস্তা নেই আমাদের সামনে।
১০০০ টাকা ইনভেস্ট করে প্রতিদিন এক হাজার টাকা ইনকাম করা যায় একজন চায়ের দোকানদার দুই হাজার টাকা ইনভেস্ট করে প্রতিদিন ১০০০ টাকা ইনকাম করে আর সঞ্চয়পত্রে যে অর্থ প্রদান করে মনে হয় সে ভিক্ষা প্রদান করতেছে এই পদ্ধতি পরিত্যাগ করা উচিত প্রত্যেক গ্রাহকের
সরকারের উচিত এই সেক্টরে subsidy দেওয়া সামাজিক ও আরথিক নিরাপত্তার ভারসাম্য ঠিক রাখা। মুনাফা কম আর ট্যক্স এর জটিলতারর কারণে সঞ্চয়পত্র ক্রয়ে মানুষের অনিহা দিন দিন বাড়ছে।
সঞ্চয়পত্র কিনে উক্ত টাকার উপর আবার সরকারকে ট্যাক্স দিতে হবে আবার সুধের হার একেবারেই কম, আয়কর রিটার্ন দিতে হবে। মষ্করা করার জায়গা পায় না। দরকার কি এতো ঝামেলা মাথায় নেওয়ার।
TIN certificate thakle Return submit korte hobe. Return submit korlei Tax dite hoina.Return submit manei Tax deya na. Taxable Income thakle Tax dite hoi... tobe Taxable income thaklei j Tax dite hobe setau na.... Tk.3 Lack for men Tk. 3.5 Lack for women and 65 age old men der porjonto apnader Tax asbe na. 2. sanchay patra income a apnader notun kore Tax dite hobena. ata 82c income ekhane apnara Source a Tax kete rakha hoi 5% / 10%.. Note: Return submit korte shotorko hon. na jene vul val kore Return Submit korle porobortite apnake onek problem face korte hobe...Income Tax is not easy matter... ekhane Law and calculation ar bepar ache... so be careful.
আমাদের মত পেনশন ভোগিরা আর কথায় যাবো। পেনশন সুবিধা ১০০% সারেন্ডার করে সঞ্চয় পত্রের উপর নির্ভর করে জীবিকা নির্বাহ করতাম। যদি মুনাফার উপর নির্ভর চলতে না পারি তাহলে দারুন আর্থিক কস্টে পড়তে হবে।
আমি একজন রেমিটার্স যুদ্ধা দেশে যাওয়ার পর সঞ্চপত্র কিনতে চেয়েছিলাম আমাকে বলা হলো আয়কর সার্টিফিকেট লাগবে এই লাগবে সেই লাগবে আমি বললাম রেমিটেন্সের মাধ্যমে যে টাকা পাঠায় দেশে ব্যাংকের স্টেটমেন্ট হলে হবে না ব্যাংক থেকে আমাকে জানানো হলো হবে না আয়কর সার্টিফিকেট লাগবে তার মানে উকিলকে চার পাচ হাজার টাকা দিতে হবে তিন চার দিন সময় নষ্ট করতে হবে এই হলো দেশের বর্তমান অবস্থা
আমি সঞ্চায় পত্র কিনতে গিয়েছি ব্যাংকে ম্যানেজার বললো টিন লাগবে।আমার ১,৫০,০০০/ একটি কেনা আছে, আমি তো এখনো ৩,৫০,০০০/ টাকার কিনতে পারবো। তাহলে ব্যাংক ম্যানেজার আমকে টিন কিনতে বলায় আমি আরও সঞ্চয় পত্র না ক্রয় করেই চলে এলাম। এখন বুঝলেন বিষয় টাকা কি??
মাএ তিন লাখ টাকার মালিক হয়েছি, ডিপিএস করে সেই টাকাটাই রেখেছি পোস্ট অফিসে তাতে আবার টিন সার্টিফিকেট করা লাগছে, এখন তো চিন্তায় আছি। এটার নাকি আবার রিটার্ন দাখিল করতে হবে। আগামাথা কিছুই বুঝিনা। 😭
সঞ্চয়পত্রে ভোগান্তি বেশি। বেসরকারী প্রতিষ্ঠানে টাকা রেখে আমরা যখন প্রতারিত হই তখন আমাদের উপর দোসারোপ করা হয় যে trusted জায়গায় টাকা না রেখে এমন প্রতিষ্ঠানে কেন যায়? সরকারি প্রতিষ্ঠানের হয়রানি টা দেখছেন ?
শংসাপত্র কেনা কমেছে আমাদের মতে টিন সার্টিফিকেট লাগার কারণে যাদের অন্য কোনো আইনেই তাদের আয়কর দেওয়া তো কঠিন হয়ে যাবে তাই বলবো টিন সার্টিফিকেট নিষেধ করা হোক সংশয় পত্র কেনা বাড়বে
টিন সার্টিফিকেট থাকতে তো হবেই আবার রিটার্ন দাখিল করতে হবে। আমি ব্যাংকে গিয়েছি সঞ্চয় পত্র করার জন্য কিন্তু ব্যাংক আমাকে রিটার্ন দাখিল করা ছাড়া সঞ্চয় পত্র দেয়নি। এটা ২ অক্টোবরের কথা, এখানে উনি মিথ্যা বলেছেন।
এমন অনেক গ্রাহক আছেন, যাদের শুধুমাত্র সঞ্চয় পত্র আছে, তাদের ওপর কেন করের বোঝা চাপাচ্ছেন, তারপর আবার ১৫ লাখের পর মুনাফা কমিয়েছেন। এরকম করলে ভবিষ্যৎ খারাপ আছে। যারা দুর্নিতী করে তাদের ধরুন, সাধারন মানুষদের কে কেন ভোগান্তি দিবেন।
Absolutely 💯 Right 👉
Akdom thik Kotha bolcen apu....
100% True
ব্যাংকে টাকা রেখে বসে খাওয়ানোর মতো অবস্থা দেশের সরকারের নেই আর।
আহারে সুদ খোর -ঘুষখোরদের অবস্থা এখন খারাপ হবে।
তবে সুদ ঘুষ খাওয়া হারাম।
তুমি ওলের ব্যাংকার।আসলেই টিন সাটিফিকেট আয়কর রিটার্ন ইত্যাদি সমস্যার কারণেই মুলত সঞ্চয়পএ Sells কমে গেছে সাধারন মানুষের জন্য এটা অনেক কষ্ট।
প্রফেসর হবিবুর রহমান সঠিক কথাই বলেছেন।
টিন সার্টিফিকেট বাদ দিয়ে এটাকে টেক্সের সাথে এড করে দিলে ভোগান্তি কমে যাবে আর তা হলেই এটার বিক্রি বেড়ে যাবে
ধন্যবাদ আপনাকে আপনি গরীব মানুষের পাশে থাকার জন্য
Varay. Nice dada
Varay. Nice dada
হবিবুর রহমান সারকে অনেক দিন পর দেখলাম ভালো লাগলো দেখে
হবিবুর রহমান স্যার একদম ঠিক কথা বলেছেন।
হায়
Nice
স্যার খুব ভালো কথা বলেছেন।
খুব চমৎকার বলেছেন ভাই।
আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ বিষয়টি নিয়ে ভেবেছেন। যারা গৃহিণী তাদের কথাও ভাবতে হবে। বেসরকারি চাকরি করে যারা, তাদের জন্যও খুব দরকারী সঞ্চয় পত্র।
ব্যাংকার কে জিজ্ঞেস করলে তো সে চাইবে যেন সঞ্চয়পত্র বন্ধ হয়ে যায়। তাতে ব্যাংকের ২ দিকে লাভ। সরকার ঋণ নেবে ব্যাংক থেকে, আর যারা সঞ্চয়পত্র কিনতে না পারবে তারা ব্যাংক এ টাকা রাখবে। ব্যাংক এর পোয়া বারো
Sotik kota bolasn dada
উনার যদি যখন রিটায়ার করবে তখন ঠিক উলটা বলবে।
এই ফারুক আমার বালের অর্থনীতিবিদ।
জনগন যদি ব্যাংকে টাকা জমা না রখেন তবে ব্যাংক টাকা পাবে কোথায়?। ব্যাংক টাকা বানাবেন। ব্যংকে সুদের হার কমিয়ে ফটকাবাজ টাকা নিয়ে বিদেশে পাচার করছে।
Sala banker Ekta criminal...
আমি নিজে রির্টান জমা নিয়ে বিপাকের কারণে সঞ্চয়পত্র কিনতে ব্যর্থ হয়েছি। এতো করাকরি বজায় থাকলে বিনিয়োগ আরও কমবে। সহজীকরন করার জন্য অনুরোধ করছি।
রিটার্ন জমা দেওয়া সম্পূর্ণভাবে বাদ দিতে হবে।
right
টিন রিটার্ন কোথায় দিব জানাবেন দয়া করে
হাবিবুর রহমান স্যার ঠিক কথা বলেছে তোকে ধন্যবাদ
হাবিবুর রহমান স্যারের কথায় যুক্তি আছে
অধ্যক্ষ, মহোদয় কে অনেক ধন্যবাদ। সঠিক কথা বলে ছেন।
স্যার হাবিবুর রহমান অনেক সুন্দর ভাবে সঠিক কথাই বলেছেন এতে করে সব মানুষের ভালো কাম্য করেছেন।
বাংলাদেশের সরকার শেখ হাসিনাকে জোরদার দাবি জানাই করমুক্ত সঞ্চয়পত্র গড়ার জন্য
আমি মনে করি রিটার্ন দাখিলের জন্য কমে গেছে ।
১০০% ঠিক বলছেন।
right
খুশি হইলাম দেশের জনগণ বুঝতে পারতেছে এসব 🥱🥱
যে সীমিত লাভ দেয়, আবার এত এত শর্ত মানতে হবে, তাহলে তো সঞ্চয় পত্র বিক্রি কমবেই,আমি নিজেও চিন্তা করছি এখন থেকে জমি কিনে রাখবো, ২/৪ বছর পর এর দাম ও বাড়বে,আবার জমিটাও ইচ্ছেমতো ব্যবহার করতে পারবো, আর কারো কাছে বাধ্য থাকতে চাই না।
Very good idea.
যেমন ধরেন, আমরা নিজে ই ১ কোটি বিশ লাখটাকার জায়গা বিক্রির পর সঞ্চয় পএ কিনতে গেলাম, তখন ই এই দেন সেই দেন, টিনকরেন, ট্যাক্স দেন, এই সব ভেবে ৩ জনের নামে মাএ ১৫ লাখ টাকা রেখে, বাকি ৯০% টাকা দিয়ে ই ৪ টা ভাল পজিশন এ দোকান কিনে নেই। মাসে ভাড়া পাই ১ লাখ প্লাস।
আমাদের রাজশাহী কলেজের গর্ব প্রিয় হবিবুর রহমান স্যার..❤️
হাবিবুর রহমান স্যারের কথাগুলো খুব ভাল লেগেছে ওনায় সাধারণ জনগণের মনের কথা বলেছে।
টিন সার্টিফিকেট প্রদান করার নিয়ম বাতিল করা হোক। মুনাফার হার বাড়ানো হোক। সরকারের এই ভূল সিদ্ধান্ত থেকে সরে আসা উচিত।
টিন সার্টিফিকেট এর কারণে অনেকে করছেন না।
Right
হবিবুর রহমান স্যারের কথা গুলো সত্য
Vai apni kota uttam bolasen
জনগণ সঞ্চয়পত্র কিনলে সেখান থেকে সরকার ঋণ নিয়ে দেশের উন্নয়নে ব্যয় করবে। সুতরাং আমাদের উচিত সাধ্যমতো সঞ্চয়পত্র ক্রয় করে দেশের উন্নয়নে সহায়তা করা। সরকারের উচিত সঞ্চয়পত্র ক্রয় প্রক্রিয়া সহজতম করা।
You are wrong. Tax should be the only way for Unnoyon or development. Govt has no other source of income to return interest on SP. So govt prints money which increases inflation.
এতো আইনি প্রক্রিয়া জটিলতা সৃষ্টি করছেন
ভবিষ্যতে আরো কমে যাবে
ভেবে চিন্তে সিদ্ধান্ত নেয়া ঠিক হবে।
সঞ্চয়পত্র দিয়ে সংসার চলে যাদের তাদের কথা ভেবে এটা জনবান্ধব করা উচিত ।
জনবান্ধব সুদ😜
R8
সংসার না চললে সরকারের যায় আসে না,, তাদের তো দুর্নিতির ঘুষের ওঢেল টাকা আছে।
সরকারের উপর আস্থা নেমে গেছে ।
সঞ্চয়পত্র সরকারের জন্যে একটা বিশাল ঋণ। তাই সরকার আসলে চায় না যে মানুষ সঞ্চয় পত্র কিনুক।
আমার জানা মতে ৩০ থেকে ৩৫ লক্ষ পরিবার স সঞ্চয় পত্রের উপর নিভরশীল।সুদের হার কমানো সহ নিয়মের বেড়াজালে এই পরিবারগুলোর জীবন ওষ্ঠাগত।
টিন সার্টিফিকেট রিটার্নের ঝামেলার কারণে অনেকেই সঞ্চয়পত্র থেকে মুখ ফিরিয়ে নিয়েছে।
১০০% ঠিক বলছেন।
যারা অবসরপ্রাপ্ত তাদের জন্য সহজ শর্ত থাকা উচিত ।
উচিত হয়ছে, সুবিধা আরো কমাই দিক, বিক্রয় বাড়বে আরো বেশি করি
বাধ্যবাধকতা থাকা ভালো কিন্তু এতো শর্ত দিলে মানুষ বিরক্ত হয়।
আমি সৌদি আরব তাকি তিলে তিলে টাকা জমা করেছি বিশ লাক টাকা আমি রদি ডাঘ ঘরে বিশ লক টাকা রাকি আরকর দিতে হবে
সঞ্চয় পত্রে লভ্যাংশের হার বৃদ্ধি করা হোক।
No. Desher jonno kharap hobe.
মূল্যস্ফিতী, ইন্টারেস্ট রেট কম, টিন সার্টিফিকেট আরো বিভিন্ন ব্যারিয়ারই এই অবস্থার জন্য দায়ী
টিন সার্টিফিকেট নিয়ে যত সহজ ভাবে কথাটা বল ততটা সহজ ভাবে কর অফিস না সেখানে সাধারণ মানুষকে ভোগান্তি হয় সে কারণে সঞ্চয় পত্র কেনে না কেউ
right
আর যারা বাড়ীভাড়া দিয়ে এশহরে বসবাস করে তারা সবচেয়ে দুঃসহ জিবনযাপন করে।কেননা আয়ের অধে্ক টা বাড়ীভাড়া খেয়ে ফেলে। বাকীটা দিয়ে হাজার দিকের খরচ।অসম্ভব। এই সঞ্চয় পত্র কিছুটা বাড়তি সহায়তা দিত। আজ পথে বসা ছাড়া আর রাস্তা নেই আমাদের সামনে।
কমবে না কেন। এতো পেপার চায়। এমন লোক আছে তারা এটা থেকে চলে। নিয়মগুলো শিথিল করা প্রয়োজন।
৩ লাখ টাকা ৩ মাস রেখে পাইছি ৩৪০০ টাকা, সাথে সাথে টাকা উঠিয়ে নিয়ে আসছি। আমার টাকা আমার ঘরে থাকলে আরে বেশি ভালো হতো।
প্রবাস থেকে টাকা পাঠাইয়া সঞ্চয় পত্র কিনেছি এখন আবার রিটার্ন দাখিল।
গুয়া মারা শুধু সাধারণ মানুষের। সব চাপ কেন এদের বইতে হবে? সবকিছুর খেসারত কেন সাধারণ মানুষ দিতে যাবে?
শান্তি চাইলে সাধারনের উপরে উঠতে হবে।ব্যবসায়িরা সবকিছু ব্যবসার খরচ দেখিয়ে ট্যক্স ফাঁকি দেয়,আবার ব্যংক থেকে মোটা অংকের লোন নিয়ে ঋণ খেলাপী হয়।যার বোঝা বইতে হয় সাধারন জনগনের,শান্তি চাইলে কস্ট করে অসাধারন হয়ে যেতে হবে।
আমাদের প্রিয় স্যার!! 😍😍
ধন্যবাদ, সঠিক বলেছেন।
প্রাইভেট অবসরপ্রাপ্ত ফর্মকর্তাদের এটা ছাড়া চাকরী জীবনের আর কোন উৎস নেই। পেনশন, পি এফ এসব কিছুই নেই। চাকরী জীবনে ট্যাক্স দিয়েছেন ।
আমার পরিবারে আয়ের সুযোগ নেই। কিন্তু ঠিকি টিন সার্টিফিকেটের জন্য একটি নির্দিষ্ট সময় পর পর ট্যাক্স দিয়ে যেতে হচ্ছে ।
টিন সার্টিফিকেট থাকলে কি হয়
Certificate thaka lage..5 lakh r besi tk r sonchoipotro kinle
১০০০ টাকা ইনভেস্ট করে প্রতিদিন এক হাজার টাকা ইনকাম করা যায় একজন চায়ের দোকানদার দুই হাজার টাকা ইনভেস্ট করে প্রতিদিন ১০০০ টাকা ইনকাম করে আর সঞ্চয়পত্রে যে অর্থ প্রদান করে মনে হয় সে ভিক্ষা প্রদান করতেছে এই পদ্ধতি পরিত্যাগ করা উচিত প্রত্যেক গ্রাহকের
ফারুক মঈনউদ্দীন স্যারের বক্তব্যই সঠিক
এই ফারুক আমার বালের অর্থনীতিবিদ।
500000টাকা রেখে মাসে এক বস্তা মিনিকেট চাউলের টাকা হয় না।।বাকি জিনিস পত্র কি দিয়ে কিনবে।।
সব সাধারন মানুষের উপর চাপ প্রোয়োগ করা হচ্ছে । কিন্ত কেন ?
টিন এবং রিটার্ন জমা দেওয়ার বাধ্যবাধকতা তুলে নেওয়া হলে এই ধস অনেকাংশে কমে যাবে
আমার পরিবার গিয়ে দেখতে পেলো অনেক কঠিন ।
প্রবীণ, অবসরপ্রাপ্ত কর্মকর্তা- কর্মচারী ও মহিলাদের জন্য সঞ্চয় পত্রে সুযোগ সুবিধা রাখাহোক
সঞ্চয়পত্রের ক্ষেত্রে রিটার্ন বাতিল করা উচিত
সরকারের উচিত এই সেক্টরে subsidy দেওয়া সামাজিক ও আরথিক নিরাপত্তার ভারসাম্য ঠিক রাখা। মুনাফা কম আর ট্যক্স এর জটিলতারর কারণে সঞ্চয়পত্র ক্রয়ে মানুষের অনিহা দিন দিন বাড়ছে।
সরকার কে txe কয়বার দিবে।লাভের থেকে নিচ্ছে,, তার পর কেন আবার txe।
বিধবা আর এতিমদের টাকায় হাত না দিলে কি হতো না সরকারের ?
সঞ্চয় পত্রে একবার Tax কাটবে আবার আয়কর return দিবে এটা কেমন নিয়ম রে ভাই ?
sadaron manuser hoyrani kora sara kisui na
স্যার ঠিক বলেছেন
সঞ্চয়পত্র কিনে উক্ত টাকার উপর আবার সরকারকে ট্যাক্স দিতে হবে আবার সুধের হার একেবারেই কম, আয়কর রিটার্ন দিতে হবে। মষ্করা করার জায়গা পায় না। দরকার কি এতো ঝামেলা মাথায় নেওয়ার।
এতিমদের জন্যও সন্চয়পত্রে বিষেশ সুবিধা দেয়া উচিৎ।
বর্তমানে সুদের হার বাড়ালেও কাজ হবে না।কারণ ভবিষ্যৎে যে দুর্ভিক্ষের কথা শোনা যাচ্ছে তাতে টাকা মানুষ হাতেই রাখবে।
উন্নয়ন উন্নয়ন উন্নয়ন
Faruk saheb is agienst people's of Bangladesh,Ithink he shuld resaing from job.
আমি একটা পরিবার সঞ্চয় পত্র কিনছিলাম জীবনটা তেজপাতা হয়ে গেছে ভবিষ্যতে আমার ভুলও সঞ্চয়পত্র কিনবো না
কেন ভাই কি সমস্যা হয়েছে?
কত লক্ষ টাকার করছেন
@@sagorsarkar8286 প্রবলেম হলো দুর্নীতি বছরে দুই একবার টাকা মিস করলে মাসে এর লাভ কি সরকারে অফিস বললে তারা বলে আমরা জানিনা
@@newtonshaha9347 লাখে ৯১২ টাকা দেয়ার কথা সেই পরিমান টাকা কি মাসে মাসে একাউন্টে জমা হয় না
I ALSO DECIDED LIKE YOU
জি না! সবাই ব্যাংকের উপর আর আস্থা রাখতে পারছে না। আর এখন মানুষ সব বাড়ি গাড়ি বিক্রি করে বিদেশে পালাচ্ছে।
টিন সার্টিফিকেট জমা দেওয়া ভালো, কিন্তু আবার রিটার্ন জমা দেওয়া সম্পূর্ণভাবে বাদ দেওয়া উচিত।
দেশে সাধারণ মানুষ ভালো নাই।
Kkn valo chilo ?
টাকা রাখলে সুইস ব্যাংক এ চলে যাবে।
শুধু টিন সার্টিফিকেট নয় আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হয়েছে, এটা একটা বড় অন্তরাল, ৫ লাখের পরিবর্তে ২০ লাখ করলে ক্ষুদ্রঋণ মানুষগুলো উপকৃত হতো।
সরকারী ডাকঘরে প্রতি ১ লাখে প্রতিমাসে কমছেকম ১ হাজার টাকা মুনাফা হওয়া উচিৎ ধন্যবাদ
আরো মুখ ফিরিয়ে নেবে আশা করি। সাধারণ মানুষের প্রতি অবিচার করা হয়। লুটেরা লুট করছে। আমার টাকা টা তুলে নিতে পারলে বাঁচি।
একজন ব্যাংকার সঞ্চয় পত্রের পক্ষে বলবেন না কারণ তিনি চাইবেন সঞ্চয় পত্রের বিক্রি বন্ধ হয়ে যাক। তাতে তার লাভ। সরকার তখন ব্যাংক থেকে লোন নেবেন।
TIN certificate thakle Return submit korte hobe. Return submit korlei Tax dite hoina.Return submit manei Tax deya na. Taxable Income thakle Tax dite hoi... tobe Taxable income thaklei j Tax dite hobe setau na....
Tk.3 Lack for men
Tk. 3.5 Lack for women and 65 age old men der porjonto apnader Tax asbe na.
2. sanchay patra income a apnader notun kore Tax dite hobena. ata 82c income ekhane apnara Source a Tax kete rakha hoi 5% / 10%..
Note: Return submit korte shotorko hon. na jene vul val kore Return Submit korle porobortite apnake onek problem face korte hobe...Income Tax is not easy matter... ekhane Law and calculation ar bepar ache... so be careful.
কর আর সঞ্চয় এর সুদ কম এজন্য সবাই রাখছে না।
ভালো হয়েছে
সরকার যা বলছে আর আপনারা যা সংবাদ করছেন একটাও মিল নেই মানুষ সব বুঝে।
আমাদের মত পেনশন ভোগিরা আর কথায় যাবো। পেনশন সুবিধা ১০০% সারেন্ডার করে সঞ্চয় পত্রের উপর নির্ভর করে জীবিকা নির্বাহ করতাম। যদি মুনাফার উপর নির্ভর চলতে না পারি তাহলে দারুন আর্থিক কস্টে পড়তে হবে।
Very very sad. Ota dosh noy. Ata sonchoy Porto bondho korer paytara hosse. Sadharon manush Khub koshte ase
সমম্যা হল টিন সার্টিফিকেট ।
কিন্তু সমস্যা হলো রিটার্ন জমা দেয়া।TIN থাকলেই রিটার্ন জমা দিতে হবে।
আর মহিলাদের একটা আয়ের ব্যাবস্তা ছিলো তারা কি করবে কোথায় যাবে তারা?
যারা সঞ্চয় পত্র কিনেছিল তাদের ভিতরে মোটা মোটা বাঁশ ঢুকে গেছে। এখন বাঁশের ব্যাথার ছটফট করছে। ৪০ টাকার চাউল ৭০ টাকায়, ৩০ টাকার আটা ৫০ টাকায় কিনে খাচ্ছে।
সবচেয়ে মজার বিষয় হচ্ছে দরবেশ বাবার নজর এই সেক্টরে পড়েছে,তাই মানুষ ভাগছে।
আমি একজন রেমিটার্স যুদ্ধা দেশে যাওয়ার পর সঞ্চপত্র কিনতে চেয়েছিলাম আমাকে বলা হলো আয়কর সার্টিফিকেট লাগবে এই লাগবে সেই লাগবে আমি বললাম রেমিটেন্সের মাধ্যমে যে টাকা পাঠায় দেশে ব্যাংকের স্টেটমেন্ট হলে হবে না ব্যাংক থেকে আমাকে জানানো হলো হবে না আয়কর সার্টিফিকেট লাগবে তার মানে উকিলকে চার পাচ হাজার টাকা দিতে হবে তিন চার দিন সময় নষ্ট করতে হবে এই হলো দেশের বর্তমান অবস্থা
আমি সঞ্চায় পত্র কিনতে গিয়েছি ব্যাংকে ম্যানেজার বললো টিন লাগবে।আমার ১,৫০,০০০/ একটি কেনা আছে, আমি তো এখনো ৩,৫০,০০০/ টাকার কিনতে পারবো। তাহলে ব্যাংক ম্যানেজার আমকে টিন কিনতে বলায় আমি আরও সঞ্চয় পত্র না ক্রয় করেই চলে এলাম। এখন বুঝলেন বিষয় টাকা কি??
১০০ টাকার জন্য রাগ করে লাভ নেই
মাএ তিন লাখ টাকার মালিক হয়েছি, ডিপিএস করে সেই টাকাটাই রেখেছি পোস্ট অফিসে তাতে আবার টিন সার্টিফিকেট করা লাগছে, এখন তো চিন্তায় আছি। এটার নাকি আবার রিটার্ন দাখিল করতে হবে। আগামাথা কিছুই বুঝিনা। 😭
সঞ্চয়পত্রে ভোগান্তি বেশি। বেসরকারী প্রতিষ্ঠানে টাকা রেখে আমরা যখন প্রতারিত হই তখন আমাদের উপর দোসারোপ করা হয় যে trusted জায়গায় টাকা না রেখে এমন প্রতিষ্ঠানে কেন যায়? সরকারি প্রতিষ্ঠানের হয়রানি টা দেখছেন ?
শংসাপত্র কেনা কমেছে আমাদের মতে টিন সার্টিফিকেট লাগার কারণে যাদের অন্য কোনো আইনেই তাদের আয়কর দেওয়া তো কঠিন হয়ে যাবে তাই বলবো টিন সার্টিফিকেট নিষেধ করা হোক সংশয় পত্র কেনা বাড়বে
টিন সাটিফিকেট এর কারনেই সন্চয় পএ কেনা কমে গেছে এটাই স্বাভাবিক
টিন রিটার্ন সাবমিট একটা জামেলা জন্য কেউই কিনতে আগ্রহী হচ্ছে না
টিন সার্টিফিকেট থাকতে তো হবেই আবার রিটার্ন দাখিল করতে হবে। আমি ব্যাংকে গিয়েছি সঞ্চয় পত্র করার জন্য কিন্তু ব্যাংক আমাকে রিটার্ন দাখিল করা ছাড়া সঞ্চয় পত্র দেয়নি। এটা ২ অক্টোবরের কথা, এখানে উনি মিথ্যা বলেছেন।
সঞ্চয়পত্র কেনা আর নিজের জন্য বাশ কেনা একই কথা। এর চাইতে বিজনেস করা ভালো টাকা দিয়া
সার সঠিক বলছেন
আমরা তিল তিল করে দুই পয়সা জমিয়েছি আর জিনিস প্রএের দাম বাড়িয়ে দিয়েছে, এদিকে সঞ্চয় পএের উপর এমন আইন করেছে সাধারণ মানুষ রাস্তায় নামার অবস্থা।
জমি কিনে রাখুন সবাই খুব শীঘ্রই টাকার ধস পড়বে
বাজার নিয়ন্ত্রণ না হলে মানুষ টাকা জমাতে পারবেনা।
একবার টিমের জামেলায় পড়লে হিসাব দিতে দিত অস্থির হয়ে যাবেন
tik bolchen
.retrun dite geleo jala...a document o documents pepar cay
আরো কত কিছু হবে। বাঙালি জাতির শুধু তাকিয়ে তাকিয়ে দেখতে হবে।
Joy Bangla.
সরকার তো ট্যাক্স কেটেই নিচ্ছেন
ওরে উন্নয়ন
TIN Return factor কি না ১% সুদ হার বাড়িয়ে দেন।
ব্যাংকে গেলে একটা পাইজবন্ড পাওয়া যায় না যাও পাওয়া যায়তা ব্যাংকে কমকতা নিয়েনেয় এই হচ্ছে দেশ