সুখ দুঃখের ভোগ মন আর শরীর দ্বারা ই উপলব্ধ। নিজেকে সাধনার দ্বারা মন ও শরীরের উর্ধ্বে তুলতে পারলে, সুখ দুঃখের পারে যাওয়া যায়। বাস্তবিক অর্থে আমরা শরীর ও নই মন ও নই। বিচার করলে সেটা বোঝা যায়। স্বামীজি সেই জ্ঞান আমাদের দিচ্ছেন। সাধন ব্যতীত এই জ্ঞানের উপলব্ধি সম্ভব নয়। জীবনে যথার্থ অনুভব সাধন সাপেক্ষ। বিচার, শাস্ত্র পাঠ বা সাধুসঙ্গ, মহারাজের প্রবচন ধারণা জন্মাতে সাহায্য করে। এরপর সাধন প্রয়োজন।
আমি শরীর ও মন নই কিন্তু সুখ দুঃখের ভোগ তো আমাকেই করতে হয়।
সুখ দুঃখের ভোগ মন আর শরীর দ্বারা ই উপলব্ধ। নিজেকে সাধনার দ্বারা মন ও শরীরের উর্ধ্বে তুলতে পারলে, সুখ দুঃখের পারে যাওয়া যায়। বাস্তবিক অর্থে আমরা শরীর ও নই মন ও নই। বিচার করলে সেটা বোঝা যায়। স্বামীজি সেই জ্ঞান আমাদের দিচ্ছেন। সাধন ব্যতীত এই জ্ঞানের উপলব্ধি সম্ভব নয়। জীবনে যথার্থ অনুভব সাধন সাপেক্ষ। বিচার, শাস্ত্র পাঠ বা সাধুসঙ্গ, মহারাজের প্রবচন ধারণা জন্মাতে সাহায্য করে। এরপর সাধন প্রয়োজন।