পিঠা পুলির গান_Pitha Puli’r Gaan_Joler Gaan_জলের গান_Noyon Joler Gaan_ নয়ন জলের গান

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 6 ก.พ. 2025
  • পিঠা পুলির গান
    Pitha Puli’r Gaan
    Lyrics : Kamal Khan & Mallik Yishorja
    Tune : Mallik Yishorja
    চান্দের আলো লাগে ভালো চাঁদনী পসর রাইতে,
    বিহান বেলা লাগে ভালো পিঠাপুলি খাইতে!
    আহারে আহারে! আহারে আমার!
    শিশিরের ঘোমটা দেওয়া পৌষ মাস।
    বন্ধু আমার নাইওর যাইবো মনে তাহার আশ রে
    বন্ধু আমার দেশও যাইবো মনে তাহার আঁশ!
    ভাপা পিঠার বাঁকা ধোয়া, তেলে গরম তেল পোয়া;
    দুধে ভেজা দুধ চিতই আর খেজুর গুড়ে চিড়ার মোয়া!
    শিশিরের ঘোমটা দেওয়া পৌষ মাস।
    বন্ধু আমার নাইওর যাইবো মনে তাহার আশ রে
    বন্ধু আমার দেশও যাইবো মনে তাহার আশ!
    গ্রামের পথের কাঁচা মাটি ভিজা আছে তাই,
    মাঘের ছাওয়াল আইলে পায়ে লাইগা থাকা চাই!
    আরে পুকুর জলে তলে তলে রান্ধন হইল সারা;
    জলের ধোঁয়া দেইখা সারস মাতায় দিছে পাড়া।
    দেখো বাইন্ধা ঘন চুল;
    শিশির আবার আইলো দিতে পরায় কানের দুল রে দেখো,
    বাইন্ধা ঘন চুল; শিশির আবার আইলো দিতে পরায় কানের দুল!
    Special Appearance:
    Snata Shahrin
    Composition:
    Rahul Ananda
    Audio Production:
    Dewan Anamul Hasan Raju
    With Us:
    Souptik Mazumder with his Magical VIOLIN & Traditional SARINDA
    Sujoy Choudhury with his Beautiful DOTARA
    Camera:
    Tanzim Ahmed Bijoy
    Sumit Kumar Roy Shuvo
    Edit & Color:
    Ananda Jatra
    Video Making:
    Jolkahon
    Acknowledgement: Maruf Hossain Rassel & Mizan Vai ( CRP Kulaura ), Afjol Tuhel
    Joler Gaan:
    Rahul Ananda, Rana Sarwar, ABS Xem, MD. Masum, Dipankar Roy Dip, Mallik Yishorja, Gopi Devnath, DH Shuvo
    Produced by Joler Gaan
    © 2019 Joler Gaan
    Telephone: +8801712027819
    E-mail: jolergaan.com@gmail.com
    jolergaan.com
    jolergaan.bandcamp.com
    jolergaan
    jolergaan
    / jolergaan
    joler.gaan
    soundcloud.com/jolergaan
    reverbnation.com/jolergaanofficial

ความคิดเห็น • 1.6K

  • @mithunmali422
    @mithunmali422 4 ปีที่แล้ว +272

    বিয়ান বেলা, শিশির, পিটেপুলি, ধান ক্ষেতের আল, পুকুর পাড়, -এগুলি শুধু বাংলা শব্দ নয়, বাঙালীর আবেগ, প্রেম, নাড়ীর টান,সত্তা, সবকিছু। তোমাদের গানগুলো শুনলে আমার শৈশব কাল আমার বাড়ির উঠোনে এসে ধরা দেয়। অনেক অনেক ভালোবাসা "জলের গান""( ভারত থেকে)

  • @aprotimsaha1889
    @aprotimsaha1889 3 ปีที่แล้ว +1

    চমৎকার সঙ্গীতায়োজন।
    বিহান বেলার আয়োজন চোখে দেখলুম। আহা প্রাণ জুড়ানো সুরের আগুন।

  • @bdsocialmedia1177
    @bdsocialmedia1177 2 ปีที่แล้ว +4

    *আমার মতো কে কে আছে যে এই গানটি 2023 সালে এসে আবারও শুনছেন*

  • @jayadas8798
    @jayadas8798 2 ปีที่แล้ว +2

    কি বলবো আনন্দে মন বাংলাদেশের চলে গেছে যতই আমরা মডার্ন হই নিজের দেশের স্বাদই আলাদা। এইদেশে সব কিছু মনকে নাড়িয়ে দেয়।দিদিভাইয়ের নাচ মাটির গানে মিশে গেছে।

  • @ullashtravel4115
    @ullashtravel4115 5 ปีที่แล้ว +7

    রাহুল'দার বাঁশি পুরা পাগল করা। বাংলাদেশের মধ্যে যদি একজন পারফর্মার এর নাম বলতে হয়, আমি উনার নামই বলবো। কি, অসাধারণ উনি। বেঁচে থাকুক, ভালোবাসা নিরন্তর 😍

  • @vaskar2777
    @vaskar2777 5 ปีที่แล้ว +869

    যতই রাজনীতি আর ধর্ম ধর্ম করুক এপার বাংলা আর অপার বাংলা,এইসব গানগুলিই তাদের এক করে।।সত্যি অনেক অনেক ভালোবাসা ভারত থেকে।।❤❤❤❤❤❤

    • @shofiqshaheen6670
      @shofiqshaheen6670 4 ปีที่แล้ว +6

      💖💖💖

    • @abutaherchowdhury5782
      @abutaherchowdhury5782 4 ปีที่แล้ว +7

      আসলেই দাদাভাই

    • @shuvobarua1944
      @shuvobarua1944 4 ปีที่แล้ว +34

      একদম মনের কথা বলেছেন ভাই। প্রতিবারই কান্না পায় যখন ভাবি আমার এমন সুন্দর বাংলা এমন নিষ্ঠুরভাবে আলাদা হলো কেনো! আর বাংলার মাটির যে সুর সে সুর ও হারিয়ে যাচ্ছে। কিন্তু জলের গানে যেনো আমি আমার বাংলাকে খুঁজে পাই। আর পশ্চিমবঙ্গের ও অনেক গানে বারবার হারিয়ে যেতে ইচ্ছে হয়। মনে করি আসাম যাবো, পিন্দারে পলাশের বন, রাঙ্গামাটির দেশে যা। উফফ!! অসাধারণ...

    • @akramhosen3457
      @akramhosen3457 3 ปีที่แล้ว +1

      A

    • @suvo-g7j
      @suvo-g7j 3 ปีที่แล้ว +19

      বাংলার আবার এপার ওপার কি!

  • @villegershandcraft
    @villegershandcraft 4 ปีที่แล้ว +108

    ভারত থেকে।
    ভালোবাসা রেখে গেলাম।
    নতুন ইতিহাস তৈরী করলো এই গান।

  • @subhropaul52
    @subhropaul52 2 ปีที่แล้ว +5

    আহারে! আহা! এই না হলে আমার বাংলা ভাষা। অনেক ভালোবাসা আমরা যেন সবাই এই গানের মতো সরল থাকি।

    • @tamals22
      @tamals22 7 หลายเดือนก่อน

      সরল থাকলে উর্দু আরবি হিন্দি আপনাকে একদিন খেয়ে ফেলবে

  • @baidyanathchakravorty9072
    @baidyanathchakravorty9072 2 ปีที่แล้ว +2

    কলকাতা থেকে লিখছি। অসাধারণ। জলের গান - আপনাদের সব কটি গান আমার প্রিয়। বারবার শুনি।

  • @suvajyotiray582
    @suvajyotiray582 4 ปีที่แล้ว +70

    'জলের গান'-কে প্রথমে নমস্কার জানাই। আমি আপনাদের গানের বিশাল একজন ভক্ত। আপনাদের সবকটি গান আমার শোনা। তার মধ্যে সবথেকে বেশি ভাল লাগে 'পিঠা পুলির গান'। তার পর 'রসিক যে জন', 'এমন যদি হত'। 'পিঠা পুলির গান' বলতে গেলে মুখস্থ হয়ে গেছে। প্রতিদিন ৬ বা ৭ বার শুনি এই গানটি। অসাধারণ। আমি প্রতি বছর বাংলাদেশ ঘুরতে যাই। খুব ইচ্ছা আছে আপনাদের সাথে একবার দেখা করার। ভাল থাকবেন নমস্কার।

    • @jolergaan
      @jolergaan  4 ปีที่แล้ว +6

      ভালোবাসা নিবেন 🕊️

  • @civilengineeringtipswithso4892
    @civilengineeringtipswithso4892 2 ปีที่แล้ว

    জলের গান মানেই প্রকৃতির ডাক বা কথা। অালহামদুলিল্লাহ জলের গান চ্যানেলের সমস্ত গান শুনে শেষ করলাম।

  • @XpartUI
    @XpartUI 6 หลายเดือนก่อน +37

    বাড়িটার জন্য ভিশন কষ্ট লাগছে। ধানমন্ডির মত জায়গায় এরকম মায়া ভরা একটা বাড়ি আছে জানতামই না!

    • @subratasarkar-ki1sp
      @subratasarkar-ki1sp 5 หลายเดือนก่อน +3

      ভিশন নয় ভীষণ

    • @RajuDadh-q1b
      @RajuDadh-q1b 5 หลายเดือนก่อน

      😢

    • @kuchvkahiv
      @kuchvkahiv 3 หลายเดือนก่อน

      কত টা অসভ্য দেশের লোকজন,, অসভ্য, জানোয়ার,ছাড়া কিছু নাই,,সব ধর্মান্ধ

    • @pijusdas9415
      @pijusdas9415 หลายเดือนก่อน

      ৫আগষ্ট একদল সন্ত্রাসীরা এই বাড়িটি পুরিয়ে দিয়েছে।

  • @mohammedsajib8269
    @mohammedsajib8269 ปีที่แล้ว +84

    যে গান ভারত বাংলাদেশের কাঁটাতার ভেদ করে বাঙালি স্বত্বার পরিচয় বহন করে। ধন্যবাদ ভারতীয় দের যারা শুভেচ্ছা জানিয়েছেন।
    আমরা বাঙালি এটাই আমাদের গৌরব

    • @tamals22
      @tamals22 ปีที่แล้ว

      হিন্দি উর্দু সাম্রাজ্যবাদ নিপাত জাক

    • @mdsohelrahmanraja1554
      @mdsohelrahmanraja1554 3 หลายเดือนก่อน

      Dhanmondi kothay ai bari

  • @Bong_Puja884
    @Bong_Puja884 ปีที่แล้ว +16

    বাংলা গান শুনলেই ভুলে যাই যে আমরা ভারতীয় নাকি বাংলাদেশী, ,,একটাই‌ পরিচয় আমরা বাঙালি ❤️❤️

  • @dipakdebnath6152
    @dipakdebnath6152 ปีที่แล้ว +1

    জন্ম পশ্চিমবঙ্গে, কিন্তু প্রতিমুহূর্তে শিঁকড়ের টান অনুভব করি.......
    ধন্যবাদ 'জলের গান'!

  • @RahulKumar-pj9bd
    @RahulKumar-pj9bd 5 ปีที่แล้ว +52

    অনেকদিন বাদে অশান্তি, জীবনের অসর্হ্য যন্ত্রণা, ব্যর্থতা আর জীবনমুখী ব্যস্ততার মধ্যে একটু নিশ্বাস নিচ্ছি। অসাধারণ! 😍😍

  • @mdfaysalahmed1163
    @mdfaysalahmed1163 ปีที่แล้ว

    আহা! কত সুন্দর মাধুর্য মিশ্রিত কথার বুনন।
    এক কথায় অসাধারণ।

  • @sougatasahasart
    @sougatasahasart 4 ปีที่แล้ว +81

    পশ্চিমবঙ্গ থেকে অনেক ভালোবাসা রইলো আপনাগো জন্য

    • @jolergaan
      @jolergaan  4 ปีที่แล้ว +4

      আপনার জন্য অনেক ভালোবাসা 😍

  • @tanginatasnim8717
    @tanginatasnim8717 5 ปีที่แล้ว +2

    যতবার শুনছি আরো বারবার শুনতে ইচ্ছে করছে ...! অনেক ভালোবাসা আর শুভকামনা জলের গানের জন্য..! আর যিনি পেছনে তালে তালে নাচছেন, যেন গানের সৌন্দর্য উনি তিনগুন বাড়িয়ে দিয়েছেন... এত সুন্দর হাসি আর স্বতঃস্ফূর্ত নাচ... সব মিলে অপূর্ব...!!!

  • @sayanrakshit3786
    @sayanrakshit3786 5 ปีที่แล้ว +459

    ভারত থেকে বলছি। অনেকদিন ধরেই ইচ্ছা, পদ্মা-তীরে যাওয়ার। গেলে, পিঠে খাওয়াবেতো? যাইহোক, গানটা ও তার দৃশ্যায়ন বেশ ভালো লাগলো। অসংখ্য ধন্যবাদ।❤️❤️❤️

    • @mirajsarkar2073
      @mirajsarkar2073 5 ปีที่แล้ว +3

      Aponi acan pita khaobo

    • @harejdu1003
      @harejdu1003 5 ปีที่แล้ว +9

      ময়মনসিংহে আসেন❤

    • @sagnikbanerjee279
      @sagnikbanerjee279 5 ปีที่แล้ว +16

      পিঠা ভালো বানায় বরিশালের লোকেরা। 😄🤗

    • @oldnewlatest8898
      @oldnewlatest8898 5 ปีที่แล้ว +3

      দাওয়াত রইলো দাদা

    • @khairulislam8870
      @khairulislam8870 5 ปีที่แล้ว +1

      Apni ashen ami khawabo

  • @md.sujanurrahmansujon6068
    @md.sujanurrahmansujon6068 4 ปีที่แล้ว +8

    আহ,,, ঠিক মরুভূমিতে বৃষ্টির মতো। মন ছুয়ে গেল। জল বোয়ে চলুক স্রোতের মত,, অবিরাম। ❤

  • @rajeshkarmakar.773
    @rajeshkarmakar.773 2 ปีที่แล้ว +71

    এক কথায় অনবদ্য মুগ্ধ ভারত থেকে .. তোমাদের এক বড় ভক্ত.. দৃশ্য এবং গান দুই ই অসাধারণ.. এত আবেগ এত সুন্দর লেখা বাংলা গানকে আরো সুন্দর করে তুলেছে.. বাংলা পৃথিবীর সবচেয়ে সুন্দর ভাষা

  • @arindammajumder9799
    @arindammajumder9799 5 ปีที่แล้ว +1

    খুবই ভালো লাগলো গান শুনে শীতকালে পিঠা খাওয়া মজা

  • @ranjansengupta9854
    @ranjansengupta9854 3 ปีที่แล้ว +3

    একটি বাংলাদেশ ভ্রমন কাহিনী তে ব্কুল ফুল, ব্কুল ফুল ...গান (জলের গান) অন্য সব অসাধারণ মনের মত, পল্লীগীতি মন মাতিয়ে গেলো, ... পিঠাপুলির গানে ভারত থেকে বাংলাদেশ যাওয়ার ইচ্ছে আবার প্রবল হয়ে গেলো শুধু অপেক্ষায়, মহামারী শেষ হবার 👍👏👏👏 শুভেচ্ছা জানাই

    • @mutirrahman8650
      @mutirrahman8650 2 ปีที่แล้ว

      ❤️❤️❤️❤️❤️❤️

  • @ewrfaizu4510
    @ewrfaizu4510 ปีที่แล้ว +2

    আজ প্রথম শুনলাম গানটা আগেও অনেকবার দেখেছি শুনা হইনাই🥲
    আজ শুনে আহ্ বলার ভাষা নাই❤️‍🩹👌

  • @All_about_sound
    @All_about_sound 5 ปีที่แล้ว +7

    পুরো এলবামের জন্য অনেকদিন ধরে অপেক্ষা করছিলাম। এরচেয়ে ভালো ফল পাওয়া সম্ভব ছিলো না। প্রত্যেকটা গানই একেকটা ভালোবাসা।

  • @neelambor393
    @neelambor393 2 ปีที่แล้ว

    খুবই ভালো লাগলো। রমরমা আরব্য সংস্কৃতির মাঝে খাটি বাঙ্গালী সংস্কৃতি তোমরাই বাচিয়ে রাখতে পারবে।

  • @ramadas6571
    @ramadas6571 2 ปีที่แล้ว +10

    অসাধারণ একটা গান উপহার দিয়েছ তোমরা। ধন্যবাদ🙏💕। ভারত🇮🇳 থেকে।

  • @saifpatwary7144
    @saifpatwary7144 4 ปีที่แล้ว

    Onek shablil shundor dushto misti ekta gan.....onek shundor ekta udvabon

  • @pinakinatuya8041
    @pinakinatuya8041 6 หลายเดือนก่อน +8

    Dada tomader ganer kono tulona hoyna, khub valo lage tomader gaan, tomar sobai valo theko

  • @humayounkhalidsujan9148
    @humayounkhalidsujan9148 2 ปีที่แล้ว

    আহারে কি অমায়িক পরিবেশনা। সত্যি মুগ্ধ হওয়ার মতো।

  • @samiransaikia1478
    @samiransaikia1478 6 หลายเดือนก่อน +4

    You get your house torched when you compose such beautiful songs and promote some special dance and instruments.

  • @hossainmohammed7773
    @hossainmohammed7773 2 ปีที่แล้ว

    Valo laglo. Bangali from NY USA

  • @debashisdas889
    @debashisdas889 5 ปีที่แล้ว +193

    ভালোবাসা জলের গান! 🌺🌺 এরকম বাংলা ফোক একোয়েস্টিক সেট আপ আর সচরাচর দেখা না! দীর্ঘ ধারাবহিকতায় নতুন ধারা সৃষ্টি করলো জলের গান!
    জয় হোক!

    • @jolergaan
      @jolergaan  5 ปีที่แล้ว +15

      অনেক ভালবাসা ......

  • @Sayani5
    @Sayani5 2 หลายเดือนก่อน +1

    Bah re, ettoo sundor!! ❤

  • @mizanrahman6661
    @mizanrahman6661 5 ปีที่แล้ว +89

    বাংলা গানে নাকি কথার খরা!
    আহা! কি মধুর কথাগুলি।
    প্রাণ জুড়িয়ে যায়।

  • @rafikhan4955
    @rafikhan4955 4 ปีที่แล้ว

    শেকড়ের গানে গানে এপার বাংলা ওপার বাংলা এক বিনি সুতোর মালা,,,,,,,,অজস্র ভালোবাসা রইলো জলের গানকে

  • @yournk7799
    @yournk7799 3 ปีที่แล้ว +19

    আমার মা বিহান বেলা বলে। এই শব্দটার সাথে আমি পরিচিত। Love from India 🇮🇳

  • @msraunon583
    @msraunon583 5 ปีที่แล้ว

    aha ki mojar 1 ta gaan...Thank you joler gann...valobasa obiram

  • @joy.sarkar
    @joy.sarkar 5 ปีที่แล้ว +14

    আহঃ বাংলার গান।
    এত সুন্দর করে পিঠাপুলির কথা বলা যায়!!

  • @abdullahbaeg943
    @abdullahbaeg943 ปีที่แล้ว +1

    Very very beautiful song. I think original singer this song late Fakir Alomgir

  • @joysoul5855
    @joysoul5855 4 ปีที่แล้ว +45

    গানটা হৃদয় ছুয়ে গেল। বাংলা, ঐতিহ্য, কৃষ্টি ও সংস্কৃতি জানা না থকলে এমন গান লেখা যেমন সহজ না তেমনি এত দরদ দিয়ে গাওয়া ও সম্ভব না। প্রবীন ও নব্বই দশকের শ্রোতারাই হয়তো এই গানের আসল মায়াটা বুঝতে পারবে বা পেরেছে।

  • @recitationmehedi2340
    @recitationmehedi2340 4 ปีที่แล้ว +3

    হৃদয় নিংড়ানো ভালবাসাটুকু অাপু তোমাকে দিলাম,,, জলের গানকে ভালবাসা থাকলো

  • @sojibvfx8766
    @sojibvfx8766 3 ปีที่แล้ว

    Life r fast joler gaan sunlam ato sundor gaan vabtew pare ne pream e pore galam😍 just osam boss

  • @law_Insider
    @law_Insider 3 ปีที่แล้ว +160

    নিসন্দেহে দেশের সবচেয়ে ক্রিয়েটিভ ব্যান্ড 🥰 জলের গান। (বাংলাদেশের গর্ব)

    • @kuchvkahiv
      @kuchvkahiv 3 หลายเดือนก่อน

      যা করলে বাবা বাংলাদেশের গর্ব কে নিয়ে,,

  • @mishtimukhbysusmita3415
    @mishtimukhbysusmita3415 3 ปีที่แล้ว

    Khub valo laglo dadavayera amar.india theke bolchi.valo thakun ar erom sundor gaan sobai ke upohar din.opar banglar sob vai bon der onek valobasha❤❤❤

  • @Sajalgwd
    @Sajalgwd 6 หลายเดือนก่อน +8

    জানি দাদা তোমার ভিতরে কি তোলপার হচ্ছে..আবেগ জমিয়ে জমিয়ে এক একটা বাদ্য আনা..😭😭
    সেই ঘর টাই জালিয়ে দিল যেখানে পীঠা-পুলির গান হয়েছিল॥॥
    জানি দেশটা তোমার তাও ছারলা না তোমায়..”পরের জায়গা পরের জমিন” - গানের কথাটা সত্যি হয়ে গেলো..!!👏👏
    - ভারতের ভালোবসা তোমার জন্য॥॥❤️❤️

    • @Mukul_hossain1985
      @Mukul_hossain1985 6 หลายเดือนก่อน

      যেমন কর্ম করবে তেমন ফল পাবে।।।আপনাদের যখন এতই দরদ, দয়া করে উনাকে সসম্মানে ভারতে নিয়ে যান আপনারা।আমাদের কোনো দুঃখ থাকবে না।🥰

    • @Funnyfacts258
      @Funnyfacts258 6 หลายเดือนก่อน

      ছিঃ ছিঃ কি মৌলবাদি চিন্তাধারা । সারা বাংলাদেশ ওনার কাছে ক্ষমা চাচ্ছে আর আপনি ?? আপনার কতটুকু যোগ্যতা আছে ওনার মত একজনের দোষ গুন বিচার করার তা আপনার কাছে শুনি ওনার দোষটা কি ছিলো ?? উনি হিন্দু এটাই দোষ ?? ​@@Mukul_hossain1985

    • @tanzinazaman6803
      @tanzinazaman6803 6 หลายเดือนก่อน

      ​@@Mukul_hossain1985কেন উনি কী করেছেন?

    • @Mukul_hossain1985
      @Mukul_hossain1985 6 หลายเดือนก่อน

      @@tanzinazaman6803 উনি আপনাদের RAW এর এজেন্ট।।ইন্ডিয়ার হয়ে বাংলাদেশ বিরোধী অনেক কাজ করেছেন গোপনে।।আওয়ামী লীগ এর ছত্রছায়ায় থাকার কারণে তাকে সাধারণ মানুষ কিছু করতে পারে নি।।একটা স্বাধীন দেশে দেশদ্রোহিতা করলে তো এমন শাস্তি পাবেই।।
      সেজন্যই বললাম,,ভারতীয়দের যদি মন চায় তো তাকে ভারতে নিয়ে যান।🥰

    • @nirob4950
      @nirob4950 5 หลายเดือนก่อน

      কি করছে তরে ​@@Mukul_hossain1985

  • @Naughty756
    @Naughty756 2 ปีที่แล้ว

    আহারে আহারে ইস,
    জলের গান প্রাণের স্পন্দন এর মতো 🌺❣️❣️❣️💝💝

  • @shafiqulislam7871
    @shafiqulislam7871 4 ปีที่แล้ว +231

    আমি আসাম থেকে দেখতাছি। আমাগো আসামে টাংগাইল আর ময়মনসিংহের অনেক মানুষ আছে। আমরাও সকাল বেলারে বেহানবেলা কই😍😍

    • @rumanhasan6437
      @rumanhasan6437 4 ปีที่แล้ว +1

      আমার ডিসট্রিক্ট ময়মনসিংহ শেরপুর জেলার নালিতাবাড়ী থানা পোস্টপিস পাঁচ গাঁও গামঃ ফটিয়াকান্দি
      ০১৬৮২৬৪৮৩০১

    • @shafiqulislam7871
      @shafiqulislam7871 4 ปีที่แล้ว +2

      @@rumanhasan6437
      নলিতাবাড়ি আমি চিনি তো। নলিতাবাড়ির উত্তরে বারেংগাপাড়া বর্ডার। এটা ভারতে পরে

    • @aupuislam5276
      @aupuislam5276 4 ปีที่แล้ว +4

      বেহানে উইঠা পান্তা খাইলাম এখন

    • @wardonsquad
      @wardonsquad 4 ปีที่แล้ว +2

      আমার বাসা টাংগাইল। আমার অনেক পূর্ব পুরুষ আসামে থাকেন😍

    • @farzanakumkum7054
      @farzanakumkum7054 4 ปีที่แล้ว +3

      অামার বাবার চাচাও অাসামে চলে গেছেন অনেক অাগে,দাদু মারা যাবার আগে অনেক দেখতে চাইতেন

  • @sabbirhasan-fw1bx
    @sabbirhasan-fw1bx 2 ปีที่แล้ว

    ৬ মিনিট ৩৮ সেকেন্ড এর জন্য সেই দিন টায় ফিড়ে গিয়েছিলাম শিশির ভেজা সকালে পুলি পিঠা উফফ
    গান টা মন কেরে নিলো

  • @lailybegum7546
    @lailybegum7546 ปีที่แล้ว

    ওহ দারুণ মজার গান তো🥰👌👍💗💕💖💓💝💞❤️😊

  • @sauravmitra6676
    @sauravmitra6676 4 ปีที่แล้ว +9

    "জলের গান"! কৃত্রিম আর যান্ত্রিকতার নগরে একটুকরো মৌলিকতার আস্বাদ। হয়তো যুবসমাজ এখনে "Feat". এর আস্বাদে এগুলো শুনছে না, কিন্তু কমেন্ট রেখে যাচ্ছি আজ থেকে ১০ বছর পরে আপনারাই লিজেন্ড। মৌলিকতার জন্য শুভকামনা রইলো!!

    • @rahaturrahman4854
      @rahaturrahman4854 3 ปีที่แล้ว

      ধারণাও করতে পারবেন না, এরা কতোটা জনপ্রিয়। এদের কনসার্ট খুবই জমজমাট হয়।

  • @MirMAJID-ju1fn
    @MirMAJID-ju1fn 5 หลายเดือนก่อน

    গান যে মনের খোরাক জলের গান তার উদাহরণ ইতিহাস ঐতিহ্যের ধারক গানটি শুনতে শুনতে কখন যে ছেলে বেলায় চলে গেছি অসাধারণ

  • @moktadersabbir5715
    @moktadersabbir5715 5 ปีที่แล้ว +44

    "দেখো বাইন্ধা ঘন চুল;
    শিশির আবার আইলো দিতে পরায় কানের দুল"
    ❤❤❤❤❤ আহা!

  • @rezwanbadhan
    @rezwanbadhan 4 ปีที่แล้ว

    Chomotkar ekti gaan! Oshesh Dhonnobad monti bhalo kore dear jonne!

  • @debojyotid2
    @debojyotid2 2 ปีที่แล้ว +12

    Wonderful 👌🏻👌🏻👌🏻
    Lot's of love from India 🇮🇳
    🇮🇳 💙 🇧🇩

  • @prithadas2142
    @prithadas2142 2 หลายเดือนก่อน +1

    মন প্রান সব নেচে ওঠে আহা❤

  • @Kobitabrikho
    @Kobitabrikho 3 ปีที่แล้ว +3

    সেই প্রকাশের পর হতে নিয়মিত বিরতিতে শুনছি। এই গানের প্রতি আলাদা একটা টান কাজ করে। ভালোবাসা নিও জলের গান।

  • @animeshmal6184
    @animeshmal6184 ปีที่แล้ว

    Kub sundor lagcha gan ta suna AK kothai osadhran

  • @sougatasahasart
    @sougatasahasart 4 ปีที่แล้ว +3

    কোনো রাজনীতি দুই বাংলার এই ঐতিহ্য কে শেষ করতে পারবে না কোনোদিনই ফুরিয়ে যাবে না এই ঐতিহ্য

  • @prakashghosh8988
    @prakashghosh8988 3 ปีที่แล้ว +1

    Bihan balar pitha bananor Lok nai bartaman prajanma pitha taeri karte janena khetao janena thanks from kolkatta

  • @souravislam-ne2up
    @souravislam-ne2up 5 ปีที่แล้ว +460

    নগরের যান্ত্রিকতার মধ্যে 'জলের গান' হলো এক টুকরো গ্রাম।

    • @abdurrazzak5702
      @abdurrazzak5702 5 ปีที่แล้ว +2

      কি অবস্থা সৌরভ ভাই 😅😆

    • @জীবনচলারপথেঅনুসন্ধানকরেযাব
      @জীবনচলারপথেঅনুসন্ধানকরেযাব 5 ปีที่แล้ว +8

      আবু ওমামা (রাঃ) থেকে বর্ণিতঃ
      রাসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন, ‘তোমরা গায়িকা নর্তকীদের বিক্রয় কর না, তাদের ক্রয় কর না, তাদের গান-বাজনা ও বাদ্যযন্ত্র শিখিয়ে দিয়ো না, তাদের উপার্জন হারাম’ (ইবনে মাজাহ, মিশকাত হা/২৭৮০)।
      ঊপদেশ, হাদিস নং ৯৭
      হাদিসের মান: সহিহ হাদিস
      Source: আল হাদিস অ্যান্ড্রয়েড অ্যাপ, IRD

    • @maskman672
      @maskman672 5 ปีที่แล้ว +3

      @@জীবনচলারপথেঅনুসন্ধানকরেযাব তাইলে আপনি এখানে কি করেন।ভালো না লাগলে বেরিয়ে যান

    • @sofiqulislam5324
      @sofiqulislam5324 4 ปีที่แล้ว +1

      @@জীবনচলারপথেঅনুসন্ধানকরেযাব cccfffrrrufutii to III III potty

    • @jayantamandal2197
      @jayantamandal2197 4 ปีที่แล้ว

      Y66yyyyyy6y6

  • @sezangaming6922
    @sezangaming6922 5 ปีที่แล้ว +2

    জলের গানগুলো কলিজায় টান মারে। গানটা শুনতে শুনতে হারিয়ে গিয়েছিলাম এক অন্য জগতে। কি জানি কি চিন্তা করে দেখি চোখের কোণে জল।

  • @alamanhomosapiens.17
    @alamanhomosapiens.17 5 ปีที่แล้ว +280

    জলের গান 🎶
    এ এক ভয়াবহ নেশার নাম।
    😍 😍 😍

    • @jolergaan
      @jolergaan  5 ปีที่แล้ว +12

      অনেক ভালবাসা ......

    • @PROTTOI39
      @PROTTOI39 5 ปีที่แล้ว +5

      জলের গান,
      এ এক ভয়াবহ নেশার নাম, কিন্তু রাহুল দার গলায় আরও বেশি ভাল লাগে ।।।

  • @AjJonyKhan-z2d
    @AjJonyKhan-z2d หลายเดือนก่อน

    I you jol band 💞amar jolyer gan gulo onek onek valo lage 💞💖💞🤗🤗

  • @santachatterjee3250
    @santachatterjee3250 4 ปีที่แล้ว +3

    কী সুন্দর, মনটা ছেয়ে গেল। আমাদের এখানে অর্কদীপ ও গাইল, সকলের গান ই খুব সুন্দর লাগল

  • @amitnath5571
    @amitnath5571 2 ปีที่แล้ว

    Jomaiso kaka ... Bihan bela ... Oi ador koira amio akhn thika dakun kaha

  • @apshoramollick1347
    @apshoramollick1347 3 ปีที่แล้ว +7

    মকর সংক্রান্তির দিন আমার মা-কে গানটা শুনিয়েছিলাম..
    সেদিন দেখি আমার মা পিঠাপুলির গান গুনগুন করছে!!

  • @tech_dotcom
    @tech_dotcom 2 ปีที่แล้ว

    খুবই ভালো লাগলো

  • @mubarokhossennirob3619
    @mubarokhossennirob3619 4 ปีที่แล้ว +5

    জলের গানের, প্রতিটি গান আমার হৃদয় ছুয়ে যায়। যে গানের নেশায় আমি আসক্ত। আমি মাতাল ও উন্মাদ। লাভ ইউ জলের গান।💖💖💖💗💗💗💟💟💓💓

  • @mdsaidurrahman2699
    @mdsaidurrahman2699 4 ปีที่แล้ว

    অসাধারণ। ভালো লাগলো

  • @exploringbharat1947
    @exploringbharat1947 3 ปีที่แล้ว +9

    বাংলাদেশের সাথে নারীর টান না থাকলেও, এখানকার লোকসংগীত সত্যিই মন ছুয়ে যায়। ঢাকা ফোক ফেস্টিভ্যাল এর ব্যাতিক্রমী সঙ্গীত থেকে শুরু করে চাটগাঁইয়া গানের মিষ্টি ভাষা, আর এখন এই "জলের গান" এর এই ধরনের মাটির গান সত্যিই নাগরিক কোলাহল থেকে সত্যিই মনের আরাম প্রদান করে।

  • @surajit0005
    @surajit0005 2 ปีที่แล้ว

    Kalyani te Tomader ai gan ta sune sotti ami tomader fan hoyegechi. Mind blowing

  • @totansarkar9416
    @totansarkar9416 4 ปีที่แล้ว +541

    এত সুন্দর দেশ বাংলাদেশ বাংলায় কথা বলি অথচ বাংলাদেশের যাওয়ার জন্য এত বেড়াজাল আমার সাধ্যের মধ্যে থাকলে ভিসা পাসপোর্ট এর দেওয়াল ভেঙে ফেলতাম

    • @livedk93
      @livedk93 3 ปีที่แล้ว +29

      নবাব সিরাজুদ্দৌলার সেই বাংলা ফিরিয়ে আনুন পারলে.... তবেই হোক জোরদার বাংলা৷

    • @shadmanalrashid9067
      @shadmanalrashid9067 3 ปีที่แล้ว +5

      ভালোবাসা রইলো ♥️♥️♥️

    • @abutaher4695
      @abutaher4695 3 ปีที่แล้ว +5

      চেস্টা করুন

    • @arkabratagupta8761
      @arkabratagupta8761 3 ปีที่แล้ว +5

      আহা .. মনের কথা বললেন।

    • @Liberation71to24
      @Liberation71to24 3 ปีที่แล้ว +6

      Banglar manushder visa keno. Manina manbona

  • @azizajahantara2283
    @azizajahantara2283 2 ปีที่แล้ว +2

    আহা!
    কি সুন্দর 🥺
    যেন গানের মরুভূমিতে বৃষ্টির একফোটা শীতল পরশ🌧️

  • @Golpo846
    @Golpo846 2 ปีที่แล้ว +3

    ময়মনসিংহ 💕❤️❤️❤️

  • @MrManikdebnath
    @MrManikdebnath 2 ปีที่แล้ว +2

    How many times I have seen this song, I don't know. It's uncountable. Evrytime watching, feeling just first time seeing. Excellent. Gaan ta Mon ta bharuiye dei.

  • @rxhridoy9858
    @rxhridoy9858 ปีที่แล้ว +3

    কমেন্ট সকল ভারতীয় ভাইরা ভালোবাসা নিবেন। আসলে আপনারা আমাদের গান ঐতিহ্য সংস্কৃতি ভাষা মাটি মানুষদের এত সম্মান দিয়ে সত্যি ভিষণ ভালো লাগে।
    প্রতিটি ভারতীয় মানুষ কে আমার জন্মভূমি বাংলাদেশে ঘুরে যাওয়ার আহবান করছি।

  • @nirupomray96
    @nirupomray96 3 ปีที่แล้ว +1

    গরমের বিহান বেলায় শীতের পরশ পেলাম, ধন্যবাদ জলের গান।

  • @bablyspassion6747
    @bablyspassion6747 3 ปีที่แล้ว +4

    অনবদ্য একটা গান শুনলাম।।। আমাদের প্রজন্মের জন্য এটা একটি অসাধারণ উপহার।।আজ মকড় সংক্রান্তি, পৌষ মাসের শেষ দিন।।আজকের দিনে এমন গান দারুন।।।আর গানের সুর, কথা, বাদ্য,ভাব ভঙ্গি, বাচনভঙ্গি এক কথায় অতুলনীয়, ❤❤❤❤❤❤

  • @RubelHossain-et4bf
    @RubelHossain-et4bf 2 ปีที่แล้ว

    Oidin Live shunlam ei ProthomJoler Gaan brand k.....shotti apnara amader desh er gorbo💖

  • @jubairahmed7833
    @jubairahmed7833 5 ปีที่แล้ว +13

    আইডিয়াল কলেজের একজন স্টুডেন্ট হয়ে বলছি,
    খুব ভালো লেগেছিল আপনদের পিঠা পুলি গান দিয়ে শুরু করা আর ধন ধান্যে পুষ্পে ভরা গান দিয়ে শেষ করা ।।
    আপনাদের দ্বারাই আসল দেশপ্রেম বুঝায়😊

  • @spikerajuraj8972
    @spikerajuraj8972 4 ปีที่แล้ว +2

    💖বিহান বেলা লাগে ভালো পিঠাপুলি খাইতে💖রংপুর থেকে শুনলাম খুব ভালো লাগছে,,,,,👉NEXT ভিডিও এর অপেক্ষায় আছি💖

  • @CommerceBengal
    @CommerceBengal 5 ปีที่แล้ว +6

    সংস্কৃত ভাষায় বিহান শব্দের অর্থ ভোরবেলা। রবীন্দ্রনাথের কিছু কবিতাতেও বিহান শব্দটা পেয়েছি। সম্ভবত বিইন্নেবেলার উৎপত্তিও এই শব্দ থেকেই। জলের গান অনেক অনেক ভালোবাসা কলকাতা থেকে💝💝💝আমি ভীষণ ভালোবাসি আপনাদের গান শুনতে।

  • @parthostudio6153
    @parthostudio6153 3 ปีที่แล้ว

    অনেক সুন্দর হয়েছে ...

  • @আবাবিলপাখি-গ২ণ
    @আবাবিলপাখি-গ২ণ 3 ปีที่แล้ว +20

    দিদিকে অনেক অনেক ভালবাসা। উনি এতো সুন্দর করে নাচ করলেন, সেই ছোট বেলার কথা মনে পরে গেল। যখন গ্রামের বধূরা এই ভাবে স্নান করে, কাপড় শুকাতে দিতেন।🥰🥰🥰

  • @minakshnihalder5183
    @minakshnihalder5183 5 ปีที่แล้ว

    Just superb... kono koyha hobe na.....

  • @arkabratagupta8761
    @arkabratagupta8761 3 ปีที่แล้ว +6

    কাল ফেসবুকের একটা পোস্টে একটা গান শুনে সেটা খুজতে এসে এই ব্যান্ড এর কথা জানতে পারলাম । আহা তারপর আজ সারা দুপুর কেটে গেলো আপনাদের গান শুনে। অসাধারণ . . অনেক ভালোবাসা। ..
    ৪/১১/২০২১

  • @subhramukhopadhyay8378
    @subhramukhopadhyay8378 3 ปีที่แล้ว

    Ei gaan gulo shunte shunte nijer jibon sarthok hocche bole mone hocche,ki je valo lagche bolay bojhate parbona,sadhu sadhu ❤️❤️❤️

  • @prakashghose3310
    @prakashghose3310 4 ปีที่แล้ว +3

    জলের গান অসাধারন শুনলে মনটা ফ্রেশ হয়ে যাই।

  • @mdsham340
    @mdsham340 2 ปีที่แล้ว

    আমাদের ঠাকুরগাঁও এ সকাল বেলা এ কে বিহান বেলা বলে😊

  • @RadioMELA24
    @RadioMELA24 2 ปีที่แล้ว +9

    আমাদের বাঙলা পিঠার উৎসবে 🍃 প্রাণের মেলায় এ এক অন্যরকম অনুভূতি নিয়ে এলো "জলের গান"।।
    অসাধারণ! 🌺 প্রাণ ভরা শ্রদ্ধা ও ভালোবাসা রইলো আপনাদের জন্য 🌼🌺🌻

  • @joydipchoudhury3227
    @joydipchoudhury3227 4 ปีที่แล้ว +20

    ভারত থেকে বলছি আপনাদের অনেক ভালবাসা

    • @jolergaan
      @jolergaan  4 ปีที่แล้ว +1

      আপনাকে অনেক ভালোবাসা 😍

  • @jahangir4926
    @jahangir4926 3 ปีที่แล้ว +1

    অসাধারন ভাইয়া

  • @ashokebagchi7709
    @ashokebagchi7709 3 ปีที่แล้ว +24

    This is the spirit of the Bengalis,epar opar, culture is the same. Heartful of love. ❤️❤️

  • @shamimahossainshammi1360
    @shamimahossainshammi1360 ปีที่แล้ว +1

    আমাদের রংপুরেও সকাল বেলাকে বিহান বেলা বলে❤️

  • @bappipaul5491
    @bappipaul5491 5 ปีที่แล้ว +14

    মাটির গন্ধ আছে প্রান ভরা জলের গানে,,, ভালবাসি জলের গান, ভালবাসা রইল রাহুল দার প্রতি,,, ভালবাসা রইল জলের গান এর সকল সদস্যদের প্রতি,,,,,,,,❤

  • @prakashghosh8988
    @prakashghosh8988 2 ปีที่แล้ว +1

    Yes thanks so much for song and it's very very good unique

  • @monishbiswas5729
    @monishbiswas5729 5 ปีที่แล้ว +4

    ভালোলাগার আরেক নাম 'জলের গান'! অসাধারণ কথা, সুর এবং গায়কীভঙ্গী ❤

  • @prasadkotekar3541
    @prasadkotekar3541 6 หลายเดือนก่อน +1

    Great voice. Liked it, albeit could not understand a bit.