সালাম নিবেন ভাই , যশোরে আপনাদের বেশ নাম-ডাক শুনলাম , আমার জানার ইচ্ছা আপনাদের নিজস্ব হ্যাচারির ব্রুড মাছের কতটুকু ওজনের ( রুই, কাতল )? কারন মা মাছ নাকি যতো বড়ো পোনা ততো উন্নতমানের হয় ,
সালাম ভাইয়া। আমরা চেষ্টা করি, যতোটা বড় ব্রুড মাছ সংগ্রহ করা যায় সাথে সাথে বয়স যেনো ২-৩ বছর এর বেশি না হয়, সাইজ: ৪-৫ কেজি, ৭-৮ কেজি মাছ আছে বেশ কিছু .…..সাথে থাকবেন । - ধন্যবাদ
@@balafisheries যাওয়ার শখ আছে যশোরে , সুদুর পার্বত্যজেলা খাগড়াছড়ি থেকে বলছি , এখানে পোনা মাছের দাম খুব বেশি , কেজি 30-35 পিস এই ধরনের রুই,মৃগেল,কার্পিও-মিনার এর দাম 300 এর উপরে 😑 আর গাস কার্প,কাতল তো 400 এর উপরে 😵
যাবো ভাই হয়তো এই সিজনে আর যাওয়া হবেনা , তবে আপনার নাম্বার নিয়ে রাখছি , আর ঠিকানাও লিখে রাখছি । গেলে অবশ্যই যোগাযোগ করবো , এখান থেকে পোনা কিনে আর চাষ করে লস হচ্ছেনা কিন্তু যেই লাভ হচ্ছে তা অত্যন্ত সীমিত , আর ভালো গুনগত মানের পোনা পাচ্ছি না , ভালো মানের পোনার জন্য কিছু টাকা বাড়তি দিতে দ্বিধাবোধ করি না কিন্তু তাও পাইনা । সময়মতো যোগাযোগ করবো ভাই ।
@@balafisheries হুম ভালো যায়গা থেকে রেনু নিছি সব গ্রেট সাইজ মাছ থেকে রেনু নিছি দেখে। তাও সময় লাগে বড় হতে। রাগ করিশ না ভাই আমি মাছ প্রেমিক তাই মাছ নিয়ে কিছু দেখলে ঠিক থাকতে পারি না
Help ful vdo.sub korlam.Thanks.
ধন্যবাদ দাদা
রুই, কাতলা, মৃগেল,গ্রাস , জাপানি মাছের রেণু বা ধানি পোনা এক পুকুরে বড় করা যাবে কি??
একটু ভালো ভাবে নার্সি করে নিতে হবে, আর আফা করে নিলে ভালো হয়
২০/২৫দিনের মাছ ৫/৬ এর পোনা বলতেছেন এই টা হইলো দাদা
ভাই আমি এখন তথা শিতের শুরুতে সরপুঁঠির ধানি পোনা ছাড়তে চাই। কোন সমস্যা হবে কিনা?
এখন সরপুটি চাষে দেবেন না। মরতে পারে
সালাম নিবেন ভাই ,
যশোরে আপনাদের বেশ নাম-ডাক শুনলাম ,
আমার জানার ইচ্ছা আপনাদের নিজস্ব হ্যাচারির ব্রুড মাছের কতটুকু ওজনের ( রুই, কাতল )? কারন মা মাছ নাকি যতো বড়ো পোনা ততো উন্নতমানের হয় ,
সালাম ভাইয়া। আমরা চেষ্টা করি, যতোটা বড় ব্রুড মাছ সংগ্রহ করা যায় সাথে সাথে বয়স যেনো ২-৩ বছর এর বেশি না হয়, সাইজ: ৪-৫ কেজি, ৭-৮ কেজি মাছ আছে বেশ কিছু .…..সাথে থাকবেন ।
- ধন্যবাদ
@@balafisheries যাওয়ার শখ আছে যশোরে ,
সুদুর পার্বত্যজেলা খাগড়াছড়ি থেকে বলছি ,
এখানে পোনা মাছের দাম খুব বেশি , কেজি 30-35 পিস এই ধরনের রুই,মৃগেল,কার্পিও-মিনার এর দাম 300 এর উপরে 😑
আর গাস কার্প,কাতল তো 400 এর উপরে 😵
এক মাত্র আপনি বাজার দর জানেন যে উষ্ণ কি অবস্থা !! তবে এসে নিয়ে যান, আসা করি বেশ কম দামে দেবো
যাবো ভাই হয়তো এই সিজনে আর যাওয়া হবেনা , তবে আপনার নাম্বার নিয়ে রাখছি , আর ঠিকানাও লিখে রাখছি । গেলে অবশ্যই যোগাযোগ করবো , এখান থেকে পোনা কিনে আর চাষ করে লস হচ্ছেনা কিন্তু যেই লাভ হচ্ছে তা অত্যন্ত সীমিত , আর ভালো গুনগত মানের পোনা পাচ্ছি না , ভালো মানের পোনার জন্য কিছু টাকা বাড়তি দিতে দ্বিধাবোধ করি না কিন্তু তাও পাইনা ।
সময়মতো যোগাযোগ করবো ভাই ।
বিঘায় কত কেজি ধানি পোনা ছাড়া উচিৎ ।
ভাই আপনাদের কাছে ভিয়েনাম শোল পাওয়া যায়,
হ্যাঁ আছে ।
ভাই অামার পুকুরের পানির রং সবুজ করতে পারছি না ৷ কত টুকু জলাশয়ে কি পরিমান সার অার কোন কোন সার দিতে হবে যদি একটু বলতেন তাহলে উপকৃত হতাম ৷ ধন্যবাদ৷
10 কেজি করে 3 প্রকার দেন।
দাদা এক কেজি রেণু থেকে কত পিস মাছ পাওয়া সম্ভব যদি সঠিক পরিচর্যা করা যায়।দয়া করে একটু বলবেন।
1 কেজি রেণু থেকে মোটামুটি ১.৫-২ লক্ষ মাছ পাওয়া যায়
5 din a ato boro jibon a hobe na?
Think yourself
apnara ki ar chy boro boro pic ditay parban
জি, আপনার কথা তেমন বুঝি নাই
vai bollam masar size ki ar chy boro ta ditay parban, R apnader location ta bolban
@@mdmhadi2361 হ্যাঁ দেয়া যাবে । কতো কেজি !!
যশোর সদর থেকে বলছি
5 dine 5 kg te lak!!! 5 kg te lak aste minimum 9-10 din lage.
??
na 13,14 er mas
আপনার ঠিকানা?
বয়ান কম দেন,৫দিনে 😅😅😅
ভাই গাজা খাইয়া ভিডিও বানাচ অই পোনার বয়স নরমালে হলেও ৩৫দিন বয়স
ভালো জায়গা থেকে রেণু নিয়ে দেখেন গ্রোথ কাকে বলে ??
@@balafisheries হুম ভালো যায়গা থেকে রেনু নিছি সব গ্রেট সাইজ মাছ থেকে রেনু নিছি দেখে। তাও সময় লাগে বড় হতে। রাগ করিশ না ভাই আমি মাছ প্রেমিক তাই মাছ নিয়ে কিছু দেখলে ঠিক থাকতে পারি না
আমাদের থেকে মাছ প্রেমিক আপনি না ....
মাছের সঠিক পরিচর্যা আর ভালো ফিড দিলে মাছের গ্ৰথ হতে বাধ্য
@@balafisheries হুম হতে পারে। ধন্যবাদ
আপনাদের ফোন নাম্বার কিভাবে পাব
01715-908523 - বালা ফিশারিজ
Mitta kotha.
আপনি বলে দেন, সত্যি কি ??
@@balafisheries minimum 15 days of fish
ভালো বীজ, ভালো ফসল
ভালো খাবার, বেটার গ্রোথ
চিটার নাম্বার ওয়ান
Tui boro chitar