হাদিস সংক্রান্ত ব্যাপারে ' কোরআনের আয়াতে কি আছে - Panna Choudhury

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 1 ต.ค. 2024
  • হাদিস সংক্রান্ত ব্যাপারে ' কোরআনের আয়াতে কি আছে , তা- জানতে হলে ; সূরা লোকমানের ৬ নম্বর আয়াত'টি কয়েকবার আরবীতে ' পড়লেই - পরিষ্কার হয়ে যায় সবকিছু।
    আরবী আয়াতঃ
    অমিন্নাসি মাইয়াশ্তারি " লাহয়াল হাদিসি " লি - ইউদ্দিল্লা আঞ্ছাবিলিল্লাহি " বিগাইরি ইল্মিউ " আ- ইয়াত্তাখিজাহা হুজুয়া ' উলা ইকা লাহুম আজাবুম মুহিন।
    বাংলা অর্থঃ
    অমিন্নাসি মায়িয়াশ্তারি - মানুষের মধ্যে কিছু লোক আছে , যাহারা......
    লাহওয়াল হাদিসিঃ মানে - হাদিস সংগ্রহ করে ...
    লি ইউদ্দিল্লা আঞ্ছাবিলিল্লাহি - বিগাইরি ইল্মিউ ;
    অর্থাৎ কোন উজ্জ্বল জ্ঞান ব্যতীত ; মানুষকে বিভ্রান্ত করার জন্য - কোরআনের আয়াতকে হাস্যকর বানায়।
    আ- ইয়াত্তাখিজাহা হুজুয়া ' উলা ইকা লাহুম আজাবুম মুহিন;
    অর্থাৎঃ
    ইহারা আমার অজানা নয়। আর তাদের জন্য রয়েছে ভয়ংকর আজাব।
    ************* ****************
    কোরআনের বদৌলতে আরবি ভাষা ' আমাদের অন্তরেই অনুদিত বিমূর্ত আকারে ধরা দেয় ।
    আরবিতেই আয়াতটি কয়েকবার পড়লেই ' তা বুঝতে পারবে।
    যেমন -- বিগাইরি ' - উর্দু হিন্দিতে বলে --- বাগায়ের ; মানে ব্যতীত।
    আর ইল্মিউ ' মানে -- এলেম বা জ্ঞান ।
    ******** এভাবে আরবির অর্থ বের করা সহজ ।
    শুধু প্রয়োজন -- নিষ্ঠা বা পারসিভারেন্স ।
    উর্দু - হিন্দি এবং বাংলা ভাষার মধ্যে অসংখ্য আরবি শব্দ লুকিয়ে রয়েছে ।
    একটু প্রচেষ্টা করলেই , এই বিমূর্ত আরবি শব্দগুলো চেতনায় মূর্ত হয়ে উঠবে ।

ความคิดเห็น • 63

  • @MajharulAsif
    @MajharulAsif  8 หลายเดือนก่อน

    (১) ছন্দোবদ্ধ বাংলা কোরআন । -পান্না চৌধুরী
    কেউ নিতে চাইলে টাকা বিকাশে পাঠিয়ে দিলেই তাকে কুরিয়ারে পাঠিয়ে দেয়া হবে। বিকাশ নাম্বার:। 01710921246 . ঠিকানা দিতে হবে সেইসাথে ।

    • @MdbillalHosseil
      @MdbillalHosseil 3 วันที่ผ่านมา

      স্যারের লেখা সব বই আমি নিতে চাই

    • @MajharulAsif
      @MajharulAsif  3 วันที่ผ่านมา

      @@MdbillalHosseil স্যার এর সাথে কথা বলুন। ০১৭১০৯২১২৪৬ এই নাম্বারে - দুপুর ১২ টার পর কল দিবেন

  • @akpath2.025
    @akpath2.025 2 หลายเดือนก่อน +4

    কুরআন অতি সহজ করা হয়েছে। আসুন কুরআন মেনে চলি ।সঠিক পথে চলি ।

  • @mohammadjewel1383
    @mohammadjewel1383 8 วันที่ผ่านมา +2

    যেখানে ভেজাল বা সন্দেহ আছে, সেটা আল্লাহর ধর্মের অংশ হয় কি করে? এইটুকু জ্ঞানও হাদিস অনুসারীদের নাই?

  • @_tanzil_
    @_tanzil_ 13 วันที่ผ่านมา +6

    আমরা অন্ধভাবে হাদিস বিশ্বাস করি বলেই আজ আমাদের এত দুর্ভোগ নেমে এসেছে। নাহলে মুসলিম জাতি থাকতো সবার উপরে।

    • @MajharulAsif
      @MajharulAsif  13 วันที่ผ่านมา +1

      @@_tanzil_ ঠিক

    • @MdMubinBiswas
      @MdMubinBiswas 2 วันที่ผ่านมา +1

      তোমার মতো কিছু ফেৎনা বাজ এর জন্য সমস্যা তোমরা তো কুরআন মানো না - ০৩ টি আয়াত দিলাম
      এক
      সাহাবীদের মত ঈমান
      দুই
      মুহাজির ও আনসারদের মধ্যে যারা প্রথম অগ্রগামী তাদেরকে অনুসরণ
      তিন
      আল্লাহ ও তার রসূলের প্রতি অস্বীকৃতি জ্ঞাপনকারী প্রসঙ্গে
      ১. সূরা নিসা ৪:-১৫০, ১৫১
      إِنَّ الَّذِينَ يَكْفُرُونَ بِاللّهِ وَرُسُلِهِ وَيُرِيدُونَ أَن يُفَرِّقُواْ بَيْنَ اللّهِ وَرُسُلِهِ وَيقُولُونَ نُؤْمِنُ بِبَعْضٍ وَنَكْفُرُ بِبَعْضٍ وَيُرِيدُونَ أَن يَتَّخِذُواْ بَيْنَ ذَلِكَ سَبِيلاً
      أُوْلَـئِكَ هُمُ الْكَافِرُونَ حَقًّا وَأَعْتَدْنَا لِلْكَافِرِينَ عَذَابًا مُّهِينًا
      অর্থঃ যারা আল্লাহ ও তার রসূলের প্রতি অস্বীকৃতি জ্ঞাপনকারী তদুপরি আল্লাহ ও রসূলের প্রতি বিশ্বাসে তারতম্য করতে চায় আর বলে যে, আমরা কতককে বিশ্বাস করি কিন্তু কতককে প্রত্যাখ্যান করি এবং এরই মধ্যবর্তী কোন পথ অবলম্বন করতে চায়। প্রকৃতপক্ষে এরাই সত্য প্রত্যাখ্যাকারী। আর যারা সত্য প্রত্যাখ্যানকারী তাদের জন্য তৈরী করে রেখেছি অপমানজনক আযাব।
      সাহাবীদের নিয়ে কটাক্ষ্য করছেন - অথচ আল্লাহ্ কোরআনে সাহাবীদের মত ঈমান আনতে বলেছেন - ২:১৩৭ فَاِنۡ اٰمَنُوۡا بِمِثۡلِ مَاۤ اٰمَنۡتُمۡ بِهٖ فَقَدِ اهۡتَدَوۡا ۚ وَ اِنۡ تَوَلَّوۡا فَاِنَّمَا هُمۡ فِیۡ شِقَاقٍ ۚ فَسَیَكۡفِیۡكَهُمُ اللّٰهُ ۚ وَ هُوَ السَّمِیۡعُ الۡعَلِیۡمُ ﴿۱۳۷﴾ؕ ১৩৭. অতঃপর তোমরা যেরূপ ঈমান এনেছ তারাও যদি সেরূপ ঈমান আনে, তবে নিশ্চয় তারা হেদায়াত পাবে। আর যদি তারা মুখ ফিরিয়ে নেয়, তবে তারা বিরোধিতায় লিপ্ত সুতরাং তাদের বিপক্ষে আপনার জন্য আল্লাহই যথেষ্ট। আর তিনি সর্বশ্রোতা ও সর্বজ্ঞ।
      ৯:১০০ وَ السّٰبِقُوۡنَ الۡاَوَّلُوۡنَ مِنَ الۡمُهٰجِرِیۡنَ وَ الۡاَنۡصَارِ وَ الَّذِیۡنَ اتَّبَعُوۡهُمۡ بِاِحۡسَانٍ ۙ رَّضِیَ اللّٰهُ عَنۡهُمۡ وَ رَضُوۡا عَنۡهُ وَ اَعَدَّ لَهُمۡ جَنّٰتٍ تَجۡرِیۡ تَحۡتَهَا الۡاَنۡهٰرُ خٰلِدِیۡنَ فِیۡهَاۤ اَبَدًا ؕ ذٰلِكَ الۡفَوۡزُ الۡعَظِیۡمُ ﴿۱۰۰﴾
      و السبقون الاولون من المهجرین و الانصار و الذین اتبعوهم باحسان رضی الله عنهم و رضوا عنه و اعد لهم جنت تجری تحتها الانهر خلدین فیها ابدا ذلك الفوز العظیم ﴿۱۰۰﴾
      আর মুহাজির ও আনসারদের মধ্যে যারা প্রথম অগ্রগামী এবং যারা তাদেরকে অনুসরণ করেছে সুন্দরভাবে, আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট হয়েছেন আর তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট হয়েছে। আর তিনি তাদের জন্য প্রস্তুত করেছেন জান্নাতসমূহ, যার তলদেশে নদী প্রবাহিত, তারা সেখানে চিরস্থায়ী হবে। এটাই মহাসাফল্য।

    • @ওসামা
      @ওসামা 16 ชั่วโมงที่ผ่านมา

      আফসোস তুমাদের মত মুর্খেদের জন্য।
      আহ কিভাবে এরা মানুষকে গোমরাহ করছে😭😭😭কোরানের কথা বলে মানুষকে ইমোশন করে হাদিসকে অস্বীকার করাচ্ছে।আচ্ছা হাদিস যদি না মানি তাইলে একটু বলেন নামাজ কিভাবে পড়বো??কোথায় আছে ফজরে দুই রাকাত ফরজ জোহরে ৪ রাকাত আসরে ৪ রাতাক মাগরিবে ৩ রাকাত আর এশায় ৪???হজ কিভাবে করবেন জাকাত কিভাবে দিবেন??মোটকথা হাদিস অস্বীকার করলে পুরা ইসলামের অর্ধেকই অস্বীকার হয়ে যায় অটোমেটিক।

  • @AbubokkorSiddiq-l5w
    @AbubokkorSiddiq-l5w 2 หลายเดือนก่อน +2

    আমি সুরা জাসিয়ার ৬ নং আয়াত মেনিছি।তাই পৃথিবীর সকল মানব রচিত কথার বই আমি পড়ি না। মানি না।

  • @zulhashmiah8472
    @zulhashmiah8472 วันที่ผ่านมา

    আপনি মুর্খতা ছেরে দিয়ে আল্লাহ কে বয় করুন। আল্লাহর আজাব খুবই কঠিন।আল্লাহ ছার দেন, কিন্ত ছেরে দেননা না, ইনশাআল্লাহ।

  • @mohammedboktiar6112
    @mohammedboktiar6112 4 วันที่ผ่านมา

    উনি সুন্দর কথা বলছে, হাদীস এর জন্য আজ ইসলাম এতো গুলো ভাগ হয়েছে, আমার মতে হাদিস পড়ুন ইসলামের ইতিহাস জানার জন্য, তার ভিতর থেকে যেগুলো ভালো দিক সেগুলো মেনে চলুন । কেউ যদি না মানে তাও সমস্যা নাই, প্রধান কথা হচ্ছে কোরআনের যে সকল আদেশ ও নিষেধ আছে ওগুলো মেনে চলুন তাহলে আপনি মুসলিম

  • @SHAMIMOSMAN-ls8og
    @SHAMIMOSMAN-ls8og 8 หลายเดือนก่อน +3

    সালামুন আলাইকুম, আলহামদুলিল্লাহির রাববিল আল-আমিন। স্যার খুব ভালো লাগলো। মনে হলো মহান আল্লাহ রাব্বুল আলামীনের অনুগ্রহের রহমতি বৃষ্টি আমার হৃদয়ে এসে পরল। ধন্যবাদ স্যার

  • @jamateislam-h8p
    @jamateislam-h8p 10 วันที่ผ่านมา +5

    শুধু কুরআনই আমাদের জন্য যথেষ্ট

    • @MajharulAsif
      @MajharulAsif  10 วันที่ผ่านมา

      @@jamateislam-h8p ❤️

    • @sumaiyanazmun-kk7lr
      @sumaiyanazmun-kk7lr 5 วันที่ผ่านมา

      কুরআনে নামাজ আদায় করার কথা বলা হয়েছে। কিন্তু কয় রাকাত সেগুলো কি উল্লেখ আছে?নাই।এগুলো আমরা হাদিস থেকে পাই।তবে জাল হাদিস বর্জনীয়।

    • @sumaiyanazmun-kk7lr
      @sumaiyanazmun-kk7lr 5 วันที่ผ่านมา

      বক্তা ভুল বলেছেন। সহী হাদিসের বর্ননাকারী হলেন রাসুল সা এর মনোনীত তাঁর আহলে বাইত আ গন।তাঁরা ১২০বছর পরে হাদিস বর্ননা করেন নাই,কিছু পথভ্রষ্ট সাহাবী জাল হাদিস লিখেছে।

  • @fmfahim5062
    @fmfahim5062 12 วันที่ผ่านมา +3

    নবী যে আল আমিন বা সত্যবাদি এটা তো হাদিস থেকেই যেনেছেন?

    • @MajharulAsif
      @MajharulAsif  12 วันที่ผ่านมา

      @@fmfahim5062 কোরআন এ নাই ?

  • @rehman_mr
    @rehman_mr 10 วันที่ผ่านมา

    Quran er ayat shangorshik Hadith ke mana jabe na

  • @shaikhaslam8409
    @shaikhaslam8409 2 หลายเดือนก่อน

    Salamalikum Hi what is the meaning of Masjid in Bengla?

  • @azizpalace
    @azizpalace 4 หลายเดือนก่อน

    Sir, Excellent presentation

  • @NazrulIslam-no6kr
    @NazrulIslam-no6kr 8 หลายเดือนก่อน

    ভাই।।সটিক।।বলেছেন।।আপনার।।কথার।।উপর।।আর।।কথা।।হয়না

  • @roktoprobal9505
    @roktoprobal9505 วันที่ผ่านมา +1

    উনি কি সিলভা মেথড এর সাথে জড়িত ছিলেন??

    • @MohsinAli-ly7jo
      @MohsinAli-ly7jo 16 ชั่วโมงที่ผ่านมา

      জী। ধন্যবাদ।

  • @kkaayftv360
    @kkaayftv360 8 หลายเดือนก่อน

    ধন্যবাদ স্যার।

  • @appealingfaruk9929
    @appealingfaruk9929 9 วันที่ผ่านมา

    Right

  • @nomanhossain2831
    @nomanhossain2831 9 หลายเดือนก่อน

    সত্যিই আপনি সরল সঠিক পথে আছেন

  • @mdhosan8766
    @mdhosan8766 9 หลายเดือนก่อน

    সালামুন আলাইকুম

  • @know-unknown
    @know-unknown 2 หลายเดือนก่อน

    আমি বুঝতে পেরেছি আপনি তাহলে কোরআন।

    • @MdMubinBiswas
      @MdMubinBiswas 2 วันที่ผ่านมา

      ভন্ড তো কুরআন মানে না 0:02 ০৩ টি আয়াত দিলাম
      এক
      সাহাবীদের মত ঈমান
      দুই
      মুহাজির ও আনসারদের মধ্যে যারা প্রথম অগ্রগামী তাদেরকে অনুসরণ
      তিন
      আল্লাহ ও তার রসূলের প্রতি অস্বীকৃতি জ্ঞাপনকারী প্রসঙ্গে
      ১. সূরা নিসা ৪:-১৫০, ১৫১
      إِنَّ الَّذِينَ يَكْفُرُونَ بِاللّهِ وَرُسُلِهِ وَيُرِيدُونَ أَن يُفَرِّقُواْ بَيْنَ اللّهِ وَرُسُلِهِ وَيقُولُونَ نُؤْمِنُ بِبَعْضٍ وَنَكْفُرُ بِبَعْضٍ وَيُرِيدُونَ أَن يَتَّخِذُواْ بَيْنَ ذَلِكَ سَبِيلاً
      أُوْلَـئِكَ هُمُ الْكَافِرُونَ حَقًّا وَأَعْتَدْنَا لِلْكَافِرِينَ عَذَابًا مُّهِينًا
      অর্থঃ যারা আল্লাহ ও তার রসূলের প্রতি অস্বীকৃতি জ্ঞাপনকারী তদুপরি আল্লাহ ও রসূলের প্রতি বিশ্বাসে তারতম্য করতে চায় আর বলে যে, আমরা কতককে বিশ্বাস করি কিন্তু কতককে প্রত্যাখ্যান করি এবং এরই মধ্যবর্তী কোন পথ অবলম্বন করতে চায়। প্রকৃতপক্ষে এরাই সত্য প্রত্যাখ্যাকারী। আর যারা সত্য প্রত্যাখ্যানকারী তাদের জন্য তৈরী করে রেখেছি অপমানজনক আযাব।
      সাহাবীদের নিয়ে কটাক্ষ্য করছেন - অথচ আল্লাহ্ কোরআনে সাহাবীদের মত ঈমান আনতে বলেছেন - ২:১৩৭ فَاِنۡ اٰمَنُوۡا بِمِثۡلِ مَاۤ اٰمَنۡتُمۡ بِهٖ فَقَدِ اهۡتَدَوۡا ۚ وَ اِنۡ تَوَلَّوۡا فَاِنَّمَا هُمۡ فِیۡ شِقَاقٍ ۚ فَسَیَكۡفِیۡكَهُمُ اللّٰهُ ۚ وَ هُوَ السَّمِیۡعُ الۡعَلِیۡمُ ﴿۱۳۷﴾ؕ ১৩৭. অতঃপর তোমরা যেরূপ ঈমান এনেছ তারাও যদি সেরূপ ঈমান আনে, তবে নিশ্চয় তারা হেদায়াত পাবে। আর যদি তারা মুখ ফিরিয়ে নেয়, তবে তারা বিরোধিতায় লিপ্ত সুতরাং তাদের বিপক্ষে আপনার জন্য আল্লাহই যথেষ্ট। আর তিনি সর্বশ্রোতা ও সর্বজ্ঞ।
      ৯:১০০ وَ السّٰبِقُوۡنَ الۡاَوَّلُوۡنَ مِنَ الۡمُهٰجِرِیۡنَ وَ الۡاَنۡصَارِ وَ الَّذِیۡنَ اتَّبَعُوۡهُمۡ بِاِحۡسَانٍ ۙ رَّضِیَ اللّٰهُ عَنۡهُمۡ وَ رَضُوۡا عَنۡهُ وَ اَعَدَّ لَهُمۡ جَنّٰتٍ تَجۡرِیۡ تَحۡتَهَا الۡاَنۡهٰرُ خٰلِدِیۡنَ فِیۡهَاۤ اَبَدًا ؕ ذٰلِكَ الۡفَوۡزُ الۡعَظِیۡمُ ﴿۱۰۰﴾
      و السبقون الاولون من المهجرین و الانصار و الذین اتبعوهم باحسان رضی الله عنهم و رضوا عنه و اعد لهم جنت تجری تحتها الانهر خلدین فیها ابدا ذلك الفوز العظیم ﴿۱۰۰﴾
      আর মুহাজির ও আনসারদের মধ্যে যারা প্রথম অগ্রগামী এবং যারা তাদেরকে অনুসরণ করেছে সুন্দরভাবে, আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট হয়েছেন আর তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট হয়েছে। আর তিনি তাদের জন্য প্রস্তুত করেছেন জান্নাতসমূহ, যার তলদেশে নদী প্রবাহিত, তারা সেখানে চিরস্থায়ী হবে। এটাই মহাসাফল্য।

  • @NourNobe-r3y
    @NourNobe-r3y 8 หลายเดือนก่อน

    Sir

  • @kanijfatema8860
    @kanijfatema8860 8 หลายเดือนก่อน

    কোন লেখকের বাংলা কুরআন পরবো আংকেল জদি দয়া করে পরামর্শ দিতেন খুবই উপকৃত হবো

    • @MajharulAsif
      @MajharulAsif  8 หลายเดือนก่อน

      (১) ছন্দোবদ্ধ বাংলা কোরআন । -পান্না চৌধুরী কেউ নিতে চাইলে টাকা বিকাশে পাঠিয়ে দিলেই তাকে কুরিয়ারে পাঠিয়ে দেয়া হবে। বিকাশ নাম্বার:। 01710921246 . ঠিকানা দিতে হবে সেইসাথে ।

    • @AnwarHossain-k4w
      @AnwarHossain-k4w 8 หลายเดือนก่อน

      এটার অনুবাদ কে করেছেন?

    • @MajharulAsif
      @MajharulAsif  8 หลายเดือนก่อน

      @@AnwarHossain-k4w -পান্না চৌধুরী

    • @oman2395
      @oman2395 8 หลายเดือนก่อน

      ​@@MajharulAsifhi

  • @MdNur-z5s
    @MdNur-z5s 3 หลายเดือนก่อน

    Bha.. Ak fasek bole geloQuran sara ar kisuii pora zabe naa..... Assa aita ki Quran kothaaa

    • @MajharulAsif
      @MajharulAsif  3 หลายเดือนก่อน

      আর কোন্ বাণীতে তারা
      আনিবে ঈমাণ
      প্রেরিত হবার পরে
      যখন কোরআন ?
      সূরা- মুরসালাত, আয়াত ৫০

    • @MdMubinBiswas
      @MdMubinBiswas 2 วันที่ผ่านมา

      ​@@MajharulAsif০৩ টি আয়াত দিলাম
      এক
      সাহাবীদের মত ঈমান
      দুই
      মুহাজির ও আনসারদের মধ্যে যারা প্রথম অগ্রগামী তাদেরকে অনুসরণ
      তিন
      আল্লাহ ও তার রসূলের প্রতি অস্বীকৃতি জ্ঞাপনকারী প্রসঙ্গে
      ১. সূরা নিসা ৪:-১৫০, ১৫১
      إِنَّ الَّذِينَ يَكْفُرُونَ بِاللّهِ وَرُسُلِهِ وَيُرِيدُونَ أَن يُفَرِّقُواْ بَيْنَ اللّهِ وَرُسُلِهِ وَيقُولُونَ نُؤْمِنُ بِبَعْضٍ وَنَكْفُرُ بِبَعْضٍ وَيُرِيدُونَ أَن يَتَّخِذُواْ بَيْنَ ذَلِكَ سَبِيلاً
      أُوْلَـئِكَ هُمُ الْكَافِرُونَ حَقًّا وَأَعْتَدْنَا لِلْكَافِرِينَ عَذَابًا مُّهِينًا
      অর্থঃ যারা আল্লাহ ও তার রসূলের প্রতি অস্বীকৃতি জ্ঞাপনকারী তদুপরি আল্লাহ ও রসূলের প্রতি বিশ্বাসে তারতম্য করতে চায় আর বলে যে, আমরা কতককে বিশ্বাস করি কিন্তু কতককে প্রত্যাখ্যান করি এবং এরই মধ্যবর্তী কোন পথ অবলম্বন করতে চায়। প্রকৃতপক্ষে এরাই সত্য প্রত্যাখ্যাকারী। আর যারা সত্য প্রত্যাখ্যানকারী তাদের জন্য তৈরী করে রেখেছি অপমানজনক আযাব।
      সাহাবীদের নিয়ে কটাক্ষ্য করছেন - অথচ আল্লাহ্ কোরআনে সাহাবীদের মত ঈমান আনতে বলেছেন - ২:১৩৭ فَاِنۡ اٰمَنُوۡا بِمِثۡلِ مَاۤ اٰمَنۡتُمۡ بِهٖ فَقَدِ اهۡتَدَوۡا ۚ وَ اِنۡ تَوَلَّوۡا فَاِنَّمَا هُمۡ فِیۡ شِقَاقٍ ۚ فَسَیَكۡفِیۡكَهُمُ اللّٰهُ ۚ وَ هُوَ السَّمِیۡعُ الۡعَلِیۡمُ ﴿۱۳۷﴾ؕ ১৩৭. অতঃপর তোমরা যেরূপ ঈমান এনেছ তারাও যদি সেরূপ ঈমান আনে, তবে নিশ্চয় তারা হেদায়াত পাবে। আর যদি তারা মুখ ফিরিয়ে নেয়, তবে তারা বিরোধিতায় লিপ্ত সুতরাং তাদের বিপক্ষে আপনার জন্য আল্লাহই যথেষ্ট। আর তিনি সর্বশ্রোতা ও সর্বজ্ঞ।
      ৯:১০০ وَ السّٰبِقُوۡنَ الۡاَوَّلُوۡنَ مِنَ الۡمُهٰجِرِیۡنَ وَ الۡاَنۡصَارِ وَ الَّذِیۡنَ اتَّبَعُوۡهُمۡ بِاِحۡسَانٍ ۙ رَّضِیَ اللّٰهُ عَنۡهُمۡ وَ رَضُوۡا عَنۡهُ وَ اَعَدَّ لَهُمۡ جَنّٰتٍ تَجۡرِیۡ تَحۡتَهَا الۡاَنۡهٰرُ خٰلِدِیۡنَ فِیۡهَاۤ اَبَدًا ؕ ذٰلِكَ الۡفَوۡزُ الۡعَظِیۡمُ ﴿۱۰۰﴾
      و السبقون الاولون من المهجرین و الانصار و الذین اتبعوهم باحسان رضی الله عنهم و رضوا عنه و اعد لهم جنت تجری تحتها الانهر خلدین فیها ابدا ذلك الفوز العظیم ﴿۱۰۰﴾
      আর মুহাজির ও আনসারদের মধ্যে যারা প্রথম অগ্রগামী এবং যারা তাদেরকে অনুসরণ করেছে সুন্দরভাবে, আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট হয়েছেন আর তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট হয়েছে। আর তিনি তাদের জন্য প্রস্তুত করেছেন জান্নাতসমূহ, যার তলদেশে নদী প্রবাহিত, তারা সেখানে চিরস্থায়ী হবে। এটাই মহাসাফল্য।

  • @MdTashin-e9t
    @MdTashin-e9t 8 หลายเดือนก่อน

    আরবি থাকবে, বাংলা তরজমা থাকবে,পান্না চৌধুরী স্যারের লেখা কোরআন প্রাইজ কতো,

    • @MajharulAsif
      @MajharulAsif  8 หลายเดือนก่อน

      700/-

    • @MdMubinBiswas
      @MdMubinBiswas 2 วันที่ผ่านมา

      ​@@MajharulAsifকুরআন এর আয়াত বিক্রি করে খাও - তোমাদের আল্লাহ কুরআন এ গাধা ও হ্যাফানো কুকুর বলা হইয়াছে
      তোমার মতো কিছু ফেৎনা বাজ এর জন্য সমস্যা তোমরা তো কুরআন মানো না - ০৩ টি আয়াত দিলাম
      এক
      সাহাবীদের মত ঈমান
      দুই
      মুহাজির ও আনসারদের মধ্যে যারা প্রথম অগ্রগামী তাদেরকে অনুসরণ
      তিন
      আল্লাহ ও তার রসূলের প্রতি অস্বীকৃতি জ্ঞাপনকারী প্রসঙ্গে
      ১. সূরা নিসা ৪:-১৫০, ১৫১
      إِنَّ الَّذِينَ يَكْفُرُونَ بِاللّهِ وَرُسُلِهِ وَيُرِيدُونَ أَن يُفَرِّقُواْ بَيْنَ اللّهِ وَرُسُلِهِ وَيقُولُونَ نُؤْمِنُ بِبَعْضٍ وَنَكْفُرُ بِبَعْضٍ وَيُرِيدُونَ أَن يَتَّخِذُواْ بَيْنَ ذَلِكَ سَبِيلاً
      أُوْلَـئِكَ هُمُ الْكَافِرُونَ حَقًّا وَأَعْتَدْنَا لِلْكَافِرِينَ عَذَابًا مُّهِينًا
      অর্থঃ যারা আল্লাহ ও তার রসূলের প্রতি অস্বীকৃতি জ্ঞাপনকারী তদুপরি আল্লাহ ও রসূলের প্রতি বিশ্বাসে তারতম্য করতে চায় আর বলে যে, আমরা কতককে বিশ্বাস করি কিন্তু কতককে প্রত্যাখ্যান করি এবং এরই মধ্যবর্তী কোন পথ অবলম্বন করতে চায়। প্রকৃতপক্ষে এরাই সত্য প্রত্যাখ্যাকারী। আর যারা সত্য প্রত্যাখ্যানকারী তাদের জন্য তৈরী করে রেখেছি অপমানজনক আযাব।
      সাহাবীদের নিয়ে কটাক্ষ্য করছেন - অথচ আল্লাহ্ কোরআনে সাহাবীদের মত ঈমান আনতে বলেছেন - ২:১৩৭ فَاِنۡ اٰمَنُوۡا بِمِثۡلِ مَاۤ اٰمَنۡتُمۡ بِهٖ فَقَدِ اهۡتَدَوۡا ۚ وَ اِنۡ تَوَلَّوۡا فَاِنَّمَا هُمۡ فِیۡ شِقَاقٍ ۚ فَسَیَكۡفِیۡكَهُمُ اللّٰهُ ۚ وَ هُوَ السَّمِیۡعُ الۡعَلِیۡمُ ﴿۱۳۷﴾ؕ ১৩৭. অতঃপর তোমরা যেরূপ ঈমান এনেছ তারাও যদি সেরূপ ঈমান আনে, তবে নিশ্চয় তারা হেদায়াত পাবে। আর যদি তারা মুখ ফিরিয়ে নেয়, তবে তারা বিরোধিতায় লিপ্ত সুতরাং তাদের বিপক্ষে আপনার জন্য আল্লাহই যথেষ্ট। আর তিনি সর্বশ্রোতা ও সর্বজ্ঞ।
      ৯:১০০ وَ السّٰبِقُوۡنَ الۡاَوَّلُوۡنَ مِنَ الۡمُهٰجِرِیۡنَ وَ الۡاَنۡصَارِ وَ الَّذِیۡنَ اتَّبَعُوۡهُمۡ بِاِحۡسَانٍ ۙ رَّضِیَ اللّٰهُ عَنۡهُمۡ وَ رَضُوۡا عَنۡهُ وَ اَعَدَّ لَهُمۡ جَنّٰتٍ تَجۡرِیۡ تَحۡتَهَا الۡاَنۡهٰرُ خٰلِدِیۡنَ فِیۡهَاۤ اَبَدًا ؕ ذٰلِكَ الۡفَوۡزُ الۡعَظِیۡمُ ﴿۱۰۰﴾
      و السبقون الاولون من المهجرین و الانصار و الذین اتبعوهم باحسان رضی الله عنهم و رضوا عنه و اعد لهم جنت تجری تحتها الانهر خلدین فیها ابدا ذلك الفوز العظیم ﴿۱۰۰﴾
      আর মুহাজির ও আনসারদের মধ্যে যারা প্রথম অগ্রগামী এবং যারা তাদেরকে অনুসরণ করেছে সুন্দরভাবে, আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট হয়েছেন আর তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট হয়েছে। আর তিনি তাদের জন্য প্রস্তুত করেছেন জান্নাতসমূহ, যার তলদেশে নদী প্রবাহিত, তারা সেখানে চিরস্থায়ী হবে। এটাই মহাসাফল্য।

    • @MdMubinBiswas
      @MdMubinBiswas วันที่ผ่านมา +1

      @@MajharulAsif আয়াত বিক্রি কেন? আপনি কি সেই ব্যাক্তি? সফ্ট কপি দাও - পড়ি

  • @MonuIslam-u4f
    @MonuIslam-u4f 11 วันที่ผ่านมา

    পান্না স্যার শিয়াদের ৯০ পারা কোরান আর সুন্নিদের ৩০ পারা কোরান নি কিছু বলেন। এভাবে দুই মাজহাব কে ৯০ ও ৩০ কোরান পড়ে কেন এবং কোনটা সহি ও কোনটা যহি।

  • @md.israfilkhan2127
    @md.israfilkhan2127 3 หลายเดือนก่อน +1

    আপনার কথা মত বুঝতে পারলাম যে কুরআন ব্যতিত অন্য কোন বই পড়া যাবে না সেটা ধর্মেরই হোক বা অন্য কিছুরই হোক তাহলে যে আপনিও বই লিখছেন পরবর্তী প্রজন্ম ভুয়া বলে চালিয়ে দিবে তারা ভাববে আপনি আপনার মনগড়া কথা গুলো লিখিয়েছেন এর কারণ হচ্ছে পরবর্তী হাজার বছর পর প্রজন্মের পরিবর্তন হবে।

    • @hellobangladesh8693
      @hellobangladesh8693 7 วันที่ผ่านมา

      সব কিছুর পরিবর্তন হতে পারে কিন্তুুু কোরআনের কোন পরিবর্তন হবে না। এজন্যই কোরআন সার্বজনীন।

  • @NourNobe-r3y
    @NourNobe-r3y 9 หลายเดือนก่อน

    Sir

  • @samuel53ful
    @samuel53ful 14 วันที่ผ่านมา

    You're very correct. Quran is only holy book we should follow

  • @Dr.islamponthiDoctor
    @Dr.islamponthiDoctor 2 หลายเดือนก่อน +1

    Faltu kothar kono manei nai,

    • @ShamemaAli-oc8je
      @ShamemaAli-oc8je 13 วันที่ผ่านมา

      ইয়াহুদীদের প্রপাগান্ডা।ইয়াহুদীরা সবচেয়ে বেশি হাদীস মানে পড়ে।কারন দাজ্জাল আসলে মুসলিমরা কি করবে সেটা হাদীসএ ভাল ভাবেই আছে।হাদীস জোগাড় করতে সাহাবীদের যে কি পরিমান কষ্ট হয়েছে।মুর্খ গুলো কি বলছে শুনে রাখে।।