Atripto Ashay (অতৃপ্ত আশায় ঘুরিছে) | Sunil Karmakar & Shafikul (সুনীল কর্মকার ও শফিকুল) | DIFF 2016
ฝัง
- เผยแพร่เมื่อ 22 ธ.ค. 2024
- #FolkFest #DIFF2016 #SunilKarmakar #Shafikul #JalalGeeti #Bangladesh
Sunil Karmakar has mesmerized myriads across the country for decades. He was truly inspired by legendary Ustad Jalal Uddin Kha. From childhood, he was considered as an extraordinary musical talent. When he was only 15 years old, he already mastered the skills of Behala, Dotara, Tabla and Harmonium. In an early age, he went to several countries to perform. He even participated on the invitation of India and USA government to celebrate the 50 years of independence of India.
Shafikul Islam is a rare gem of Bangla folk music. He is the 1st runner-up of ‘Bauliana’ 2016 organized by Sun Foundation. In such young age, he has already captured the heart of millions with his musical talent. In 2016, he mesmerized the audiences of Dhaka International FolkFest being featured by legendary folk musician Sunil Karmakar. He has been performing in different shows and festivals since then and spreading his love for folk music.
An initiative of Sun Foundation; ‘Dhaka International FolkFest’ is a celebration of sheer musical brilliance where myriads of folk artistes from home and abroad perform on a single platform.
সুনীল কর্মকার তাঁর গান দিয়ে অগণিত শ্রোতাদের মোহাচ্ছন্ন করে রেখেছেন কয়েক দশক ধরে। সংগীতে তাঁর মূল অনুপ্রেরণা কিংবদন্তি ওস্তাদ জালাল উদ্দিন খাঁ। সুনীল কর্মকার অল্প বয়সেই প্রতিভাবান শিল্পী হিসেবে খ্যাতি লাভ করেন। তাঁর রচিত গানের সংখ্যা আট শতাধিক। ভারত এবং আমেরিকা সরকারের নিমন্ত্রণে তিনি ভারতের ৫০ তম স্বাধীনতা বার্ষিকীতে অংশগ্রহণ করে গান পরিবেশনার সম্মান লাভ করেন।
মাটির গান গেয়ে কৈশোরেই শ্রোতাদের মনে জায়গা করে নিয়েছে শফিকুল ইসলাম। ২০১৬ সালে সান ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত ‘বাউলিয়ানা’য় প্রথম রানারআপ হয়ে আলোচনায় আসে শফিকুল। মূলত বাউল ও বিচ্ছেদি গান করলেও সব ধরণের গানেই পারদর্শিতা রয়েছে এই ক্ষুদে শিল্পীর। ২০১৬ সালে লোকগানের কিংবদন্তী সুনীল কর্মকারের সাথে প্রথমবারের মত ঢাকা ইন্টারন্যাশনাল ফোকফেস্টের মঞ্চে গান গাওয়ার সুযোগ পায় শফিকুল, জয় করে হাজারো শ্রোতার হৃদয়। ময়মনসিংহের ছেলে শফিকুল এখন গান গাইছে দেশের বড় বড় সব মঞ্চে, লোকগান দিয়ে মাতিয়ে রাখছে সারা দেশ।
সান ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত ‘ঢাকা ইন্টারন্যাশনাল ফোকফেস্ট’ লোকসংগীতের এক মিলনমেলা। এ উৎসবে বিশ্বের নানা প্রান্তের লোকসংগীত শিল্পীদের পরিবেশনায় অসাধারণ সব লোকগান শোনার সুযোগ পায় বাংলাদেশের মানুষ।
Find us on:
Facebook: / dhakainternationalfolk...
Instagram: / dhaka.international.fo...
Web: www.dhakainter...
গানটার প্রথম দিকেই এক ঝলক দর্শন এর ছোয়া পেলাম "অস্তিত বিহিন মানুষের মন" ,এগুলা সুধু গান নয় জীবনের চলার পঠন পাঠন কিন্তু দুখৰ বিষয় সবার এর আস্বাধ গ্ৰহন করতে পারে না আজ কাল ।
সহমত
শফিকুলকে আরও একটু গাইতে দিলে ভাল হত, বড়ই সুন্দর গলা।
Very nice
😍😍😍