কুয়ালালামপুরে মাত্র ২,০০০ টাকায় বাজেট ফ্রেন্ডলি বাংলাদেশী হোটেল || MALAYSIA ট্রাভেল গাইড || AQUARIA

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 มี.ค. 2024
  • সিঙ্গাপুর থেকে বাসে করে মালয়েশিয়া পৌছে গিয়েছি খুব সহজেই। রাজধানী কুয়ালালামপুরে ৩ দিন থেকে সপরিবারে বাংলাদেশে প্রত্যাবর্তন করবো। সিঙ্গাপুর থেকে মালয়েশিয়ার হোটেল ভাড়া অনেক কম। আমরা পুরো সময়টাই ছিলাম বাংলাদেশি মালিকানাধীন HOTEL ARBA তে। হোটেলটির অবস্থান BERJAYA TIMES SQUARE বাস স্টপেজ থেকে কয়েক মিনিট হাটার দূরত্বে। কুইন বেড এর প্রতি রাতের ভাড়া ছিল ৮০ মালয়েশিয়ান রিংগিত বা মাত্র ২,০০০ টাকা। হোটেলটি বেশ পরিচ্ছন্ন ও গোছানো ছিল। প্রথম দিন বিশ্রাম নিয়ে, পরবর্তী দিন আমরা ঘুরতে গিয়েছিলাম AQUIRIA KLCC তে। এটি এশিয়ার অন্যতম বৃহৎ ইনডোর মেরিন পার্ক যা ৬০,০০০ স্কয়ার ফুট জায়গা জুড়ে বিস্তৃত। এখানে প্রায় ৫,০০০ জলজ ও আধা জলজ প্রানী বিশ্বের বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করা আনা হয়েছে। ৯০মিটার দীর্ঘ টানেল এই এ্যাকুরিয়ামের প্রধান আকর্ষণ যেখানে রয়েছে স্যান্ড টাইগার শার্ক, জায়ান্ট স্টিংগ্রে, সামুদ্রিক কচ্ছপ এবং আরো অনেক প্রজাতির ট্রপিকাল মাছ।
    ভিডিওটি ভালো লাগলে TRAVEL SAGA BD এই পেজটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন।
    #malaysia #kualalumpur #travelvlog #aquariaklcc #singapore
    ফেসবুকঃ
    / 389350963985891
    Hotel Booking : www.agoda.com
    Aquiria KLCC Booking : www.klook.com

ความคิดเห็น • 4

  • @farzanarahman6898
    @farzanarahman6898 หลายเดือนก่อน

    Vai 7 kg er beshi naki luggage nite dey na. Charge dite hoy?? E bishoy e ektu bolben

    • @TravelSagaBD
      @TravelSagaBD  หลายเดือนก่อน

      এয়ারলাইন্স ভেদে ২০-৩০ কেজি পর্যন্ত ফ্রি ব্যাগেজ এ্যালাউন্স পাবেন। আর বিমানের ভিতর ৭ কেজি পর্যন্ত হ্যান্ড ব্যাগেজ বহন করতে পারবেন। এর বেশি ওজন হলে অবশ্যই এক্সট্রা চার্জ দিতে হবে।

  • @trtoriginal276
    @trtoriginal276 2 หลายเดือนก่อน

    Baiya Total cost koto ?

    • @TravelSagaBD
      @TravelSagaBD  2 หลายเดือนก่อน

      দুইটি দেশ ভ্রমনে (ভিসা ফি + আপ-ডাউন এয়ার টিকিট + হোটেল) বাবদ খরচ হয়েছে ২,০০,০০০ টাকা। এছাড়া, বিভিন্ন পর্যটন স্পট দেখা, ট্যাক্সি ভাড়া/এমআরটি ট্রেন, খাবার বিল, গিফট আইটেম কেনা ইত্যাদি আনুষাঙ্গিক খরচের হিসাব আলাদা।