রাত সাড়ে ৩টা থেকে লাইন, আধা ঘণ্টায় শেষ ৪০ কেজি পোলাও-মাংস! মানিক চান যেন একটা ম্যাজিক! Khai-dai

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 20 ส.ค. 2024
  • মানিক চান এর পোলাও
    এই খাবার পাবেন ফজরের আজানের পর আধা ঘণ্টা! ২০২০ সালে ওখানে আমরা গিয়েছিলাম অনেকটা হিডেন জেম আবিষ্কারের মতোই। মানিক চান সাহেবের পোলাও খেয়ে স্বাদে আচ্ছ্বন্ন হয়েছিলাম। এবার যাওয়া অনেকটা পরখ করার মতোই। সেই স্বাদ কি এখনও আছে?
    শুক্রবার ছাড়া বাকি ছয়দিন খোলা। এবং এই ছয়দিন ছয় রকম মেন্যু!
    Address: দ্বিগু বাবু লেন, মিটফোর্ড রোড, বিসমিল্লাহ টাওয়ারের পাশের গলিতে।
    Google Map Link: goo.gl/maps/dB...
    Phone: 01990810203
    Facebook Page: / manikchanpolao
    1st show of Manik Chan: • ঢাকার তৃতীয় প্রাচীন পো...
    For any kinds of contact to us: khaledsaifullah.email@gmail.com
    Like us on Facebook:
    / khaidaibd
    Join our Facebook Group
    / khaidaibd
    Please Subscribe for more Videos:
    / khaidaicombd
    Bangladesh might be a small country, but it has wide variety of foods in different regions. khai-dai.com solely focuses on exploring the different cuisines around Bangladesh.
    Join us on adventures discovering off-beat destinations around the country while trying to eat everything in site! You’ll find street food videos, restaurant reviews as well as essence of local Bengali cuisines.
    We live to eat, and we know you do too! We love eating street foods and culinary treats while learning about the different cultures!
    New videos are posted every week, so make sure to subscribe so you don't miss a video.
    #KhaiDai
    #FoodReview
    #MeghnaTV
    #FoodVlog

ความคิดเห็น • 406

  • @sadaafbinasif5042
    @sadaafbinasif5042 2 ปีที่แล้ว +103

    আফসোস আমরা খাওয়ার জন্য কতটা পরিশ্রম করে রাত 3 টা থেকে ঘন্টার পর ঘন্টা লাইন ধরে দাঁড়িয়ে থাকতে পারি কিন্তু ফজরের নামাজের জন্য আমারা ৫টা মিনিট সময় বের করতে পারি না। অথচ সেই সময় টা আমাদের জন্য সবচেয়ে ইনপরটেন্ট, নতুন একটা দিন শুরু হওয়ার প্রথম সালাত ফরজের নামাজ। কিন্তু আমরা সময় টা পার করছি খেয়ে, তাও আবার দাড়িয়ে।

    • @wasimakramwasi7574
      @wasimakramwasi7574 ปีที่แล้ว +2

      রাইট ভাই আমার

    • @user-wb8vl8li8z
      @user-wb8vl8li8z 5 หลายเดือนก่อน

      o nije namaj pore naki 5 wakt jiggesh koronto​@@wasimakramwasi7574

    • @user-wb8vl8li8z
      @user-wb8vl8li8z 5 หลายเดือนก่อน

      ​@@wasimakramwasi7574 khawa ta ki kharap naki?

  • @Ashik_Bangladesh
    @Ashik_Bangladesh 2 ปีที่แล้ว +84

    রাতের বেলায় সাবধানে যাওয়ার ব্যাপারে সচেতন করলেন এই জিনিসটা খুব ভালো লাগলো।
    লাভ ইউ!

  • @sagirahammad5783
    @sagirahammad5783 2 ปีที่แล้ว +22

    আব্বু মানিক চাচার ভালো বন্ধু ছিলেন।রোজ এক পেকেট মানিক চাচা নিজেই রেখে দিতে বাবার জন্য। আর আমাদের ঘরে নতুন জামাই বা স্পেশাল মেহমান আসলে বোল করে আনা হয়।

  • @jyovas
    @jyovas 2 ปีที่แล้ว +161

    Lucky me and my other 2 friends...
    এক প্লেটে ৩জন খাচ্ছি ❤️

    • @KHAIDAICOMBD
      @KHAIDAICOMBD  2 ปีที่แล้ว +17

      হাহা, হার্ডলাক ম্যান :)

    • @jyovas
      @jyovas 2 ปีที่แล้ว +21

      And obviously lucky for getting chance to meet my favourite food vlogger ❤️

    • @rajguru2118
      @rajguru2118 ปีที่แล้ว +4

      তুই অনেক মোটা হইসস।আমি হঠাৎ তোরে দেখে ভিমরি খাইসি মাস্টরদা

  • @ExploreWithSayem
    @ExploreWithSayem 2 ปีที่แล้ว +33

    আম্মুকে সাথে নিয়ে ভিডিও টা দেখলাম,খাবার না পেয়ে ঘুরে এসেছি শুনে হাসলো আম্মু অনেক্ষণ। হাসি আরো বাড়লো এটা শুনে যে আমি এর আগেরবার টোকেন নিতে পেরেছিলাম। আম্মুকে সাথে নিয়ে এই হাসার মুহূর্ত গিফট করায় ধন্যবাদ ভাই। আপনার মতন হাম্বেল মানুষ খুব কম দেখেছি, সেদিন ভোরে কথা বলেও খুব মুগ্ধ হয়েছি। ভালো থাকুন সুস্থ থাকুন এভাবেই হাসতে আর হাসাতে থাকুন, মন থেকে অনেক দোয়া রইলো ভাই।
    আল্লাহ বাঁচালে এভাবেই দেখা হবে আবারো ইনশাআল্লাহ ❤️

    • @Aurora_here
      @Aurora_here ปีที่แล้ว +2

      Nd i get one more channel to subscribe also through this volge 😊keep it up ! Best wishes!

  • @labonnoyousuf9203
    @labonnoyousuf9203 2 ปีที่แล้ว +394

    ঠিক এই খাবারটাই সকালবেলা মা যদি খেতে দেয় একটা ছেলেও খেতে বসবে না, 😂 আর এখানে সুন্দর লাইনের দাঁড়িয়ে খাচ্ছে

    • @KHAIDAICOMBD
      @KHAIDAICOMBD  2 ปีที่แล้ว +16

      Hahaha

    • @nafis3674
      @nafis3674 2 ปีที่แล้ว +3

      Epic

    • @smhontor
      @smhontor 2 ปีที่แล้ว +3

      🤣🤣🤣

    • @mrlogic873
      @mrlogic873 2 ปีที่แล้ว +5

      Are you sufferer 😁

    • @engr.sanjibmondal3474
      @engr.sanjibmondal3474 2 ปีที่แล้ว +11

      আমি কমেন্ট করবো বলে কমেন্ট বক্সে ঢুকে দেখি আমার মনের কথা লেখা!🧐
      তাই ২য় বার রিপিট করলাম না!🙄

  • @mahadihasan-ll7nx
    @mahadihasan-ll7nx 2 ปีที่แล้ว +19

    ভোর রাতে সবারই পেট খালি থাকে তখন যেটা খাবেন সেটাই ভাল লাগবে। আর হজম ক্রিয়াও ফাস্ট থাকে তাই হেভী বা রীচ ফুড খেলেও সমস্যা হবে না।

  • @banglakobitaprovonjon2555
    @banglakobitaprovonjon2555 2 ปีที่แล้ว +4

    সুবাহানআল্লাহ
    অসাধারণ উপস্থাপনা,
    চমৎকার সুস্বাদু , স্বাস্থ্যকর ও লোভনীয় খাবার
    মুগ্ধ হয়ে দেখলাম
    খুবই ভালো লাগলো
    শুভকামনা রইল সবসময়

  • @asaduzamanarman3043
    @asaduzamanarman3043 ปีที่แล้ว +3

    প্রথম রিভিউয়ের কিছুদিনপরই খেয়েছিলাম।আসলেই মজাদার।ফজরের সালাত আদায় করে খেয়েছিলাম।

  • @newmobilecenter2230
    @newmobilecenter2230 2 ปีที่แล้ว +22

    মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ ভালো লাগলো

  • @user-do5xg2uw1y
    @user-do5xg2uw1y 2 ปีที่แล้ว +1

    আপনার কন্ঠ আর উপস্থাপনা মাশাল্লাহ। আপনার ফুডব্লগ দেখি একমাত আপনার মিষ্টি মিষ্টি উপস্থাপনার জন্য।সত্যিই বলছি ভাইয়া,,, এত গুছানো বাচনভঙ্গি কিছুই বলার নাই।আমি জাস্ট ফিদাহ,,

  • @mahjeebeenaramanseereen3134
    @mahjeebeenaramanseereen3134 ปีที่แล้ว +4

    তিন বন্ধুর এমন খাবার খাওয়া দেখে খুব খুব ভালো লাগলো।

  • @eternalwebs9992
    @eternalwebs9992 2 ปีที่แล้ว +10

    Most talented and also underrated food reviewer…

  • @souravu5121
    @souravu5121 2 ปีที่แล้ว +2

    আরে ভাই এক-দুইদিন আগেই কমেন্ট করসিলাম আপনার আগের ভিডিওতে আর আজকেই দেখি টাইম লাইনে মানিক চানের নতুন ভিডিও। ধন্যবাদ ভাই আপনি সেরা...

  • @tahmidurrahman2558
    @tahmidurrahman2558 2 ปีที่แล้ว +6

    এই চ্যানেল টা কেন যে বাড়ে না বুঝেই পাই না।
    এত অসাধারণ রিভিউ।

    • @tahamidzaman6915
      @tahamidzaman6915 2 ปีที่แล้ว +3

      সবাই ভাল জিনিস চিনেনা,মানুষ শুধু মিথ্যা আর চাকচিক্য খোজে।

    • @BristyySarkhel
      @BristyySarkhel 2 ปีที่แล้ว

      আমি ইউটুবে গান শুনাই সবাই শুনো,ভালো লাগলে দয়ায়া করে এই বোনের চেনলেরর সদস্য হওও,২০০০+ সদস্য্য হলো,from barisal🇧🇩👌💕

  • @kazimdashik2668
    @kazimdashik2668 ปีที่แล้ว +4

    অসম্ভব চমৎকার রান্না ও উনাদের ব্যাবহার 🥰🥰

  • @mdalamgirhosen6393
    @mdalamgirhosen6393 2 ปีที่แล้ว +6

    এমন ফুড রিভিউয়ার বাংলাদেশ এ খুব কম এর পরেও উনার চ্যানেলে সাবস্ক্রাইবার এত কম 😍
    আহারে!!!!

  • @golamakberzahirulislam2821
    @golamakberzahirulislam2821 หลายเดือนก่อน

    প্রথমে ভাবছিলাম ফজর নামাজ বাদ দিয়ে মানুষ পোলাও খাচ্ছে।
    নামাজ আদায়ের ব্যবস্থা করা আছে শুনে চোখে পানি চলে আসলো। অনেক দু'আ রইলো।

  • @alamjamilul3977
    @alamjamilul3977 2 ปีที่แล้ว +9

    ফজর নামাজের পরে একটা সময় থাকে তখন যেই কাজ করুন করেন না কেন সে কাজেই রহমত বর্ষিত হবে, আরব দেশে এর প্রচলন অনেকদিন আগে থেকে

  • @shamsunnahar3782
    @shamsunnahar3782 2 ปีที่แล้ว +2

    Bhai tumar video dekhe ami U.S.A theke deshe jeye abar kheye aschi r Manik chacha k tumar kotha bolsi amake bolse tumake abar pele free khaoyabe.darun moza khabarta thanks tumake onek onek

  • @syedakabir6774
    @syedakabir6774 2 ปีที่แล้ว +22

    Can you consider publishing a list of the food places you reviewed with your ratings? It will be helpful for us to quickly get some good information and then go to the videos and watch them. Also, it will help to visit these places as per your suggestions. Please also provide links to the videos beside your ratings. You can then provide a link to this document or find a way to share it with your videos, each time updating with your new findings. Hope you can consider this request.

  • @munnaahmed8458
    @munnaahmed8458 2 ปีที่แล้ว +12

    Via love u ❣️❣️
    Really you r the best food reviewer 😊
    U really change the life of Manik mama
    For making the video
    আপ্নারে দেইখা উনি জেই হাসি ta দেছে তা দাইখা e ভাল লাগ্লো 😊😊❣️

  • @sakeefmahboobbinahsan1534
    @sakeefmahboobbinahsan1534 2 ปีที่แล้ว +7

    Khaled saifullah bhai is indeed one of the best food bloggers of south east asia.

  • @maidulislam1039
    @maidulislam1039 ปีที่แล้ว +9

    নিজের বাসায় মোটামুটি রান্না করে ওই সময়ে গরম পোলাও - রোস্ট খাবেন, দিনের অন্য সময়ের চেয়ে বেশি ভালো লাগবে।

  • @sunnykhan2845
    @sunnykhan2845 2 ปีที่แล้ว +5

    এরচেয়ে ও বেশি মজা আমার আম্মার হাতের রান্না করা পোলাও, বিরিয়ানি কিংবা কাচ্ছি। হায়রে মানুষ 🙄 আমরা ঢাকাইয়া রা ভাজ্ঞ্যবান। কাউকে ছোটো করে বলছিনা, ভাই এতো কষ্ট না করে মায়ের হাতের রান্না খান আর কিছু না হোক পরম মমতা মাখানো খাবার হবে ১০০%

  • @kazinurbd
    @kazinurbd 2 ปีที่แล้ว +15

    খাই দাই টিম কে ধন্যবাদ।
    বিগত ২ বছর যাবৎ আমি খাচ্ছি ৫ বার গিয়েসিলাম এর মধ্যে ২ বার খালি পেটে ফেরত আসতে হয়েছে। 😞
    খাবার টা আসলেও অসাধারণ ১০০/১০০ ❤️

  • @abhiaf4533
    @abhiaf4533 2 ปีที่แล้ว +3

    ভাইয়া সাড়ে ৩ টা বেশী বলে ফেলছেন। আমি নিজেই কিছুদিন আগে ৫ টা ৩০ এ যাইয়া পাইছি👌

  • @nogodbikas5639
    @nogodbikas5639 2 ปีที่แล้ว +4

    খাচ্ছি তো খাচ্ছি।চখম সেই level

  • @maftahurrashidazmi8414
    @maftahurrashidazmi8414 2 ปีที่แล้ว +7

    সবই ঠিক আছে কিন্তু কথা হল আমার মত মানুষগুলোর কি হবে?? থাকি মিরপুর এই মাঝরাতে কিভাবে যাবো?? মনের দুঃখে শুধু আপনাদের ভিডিও দেখেই যাব

  • @JoyAmin666
    @JoyAmin666 2 ปีที่แล้ว +3

    aikhane eshe khawa pawar only hope holo 3 45 a uber niye rouna deya, line deya eshe ar token neya, ami 5 ta peyechilam, 1 ta kheyechi, 4 ta parcel, but gorome boshe gheme gesi, ai khawa winter a best hobe, khawa asholei bhalo. cng or rikshay asha risky, shobai shabdhane jaben.

  • @khorshedalam28
    @khorshedalam28 2 ปีที่แล้ว +3

    পৃথিবীর কোথাও এমন আছে কিনা আমার জানা নাই ভোর থেকে খাবারের জন্য লাইন ধরে মানুষ এই সময় নামাজ পড়ে আল্লাহর ইবাদত করে

  • @zakariajabir1138
    @zakariajabir1138 ปีที่แล้ว +2

    খালেদ ভাই যেহেতু বলেছে খাবারটা অবশ্যই ভালো তবে আমার মনে হয় এখানে ক্ষুধার তীব্রতার একটা ব্যাপার আছে। যেহেতু সারারাত জেগে থাকলে ভোর বেলা এমনিতেই ক্ষুধা বেড়ে যায় সেহেতু খাবারটা আরো বেশি স্বাদ লাগে

  • @Leo-jp1ky
    @Leo-jp1ky 2 ปีที่แล้ว +8

    ধন্যবাদ খালেদ সাইফুল্লাহ ভাই। আমি নিজেই আপনাকে বলতাম যে, মানিক চান আবার রিভিউ করেন। কিন্তু করেই ফেললেন🥰🥰

  • @rajmolla898
    @rajmolla898 2 ปีที่แล้ว +5

    ভাই সাত দিনের সব গুলা পর্ব দেখতে চাই

  • @kobirajim4047
    @kobirajim4047 2 ปีที่แล้ว +4

    কার+বাইকের ঘটনা তুলে ধরার জন্য ধন্যবাদ,,
    এতে অনেকে সাবধান হবে।

  • @khaledhussain5121
    @khaledhussain5121 2 ปีที่แล้ว +1

    Apnr blog dkhe Ami December 2021 giyechilam
    Onk balo kabar onk miss kri
    Khaled New york

  • @Rabiul365
    @Rabiul365 2 ปีที่แล้ว +3

    আপনার কথা শুনে ভোর পাঁচটায় গিয়েছিলাম দেখি খাবার নাই। খুব কষ্ট পাইছিলাম। সারা রাত জাগার পর যদি খবর না পাই কেমন লাগে বলেন।

  • @sabinaenayet4532
    @sabinaenayet4532 2 ปีที่แล้ว +21

    ছেলেদের কত মজা যখন খুশি তখন গিয়ে খেতে পারে 🤤

    • @abdulahad0
      @abdulahad0 2 ปีที่แล้ว +6

      বাপ-ভাই পাঠিয়ে পার্সেল আনতে পারেন

    • @ekranhosen8059
      @ekranhosen8059 2 ปีที่แล้ว +1

      @@abdulahad0 আমি তোমাকে খাওয়াবো ঠিক আছে

    • @mdfahimulhossain6675
      @mdfahimulhossain6675 2 ปีที่แล้ว +3

      তুমি ছদ্মবেশ ধরে ছেলে হয়ে যাও তাহলে তুমি ও পেট মেরি খেতে পারবে যখন তখন 😁😁😄

    • @agarahatul3777
      @agarahatul3777 2 ปีที่แล้ว +2

      @@mdfahimulhossain6675 sobaire ki tor ammar moro mone korchoc???

    • @mdfahimulhossain6675
      @mdfahimulhossain6675 2 ปีที่แล้ว

      @@agarahatul3777তুই আসলে একটা বলদা

  • @lalumiagaming
    @lalumiagaming 2 ปีที่แล้ว +3

    ফুড ভ্লোগাররা গিয়েছে বলে কাকার দোকান ভালোই চলছে,কিন্তু আমরা এখন এলাকার ছেলে হয়েই ভাগে পাই না😂

  • @KhodriTv
    @KhodriTv 2 ปีที่แล้ว +3

    হঠাৎ ভিডিওতে লাখের উপর ভিউ দেখে ভালো লাগছে 🥰

  • @sharifsaifaz387
    @sharifsaifaz387 2 ปีที่แล้ว +1

    Khoka valo acho? Khabar chibanor somoy tomar mukher modde je sound ta hoche ta sune khabarer test te kichuta buja jache. Nice presentation evabai chalie jaw.

  • @jannatkitchenandvloog
    @jannatkitchenandvloog 2 ปีที่แล้ว +5

    মাশাআল্লাহ অনেক ভালো লাগলো পাশে থেকো। ❤️❤️👍

  • @nothingmatterelse
    @nothingmatterelse 2 ปีที่แล้ว +8

    মানিক চাঁনের পোলাওয়ের এত হাইপ উঠে খাই-দাই.কমের ভিডিও করার পরে

  • @muntasir7709
    @muntasir7709 2 ปีที่แล้ว +2

    কোন দিন কোনটা পাওয়া যায় জানালে খুব উপকৃত হতাম....

  • @Jannatulferdousnusrat_
    @Jannatulferdousnusrat_ 2 ปีที่แล้ว +10

    উনার একটা দোকান দেওয়া উচিত!👀

    • @sahajibrahmanshakil3981
      @sahajibrahmanshakil3981 2 ปีที่แล้ว +1

      Bolechilam onak, uni onar craze ta evabe e dhore rakhte chan.

    • @mostofajamal1706
      @mostofajamal1706 2 ปีที่แล้ว +4

      দোকান দিলে দখবেন খাবার দাম অনেক বেরে গিয়েছে। কারণ দোকান ভারা,

  • @anjummariashow3263
    @anjummariashow3263 2 ปีที่แล้ว +5

    সারারাত গাজা খেয়ে সকালে গুমাতে যাওয়ার আগে এটা খেলে খুব ভালো লাগবে।

  • @enayetrashid9566
    @enayetrashid9566 2 ปีที่แล้ว +3

    Superb Vai. One of the best episode that you have done

  • @hanifnur.univers
    @hanifnur.univers ปีที่แล้ว +1

    ভাইয়া, মানিকচাঁনকে সবার সাথে ইন্ট্রোডিউস করার সব ক্রেডিট আপনার। উনাকে নিয়ে আপনি সবার প্রথমে ভ্লগ করসেন!
    ভাইয়া উনারই বন্ধু মানুষ নাসির সাহেব যার বংশাল এ বিরিয়ানির দোকান আছে। নাসির বিরিয়ানিতে একদিন আসেন। উনার খাবারের টেস্ট বেশ ভালো যদি বেচারা মাত্র কয়েকমাস আগে স্ট্রোক করসেন। উনার দোকানে একদিন আসেন প্লিজ।

  • @shahnewazkhan478
    @shahnewazkhan478 2 ปีที่แล้ว +4

    The food artist rocks again!

  • @natureandfoodbd5798
    @natureandfoodbd5798 2 ปีที่แล้ว +4

    আলহামদুলিল্লাহ 😊

  • @orthohinbiplob4288
    @orthohinbiplob4288 2 ปีที่แล้ว +1

    Ashe pashe ki kono khabar hotel khola thake jekhane wait kora jabe family niye jete cacchi.. eto raat e gele risk hoye jay... Tai 12 tar moddhe okhane thakbo 2-3 ghonta wait korbo...plz janaben...

  • @fahmidtaufiq
    @fahmidtaufiq 2 ปีที่แล้ว +1

    ইনশাআল্লাহ শিগগিরী যাব
    অন্য ইটেম এর ও ভিডিও কইরেন খালেদ ভাই

  • @atikurkhin4305
    @atikurkhin4305 2 ปีที่แล้ว +5

    এই মানিকচলের পোলাও খাওয়ার থেকে বাসায় আম্মার হাতের পোলা অনেক ভালো কেননা অনেক কষ্ট করে যাওয়ার পরও মাঝেমধ্যে পাওয়া যায় না

  • @captainmasud3289
    @captainmasud3289 2 ปีที่แล้ว +2

    যে জিনিষ সহজে পাওয়া যায়, সে জিনিসের কদর কম, মা সন্তানদেরকে ওই খাবার দিলে সকালবেলা কেউ উঠে খাবার খাবে না, কারণ মায়ের হাতে খাবার টাতো খুব ইজি পাচ্ছে, কিন্তু যা চান মিয়ার খাবার এভরিডে খাইলে বোঝা যাবে না কয়দিন পরেই, শরীরের কি অবস্থা হয়।

  • @yasinarafat1996
    @yasinarafat1996 2 ปีที่แล้ว +2

    We used to have it as breakfast every Thursday..!!Abbu niye asto amra shobay eksathe khaitam..!!Amr elaka onekdin por dekhlam..!!Thanks brother abroad thaki ekhon but apni nostalgic kore dilen🥹😊

  • @sadiaafrin847
    @sadiaafrin847 2 ปีที่แล้ว +3

    বিভাকর স্যার 😍

  • @Akash-gw4ig
    @Akash-gw4ig 2 ปีที่แล้ว +3

    আমার যারা একটু দুরে আছি তারা তো এই সাদ পাবনা। একটা রেস্টুরেন্টে হলে সবাই এই সাদ পেতপারে। আপনি একটু রিকোয়েস্ট করতে পারেন। আপনার আনেক বড় ফেন আমি।

  • @ArifHossain-fw7od
    @ArifHossain-fw7od 2 ปีที่แล้ว +4

    ভাই উনাকে বলেন সারাদিন বিক্রি করতে তাহলে আমরা খেতে পারব।

  • @leenaparmar1824
    @leenaparmar1824 2 ปีที่แล้ว +1

    Excellent... information...Great...

  • @nahidkamal3934
    @nahidkamal3934 2 ปีที่แล้ว +1

    Best food blogger in town

  • @neptunechakma7549
    @neptunechakma7549 ปีที่แล้ว +2

    ভাই আপনার প্রেজেন্টেশন সত্যি অসাধারণ ।

  • @GaziM2020
    @GaziM2020 2 ปีที่แล้ว +1

    একটা সুন্দর রিভিউ আর যাত্রা পথের সাবধান বাণী র জন্য ধন্যবাদ।

  • @mustakahmed6225
    @mustakahmed6225 2 ปีที่แล้ว +3

    এত রাতে ঘুম বাদ দিয়ে শখ করে একমাত্র বাঙালীরাই মনে হয় খেতে পারে।

  • @mdiqbalhossain6286
    @mdiqbalhossain6286 2 ปีที่แล้ว +1

    Onek khaichi khub Valo. Amar friend er Babar dokan. Ak e alakay.

  • @mahirahman8891
    @mahirahman8891 2 ปีที่แล้ว +1

    Best food reviewer ❤️
    But bhai chul ta katen plz 🤣

  • @md.rafidmostafa9281
    @md.rafidmostafa9281 2 ปีที่แล้ว +3

    Quality content

  • @mdshojol1738
    @mdshojol1738 ปีที่แล้ว +2

    খাবারটা ভালোই কিন্তু আগের মতন পুরা হানডেট পারসেন নাই, আগে চাউল একটু ঝরঝরে ছিল এখন নাই, এটা যদি একটু দিনে ব্যবস্থা করা যেত তাহলে সব সময় খেতে পারতাম

  • @md.zahidkabir8986
    @md.zahidkabir8986 2 ปีที่แล้ว +4

    ক্যামেরায় যিনি ছিলেন উনার জন্যে কি খাবার পেয়েছিলেন!! সত্যি করে বলবেন।🤗

  • @khadijarahman2415
    @khadijarahman2415 2 ปีที่แล้ว +2

    খালেদ ভাই,আপনি জিনিয়াস❤️

  • @turjoanindya3185
    @turjoanindya3185 2 ปีที่แล้ว +4

    The timing of dispensing the food might be anomalous but such avidity for savouring food in the most unlikely time can only be found and seen in Bangladesh.

    • @maxziactg9756
      @maxziactg9756 2 ปีที่แล้ว +1

      Nope...Please see that other country people are how much passionate for food...

    • @yourdaddy8934
      @yourdaddy8934 ปีที่แล้ว +1

      bro dont get me wrong but are u preparing for IELTS !? 👀🤪

  • @md.mazharulislamarafath224
    @md.mazharulislamarafath224 2 ปีที่แล้ว +3

    অসাধারণ আপনার উপস্থাপনা 😊🥰🥰

  • @mdmasudmia9968
    @mdmasudmia9968 ปีที่แล้ว

    ভাই আপনার সত্য কথা আমার খুব ভালো লাগে।

  • @HABIBURRAHMAN-on7wc
    @HABIBURRAHMAN-on7wc 2 ปีที่แล้ว +1

    ভাই এটা কোন জায়গার দেশটা কি আমাকে দেওয়া যাবে এড্রেস প্লিজ

  • @naimhasnai3821
    @naimhasnai3821 2 ปีที่แล้ว +1

    হুজুগে বাংগালী

  • @amirahmed5905
    @amirahmed5905 2 ปีที่แล้ว +1

    apnader first review er por bhir onk besi bere gese,
    alakay aschiln, but ato bhor belay hoyto ghum ei thaktm,hehe

  • @sajeeeeed6350
    @sajeeeeed6350 ปีที่แล้ว +1

    ফাহিমের রিভিউর পর এইটা আবার দেখতে আসলাম। ফুড রিভিউয়ার আর স্পনসর রিভিউয়ার এর মধ্যকার পার্থক্য বুঝলাম😀

    • @luckyrafiq99
      @luckyrafiq99 ปีที่แล้ว

      ফাহিম তো টাকা নিয়ে রিভিউ দেয় । বুঝতে হবে ।

  • @abdullahkawser782
    @abdullahkawser782 2 ปีที่แล้ว +1

    ভাই এগুলা আর কত দেখাবেন জিভে জল এসে যাচ্ছে। ওনার নাম এতো শুনলাম আপনার মুখে ইচ্ছে করছে যেতে।

  • @mahabubislam2753
    @mahabubislam2753 2 ปีที่แล้ว +1

    আপনার ভিডিও দেখে একটা জিনিস শিখতে পারি ঢাকায় কে কি বিক্রি করে জানা যায় সহজে

  • @sjexploreryt8701
    @sjexploreryt8701 ปีที่แล้ว

    ভাই আপনার পার্ট ১ এবং পার্ট ২ দুইটাই দেখলাম ভাল লাগল

  • @sajonsstory171
    @sajonsstory171 2 ปีที่แล้ว +1

    হায় মাশা আল্লাহ

  • @aanaieem511
    @aanaieem511 2 ปีที่แล้ว +1

    Namazer jonno 10 min somoy nai
    R khower jonno Raat 3 ta theke line

  • @kamrozzaman5146
    @kamrozzaman5146 2 ปีที่แล้ว +8

    খালেদ ভাই মানিক চানের এই খাবার টার এতো হাইপ তুইলেন না। সত্যিই অতটা হাইপ তুলার খাবার নয়- গরম গরম খাবার জন্য আর মানুষের অতি আগ্রহ দেখানোর জন্য এতো নাম ডাক হয়ে যাচ্ছে। Truly nothing special!!! Please do not make people crazy!

  • @riaztitu5977
    @riaztitu5977 3 หลายเดือนก่อน

    বৃহস্পতিবার রাত বা শুক্রবার ভোররাতে কি বন্ধ থাকে? শুক্রবার জুমার নামাজ তাই?

  • @ahmedirfansamad
    @ahmedirfansamad 2 ปีที่แล้ว +1

    Bro, you are love 💕

  • @Rakhalbhai
    @Rakhalbhai 2 ปีที่แล้ว +1

    ভালো লাগল

  • @MdMehedi-yx4wl
    @MdMehedi-yx4wl 2 ปีที่แล้ว +1

    উওরা আসেন উওরা তে নতুন কিছু ভিডিও করুন বুফে ক্যাফে রিও বাদে

  • @masudaakter8879
    @masudaakter8879 ปีที่แล้ว +3

    আসলে খাবারের চেয়ে বড় টেকনিক হলো তাদের সময়টা বেছে নেয়া।এরকম সময়ে কোথাও কেউ পোলাও বিক্রি করেনা।সময়টা ই আসল ম্যাজিক।

    • @antidote271
      @antidote271 ปีที่แล้ว

      আরে ভাই আপনারা কিছুই জানেন না। এই মানিকের চান এর পোলাও ছিল আসলে ওখানকার ট্রাক ড্রাইভার দের জন্য। সারারাত টাক চালিয়ে সকালে উনারা খাবার খেতো। আর আপনারা কি বানাইছে এটারে, আপনাদের কারণে এখন দামটা বেশি আর খাবারের টেস্ট কমে গেছে 🤬🤬🤬

  • @smtubeofficial267
    @smtubeofficial267 2 ปีที่แล้ว +1

    কুমিল্লার মধ্যে বেস্ট গরুর মাংস খেতে চাইলে চলে আসুন কুমিল্লার লালমাইয়ের ওহাবের হোটেলে

  • @taehyungsqueen3987
    @taehyungsqueen3987 2 ปีที่แล้ว +1

    *Er age giyechilen tokhn buter Daal r mangsho chilo. Abar giyechen tar jnno thank u*

  • @mdyounus1074
    @mdyounus1074 2 ปีที่แล้ว +1

    ঠিক

  • @notexist3700
    @notexist3700 2 ปีที่แล้ว +1

    যে খাচ্ছে সে আমার sir বিভাকর sir 3 বন্ধু ছিল যেটা

  • @SHWAPNOBAJ
    @SHWAPNOBAJ 2 ปีที่แล้ว +1

    Tnx Khaled vai

  • @shotabdichakraborty3404
    @shotabdichakraborty3404 2 ปีที่แล้ว +1

    Waiting for the video

  • @farhadhossain122
    @farhadhossain122 ปีที่แล้ว

    আমি গতকাল আলদি বাজার গতকাল কমল ঘোষের মাঠা খেলাম আপনার ভিডিও দেখে।কিন্তু মাছি ভালোই ছিলো।

  • @azizmahmud5202
    @azizmahmud5202 2 ปีที่แล้ว +5

    আমার কেন জানি মনে হচ্ছে, এই দোকানের খাবার স্বপনে পাওয়া রেসিপিতে
    রান্না হয় বলে খেতে এত সুস্বাদু 😆😆🤣🤣😂😂, চট্টগ্রামের
    মোমিন রোডে অবস্থিত হোটেল দসতোগিরের গরুর নলা খাওয়ার জন্য
    ফজরের সালাতের পর থেকে লোকজন
    এভাবে লাইন দিয়ে থাকে, এখন দেখছি
    এখানে একই অবস্থা, সামান্য এসব
    জিনিস খাওয়ার জন্য এত কষ্ট করার
    কোন মানে হয়।

    • @maksudurrahman2835
      @maksudurrahman2835 2 ปีที่แล้ว +2

      মানে ত অবশ্যই আছে যদি খাবার টা আসলেই সুস্বাদু হয়। লাইনে দাঁড়িয়ে খুব ভোরে উঠে এসে খাওয়া যায়।

    • @azizmahmud5202
      @azizmahmud5202 2 ปีที่แล้ว

      @@maksudurrahman2835 চট্টগ্রামের ঐতিহ্যবাহী খাবার যেমন : ওরশের আখনি বিরিয়ানি, মেযবানি গোস্ত, কালাভূনা, নলা,
      চনার ডাল, সুগন্ধি চালের কাচ্চি বিরিয়ানি, মুরগির
      মোসললাম (চট্টগ্রামের ভাষায় দুরূস কুরা), এগুলি ছাড়াও আরও অনেক
      পদের মুখরোচক সুস্বাদু খাবার আছে
      যা কিনা লাইনে দাঁড়িয়ে খেতে হয়না, আবার আপনাদের ঢাকার খানাপিনা
      চট্টগ্রামের খাবারের কাছে কিছুই না,
      এসব খাবারের রেস্টুরেন্ট গুলো-এমএ আজিজ স্টেডিয়াম, চকবাজার কলেজ রোড, জিইসি মোড়, দুই নাম্বার গেট, মুরাদপুর, আগরাবাদ বাণিজ্যিক এলাকায়
      পাওয়া যায়, আবার বিশেষ করে চট্টগ্রামের বিয়ে বাড়ির
      খাবারের কথা যদি বলা হয় এর স্বাদের তুলনা অতুলনীয়, এইসব খাবারের রান্নার
      জন্য চট্টগ্রামে অনেক নামকরা বাবুরচি আছেন যাদেরকে কিনা বিদেশীরা এবং বিদেশে অবস্থানরত বাংলাদেশীরা
      তাদেরকে নিয়ে যায় বিভিন্ন অনুষ্ঠানে রান্নার জন্য,
      ভবিষ্যতে কোন দিন যদি চট্টগ্রামে আসেন
      তাহলে এইসব খাবারের স্বাদ নিয়ে সত্যতা যাচাই করার কথা ভুলবেন না, ধন্যবাদ।

    • @maksudurrahman2835
      @maksudurrahman2835 2 ปีที่แล้ว

      @@azizmahmud5202 ভাই প্রত্যেকটা জেলাতেই কিছু না কিছু এক্সেপশনাল খাবার থাকেই। সুতরাং খেয়েই যাচাই করতে হবে এমনটা ঠিক না। আপনাদের কথাতেই বিশ্বাস করতে হবেই।

    • @azizmahmud5202
      @azizmahmud5202 2 ปีที่แล้ว

      @@maksudurrahman2835যাচাই করা বা না করা সেটা আপনার একান্ত ব্যক্তিগত, আপনার জানা মতে অন্য জেলার খাবারে
      কি এমন বিশেষত্ব আছে যা দেশের গন্ডি
      পেরিয়ে বাইরের দেশে সমাদৃত ? কিন্তু এক্ষেত্রে চট্টগ্রামের খাবার দেশের সীমানা
      পেরিয়ে বাইরে অধিক জনপ্রিয়তা লাভ করেছে, যদি এতে কোন সন্দেহ হয় ভাল করে খোঁজ নিয়ে দেখতে পারেন এ বিষয়ে।

    • @maxziactg9756
      @maxziactg9756 2 ปีที่แล้ว

      Vai whatever you do in morning will have barakah,whatver you eat after morning prayer will surely will be tastiest food of the day.but at first you Have to see the morning light.i followed the lifestyle of new generation entrepreneurs and american scholars they all get up before the sunrise...

  • @mdsobayedalam1654
    @mdsobayedalam1654 2 ปีที่แล้ว +1

    Bhai Culinary buffet dhanmandi ar review please.

  • @Kathika
    @Kathika 2 ปีที่แล้ว

    হাজীর বিরিয়ানি, বিসমিল্লাহ কাবাব, বিউটি লাচ্ছি ইত্যাদি খাওয়ার পর আর ইচ্ছে নেই রিস্ক নেয়ার। তবে এটা মজার হতে পারে।

  • @mahfuzalam8561
    @mahfuzalam8561 ปีที่แล้ว

    বাংলাদেশ বলে কথা

  • @lovequran7215
    @lovequran7215 2 ปีที่แล้ว +2

    Ame akhon khabar ta dakhlam thik e but akhon amer khaite hobe panta vat🙂

  • @alltimemastiwithnoyonkhan1550
    @alltimemastiwithnoyonkhan1550 2 ปีที่แล้ว +1

    এই জায়গায় টা কোথায়???